নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশে, এমপি হওয়ার যোগ্য ২ জন মানুষই আছেন!

১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০৯



পুরোদেশে এমপি হওয়ার যোগ্য ২ জন মানুষ আছে: ১ জন হচ্ছেন, ড: আবদুর রাজ্জাক, ২য় জন শেখ হাসিনা; এর বাইরে, আজকের আধুনিক বিশ্বের মতো উন্নত ধরণের আইন প্রনয়ন করার মতো কোন লোকজন দেশে নেই। শেখ হাসিনা নতুন আইন প্রনয়নের গুরুত্ব বুঝেন না; তবে, দীর্ঘসময় দেশ চালনার ফলে পুরানো আমলের কিছু আইন নিয়ে কিছু অভিজ্ঞতা সন্চয় করেছেন। দেশে সময়োপযোগী আইন না"থাকায় জাতি পায়ে পায়ে সমস্যার মাঝে নিপতিত হয়; যেমন, গার্মেন্টস'এর বেতন, ভাতা ও অন্যন্য বেনেফিট সম্পর্কে আইন থাকলে, ওরা রাস্তায় বের হওয়ার আগেই এগুলো নিয়ে কাজ করা সম্ভব হতো, দেশে বিশৃংখলা হতো না।

১৯৭৩ সালের পর থেকে দেশে সঠিকভাবে ভোট না'হওয়াতে, সঠিক লোকজন রাজনীতিতে আসার সুযোগ সৃষ্টি হয়নি, পরিস্হিতি মোটামুটি ভীতিকর ছিলো সব সময়; লোকজন রাজনীতিতে আসার উৎসাহ বোধ করেনি; রাজনৈতিক দলগুলোতে স্হান করে নিয়েছে চোর-ডাকাত, জালিয়াৎ, প্রতারকরা। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বগুলো রাজনীতির নামে মোটামুটি অসৎ পিরামিড ব্যবসা চালু করেছে। দেশে যেই পরিমাণ শিক্ষিত মানুষজন আছেন, সেই অনুপাতে রাজনীতিতে বিজ্ঞ লোকজন নেই বললেই চলে।

আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে মানুষের সমর্থন পেয়েও দেশের ভোটিং সিষ্টেমকে দুর্নীতিমুক্ত করেনি; বিশ্ব জানে যে, বাংলাদেশে সঠিকভাবে ভোট হয় না, এতে জাতির প্রোফাইল বিনষ্ট হয়েছে, জাতির প্রতি কারো সন্মান নেই; সমান্য বিদেশী রাষ্ট্রদুতের কথায় সরকারের ভিত নড়ার শুরু করে।

আধুনিক দেশে এমপি নির্বাচন হয়, নতুন করে সরকার গঠন করার জন্য ও নতুনভাবে আইনসভা গঠন করার জন্য। এখন আমাদের দেশে যেই পরিমাণ বিশৃংখলা, এনার্খী বিরাজ করছে, এতে আওয়ামী লীগ জয়ী হবে, কিন্তু মানুষ বিশ্বাস করবে না যে, ভোট সঠিকভাবে হয়েছে। নতুন এমপি'রা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে; এখানেই এমপিদের দায়িত্ব শেষ হবে, এরপর শুর হবে তাদের 'বেনেফিট গণনা ও ক্ষমতাবলে অন্যায় আয়ের পথে চলা'; শেখ হাসিনা নিজের মতো করে ক্যাবিনেট গঠন করবেন; ইহাই আগামী নির্বাচনে জাতির প্রাপ্তি; জাতি যেখানে আছে, জাতির জীবনযাত্রা আরো নীচে নামবে। এমন কি আওয়ামী ভোটারেরাও আজকে জানে না যে, তাদের এলাকায় কে এমপি হবে! বুদ্ধিমান মানুষজন খেয়াল করলে দেখতে পাবেন যে, এমপিদের দায়িত্ব সম্পর্কে বুঝেন, সেই ধরণের লোকজন কোন দলেই নেই।


মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৩ ভোর ৪:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানুষজন খেয়াল করলে দেখতে পাবেন যে, এমপিদের দায়িত্ব সম্পর্কে বুঝেন,
সেই ধরণের লোকজন কোন দলেই নেই।

.......................................................................................................
আমাদের দেশের নির্বাচন করে কারা ?
যাদের টাকার অভাব নেই , এলাকায় প্রতিপত্তি আর চাই সংসদ সদস্য পদ ।
এজন্য দলীয় প্রধানের কাছে নির্বাচনের বেশ আগে থেকেই শক্তিমত্তার
পরিচয় দেয়, এমনকি যে কোন সমস্যায় দান অনুদান দিয়ে তা প্রকাশ করার
চেষ্টা করে ।

১৬ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:৪০

সোনাগাজী বলেছেন:



কিন্তু শেখ হাসিনার তো বুঝার কথা, আমাদের জাতির মানুষজন উনার বাবাকে নেতা মেনে, নেতার হাতে সব ছেড়ে দিয়েছিলেন। পরিবর্তিত ঘটনাবলীর পরিপ্রেক্ষিতেও স্বাধীনতার পক্ষের মানুষেরা শেখ হাসিনাকে পুর্ণ সমর্থন দিয়েছেন; উনি কি উনার দায়িত্বটুকু ঠিক মতো পালন করে, জাতিকে ১টি ভালো অবস্হানে রেখে যাচ্ছেন?

২| ১৬ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:২৪

কামাল১৮ বলেছেন: তারা দুই জনের একজনও যোগ্য না। যোগ্য হলে কম পক্ষে একজন করে হলেও যোগ্য লোক গড়ে তুলতে পারতেন।তারা যেই ধরনের যোগ্য, এমন হাজার হাজার যোগ্য গড়ে তুলেছেন।ভালোর সাথে ভালো চলে,খারাপের সাথে খারাপ।

১৬ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:৪৩

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা দীর্ঘ সময় দেশ চালিয়ে নিশ্চয় আইনের প্রয়োজনীয়তা বুঝের সুযোগ পেয়েছেন। ড: আবদুর রাজ্জাকের আলোচনা ইতয়াদি থেকে মনে হয় যে, তিনি এমপিদের দায়িত্ব সম্পর্কে ভালো ধারণা রাখেন।

৩| ১৬ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:৩৯

কামাল১৮ বলেছেন: বিএনপি জামাত আর জাতিয় পার্টি ঐক্য হলে আওয়ামী লীগ কোন দিন ক্ষমতায় আসতে পারবে।সঠিক নির্চন হয়ে লাভ কি।যে কোন প্রকারে আওয়ামী লীগগকে ক্ষমতায় থাকতে হবে।যখন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও স্বাধীনতার পক্ষের কোন দল ক্ষমতায় যেতে পারবে তখন সঠিক নির্বাচনের কথা চিন্তা করবেন।
আওয়ামী লীগের উচিত ছিলো স্বাধীনতা বিরোধীদের নিচিহ্ন করা।সেটা যখন পারে নাই,যেনো তেনো প্রকারে ক্ষমতায় থাকতে হবে।এখন ক্ষমতা ছাড়লে স্বাধীনতার পক্ষের লোক জন বড় রকমের বিপদে পড়বে।

১৬ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:৪৯

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনা লম্বা সময় হাতে পেয়েছিলেন, তিনি আধুনিক অর্থনীতি ও ফাইনেন্স অনুসরণ করে জাতিকে উন্নত করতে পারলে, মানুষের সাপোর্ট উনার দিকে চলে আসতো; উনি দেশকে শক্ত ভিত্তি দিতে সমর্থ হননি।

৪| ১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


স্যার, আপনি এই ব্লগ ছেড়ে দিয়ে ফেসবুকে একটি পেজ খুলেন।
এখানকার চেয়ে বেশী পাঠক পাবেন। আরো বেশী মানুষ আপনার লেখা পড়তে পারবেন।
এখানে আপনি কোন মর্যাদাই পাচ্ছেন না।

আমার কথাটি বিবেচনা করলে খুশী হবো।

১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

সোনাগাজী বলেছেন:



ফেইসবুকে যেতে হবে, মনে হচ্ছে।

৫| ১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা হরতাল ভয়তালের মধ্য দিয়ে যাচ্ছি
..........................................................................
এদি কে শীত পড়তে শুরু করেছে ,
নিশ্চয়ই সবার মাথা ঠান্ডা করে কাজ করার অনুকুল পরিবেশ পাচ্ছে।
কিন্ত রাজনীতির ময়দান কি সুবাতাস বইবে ???

১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০০

সোনাগাজী বলেছেন:



যেসব আওয়ামী লীগের মানুষ দেশের জন্য বড় বড় কাজ করার কথা, তারা এখন লা ঠিয়াল, ঢাকার রাস্তা পাহারা দেয়।

৬| ১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: এবার হাজার হাজার লোক আওয়ামীলীগ থেকে নমিনেশন যাচ্ছে। তদবির শুরু হয়ে গেছে। যে মনোনয়ন পাবেন সে-ই পাশ। এরকম সুযোগ সব সময় আসে না।

১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ অসৎ মানুষ দিয়ে পার্লামেন্ট ভবন ভরে দিবে।

৭| ১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

বিষাদ সময় বলেছেন: যেহেতু সংসদ সদস্যদের দায়িত্ব আইন প্রনয়ন করা , তাহলে সুপ্রিম কোর্টের জেষ্ঠ আইনজীবীদের দিয়ে সংসদ ভরে দিলেই তো ল্যাঠা চুকে যায়। তা না করে এত হাঙ্গামা করার দরকার কি?

১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:


পার্লামেন্টারী সিষ্টেমে, এমপি'রা জনপ্রতিনিধি হতে হবে, তারা ভোটে নির্বাচিত হতে হবে; সুপ্রিম কোর্টের আইনজীবীরা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হলে, খুবই ভালো হতো।

৮| ১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

বিষাদ সময় বলেছেন: আমাদের দেশের জনগনের ভোট দেয়ার আইডোলজি সস্পর্কে কোন ধারনা আছে?

১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২

সোনাগাজী বলেছেন:




আছে। আমাদের মানুষ তো দুরের কথা, ঢাকা ইউনিভার্সিটর ভাইস চ্যানচেলর এমাজুদ্দিন সাহেবও বুঝতেন না যে, দেশের জন্য নতুন কোন বিল আনার দরকার, কি নতুন আইন করার দরকার।

৯| ১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আওয়ামী লীগ অসৎ মানুষ দিয়ে পার্লামেন্ট ভবন ভরে দিবে।
.........................................................................................
এই স্হানে আমি আপনার মন্তব্যর দ্বিমত পোষন করছি ।
আমার জানামতে , হাই কমান্ডে একটি কৌশল আছে,
প্রতিটি সংসদ সদস্য পদের জন্য কমপক্ষে ৩ জন করে প্রাথমিক প্রার্থীর প্যানেল আছে ।
যখনই কোন এলাকার প্রার্থী হাই কমান্ডের কাছে ইচ্ছা প্রকাশ করে , তখন তাকে বলা
হয় এলাকায় গিয়ে কাজ করুন । প্রতি ৬য় মাসে একবার আপডেট হয় ।
আর যখন নির্বাচনের সময় আসে তখন তার আমলনামা নিয়ে বসা হয় ।
উক্ত প্রার্থীদের মধ্য থেকে বিবেচনার সময় , তার এলাকার যোগ্যতা, আর্থিক সক্ষমতা ও প্রতিদ্দন্ধী
প্রার্থীর তুলনায় কতটুকু যোগ্যতা আছে তাও বিবেচনায় আসে ।
কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসে প্রাপ্ত কৌশল ও প্রায়গিক কারনে ।

১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ বড় দল, এক এলাকায় ৫/৬ জন ইচ্ছুক প্রার্থী পাওয়া কিছুই না; কিন্তু এসব লোকজনের উপর খবর নিয়ে দেখেন, এদের আয়ের ভিত্তি কি, এরা জীবনধারা কি, মানুষের জন্য এদের কি অবদান আছে।

১০| ১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি প্রায়ই এমন বিষয়ে পোস্ট লিখেন যেই বিষয়ে সত্য বলতে চাইলেও বলা ঠিক হবে না। মহাজাগতিকের মতো মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়। তিনি পশ্বিচম বঙ্গের মানুষের মতো কথা বলেন।

ড. আবদুর রাজ্জাক সাহেব সব সময় হাসেন। সব কথায় হাসেন। মনে হয় তিনি তৈলাক্ত কথাবার্তা বলে আনন্দ পেয়ে থাকেন। তোষামোদি করে আনন্দ পেয়ে থাকেন। তিনি একজন তোষামোদকারী ব্যতীত আর কিছুই না।

আমাদের দেশের সাংসদ সেকশন পুরোটা তোষামোদকারী।

১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:



দেশ ও মানুষ সম্পর্কে উনার ধারণা আছে; দেশে কি হচ্ছে, ও কি হওয়া উচিত ও সম্ভব সেটা উনি বুঝে বলে মনে হয়। শেখ হাসিনা দলের লোকদের জ্ঞানের ধার ধারেন না, উনি চান যে, দলের লোকেরা উনাকে বাহবা দিক, ওরা উনার ভুলকে ভুল না বলুক।

১১| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

গেঁয়ো ভূত বলেছেন: আপনার লিখার শেষের আড়াই লাইন বাদে বাকি বক্তব্যের সাথে একমত।

১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগে কিভাবে প্রার্থী দেয়া হয়, সেটা পরিস্কার নয়।

১২| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৫

ডার্ক ম্যান বলেছেন: আপনারা সবাই দেশ ছেড়ে চলে গেছেন । তাই সংকট চারদিকে

১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



আমরা গরীব ঘরের মানুষ, ওখানে স্হান পাইনি/

১৩| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০০

শূন্য সারমর্ম বলেছেন:


দেশের কতভাগ এমপি ভেজালমুক্ত খাবার খায়?

১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২০

সোনাগাজী বলেছেন:



১০০% এমপি সমাজে ভেজাল করে বেড়ায়।

১৪| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


দেশে আসুন, রাজনীতিতে হাত দিয়ে কিছু করা যায় কিনা দেখেন।

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৩৭

সোনাগাজী বলেছেন:



দেরী হয়ে গেছে

১৫| ১৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭

অহরহ বলেছেন: প্রথম পাতায় পোস্ট দেখিনা কেন, দাদা!!??

১৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

সোনাগাজী বলেছেন:



ফ্রন্ট পেইজ ও কমেন্ট ব্যান করেছেন এডমিন সাহেব।

১৬| ১৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

মিরোরডডল বলেছেন:




রাজনৈতিক দলগুলোতে স্হান করে নিয়েছে চোর-ডাকাত, জালিয়াৎ, প্রতারকরা। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বগুলো রাজনীতির নামে মোটামুটি অসৎ পিরামিড ব্যবসা চালু করেছে। দেশে যেই পরিমাণ শিক্ষিত মানুষজন আছেন, সেই অনুপাতে রাজনীতিতে বিজ্ঞ লোকজন নেই বললেই চলে।

সহমত।

কেমন আছে খেলাঘর?

১৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, আমি ভালো!
আশাকরি আপনিও ভালো আছেন।

১৭| ১৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন:

দেরী হয়ে গেছে


দেরি হয়ে গেছে কেনো?
এটাই পারফেক্ট সময়।
সঠিক পরামর্শ দেবার লোকের অভাব।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:



আমি শেখ হাসিনাকে সমর্থন করি, উনি এখন ব্যুরোক্রেটদের কথায় চলছেন; উনার লোকেরা আমাকে পছন্দ করে না।

১৮| ১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

আঁধারের যুবরাজ বলেছেন: আপনার শেষ পোস্টটি কি মুছে ফেলেছেন ? প্যালাইস্টাইনের গাজা নিয়ে ছিল সম্ভবত।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

সোনাগাজী বলেছেন:



ওটা হাত লেগে কিভাবে মুছে গেছে! সেটা ছিলো ইসরায়েলী বাহিনী ও সরকারের মিথ্যা অনুহাত নিয়ে ও সাধারণ মানুষকে হত্যা নিয়ে।

১৯| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৫

রানার ব্লগ বলেছেন: যার টাকা আছে সে এম পি হবে। রাজনৈতিক জ্ঞ্যান গরিমার কোন দরকার নাই।

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



ওদেরকে শেখ হাসিনা নমিনেশন দিচ্ছেন!

২০| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অনেক ছোট বেলায় আমি যখন স্কুলে পড়ি তখন এ দিন বিকেল বেলায় বেশ কয়েক জন মুরুব্বী ঢাকা থেকে আসা এক দিন আগের ইত্তেফাক পত্রিকা খুব মনোযোগ দিয়ে পড়ছিলেন আর আলোচনা করছিলেন। আলোচনার বিষয় ছিলঃ প্রেসিডন্টে এরশাদ নাকি সংসদ ভেঙ্গে দিয়েছেন! আমার খুবই মন খারাপ হয়েছিল। এমন সুন্দর একটা ভবন কিনা সে ভেঙ্গে ফেলল!

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



এগুলো বয়স, সময়ের ব্যাপার; বয়স বাড়ার সাথে সাথে মানুষের ধারণশক্তি প্রসারিত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.