নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

২ জন আমেরিকান বন্দীকে ছেড়ে দেয়াতে ইসরায়েলী নেতা ক্ষিপ্ত! (সাময়িক )

২১ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:০৬



আজকে হামাস ২জন বন্দী ইহুদীকে মুক্ত করে দিয়েছে; এরা আমেরিকান নাগরিক, জুডিথ টাই রাআনান ও জুডিথের মেয়ে নাতালী রাআনান। এখন তারা ইসরায়েলে; কিছুক্ষণ আগে বাইডেনের সাথে কথা বলেছে; আগামী সপ্তাহে তারা শিকাগোতে ফিরে যাবে। তারা বলেছে, তাদেরকে মাটির নীচে টানেলে ২ সপ্তাহ রেখেছিলো হামাস। এর বাহিরে অন্য কিছু তারা আপাতত বলেনি।

এদের ২ জনের মুক্তির খবর পেয়ে ১ ডানপন্হী ইহুদী নেতা ভয়ংকরভাবে ক্ষেপে গেছে; তার বক্তব্য হলো, নেতানিয়াহু ইহুদী জাতিকে বিপদে ফেলেছে আপোষ করে। এখন থেকে হামাস, হেজবুল্লা ও অন্যান্য জংগীরা ইসরায়েলীদের ধরে নিয়ে আপোষ করবে ও ইসরায়েলীদের হত্যা করতে ভয় পাবে না; তার পুরো নামটা আমি পাইনি, সে এক সময় আমেরিকাতে ইসরায়েলী দুতাবাসে কাজ করেছিলো; সে চীৎকার দিচ্ছে, আপোষ করে নেতানিয়াহু জাতির সাথে বিশ্বাসঘাতকাতা করেছে; সে বলছে, ইহুদীদের মনোবল ভেংগে যাবে; এবং সে নিজেই আমেরিকা চলে যাবে।

এই ২জনের মুক্তির পেছনে কাতার কাজ করেছে। ইসরায়েল অন্য আরব দেশগুলোর সাহায্যও চাচ্ছে।

আমি ধারণা করেছিলাম যে, ইসরায়েলী সৈন্যবাহিনী গাজায় যেতে দেরী করছে; কারণ, সরকার আপোষ করে বন্দীদের মুক্ত করতে চাচ্ছে। এই ২ জনের মুক্তির পর, মানুষ চাইবে আপোষের মাধ্যমে এই যুদ্ধের অবসান হোক।



মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:৩৬

নূর আলম হিরণ বলেছেন: যুদ্ধ করে তো তাদেরকে জীবিত মুক্ত করা সম্ভব নয়। মুক্তি করতে হলে আপসই করতে হবে।

২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:১৭

সোনাগাজী বলেছেন:


আইডিএফ ভেতরে গেলে বন্দীদের হত্যা করার পুরোপুরি সম্ভাবনা ।

ইসরায়েলীরা যদি খেয়াল করে, তারা বুঝতে পারবে, যতটুকু ঘটেছে, ইহাই বিশাল যুদ্ধ; এর বাইরে গেলে ইসরায়েলের ভবিষ্যত ভালো হবে না।

২| ২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:২৮

শেরজা তপন বলেছেন: ২০৩ জনকে উদ্ধারের জন্য কত হাজারকে হত্যা করতে হবে?
২০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৪০
লেখক বলেছেন:
আপনি বুঝার মতো পোষ্ট লিখেছেন ব্লগার শেরজা ও না'হল তরকারী ( রিপোর্ট টু মডারেটর কমেন্টস নম্বর-১)

~ নাহল তরকারি ভাল কি খারাপ ব্লগার সেটা বিবেচ্য বিষয় নয় আপনি ইচ্ছাকৃতভাবে তার সাথে আমার ব্লগিং এর তুলনা করে আমার ব্লগিং এর মান সবচাইতে নিচুমানের তুলনা করে আমাকে চরমভাবে অপমানের চেষ্টা করেছেন।উক্ত পোস্টে কোনভাবেই আমার নাম আসার কথা নয়। আপনার মত একজন সিনিয়র ব্লগার যদি এভাবে যদি আমাকে নিয়মিত হেয় ও অপদস্ত করার চেষ্টা করেন তাহলে বাধ্য হয়ে আমি যে কোন পদক্ষেপ নিলে সেটা নিশ্চিতভাবে অন্যায় বা অনৈতিক বলে সাব্যস্ত হবে না আশা করি।

২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৪

সোনাগাজী বলেছেন:


যেই ব্লগারকে বলেছি, তিনি আপনার পোষ্ট ( একই বিষয়ের উপর ) পড়লে বুঝতে পারবেন; আপনার পোষ্টগুলো আসলে গবেষণাপত্র, অনেক কিছু থাকে; আমার পোষ্টগুলো সংক্ষেপে, অনেকে বুঝে না।

২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৭

সোনাগাজী বলেছেন:



ব্লগার না'হল তরকারীর পোষ্ট সবার থেকে সহজ পোষ্ট হয়ে থাকে, সবাই বুঝতে পারেন।

২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৮

সোনাগাজী বলেছেন:



আপনি আমাকে নিয়ে ২/৩টি পোষ্ট লিখেছিলেন।
আমি ১ জন ব্লগারকে আপনার পোষ্ট পড়তে বলেছি মাত্র; আপনাকে নিয়ে তো পোষ্ট লিখিনি।
১ জন ব্লগার অন্য আরেকজন ব্লগারের পোষ্ট পড়ার কথা বললে, কোন ধরণের অসুবিধা আছে?

৩| ২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৫

শেরজা তপন বলেছেন: নিজের মেশিন আপগ্রেট করেন মিয়া- আপনার এইসব ত্যানাপ্যাচানো কথার মানে বোঝার মত মগজ আমার আছে।
ফাউ প্যাচাইয়েন না।
আমার নিয়া আপনি কোন আলোচনা করবেন না। ভালো ও না মন্দ ও না। কথা শেষ!!!

২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৮

সোনাগাজী বলেছেন:



আপনি আমাকে নিয়ে ২/৩টি পোষ্ট লিখেছিলেন, সেগুলো নিয়ে আপনার বক্তব্য কি? আমি আপনাকে নিয়ে কোন পোষ্ট লিখিনি; এখন আমি আপনাকে নিয়ে ২/৩টি পোষ্ট লিখতে চাই!

৪| ২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২০

কামাল১৮ বলেছেন: দুই জনে আলোচনা করে সমাধান করুন।আলোচনার কোন বিকল্প নাই।আপনারা ছোট না যে আলোচনা করতে গেলে ঝগড়া লেগে যাবেন।ঝগড়া লাগলেও সমস্যা নাই,মারামারি লাগতে পারবেন না।

২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৫

সোনাগাজী বলেছেন:


উল্লেখিত ব্লগার আমাকে হেয় করার জন্য, আমাকে নিয়ে ২/৩টি পোষ্ট লিখেছিলেন; মনে হয়, এডমিন সাহেব ২টি পোষ্ট সরায়ে দিয়েছিলেন। আমি উনাকে নিয়ে ২/৩টি পোষ্ট লেখার কথা ভাবছি। উনি চিন্তাভাবনা করে দেখুক।

৫| ২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৫

বাউন্ডেলে বলেছেন: গাজীভাই গারবেজ চর্চা অব্যাহত রাখেন। দুর্গন্ধ না ছড়ালেই হলো।

২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৮

সোনাগাজী বলেছেন:



আপনি আমার পোষ্টে এলে ধরে নেবো যে, পোষ্টে আবর্জনা আছে; উহাতে ক্লোরিণ ঢালতে হবে।

৬| ২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৮

কাছের-মানুষ বলেছেন: আমেরিকার দুজন মুক্তি পাওয়াতে বাইডেনের মুখ কিছুটা রক্ষা হল আমেরিকান জনগনের কাছে। আলোচনার মাধম্যে সকল সমস্যার সমাধান করা উচিৎ।

২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৪

সোনাগাজী বলেছেন:


বাইডেন কিছুটা সফল হয়েছে; তবে, ইসরায়েল ও ইুক্রেনকে ১০০ বিলিয়ন ( বড় অংশ অস্ত্র ) দেয়াতে আমি মনে কষ্ট পেয়েছি। এই সপ্তাহে আমি একজন আফ্রিকান আমেরিকান মেয়েকে দেখেছি, যেইজন ৯ মাস পুর্বে লিকোমিয়া থেকে রিমিশন পেয়ে কাজ করছে নিজের ঘরভাড়া ও খাবারের টাকা যোগাড় করার জন্য। স্বামীও মেয়েটাকে ফেলে চলে গেছে।

৭| ২১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৫

খাঁজা বাবা বলেছেন: শহর যুদ্ধে দুই পক্ষেরই প্রচুর প্রান হানির সম্ভাবনা আছে। তাই ইসরায়েল একতরফা আকাশ যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৬

সোনাগাজী বলেছেন:



আকাশ যুদ্ধও বেশী করে ফেলেছে, ইহার ফলাফল খারাপ হবে।

৮| ২১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


বন্ধি বন্ধি খেলায় রাষ্ট্র গঠিত হবে?

২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৭

সোনাগাজী বলেছেন:



হামাস, ইসলামী জ্বিহাদ ও পিএলও রাষ্ট্র চাহে কিনা, বুঝা মুশকিল; ওরা এভাবেই থাতে চায়, মনে হয়।

৯| ২১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৪

আমি নই বলেছেন: ইসরাইল হামাসকে কখনই নির্মুল করার চিন্তা করবেনা, হামাস নির্মুল মানে বিশ্বকে আর জুজুর ভয় দেখানো যাবেনা। ইসলামোফোবিয়া ছরানো যাবেনা, প্রপাগান্ডা ছরানো যাবেনা সো হামাস থাকবে। পশ্চিম তীরের মত বছরে ৪০০-৫০০ করে মেরে পুরো ফিলিস্তিন দখল করতে অনেক টাইম লেগে যাবে ইসরাইলের।

২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩২

সোনাগাজী বলেছেন:



পুরো ফিলিস্তিন দখল মানে ১ দেশ; উহা করলে আমেরিকানরা পাশে থাকবে না; তখন হামাস, হেজবুল্লাহ, ইসলামিক জ্বিহাদেরা মিলে লেবানন, ইসরায়েল, জর্ডান, মিশরের অংশ দখল করে দুনিয়াতে দোযখ তৈরি করবে।

১০| ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৫

রানার ব্লগ বলেছেন: হামাস এবং ইজরাইলি সৈন্য দুই দল কেই থামানো উচিৎ ।

২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৩

সোনাগাজী বলেছেন:



বাইডেন সেটা করতে চেয়েছিলো, আরবেরা বসেনি।

১১| ২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

বাকপ্রবাস বলেছেন: চিন রাশিয়া ধীরে গা ঝাড়া দিচ্ছে। চীন হারামি টাকা পয়সা ছাড়া কিছু বুঝেনা, সে বুঝে ইনভেষ্ট আর ইনকাম, যুদ্ধে নেই। চীন রাশিয়া আরেকটু একটিভ হলে ভারসাম্য আসবে, মুসলিম দেশগুলো অনেক পিছিয়ে, ওরা যেদিন দাঁড়াতে পারবে সেদিন ইসরাইল নাই হয়ে যাবে।

২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

সোনাগাজী বলেছেন:


চীন, রাশিয়া, আমেরিকা, জার্মানী, ইরান, ইসরায়েল তাদের কাজ করবে; আমরা ওদের নিয়ে গল্প করবো।

১২| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমেরিকার কয়জন নাগরিক হামাসের হাতে বন্দী আছে অনুমান?

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ২:৫৯

সোনাগাজী বলেছেন:



বন্দী অবস্হায় আরো ১০ জন আছে।

১৩| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: পোষ্টের বাইরে একটা মন্তব্য করতে চাই।

আমার বাসার আশেপাশে কোনো মেট্রোরেল স্টেশন নেই।
মেট্রোরেলে উঠতে হলে আমাকে মতিঝিল যেতে হবে অথবা কাওরান বাজার যেতে হবে। মূলত সকালে মতিঝিলের রাস্তায় অনেক জ্যাম থাকে। আবার মগবাজার- বাংলামটরে গজব জ্যাম থাকে। তাছাড়া এখনও কমলাপুর- মতিঝিল কাওরান বাজার রেল লাইন চালু হয়নি।

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:০১

সোনাগাজী বলেছেন:



আপনার বাসা থেকে মেট্রোরেলের নিকটবর্তী ষ্টেশন যদি ২ মাইলের ভেতরে থাকে, হাতে সময় নিয়ে হেঁটে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.