নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জিম্মি বিনিময়ের সুনামে হামাস দেশ ত্যাগ করলে, ফিলিস্তিনের জন্য ভালো হতো!

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬



হামাস জিম্মি/বন্দি বিমিয়মে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে: তারা নেতানিয়াহুর সামরিক নিষ্ঠুরতা ও গণহত্যা, অসফলতা ও বিশ্বের চাপকে কাজে লাগিয়ে, জিম্মি বিনিময়ের কন্ট্রোল নিজের হাতে রেখেছিলো। তারা জিম্মিদের ছাড়ার সময়, বিশ্বে এমন একটি পরিবেশের সৃষ্টি হয়েছে যে, হামাস খুবই মানবিক! কিন্তু ইহা দীর্ঘ সময় ধরে রাখতে পারবে কিনা সন্দেহ আছে, স্বভাব তো বদলানোর কথা নয়।

হামাস যদি ঘোষণা দিয়ে "সন্ত্রাস" ত্যাগ করে ও ইসরায়েলকে স্বীকার করে নেয়, আমেরিকা তাকে গ্রহন করতে পারে; তবে, ইহুদীরা ওদেকে বিশ্বাস করবে না ও সময়ের সাথে হামাসের এই স্বল্পকালীন সুনামকে বিতর্কিত করে দিতে চেষ্টা চালাবে।

১৫০০০ মানুষের মৃ্ত্যু যাতে বিফলে না'যায় সেটার জন্য ১টি ভালো পথ হলো, হামাসের গাজা ত্যাগ। হামাস গাজা ত্যাগ করলে ইসরায়েল কোন রকম বিতর্কের সৃষ্টি করতে সক্ষম হবে না; এতে, ইউরোপ ও বিশ্ব ২ দেশ সমাধানকে স হজে সামনে নিয়ে আসতে সমর্থ হবে। এখন যেই পরিবেশ করছে, হামাস গাজা ছাড়ার প্রস্তাব দিলে আমেরিকা তা মেনে নিতে পারে।

হামাসের ভুল পদক্ষেপের কারণে যে, ১৫০০০ মানুষ প্রাণ হারায়েছে ও গাজা মাটিতে মিশে গেছে, এতে কারো দ্বিমত নেই। ফিলিস্তিন স্বাধীন হলেও এই অপরাধের কথা যাবে না। ফলে, এখন হামাসের প্রস্হান ফিলিস্তিনকে সাহায্য করবে।

ইসরায়েলও চাইবে যে, হামাস সরে যাক। এখন সেই সুযোগ আছে, হামাস না'থাকলে যুদ্ধ এখানেই শেষ হবে। সবাই যুদ্ধের অবসান চাচ্ছে; ইসরায়েলকে চাপ দিয়ে যুদ্ধ থামানো হলে, এরপর যদি কোনভাবে হামাস থেকে আক্রমণ আসে, মানুষের সহানুভুতি হারিয়ে যাব। এখন সুযোগ আছে, হামাস কেক্সটে পড়লে, ফিলিস্তিনীরাই বেশী উপকৃত হবে।


মন্তব্য ৪১ টি রেটিং +১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৭

আমি নই বলেছেন: হামাসের জনপ্রিয়তা এখন যে কোনো সময়ের চাইতে অনেক বেশি। পশ্চিম তীরেও হামাসের সমর্থন কয়েকগুন বেড়ে গেছে। আপনার কি মনে হয় এই অবস্থায় হামাস কোন পদ্ধতিতে ফিলিস্তিন ছারতে পারে? আর ফিলিস্তিন ছেরে গেলেও নাৎসি জায়ানিস্টরা নির্যাতন থামাবে বলে মনে হয়? নেতারাতো আগে থেকেই থাকে না।

অফটপিকঃ আজকে সকালেও জেনিনে নাৎসি জায়ানিস্ট স্নাইপাররা ৯বছরের এক বাচ্চাকে মাথায় গুলি করে হত্যা করেছে, ১৫ বছরের আরেকটা বাচ্চার অবষ্থা সংকটময়। নাৎসিরাতো কোনোভাবেই থামছে না, গাজায় যুদ্ধবিরতী দিয়ে পশ্চিম তীরে যতটা সম্ভব হত্যাকান্ড চালাচ্ছে। হামাস গেলে থামবে বা কেউ থামাবে তার কি কোনো সিউরিটি আছে?

সোর্সঃ Click This Link

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৬

সোনাগাজী বলেছেন:


পশ্চিম তীরের স্যাটেলাররা ভয়ানক উস্কানী দিচ্ছে; ফিলিস্তিনীরা যুদ্ধবিরতীর খাতিরে সবই সহ্য করলে ভালো হতো।

২| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: হামাস যুদ্ধ করে এই সমস্যার সমাধান করতে পারবে না। এই সমস্যার রাজনৈতিক সমাধান প্রয়োজন। আরব দেশের শাসকদের ভণ্ডামি বন্ধ করে এই সমস্যার সমাধানে আন্তরিক হতে হবে।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৪১

সোনাগাজী বলেছেন:




আরবরা কি ভন্ডামী করছে, নাকি তাদের দক্ষতাই এতটুকু?

৩| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৩৬

সামরিন হক বলেছেন: শুভেচ্ছা জানবেন। মাঝে মাঝেই আপনার ব্লগ থেকে ঘুরে যাই। ব্লগের অনেক লেখায় পড়েছি আপনি একাত্তরে বাংলাদেশের পক্ষ হয়ে মুক্তিকামীদের সঙ্গে থেকে যুদ্ধে অংশ নিয়েছিলেন।‌‌( সাধুবাদ সেই জন্য)।
আপনার অনেক জ্ঞান আপনি অনেক কিছু জানেন বা বোঝেন।
কিন্তু পৃথিবীর সব মানুষ তো একরকম হয় না এবং চিন্তাধারাও একরকম নয় তাই মতের অমিল হওয়াটা স্বাভাবিক একটা বিষয়। আশা করছি আমার কমেন্টের জন্য আপনি বিরক্ত হবেন না ।আসলে হামাসের ব্যাপারে আপনার লেখাটা আমার যথাযথ মনে হচ্ছে না অথবা বলতে পারেন বোধগম্য হচ্ছেনা। তার একটা কারণ হচ্ছেন আপনি।আপনি নিজেই একজন মুক্তিকামী মানুষ ,আপনি একসময় দেশের মানুষকে ন্যায় দেয়ার জন্য যুদ্ধ করেছেন রাষ্ট্রের বিপরীতে গিয়ে সংগ্রাম করেছেন। হিসেবে সেই রাষ্ট্রে আপনি কিন্তু রাষ্ট্রদ্রোহী বা সন্ত্রাসী ছিলেন আজকে যেমন হামাস। ৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এসেছে স্বাধীনতা । আপনারা যুদ্ধ না করলে তো এই ৩০ লক্ষ মানুষ প্রাণ হারাতো না,হ্যাঁ অবশ্য স্বাধীনতা আসতো না ন্যায্য অধিকার পেতো না মানুষ। কিছু পেতে হলে তো কিছু সেক্রিফাইস করতেই হবে সেটা আমরা সবাই জানি। তাহলে আজকে কেন ইসরাইলকে না দমিয়ে হামাসকে দমানোর কথা বলছেন বা ভাবছেন? যখন দেখতে পাচ্ছি আমরা সবাই যে হামাস ফিলিস্তিনের পক্ষে থেকে যুদ্ধ করছে ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য বা অধিকারের জন্য।

ধন্যবাদ
শুভেচ্ছা।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৫১

সোনাগাজী বলেছেন:



হামাস'এর জন্ম ১৯৮৭ সালে, ইহা কখনো স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি। ইহা জাতিসংগের স্বীকৃত সংস্হা পিএলও'এর সদস্যদের হত্যা করেছে।

৭ ই অক্টোবরে ইহা ইহুদী শিশদের হত্যা করেছে ও জিম্মি করেছে; ইহাদের ভুলে ৭০০০ শিশু ৪০০০ নারীর মৃত্যু হয়েছে।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৫৩

সোনাগাজী বলেছেন:




হামাস ইসরায়েলকে মানে না; ইসরায়েলকে না'মানলে বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এক হবে না।

৪| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ২:৪২

আঁধারের যুবরাজ বলেছেন: @ফিলিস্তিনীরা যুদ্ধবিরতীর খাতিরে সবই সহ্য করলে ভালো হতো।
সাধারণ ফিলিস্তিনিরা বরাবর শত অত্যাচার সহ্য করে আসছে। আর স্যাটেলাররা শুরু থেকেই আগ্রাসী। অসংখ্য ভিডিও পাবেন খুঁজলেই।

৩০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:৩১

সোনাগাজী বলেছেন:



স্যাটেলাররা আজকে সময়ে জঘন্যতম অপরাধ করে কিভাবে পার পেয়েছ গেলো? পার পাবার একমাত্র কারণ ছিলো, বিশ্ব সব সময় ধরে নিয়েছে যে, আরবরা কোন কিছুই সঠিকভাবে করে না।

৫| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ২:৪৩

সামরিন হক বলেছেন: হামাসকে তো সন্ত্রাসী দল বলছেন আবার বলছেন যে হামাস ভুল করেছে ,সন্ত্রাসীরা তো ভুল করে না সন্ত্রাসীরা পাপ করে গুনা করে।
কোথায় যেন শুনেছিলাম প্রয়োজনে একজন দাগী আসামী বা ফাঁসির আসামি মুক্ত হয়ে যাক তবুও একজন নিরপরাধ লোক যাতে সাজা না পায় কারণ নিষ্পাপ মানুষ অনেক মূল্যবান।

৭ ই অক্টোবরে ইহা ইহুদী শিশদের হত্যা করেছে ও জিম্মি করেছে; ইহাদের ভুলে ৭০০০ শিশু ৪০০০ নারীর মৃত্যু হয়েছে।

আর প্রতিশোধ নিতে গিয়ে ইসরাইলি সৈন্যরা গাজায় যে তান্ডব চালালো সেটা কি সুবিচার ছিল ? আপনিও জানেন আমিও জানি ঠিক করেনি।
আমরা সবাই চাই এর সঠিক সমাধান ,সঠিক বিচার ।

৩০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



সঠিক সমাধান করতে হলে দরকার ইউরোপের সাহায্য ও বিশ্বের সমর্থন। এবার তা ঘটতে পারে।

৬| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪০

মৃতের সহিত কথোপকথন বলেছেন: কোন কিছুই ঘটবে না। এই বলে দিলুম।

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৪

সোনাগাজী বলেছেন:



ইউরোপ সাপোর্ট দেবে; কাতার কিংবা জর্ডান যদি কাজের দায়িত্বটা নেয়, এবং হামাস যদি গাজা থেকে চলে যায়, দেশ হয়ে যাবে।

৭| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪১

কামাল১৮ বলেছেন: সব জিম্মিরা মুক্ত হলে আক্রমন আরো তিব্র হবে।ইসরায়েল ঘোষণা দিয়েই রেখেছে। হামাস শেষ না হওয়া পর্যন্ত শান্তির আশা নাই।

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০০

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল ভয়ংকর বিপদে পড়েছে, ইউরোপ ইসরায়েলের বিপক্ষে অবস্হান নিয়েছে।

৮| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৩

বাউন্ডেলে বলেছেন: সমাধান হিসেবে ইসরাইল-মার্কিনীদের মধ্যপ্রাচ্য ত্যাগের বিকল্প আর কিছু নেই। আর এটা যতদিন না হচ্ছে ততদিন যুদ্ধ চলবে। আরবদের প্রজনন ক্ষমতা বেশী। মার্কিন-ইসরাইলীরা বিলুপ্ত হবেই ইনশাল্লাহ্। আপনার উচিৎ পাপপুর্ন মৃত্যু এড়িয়ে পুন্যময় মৃত্যুকে বরন করে নিতে যতদ্রুত সম্ভব মাতৃভুমিতে ফিরে আসা।

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:



ইসরায়েলকে ফিলিস্তিনের ভুমি ফেরত দিতে হবে শীগ্রই। এর বাইরে আপনি যা যা ভাবছেন, সেগুলো সঠিক বলে মনে হয় না।

৯| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩১

গেঁয়ো ভূত বলেছেন: জিম্মি বিনিময়ের সুনামে হামাস দেশ ত্যাগ করলে, ফিলিস্তিনের জন্য ভালো হতো!

একেবারেই অলীক কল্পনা!

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

সোনাগাজী বলেছেন:



ইউরোপ এক শর্তে ফিলিস্তিন গঠনে সাহায্য করতে পারে: হামাস যদি ইসরায়েলকে মেনে নেয়, কিংবা হামাস যদি গাজা ও পশ্চিম তীর ত্যাগ করে।

১০| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: ধার্মিকেরা মনে করে হামাস আল্লাহর দল।
আর যারা মারা গেছেন, তারা আসলে শহীদ হয়েছেন। তাদের বেহেশত নীশ্চিত।

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৭

সোনাগাজী বলেছেন:


আরবেরা বেকুব হওয়ায়, এভাবে বেঘোরে প্রাণ হারালো।

১১| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৩

রানার ব্লগ বলেছেন: আমার সাধারন একটা প্রশ্ন। এই যে হত্যা চলছে এর পেছনে উদ্দেশ্য টা কি? ইহা কি ধর্ম যুদ্ধ না স্বাধীনতার যুদ্ধ।

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৯

সোনাগাজী বলেছেন:


হামাস দেশ চাহেনী, প্রতিশোধ নিয়েছে; ইসরায়েল রেগেমেগে মানুষ মেরে বিপদে পড়েছে।

১২| ৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫

আমি নই বলেছেন: লেখক বলেছেন:
পশ্চিম তীরের স্যাটেলাররা ভয়ানক উস্কানী দিচ্ছে; ফিলিস্তিনীরা যুদ্ধবিরতীর খাতিরে সবই সহ্য করলে ভালো হতো।


সহ্যতো করতেছেই, ৭৫ বছর থেকেই করতেছে। কিন্তু কেউতো দেখেনা।

একটা কথা বলেনতো এই মাঝে মধ্যে হামাস বা কেউ একটা ঝামেলা না করলে দুনিয়ার কেউ কি ফিলিস্তিনিদের সমস্যা নিয়ে ভাবে?

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৭

সোনাগাজী বলেছেন:



হামাস যা করেছে, ইসরায়েল যদি সেটা আমেরিকার হাতে ছেড়ে দিতো, এত লোকজনের মৃত্যু হতো না, ইহুদীরা সংকটে পড়টো না।

১৩| ৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফিলিস্তিন স্বাধীন হলে হামাস তা নিজেদের আন্দোলনের ফসল হিসেবে বলবে এবং পুরো বিশ্বই তা মেনে নিবে...

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৩:০২

সোনাগাজী বলেছেন:


হামাস তা দাবী করবে।
তবে, মুসলিম বিশ্বের বাইরে অন্যেরা ইহাকে এভাবে গ্রহন করবে না।

১৪| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

স্প্যানকড বলেছেন: আগে যারা মারা গেছেন তারা কাদের ভুলে মারা গেছেন? আপনি কি ভাবেন এ দেশে শান্তি নামক কিছু একটা আছে? ফিরে আসাতে স্বাগতম :) ভালো থাকবেন :) আনন্দে থাকবেন :)

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪০

সোনাগাজী বলেছেন:


"আগে" বলতে কোন পিরিয়ডের কথা বলছেন? ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি ছিলো না কখনো।

১৫| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

কামাল১৮ বলেছেন: ইউরোপ পক্ষে এসেই বা কি করবে।তারা নিজেরাই বিপদে আছে।ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বের জন্যই এক বিপদ।

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৩

সোনাগাজী বলেছেন:



ইউরোপ যদি ফিলিস্তিন চায়, আমেরিকা একটা ব্যবস্হা করবে।

১৬| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

আমি নই বলেছেন: অফটপিকঃ

AIPAC মনে হয় ইউএসএকে কিনে নিচ্ছে। এন্টিজায়ানিজম আর এন্টিসেমিটিজম কে সমান করে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ একটা বিল পাশ করেছে।
AIPAC এর ঘোষনা অনুযায়ি যদি সত্যিই সকল সিনেটর আর কংগ্রেস সদস্যকে কিনতে পারে তাহলে ইসরাইল আরো বেপরোয়া হয়ে যাবে। আপনার কি মনে হয়? দুনিয়ার ভবিস্যত কি ইসরাইলের হাতে চলে যাচ্ছে?

গাজি ভাই, এটা কেমন সরকার ব্যাবস্থা যা টাকা দিয়ে কেনা যায়?

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ২:৫১

সোনাগাজী বলেছেন:



আমেরিকার সরকার ইসরায়েল রা্ষ্ট্র গঠনে ছিলো, উহাকে তারা রক্ষা করবে। এই পরিস্হিতিকে সত্য হিসেবে ধরে নিয়ে ফিলিস্তিনীদেরকে নিজ দেশ গঠন করতে হবে।

১৭| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আরব সরকারগুলির কূটনৈতিক দক্ষতা পশ্চিমাদের তুলনায় কিছুই না। তার সাথে আছে ভণ্ডামি। ঐ দেশগুলির শাসকরা ফিলিস্তিনের ব্যাপারে আন্তরিক না।

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৩:০৪

সোনাগাজী বলেছেন:



আরব সরকারগুলো হামাস, হেজবুল্লাহ, হুতি, ষহিয়া মিলিশিয়াকে নিয়ে ভয়ানকভাবে চিন্তিত।

১৮| ০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


হামাস কি ত্যাগ করার জন্য জন্ম নিয়েছিলো নাকি ; হামাস বিষফোঁড়া হয়ে যাবে, সাময়িক রেপুটেশনের প্রভাবে।

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৩:০৭

সোনাগাজী বলেছেন:


হামাস, ব্রাদারহুড, হেজবুল্লাহ, হুতি, ইসলামিক জ্বিহাদ, শিয়া মিলিশিয়া, ইত্যাদি আরবকে আবার বেদুইন সমাজে ফেরত নিবে।

১৯| ০১ লা ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হামাসের ভুল পদক্ষেপের কারণে যে, ১৫০০০ মানুষ প্রাণ হারায়েছে ও গাজা মাটিতে মিশে গেছে,
.......................................................................................................................................
এই মৃত্যুর জন্য শুধুমাত্র হামাস কে দায়ী করা যায় না ।
বৃটেন ,আমেরিকা ,ফ্রান্স সবসমই ইসরায়েলের পক্ষে থাকবে ।
তা সে যত অন্যায় করুক ।
জালিমের বিরুদ্ধে ফুল দিয়ে সমস্যার সম্মানজনক সমাধান আসেনা ।

০১ লা ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:২৭

সোনাগাজী বলেছেন:


হামাস ২০০৭ সাল থেকে চেষ্টা করেছে ইসরায়েল ধবংস করার জন্য, কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য চেষ্টা করেনি।

২০| ০১ লা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

শাহ আজিজ বলেছেন: গত ৭ দিনের যুদ্ধবিরতিতে মনে হয় হামাস আরও অস্ত্র , গোলা বারুদ জোগাড় করেছে পরবর্তী অ্যাকশনে যাবার জন্য । বিরতি যতই বাড়বে হামাস ততই লাভবান হবে । খুব অবাক হয়ে পশ্চিম তীরে হামাসের পতাকা নিয়ে মিছিল দেখছিলাম পরশুদিন । দুর্ভাগ্য ফিলিস্তিনি আরবদের যে তারা সারা জীবন যুদ্ধের ময়দানে থাকতে চায় ।

০১ লা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

সোনাগাজী বলেছেন:



ফিলিস্তিনীদের মাঝে রাজনীতিবিদ নেই, আছে শুধু লাঠিয়াল; তাই আজীবন মাঠে। মাঠে কিন্তু ফলাফল ভালো নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.