নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার গেছো দাদার পোষ্টে মন্তব্য করার দরকার আছে?

২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৫



ব্লগার গেছো দাদা নীচু মানের গার্বেজ পোষ্ট করছে ব্লগে, উনার উদ্দেশ্য ভালো নয়; উনি নিজেই বাংগালী মানুষ, কিন্তু বাংলাদেশের মানুষ নিয়ে রাখাল ছেলের মতো কথা বলছে, জোক করছে, বিদ্রুপ করছে; ইহাতে মন্তব্য করার কোন প্রয়োজন আছে?

উনি এক সময় জোক টোক লিখতেন; মোটামুটি পাঠকও পেতেন; উনার কোন পলিটিক্যাল পোষ্ট ছিলো না কখনো; মনে হয়, উনি এখন বিজেপি'র সাপোর্টার, উনার মাঝে বড় পরিবর্তন এসেছে! বিজেপি ভারতের নীচু বর্ণের হিন্দু, খৃষ্টান ও মুসলমানদের জীবনকে অনেকটা বার্মার রোহিংগাদের লেভেলে নিয়ে গেছে; বিজেপি'তে গেলে মানুষের মনুষ্যত্ব লোপ পায়, এরা হনুমানে পরিণত হয়।

অনেকেই উনাকে বিবিধ বিশেষণে ভুষিত করছেন, তিনিও উৎসাহের সাথে একই কাজ করে চলেছেন; ইহার কোন প্রয়োজন নেই! পশ্চিম বংগ ও কলিকাতা এক সময় বাংগালীদের শিক্ষা ও সংস্কৃতির রাজধানী ছিলো; উহা এখন নেই, উহা এখন হিন্দিবাসীদের দখলে; এখন ঢাকাই বাংগালী সংস্কৃতির পীঠস্হান।

কলকাতায় এক সময় শিক্ষিত বাংগালীরা সমবেত হয়েছিলো ( কলোনিয়েল সময় ); এখন কলকাতার শিক্ষিত মানুষ ভারতের অন্য এলাকায় চলে যাচ্ছে জীবিকার খোঁজে, গেছো দাদারা পড়ে আছে আবর্জনা টানতে।

বিজেপি এখনো জয়ী হতে পারেনি পশ্চিম বংগে, কিন্তু দুষ্টদের মাঝে একটা অবস্হানের সৃষ্টি করেছে; এসব লোকদের থেকে শিখার কিছু নেই; এগুলো গার্বেজ বাংগালী। গেছো দাদাকে উনার গার্বেজ নিয়ে, উনার মতো করে ব্লগিং করতে দেন, উনার পোষ্ট থেকে দুরে থাকেন।






মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৩

ঢাবিয়ান বলেছেন: আপনার এত গায়ে লাগছে কেন ? এইসব বানরের পালকে এভাবেই শায়েস্তা করে ব্লগ থেকে বিতাড়িত করতে হবে। জানেনতো যেমন কুকুর তেমন মুগুর।

২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:


আমার গায়ে একা লাগছে না, উনি আমাদের দেশ ও জাতিকে নিয়ে বিদ্রুপ করছেন।

২| ২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পোস্টটা সুন্দর সতর্কতামূলক পোস্ট।

অনেকে না জেনে ওনার পোস্টে গিয়ে বিপদে পড়তে পারে। সতর্ক করে ভালো করেছেন।

কোলকাতা গেলে বাঙ্গালীর শহর মনে হয় না। ওদের ব্যবসা বাণিজ্য মনে হয় প্যাটেলরা ম্যাটেলরা নিয়ে গেছে। ওদের এখন অবদান হল স্টার জলসার মত কিছু অখাদ্য টিভি সিরিয়াল তৈরি করা। আমাদের দেশের কিছু নির্বোধের আবার এগুলি না দেখলে খাবার হজম হয় না।

তবে এক সময় কোলকাতা শিল্প, সংস্কৃতির শহর ছিল। পশ্চিম বঙ্গের লোকদের ভারতের অন্য এলাকার লোক নাকি বিশ্বাস করে না। চাপা মারার কারণে। একজন দক্ষিন ভারতীয় লোক বলেছিলেন।

২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:



কলোনিয়েল সময় কলকাতাই বাংগালীদের সংস্কৃতি ও অর্থর্নীতির কেন্দ্র ছিলো; উহা এখন আর নেই। বিজেপি পশ্চিম বংগে অনেক আবর্জনার সৃষ্টি করেছে।

৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

নিমো বলেছেন: এটা থেকেই ব্লগের গুণ-মান বোঝা যায়। রিম সাবরিনা জাহান সরকারের পোস্টে মন্তব্য নেই কিন্তু আবর্জনা পোস্ট মন্তব্যে সয়লাব। এসব আবর্জনাই এখন দেশ প্রেম, ধর্মের ধারক, বাহক।

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



আসলে আমাদের মৌলিক কিছু সমস্যা আছে, যারফলে গেছো দাদা উৎসাহ পাচ্ছে।

৪| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

মিরোরডডল বলেছেন:




ঢাবিয়ান বলেছেন: এইসব বানরের পালকে এভাবেই শায়েস্তা করে ব্লগ থেকে বিতাড়িত করতে হবে।

এভাবে হবে না, সেটা হবার হলে দুদিন আগেই চলে যেতো, যখন দুজনের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়েছিলো।
বনজোসনা যখন তার পোষ্টে গালাগালি করছে, এটা সে রীতিমতো এঞ্জয় করছে।
প্রতিদিন একটা করে এরকম পোষ্ট দিচ্ছে এবং দিবে। সে চায় সেখানে বনজোসনা এসব কমেন্ট করুক।

So, it won't work.
অকারনে মুখ খারাপের প্রতিযোগিতা চলছে।
কর্তৃপক্ষ যদি ব্যবস্থা নেয়, তাহলে যদি কিছু হয়।

একসময় ফান পোষ্ট দিতো, আর এখন শুধু অন পারপাস ক্যাঁচাল করার জন্যই পোষ্ট দেয়।

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



উনি চাচ্ছেন যে, ব্লগারেরা উনাকে খারাপ কথা বলুক

৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১০

নিমো বলেছেন: লেখক বলেছেন:আসলে আমাদের মৌলিক কিছু সমস্যা আছে, যারফলে গেছো দাদা উৎসাহ পাচ্ছে।
ব্লগ কর্তৃপক্ষ কোন অজানা কারণে কিছু আবর্জনাকে ব্লগে টিকিয়ে রেখেছে।

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:



আধম ব্লগারের উডাহরণও দরকার আছে।

৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১২

শূন্য সারমর্ম বলেছেন:


দাদাকে সামুর কলকাতা ভার্সন চালু করতে বলুন; ঢাকার ভার্সনেও উনি সুবিধা করতে পারবে না।

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

সোনাগাজী বলেছেন:



কলকাতার আবর্জনা থেকে বিজেপি হনুমান তৈরি করেছে।

৭| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

আমি নই বলেছেন: কি করবেন কন, মাথা ঠিক থাকেনা ওর পোষ্ট পড়লে। তো চিন্তা করলাম ওর ভাষাতেই ওর সাথে কথা বলতে হবে। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। তবে ব্লগ কতৃপক্ষের একটু কঠোর হওয়া উচিৎ।

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:




এডমিনের তো ডরকার হচ্ছে না; ঐ পঁচা বাংগালীকে ওর নিজের মতো থাকতে দেন।

৮| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

বাকপ্রবাস বলেছেন: পরিবেশ নষ্ট হবে এমন ব্লগারকে প্রশ্রয় দিলে

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



আমরা ওর কথার উত্তর না'দিলে প্রশ্রয় শেষ।

৯| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

স্প্যানকড বলেছেন: এতো কাহানী না কইরা মডারেটর দের বলে দেন কিসসা খতম করে দিতে আজব !

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:


আমি নিজেই ব্যানের শিকার হয়েছি ৭ বার; আমি কারো ব্যান চাওয়ার পক্ষে নই।

১০| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০০

ভুয়া মফিজ বলেছেন: যা কইছেন, ভালোই কইছেন; কিন্তু যারা (আমাগো দেশি হনুমানগুলা) হনুমানটার পোস্টে গিয়া আহ্লাদীমাখা কমেন্ট করে, তাগোরে কি কইবেন? B:-/

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:



আমাদের ব্লগারদের বুঝা উচিত, গেছো আমাদের দেশ ও জাতি নিয়ে কথা বলছে! সেও কিন্তু বাংগালী; ভারতে বাংগালীরাদের পজিশন ভালো নয়।

১১| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০২

কামাল১৮ বলেছেন: আপনার কি পোষ্ট লেখার বিষয়ের অভাব পড়ে গেছে।তার থেকে চিন্তা চেতনায় অনেক খারাপ ব্লগার ব্লগে আছে।মাইনরিটি হয়ে বাংলাদেশে বা পাকিস্তানে বাস করলে বুঝতেন জীবন কি ।
ওনার বাক্য গঠন এবং শব্দ চয়ন খুবই ভালো।ভালো কিছু তথ্য থাকে। ওনার পোষ্টে যারা মন্তব্য করে তাদের মন্তব্য খুব একটা ভালো না।

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:



উনার লেখায় আপনি যদি তথ্য খোঁজেন, আপনি কোন কুপে বাস করেন?

১২| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১০

ঢাবিয়ান বলেছেন: @ ভুয়া মফিজ , এতক্ষনে উদয় হইলেন। আমাগো দেশি হনুমানগুলারেও সাইজ করার ব্যবস্থা নিতে হবে। ব্লগ কতৃপক্ষ যেহেতু ভিজিটর বাড়ানোর এমন মোক্ষম উপায় হাতছাড়া করতে রাজী না, তাহলে ব্লগারদেরই একাট্টা হতে হবে।

@ডল আপু, অগ্নিবেশের নিক ব্যানের আবেদন করেছিলাম। লাভ হয়নি । তাই এখন মনে হচ্ছে এদেরকে এদের ভাষাতেই শায়েস্তা করা দরকার।

১৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: গেছো দাদা ব্লগের নিয়ম ভাঙ্গে নাই মনে হয়। এই কারণে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বাপ মা তুলে গালি দেয়া ব্লগে মনে হয় কোন দোষের কাজ না।

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

সোনাগাজী বলেছেন:





আমাদের এডমিন সাহেবের নিয়মগুলো একটু আজগুবি ধরণের।

১৪| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বানরের নিক নিয়ে ব্লগিং করলে একটু বাঁদরামো তো করবেই। মডু মনে হয় সেরকম কিছু একটা মনে করে।

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:



ব্লগিং করুক, তবে সে বাংগালী হয়ে ভারতে সুখে নেই।

১৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমরা তো হীনমন্যতায় ভোগা জাতি তাই বিদেশী কাউকে মাথায় তুলে রাখতে চাই। পশ্চিম বঙ্গের বানরও আমাদের কাছে সম্মানিত বিদেশী। হয়তো এই সব কারণে তাকে বিশেষ মর্যাদা দেয়া হচ্ছে। আপনি এই সব নিয়ে বেশী লিখলে আবার বিপদে পড়তে পারেন।

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:



পশ্চিম বংগের মানুষ বাংগালী, আমাদের সাথে অনেক মিল; কিন্তু উহাদের মাঝে যেসব আবর্জনা আছে, সেগুলোকে বিজেপি হনুমানে পরিণত করেছে।

১৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

সুদীপ কুমার বলেছেন: বানর তো বানরই। একটি গল্প আছে কয়েকজন লোক বানর খেলা দেখছিল। বানরওয়ালা একটু পরপরই বানরকে লাটিপেটা করছিল। তয় এক দর্শক খুব চেতে গিয়ে বানরওয়ালাকে লাঠি পেটা করতে নিষেধ করলো। তো বানরওয়ালা বানরকে লাঠিপেটা করা বন্ধ করলো। বানর খেলা দেখাশ- সে ডিগবাজি খায়। শ্বশুর বাড়ি যায়। তো খেলা দেখাতে দেখাতে বানরটি ওইদর্শকের লুংগি ধরে দেয় টান। যা হবার ছিল তাই ঘটলো। দর্শকটি লুংগি ঠিক করতে করতে বলে- মার শালাকে, মার।

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:





বিজেপি পশ্চিম বাংলায় কিছু বানর খুঁজে বের করেছে।

১৭| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৩

আমি নই বলেছেন: কামাল১৮ বলেছেন: আপনার কি পোষ্ট লেখার বিষয়ের অভাব পড়ে গেছে।তার থেকে চিন্তা চেতনায় অনেক খারাপ ব্লগার ব্লগে আছে। মাইনরিটি হয়ে বাংলাদেশে বা পাকিস্তানে বাস করলে বুঝতেন জীবন কি ।
ওনার বাক্য গঠন এবং শব্দ চয়ন খুবই ভালো।ভালো কিছু তথ্য থাকে। ওনার পোষ্টে যারা মন্তব্য করে তাদের মন্তব্য খুব একটা ভালো না।
=p~ =p~

ভারতের মাইনরিটিরা তো মনে হয় স্বর্গে বাস করে, তাই না?? এই মাঝে মধ্যে পিটিয়ে হত্যা করে, মন্দিরে নিয়ে ধর্ষন করে, উলংগ করে গ্রামে ঘোরায়, লোয়ার কাস্টদের সাথে পশুর মত আচরন ইত্যাদি এগুলোতো স্বর্গে থাকারই লক্ষন তাই না?

লেখক বলেছেন:
উনার লেখায় আপনি যদি তথ্য খোঁজেন, আপনি কোন কুপে বাস করেন?

আমি সত্যি ভাবতাম উনি মুসলিম বিদ্বেশি হলেও মনে হয় মাথায় কিছু আছে, আজকে বুঝলাম আসলেই উনি কুপে বাস করেন।

১৮| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০০

পদাতিক চৌধুরি বলেছেন: কয়েকজন ব্লগারের সাম্প্রতিক পোস্ট ও বিভিন্ন পোস্টে কমেন্টের নামে ঘৃণা ভাষণ ব্লগের সুস্থ পরিবেশের পক্ষে খুবই উদ্বেগের। বিশেষ করে গাজা স্টিপে হামাসের হামলার পর এরা লাগাতার জাতিবিদ্বেষ প্রচার করে যাচ্ছে।
কিছু আইডিকে চিরতরে নিষিদ্ধ করার সময় এসেছে।

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৬

সোনাগাজী বলেছেন:




ব্লগার তো নেই; কয়েকজন মাল্টি ছা্যার মতো ঘুরপাক খাচ্ছে।

১৯| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৭

শ্রাবণধারা বলেছেন: আমি আপনার মত তাকে ব্লগ থেকে তাড়িয়ে দেওয়ার পক্ষপাতি নই। আমার ধারণা আমাদের প্রতিবেশীদের অনেককেই তার মত করে ভাবেন এবং এই ভাবনাগুলো যত নেতিবাচকই হোক না কেন, সেখান থেকে আমাদের নিজেদের শিক্ষা নেবার উপকরণ আছে।

ওনার দু চারদিন আগের একটা লেখায় নিচের এই মন্তব্যটা করেছিলাম, আপনার চোখে যদি না পড়ে তাই সেটা কপি পেস্ট করলাম:

গেছো দাদার উদ্দেশে:

আপনার পোস্টগুলো বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করি।

আমাদের প্রতিবেশী দেশের অশিক্ষিত, প্রায়-বর্বর মানুষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এবং বৈশ্বিক একটা মানবিক সংকট সম্পর্কে আপনারা মোটের উপর কি ভাবছেন তার একটা ধারণা পাওয়া যায় আপনার লেখায়।

আপনাদের দেশের শিক্ষিত মানুষের ভাবনা চিন্তার সাথে বাংলাদেশের শিক্ষিত মানুষের ভাবনা চিন্তার অমিল নেই। আপনাদের বর্বর আর আমাদের বর্বরগুলোকে নিয়েই সমস্যা।

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৮

সোনাগাজী বলেছেন:




আমি দেখেছিলাম; কলিকাতার বাংগালীদের মাঝে অনেকেই হতাশায় ভুগছে।

২০| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৩৭

নিমো বলেছেন: লেখক বলেছেন:আধম ব্লগারের উডাহরণও দরকার আছে।
তাতো বটেই এজন্যতো ব্লগ কর্তৃপক্ষ আদরে-যতনে জাতীয়তাবাদী জা-শি, ছাগু, তালিবান এদের পুষছে। এদের দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে, গোলাপী আপু মক্তি আন্দোলন করবে। জনৈক পাকিস্তানের পতাকাবাহীর নাম বললেও উনারা খুঁজে পান না। একেবারে লিংক ধরে এনে মুখে তুলে খাইয়ে দিতে হয়। অপদার্থ উজবুক এক মডু, যাকে নিয়ে কথা বলাই সময় নষ্ট।

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৯

সোনাগাজী বলেছেন:



ব্লগারের অভাব; ফলে, যা আসে সেটাকেই যত্ন করতে হয়।

২১| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫০

কামাল১৮ বলেছেন: এটা আমার নিজের তৈরি করা কুপ।বস্তুবাদ যার ভিত্তি।

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:



বস্তুবাদ ঠিক আছে; তবে, গেছো দাদা অপদার্থ বাংগালী।

২২| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৩

বাউন্ডেলে বলেছেন: বাদরটি একেবারেই জংলী নয় । অনেকটা গৃহপালিত অন্যসব জানোয়ারের মতই। আপন মা-বোনদের উপড় সেক্স এপ্লাই করে না। নাস্তিক হলেও শরা-শরীয়ত মেনে চলে। হিংস্র হলেও অবলা জীব । বলগে যেহেতু দীর্ঘদিন থেকে আছে, আমি মানিয়ে নিয়ে চলার পক্ষপাতি।

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:




আপনার কথাবার্তাও অপ্রয়োজনীয় বিভ্রান্তি

২৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: উনার সর্বশেষ পোস্ট দেখেছি, খুব সম্ভবত উনি মাতাল অবস্থায় ব্লগিং করেন, অথবা মানসিক বিকারগ্রস্থ। উনাকে ব্যান করা এখন সময়ের দাবী। কোলকাতার লোকজন বাংলাদেশকে খুব ভালোভাবেই সম্মান দেখায় কিন্তু গেছো দাদা নামের ফেক আইডি দিয়ে কেউ হয়তো ব্লগে অস্থিতিশীল পরিবশেষ সৃষ্টি করতে চাচ্ছে।

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:




স্যরি, উনার উপর বিরক্ত হয়ে আমি কলকাতা সম্পর্কে খারাপ মন্তব্য করেছি; আসলে, কলকাতা ঠিক আছে, উনি ডোডো বাংগালী।

২৪| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১২

কামাল১৮ বলেছেন: পদার্থ বাংলাদেশী কয়টা দেখেছেন।হাতে গুনা কয়েক জন।আমি নিজেও অপার্থদের দলে।

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:



আপনার সম্পর্কে আপনি পরিস্কারভাবে কিছু জানাননি! আপনি পোষ্ট না'লেখার পেছেনে কি কোন কারণ আছে?

২৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৫

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন:
আপনার কথাবার্তাও অপ্রয়োজনীয় বিভ্রান্তি

ঝেড়ে কাসুন! কেউ গাজা খেয়ে বিভ্রান্তিতে ভোগে- কেউবা গাজার গন্ধে। আপনি কোনটা ?

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:



আমার ব্লগিং থেকে বুঝা সম্ভব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.