নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নোটীশ পেয়েছি: আমাকে ফ্রন্টপেজ থেকে ব্যান করা হয়েছে, কমেন্ট ব্যান করা হয়েছে!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৮



আমার পোষ্টগুলো আমি নিজের ব্লগ এলাকায় পোষ্ট করবো, গাজা ও দেশ নিয়ে লিখতে থাকবো। ধন্যবাদ।







মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০২

নূর আলম হিরণ বলেছেন: ইসরাইল ফিলিস্তিন নিয়ে লেখা আপনার পোস্ট গুলি ফ্রন্ট পেজে থাকা উচিত। দেশ, রাজনীতি ও আপনার স্মৃতিচারণমূলক কথাগুলোও।

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
আপনিও এগুলোর উপর লিখুন।

২| ০৯ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:০৪

আঁধারের যুবরাজ বলেছেন: দেশ / বিদেশের চলমান ঘটনাপ্রবাহ ,স্মৃতিচারণ মূলক লেখা , প্রবাসের অভিজ্ঞতা নিয়ে লিখুন। যে সব মন্তব্যে মানুষ কষ্ট পেতে পারে , তেমনটা এড়িয়ে চলাই বাঞ্ছনীয়।

০৯ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:২০

সোনাগাজী বলেছেন:



স্যরি, মন্তব্যের উত্তর দিতে দেরী হলো, বাইরে ছিলাম।
লিখবো, ঐ পোষ্টটার শেষ লাইনে আমাকে টিটকারী করার চেষ্টা করেছিলো; এরা ২/৪ লাইন লিখতে জানলেও লেখকের মতো বড় মন নেই এদের।

৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোন এক পোস্টে আমি আপনাকে বলেছিলাম কারো লেখা পছন্দ না হলে এড়িয়ে যান কিন্তু মগজ নেই, লিলিপুটিয়ান, প্রশ্নফাঁস এগুলো বলা বাদ দেন। এগুলো বললে মানুষের ইগোতে লাগে রাগ করে। আপনি কথা দিয়েছিলেন চেষ্টা করবেন বলে কিন্তু কথা রাখতে পারেননি। আমাকেও আপনি এধরনের কথা বলেছেন কিন্তু আমি গায়ে মাখিনি। অনেকেই গায়ে মাখছে আপনার বিরুদ্ধে রিপোর্ট করছে।


আপনার বিশ্লষেণ ভালো আমি পছন্দ করি কিন্তু মন্তব্য/প্রতি মন্তব্যগুলো অনেকাংশেই খোঁচামারা টাইপের। আপনরার জন্য শুভকামনা রইলো।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫০

সোনাগাজী বলেছেন:




স্যরি, আপনাকেও বলেছি!

ব্লগিং হলো লিখা ও লিখার উপর আলোচনা। যে লেখায় মন্তব্যের জন্য এডমিন সাহেব ব্যবস্হা নিয়েছেন, সেই লিখার শেষ লাইনে আমাকে নিয়ে টিটকারী করেছেন লেঝক; এদের সততার অভাব আছে, এদের মৌলিক সমস্যা আছে, এদের সংখ্যা আমাদের সমাজে বেশী হয়ে গেছে।

৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

দি এমপেরর বলেছেন: শুনে দুঃখ পেলাম! আপনার সাথে মাঠে একটু খেলার চিন্তাভাবনা ছিল কিন্তু নিজে বারবার মারাত্মক রকমের ফাউল করে লালকার্ড খেয়ে গেলেন। :(

কতদিনের জন্য আপনাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হবে, সে ব্যাপারে কিছু জানেন না কি?

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশে, দুষ্টরা/ডামীরা অন্যদেকের চাপে রাখার মতো পরিবেশ বিরাজ করে; কারণ, ওদের সংখ্যাই বেশী।

৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার ভালো লেখার প্রশংসা করব,
খারাপ লেখার সমালোচনা করব, এটাই আমাদের ব্লগের নীতি মালার একটি অংশ।

.............................................................................................................
সাহিত্য চর্চ্চায়, রবীন্দ্রনাথ ও নজরুল তর্কে নেমেছিলো,
কেহ কাকে দেবেনা সুচাগ্র মেদেনী এমন অবস্হা !
কিন্ত সেখানে ব্যক্তি আক্রমন ছিলনা ।
আশা করি তেমন একটি সবুজ মাঠ গড়ে উঠুক সামু ব্লগে ।
ইতিহাসে দেখি বিজ্ঞানী বা মনীষিরা নিজ প্রচারের জন্য বিশ্য়কর আবিস্কার
বা মহাকাব্য রচনা করেনি । তেমনি কোন প্রচার প্ররোচনায় আপনার লেখা থেমে যাক
তাও কাম্য নয় ।
শুধু মাত্র ব্যক্তি আক্রমন করবেন না , এইটুকু আশা করতে পারি আপনার থেকে ।

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:




ব্লগটা বাংলাদেশের কালচারকে পাশ কেটে এককভাবে চলতে পারবে না।
জাদিদ সাহেব আমাকে নিয়ে কিছু লিখতে চেয়েছিলেন, শিরোনামে দিয়েছিলেন যে, আমি "মানসিক রোগে আক্রান্ত", পরে উহা বদলায়েছেন।

৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার সাম্প্রতিক বেশ কিছু মন্তব্য আক্রমনাত্মক ছিলো।

সেগুলোতে হিউমার ছিলো না।

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

সোনাগাজী বলেছেন:



কিছু ব্লগার এডমিনের সাথে যোগাযোগ রেখে চলে, ইহাতে আমি কিছুটা রাগান্বিত।

৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১

বিষাদ সময় বলেছেন: আপনাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল অযাচিত ভাবে মন্তব্য না করতে কিন্তু আপনি কারও কথাই শোনেননি। দুঃখজনক হলেও সত্য আপনার এ শাস্তি প্রাপ‌্য ছিল। সেই সাথে আপনার সাথে যে আচরণ অনেকে করেছে তাতেও আমি মর্মাহত।
আপনি আপনার পাতায় লিখতে থাকুন, আমরা এসে আলোচনা করে যাবো।

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



যারা নীচু মানের পোষ্ট লেখেন, তারা আমাকে নিয়ে টিটকারী করলে এডমিন কিছু বলেন না, ইহার ফলে আমি কিছু রাগান্নিত ছিলাম; কিছুটা ভুল হয়েছে।

৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগটা বাংলাদেশের কালচারকে পাশ কেটে এককভাবে চলতে পারবে না।
জাদিদ সাহেব আমাকে নিয়ে কিছু লিখতে চেয়েছিলেন, শিরোনামে দিয়েছিলেন যে,
আমি "মানসিক রোগে আক্রান্ত", পরে উহা বদলায়েছেন।

.........................................................................................................
উক্ত লেখায় আমারও কিছু বক্তব্য ছিল , দেখে নিতে পারেন ।
বিষাদ সময় : আপনি আপনার পাতায় লিখতে থাকুন, আমরা এসে আলোচনা করে যাবো।
সহমত থাকল ।

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১:০৫

সোনাগাজী বলেছেন:



জাদিদ সাহেব বড় দায়িত্বে আছেন; তবে, উহার গুরুত্ব সঠিকভাবে বুঝেন বলে মনে হয় না।

৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

লিখুন।

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৮

সোনাগাজী বলেছেন:



আমি যতটুকু বুঝি উহা লিখবো।

১০| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫২

নূর আলম হিরণ বলেছেন: সম্ভবত উনার পোস্ট পড়েই আমি উনাকে উনার শিরোনাম বদলাতে বলেছিলাম। শিরোনাম বদলানোর জন্য উনাকে ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১:০৬

সোনাগাজী বলেছেন:




উনি টেকনিক্যাল মানুষ, আমাকে নিয়ে উনি কিছু না'লিখলেই ভালো হতো।

১১| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: আপনাকে ফ্রন্টপেজ ব্যান এবং কমেন্ট ব্যান করায় আমি তীব্র নিন্দা জানাই।

১১ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৩

সোনাগাজী বলেছেন:




আপনি ইহা নিয়ে কিছু বলার দরকার নেই, আপনাকে শেষে আটকাবে।

১২| ১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৪

রানার ব্লগ বলেছেন: সমস্যা টা কোথায়?

১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

সোনাগাজী বলেছেন:




সমস্যা হচ্ছে, জাদিদ সাহেব ব্লগিংকে শুধু ব্যবসা হিসেবে দেখেন; কিন্তু ব্লগিং হলো শিক্ষিত মানুষদের ভাবনাচিন্তার প্রকাশ ও উনার উপর আলোচনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.