নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

১ম বারের মতো ইহুদীদের জাতীয় ঐক্য ভেংগে পড়েছে।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৩৯



হামাসের হাতে থাকা ৩ জন ইসরায়েলী জিম্মিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলী বাহিনী। এসব জিম্মদের হাতে সাদা পতাকা ( কাপড় ) ছিলো। এদের হাতে অস্ত্র ছিলো না, কিন্তু ইসরায়েলী বাহিনী এদেরকে হত্যা করেছে; অর্থাৎ ইসরায়েলী বাহিনী নির্জন স্হানে আরবদের পেলেই হত্যা করছে; এসব হত্যাকারীরা কখনো সেনা বাহিনী হতে পারে না, এগুলো ইহুদী জল্লাদ, সন্ত্রাসী, হামাসের মতোই।


আগেরদিনের ইসরায়েলীরা যুদ্ধের সময় সরকার ও ইসরায়েলী বাহিনীর পক্ষে থাকতো; এবার, আমি ভেবেছিলাম যে, ইসরায়েলীরা জিম্মিদের শহীদ হিসেবে মেনে নিয়ে ( অর্থাৎ, জিম্মিরা মরলেও জাতির জন্য মরবে ) যুদ্ধ চলুক মনোভাব নিয়ে সরকারের সাথে থাকবে। কিন্তু তা'ঘটেনি, তারা যুদ্ধের বদলে নিজ পরিবারের লোকদের মুক্তি চাচ্ছে; এবং এই চাপ প্রতিদিনই বাড়ছে। যদি এদের কারণে যুদ্ধ থামে, হামাস নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করবে। সাধারণ ইসরায়েলীরা সরকারের পরাজয়ের জন্য চিন্তিত নয়, তাদের কাছে পরিবারের লোকজনই আজকে বড়।


যেই ৩ জন জিম্মি ইসরায়েলী বাহিনীর হাতে নিহত হলো, তারা কি কোনভাবে মুক্ত হয়েছিলো, নাকি হামাস এদেরকে দিয়ে বিশ্বকে বুঝাতে চাচ্ছিলো, ইসরায়েলী বাহিনীটা আসলে কি জিনিষ, এরা আসলে কোন বাহিনী নয়, এরা কিলিং মেশিন।

জিম্মিদের নিয়ে হামাস কি ধরণের অংক কষছে? শ'খানেক ইসরায়েলী জিম্মিকে মুক্তি দিয়ে তারা ১৮০ জন ডিলিস্তিনীকে মুক্ত করেছে। একই সময়ে, ইসরায়েলীরা ১৯০০০ গাজাবাসীকে হত্যা করেছে, নতুন করে ৫০০০ জন পশ্চিম তীরের ফিলিস্তিনীকে আটক করেছে ও পশ্চিম তীরে ৫০০ জনকে হত্যা করেছে। গাজায় যুদ্ধ চলাকালীন সময়ে, পশ্চিম তীরের বেকুব ফিলিস্তিনীরা কেন অকারণে প্রাণ দিচ্ছে, সেটা হামাস জানার কথা। পশ্চিম তীরা যারা ইসরায়েলী বাহিনীর সাথে গোলাগুলি করে মরছে, এরা কিন্তু নতুন হামাস।




মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হামাস বা ফিলিস্তিনিরা মৃত্যুকে খুব একটা ভয় পাচ্ছে বলে মনে হয় না। তারা সবাই মরে হলেও দেশের স্বাধীনতা চাইছে। ইসরায়েলি জিম্মিরা কীভাবে মারা গেল তার সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। সম্ভবত একই জায়গায় হামাসও ছিল আর তখন ড্রোন এ্যাটাক হয়...

১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

সোনাগাজী বলেছেন:



২ জনের মৃত্যুর ব্যাপারটা আমি জানি না; ১ জনকে হত্যা করেছে ইসরায়েলী স্নাইপার; জিম্মি কিভাবে একা বেরিয়ে এসেছিলো, বলা কঠিন; সে সাদা কাপড় হাতে একটি ধ্ংসস্তূপে পাশ থেকে বেরিয় আসে; পরক্ষণে কি ভেবে লুকিয়ে যায় ( আড়ালে চলে যায় ); এরপর, বেরিয়ে আসামাত্র স্নাইপার তাকে বেশ দুর থেকে গুলি করে। আমার সন্দেহ, হামাসেরা যুক্ত ছিলো, তারা প্রমাণ করতে চেয়েছে যে, ইসরায়েলীরা সম্পুর্ণ বিনা কারণেও মানুষ হত্যা করছে।

২| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১০

কথামৃত বলেছেন: আপনিও কি হামাস?

১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

সোনাগাজী বলেছেন:



না, আমি হামাস নই।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩

আমি নই বলেছেন: @বিচার মানি তালগাছ আমার, না তারা ড্রোন এ্যাটাকে মারা যায়নি। তারা তিনজন একটা বিল্ডিং থেকে বের হয়ে আসে, তাদের গায়ে কোনো শার্ট ছিলনা এবং হাতে সাদা পতাকা ছিল। একজন জায়নিষ্ট জংগি তাদের দেখে সম্ভাব্য ঝুকি হিসেবে বিবেচনা করে এবং গুলি চালায়। খোলা যায়গায় দুইজনের মৃত্যু হয় এবং একজন আহত অবস্থায় বিল্ডিংয়ে ফিরে এসে হিব্রু ভাষায় সাহায্যের আবেদন করে কিন্তু তার পরেও জায়নিষ্ট সেনারা তাকেও হত্যা করে।

তবে তারা কোথায় থেকে কিভাবে পালিয়ে এল এটা জানা যায়নি। গাজিভাইয়ের সন্দেহও ঠিক হতে পারে, হয়স হামাসই বোঝাতে চেয়েছে জায়নিষ্ট জংগিরা সবাইকে হত্যা করছে।

অর্থাৎ ইসরায়েলী বাহিনী নির্জন স্হানে আরবদের পেলেই হত্যা করছে; এসব হত্যাকারীরা কখনো সেনা বাহিনী হতে পারে না, এগুলো ইহুদী জল্লাদ, সন্ত্রাসী, হামাসের মতোই।

আপনার এই একটা লাইন পড়ে আমার খুব ভাল লাগল। এই কথাটাই এই ব্লগে আমি ৮ অক্টো থেকেই বলতেছিলাম। কেউ আমাকে হামাস বলেছে, ৭তারিখে জায়নিষ্ট জংগিরা যে নিজেরাই নিজেদের নাগরিককে হত্যা করেছিল এটা বলায় আজিজ সাহেবতো আমার অসুস্থ বলেছিলেন অথচ এখন প্রমানিত আমি ঠিক বলেছিলাম।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

সোনাগাজী বলেছেন:



ইহুদীরা অন্ধ হয়ে গেছে; তারা ভুলে গেছে হিটলার কিভাবে তাদেরকে হত্যা করেছিলো।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রথম পাতায় না গেলেও আপনার পোষ্টের পাঠক আছে।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:



আমার জন্য ১ম পাতায় যাওয়টা অত প্রয়োজনীয় নয়; আমার মনে হয়, কিছু অসৎ ব্লগার আমার ব্লগিং নিয়ে সমস্যায় আছে।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৬

সোনাগাজী বলেছেন:




আমাকে নিয়ে পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হামাস আত্মসমর্পন করছে না কেন বুঝতে পারছি না!!!

যুদ্ধে তো তা তারা হেরে গেছেন।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

সোনাগাজী বলেছেন:




আরবদেরহিসেব অন্য রকম।
কোন ফিলিস্তিনী কি হামাসকে এই অবস্হার জ্য দায়ী করেছে? যুদ্ধ-বিরতি হলে, হামাস বিজয় পালন করবে।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৩৪

কামাল১৮ বলেছেন: যুদ্ধে ভুল-ভ্রান্তি হবেই।এটা এমন কোন বড় ভুলা না।এই ভুলের জন্য জাতি দুই ভাগ হয়ে যাবে এমন না।
সব জাতির মতো ইহুদিরাও দুই ভাগে বিভক্ত।এক দল গোড়া কনজারভেটিব অন্য দল প্রগতিশীল এবং নাস্তিক।বিভিন্ন প্রশ্নে তারা দুই ভাগে বিভক্ত।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:১১

সোনাগাজী বলেছেন:




একদল যুদ্ধবিরতি চাচ্ছে, সরকার চাচ্চে না; ইহা বিরল।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৯

নূর আলম হিরণ বলেছেন: জাতিসংঘে ইজরায়েলের সাথে কেউ নেই, শুধুমাত্র আমেরিকা আছে।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৭

সোনাগাজী বলেছেন:



ইহুদীরা নিজ পায়ে কুড়াল মেরেছে; অবস্হা ২য় বিশ্বযুদ্ধের আগের মতোই হবে।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার বিশ্বাস হামাস-ইসরাঈল যুদ্ধ থেকে
বিশ্বে রাজনীতির নূতন ধারা সৃষ্টি হবে ।
এর ফলাফল হয়তো পেতে সময় লাগবে ।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৪

সোনাগাজী বলেছেন:




ইউরোপ আগের মতো ইসরায়েল ও আমেরিকার অন্যায় চোখ বুঁজে সইবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.