নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েলী বাহিনী নাকি ১ জিম্মী নারী সৈনিককে উদ্ধার করেছে?

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:৫৭



ইসরায়েলের সেনাবাহিনী দাবী করছে যে, তারা ওরি মেগেদিশ নামে জিম্মি এক নারী সৈনককে মুক্ত করেছে আজ! সৈনিকটর ছবি ও ভিডিও প্রকাশ করেছে প্রাইম মিনিষ্টারের অফিস থেকে; সৈনিকটি এখন পরিবারের সাথে আছে, আনন্দে সেলিভ্রেট করছে; সেই ভিডিও দেয়া হয়েছে; আমি দেখেছি! সবকিছু দেখাার পর, আমার একটু সন্দেহ হচ্ছে; মনে হচ্ছে, এটা মিথ্যা প্রচারণা; এই রকম একটি প্রচারণার দরকার ছিলো নেতানিয়াহুর।

সৈনিকটিকে দেখে মনে হয়নি যে, সে ৩ সপ্তাহের বেশী সময় টানেলে বন্দী ছিলো; টানেলে থাকলে নির্মুমের ফলে চোখের নীচে কিছুটা কালিমা জমতো, মুখের চামড়ার উজ্বলতা কমে যেতো, চেহারায় ডি-হাইড্রেশানের চাপ থাকতো, তাকে খুবই ক্লান্ত দেখাতো। তাকে মুক্ত করার সময়, নিশ্চয় কোনভাবে হামাস পাহাদারদের হত্যা করতে হয়েছে, কিংবা কমপক্ষে আহত করতে হয়েছে; গোলাগুলি বিনিয়ম হয়েছে। সেখান থেকে উদ্ধার করে আনা ব্যক্তিকে দেখতে অন্য রকম মনে হতো। সর্বোপরি, এই নামে কোন সৈনিক হামাস ধরে নিয়েছিলো কিনা, সেটাও জানা যায়নি।

গতকাল জিম্মিদের পরিবারগুলো নেতানিয়াহুর সাথে বসেছিলো; তারা সরাসরি যুদ্ধবিরতিতে যেতে দাবী জানায়েছে; তারা বলেছে যে, বন্দীরা ফায়ারফাইটে মারা যাবার বিশাল সম্ভাবনা আছে; এর বাইরে, হামাসেরা আক্রান্ত হলে, তারাই বন্দীদের হত্যা করবে। কিন্তু নেতানিয়াহু বারবার একটা কথা বলছিলো যে, যে প্রবল বোম্বিং করে বন্দীদের মুক্ত করতে পারবে। বন্দীদের পরিবারেরা উহার কোন কথা বিশ্বাস করেছে বলে মনে হয়নি; তারা দেশের নাগরিকদের থেকে বেশ পরিমাণ সাপোর্ট পাচ্ছে।

মনে হয়, নেতানিয়াহু বন্দীদের পরিবারদের ধোঁকা দেয়ার জন্য এই মিথ্যার অবতারণা করেছে। ইসরায়েলী বাহিনী উত্তর গাজায় প্রবেশ করেছে সত্য; কিন্তু তারা হামাসের সামনাসামনি হচ্ছে না; তারা পজিশন নিচ্ছে, অবরোধ তৈরি করছে, ও দুর থেকে হামাসের পজিশন নিশ্চিত করে, রাতের অন্ধকারে যুদ্ধ বিমান ও আপাচী হেলিক্প্টারকে ডেকে এনে আঘাত হানছে। ইসরায়েল বাহিনী ও হামাসেরা দিনের বেলায় তাদের পজিশন বদলাচ্ছে না। ইসরায়েল বাহিনীর কাছে খুবই শক্তিশালী নাইট-ভিশন টেকনোলোজী আছে, যা হামাসের কাছে থাকার কোন সম্ভাবনা নেই; ফলে, রাতের বেলায় হামাসের লোকজন চলাচল করলেই স্নাইপারের গুলি ও আপাচীর মেশিনগান আক্রমনের শিকার হচ্ছে।

যেহেতু, ইসরায়েলী বাহিনী এখনো হামাস অবস্হান আক্রমণ করছে না, তারা টানেলে প্রবেশ করেনি। সেইদিক থেকেও আমার মনে হচ্ছে, এই সৈনিককে উদ্ধারের ব্যাপারটা খুবই সন্দেহের ব্যাপার; ইহা বন্দীদের পরিবারদের মুখ বন্ধ করার প্রচেষ্টা মাত্র।


মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইহা হতে পারে; বন্দিদের পরিবারের মুখ বন্ধ রাখার পরিকল্পনা।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৫

সোনাগাজী বলেছেন:



সবকিছু দেখার পর, আমার মনে হচ্ছে যে, জিম্মীদের পরিবারগুলোকে থামানোর জন্য একটি মিথ্যার অবতারণা।

২| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৯

ধুলো মেঘ বলেছেন: এ হল আরেক রানা প্লাজার রেশমা। এই নিয়ে সাংঘাতিকেরা প্রশ্ন করলে মেজর জেনারেল সরওয়ার মুর্শিদের মত হুঙ্কার দিয়ে বলবে, "খবরদার, আর্মির সাথে ফাউল খেলতে আসবেন না"

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩০

সোনাগাজী বলেছেন:



নেতানিয়াহুর আচরণ ইসরায়েলকে ভয়ানক সমস্যার মাঝে নিয়ে গেছে, বাইডেন উহা বুঝতেছে; অনেক ইহুদী ইসরায়েল ছেড়ে আমেরিকাতে পালাবে; ভয়ে অন্য কোন দেশে যাবে না।

৩| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৯

কামাল১৮ বলেছেন: আপনি ইহুদি ধর্ম সম্পর্কে ভালো জানেন।ইসলাম ধর্মে আছে যুদ্ধে মিথ্যা বলা যায়।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৬

সোনাগাজী বলেছেন:




যারা এি ধরণের যুদ্ধ করে মানুষ হত্যা করে, তারা কাকে ভয় করে, কাকে মানে? এগুলো জল্লাদ।

৪| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:১০

শাহ আজিজ বলেছেন: এতো দেখা যাচ্ছে এক দুর্দান্ত হলিউডি ওয়ার ফিল্ম । যুদ্ধ থামলে অনেকেই ছবি বানাতে শুরু করবে ।


হুম , হামাসের মনোবল ভেঙ্গে দেবার এক নতুন আয়োজন হতে পারে ।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২০

সোনাগাজী বলেছেন:


হামাসকে উত্তর গাজায় ঘেরাও করে ফেলেছে, ওদেরকে অবরোধে রেখে বিমান ও হেলিক্প্টার থেকে শেষ কারার চেষ্টা করছে; এতে ইসরালী সৈন্য নিহত হওয়ার সম্ভাবনা কম।

৫| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৩

বাউন্ডেলে বলেছেন: ১০ এর বদলে এক। এটা তেমন কোন ব্যাপারনা। সম্মুখ যুদ্ধে তাৎখনিক ব্যাটল ফিল্ডারদের সিদ্ধান্ত -সরকারকে না জানিয়েই হয়।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৯

সোনাগাজী বলেছেন:


আমার ধারণা আপনি ভালো মানুষ নন।

৬| ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: পত্রিকায় পড়লাম জিম্মি নারী পুরুষদের ভালো খাবার দেওয়া হচ্ছে। ভালো ব্যবহার করা হচ্ছে।

৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৪

সোনাগাজী বলেছেন:



সন্ত্রাসী হামাসের কারণে গাজার শিশুরা বোমার আঘাতে টুকরা টুকরা হচ্ছে, দেশের মিডিয়ায় ওদের ভালোদিক আলোচিত হচ্ছে? আমাদের দেশের মানুষগুলোর মগজ কাজ করে না; সেইজন্য দেশ বউ রেখে বেদুইনদের উট চরাতে হয়।

৭| ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:০২

অরণি বলেছেন: নিশ্চিতভাবেই নেতানিয়াহু নাটক করছে তার জনগনের সংগে।

৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:




জিম্মীদর পরিবারেরা যুদ্ধবিরতী চাওয়ায়, সে বলেছিলো বোমা ফেললে জিম্মীদের মুক্তকরা সম্ভব হবে।

৮| ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৬

বিষাদ সময় বলেছেন: নেতানিয়াহুদের মত হায়েনা মুক্ত পৃথিবী দরকার....

৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, আমেরিকা ও অষ্ট্রেলিয়া ব্যতিত অন্য কোন দেশে ইহুদীদের আর থাকা হবে না।

৯| ৩১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

ঢাবিয়ান বলেছেন: ধুলো মেঘ বলেছেন: এ হল আরেক রানা প্লাজার রেশমা।

একমত

৩১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



ইসরায়েলী ২ জন মিলিটারী প্রেস-ব্রিফারকে বিবিসি প্রশ্ন করেছে; ওরা ২ জমেই উহ: আহ: করে ১ লাইন বলে শেস করেছে; নেতানিয়াহু বিশ্বের সেরা জালি্যাত।

১০| ৩১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

কালো যাদুকর বলেছেন: নেতানিয়াহুকে বিশ্বাস করার কোন কারন নেই। ঠিকই বিশেলসন করে ছেন।
আপনি জিজ্ঞাসা করেছিলেন কোথায় দেখেছিলাম ইহুদীরা নাম পরিবর্তন করছে। আমিওই নিউজের সূত্রখুঁজে পাইনি। লোকাল সি বি এস নিউজছিল। তবে রাশিয়ার এয়ারপর্ট এ কি হোয়েছে তা নিশ্চয় দেখেছেন। এই কারনেই ইহুদীরা ভয় পেতে লুকানোর চেষ্টাকরছে। এখানে রাশিয়ার সংবাদটি আছে:
https://www.npr.org/2023/10/30/1209388876/dagestan-airport-riots-israel-palestine

৩১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

সোনাগাজী বলেছেন:



রাশিয়ার ঘটনা ঘটেছে মুসলিম এলাকা দাগিস্তানে; রাশিয়া উহাকে মাটির সাথে মিশায়েছিলো ১০ বছর আগে। ফ্লাইট এসেছিলো তেল আবিব থেকে, উহাতে রাশিয়ানরা ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.