নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্হা কোনটি?

২৭ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭



ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্হা কোনটি; ইহা কি হামাস, ইসলামিক জ্বিহাদ, হিজবুল্লাহ, নাকি পিএলও? আপনারা যারা হামাসের পক্ষে লিখে ব্লগ ভরায়ে ফেলছেন, তারা কি এই সামান্য তথ্যটিও জানার সুযোগ পাননি? ফাঁসকরা প্রশ্নপত্র কিন্তু একটি প্রশ্নপত্র, উহাতে উত্তর থাকে না; উত্তর নিজকে খুঁজে বের করতে হয়।

ফিলিস্তিনের কিছু মানুষজন পিএলও'র বাহিরেও অন্যদের সাপোর্ট করছে, যেমন গাজায় হামাস ও ইসলামী জ্বিজাদ, পশ্চিম তীরে হিজবুল্লাহ; এখানে ফিলিস্তিনীরা ভুল করছে; কারণ, পিএলও'র বাহিরে যারা আছে, জাতিসংঘ ও শক্তিশালী দেশগুলো তাদের সাথে কাজ করে না। বিশ্বে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে, ইরান ও তুরস্ক; এরা হামাসকে সাপোর্ট করায়, ফিলিস্তিনের ব্যাপারে বিশ্বের কেহ এদের কোন কথা কানে নেয় না।

বর্তমানে লেবানন দেশটি ব্যর্থ দেশে পরিণত হয়েছে; অথচ মিলইষ্টে সবচেয়ে প্রভাবশালী দেশ ছিলো ২০ বছর আগেও। সন্ত্রাসী হিজবুল্লাহ যখন ক্রমেই শক্তি সন্চয় করছিলো, কেহ ইহাকে থামাতে পারেনি। গাজার অবস্হা একইভাবে যখন হামাসের হাতে চলে যাচ্ছিলো, পিএলও ও আরবেরা উহাকে থামাতে পারেনি। গাজা ব্যর্থ দেশে পরিণত হয়নি; কারণ, ইহা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়নি।

বিশ্বব্যাপী যারা হামাসকে টাকা পয়সা দিয়ে ও অন্যভাবে সাপোর্ট করেছে, তারা পরোক্ষভাবে গাজার বর্তমান অবস্হার জন্য দায়ী। এবারের সমস্যায়, পশ্চিম তীরের মানুষ পিএলও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে "দালাল" বলেছে; যুদ্ধের পর কি হয় দেখতে হবে। যদি পশ্চিম তীরে হামাস'এর সাপোর্ট বেড়ে যায়, ফিলিস্তিন ইউরোপের সাপোর্ট আর পাবাে না।


মন্তব্য ৫১ টি রেটিং +১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি ফিলিস্তিন ও ইসরায়েল নিয়ে গত কিছুদিনে যতো সহজ স্টেটমেন্ট দিয়েছেন - বাস্তব তা নয়। এইখানে সহজ কিছু হচ্ছে না।

ইসরায়েল দ্বারা পাল্টা আক্রমণের পেছনে হামাসের আক্রমণ একটি সাজানো আক্রমণ। যাতে করে ইসরায়েল ফিলিস্তিনকে আক্রমণ করতে পারে। - (আমি সময় সুযোগ করে বিস্তারিত লিখবো)

***নভেম্বর নাগাদ মার্কিন ডলারের সূচক দফায় দফায় বাড়বে।*** কিছু বুঝতে পেরেছেন?

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:



"সাজানো" আক্রমণটা কি হামাসের একা সাজানো, নাকি তাতে আরো কেহ আছে?

২| ২৭ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: আমি আপনাকে বলছিলাম না, অনেকেই হামাসকে আমেরিকার তৈরী বলে মনে করতেছে। উপরের কমেন্ট দেখেন।
ফেসবুকে একজন বললো ওইসিও নাকি আমেরিকার তৈরী। আমার মাথা দেখি ঘুরে!! |-)

আমি একটা বিয়য় ঠিক বুঝলাম না- আল-কায়েদা আমেরিকার তৈরী, আএসআই আমেরিকার তৈরী, হামাস আমেরিকার তৈরী, হুতি বিদ্রোহী আমেরিকার তৈরী, হিজুবল্লাহ আমেরিকার তৈরী, যত ইসলামী জঙ্গি গোষ্ঠী রয়েছে সবই নাকি আমেরিকার তৈরী। কিন্তু আমি যখন বলি পুরো ইসলামটাই হচ্ছে আমেরিকার তৈরী তখন মানুষ আমাকে দৌঁড়ানি দেয় কেন?

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৬

সোনাগাজী বলেছেন:



এই জন্যই দেশে পাশ করার জন্য আগে প্রশ্নফাঁস করতে হয়।

৩| ২৭ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

কামাল১৮ বলেছেন: জাতিসংঘ পারে এই সমস্যার সমাধান করতে।

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৮

সোনাগাজী বলেছেন:



জাতিসংঘ মানে অনেক দেশের সমষ্টি; ওদের কাছে আছে ১৯৯৩ সালের চুক্তি, নতুন কোন কিছুতে ইসরায়েল, ফিলিস্তিন ও বিশ্ব কাজ করছে না; গত ২৩ বছর কেটে গেছে হামাস-পিএলও ও হামাস-ইসরায়েলের মারামারিতে।

৪| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৫

জ্যাক স্মিথ বলেছেন: ঠাকুরমাহমুদ - একমাত্র সুইস ফ্রাঙ্ক ছাড়া প্রায় সবগুলো কারেন্সির বিপরীতে ডলার শক্তিশালি হচ্ছে গত প্রায় এক বছর ধরে, সুতরাং এখানে ডলারের সম্পর্ক কি ঠিক বুঝা গেলো না?

ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০১

সোনাগাজী বলেছেন:


গড়ে, গত ৩০ বছরে ডলার ইনডেক্স সব সময় শক্তিশালী ছিলো; এই মহুর্তে ইয়েন ও ইউরো কোনভাবে ডলারের উপরে যেতে পারবে না।

৫| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩০

আমি নই বলেছেন: সমস্যা হল আপনি ৭ তারিখ থেকে বিবেচনা করতেছেন। আমার প্রশ্ন হামাসের জন্ম হল কেন? পিএলও যদি সমস্যার সমাধান করতে পারত তাহলে হামাসের জন্মই হতনা। ইসরাইল সৃষ্টির প্রায় ৪০ বছর পর হামাসের সৃষ্টি, এই ৪০ বছর পিএলও এবং সো কলড মানবতাবাদীরা কি করল?

আমি জানি আপনি বলবেন ফিলিস্তিন রাষ্ট্র হচ্ছিল ফিলিস্তিনিরা মানলা কেন? ফিলিস্তিনিরা মাানেনি কারন ৩৩% ইহুদিদের জন্য ৫৬% সবচাইতে ভাল ভুমিগুলো দেয়া হচ্ছিল। এটা কি ভিক্ষা যে ৬৭% ফিলিস্তিনিদের ৪৪% খারাপ ভুমি নিয়েই সন্তুষ্ট থাকা লাগত??

৪৮ এবং ৬৬ তে আরবরা যখন ইসরাইল আক্রমন করেছিল তখন কি বিশ্ব চেয়ে চেয়ে দেখেছিল? নাহ তারা দেখেনি, তারা ইসরাইলকে রক্ষা করেছে। ধরে নিলাম আরবরা আক্রমন করে অন্যায় করেছিল তাই মানবতাবাদী পশ্চিমা বিশ্ব ইসরাইলকে রক্ষা করেছে। কিন্তু ইসরাইল যখন হত্যা-গুম-আটক করে একটু একটু করে ফিলিস্তিনিদের জমি-সম্পদ গিলে খাওয়া শুরু করল তখন মানবতাবাদী পশ্চিমা বিশ্ব চুপ থাকল কেন? ফিলিস্তিনিদের উপর চালানো নির্যাতন কি অন্যায় নয়? এটা ধরেই নেয়া যায় এই অন্যায়ের কারনেই হামাসের জন্ম।

৭ তারিখের ঘটনার আগের কয়েক সপ্তাহেও পশ্চিম তীরে প্রায় ২০০ ফিলিস্তিনি হত্যা করা হল, কই তখনতো আপনি পোষ্ট দিলেন না, এগুলো অন্যায় হচ্ছে। পশ্চিম তীরেতো এ্যাকটিভ হামাস নাই, তখনতো প‌্যরাগ্লাইডিং ছিলনা, রকেট হামলাও ছিলনা, তার পরেও হত্যা করল কেন? ঐ হত্যাগুলো কি অন্যায় নয়? নিজেদের রক্ষায় ফিলিস্তিনিরা কি করতে পারে? হামাস সৃষ্টির আগের ৪০ বছরে কেন হত্যা-দখল চলল?

পিতা বাড়ী দখলের প্রতিবাদ করায় পিতাকে এবং অন্যদের শাস্তি দেয়ার জন্য ৮-৯ বছরের সন্তানকে পর্যন্ত মাসের পর মাস আটক রাখার ঘটনাও ঘটাইছে এই হানাদার ইসরাইল। আন্তর্জাতিক আইন, বিচার এগুলো মানার যদি বাধ্য-বাধকতাই না থাকে তাইলে দুনিয়া জংগলের চাইতে বেশি কিছু কি?

প্রশ্নফাস জেনারেসন এইসব **** না বলে হিম্মত থাকলে প্রতিটা প্রশ্নের লজিক্যাল উত্তর দ্যান। আর জেনারালাইজ করে উত্তর দিলে ধরে নিব চেয়ার-টেবিল পাশ করা বছরের ছাত্র আপনি।

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৩

সোনাগাজী বলেছেন:



জাতিতে ইডিয়ট ছিলো বলে, বিনা প্রয়োজনে বিএনপি'র জন্ম হয়েছে; ১৯৭৫ সালে বাংলাদেশে ক্যু'এর দরকার ছিলো না; কিন্তু ইডিয়টরা ক্যু করেছে। ভারতে স্বাধীনতার সময় কংগ্রেস ও মুসলিম লীগ কাজ করছিলো, জামাতের কেন উদ্ভব ঘটেছে? কারণে, জনসংখ্যার একাংশ থাকে ইডিয়ট।

সব সমাজে আপনার মতো অপ্রয়োজনীয় লোকজন কিছু করতে চায়; গাজায়ও সেই রকম লোকজন ছিলো ও আছে।

ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করেছে পিএলও ও পপুলার ফ্রন্ট; ওরাই জানতো পরিস্হিতি; জংগীরা জানতো না।

৬| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



লেখক বলেছেন: এই জন্যই দেশে পাশ করার জন্য আগে প্রশ্নফাঁস করতে হয়।

হাইলাইট: সত্তরের দশকের প্রথম হাফ দশক - বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশী নকল হয়েছে। এতো নকল গত ৫২ বছরেও হয়নি। মনে হয়। আশা করি সবাই বুঝতে পারবেন সেই সময়ে কারা কারা পাশ করে বেড়িয়েছেন।




নোট: আমার মন্তব্যটি সামহোয়্যারইন ব্লগ বিশেষ ভাবে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা থাকলে সংরক্ষণ করার জন্য অনুরোধ করছি।

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:



১৯৭১ সালে যুদ্ধ হয়েছে; এরপর দেশে কিছু সময় অরাজকতা ছিলো, নকল হয়েছে; কিন্তু প্রশ্নফাঁস হয়নি।

৭| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২০

আমি নই বলেছেন: লেখক বলেছেন:

জাতিতে ইডিয়ট ছিলো বলে, বিনা প্রয়োজনে বিএনপি'র জন্ম হয়েছে; ১৯৭৫ সালে বাংলাদেশে ক্যু'এর দরকার ছিলো না; কিন্তু ইডিয়টরা ক্যু করেছে। ভারতে স্বাধীনতার সময় কংগ্রেস ও মুসলিম লীগ কাজ করছিলো, জামাতের কেন উদ্ভব ঘটেছে? কারণে, জনসংখ্যার একাংশ থাকে ইডিয়ট।

সব সমাজে আপনার মতো অপ্রয়োজনীয় লোকজন কিছু করতে চায়; গাজায়ও সেই রকম লোকজন ছিলো ও আছে।

ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করেছে পিএলও ও পপুলার ফ্রন্ট; ওরাই জানতো পরিস্হিতি; জংগীরা জানতো না।


হুম বুঝলাম, আপনার ব্রেইনটা সংরক্ষন করা যায় কিনা দ্যাখেন।

হাইলাইট: সত্তরের দশকের প্রথম হাফ দশক - বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশী নকল হয়েছে। এতো নকল গত ৫২ বছরেও হয়নি। মনে হয়। আশা করি সবাই বুঝতে পারবেন সেই সময়ে কারা কারা পাশ করে বেড়িয়েছেন।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:



আপনার যেই সমস্যা, এই সমস্যা জামাত, হামাস, হিজবুল্লাদের মস্যা।

৮| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৫

আমি নই বলেছেন: লেখক বলেছেন:
আপনার যেই সমস্যা, এই সমস্যা জামাত, হামাস, হিজবুল্লাদের মস্যা।


আপনার দৌড় ঐ জামাত্যা, হামাস, হিজবুল্লা পর্যন্তই। আইডিএফ এ গেলেই বিপদ।

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:




আপনি দুনিয়ার পাগলামী কথা বলছেন, এগুলো মাদ্রাসার মক্তবের ছেলেদের কথাবারতা।

ইসরায়েল তৈরি করেছে ইংল্যান্ড, আমেরিকা , ইউরোপ ও জাতিসংঘ; ওরা এখনো ইসরায়েল নিয়ে একই অবস্হানে আছে, ওরা নড়েনি; ফলে, ওদের সাথে মিলে ইসরায়েল ফিলিস্তন সমস্যার সমাধন করতে হবে; সামুর চিন্তা ওখানে কাজে লাগবে না।

৯| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



২০২৩ সনের জানুয়ারী থেকে অক্টোবর ডলারের বিপরীতে ১০০ টাকা থেকে ১১০-১১২ পর্যন্ত এসেছে। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বে ধারণা করা হচ্ছে নভেম্বরে ডলারের বিপরীতে টাকা হবে ১২৫-১৩০।

ব্লগে সবাই ভালো জানেন ভালো বুঝেন। আশা করছি আপনারা বাদবাকি অবস্থা বুঝতে পারছেন যে, আগামীতে কি কি সমস্যায় আমরা ডুবে যেতে পারি।

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশের মুদ্রার মান মোটামুটি আইএমএফ নির্ধারণ করে, ইহা কারেন্সী মার্কেট ও বিশ্ব অর্থনীতির কারণে ঘটে না। আইএমএফ দেশের জিডিপি, মাথাপিছু আয়, বাজেট, রেমিটেন্স, মানুষের ক্রয় ক্ষমতা, বেকারত্বের হার, কৃষি উৎপাদন, আন্তর্জাতিক বাজারে তেল, যন্ত্রপাতির মুল্য ও খাবারের মুল্য থেকে ডলার-টাকার রেট ঠিক করে দেয়।

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল যুদ্ধের ফলে রেডী গার্মেন্টস বাজার, তেলার বাজার, রেমিট্যান্স ঠিক থাকবে; শুধু বাংলাদেশের মানুষের আয় ইনফ্লেশনকে কাভার করবে না; ফলে, ডলারের মুল্য বাড়তে পারে; আওয়ামী লীগ ভোটে পরাজিত হলে, ডলারের দাম বাড়বে।

১০| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২৮

আমি নই বলেছেন: লেখক বলেছেন:

আপনি দুনিয়ার পাগলামী কথা বলছেন, এগুলো মাদ্রাসার মক্তবের ছেলেদের কথাবারতা।

ইসরায়েল তৈরি করেছে ইংল্যান্ড, আমেরিকা , ইউরোপ ও জাতিসংঘ; ওরা এখনো ইসরায়েল নিয়ে একই অবস্হানে আছে, ওরা নড়েনি; ফলে, ওদের সাথে মিলে ইসরায়েল ফিলিস্তন সমস্যার সমাধন করতে হবে; সামুর চিন্তা ওখানে কাজে লাগবে না


আপনার অবস্থা আমাদের দেশের বিরোধীদলের মত, বিরোধীতা করতে হবে তাই একমত হলেও বিরোধীতাই করেন। আপনার অনেক পোষ্টে আমি বলেছি আন্তর্জাতিক আইন মানতে বাদ্ধ করার কথা। এই যে বাদ্ধ করা এটা পশ্চিমারা ছারা সম্ভব নয়, এটা পাগলেও বোঝে। আমিও কখনই বলি নাই যে হামাসের আক্রমনের মাধ্যমেই শান্তি আসবে। হামাস অপরাধ করেছে আইনের আওতায় আনেন, ইসরাইল অপরাধ করছে আইনের আওতায় আনেন, তাহলেইতো হয়। আইসিসি পুতিনের বিরোদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারী করতে পারলে ইসলাইলের বিরোদ্ধে করেনা কেন? কেন এই ডাবল স্টান্ড। হামাসকে নির্মুল করলে হামাসের মত আর একটা দল দারাবে। ১০০ জন নির্যাতনের স্বীকার হলে তার মাঝে ১০ জন যেভাবে পারবে সেভাবেই প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক।

আপনার বিশাল মগজে এই সাধারন বিষয়টা ঢুকবেনা। আপনার পুরো মাথায় হামাস কিলবিল করতেছে আর পশ্চিমারা আছে তাদের এজেন্ডা বাস্তবায়নে।

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৮

সোনাগাজী বলেছেন:



আপনি ইউরোপ, আমেরিকায় কখনো গিয়েছিলেন? ইংরেজী সংবাদ শুনলে বুঝেন?

১১| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: @ঠাকুরমাহমুদ - ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার মান দিয়ে আন্তর্জাতিক কোন ঘটনার বিশ্লেষণ করা একদমই ঠিক হবে না। আন্তর্জাতিক মার্কেটে ডলার যদি এখন দূর্বল হওয়া শুরুও করে তবুও বাংলাদেশের টাকায় ডলারের দাম বাড়তেই থাকবে আর এর মূল কারণ বর্তমানে বাংলাদেশর রাজনৈতিক অবস্থা। আমার ধারণা ডিসেম্বরের শেষ নাগাদ ডলারের দাম ১৫০ টাকা পর্যন্ত উঠতে পারে। সরকার যদি পরিবর্তন না হয় অথবা বড় ধরণের কোন অচলাবস্থা বা দূর্যোগ না হয় তাহলে আগামি মার্চ মাস থেকেই টাকা ঘুরে দাড়ানো শুরু করবে এবং এক সময় ৯০ টাকার নিচে ডলারের দাম চলে আসবে, সবকিছুই নির্ভর করবে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির উপরে।

১২| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১১

শ্রাবণধারা বলেছেন: " ***নভেম্বর নাগাদ মার্কিন ডলারের সূচক দফায় দফায় বাড়বে।*** কিছু বুঝতে পেরেছেন?"

এই মন্তব্যটা পড়ে হাসবো না কি কাঁদবো বুঝতে পারছি না। বিভিন্ন ধরনের ষড়যন্ত্রতত্ত্ব শুনেছি, কিন্তু আমেরিকা ডলারের দাম বাড়ানোর জন্য যুদ্ধ শুরু করবে এটা আগে শুনিনি :)। আপনি কিন্তু ওনার প্রশ্নের উত্তর দেননি, প্রফেশনাল ডিউটির কথা ভেবে উত্তরটা আমি দিলাম:

আমেরিকা কোন যুদ্ধে জড়ালে ডলারের দাম বাড়বে না, বরং আসলে কমার সম্ভাবনা বেশি থাকবে। কারন যুদ্ধের জন্য সরকারকে ধার করতে হয়। আমেরিকার ইরাক যুদ্ধের খরচ প্রায় ট্রিলিয়ন ডলারের কাছাকাছি ছিলো। বেশি ধার ডলারের দামের উপর চাপ সৃষ্টি করবে।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:



উনি বাংলাদেশের সাথে ডলারের রেটের কথা বলতে চেয়েছিলেন; ওখানে ডলার ইনডেক্স আলোচনা ভুলক্রমে এসেছে, মনে হয়।

১৩| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১৬

ইমরান আশফাক বলেছেন: সত্তরের দশকের প্রথম হাফ দশক - বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশী নকল হয়েছে

এই ঐতিহাসিক তথ্যটি অস্বীকার করছেন কিভাবে? আমি সম্পুর্ন একমত।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৫

সোনাগাজী বলেছেন:



কে অস্বীকার করেছে?

১৪| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:২৬

জ্যাক স্মিথ বলেছেন: লেটেস্ট খবর হচ্ছে, সবকটা সন্ত্রাসী এক জায়গায় হইসে: মস্কোয় রুশ কর্মকর্তাদের সঙ্গে ইরান ও হামাস নেতাদের বৈঠক।

এখন মিলিয়ন ডলারের প্রশ্ন হলো- হামাস যদি আমেরিকার সৃষ্টি হয় তাহলে সেই হামাসের প্রতিনিধী কেন রাশিয়ার সাথে বৈঠক করে? বিষয়টা তো পুরা প‌্যাঁচ লেগে গেলো।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৬

সোনাগাজী বলেছেন:



টংদোকানের এনালিষ্টরা মনে করে যে, আমেরিকা সব করে।

১৫| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:১৭

অহরহ বলেছেন: ফিলিস্তিনের পক্ষে যারা আছে.... আইসিস, আলকায়দা, তালেবান, হুতি, হেজবুল্লা, ইসলামিক জেহাদ, আল আকসা ব্রিগেড, আল কাসাম, হামাস, পি এল ও .............. এরা সব আমেরিকার তৈরি।

তো, ফিলিস্তিনের পক্ষে কেউ নেই। আছে শুধু বাংলাদশের নির্বোধ জনতা।

১৬| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩১

আমি নই বলেছেন: লেখক বলেছেন:
আপনি ইউরোপ, আমেরিকায় কখনো গিয়েছিলেন? ইংরেজী সংবাদ শুনলে বুঝেন?


কি যে বলেন, বাংলাদেশের একমাত্র ইউরোপ, আমেরিকায় থাকা এবং ইংরেজী বোঝা মানুষতো আপনি।

যত্তসব গার্বেজ উত্তর। আপনার উচিৎ ব্লগিং ছেরে রেস্ট নেয়া। বয়স হয়েছে, আমি জানি বয়স হলে মানুষ বাচ্চাদের মত হয়ে যায়। আপনার চিন্তা-ভাবনাও বাচ্চাদের মতন, যেভাবেই হোক জেতা লাগবেই।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:



আপনার আলোচনা জ্ঞানীদের মতো, ২/১টা পোষ্ট লেখেন।

১৭| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:



জ্যাক স্মিথ ও শ্রাবণধারা আপনাদের মন্তব্য উত্তর আমার পোস্টে দিয়েছি।

গাজী সাহেব, যুদ্ধের পূর্বের ইরাক লিবিয়া ব্লগের কেউ দেখেছেন কিনা জানা নেই। আমি যুদ্ধের পূর্বের ইরাক লিবিয়া এবং যুদ্ধের পরের ইরাক লিবিয়া দেখেছি। এছাড়া যুদ্ধাক্রান্ত যেই সকল দেশ দেখেছি যেই পরিস্থিতি দেখেছি তা ব্লগে কিছুটা হয়তো লিখবো। কিন্তু কেনো জানি মনে হচ্ছে ব্লগের লেখকগণ যুদ্ধাক্রান্ত দেশ কেমন হয় তা বুঝতে পারবেন না। কারণ ১৯৭১ দেখা মানুষ ব্লগে হয়তো হাতেগোনা দুই চার জন আছেন। বাদবাকি কিভাবে বুঝবেন “কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভূ আশীবিষে, দংশেনি যারে”। - সিনেমা আর বাস্তব তো এক না।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২৬

সোনাগাজী বলেছেন:



সেই ২টি দেশ ও সিরিয়া শেষ হয়ে গেছে অনেকটা।

১৮| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্হা কোনটি? - উত্তর জানা নেই, অথবা স্বীকৃত কোনো সংস্হা নেই। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হচ্ছে ইঁদুর মারা কল বিশেষ। এই কলে যে বা যারা মাথা দিবে তাঁর মাথা থেতলে যাবে। আশা করা যাচ্ছে, প্রভাবিত প্ররোচিত হয়ে এই কলের ভেতর মাথা গরম করে ইরান তার মাথা দিবে। আর ইরান যদি তার মাথা ধরে রাখতে পারে ফিলিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বেশী দিন টিকবে না। আবার আগের মতো অবস্থায় ফিরে যাবে - বিচ্ছিন্ন হামলা পাল্টা হামলা হতে থাকবে।

ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শেষ হবার নয়। কারণ, এটি মুসলিম ও অমুসলিমের যুদ্ধ।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৩০

সোনাগাজী বলেছেন:



পিএলও হচ্ছে ফিলিস্তনের সংস্হা, যা ইয়াসির আরাফাত করেছিলেন।

ঃামাস ও ইসলামিক জ্বিহাদ বাধা না দিলে, ২০০০ সালের আগে ফিলিস্তিন ভুমি ফেরত পেতো। আরব দেশগুলো বাইডেনের সাথে কাজ করলে, ১৯৯৩ সালের চুক্তি অনুযায়ী ফিলিস্তিন ভুমি ফেরত পাবে।

১৯| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ২:৩২

জ্যাক স্মিথ বলেছেন: ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্হা কোনটি? - আন্তর্জাতিক সংস্থা কোনটি তা জানিনা তবে- বাংলাদেশ জ্বীন গবেষণা সংস্থার সাথে যোগাযোগ করা যেতে পারে, এই দেশে প্রতিবছর প্রচুর পরিমাণে জ্বীনের বাম্বার ফলন হয়। তাছাড়া এই ব্লগেও প্রচুর পরিমাণে জ্বীন গবেষক রয়েছেন তাদের সহায়তাও নেয়া যেতে পারে। এক একটা জ্বীন ১ হাজার জন ইসরাইলি সেনার ঘার মটকাতে পারে। আমেরিকা যেমন ইউক্রেনে ড্রোন পাঠাচ্ছে, আমরাও ফিলিস্তিনে জ্বীন এক্সপোর্ট করে প্রচুর পরিমাণে বৈদেশীক মুদ্রা অর্জন করতে পারি। আমাদের এসব দক্ষ জ্বীনদের ইসরাইলের ছোড়া রকেট ঘুরিয়ে দিয়ে উল্টো ইসরাইলের ভুমিতেই আঘাত করার সক্ষমতা রয়েছে।

তাছাড়া আমাদের দেশে প্রচুর পরিমাণে যাদু টোনা বিশেষজ্ঞ রয়েছে, ফিলিস্তিনকে সহায়তা করার জন্য এদের মধ্যপ্রচ্যে নিয়োগ দেয়া যেতে পারে, যারা তাদের উন্নত যাদু বিদ্যার বলে নেতানিয়াহু থেকে শুরু করে ইসরালের সকল সামরিক বিশেষজ্ঞদের ধরাশায়ী করে দিবে। ইহাতে হাজার হাজার নারী পুরুষের জীবন রক্ষা পাবে।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:১৭

সোনাগাজী বলেছেন:



সামুতে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে যত পোষ্ট এসেছে গত ২০ দিনে, তার ৮০ ভাগ ছিলো গার্বেজ।

২০| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:১২

ঋণাত্মক শূণ্য বলেছেন: বিশ্বব্যাপী যারা হামাসকে টাকা পয়সা দিয়ে ও অন্যভাবে সাপোর্ট করেছে, তারা পরোক্ষভাবে গাজার বর্তমান অবস্হার জন্য দায়ী। এবারের সমস্যায়, পশ্চিম তীরের মানুষ পিএলও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে "দালাল" বলেছে; যুদ্ধের পর কি হয় দেখতে হবে। যদি পশ্চিম তীরে হামাস'এর সাপোর্ট বেড়ে যায়, ফিলিস্তিন ইউরোপের সাপোর্ট আর পাবাে না।

যারা ইস্রাইলকে সাহায্য করছে, তারা এর জন্য কতটুকু দায়ী? আর আপনি ইউএস ট্যাক্স পেয়ার হিসাবে আপনার হাতে কত ফিলিস্তিনের রক্ত লেগে আছে বলে মনে করেন?

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:১৯

সোনাগাজী বলেছেন:




আমার ট্যাক্সের পয়সা দিতে আমার এলকার কংগ্রেসম্যান ও সিনেটর সন্মতি দিচ্ছে; আমি চাইলে উহা বন্ধ করতে পারবো না; তবে, ইসরায়েলকে ৪০ বিলিয়ন ডলার দেয়ার বিপক্ষে আমি সাইন করেছি।

২১| ২৮ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:০৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার ট্যাক্সের পয়সা দিতে আমার এলকার কংগ্রেসম্যান ও সিনেটর সন্মতি দিচ্ছে; আমি চাইলে উহা বন্ধ করতে পারবো না; তবে, ইসরায়েলকে ৪০ বিলিয়ন ডলার দেয়ার বিপক্ষে আমি সাইন করেছি।

বরাবরের মত আপনি আবারও প্রশ্ন এড়িয়ে গেলেন। আবার আমার প্রশ্ন দুইটি পড়ুনঃ

যারা ইস্রাইলকে সাহায্য করছে, তারা এর জন্য কতটুকু দায়ী? আর আপনি ইউএস ট্যাক্স পেয়ার হিসাবে আপনার হাতে কত ফিলিস্তিনের রক্ত লেগে আছে বলে মনে করেন?

২৮ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৪৩

সোনাগাজী বলেছেন:


ট্যাক্স পেয়ার হিসাবে আমার হাতে কোন ফিলিস্তিনীর রক্ত লেগে নেই।

২২| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আচ্ছা, আপনি এত আম্রিকা প্রেমী কেন? আম্রিকার কোন দোষ আপনি বলতে লজ্জা পান। আগে একাধিকবার প্রশ্ন করেছি, যারা ইস্রাইলকে সাহায্য করছে, তারা এর জন্য কতটুকু দায়ী? কিন্তু আপনি আম্রিকার নাম উচ্চারণ করতেও লজ্জা পান দেখে বলেন নি।

লেখক বলেছেন: ট্যাক্স পেয়ার হিসাবে আমার হাতে কোন ফিলিস্তিনীর রক্ত লেগে নেই। - আরব রাজারা তো তাহলে একদম সাফা হাতে বসে আছে। তাদেরতো কোন দায় নেই তাহলে!

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২২

সোনাগাজী বলেছেন:



আপনি বাংগালী থেকে বেদুইন হয়ে গেছেন? ওখানে কি উটের ফার্মে আছেন।

২৩| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৮

বাউন্ডেলে বলেছেন: আপনি তো মুক্তিযোদ্ধা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া কয়টা বাহিনী ছিলো ?

২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:


৩ বাহিনী:
(১) এফএফ (২) বিএলএফ ( এরা যুদ্ধ করেনি ) (৩ ) ১ নং সেক্টরে, ভাসানীপন্হি একক একজন মানুষের ১টি বামপন্টি ছোট বাহিনী, বাহিনীর নাম ছিলো না; পরিচালকের নাম ছিলো ওবায়েদ বলী।

**কেহ কেহ কাদের সিদ্ধিকীর বাহিনীকে আলাদা বাহিনী হিসেবে সিসেব করে; উহা আসলে এফএফ'এর ১১ নং সেক্টর ছিলো।

২৪| ২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার সমাধান মনে হয় না কখনও হবে। ইসরায়েল দখলকৃত ভূমি ফেরত দেওয়ার কথা না, গাজাবাসী পূর্বে ইসরায়েলের দখলকৃত ভূমি ছাড়া রাষ্ট্রগঠন মানবে না। হামলা-প্রতি হামলা চলবেই। যদি কখনও ফিলিস্তিন বিরাট ক্ষমতাবান হতে পারে, ইসরায়েলের সাথে ট্ক্কর দেওয়ার শক্তি-সামর্থ্য হয়; তখন হয়তো কিছু একটা হতে পারে। সেটা কি আদৌ সম্ভব?

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৫

সোনাগাজী বলেছেন:



মাহমুদ আব্বাস ১৯৯৩ সালের চুক্তি মেনে চলতে রাজী হলে, ইউরোপ ও আমেরিকা ফিলিস্তিন গঠনে সাহায্য করতো; কিন্তু সে একটি বেকুবী শর্ত দিয়ে বসে আছে ( ফিলিসতিনীদের তাদের নিজস্ব গ্রামে ফিরে যেতে দিতে হবে ); দেশ হয়ে গেলে মানুষ নতুন জীবন আরদ্ভ করতে পারতো।

যুদ্ধের পর নেতানিহুর সরকারের পতন হবে; তখন ১টা সুযোগ আসবে।

২৫| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: সব কিছুরই শেষ আছে।
এই যুদ্ধ থামবে। তবে অনেক কাঠখড় পুড়্রিয়ে।

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০০

সোনাগাজী বলেছেন:



নেতানিয়াহুর সরকার গাজার ফিলিস্তিনীদের নির্মুল করার সুযোগ পেয়েছে; আরবদের বড় অংশ সন্ত্রাসী; ইসরায়েলের জল্লাদেরা ইহাকে কাজে কাজে লাগায়।

২৬| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: ঠাকুরমাহমুদ আর শেরজা একই পথের পথিক।

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০০

সোনাগাজী বলেছেন:



শেরজা অসৎ লোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.