নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ধর্ম যখন শিক্ষিতদের হাতে

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪



পোষ্টের ছবিটি হচ্ছে, আজকে বেথেলহেমের ১টি চার্চে যীশুর জন্মের স্মৃতি স্মরণের ব্যবস্হাপনার: ছবিতে খৃষ্টানদের ট্রেডিশানেল আস্তাবলে যীশুর জন্মের গল্পকে সমসাময়িক করা হয়েছে গাজা গণহত্যার সাথে মিল রাখার জন্য। এখানে চার্চের সামনে একটি ভাংগা বাড়ির ধ্বংসাবশেষের ইটপাথরের মাঝে নবজাত যীশুকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। শিক্ষি্তদের ধর্ম আজকের বিশ্বকে চিত্রায়িত করতে পারে: ইহাতে রাজনীতি, সমাজনীতি, ন্যায়, অন্যায়কে প্রকাশের সুযোগ আছে, দরকার মগজের।

আজকে গাজায় নতুন ক্রুসেড (১৯৪৮-১৯২৩) চলছে, ইহা মুসলমান ও ইহুদীদের মাঝে; মধ্যযুগের ক্রসেড (১০৯৫- ১২৯১ ) ছিলো মুসলমান ও খৃষ্টানদের মাঝে। উভয় যায়গায় মুসলমানেরা আছে। গত ক্রসেড ঘটেছিলো যেরুসালমে ও উহার আশপাশের যায়গা নিয়ে, এবারও সেখানে। আগেরবার ছিলো: ঢাল, তলোয়ার, বর্শা, ঘোড়া, তাঁবু; এবার থাকছে M-16, F-29, রকেট, মিসাইল, যুদ্ধজাহাজ, স্নাইপার, ড্রোন, টানেল।

উপরের ছবিতে, গত ক্রুসেডের লোকজন মুসলমানদের কষ্টের সময় পাশ দাঁড়াচ্ছে; ইহা হলো শিক্ষার সুফল; একমাত্র সুশিক্ষাই মানব জাতিকে এ্তটুকু এনেছে; যারা শিক্ষিত তারাই ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পাবে; বাকীরাও বাঁচবে; তবে, তাদের জীবন অনেক কষ্টকর হতে পারে।




মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১১

প্রামানিক বলেছেন: ধর্ম নিয়ে মানুষ বিপদেই আছে

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৪

সোনাগাজী বলেছেন:



মুসলমানেরা ধর্মকে বিপদজনক করে তুলেছে।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৪

আঁধারের যুবরাজ বলেছেন: @গত ক্রুসেডের লোকজন মুসলমানদের কষ্টের সময় পাশ দাঁড়াচ্ছে; ইহা হলো শিক্ষার সুফসল; একমাত্র সুশিক্ষাই মানব জাতিকে এ্তটুকু এনেছে; যারা শিক্ষিত তারাই ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পাবে; বাকীরাও বাঁচবে; তবে, তাদের জীবন অনেক কষ্টকর হতে পারে।

- সঠিক পর্যবেক্ষণ।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৬

সোনাগাজী বলেছেন:


সবাই এগিয়ে গেছে, অবশেষে মুসলমানেরা এগিয়ে যাবার যন্ত্র আবিস্কার করেছে, মাদ্রাসা।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১০

মোগল সম্রাট বলেছেন:


বাংলাদেশের সুশিক্ষিত কারা? বুরোক্রেটরা?

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৪

সোনাগাজী বলেছেন:

বুরোক্রেটরা ডাকাত।

ব্লগার ও শিক্ষকদের মাঝে কিছু শিক্সিত মানুষ আছেন।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৭

কামাল১৮ বলেছেন: ক্রসেড়ে ইহুদীদের কি ভূমিকা ছিলো।তারা কি কোন পক্ষ নিয়ে ছিলো।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:




তারা যেরুসালেম ও আশপাশের হওয়ায়, উভয়ন পক্ষের মার খেয়েছিলো।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভারতীয় উপমহাদেশে শিক্ষিত আর অশিক্ষিতদের ধর্মাচার একই টাইপ।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



মোটামুটি; তারপরও, একজন শিক্ষিত মানুষ চরম মনোভাব দেখাবে না।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



Excellent observation.

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



শিক্ষিত মানুষ যে কোন পরস্হিতিকে সঠিকভাবে এনালইইসিস করতে পারেন।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৯

Rahat islam juwel বলেছেন: মাথায় যখন গোবর থাকে তখন অযাচিত কথা লেখা হয়।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৫৮

সোনাগাজী বলেছেন:


প্রশ্নফাঁবুক ও ফেইসবুক জেনারেশনের সবার নিবাস হবে টেকনাফ ও প্রফেশান হবে ইয়াবা বিক্রয়।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৭

বিজন রয় বলেছেন: যারা শিক্ষিত তারাই ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পাবে; বাকীরাও বাঁচবে; তবে, তাদের জীবন অনেক কষ্টকর হতে পারে।

তাহলে ধর্মের কি হবে? ধর্ম পালনকারীদের কি হবে?

২৫ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:০০

সোনাগাজী বলেছেন:




ধর্ম ছিলো সারে ৩ হাজার বছর আগের বেদুইনদের জন্য; তারাই এখনো লেবানন, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিনে উন্নত জীবন যাপন করছে।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বলা হয়ে থাকে,
ধর্ম যার যার - উৎসব সবার ।

...................................................................
সরকারী ভাবে এমন কথা দিয়ে সান্তনা দেয়া হয় ।
ধর্ম মানুষকে অনুপ্রানিত করে একটি বিশেষ মতামতের দিকে ,
ফলে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদের উৎপত্তি হয় এবং বিভিন্ন
জনগোষ্ঠির সীমা পরিসীমা গড়ে উঠে ।
এ পর্যন্ত হয়ত ঠিক ছিল ।
এরপর যোগ হলো রাজনীতি ,
ফলে দেশে দেশে বেড়ে গেল সংঘাত । অতএব এই সংঘাত বা ক্রসেড
চলতেই থাকবে , সমমনা ধর্মর দেশ গুলি একজোট হয়ে অন্য দেশের উপর
জুলুম করবেই,
ক্ষমতা,অর্থনীতি ও ধর্মনীতি র প্রচার , প্রয়োগের জন্য ।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:০৪

সোনাগাজী বলেছেন:



মানুষ পরিবারিক ও সামাজিক প্রয়োজনে মানুষ নীতির প্রবর্তন করেছিলো, জাতীয় প্রয়োজনে রাজনীতির জন্ম হয়েছিলো। বুদ্ধিমান জাতীরা সেটার সাথে সায়েন্স ও টেকনোলোজী যোগ করেছে; যেসব জাতি সায়েন্স ও টেকনোলোজীতে যেতে পারেনি, তারা ধর্ম আবিস্কার করেছে।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৪৭

শ্রাবণধারা বলেছেন: ভাবতে অবাক লাগে যে ওয়েস্ট ব্যাংক শহরে যীশু খ্রিষ্টের জন্ম যে শহরটাকে ইসরাইলীরা দখল করে অবরুদ্ধ করে রেখেছে!

ওয়েস্ট ব্যাংক এর চার্চে এভাবে ক্রিসমাস পালন হবে এটা আর তেমন আশ্চর্য কী? তারপরও এই খবরগুলো দেখলে ভালো লাগে। মনে হয় গাজার গনহত্যার স্বীকার হওয়া সব হারানো হতভাগ্য মুসলিমদের অন্তত অন্য ধর্মের কিছু মানুষতো সমর্থক করে।

আর হ্যা, ধর্মান্ধ, জঙ্গি মাত্রই কিন্তু প্রশ্নফাস, ফেসবুক জেনারেশন নয়। ধর্মান্ধ, জঙ্গির মধ্যে অনেক শিক্ষিত, বোর্ড স্টান্ড করা লোকও কিন্তু আছে (এমন একজনের কথা কিছুদিন আগে পত্রিকায় এসেছিল)!

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:১২

সোনাগাজী বলেছেন:


বেগম জিয়ার আমলে, বাংলাদেশে ১ন ইন্টারনেট ক্যাবল নেয়ার সময় যারা কাজ করেছিলেন, তাদের ১ জন ছিলো ড: আউয়াল, বেল-ল্যাব'এর বড় ধরণের দক্ষ লোক ছিলেন; বাচ্চাদের বাংলাদেশের ১টি মাদ্রাসায় পড়াতেন; এরা অরিজিন্যালী ইডিয়ট, কিন্তু পড়ালেখায় ভালো ছিলো।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

কাছের-মানুষ বলেছেন: আপনার পর্যবেক্ষন সঠিক।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮

সোনাগাজী বলেছেন:


ভয়ংকর ডানপন্হী ইহুদীদের নিয়ে এবারের সরকার গঠিত হয়েছিলো।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

রানার ব্লগ বলেছেন: গাজার যুদ্ধ কে আমি কোন ভাবেই মুসলমানের বা ধর্মের যুদ্ধ মনে করি না। উহা কেবল দুই সন্ত্রাসী গোষ্ঠির স্বার্থের সংঘাত। আমরা বাংগালীরা বেশি উত্তেজীত কারন আমাদের হাতে অনেক সময় আছে।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:


১৯৬৭ সালে ইহুদীরা পুর্ব জেরুসালেম দখল করার পর থেকে, প্রতি শুক্রবারে "আল আকসায়" নামাজ পড়ার জন্য পাথর মারাারি ও গোলাগুলো হচ্ছে কেন?

ইহুদীরা দাবী লরে আসছে যে, আল্লাহ তাদেরকে জুডিয়া দান করেছে, ইহা তাদের দখলে থাকতে হবে।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:


ইউরোপ আমেরিকায় যেই ধরণের মিছিল ও গণ-জমা্যেত হচ্ছে, ও সিলিউরিটি কাউন্সিল যেভাবে যুদ্ধবিরতির জন্য উঠেপড়ে লেগেছে, সেই তুলনায় বাংলাদেশে কিছুই ঘটেনি।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: ধর্ম ও ধার্মিক দুটাই মারাত্মক বিপদজনক।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



ধর্ম আরো বেশ কিছু সময় ধরে ফ্যাক্টর হয়ে থাকবে।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

বিজন রয় বলেছেন: শিক্ষিত কিংবা অশিক্ষিত সবাই ধর্মের অপব্যাখ্যা করে।
কারণ ধর্ম নিজেই একটা অপব্যাখ্য যা মানুষের জীবনধারাকে আটকে রাখে।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

সোনাগাজী বলেছেন:



ধর্ম মানুষকে বেকুবে পরিণত করার মেশিন।

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: নতুন পোস্ট দিন। ব্লগে এসে দেখি ১ম পাতায় সব ম্যাওপ্যাও পোষ্ট। এই ব্লগ কি আর ব্লগ আছে? ছাগল দিয়ে হাল চাষ হয়? ব্লগ জমজমাট করা ছাগলের কাজ? কি একটা অবস্থা। পোস্ট আছে পাঠক নেই। অথচ শো করছে বর্তমানে ভিজিটর ১০০০।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



পড়ার মতো ইন্টারেষ্টিং লেখা আসছে না। আপনি কি উঁচুপদে (জেনারেল ) এখনো আছেন?

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: না। মডুর পোস্ট পড়ে মনে হল সাধুবাবা উনার দোস্ত মানুষ। ও আগে তুমি তুমি করছে। ও যা করছে আমি তার জবাব দিসি। ওরে কিছু করলনা। আমাকে জেনারেল।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৪৭

সোনাগাজী বলেছেন:



মড়ু সাহেব সরকারী অফিসারদের মত ক্ষমতাশীল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.