নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সিরিয়া, জর্ডান ও মিশর গাজার আহতদের জন্য \'সেইফ করিডোর\' গঠনের ঘোষণা দিলে কেমন হতো?

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:২৭



নেতানিয়াহুর জল্লাদ বাহিনী গাজার মানুষকে প্রথমে উত্তর গাজা থেকে মধ্য ও দক্ষিণ গাজায় সরতে বাধ্য করেছে; এরপর, মধ্য গাজা থেকে থেকে মিশর সীমান্ত; এরপর, আবার উত্তর দিকে! এখন প্রায়দিন ১ কিলোমিটার হলেও সরতে বাধ্য করছে; স্হানচ্যুতরা বেশী প্রাণ হারাচ্ছে। এখন প্রায় সব পরিবারেই ২/১ জন করে গুরুতর আহত লোকজন আছে, যাদেরকে নিয়ে সরা সম্ভব নয়, তারাই বেশী মারা যাচ্ছে।

১২ বছরের ফিলিস্তিনী মেয়ে, দুনিয়া আবু মোহসেন (পোষ্টের ছবির মেয়েটি ) যুদ্ধের শুরুতে পুরো পরিবারকে হারায় ও সাথে নিজের পা হারায়। গত যুদ্ধ বিরতির সাময় বিশ্ব তাকে দেখে; সে ছিলো খান ইউনিসে। গত রবিবার, খান ইউনিসে ইসরায়েলী ট্যাংকের গোলাতে তার মৃত্যু হয়; কারণ, আক্রমণের সময় তাকে সরানো সম্ভব হয়নি।

আমার মনে হয়, যদি সুযোগ দেয়া হতো, এই মেয়েকে গাজা থেকে উদ্ধারের জন্য বিশ্বের কমপক্ষে ২/৩ বিলিয়ন মানুষ গাজায় যুদ্ধ করতে যেতো! আমিও যেতাম! কিন্তু বিশ্বের সরকারগুলো সেই সুযোগ দিচ্ছে না।

যদি আজকে জর্ডান, সিরিয়া ও মিশর ঘোষণা দেয় যে, গাজার গুরুতর আহত ৫০/৬০ হাজার মানুষকে পশ্চিম তীরে নেয়ার জন্য, গাজা ও পশ্চিম তীরের মাঝে ১টি সেইফ করিডোর করার জন্য এই ৩ দেশ থেকে সৈন্য পাঠানো হবে; ৩ দেশের মিলিটারী ইহা শান্তিপুর্ণভাবে করবে; যদি ইসরায়েল বাধা দেয়, তখন এরা যুদ্ধ করে করিডোর তৈরি করবে। এই করিডোর স্হায়ীভাবে রক্ষা করবে ৩ দেশ! তখন কি কি ঘটতে পারে?

https://www.commondreams.org/news/israel-killing-children-in-gaza


মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


মুসলিম ভ্রাতৃত্ববোধ তেমন কাজ করে না,বিশেষ করে আরবদের মাঝে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৯

সোনাগাজী বলেছেন:


গাজার আহতরা বেঘোরে প্রাণ হারাচ্ছে, ইসরায়েল সব হাসপাতাল ধ্বংস করে দিয়েছে; গাজার আহতদের প্রতিদিন ১ স্হান থেকে অন্য স্হান থেকে অন্য স্হানে নেয়া সম্ভব হচ্ছে না; তাদেরকে পশ্চিম তইরে নেয়া হলো একমাত্র সঠিক কাজ।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


ইহুদীরা নিজের ধর্মে অন্যজনকে না ভিড়িয়ে সমস্যা হয়ে গেছে,জনসংখ্যা কম,সাপোর্টার কম।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

সোনাগাজী বলেছেন:



১ম বিশ্বযুদ্ধে পর থেকে শুরু করে, এই বছরের অক্টোবর অবধি ইহুদীরা বিশ্বের সহানুভুতি পেয়ে আসছিলো; এখন উহা

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: আপনি কি জানেন ফিলিস্তিনে কত জন নবী রাসূল এসেছিলেন?

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

সোনাগাজী বলেছেন:



দেখেছেন, ওখানে কি ধরণের মানুষ বাস করে? আরো ১০০ টা নবী আসার দরকার আছে।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৮

শ্রাবণধারা বলেছেন: আরবদেরকে ৫-৬ বছর কিছুটা কাছে থেকে দেখে মনে হয়েছে এদের যুক্তিবোধ, বিশ্ব সম্পর্কে ধারনা খুবই আলাদা ধরনের। মোটের উপর এদের মনস্তত্ত্বের ভিত্তিমূলে আছে অন্ধ কুসংস্কার, অন্যের প্রতি অবিশ্বাস ও ঘৃণা এবং প্রবল ভোগ ও উগ্রতা। সে হিসেবে ফিলিস্তিনিদের আমার মনে হয়েছে কিছু আলাদা - হয়ত জীবনের শুরু থেকেই বলপূর্বক বাস্তুচ্যুত হওয়ার বেদনার জন্যই।

আপনার ছবির মেয়েটিকে দেখলে অন্তরাত্মা কেপে ওঠে। মনে হয় আমরা একবিংশ শতকে নয় পনেরশ শতকে বাস করছি যখন Francisco Pizarro এর মত বড় বড় জল্লাদ-ডাকাতেরা ইনকা সামাজ্য দখল করছে, গনহারে মানুষ হত্যা করছে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮

সোনাগাজী বলেছেন:



ইতিহাসে ইহুদীরা বড় ধরণের খুনী ছিলো না; এখন থেকে উহা আর দাবী করতে পারবে না; ওরা খোলা যায়গায় নিজকে ইহুদী বলে আর পরিচয় দিতে পারবে না।
এই মেয়ের কাহিনী প্রকাশ হওয়ার পর, জর্ডান, সৌদী বা মিশরের সরকার মেয়েটিকে খান ইউনুস থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারতো; ঐসব বানরদের মাথায় তা আসেনি।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



উত্তম প্রস্তাব।
এটা হওয়া উচিত।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৫

সোনাগাজী বলেছেন:




এরা ইহার জন্য চাপ দিলে ইসরায়েলের জন্য ইহা সমস্যা ও চাপে পরিণ্ত হতো।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫

মোগল সম্রাট বলেছেন:


ইজরায়েলের রিয়েল এস্টেট কোম্পানী ইতোমধ্যে গাজায় বিলাসবহুল ভিলা বানানোর পরিকল্পনা করে ফেলেছে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭

সোনাগাজী বলেছেন:



যুদ্ধ শেষ হোক, হামাসের সংখ্যা এত বাড়বে যে, তেল আবিবে রাতে ঘুমাতে পারবে না।

৭| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৬

শাহ আজিজ বলেছেন: ফিলিস্তিনিরা একটি দল হয়ে থাকুক ।



২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৯

সোনাগাজী বলেছেন:



শক্তিশালী দল হওয়ার জন্য জ্ঞানের দরকার!

৮| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

কামাল১৮ বলেছেন: আপনাকে যেতে দিলে আপনি কোন পক্ষের হয়ে যুদ্ধ করতেন।

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

সোনাগাজী বলেছেন:



আমি ফিলিস্তিনের মানুষের স্বাধীনতার জন্য যুদ্ধ করতাম, উহা ইসরায়েল ও হামাসের বিপক্ষে।

৯| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭

কামাল১৮ বলেছেন: আপনি কি কমেন্ট করতে পারছেন না?

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২০

সোনাগাজী বলেছেন:




না, আমার কমেন্ট ক্ষমতা নেই!

১০| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৮

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন:

আমি ফিলিস্তিনের মানুষের স্বাধীনতার জন্য যুদ্ধ করতাম, উহা ইসরায়েল ও হামাসের বিপক্ষে।



very well said.
নো ইসরায়েল অথবা হামাস।
সাধারণ মানুষের জন্য এদের কোন অনুভূতি নেই!


২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১০

সোনাগাজী বলেছেন:



ইসরায়েলের সরকার ও হামাস হচ্ছে ভয়ংকর ক্রিমিনাল।

১১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৯

আঁধারের যুবরাজ বলেছেন: জর্ডান, সিরিয়া ও মিশর এই তিন দেশই নানা সমস্যায় জর্জিত। সিরিয়া বাস্তবে টুকরো টুকরো হয়ে রয়েছে। এই তিন দেশেরই জনগণের নির্বাচিত সরকার নেই ,উপরোন্ত পূর্বে এই দেশগুলি ভূমি হারিয়েছে যুদ্ধ করে ইসরাইলের কাছে। খোদ জাতিসংঘ কিছু পারছে না। নেতানিয়াহু তো সেটাই চায় যে আরবরা সৈন্য পাঠাক ! তার কাজ আরো সহজ হয়ে যাবে,বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করবে। আরবদের মাঝে মিল নেই ,এইতো কয়েকদিন পূর্বেই আরব দেশ গুলি সবাই বসেছিল ,৩ দেশর বিরোধিতার কারণে কিছু করতে পারলো না ! সবাই চেয়েছিলো অর্থনৈতিক কোনো পদ্দক্ষেপ নিতে ,কূটনৈতিক ভাবে চাপ দিতে। কিছুই সম্ভব হয়নি।

কোনো বিবেকবান মানুষই ইসরায়েল সরকারের এই আগ্রাসনকে ,অমানবিকতাকে সমর্থন করতে পারে না। অথচ প্রতিবেশী দেশটির বিপুল পরিমান মানুষ ইসরাইলের হয়ে যুদ্ধে যেতে প্রস্তুত !

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

সোনাগাজী বলেছেন:



কোনদিন ফিলিস্তিন হলে, গাজা ও পশ্চিম তীরের মাঝে সংযোগ করতে হলে, ১টি করিডোর দরকার হবে; এখন মানবিক কারণে, ইহা নিয়ে চাপ দিলে, ইহা মানু ষপছন্দ করতো। গাজার ভেতরে আহতদের সরানো সম্ভব হচ্ছে না; দুনিয়াকে ( ছবির মেয়েটি ) পশ্চিম তীরে সরালে, সে বেঁচে থাকতো।

১২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০০

কথামৃত বলেছেন: ঈশ্বর শক্তিশালীদের পক্ষে থাকে আপনি কিছু করতে পারবেন না

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

সোনাগাজী বলেছেন:



আরবেরা চাপ সৃষ্টি করতে পারছে না।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন:কোনদিন ফিলিস্তিন হলে, গাজা ও পশ্চিম তীরের মাঝে সংযোগ করতে হলে, ১টি করিডোর দরকার হবে; এখন মানবিক কারণে, ইহা নিয়ে চাপ দিলে, ইহা মানু ষপছন্দ করতো। গাজার ভেতরে আহতদের সরানো সম্ভব হচ্ছে না; দুনিয়াকে ( ছবির মেয়েটি ) পশ্চিম তীরে সরালে, সে বেঁচে থাকতো।
- সহমত।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪০

সোনাগাজী বলেছেন:




এই ধরণের প্রয়োজনীয় কাজের চেষ্টা করলে, বিশ্বের সাপোর্ট পেতো আরবেরা

১৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



ইসরায়েলের পতন হবে ভয়ংকর ভাবে। আপনি নিরামিষভোজী হয়ে যান - এতে করে আশা করা যায় আপনি ইসরায়েরের পতন দেখে যেতে পারবেন।

মুসলিম দেশগুলোতে বেকুব সরকারে ভরপুর হয়ে গিয়েছে তাই ফিলিস্তিনের এই দশা। মুসলিম দেশগুলো বিচিত্র কারণে খুবই স্বার্থপর হয়ে গিয়েছে। আমাদের নিজেদের দেশ বেকুবীতে নাম্বার দিলে ১০০তে ১০০ পাবে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৬

সোনাগাজী বলেছেন:


মুসলিম দেশের কিছু মানুষ চেষ্টা করছে, যাতে বাকীরা জ্ঞান অর্জন করতে না'পারে; দীপুমনির বাচ্ছারা বিদেশে পড়ছে; দীপুমনি বাকীদের বাচ্ছার পড়ালেখার খবর রাখে না।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩

আঁধারের যুবরাজ বলেছেন: @ঠাকুরমাহমুদ বলেছেন:আমাদের নিজেদের দেশ বেকুবীতে নাম্বার দিলে ১০০তে ১০০ পাবে।

- আমরা পরে আছি "জনক এবং ঘোষক নিয়ে " , ভিন্ন জাতির মানুষ নিজেদেরকে কত এগিয়ে নিয়ে যাচ্ছে সে খবরও রাখি না।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯

সোনাগাজী বলেছেন:



অন্য দেশগুলোর মিডিয়া এখন বাংলাদেশে কাজ করছে; কিন্তু ৯০ ভাগ লোকজন সেগুলো বুঝতে পারে না।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



সংসদের কতো অধঃপতন হয়েছে তা জানার জন্য আপনাকে জানতে হবে এইবার কে বা কারা কারা স্বতন্ত্র ও লীগ থেকে নমিনেশন নিয়েছে। খুবই লজ্জাজনক অবস্থা।

মুসলিম ও অমুসলিম যুদ্ধ হচ্ছে হাজার বছর ধরে। এটি যারা বুঝতে পারছে না। তারা এখনও বেকুবীতে আছে। এই যুদ্ধ চলতেই থাকবে চলতেই থাকবে। ইসরায়েলের এই আগ্রাসন সমগ্র বিশ্বের জন্য হুমকি। বিশ্ব একদিন ইসরায়েলকে মেরে আবার ড্রেনে ফেলে দিবে।

আঁধারের যুবরাজ সাহেব - আমাদের দেশের প্রতিটি ইতিহাস কলংকিত। এই হচ্ছে আমাদের ইতিহাস সমগ্র। ন্যক্কারজনক ও লজ্জাজনক।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল এবার বিশ্বের সামনে গণহত্যা চালিয়ে ভয়ংকর পজিশনে চলে গেছে।

১৭| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৭

খায়রুল আহসান বলেছেন: আপনি ফিলিস্তিনের মানুষের স্বাধীনতার জন্য যুদ্ধে যেতে চেয়েছেন; আপনাকে ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:



পিএলও'র হয়ে যুদ্ধ করার সময় হয়েছে।
কিন্তু ফিলিস্তিনীদের এই রেনডমলি পরিবর্তিত পরিস্হিতির কারণে পিএলও হারিয়ে যাবে, মনে হয়।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫২

বিজন রয় বলেছেন: খুব করুন অবস্থা। কিভাবে তারা উদ্ধার পারে জানিনা।

সবাই ইরানের দিকে চেয়ে আছে।
ইরান কিছু করছে না কেন?

তুরস্ক?

২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



ইরান, তুরস্ককে বিশ্ব নীচু চোখে দেখে।

ফিলিস্তিনের ভরসা হলো ইউরোপ।

১৯| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি ব্লগে লিখি আপনা জন্য। প্রতিবার যখন আপনাকে ব্যান করা হয় আমি নিয়মিত হই ব্লগে আপনাকে কোম্পানি দেয়ার জন্য। নীল সাধুকে খুশি করতে আমাকে অন্যায় ভাবে জেনারেল করছেন। আগে নীল বেয়াদবি করছে। ওকে কিছু করেনি। ব্লগে কিছু দুষ্ট লোক মিথ্যা প্রচার করছে আমি নাকি কাউকে ছাগু কাঠমোল্লা বলছি। অথচ সত্য হলো আমি ছাগু কাঠমোল্লাদের বিরুদ্ধে লিখি। মতের অমিল হলে কখনোই কাউকে ছাগু ট্যাগ দেইনি। ওরা মিথ্যাবাদী। একটা স্কিনশট ও দিতে পারবেনা আমি কাউকে টাগিং করছি। মিথ্যাবাদীরা কোনদিনও শান্তিতে থাকেনা।

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৭

সোনাগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ, আপনি আমার সেমিব্যান কখনো মেনে নেননি।

নীলসাধুর শুরুটা অসুন্দর ছিলো; তবে, উনি সব সময় এই রকমই ছিলেন। আশাকরি, এডমিন সাহেব আপনাকে ছেড়ে দেবেন।

২০| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: উপরের মন্তব্যে একটু টাইপো আছে +

একটা স্ক্রিনশটও দিতে পারবেনা যারা ছাগু ও কাঠমোল্লাদের পক্ষে কথা বলছে তাদের নোংরামিকে জায়েজ করতে চাইছে তাদের হয়তো রেগে গিয়ে কখনো কখনো ছাগু ও কাঠমোল্লাদের মত আচরণ করেন কেন বলছি? আর আমি কখনই গায়ে পড়ে কারও সাথে খারাপ ব্যবহার করিনি। শুধু কপি-পেস্ট ইস্যুতে আমি কপি পেস্ট কারীদের পক্ষে কথা বলেছি। এটার জন্য আমি অপু আর আর ইউ ভাইকে ও জাদিদ ভাইকে স্যরি বলেছি। ব্লগে আমি কখনোই আগে নিজ থেকে খারাপ ব্যবহার করিনি। যে যেভাবে আমার সাথে বিহেভ করেছেন আমি তাদেরকে তাদের ভাষায় জবাব দিয়েছি।

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

সোনাগাজী বলেছেন:



চট্টগ্রামের মানুষ মিলেমিশেই চলেন; ঢাকা এখন কঠিন যায়গা। কিছু লোকজন ব্লগটাকে কন্ট্রোল করতে চান; কিন্তু উনারা ধারণা ও সততার দিক থেকে পেছনে আছেন; আমি আপনাকে অনুসরণ করি।

২১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৯

কামাল১৮ বলেছেন: ফিলিস্তিনিরা নিজের দেশের স্বাধীনতার চেয়ে ইসরায়েলের পতনকে অগ্রাধিকার দেয়।এই বক্তব্যটিকে তারা আল্লাহর বাণী বলে প্রচার করে এবং জিহাদ করে।এই জাতিকে কে ঠিক করবে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



প্রথমে সব ফিলিস্তিনী তাই চেয়েছিলো; পিএলও ইহার থেকে বের হওয়ার পর, স্বাধীনতা পাবার পথে ছিলো; এরপর হামাস এসে আগের অবস্হানে নিয়ে গেছে।

২২| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪২

জুন বলেছেন: আমার শুধু এটাই কষ্ট লাগে যে এত নিরীহ মানুষ মারা যাচ্ছে তাতে বিশ্বের বর বড় কোন নেতাদের কারো কোন বিকার নেই। আমরা সাধারণ মানুষ শুধু তড়পে মরি বাচ্চাগুলোর মুখ দেখে, শবদেহ দেখে।

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:




কারণ, বিশ্ব চালায় রাজনীতিবিদরা। সাধারণ আমেরিকানরা ইহার প্রতিকার চায়, কিন্তু তারা স হজে রাস্তায় নামে না, ভোটের সময় মতামত জানায়।

২৩| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: প্রতিদিন আপনার কমপক্ষে একটা লেখা না পেলে আমার ভীষন মন খারাপ হয়।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৫

সোনাগাজী বলেছেন:



সামুর গার্বেজ পড়ে পড়ে আমি বিরক্ত হয়ে যাচ্ছি ক্রমেই।

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যদি আজকে জর্ডান, সিরিয়া ও মিশর ঘোষণা দেয় যে, গাজার গুরুতর আহত ৫০/৬০ হাজার মানুষকে পশ্চিম তীরে
নেয়ার জন্য, গাজা ও পশ্চিম তীরের মাঝে ১টি সেইফ করিডোর করার জন্য এই ৩ দেশ থেকে সৈন্য পাঠানো হবে;

.......................................................................................................................................................
আমার মনে হয় ইসরায়েল এই সুযোগ খুজঁছে ।
তারা গাজায় বাফার জোন বানাবে ।
তাদের নিরাপত্তার জন্য ।
প্রতিদিনই প্ল্যান বানায় কিভাবে আরও স্হান দখল করা যায় ।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৪

সোনাগাজী বলেছেন:


হামাস সেই সুযোগ করে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.