নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গাজা যুদ্ধের বর্তমান ষ্টেটাস কি?

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:১৮



গাজায় যা ঘটেছে, ইহা কোনভাবেই যুদ্ধ নয়, ইহা গণহত্যা।

ইসরায়েল কোন অবস্হায় গাজা যুদ্ধের আসল ও বর্তামান ষ্টেটাস দিবে না; ভেতরেতেমন কোন বিখ্যাত কোন রিপোর্টার নেই; ৪২ জন রিপোর্টার প্রান হারায়েছে, ৩ জন নিখোঁজ, ১৫ জনকে আটক করেছে ইসরায়েল। মনে হয়, তারা উত্তর গাজা দখল করে নিয়েছে ও ২১টি হাসপাতাল অবরোধ করে রেখেছে; হাসপাতালগুলোর ভিতর কিংবা আশেপাশে কিছু হামাস পজিশন এখনো আছে বলে মনে হচ্ছে; এসব হাসপাতালগুলো কার্যত বন্ধ, কিন্তু ভেতরে আশ্রয় নেয়া মানুষগুলো বের হয়ে যেতে পারছে না, বের হতে গিয়ে মানুষ প্রায় হারায়েছে। শুরুতে কোন কোন হাসপাতালে ১০/১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছিলো।

উত্তর গাজার ২য় বৃহত্তম হাসপাতাল, আল শিফা অবরুদ্ধ: বিদ্যুৎ, পানি, খাবার, ঔষধ কিছুই নেই; অনেক মৃ্তদেহ পড়ে আছে, বাহিরে নেয়ার উপায় নেই। ইহা ১০ একরের বেশী বড়, অনেকগুলো বিল্ডিং; ২/১ টা বিল্ডিং থেকে হামাস এখনো সামান্য গোলাগুলি করছে। হাসলাতালের বাহিরে, উত্তর গাজায় বড় কোন এলাকা হামাসের দখলে আছে বলে মনে হয় না; তারা টানেলে আছে। বেশীরভাগ টানেলের প্রবেশ পথগুলো ইসরায়েলী বাহিনীর দখলে বলে মনে হয়। ইসরেয়েল বলছে, জিম্মীদের উত্তর গাজায় রাখা হয়েছে। আরো ১ জন জিম্মীর মৃত্যু হয়েছে।

ইসরায়েল গাজায় প্রবেশ করেছে ১৭ দিন আগে; এই ১৭ দিন ধরে ইসরায়েল গ্রাউন্ড ও আকাশ থেকে যুদ্ধ করছে; হামাস আর রকেট ছুঁড়ছে না; মনে হচ্ছে, তাদের রকেট শেষ, কিংবা তারা নিজের পজিশন থেকে বের হতে পারছে না। ইসরায়েল খুবই হাইটেক ব্যবহার করছে এই যুদ্ধে: তারা হামাসের নড়াচড়াকে বুঝতে পারে, মানুষহীন সাঁজোয়া গাড়ী থেকে মেশিনগান চালাচ্ছে; তারা খুবই শক্তিশালী নাইট-ভিশন ব্যবহার করছে।

নাতেনিয়াহু দক্ষিণ গাজায়ও যাবে; তার আগে তারা দক্ষিণ গাজার মানুষকে উত্তর গাজায় আসার নির্দেশ দিবে। মৃত সাড়ে ১১ হাজারের ভেতর হামাসেরাও আছে। মৃতদের সংখ্যা যদি সঠিক হয়, হামাসের মৃত্যুর সংখ্যা খুব একটা বেশী নয়; কারণ বেশীরভাগ মানুষ মারা গেছে দালানের নীচে চাপা পড়ে ও বিমান আক্রমনের সময়; এরা মুলত: সাধারণ মানুষ। ইসরায়েল হামাস থেকে অনেক বেশী নারী ও শিশু হত্যা করেচে, ইহা কোনভাবেই যুদ্ধ নয়, ইহা গণহত্যা।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আলশিফা হাসপাতালের তলায় বিশাল টানেল, সেখানেই সব জিম্মিরা। হামাসে বাকি নেতারা।
ঘিরে রেখেছে ইসরাইলের সেনারা। আত্নসমর্পনের আহবান জানাবে।
গাজার সব টানেল ধ্বসিয়ে সেখানে শান্তি রক্ষী মোতায়েন না করে ইসরাইলিদের ফিরে আসা উচিত হবে না। হাসপাতালের তলায় ইঁদুরের গর্থে বসে রকেট মারা খেলা স্থায়ী ভাবে বন্ধ করা টা অত্যন্ত জরুরি।
মানবতা বিরধী হামাস কে নিশ্চিহ্ন করে সাধারন ফিলিস্তিনিদের নিয়ে একটা নির্বাচনও দরকার।
এরপর এই অঞ্চলে রক্তপাত স্থায়ী ভাবে বন্ধ করা দরকার।

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:


বাংগালীরা আপনার মতো বুদ্ধিমান নন; তবে, বেদুইনরা আপনার থেকে বেশী বুদ্ধি রাখে। আল শিফার পতন হলে, আপনার ভাবনার সাথে মিলিয়ে দেখবো।

২| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১০

নূর আলম হিরণ বলেছেন: ইসরাইল হামাস নিয়ে একটি পোস্ট লিখতেছি হয়তো আপনার ভাবনার সাথে মিলবে না।

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:



লেখেন, ইসরায়েল-গাজা নিয়ে লিখেনি এমন কোন ব্লগার নেই বিশ্বে! তবে, বাংগালীদের বেশীরভাগ লেখা ভুল ধারণার উপর ভিত্তি করে লেখা।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১০

সোনাগাজী বলেছেন:



আপনার পোষ্ট পড়েছি।

৭ই মে জার্মানী সারেন্ডার করেছিলো; জাপান যুদ্ধ বন্ধ করেনি, দখলকৃত এলাকা থেকে উইথড্র করেনি; ইউরোপে যুদ্ধ শেষ হওয়ার ৩ মাস পরে এটম বোমা ফেলা হয়; আমেরিকা পার্ল হার্বারের হত্যাকান্ডের শোধ নিয়েছিলো।

৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি আবারও বন্দি কারাগারে?

ব্লগ ম্লগ ভুলে সম্ভব হলে আগামী মাসে ইজিপ্ট এয়ারে কায়রো চলে আসুন। আরবের রুটি খবুজ, তমিজ, ডাল ফুল (রেড বিন) খাবেন। থাকা খাওয়া রেশন ফ্রি। কাছাকাছি থেকে আপনার ফিলিস্তিন জানা হবে, মনে হয়।



১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০১

সোনাগাজী বলেছেন:


জাদিদ সাহেবের কাজ কর্ম তেমন নেই।

আমন্ত্রের জন্য ধন্যবাদ, যাওয়া সম্ভব হচ্ছে না; আপনি কি ব্যবসায়িক কাজে আসছেন।

৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

দি এমপেরর বলেছেন: এই গণহত্যার জন্য ইসরায়েলের বা নিদেনপক্ষে নেতানিয়াহুর কোনো শাস্তি হবে কি?

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:



নেতানিয়াহু প্রাইম মিনিষ্টারের পদ হারাবে; ইহুীরা আমেরিকা ও ইসরায়েল ব্যতিত বিশ্বের আর কোথায়ও বাস করতে পারবে না

৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি আমার জীবনে কোথাও বেড়াতে যাইনি। ভাতের জন্য গিয়েছি তাই ভ্রমণ ব্লগ আমি কখনো লিখিনি। কারণ আমার লেখাতে চরে আসবে সেই এলাকার মানুষ কেমন, তারা কিভাবে চলে আয় ব্যয় কেমন, ব্যবহার কেমন। পরিবহণ ব্যবস্থা কেমন রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা কেমন। সব শেষে খাবার দাবার।

আপনার চোখের অবস্থা এখন কেমন?

ফিলিস্তিনের মানুষের এই কষ্ট তৈরি করে দিয়ে গিয়েছেন কে জানেন কি? ইরাক সিরিয়া লিবিয়া ইয়েমেন সহ আরব দেশের অধিকাংশ দেশ শেষ এবং বাদবাকীগুলোও শেষ হবে।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৪

সোনাগাজী বলেছেন:



ভ্রমণ ব্লগ হতে হয় মানুষকে নিয়ে, যারা ইমারত ও খানাপিনা নিয়ে লেখেন, তারা বুদ্ধিমান নন।

ফিলিস্তিনীরা আরব, ওরা ও বাকী আরবরা বর্তমান সভ্যতা থেকে ২০০ বছর পেছনে আছে

৬| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গণহত্যা মানব সভ্যতার জন্য কলঙ্ক।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৪

সোনাগাজী বলেছেন:



কলংক, সেটা এখন মানুষ বলছেন, ইহার ফলাফল বেরুবে।

৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


গণহত্যার ফলাফল হলো : ইসরাইল হামাস হটাবে আর হামাস জিম্মি হত্যা করবে।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:



জিম্মি কয়জন আছে, ইহা বুঝা মুশকিল! ইসরায়েল সঠিক কথা বলছে না। ইসরায়েলীরা জিম্মিদের তাদের জাতির শহীদ হিসেবে গণ্য করছে।

৮| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



লেখক বলেছেন: জিম্মি কয়জন আছে, ইহা বুঝা মুশকিল! ইসরায়েল সঠিক কথা বলছে না। ইসরায়েলীরা জিম্মিদের তাদের জাতির শহীদ হিসেবে গণ্য করছে। - ইসরায়েলের জিম্মি ইসরায়েলের কাছেই আছে।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:




৮/৯ তারিখের দিকে গাজায় ইসরায়েলী কমান্ডো প্রবেশ করেছে। ঠিক কতজন জিম্মি নেয়া হয়েছে ইহা ইসরায়েল ও হামাস ব্যতিত কেহ জানে না; ওরা সঠিক সংখ্যা বলবে না। জিম্মিদের ব্যাপারে ইসরায়েল নিজেদের রচিত গল্প বলবে সব সময়; তারা ইহাকে ২য় "হলোকাষ্ট" হিসেবে চালু করবে।

৯| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪২

কামাল১৮ বলেছেন: সবলের বিচার দুর্বল করতে পারবেনা।বিচার দুর্বলের সান্তনা।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

সোনাগাজী বলেছেন:



দুর্বলের কি কারণে সবলের "সিভিলিয়ান নাগরিকদের" হত্যা করলো, ইহা কি সঠিক কাজ? তাই বিচার পাচ্ছে না। তবে, ইসরায়েলকে উহার সরকার বিপদের মাঝে নিয়ে গেছে।

১০| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৬

নূর আলম হিরণ বলেছেন: দেখুন আমেরিকার এটম বোমা ফেলানোর বিষয়টি আমেরিকা সবসময় প্রচার করে এসেছে এটা আবশ্যক ছিল। এটা ফেলানো ছাড়া যুদ্ধ বন্ধ করার আর কোন উপায় ছিল না। আসলে এটম বোম া ফেলানোর আগেই জাপানের সম্রাট ও প্রধানমন্ত্রী গোপনে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায়। আমেরিকা চাইলেই এটম বোমা না পেলেই জাপানকে আত্মসমর্পনে বাধ্য করতে পারতো। আপনি একটু খোঁজ করলেই এই তথ্যটি পাবেন যে সে সময় অধিকাংশ আমেরিকান মনে করত এটম বোমা জাপানে ফেলানোর দরকার ছিলনা। একান্তই যদি জাপানকে ভয় দেখানোর প্রয়োজন হতো, কোন মনুষ্যবিহীন দ্বীপে এটম বোমাটি ফেলে জাপানকে আত্মসমর্পণে বাধ্য করা যেতো আমেরিকা তার এই অপকর্মটি ঢাকার জন্য অনেক ডকুমেন্টারি বানিয়েছে।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৩

সোনাগাজী বলেছেন:



আমেরিকা পার্ল হার্বারের হত্যাকান্ডের শোধ নিয়েছিলো।

আমেরিকা ও সোভিয়েতের মাঝে বাঘে-মহিষে সম্পর্ক শুরু হয় ১০১৭ সাল থেকেই; জাপানের মুল শত্রু আমেরিকা, তারা কেন সোভিয়েতের কাছে গেলো?

১১| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইসরায়েল হামাস থেকে অনেক বেশী নারী ও শিশু হত্যা করেছে,
ইহা কোনভাবেই যুদ্ধ নয়, ইহা গণহত্যা।

......................................................................................
এই গণহত্যার বিচার হবে না,
আবার ও আমরা কিছু গল্প আর ডকুমেন্টারী দেখব ।
তবে আমার বিশ্বাস এই গণহত্যার ধংসস্তুপ থেকে
ইসরাঈলের পতন শুরু হবে ।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪২

সোনাগাজী বলেছেন:


আমেরিকার সাহায্য ও ইসরায়েলীদের কঠোর শ্রমের কারণে ইসরয়েলের পতন হয়তো হবে না; তবে, বিশ্বে ইহুদীরা বেশ কোণঠাসা হয়ে যাবে।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



হিটলার কি করেছে, মানুষ দেখেনি; ইসরায়েল কি করেছে, সেটা মানুষ দেখেছে; ইহুদীরা সুন্দর কথা বলে আর পার পাবে না।

১২| ১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৬

হাসান কালবৈশাখী বলেছেন: ঘন্টা খানেক আগে হাসপাতালটির তলার টানেলে সর্বাত্বক হামলা সুরু করলো

১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৫

সোনাগাজী বলেছেন:



টানেল আছে বলছে; কিন্তু ইসরায়েলী কমান্ডোরা সশরীরে ( এখন নিউইয়র্ক সমময় রাত ১২:১৪ মি: ) টানেলে ঢুকেছে, এই রকম সংবাদ এখনো বের হয়নি।

১৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৬

গেঁয়ো ভূত বলেছেন: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের ‘গণহত্যা’ বন্ধে ব্যর্থতা এবং এই বর্বরতায় উল্টো প্ররোচনা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইসঙ্গে আসামি করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও।

সোমবার ক্যালফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছে নিউইয়র্কভিত্তিক নাগরিক স্বাধীনতা গ্রুপ সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর)। ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংস্থা, গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা এবং অবরুদ্ধ উপত্যকায় থাকা মার্কিন নাগরিকদের স্বজনদের পক্ষে মামলাটি দায়ের করেছে সিসিআর।


বিষয়টিকে আপনি কিভাবে দেখেন?

১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:


আমেরিকান প্রেসিডেন্টের বিপক্ষে মামলা করলে, উহার মেরিট যাচাই করা হয়; বেশীরভাগই উহাতে বাদ পড়ে যায়। টিকে গেলে সরকারী আইনবিদরা উহার দেখাশোনা করে। ইন্টারন্যাশনাল কোর্টেও অনেকটা এই ধরণের নিয়ম।

১৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

শাহ আজিজ বলেছেন: গাজী নিষিদ্ধ সামুর প্রথম পাতায় আপনার নামের উপরে ক্লিক করে তারপর আপনার সন্ধান পেলাম । ভিতরের পাতা বলতে কি বোঝাতো আমি কখনো জানতাম না , আজ হটাত জেনে নিলাম । ভাল থাকবেন ।

১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।
কিছু ব্লগার আছেন, এরা ক্রিমিনাল মাইন্ডেড: দল মেইনটেইন করে করে, হাবিজাবি কাজ করে বেড়ায়।

১৫| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার আজকের লেখায়, আপনার উপস্হিতি জানান দিয়েছেন ।
.............................................................................................
দ্বাদশতম নির্বাচন তফসিল ঘোষনা
এই নির্বাচন নিয়ে আপনার বক্তব্য পেলাম না,
এটা অবশ্যই আমি আশা করেছিলাম ।

১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০২

সোনাগাজী বলেছেন:



আমি শেখ হাসিনার সমর্থক; নির্বাচন নিয়ে কিছু লিখলে উনার বিপক্ষে চলে যাবে; আমি বিএনপি-জামাতকে দোষারোপ করি দেশকে ভুল পথে নেয়ার জন্য, কিন্তু শেখ হাসিনাকে দোষারোপ করি, আওয়ামী লীগ ও জাতিকে অপদার্থে পরিণত করার জন্য।

১৬| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৩৭

আমি নই বলেছেন: গাজী ভাই, আলশিফা হাসপাতালের তলায় নাকি বিশাল টানেল আছে। ১৮ ঘন্টাতো মনে হয় পার হলো, বেসমেন্টে নাকি কিছুই পাওয়া যায় নাই, আইডিএফ তো কিছু কয় না। আপনার কি মনে হয়? হাসান সাহেবের গোয়েন্দারা কি ফেইল মারলো আলশিফা নিয়ে?

১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ২:০১

সোনাগাজী বলেছেন:



ডাক্তারেরা বলেছিলো যে, এই হাসপাতালের নীচে টানেল নেই, রেডক্রস বা অন্য কোন সংস্হার লোকজন এসে চেক করতে পারে। তবে, হাসপাতালের ক্যাম্পাসে হামাসের সাথে ফায়ার-ফাইট হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.