নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মানুষ যখন নিজের ভুলের কারণে সব হারায়।

০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫১



আরব দেশগুলোর ভুল যুদ্ধগুলোকে বাদ দিলে, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য স্বয়ং ফিলিস্তিনীরা কি কখনো যুদ্ধ করেছিলো? ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলো পিএলও ( আরাফাত ) ও পপুলার ফ্রন্ট ( জর্জ হাবাশ ); এরা প্রধানত: গেরিলা যুদ্ধ করেছিলেন । এটাই ছিলো ফিলিস্তিনীদের স্বাধীনতা যুদ্ধ।

হামাস স্বাধীনতা যুদ্ধ করেছিলো কিনা? হামাস ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধ করেনি, তারা একটা কথা বলে গাজায় যায়গা করে নিয়েছিলো, তারা ইসরায়েল ধ্বংস করে দেবে। এখানেই গাজাবাসী ভুল করেছিলো, ইসরায়েলকে ধ্বংস করা কি সম্ভব? ইসরায়েল যারা সৃষ্টি করেছে, তারা তো সবাই আছে, তারা ইসরায়েলকে ধ্বংস করতে দেবে?

স্বাধীনতা যুদ্ধ করার কারণেই পিএলও জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে কথা বলার সুযোগ পায়। পরে, পশ্চিম তীর ও গাজা চালানোর ভার পেয়েছিলো পিএলও; গাজার মানুষ কোন লজিকের ভিত্তিতে গাজাকে হামাসের হাতে তুলে দিয়েছিলো (২০০৬ সালের ভোট ), তারা কি ভবিষ্যত নিয়ে ভেবেছিলো? হামাস জন্ম থেকেই সন্ত্রাসী হিসেবে পশ্চিমের খাতায় নাম লিখায়েছে। মুসলমানেরা একা হামাসকে "স্বাধীনতা যোদ্ধা' হিসেবে গণনা করলে তো চলবে না, বিশ্বে নেতৃত্ব কি মুসলমানেরা দিচ্ছে? ৭ই অক্টোবরের সমস্যায় কোন মুসলিম দেশ ( ইরান, তুরস্ক, মিশর, পাকিস্তান, বাংলাদেশ ) অগ্রণী ভুমিকা নিতে পেরেছে?

আমাদের দেশেও কি একই অবস্হা বিরাজ করছে না? জিয়া যখন বিএনপি গঠন করে ভোট করছিলো, যারা জিয়ার বিএনপি'তে যোগ দিয়ে মানুষের কাছে ভোট চেয়েছিলো, তারা কি এই দেশ আনার সময় স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলো, নাকি স্বাধীনতার বিরোধীতা করেছিলো? জিয়া ও সেনাবাহিনীর কয়েকজন মিলে যখন শেখকে হত্যা করলো, এই দেশের কারা জিয়াকে সাপোর্ট করেছিলো? যারা জিয়াকে সাপোর্ট করেছিলো, তারা আসলে জাতির বিপক্ষে কাজ করেছে।

গাজার মানুষ ভুল করে হোক, বা অন্যায়ভাবে পুরো ফিলিস্তিনের মানুষের বিপক্ষে অবস্হান নিয়েছিলো ২০০৬ সালে। তারা নিজেদের ভুল শোধরানোর সুযোগ পায়নি, তারা ফিলিস্তিনের মানুষের জন্য মৃত্যু ডেকে এনেছে।

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

দি এমপেরর বলেছেন: কিন্তু এ নিয়ে গাজার নাগরিকরা কি হামাসকে দোষী সাব্যস্ত করেছে বা হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? তাদের বক্তব্য কী? তারা কি এখনও হামাসকে সাপোর্ট করছে?

০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:




গত ১ মাসে গাজার কোন ফিলিস্তিনী নাগরিক হামাসকে দোষারোপ করেনি; গাজায় মনে হয় অনেক বাংগালী বসবাস করেন।

২| ০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

গাজাবাসী ভুল করেছে, এটা উপলব্দি করানোর উপায় কি?

০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

সোনাগাজী বলেছেন:




বাংগালীদের অবস্হা দেখে মনে হচ্ছে যে, হামাসই ঠিক। গাজার লোকজন বাংগালীদের থেকে অনেক বেশী উগ্র

৩| ০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


প্যালেস্টাইন ফুটবল টিম কি পশ্চিম তীর থাকে?

০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:



আমি ঠিক জানি না; সবকিছু পশ্চিম তীরে; গাজার বাসিন্দারা বের হওয়ার পারমিশন সহজে পায় না; এমন কি মিশরও ওদেরকে বের হতে দেয় না।

৪| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১০

আমি নই বলেছেন: ফিলিস্তিনের মানুষকে ২০০৬ আগেও হত্যা করা হয়েছে, মানে হত্যার শুরুটা ২০০৬ এর ইলেকশনের পর শুরু হয় নাই।

যাইহোক ২০০৬ এ হওয়া ভোটে বর্তমান পপুলেশনের প্রায় ৬০% মানুষ ভোটই দেয় নাই, সুতরাং ২০০৬ এর ভোটের জন্য বর্তমান পপুলেশনকে দায়ী করাটা কতটা যৌক্তিক বলে মনে করেন?

অবশ্য শয়তানের ছলের কোনো অভাব হয় না। সন্ত্রাসী ইসরাইলেরো ছলের কোনো অভাব নাই।

০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:


আপনার মগজ কম আছে, সেইজন্য সঠিক মতো কমপেয়ার করতে পারেন না: যুদ্ধ করতে গিয়ে/প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানোর মাঝে ও হামাসের সন্ত্রাসী কাজের ফলে ৫ হাজার শিশু বোমে মারা যাওয়া সমান নয়, আপনার মাথায় মগজ নেই; আপনারা বাংলাদেশে থাকা বাংলাদেশের বিপদজনক।

৫| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৬

শাহ আজিজ বলেছেন: উপযুক্ত আলাপ পেড়েছেন , ফলো করছি ।

০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:



হামাস মতোই জামাত/বিএনপি'র লোকজন; এরা জিয়াকে সমর্থন করে আমাদের জাতিকে ডুবায়ে দিয়েছে।

৬| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

কামাল১৮ বলেছেন: আসলে সমস্ত মুসলমানরা প্রায় একই রকম চিন্তা করে।কোরান হাদিস দ্বারা প্রমানিত ইয়াাহুদীদের কোন রাষ্ট্র থাকবেনা এবং একদিন সবাই মুসলমান হবে।এর বাইরে তারা যেতে পারেনা।বাস্তবতা যাই থাক।

০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:



আরবের বেদুইনরা মিথ্যুক ও জালিয়াত; ওরা পড়ালেখা করেনি। গত ৭৫ বছরে ইসরায়েল কোথায় গেছে, মিশর, লেবানন, জর্ডান ও সিরিয়া কোথায় গেছে?

৭| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০৫

বিষাদ সময় বলেছেন: বিষয়টা আপনি যেভাবে চিন্তা করছেন তার চেয়ে অনেক বেশি জটিল.....

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:



আপনি কোন লেভেলের জটিলতার কথা বলছেন, সেটা বলুন।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:




রবিন, শ্যারণ ও বারাক কাদের সাথে স্বাধীন ফিলিস্তনের চুক্তি করেছিলো; হামাসের সাথে জাতিসংঘ কিংবা ইসরায়েলের কোন কম্যুনিকেশন ছিলো?

৮| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৩০

বিষাদ সময় বলেছেন: মানুষের মনসতত্ত্ব সব সময় লজিক দ্বারা চলেনা। হাজার হাজার ফিলিস্তিনি মর্মান্তিক নির্যাতন মৃত্যুর শিকার হয়ে তাদের পরিবারের অনেকে হামাসে যোাগ দিয়েছে। এ রকম ক্ষেত্রে হামাসের প্রতি সমর্থন শুধু লজিক দিয়ে বিবেচনা করা যায় না।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪১

সোনাগাজী বলেছেন:


শুধু লজিক্যাল ভাবনাই আপনাকে সঠিক সমাধান দিবে। ১৯৯৩ সালের চুক্তি অবধি যেতে অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছিলো; পিএলও'তে বাংগালীরাও যোগ দিয়ে যুদ্ধ করেছিলো ফিলিস্তিনের জন্য। বিশ্ব কেন ১৯৯৩ সালের চুক্তিকে সমর্থন করেছিলো? কারণ, পরিস্হিতি সেখানেই ছিলো। হামাসের হস্তক্ষেপের ফলে পিএলও দুর্বল হয়ে গেছে, স্যাটেলমেন্ট বেড়েছে, হাজার হাজার মানুষ জেলে গেছে; শেষে আজকের এই পরিস্হিতি।

৯| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: গাজাবাসী সম্ভবত ক্ষোভের অনলে জ্বলছিল। এরা মরে যাবে তবুও মনে হয় হামাসকে সমর্থন দিয়ে যাবে। যদিও বাস্তবতা দেখে বোঝা যায় তাদের ভাগ্যে ভালো কিছু নেই।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৬

সোনাগাজী বলেছেন:


হামাস জন্ম নিয়ে প্রথমেই পিএলও'কে আক্রমণ করেছিলো; তারা ঘোষণা করেছিলো যে, তারা ইসরায়েলকে ওখানে থাকতে দেবে না; বুদ্ধিহীন মানুষ সেটাই বিশ্বাস করেছিলো; এখন মহাভুলের দাম দিচ্ছে।

এটা এখানে থামবে না; গাজা শেষ হলে, ইসরায়েল হেজবুল্লাকে ধরার সম্ভাবনা আছে; লেবাননে মানুস প্রাণ হারাবে। এরপরের সম্ভাবনা, হামাস জর্ডানকেও লেবানন বানাবে।

১০| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দীর্ঘদিন যাবত নির্যাতিত বঞ্চিত মানুষের
বুদ্ধি নয় ক্রোধ কাজ করে ।

...............................................................
গাজার মুসলিমদের তাই হয়েছে ।
এর সুযোগ নিচ্ছে হামাস ।
তবে ইসরায়েল এর এই নির্মমতা মেনে নেয়া যায়না ।
এই গনহত্যার মূল্য অবশ্যই তাদের দিতে হবে ।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১:১১

সোনাগাজী বলেছেন:


হিটলারের গণহত্যায় ইহদীরাও ভয়ংকর অবস্হায় পড়েছিলো; ওরা বেরিয়ে এসেছে। ওদের মাঝে হিটলার থেকে বড় জল্লাদ আছে এখন। ইহুদীরা নেতানিয়াহুকে থামানোর চেষ্টা করেনি; সম্ভাবনা আছে, তারা একমাত্র আমেরিকা ও অষ্ট্রেলিয়া ব্যতিত আর কোথায়ও থাকতে পারবে না ভয়ে।

১১| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:২১

আমি নই বলেছেন: লেখক বলেছেন:
আপনার মগজ কম আছে, সেইজন্য সঠিক মতো কমপেয়ার করতে পারেন না: যুদ্ধ করতে গিয়ে/প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানোর মাঝে ও হামাসের সন্ত্রাসী কাজের ফলে ৫ হাজার শিশু বোমে মারা যাওয়া সমান নয়, আপনার মাথায় মগজ নেই; আপনারা বাংলাদেশে থাকা বাংলাদেশের বিপদজনক।


আমার মাথায় যতটুকু আছে আপনার মাথায় সেটুকুও নেই। কখন কোথায় কি বলতেছেন সম্ভবত নিজেও বুঝতেছেন না। মন্তব্যে কি প্রশ্ন করেছিলাম সেটাইতো বোঝেননি।

আর আপনি যে একজন রেসিস্ট আমেরিকায় জানে?

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:৪২

সোনাগাজী বলেছেন:



ফিলিস্তিন আমাদের কিশোরকাল থেকে আমাদের মনের উপর আছে; আমাদের জেনারেশন সব সময় আশা করেছিলো যে, ফিলিস্তিনের মানুষ এক সময় সুখী হবে; কিন্তু তারা জল্লাদ/ইডিয়ট মৌলবাদীদের কারণে তারা ইহুদী জল্লাদের হাতে প্রাণ হারালো।

১২| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমি চাই দুইটা স্বাধীন দেশ থাকুক।
ইসরায়েল ও প্যালেস্টাইন।

গতকাল পেপারে পড়লাম- ঢাকায় নিযুক্ত প্যালেস্টাইনের রাস্ট্রদূত বলেছেনঃ পরাধীন দেশের রাষ্ট্রদূত হওয়ার চেয়ে স্বাধীন দেশে জুতো সেলাই করে সংসার চালানো অনেক বেশী গৌরবের।

সুন্দর উপলব্ধি।

০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪১

সোনাগাজী বলেছেন:



উনার দল, পিএলও কেন ১৯৯৩ সালের চুক্তি কার্যকর করছে না? সেই চুক্তি অনুসারে, মুল শর্ত ছিলো, ফিলিস্তিনীরা সন্ত্রাস বন্ধ করতে হবে; তারা পশ্চিম তীরে সব মানুষের কাছে থাকা সব অস্ত্র ইউএন ও নরওয়ের প্রতিনিধিদের সমানে জমা দিয়ে, বাহিরের শান্তি বাহিনী নিয়োগের জন্য কাজ করছে না কেন?

১৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৭

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: হামাস, ‍জিয়া সব এক কাতারে নিয়ে এলেন। আপনি পারেন ও বটে!

০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩

সোনাগাজী বলেছেন:



জামাত-শিবিরকে যখন আনবো, আপনি নিজকে তাদের কাতারে খুঁজে পাবেন।

১৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জিয়া, জাতির পিতাকে মারলো আওয়ামীলীগ ৩ বার ক্ষমতায় থেকেও তার বিচার করলোনা কেন?

০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা বিচারক খুঁজে পাননি, আপনি যেদিন বিচারক হবেন, সেদিন উনি বিচার শুরু করবেন।

শেখ হাসিনা শেখ হত্যার বিচারে জিয়াকে কেন আনেননি, সেটাে উনি জানেন।

১৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি কবে বিচারক হব?

০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০২

সোনাগাজী বলেছেন:




বর্তমানে কি করেন? আপনি আগামী জন্মে বিচারক হবেন।

১৬| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পরজন্ম বলে তো কিছু নেই?

০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:



তা'হলে আপনি বিচারক হওয়ার চান্স পাচ্ছেন না, শেখ হাসিনা জিয়ার বিচার করবেন না। আসলে, শেখ হাসিনা মৃতদের নিয়ে মাথা ঘামান না, মনে হয়।

১৭| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আসলে, শেখ হাসিনা মৃতদের নিয়ে মাথা ঘামান না, মনে হয়। শেখ হাসিনা তার যে কোনো ভাষণে জিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে বিষেদাগার করে থাকেন। যে ভাষায় করেন , তা দেশের একজন প্রধানমন্ত্রী হিসেবে মানায় না।

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০

সোনাগাজী বলেছেন:




প্রধানমন্ত্রী হওয়ার মতো কোন গুণ উনার ছিলো না; জিয়া উনাকে, বেগম জিয়াকে ও এরশাদকে সুযোগ করে দিয়ে গেছে; সেই কারণে উনি জিয়াকে স্মরণ করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.