নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইহুদী জাতী কি গণ-আত্মহত্যার দিকে যাচ্ছে?

১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩০



ইহুদীরা যেভাবে কোণঠাঁসা হবে, তারা বিশ্বে টিকবে কি করে, একা আমেরিকা কি তাদেরকে রক্ষা করতে পারবে? তারা সব ফিলিস্তিনীদের হামাসে পরিণত করেছে; এরপর, জর্দান, লেবানন, সিরিয়া ও মিশরে শক্তিশালী হামাস গ্রুপ গড়ে উঠবে। এখন যেই ১৮ হাজার ফিলিস্তিনী প্রাণ হারায়েছে, ইহার মাঝে ৩ হাজারের বেশী হামাস আছে বলে মনে না; যুদ্ধ শেষে গাজায় ও পশ্চিম তীরে হামাস ব্যতিত কেহ থাকবে না।

আমেরিকা নিশ্চয় ইহা হাঁড়ে হাঁড়ে বুঝতে পারছে! ১৯০০ সালের আগে, ইউরোপের মানুষ ইহুদীদের অস্পর্শ মনে করতো; এবার তাদিকে জল্লাদ হিসেবে নেবে। এন্টসেমিটিজম এমন পর্যায়ে যাবে যে, একমাত্র ইহুদী স্কুল ব্যতিত কোন ধরণের শিক্ষালয়ে ওদের ছেলেমেয়েরা পড়ালেখাও করতে পারবে না।

অনেক দেশের সরকারের লোকেরা এখনো আমেরিকার কারণে ইসরায়েলের প্রতি সাপোর্ট দেখাচ্ছে; কিন্তু বিশ্বের সব দেশের মেজরিটি নাগরিক ইহুদীবিরোধী হয়ে যাবে।

নেতানিয়াহু ও ইসরায়েলী সেনাবাহিনী বলছে, হামাস যেন আর কখনো সাহস না করে ইহুদীদের গায়ে হাত তুলতে! বাস্তবতা হচ্ছে, আরবেরা মরতে ভয় পায় না; ফলে, নেতানিয়াহু ১০ বছর যুদ্ধ করলেও হামাস শেষ হবে না।

যেই কয়টি আরব দেশের সাথে ইসরায়েলের ফ্রেন্ডশীপ হয়েছিলো, উহা এখন নাল & ভয়েড হয়ে গেছে; সৌদীর সাথে চুক্তি হওয়ার সম্ভাবনা আর নেই।

ইসরায়েল যেভাবে ফিলিস্তিনীদের উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে নিচ্ছে; আগামী ৩/৪ বছরের মাঝে ইসরায়েলের বর্ডার সমুহের ২০/৩০ মাইলের মাঝে কেহই রাতে ঘুমাতে পারবে না। আমার মনে হয়, ইসরায়েলের অর্ধেক মানুষ আমেরিকা চলে যেতে বাধ্য হবে। এতদিন ইহুদীরা যেই উৎসাহের সাথে ইসরায়েল গড়েছিলো, উহাতে ভাটা পড়ে যাবে।


মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

রাজীব বলেছেন: হতে পারে

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

সোনাগাজী বলেছেন:




ওদের কারণে আরব বিশ্বে হামাস গজাবে পংগোপালের মতো; জর্ডান ও সিরিয়াও হামাসের কবলে পড়বে।

২| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০০

কথামৃত বলেছেন: গত ভোটাভুটিতে ফ্রান্স, কানাডা, আস্ট্রেলিয়া সহ ইউরোপের অনেক দেশ যুদ্ধ বিরতির পক্ষে রায় দিয়েছে। শুধু আমেরিকার ভেটোর জন্য হলো না।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:



আমেরিকায় বিপ্লব ঘটবে, বাইডেন মিয়া ভোটে হারার সম্ভাবনা ৬০ ভাগ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের দেশে মৌলবাদীরা যখন গোঁড়ামি করে তখন আমরা প্রতিবাদ করি। ইসরাইলে ৫% মানুষও কি নেই যারা অন্যায়কারী দেএ বিরুদ্ধে বিদ্রোহ করবে?

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

সোনাগাজী বলেছেন:



২০০০ সালে ইসরায়েলের ৬০ ভাগ লোকজন চেয়েছিলো ফিলিস্তিন গঠন করতে; ইয়াসির আরাফাতের কারণে হয়নি।

হামাস ইসরায়েলের ভেতরে প্রবেশ করে, গ্রামবাসীকে হত্যা করায় ও শিশুদের জিম্মি করায়, ইহুদীরা মগজ হারায়েছে।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: হতেও পারে বলা যায় না

১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১২

সোনাগাজী বলেছেন:



হিটলার ইহুদী মেরেছিলো, এদের শিক্ষা হয়নি।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: অ: ট:

আমার মনে হয় রাজীবের আপনাকে আনব্যান করার জন্য পোস্ট না দেয়া উচিৎ।
আমি বললে রাজীব আমাকে ভুল বুঝতে পারেন।
আপনি তাকে বলবেন পোস্ট না দিতে।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:



উনাকে বলেছিলাম, এডমিন সাহেবের বিরাগভাজন না'হতে; উনাদের ব্যবসা, উনাদের মতো চালাক।

তবে, ব্লগের অবস্হা বইমেলার বই'এর মতো হয়ে গেছে।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইসরায়েলের মগজে ঢুকায়ে দেয়া হয়ছে যে, এই আরব এলাকায় কর্তৃত্ব করতে হবে ।
......................................................................................................................
এখন ইসরায়েল ভাবছে তাদের সময় হয়েছে
শক্তি প্রদর্শন করা । পৃথিবীর কোন বাধাই তাদের বিবেচ্য নয়।
ইউরোপ বা আমেরিকা তাদের প্রয়োজনে ইসরায়েল কে বাচাঁয়ে রাখবে ।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৫৪

সোনাগাজী বলেছেন:



ইউরোপের কোন কাজ নেই ইসরায়েলকে নিয়ে; ইউরোপের নবীরাও ইহুদীদের ঘৃণা করে।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:১১

সেলিম আনোয়ার বলেছেন: নিরাপত্তাহীনতা প্রবল হলে ইসরায়েলের ইহুদিরা দেশ ছাড়াটা্ই স্বাভাবিক। ওদের কেন্দ্র করে পৃথিবী অস্থির।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৫৫

সোনাগাজী বলেছেন:




আজকের বিশ্বের মানুষ ইহুদীদের জল্লাদী দেখে হতবাক।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:৫৯

শ্রাবণধারা বলেছেন: আপনার ব্যাখ্যা এবং ভবিষ্যত সম্পর্কে অনুমান সঠিক হিসেবে যদি ধরে নেই তাহলে ভেবে দেখেছেন কী মুসলিমদের কি হবে? বিশেষত ইমিগ্রান্ট মুসলিমদের এবং তাদের ছেলেমেয়েদের?

মনে রাখতে হবে যে, হামাসের আক্রমনের পরে বিশ্বের অধিকাংশ দেশের মানুষ কিন্তু ইসরাইলের সমর্থক হয়েছিল। ভারতীয়রা ইসরাইলের পক্ষে যুদ্ধ করার জন্য যেতে চাচ্ছিল। এখন ইসরাইলের ঘৃণিত নির্বিচার গনহত্যার কারনে

হামাস, ইসলামী জিহাদ, আইএস, তালেবান - যে কোন সন্ত্রাসী দলের কার্যক্রম বেড়ে যাওয়া মানে পাশ্চাত্তের দেশগুলোতে মুসলিমদের জীবনের নিরাপত্তা দারুন ভাবে ব্যাহত হওয়া।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



মুসলিম জংগীবাদও বেড়ে যাবে; ইংল্যান্ড ব্যতিত ইউরোপের কোন দেশ মুসলমানদের তাদের দেশে চাহে না। হামাসও নেতানিয়াহুর মতো, ওদের কাছে অস্ত্র নেই, এই হলো পার্থক্য।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:০০

সোনাগাজী বলেছেন:



হয়তো, জর্ডান ও মিশর হামাস'এর কবলে পড়ে লেবানন হয়ে যাবে।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:২৬

কামাল১৮ বলেছেন: আমেরিকার এভাবে আসা ঠিক হয় নাই।আমেরিকা আসাতে রাশিয়া চীন ইরান আসছে।সেই সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলি।গনহত্যা করে আরেকটা ভুল করছে।দুই রাষ্ট্র হয়ে গেলে আর সমস্যা থাকবে না।চীন রাশিয়া শেষ পর্যন্ত ইসলামী উগ্রবাদের বিরুদ্ধেই থাকবে।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:০৩

সোনাগাজী বলেছেন:



রাশিয়া চেচনিয়া ও দাগেস্তানে গাজা থেকে বড় হত্যাকান্ড চালায়েছে; চীন উইঘুরে মুসলামনদের পরিবারে সদস্যদের আলাদা আলাদা জেলে রেখে চীনা বানানোর জন্য ট্রেনিং দিচ্ছে।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩৭

কামাল১৮ বলেছেন: হামাস এমনিতেই গজাবে।সারা বিশ্ব ইসলামের পতাকা তলে আনতে হবে।আল্লাহ এবং নবী বলে গেছেন বলে কথা।আমাদের দেশে কি হামাস কম আছে।প্রতিটা মুসলমানের মনে লুকিয়ে আছে হামাস।সময় হলেই প্রকাশ পাবে।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:০৫

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন ও যেভাবে মাদ্রাসা হয়েছে, ইহা হেফাজতদের দেশ হবে ১০ বছর পর।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৭

কামাল১৮ বলেছেন: শেখ হাসিনার কথা বলছেন কেন।শেখ মুজিব ছিলো আরেক কাঠি উপরে।বলতে শুরু করলে বিরাট বড় পোষ্ট হয়ে যাবে।আপনিও ভালো করেই জানেন।
ইসলাম নিয়ে সবার সমস্য আছে।ধর্মটা নিজেই একটা সমস্যা।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

সোনাগাজী বলেছেন:



শেখ সাহেবের সময় এভাবে মাদ্রাসা হয়নি।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৫

জুন বলেছেন: প্রথম পাতায় আসার জন্য শুভেচ্ছা রলো। আপনার পোস্টে গিয়ে গিয়ে আপনাকে খুঁজে বের করা একটা ঝকমারি ছিল।

আপনি কি মনে করেন আমেরিকায় ইহুদীরা নিরাপদ থাকতে পারবে! বর্তমানে আমেরিকায় মুসলিমরা বেশ ভালো সংখ্যাগরিষ্ঠ অবস্থায় আছে। খৃষ্টানরা তো বেশিরভাগই এথিষ্ট অর্থাৎ ধর্ম মানে না। তারা মানবতার দিকেই ঝুকবে নিশ্চয়, নাকি তারাও ইহুদিদের পক্ষ নেবে বলে আপনি মনে করেন?

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৩

সোনাগাজী বলেছেন:



না, আপনি আলোচিত পোষ্টের পাতায় দেখেছেন!

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

মিরোরডডল বলেছেন:





জুনাপু লিখেছে, প্রথম পাতায় আসার জন্য শুভেচ্ছা রলো।

কিন্তু আমিতো দেখতে পাচ্ছি না।
জুনাপু ভুল দেখেছে, নাকি আমার চোখের সমস্যা বুঝলাম না।



১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

সোনাগাজী বলেছেন:




উনি ভুল দেখেছেন।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

মিরোরডডল বলেছেন:




যুদ্ধে যাদের স্বার্থ জড়িত, তারা ছাড়া কেউ যুদ্ধ চায়না, সবাই শান্তি চায়।

ইসরায়েলের অমানবিকতা কে সমর্থন করবে?
তাই ভাটা পড়াটাই স্বাভাবিক।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৫

সোনাগাজী বলেছেন:


নেতানিয়াহু ইহুদী জাতিকে একঘরে করে ফেলেছে।

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৩৭

কামাল১৮ বলেছেন: দেশ তখন এতো উন্নত ছিলো না তাই এতো মাদ্রাসা করার সামর্থ্য ছিলো না।ইসলামী ফাউন্ডেশন করে সূচনা করে যান শেখ মুজিব।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৫

সোনাগাজী বলেছেন:



ওরা টাকা নিয়ে আসে মিডল ইষ্ট থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.