নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েল-হামাস যুদ্ধ: বর্তমান ষ্টেটাস

১৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫



আজকে সানফ্রানসিস্কোতে ইসরায়েল ও বাইডেন বিরোধী ভয়ংকর প্রতিবাদ হচ্ছে; মানুষ গাড়ী দিয়ে হাইওয়ে বন্ধ করে দিয়েছে।

৫০ জন জিম্মির মুক্তির বিনিময়ে ৩/৪ দিনের "যুদ্ধবিরতি" মেনে নিতে পারে ইসরায়েল। ইসরায়েলের মিলিটারী ইনটেলিজেন্স অনুসারে জিম্মিরা ছিলো আল শিফা হাসপাতালের নীচে টানেলে; সেখানে টানেল ও জিম্মিদের না'পেয়ে নেতানিয়াহু ও মিলিটারী হতাশ হয়ে গেছে। ইসরায়েল বুঝতে পেরেছে যে, বিশ্ব পুরোপুরি তাদের বিপক্ষে চলে গেছে। আল শিফা হাসপাতাল দখলের পর, সেখানে হামাসের মুল কমান্ড থাকার যেসব প্রমাণ দেখাচ্ছে ইসরায়েল, কেহই সেগুলোকে গ্রহন করছে না।

উত্তর গাজা আইডিএফ'এর দখলে; কিন্তু হামাসরা লুকিয়ে আছে বিধ্বস্ত বাড়ীঘরে ও টানেলে; অনেক টানেলের প্রবেশ পথ বুলডজার দিয়ে মাটি ফেলে বন্ধ করা হয়েছে; টানেলে কোন ধরণের গ্যাস ব্যবহৃত হয়েছে কিনা জানা যায়নি। ইসরায়েলের মতে বেশীরভাগ "জিম্মি" উত্তর গাজায় ছিলো; কিন্তু আইডিএফ এদের খুঁজে পায়নি এখনো। আইডিএফ'এর ইমেজ আগের মতো নেই, তারা হামাসের নামে নারী ও শিষহু হত্যা করেছে।

সাড়ে ১১ হাজার ফিলিস্তিনীর মৃত্যু হয়েছে: আইডিএফ'এর হিসেবে অনুসারে ৫ হাজারের মতো হামাস নিহত হয়েছে। ৫ হাজার শিশু ও ২/৩ হাজার নারীর মৃত্যু হলে, পুরুষের মৃত্যু হয়েছে সাড়ে ৩ হাজার; অর্থাৎ, মৃত সব পুষুষই হামাস সদস্য; আসলে ইহা সম্ভব নয়; কমপক্ষে দেড়/দুই হাজার সাধারণ পুরুষের মৃত্যু হয়েছে। হয়তো, মাত্র ২ হাজারের মতো হামাস সদস্যের মৃত্যু হয়েছে। আইডিএফ'এর হিসেব সঠিক নয়; টানেলে মৃতদের হিসেব তাদের কাছে আছে, উহা রিপোর্টারেরা জানার কথা নয়।

আইডিএফ'এর ৫০ জনের বেশী সৈনিক নিহত হয়েছে। দ: গাজায় ইসরায়েলী কমন্ডোরা প্রবেশ করেছে; এরপরও ২/১টা রকেট কিভাবে ছুঁড়ছে হামাস!

মনে হয়, নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিয়ে বিশ্বে ও নিজ দেশে নিজের মুখ রক্ষা ও ইহুদীদের বদনাম ঠেকানোর চেষ্টা করছে। আমেরিকার ৫৬ভাগ মানুষ করছে যে, ইসরায়েল ভয়ংকর অন্যায় করছে। বাইডেনের জনপ্রিয়তা বলতে কিছুই নেই। যুদ্ধবিরতি হলে হামাস বেশী সুবিধাজনক অবস্হানে চলে যাবে; এবং নেতানিয়াহু হয়তো আবার যুদ্ধ শুরু করার সুযোগ পাবে না।


মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ইসরায়েল একটা বদমাশ জাতী। এদের যারা সমর্থন করে তাদের মানুষ বলা যাবে?

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৪

সোনাগাজী বলেছেন:


এই জাতি কয়েক'শ বছর ইউরোপে সবার লাথি খেয়ে, ভয়ংকরভাবে নিজকে উন্নত করেছে। সবাই খারাপ নয়; তবে, ইউরিপিয়াান সন্ত্রাসীরা ক্ষমতায়। এবার ফিলিস্তিনীদের হত্যা করে আবার মহা সংকটের মাঝে প্রবেশ করেছে

২| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৩

আমি নই বলেছেন: উত্তর গাজা থেকে নিরোপেক্ষ খবর পাওয়ার আর কোনো ওয়ে নাই। আইডিএফ যা বলবে সেটাই। আমার মনে হয় আইডিএফ অন্ধের মত যত্রতত্র বোমা ফেলে নিরঅপরাধদের হত্যা করে আশা করছে এর মাঝে যদি কোন হামাস মরে। আসলে ওদের কাছে কোনো তথ্যই নাই।

মিশর নাকি ১৫০ হাজার লিটার তেল ঢুকানোর অনুমতি পাইছে, জানেন কিছু?

ইসরাইলের টিকটকার সোলজাররা নিজেদের ভাবমুর্তির পাছায় আরো বাস দিচ্ছে বিভিন্ন ভিডিও সোস্যালমিডিয়ার পাবলিশ করে। আজকে রামাল্লায় আজানের সময় মসজিদে গ্রেনেড মেরে উল্লাসের ভিডিওটা বেশ ভালোই আলোরন সৃষ্টি করেছে।

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:



সমস্যা হচ্ছে, ইসরায়েলীরা গত ৭২ বছরে উন্নত জাতিরগুলোর মাঝেও শীর্ষে আছে, আরবেরা ( ইয়েমেন, লেবানন, সিরিয়া, ইরাক, মিশর .. ) ডুবে গেছে।

৩| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইসরাইলের শক্ত অবস্হানে র জন্য প্রতিনিয়ত
বৃটেন ,আমেরিকা ও ফ্রান্স অব্যাহত সার্পোট দিয়ে যাচ্ছে ।
সেই তুলনায় আরব বিশ্ব কোন জোরালো সহায়তা পায় নাই ।
উপরন্ত তারা আমেরিকার চালে বিভ্রান্ত ।

.............................................................................................
শুধু মাত্র বিমান হামলা আর স্যাটেলাইট তথ্য বন্ধ করা যেত
তাহলে চিত্র ভিন্ন হতো ।

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১২

সোনাগাজী বলেছেন:



স্বয়ং আরবরেরা বিশ্বাস করে যে, ফিলিস্তিনকে হামাস, হেজবুল্লাহ, ইসলামী জ্বিহাদ দখল করে নিবে।

৪| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৫২

আমি নই বলেছেন: কিছুক্ষন আগে আবু উবায়দা ঘোষনা দিল তারা শেষ ৪ দিনে ৬২ টা ইসরাইলি যান ধংশ করেছে। আছে কোথায় ওরা? লিডাররা মনে হয় গাজাতে নাই, কি মনে হয় আপনার?

আল শিফা হাসপাতালের অস্ত্র উদ্ধার নাটক =p~

https://twitter.com/SaraHam109/status/1725545217955082534

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:৪৫

সোনাগাজী বলেছেন:


ওরা ইসরায়েলী যান ইত্যাদির কাছে আসতে পারছে না, মনে হয়; ওদের তরফ থেকে সবকিছু কম্প্যউটারাইড ও ম্যাকানাইজড।

৫| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ২:২৮

আমি নই বলেছেন: গাজি ভাই, ৭ অক্টোবরে ইসরাইলের মৃত্যুর সংখ্যা কমায়া ১৪০০ থেকে ১২০০ তে আনল। এখন দাবী করতেছে ২০০ বডি নাকি হামাসের। =p~ =p~

https://www.youtube.com/watch?v=HD-yRuTasHU

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:৪৩

সোনাগাজী বলেছেন:




ওরা শুরু থেকে মিথ্যা বলে আসছে।

৬| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:২২

রানার ব্লগ বলেছেন: যুদ্ধের অবসান হোক।

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:৩১

সোনাগাজী বলেছেন:



এটা ২ অসম কালচারের যুদ্ধ, ইহা সহজে বন্ধ হবে না।

৭| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: গাজা থেকে হামাস নির্মূল হওয়া মানে ওরা সারা আশে পাশের দেশে ছড়িয়ে পড়বে। সারা বিশ্বে ইহুদীরা হামলার শিকার হতে পারে ইসরাইলের এই গণহত্যার কারণে। কারণ ইসরাইল বাড়াবাড়ি করেছে।

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৫

সোনাগাজী বলেছেন:



ইহুদীরা ভয়ে ইউরোপ ছাড়বে। ফিলিস্তিনী ও বাকী আরবদের জন্য হামাস ১টা মডেলে পরিণত হয়েছে; মনে হয়, ওরা জর্ডান ও মিশরের জন্য বিপদ হয়ে দাঁড়াবে।

৮| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৪

কামাল১৮ বলেছেন: হামাস নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ ভুল হবে।সুযোগ বার বার আসবে না।এই অশান্তির অবসান হওয়া দরকার।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

সোনাগাজী বলেছেন:



আরব সরকারগুলোও তাই চাচ্ছে। তবে, ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা করে হামাসকে পপুলার করে দিয়েছে।

৯| ১৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

আমি নই বলেছেন: এখন পর্যন্ত হামাসকে নিশ্চিহ্ন করার ইসরাইলি প্লানতো মোটামুটি ফেইল। এখন পাগলা কুত্তার মত যাকে পাচ্ছে তাকেই কামরাচ্ছে (হত্যা করছে)। কামাল১৮ ভাই বা আপনার কি মনে কোন প্লান নিলে হামাসকে নিশ্চিহ্ন পসিবল হবে?

আমি অবস্য আপনার পোষ্টেই অনেক আগে বলেছি গনহত্যা চালিয়ে হামাসকে নিশ্চিহ্ন করা কোনো ভাবেই সম্ভব নয়।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫২

সোনাগাজী বলেছেন:




হামাস, হেজবুল্লাহ, হুতি, শিয়া মিলিশিয়া, ইসলামিক জ্বিহাদ, এইসবকে ধ্বংস করা সম্ভব নয়; কারণ, এদের নিজস্ব আইডিোলোজী আছে, এগুলো সব মুসলিম দেশকে ধ্বংস না করে থামবে না। শীঘ্রই হামাস জর্ডানে ও মিশরে ছড়িয়ে পড়বে।

১০| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:২৭

জ্যাক স্মিথ বলেছেন: আপনাকে নাকি আবার ব্যান করা হয়েছে? আমি আপনাক আগেই সবধান করতে চেয়েছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম, সবার সাথে, সব পোস্টে, সব বিষয়ে তর্কে জাড়াতে নেই। তারা তাদের মত লেখুক আপনি আপনার মত লেখুন।

হামাস অত্যন্ত ধুরন্দর এক গোষ্ঠী এদের নির্মূল করা এতটা সহজ হবে না যা আগেই অনুমান করেছিলাম।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:


৫৫ লাখ ফিলিস্তিনী এখন হামাসের সাপোর্টার; এছাড়া জর্ডান, মিশর, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে হামাস সাপোর্টার আছে অনেক অনেক। ফিলিস্তিন দেশ হলেও, উহা ইয়েমেনের মতো, বা লেবাননের মতো বিশৃংখল কিছু একটা হবে।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১:১০

সোনাগাজী বলেছেন:


আমাকে ফ্রন্টপেইজ ও কমেন্টব্যান করার পর, আমাকে নিয়ে জাদিদ সাহেন ১টা পোষ্ট দিয়েছিলেন; সময় পেলে, সেটা পড়ে দেখিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.