নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

তাম্রযুগের সোনালী ব্লগারেরা

১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:০৭



ব্লগে ব্লগারের সংখ্যা কম, আগেরদিনের কোন ব্লগার লগিন করলে সবাই খুশী হয়ে অভিনন্দন জানান, ব্লগে একটিভ হতে অনুরোধ করেন, লিখতে বলেন! আমি কিছু বলার আগে, উনার ব্লগিং ইতিহাস দেখি: ১৪ বছরে ১৪৪টি পোষ্ট, মন্তব্য পেয়েছেন ১৩২ টি, মন্তব্য করেছে ৬৪টি, ১ম লেখা: "ইসরায়েলের আকাশে আবাবিল উড়বে একদিন।" তখন আমি নীরব হয়ে যাই।

ব্লগে ২/১ সপ্তাহ অবস্হান কালে, এঁরা কোনভাবে জেনে যান যে, সোনাগাজী/চাঁদগাজী চাপে আছে; তখন মরিচাপড়া ১টা তীর নিজের মাথা বরাবর আকাশের দিকে ছুঁড়ে মারেন , চাঁদে গিয়ে লাগুক!

মনে হয়, শেরজা, ভুয়ামফিজ, জিকোব্লগার, ঢাবিয়ান, সোনালী কাবিন, শায়মা, জটিলভাই, রেজাউল১-রেজাউল৯৬, প্রমুখও স্বীকার করবেন যে, ব্লগে লঘু কোন বাক্যের জন্য আমাকে গড়ে ৯০ দিন করে সেমিব্যানে রাখা হয়। এবার আমাকে সেমিব্যানে আনা হয়েছেছিলো ব্লগার করুণাধারার একটি পোষ্ট সঠিক কমেন্ট করার কারণে; আমার কমেন্টটা সুন্দর ছিলো না! কেন সুন্দর ছিলো না, তা' শতকরা ৯৫ভাগ ব্লগার মিস করেছেন: উনার মহাভারতের শেষ লাইনটি ছিলো আমাকে টিটকারী করে! আজকের দিনে, কুয়ার পানিভর্তি কলসীর শেষফোঁটা পানি নিয়ে কে মাথা ঘামায়? কিন্তু আমি খেয়াল করেছি, অসততা ঢেকে রাখা যায় না।


সেদিন ব্লগার গোফরাণ আমাকে নিয়ে, ১টি পোষ্ট দিয়েছিলেন; উনি চট্টগ্রামের মানুষ, লেখায় ইমোশান থাকে অনেক। উনার পোষ্টে ১ জন সোনালী দিনের ব্লগার অসুন্দর কমেন্ট করেছিলেন; গোফরাণ রেগে গিয়ে একই ভাষায় কথা বলে, "জেনারেল" হয়ে গেছেন; কিন্তু সোনালীদিনের ব্লগার চিকচিক করছেন।

আমি গোফরাণ'এর মতো এই ধরণের 'টিট ফর টেট'এ যেতাম না; কারণ, আমি কিছু কিছু সোনালী ব্লগারের ব্লগে আসার সময় ও কারণ বুঝি। উনাকে এগুলো বুঝতে হবে। যাক, তাম্রযুগে সবই যে সোনালী ব্লগার ছিলেন, সেটা একটি রূপকথা।


মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৩

কামাল১৮ বলেছেন: আমি আগের দিনের ব্লগারদের সম্পর্কে খুব একটা জানিনা।ব্লগে আমি বেশি দিনের না।মাঝে মাঝে পুরনো ব্লগার উকি দিলে সবাই আবেগ আপ্লুত হয়ে স্বাগত জানায়।এটাই স্বাভাবিক।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৫

সোনাগাজী বলেছেন:



যারা আসেন ও বড় বড় কথা বলেন, তাদের ব্লগিং ইতিহাস খুবই দরিদ্র।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২২

কামাল১৮ বলেছেন: তিন বছর ব্লগে আছি।এর মধ্যেই অনেককে হারিয়ে যেতে দেখলাম।আপনার কি মনে হয়?

১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬

সোনাগাজী বলেছেন:



সঠিকভাবে লেখা কষ্র কর ব্যাপার, বেশীর বাংগালী যা জানেন, যা বুঝেন, উহা ইন্টারেষ্টিং নয়; ফলে, লোকজন পাঠক পান না। গাড়ী, ভালো খবার, কোথায় ঘুরতে যাওয়া নিয়ে হাুউকাউ কত পড়া যায়!

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩

ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: নির্লজ্জ মানসিক রোগীর ডাক্তার খালেদার যোগ্য পরামর্শ বিষয়ক উপদেষ্টা হওয়ার একমাত্র হকদার শোষক মডারেটর বাহিনী র পা চাটা দালাল জিকোব্লগ জাদিদের পোষ্টের সাথে সহমত না জানানো ব্লগারবৃন্দকে আপনার শিষ্য উপাধিতে ভুষিত করছেন। এই কূখ্যাত মাল্টি বোধ হয় মডারেটের পোষ্য পা চাটা। তা নাহলে স্বয়ং মডারেটর আলাদা বিষয়বস্তু নিয়ে লেখা পোষ্টে অপ্রাসঙ্গিক ভাবে বারংবার আপনাকে টেনে আনছে কিন্ত তিনি নীরব। শুধু আপনাকে অসম্মান করার খুশীতে ব্লগটিম খ্যাত পাগলা গারদের অতন্দ্র প্রহরীরা মুখের ভিত্রে কিছু একটা নিয়ে বসে আছেন। উল্লেখ্য এই কুখ্যাত মাল্টি ফেবুর ইনবক্সে আপার ইশারায় ব্লগার পুতুলকে সোনালী যুগের ব্লগার স্বর্ণার মাল্টি ব্লগে আখ্যায়িত করেছিলেন। ব্লগার ডলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উনাকে এক্সপোস করার জন্য কদিন আগে লেলিয়ে দেয়া হয় নিনিকে। সব আপার কেরামতি।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯

সোনাগাজী বলেছেন:



নিনি নাকি নুনু ব্লগে একটু যৌন সুড়সুড়ি দিচ্ছিলো; ব্লগে উহার চাহিদাও ছিলো; কেন পালিয়ে গেলো?

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: কেউ কেউ ব্লগটাকে ধান্দাবাজির জন্য বেছে নেয়।
এদের মধ্যে তথাকথিত প্রকাশকরা এগিয়ে। ডিসেম্বর জানুয়ারী মাসে এদের আগমন হয়।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০০

সোনাগাজী বলেছেন:



কিছু অসৎ লোকজন ব্লকে বেশ পপুলার হয়ে গেছেন।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৬

প্রামানিক বলেছেন: ব্লগিং করা এক সময় নেশা ছিল

১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:



আমারো ভালো লাগতো; এখন অনেক ব্লগার ছাতামাথা নিয়ে হাউকাউ লিখে ভরায়ে ফেলেন; ভালো লাগছে না।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

ডার্ক ম্যান বলেছেন: আপনি আছেন সোনালী যুগের ব্লগার নিয়ে, অথচ আমি এখনো ব্লগার পরিচয় দিতে পারবো কিনা সেটা নিয়ে ভাবছি।
দু লাইন লিখে তো আর কেউ ব্লগার হতে পারে না।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



চট্টগ্রামের মানুষ নিয়ে লেখার অনেক কিছু ছিলো; আপনি তো পোষ্ট লিখেননি

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

ডার্ক ম্যান বলেছেন: আমার চেয়ে আপনার অভিজ্ঞতা বেশি। আপনি লিখে যান।
আমি তো লিখতে পারি না

১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



আমার অভিজ্ঞতা আছে, সেটা শেয়ার করছি; আপনারও অভিজ্ঞতা থাকার কথা, চাকরী জীবনের কথা লিখুন।

নাকি আপনি সরকারী চাকুরী করেন, নিজের আসল অভিজ্ঞার কথা বলেন না কেন?

৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

ডার্ক ম্যান বলেছেন: নাকি আপনি সরকারী চাকুরী করেন, নিজের আসল অভিজ্ঞার কথা বলেন না কেন?

আমি সরকারি কিংবা বেসরকারি কোন চাকরি করি না। এখন বেকার আছি।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০১

সোনাগাজী বলেছেন:



কোন বন্ধুর ব্যবসা থাকলে, তাকে ফ্রি সাহায্য করেন।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫১

কলাবাগান১ বলেছেন: এই ব্লগের একচোখা নীতিতে তে বিরুক্ত হয়েই ব্লগ বিরতি নিয়েছি।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:



আপনি নতুন নতুন সায়েন্টিফিক ( স্বাস্হ্য বিষয়ক ) ইনভেষ্টিগেশন নিয়ে লিখুন। ইলিশ মাছ ও পিঠা তৈরির শেষ হচ্ছে না ব্লগে।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০২

ডার্ক ম্যান বলেছেন: তেমন কোন বন্ধু নেই। যে ১/৩ জন তারাও চাকরি করে

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২০

সোনাগাজী বলেছেন:


আপনি ড্রাইভিং জানেন?

১১| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৬

ডার্ক ম্যান বলেছেন: না। বস।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩৭

সোনাগাজী বলেছেন:




সেটা শিখেন জরুরী ভিত্তিতে।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪০

কলাবাগান১ বলেছেন: আপনাকে সেইফ না করা পর্যন্ত্য ব্লগ 'ধর্মঘট' চলবে

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪২

সোনাগাজী বলেছেন:




আপনাকে ধন্যবাদ; আমাকে বেশ আগেই ফ্রন্টপেইজ-ব্যানমুক্ত করা হয়েছে;আমি উহা ব্যবহার করছি না। ব্লগে সায়েন্টিফিক পোষ্টের যায়গায় হাঁড়িপাতি, ইলিশের গল্প চলছে।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৭

নূর আলম হিরণ বলেছেন: সোনালী যুগের ব্লগার বলতে আসলে কিছু নেই। যাদেরকে সোনালী যুগের ব্লগার বলা হয় তারা ব্যক্তি জীবনে কিংবা তাদের কর্মজীবনে সফল মানুষ হয়তো।
কোনো এক সময় তারা ব্লগে সময় দিতেন এখন দিচ্ছেন না। ব্লগীয় ইন্টারেকশন এর কারণে তাদেরকে সোনালী, বর্ণালী এসব বলা হয়না। তাদের ব্যক্তিগত ইমেজ, কর্মক্ষেত্রের সফলতার কারণে হয়তো তাদেরকে সমীহ করে সোনালী যুগের ব্লগার বলা হয়।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৩

সোনাগাজী বলেছেন:



টেকনোলোজীর এই সুযোগ পেয়ে বাংগালীরা কা কা করার সুযোগ পেয়েছিলো; এখন গলা বসে গেছে।

১৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগ সবার জন্য উন্মুক্ত,
তাই সবারই প্রয়োজন আছে,কাউকে খাটো করে নয় ।

..........................................................................
সহ-ব্লগারদের প্রতি এই সহর্মমিতা থাকা উচিৎ ।
নূতন বা পুরাতন এই বিভাযন টানা উচিৎ নয় ।
তাহলে আবারও সামু পক্ষপাতদুষ্ট হবে ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৪

সোনাগাজী বলেছেন:



বয=লগে ব্লগারেরা টিকে থাকবে, অসতদের কাহিনী একদিন ফুরায়ে যায়।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫৩

কাছের-মানুষ বলেছেন: আসলে তাম্র-যুগ বা নহু নবীর আমলের বা সোনালি যুগের ব্লগার বলে কোন কথা নেই! ব্লগার ব্লগারই! তবে অনেককে দেখেছি পুরাণ ব্লগার এলে উহ-আহ করেন, এর একটি কারণ হতে পারে মানুষ নস্টালজিক প্রাণী, পুরনো ঘড়ি, ছোট বেলায় যে বাসায় থেকেছে বা যাদের বন্ধু হিসেবে পেয়েছে প্রথম তাদের ভুলতে পারে না। ব্লগিং এর ক্ষেত্রেও তেমন, কেউ ব্লগীং শুরুতে যাদের পায় সহ-ব্লগার হিসেবে, তারা এক সময় হারিয়ে গেলে মিস করে। অনেক বছর পর ফিরে এলে উহ আহ করে! এতে মানুষকে দোষ দেয়া যায় না! আমাদের মনে রাখতে হবে প্রতিটি মানুষের জীবনেই প্রাইম টাইম থাকে, জীবনের প্রয়োজনেই হয়ত তারা ঝড়ে গেছে। তাদের কান্নাকাটি করেও আর আটকে রাখা যাবে না। কান্নাকাটি যদি করতেই হয় নতুনদের বা বর্তমান ব্লগারদের জন্য কাঁদুন, এরা থাকবে অনেকদিন!

তবে অনেক পূরনোরা সমীহ আশা করেন! আসলে তারা ভুলে যায় জীবনে যেমন প্রতিনিয়ত নিজেকে পরীক্ষা দিতে হয়, না হলেই পিছিয়ে পরতে হয় তেমনি ব্লগের লেখালেখির ক্ষেত্রেও। এখানে বর্তমান লেখার উপরই ভিত্তি করে সহ-ব্লগাররা তাদের মন্তব্য করবে এটাই স্বাভাবিক, আগে কে কত বাঘ মারছে এই ধরনের আওয়াজ বকওয়াস! কারণ তাদের আগের লেখা সব সামুর হার্ড-ডিস্কে অলস পরে আছে, নতুনদের সময় নেই সেগুলো পরে পুরনোদের জানার!

আমি ২০১০ সাল থেকে ব্লগিং এ আছি, সেই হিসেবে তখন বাংলা ব্লগের প্রথম দিকের ব্লগারও ব্লগিং করত! তাই সব সময়ের ব্লগারদের সাথে ব্লগিং করা বা দেখা বা জানা হয়েছে! সব সময়েই সব ধরনের ব্লগার ছিল! এখনো ভাল ব্লগার আছে, তখনো ছিল! আগে সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যম যেমন ইউটিউব/টিকটক ইত্যাদি তেমন ছিল না, তাই অনেক ব্লগার ছিল। এখন ভিডিও মাধম্যগুলো জনপ্রিয় কারণ হাজার হাজার তরুণ ইউটিউবং/টিকটক/ফেইসবুকিং করেও আয় করছে, জনগন ভাগ হয়ে গেছে বিভিন্ন মাধম্যে। প্রতিটি মাধ্যম যার যার মত করে টিকে আছে!

আমি চাই নতুন পুরাতন সবাই একসাথে ব্লগিং করুক। আজকের নতুন ব্লগার, আগামি দিনের পুরোন ব্লগার!

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৭

সোনাগাজী বলেছেন:



ফেইসবুক, ইউটিউব, ইত্যাদিও সোস্যাল মিডিয়া; ব্লগে লিখতে হয়, সঠিক উত্তর দিতে হয়; এখানে সবাই টিকবে না।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:১১

বিষন্ন পথিক বলেছেন: অতীতে এই ব্লগ প্রতিভাবানদের ভিড়ে ওভারফ্লো হয়ে গিয়েছিলো, লগইন বিহীন পাঠক হিসাবে সেই সময় আর এই সময় অনেক কিছুই নেই. সেই সময়ের ব্লগার হাসান মাহবুব, তপন সাহেব ওনারা এখনো আছেন। আর আপনার সুযোগ্য সমব্যাথী শিষ্য গোফরান সাহেবের মিডিয়া পাড়ার 'দেশ মাতানো' মডেলদের জীবনী আপনার কাছে 'আবেগপ্রবণ' লাগলেও অন্য কেউ লিখলে আপনি তাকে প্রশ্নফাঁস জেনারেশনও পাশ করতে দিতেন না.

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:০৯

সোনাগাজী বলেছেন:


ব্লগার গোপরাণকে নিয়ে আপনার বক্তব্য ঠিক আছে।

উনি ব্লগে এমন একটি বিষয় ( মডেলদের জীবন ও সংগ্রাম ) নিয়ে লিখেন, যা অন্য কেহ লিখলে ব্লগমোল্লাদের চাপে এতদিনে ব্লগ ত্যাগ করতেন; বাংলাদেশের মডেলদের অপবাদ ও দুর্নাম নিয়ে টিকে থাকতে, তিনি ইমোশান দিয়ে লিখে, এদের রিপ্রেজেন্ট করছেন।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: এই দেশ শেখ মুজিবের।
শেখ মুজিব এই দেশ স্বাধীন করেছেন। এখন শেখ মুজিব নেই। তাই এই দেশের দায়িত্ব শেখ হাসিনার হাতে। তাই টাকার গায়ে শেখ মুজিবের ছবি থাকবে। সেতু, ব্রীজ ইত্যাদির নাম রাখা হবে শেখ মুজিবের নামে। তার ১৪ গোষ্ঠির নামে।

ঠিক তেমনি সামুতে শুধু লিখলেই হবে না।
আপনাকে ব্লগ ডে'তে আসতে হবে। মিটিং মিছিল করতে হবে। খাটতে হবে। ত্রান দেওয়া হলে স্বেচ্ছা সেবক হিসেবে কাজ করতে হবে। আরও অনেক কিছু। তাহলেই আপনাকে সোনালী দিনের ব্লগার বলা হবে। আর হ্যা ছবি থাকতে হবে। নইলে প্রমান নেই বলে আপনার কথা গুলো মিথ্যা বলে ধরে নেওয়া হবে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো জ্ঞানী নন।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশের মানুষ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো জ্ঞানী নন।

মন্তব্য ভালো লেগেছে, ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৮

সোনাগাজী বলেছেন:



দেশের মানুষ ( বিশেষ করে ঢাকার দুষ্টগুলো ) ভীষণভাবে পেছনে পড়ে যাচ্ছে: জ্ঞান, সততা ও ব্যক্তিত্বের ভয়ংকর অভাব।

১৯| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: কাছের-মানুষ বলেছেন: তবে অনেক পূরনোরা সমীহ আশা করেন! আসলে তারা ভুলে যায় জীবনে যেমন প্রতিনিয়ত নিজেকে পরীক্ষা দিতে হয়, না হলেই পিছিয়ে পরতে হয় তেমনি ব্লগের লেখালেখির ক্ষেত্রেও। এখানে বর্তমান লেখার উপরই ভিত্তি করে সহ-ব্লগাররা তাদের মন্তব্য করবে এটাই স্বাভাবিক..... - একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.