নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

যেকোন বাংগালীর ইন্টারভিউর সময়, \'লাই-ডিটেক্টটর\' যোগ করে ইন্টারভিউ নেয়ার দরকার।

০৫ ই মে, ২০২৪ বিকাল ৫:০৭



আপনার এনলাকার এমপি, প্রাক্তন অর্থমন্ত্রী কামাল সাহেব, যেকোন সেক্রেটারী, যেকোন মেয়র, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, বিএনপি'র রিজভী, আওয়ামী লীগের ওয়ায়দুল কাদের, আপনার থানার ওসি, সীমান্তের একজন বিজিবি সদস্য, ঢাকার মাংস বিক্রেতা, ছাত্রলীগের সভাপতি, শিবিরের ক্যাডার, একজন আদম ব্যাপারী, ইউনিয়নের চেয়ারম্যান, আপনার বাচ্চার টিউটর, ইলিশ মাছ বেপারী, প্রাইভেট হাসতালের ডাক্তার, সোনালী ব্যাংকের কোন ম্যানেজারের ইন্টারভিউ ছাপা হলে, তার শতকরা কত ভাগ মিথ্যা থাকার সম্ভাবনা আছে?

আমার ধারণা, যেকোন বাংগালীর ইন্টারভিউর সময় 'লাই-ডিটেক্টটর' (পলিগ্রাফ পরীক্ষা ) যোগ করে, ইন্টারভিউ ছাপা হলে, এবং উহাতে কি পরিমাণ মিথ্যা থাকার সম্ভাবনা আছে, সেই সংখ্যাটা উল্লেখ করলে, পাঠকেরা উপকৃত হবেন।

আমি ব্যক্তিগতভাবে কখনো শেখ হাসিনা, বেগম জিয়া, এরশাদ, জিয়া, তারেক রহমান, ওবায়দুল কাদের ও রিজভীর ইন্টারভিউ পড়ে দেখিনি। শেখ হাসিনার ইন্টারভিউ থেকে আমাদের ব্লগার হাসান কালবৈশাখী মাঝে মাঝে এটাসেটা উল্লেখ করেন; সেজন্য হাসান কালবৈশাখীর কোন পোষ্ট ও মন্তব্যে আমার ১ পয়সারও বিশ্বাস নেই।

সিএনএন'এর ক্রিসিয়ান আমানপোর যখন আমাদের পিএম'এর শেষ ইন্টারভিউ নিচ্ছিলো, তখন বেশ গন্ডগোপল হয়েছিলো, উহা শেষ করতে কয়েক দফা বসতে হয়েছিলো ও আমানপোরকে সিএনএন অফিসিয়েলী সতর্ক করে দিয়েছিলো, ১ জন প্রাইম মিনিষ্টারের সাথে বিতর্কে জড়ানোর জন্য। আমানপোর সিএনএন'কে জানিয়েছিলো যে, প্রাইম মিনিষ্টারের তথ্যে সত্যের অনুপস্হিতি থাকায়, সামান্য তর্ক-বিতর্ক হয়েছিলো; আসলে, উহা সামান্য বিতর্ক ছিলো না; অনেক কথা কথাকাটাকাটির কারণে প্রাইম মিনিষ্টার ইন্টারভিউ বন্ধ করে দিতে চেয়েছিলেন। আমি আমানপোরের পক্ষে।


মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

শূন্য সারমর্ম বলেছেন:



ইন্টারভিউতে মিথ্যা দিয়েই চলছে দেশ, হোক ব্লগ,চাকুরী,মিডিয়া।

০৫ ই মে, ২০২৪ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:



অনেক বাংগালী আমেরিকায় চাকুরীর ইন্টারভিউতে হাসির পাত্র হয়ে থাকে।

আমাদের প্রক্তন এমপি মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যা ইন্টারভিউ দিয়েছিলেন আমেরিকায়; আমি উহা পড়েছি বলার পর, উনি স্যরি বলেছিলেন।

২| ০৫ ই মে, ২০২৪ রাত ৯:১১

ডঃ এম এ আলী বলেছেন:




ইন্টারভিউ সাধারনত ঘটে সেরিব্রেটিদেরকে নিয়ে ।
যাদেরকে নিয়ে ইন্টারভিউ তাদেরকে প্রায় সকলেই চিনে ও জানে ।
তাই তাদের ইন্টারভিউ এর সকল পাঠক/শ্রোতা নীজেরাই
এক একটি লাই ডিটেকটর। বিবিধ কারণে যন্ত্রে ধরা পড়ে
মিথ্যাটুকু, কেও প্রকাশ করে কেও করেনা , তবে এটা
ঠিক , মিথ্যাটুকু ধরা পড়েই, ফাকি দেয়ার উপাই নাই।

০৫ ই মে, ২০২৪ রাত ৯:৫০

সোনাগাজী বলেছেন:



২ বছর আগের ঘটনা, জীবন বীমা অফিসে অবস্হিত "জাপানীজ ওভারসীজ ভলনটিয়ার কর্পোরেশন"এর অফিসে গেলাম; অফিস বন্ধ দেখে পাশের ১ অফিসে গেলাম; সেখানে ১ সচীব বসেন; পরিচয় হলো; উনি ওদেরকে ( জাপানীদের ) টেলিফোন করে বললেন যে, আমাকে নিয়ে তিনি তাদের অফিসে আসছেন, দরজা খোলার জন্য। ওপাশ থেকে আমার টেলিফোন চাইলেন, দেয়া হলো; তারা জানালো, অফিসে যাবার ব্যাপারে ওরা টেলিফোনে জানাবে।

পরদিন টেলিফোন পেয়ে গেলাম। একজন জাপানী আমাকে প্রশ্ন করলো, আমি কি সচীবের পরিচিত? আমি জানালাম যে, পরিচিত নই। এরপর, এরপর কথা বললো, এবং বুঝলাম যে, সচীবকে পছন্দ করে না; আমি জানতে চাইলাম ব্যাপার কি? জাপানীজ বললো যে, বাংলাদেশের সচীবেরা সৎ নয়, এরা কথায় কথায় মিথ্যা বলে; সেজন্য আমাকে গতকাল অফিসে আসতে দিতে চাহেনি।

৩| ০৫ ই মে, ২০২৪ রাত ৯:৪১

লেখার খাতা বলেছেন: ব্লগার শায়মার ইন্টারভিউ নিয়েছেন ব্লগার অপু তানভীর। আপনি পড়েছেন?

০৬ ই মে, ২০২৪ রাত ২:৩৭

সোনাগাজী বলেছেন:




ওদের ২ জনকে জানি, পড়ার দরকার হয়নি।

৪| ০৫ ই মে, ২০২৪ রাত ১০:৩৯

এম ডি মুসা বলেছেন: আর কতদিন পর নিষেধাজ্ঞা যাবে?

০৫ ই মে, ২০২৪ রাত ১১:১৪

সোনাগাজী বলেছেন:


নিষেধাজ্ঞা আমাকে ছাড়বে না; জীবন সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা সঠিক নয়; ওরা যা করছে, এগুলো মানুষের ক্ষতি করছে।

৫| ০৫ ই মে, ২০২৪ রাত ১০:৪০

এম ডি মুসা বলেছেন: এমন নিষেধাজ্ঞাও দেওয়ার কারণ কি ছিল আমি জানি না আমাকে একটু জানাবেন? আপনার উপর কেন মানুষ এত ক্ষেপে আছে ওদের কি কোন কাজ নাই। এটা ভীষণ অন্যায়। আমার মনে হয় যারা আপনার বিরুদ্ধে সমালোচনা করে, ওদের জ্ঞানের ঘাটতি আছে।

০৫ ই মে, ২০২৪ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ আমার পোষ্ট পড়লে ও আমি ওদের গার্বেজ লেখা আমি পড়লে, আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, এমপিদের দায়িত্ব কি, আপনি বলতে পারার সম্ভাবনা কম; তখন আমি আপনাকে কিছু বললে, আপনিও আমার উপর রাগেযাবেন।

৬| ০৬ ই মে, ২০২৪ রাত ১২:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

০৬ ই মে, ২০২৪ রাত ১২:৫৪

সোনাগাজী বলেছেন:



জাতির ৯০ ভগ মানুষ মিথ্যুক।

৭| ০৬ ই মে, ২০২৪ রাত ১:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: এদেশের কারো কথা অবলিলায় বিশ্বাস করা যায় না।

০৬ ই মে, ২০২৪ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:



সেজন্য জাতির সব সম্পদ ঠকেরা দখল করে নিয়েছে: একা বসুন্ধরা, আলাম ব্রাদার্স, বেক্সিমকো, খুলনা পাওয়ার, সামিট পাওয়ার, প্রাইভেট ইউনিভার্সিটির মিথ্যুক ও ঠগেরা জাতির ব্যাংকগুলো ডাকাতি করেছে ও সব সম্পদ দখলে নিয়ে গেছে।

৮| ০৬ ই মে, ২০২৪ রাত ৩:৫৫

কাছের-মানুষ বলেছেন: আপনি নতুন পোষ্ট করতে পারছেন দেখে ভাল লাগক। এখন কি আংশিক নাকি পুরোমাত্রায় মুক্তি পেয়েছেন?

০৬ ই মে, ২০২৪ ভোর ৬:১২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আংশিক।
আপনার পরিবারের গ্র্যান্ড কেনিয়ন ভ্রমণের ভিডিও দেখলাম, দেখার মতো হয়েছে।

৯| ০৬ ই মে, ২০২৪ সকাল ৮:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: না পড়েই নতুন পোস্ট দিলেন বিষয়টি নিয়ে আসলে আপনি অভীর জ্ঞানী...........।

০৬ ই মে, ২০২৪ সকাল ১০:২৭

সোনাগাজী বলেছেন:



আমি বরাবরই জ্ঞান আহরণ করার চেষ্টায় ছিলাম; আপনি যখন জামের ভর্তার রেসিপি লেখেন, আমি তখন সিএনবিসিতে আমেরিকার অর্থনীতি দেখি, এআই'এর উপর পড়ি।

১০| ০৬ ই মে, ২০২৪ সকাল ৯:৩০

ঢাবিয়ান বলেছেন: আশাকরি শীঘ্রই আবার প্রথম পাতায় লেখার সুযোগ পাবেন।

০৬ ই মে, ২০২৪ সকাল ১০:২৮

সোনাগাজী বলেছেন:



ইনফ্লেশানের ফলে সামুটিম ছোট হতে যাচ্ছে?

১১| ০৬ ই মে, ২০২৪ সকাল ১০:১৯

এম ডি মুসা বলেছেন: আমরা কবে সব্যজাতি হব?

০৬ ই মে, ২০২৪ সকাল ১০:২৯

সোনাগাজী বলেছেন:



জাতীয় ইউনিভার্সিটি ও মাদ্রাসা বন্ধ করলে বুঝা যাবে।

১২| ০৬ ই মে, ২০২৪ সকাল ১১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গোপন ভিডিও, গোপন ফোনালাপ প্রকাশের আগ পর্যন্ত রাজনীতিবিদ, সচিব রা এক একজন ফুলের মত পবিত্র। লাই ডিটেক্টর ছাড়াই জনগণ জানে তেনারা মিথ্যা কথা বলছেন...

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:৫৭

সোনাগাজী বলেছেন:



আমার স্ত্রীর দিক থেকে ৪ জন সচীবকে দেখলাম, চুরি করাই ছিলো এদের পেশা।

১৩| ০৬ ই মে, ২০২৪ সকাল ১১:৫৭

রানার ব্লগ বলেছেন: সাক্ষাতকারের সময় সবাই মোটামুটি নিজের অবসথান কে একটি সম্মানজনক পর্যায় রাখতে পছন্দ করে আর সেই উদ্দেশ্যে কিছু কথা ঘুড়িয়ে ফিরিয়ে বলে । এটা আমার মনে হয় শুধু বাঙ্গালী না বিশ্বের সকল মানুষ করে ।

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:৫৫

সোনাগাজী বলেছেন:




আপনি বিশ্বের ভালো লোকজনদের দেখার সুযোগ পেয়েছিলেন কিনা?

১৪| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


শুধু সাক্ষাৎকার না, বাঙালির আত্মজীবনীও মিথ্যা আত্মপ্রচারে ভর্তি। মনে হবে ফেরেশতার জীবন কাহিনি।

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:৫৪

সোনাগাজী বলেছেন:



বাংগালীর আত্মজীবনী সঠিকভাবে লিখলে, বই বের হওয়ার পর সবার বিচার হতো।
শেরে বাংলা ব্যতিত সবার জীবনই গার্বেজে ভরা।

১৫| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:৫৯

রানার ব্লগ বলেছেন: আপনি বিশ্বের ভালো লোকজনদের দেখার সুযোগ পেয়েছিলেন কিনা?

হ্যা আমি অনেক দৃশ্যমান ভালো লোকের স্বাক্ষাতকার দেখেছি । সবার ক্ষেত্রে না কিন্তু বেশ বড় অংশই পরবর্তিতে তাদের স্বাক্ষাতকারের বক্তব্য কে ভুল বলেছেন ।

০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৪৮

সোনাগাজী বলেছেন:



ভালো।
ওবামার অফিসিয়েল আত্মজীবনী আছে, সময় পেলে ঘেঁটে দেখিয়েন। এ'ছাড়া অনলাইনে ওবামার অনেক ইন্টারভিউ আছে।

১৬| ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

শাহ আজিজ বলেছেন: ওয়েল কাম ব্যাক ।

০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
আমি ব্লগে থাকায়, সামুটিমের গুরুত্ব বেড়েছে।

১৭| ০৬ ই মে, ২০২৪ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: মিথ্যা বক্তব্যর কারণে সত্য বক্তব্যটাও আর বিশ্বাস হয় না।

০৬ ই মে, ২০২৪ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশে ইন্টারভিউ দেয়ার সময়, এখন ৯০ ভাগ মানুষ মিথ্যা যোগ করে।

১৮| ০৬ ই মে, ২০২৪ রাত ১১:৫৯

অহরহ বলেছেন: আপমার এই লেখার সাথে শতভাগ সহমত............... @ দাদাভাই।

ব্লগের মুমিনদের জন্য Hot Topic : গাজায় যুদ্ধবিরতি নিয়ে লেখা পোষ্ট করেন। হামাস জিহাদীরা Egyptian-Qatari ceasefire proposal মেনে নিয়েছে। হামাসের লাভ, ক্ষতি, প্রাপ্তি কী হল, দাদাভাি??

০৭ ই মে, ২০২৪ রাত ১২:২১

সোনাগাজী বলেছেন:




যেহেতু সব গাজাবাসী এখন হামাসে বিশ্বাসী, যুদ্ধবিরতীকে তারা বিজয় হিসেবে নিচ্ছে।

০৭ ই মে, ২০২৪ রাত ১২:২৩

সোনাগাজী বলেছেন:



তবে, হামাস ইহাকে লেবানন কিংবা ইয়েমেনে পরিনত করবে; তারা জর্ডানের ক্ষমতা দখল করার চেষ্টা করবে।

১৯| ০৭ ই মে, ২০২৪ রাত ১২:২৯

কামাল১৮ বলেছেন: আামিএকটি মন্তব্য করেছিলাম।কিন্তু মুছে দেয়া হয়েছে।

০৭ ই মে, ২০২৪ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:



এই পোষ্টে?

হয়তো, আমার ভুলে মুছে গেছে।

২০| ০৭ ই মে, ২০২৪ রাত ১২:৫৮

কামাল১৮ বলেছেন: আপনার পোষ্টে না।আপনি যে বিষয়টা নিয়ে পোষ্ট করেছেন,সেখানে।

০৭ ই মে, ২০২৪ রাত ২:০২

সোনাগাজী বলেছেন:



আচ্ছা, অসুবিধা নেই।

বাংগালীরা সত্য কথা বলতে জানে না: মিথ্যার জন্য শেখ হাসিনাকে নাজেহাল করেছে ক্রিশ্চিয়ান আমানপোর

০৮ ই মে, ২০২৪ সকাল ৯:৫২

সোনাগাজী বলেছেন:



সেখানে ব্লগার অপু আপনাকে খুবই রুঢ়ভাবে কিছু কথা বলেছে; এই অসভ্য নাকি ইন্টারভিউ নিচ্ছে!

২১| ০৭ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

বিষাদ সময় বলেছেন: এখন কেমন আছেন?

০৭ ই মে, ২০২৪ রাত ৮:৪১

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ, একটু ভালো

২২| ০৮ ই মে, ২০২৪ সকাল ৯:৩৯

অ্যালেকজান্ডার ফ্লেমিং বলেছেন: ইন্টারভিউ মানেই তেলবাজি আর পা চাটাচাটির মহা সমারোহ।

০৮ ই মে, ২০২৪ সকাল ৯:৪৭

সোনাগাজী বলেছেন:



ব্লগারদেরও ইন্টারভিউ নেয়ার কথা বলা হচ্ছে! ৯০ ভাগ অপ্রয়োজনীয় কথা জানতে চাওয়া হবে, ৯১ ভাগ অপ্রয়োজনীয় বকবক ও গার্বেজ যোগ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.