নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জাতিরপিতর কন্যা কি জাতির ডিকশনারী থেকে ভোট শব্দটি মুছে দিয়ে যাবেন?

২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৩



জাতিরপিতার কন্যার হাতে ৩য় ভোট হতে যাচ্ছ, মানুষ এখনো জানে না, নিজের ভোট দিতে পারবে কিনা! ইহা কেমন পিতার কেমন কন্যা, ইহা কাহাদের বোন? ইহাকে আপা কারা ডাকে!

জাতিরপিতার কন্যা এমন একটা কৌশলে ভোট করছেন, মির্জা ফখরুল ভোট দিলেও, ভোট চলে যাবে জাতির কন্যার পকেটে! তা'হল আর ভাবনা কিসের! তিনি জাতির খোলা টেলিভিশনে কেন, জাতিরপিতার পুত্রদের ও জাতিরপিতার কন্যাদের বলছেন না, "ভোটেরদিন, তোমরা ( আমার ভাই ও বোনেরা ) তোমাদের ভোট তোমরাই দাও, যাকে ইচ্ছা তাকে দাও; তোমরা যারা জাল ভোট দিতে চাও, ইচ্ছা হলেও সেটটও দাও; ভোট কোনভাবে বেহাত হবে না, তোমাদের বোনই পাবে।"

সামনের ভোট, জিয়ার ১৯৭৭ সালের হ্যাঁ/না ভোট নয়; ইহা এরশাদের ১৯৮৬ সালের ভোট নয়; ইহা জাতিরপিতার কন্যার হাতে ৩য় ভোট! কন্যার, কততম ভোটে মানুষ ভোটেরদিন নিজের ভোট নিজে দিতে পারবেন, কোন আইডিয়া?

এবারের ভোটে, জিয়ার সৈনিকদের ভোটের মুল্য ও মুজিব বাহিনীর ভোটের মুল্যের সমান; কোনটাই আউট-কাম বদলাতে পারবে না; ইহা একটি সুপার বুদ্ধি বটে! উনাকে মানুষ ১৯৮১ সালে এই সুপার বুদ্ধির জন্য এত সাপোর্ট দিয়েছছিলো? মানুষ চেয়েছিলেন যে, উনি যেন জিয়া ও এরশাদের ভোট বন্ধ করেন! কিন্তু উনি সবার ভোটকে সব সময়ের জন্য বন্ধ করে দিয়ে , ভোটের পর ভোট করে যাচ্ছেন, যাদেরকে উনি ভোটে দাঁড় করাচ্ছেন, শুধু তারাই ভোট পেয়ে যাচ্ছে; জাতিরপিতার কন্যা সম্ভবত: বাংলা ডিকশনারী থেকে ভোট শব্দটা মুছে দিয়ে, তারপর ক্ষান্ত হবেন ।



মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিএনপিকে জাদুঘরে পাঠানোর পর উনি বোধহয় সুষ্ঠু ভোটের আয়োজন করবেন। বাপের খুনিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের উনি বিশ্বাস করেন না।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩২

সোনাগাজী বলেছেন:





যেই কারণে উনার বাবার প্রাণ গিয়েছিলো, সেটার উনি কি করেছেন?

২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতির পিতার কন্যার বদনাম করতে হয় না।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৩

সোনাগাজী বলেছেন:



উনিই আমাদের একমাত্র ভরসা ছিলেন; উনি আমাদেরকে সমুহ বিপদের মাঝে নিয়ে এসেছেন।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোট হবে,
১৭০ থেকে ২০০ সীটের ভোট নিরাপদে হবে ।

............................................................................
শক্তিশালী বিরোধী দল না থাকলে যা হয় ।
এখানে জাতীয় পার্টির আচরন আমাকে হতাশ করেছে ।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৮

সোনাগাজী বলেছেন:



উনার দলের লোকেরাই ( এমপি, মেমপি ) চোর, ডাকাত; আওয়ামী লীগই এখন অনিরাপদ।

গত ১৫ বছরে ওরাই ব্যাংক ডাকাতী করেছে, ভুমি দখল করেছে, সিন্ডিকেট করেছে। এই ডাকাতেরা কিসের আবার এমপি হচ্ছে?

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৩৫

কালো যাদুকর বলেছেন: এই অবস্থার জন্য অনেক কিছু দায়ী। তবে মূল দায়বদ্ধতা ক্ষমতা যাদের হাতে তাদের উপর বর্তায়। তবে বিরোধী দলের কথা বাদ দিলে চলবে না। এদের অভাবেই দেশে গণতন্ত্রের বারটা বেজেছে। তাহলে কি বলা যায় না যেখানে বিরোধী দল অকার্যকর সেখানে মানুষে অধিকারও সীমিত। একটা পর্যায়ে মানুষ আর হয়ত এই রাজনীতি বর্জন করবে।যেখানে মানুষের সম্পৃক্ততা নেই সেই জিনিস হয়তো টিকবে না। কোন দেশে ভাল লিডারশিপ (মানুষের দ্বারা নির্বাচত) না থাকলে দেশের আপাত উন্নতি হলেও, প্রকৃত উন্নতি বাঁধা পাবে।প্রশ্ন হল প্রকৃত উন্নতি কি? আমার মতে প্রকৃত উন্নতি সেটাই যেখানে সাধারণ মানুষের কল্যাণ আছে। ১৫বছর আগে যে ফ্যামিলি নিজের চাহিদা পূরণ করতে পারতো, ওরা কি এখন আগের থেকে সবদিক দিয়ে ভালআছে? না নেই। তবেদেশে অনেক নতুন মহাসড়ক , টানেল ইত্যাদি হয়েছে। উন্নতি বলতে এগুলোই আমাদের গেলানো হচ্ছে।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৭

সোনাগাজী বলেছেন:



ব্যাংকের টাকায় বসুন্ধরা, আলম ব্রাদার্সরা বাংলাদেশ কিনে নিয়েছে শেখ হাসিনার সরকার থেকে। ওদের সেভিংস সরকারের রিজার্ভ থেকেও বড়। শেখ হাসিনা ও ব্যুরোক্রেটরা পার্লামেন্ট ও সরকার গঠন করেছে সব সময়; মানুষ আরবদের দাসগিরি করে চলছে, ওদের ব্উরা সংসার চালাচ্ছে, ১ রাত স্বামীর জিংজিং করার সুযোগও পাচ্ছে না।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৫৪

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




"ভোট" শব্দটি মুছবেন না, শুধু "ভোট" বানানটাকে পাল্টে দেবেন। "ভোট"এর বানানটি পাল্টে হবে "বোট";)

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:০১

সোনাগাজী বলেছেন:




উনার এবারের ১৫ বছরে "বোট" দিয়ে ভুমধ্য-সাগর পাড়ি দিয়েছে ৫/৬ লাখ মানুষ; ডুবে মরেছে ৩০ হাজারের বেশী।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:

বিএনপিকে কোনভাবেই একটি রাজনৈতিক দল বলা যায় না।
২৫ বছর যাবত দলটিতে কোন কাউন্সিল অধিবেশন হয় না।
দল শৃঙ্খলা তো নেই এমনকি যে কোন নেতা। কেউ কিছু জানে না
পৃথিবীর সব দল তৈরি হয় তৃণমূল থেকে কিন্তু বিএনপি তৈরি হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করে হত্যাকারীরা ক্যান্টনমেন্ট একটি দল গঠন করে। উহার নাম বিএনপি। উনারা মুক্তিযুদ্ধের বিশ্বাস করে না জয় বাংলা বলেনা বঙ্গবন্ধু বলে না সম্পূর্ণ পাকিস্তান পন্থি স্বাধীনতা বিরোধী একটি দল।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১০

সোনাগাজী বলেছেন:



এইবারসহ ৩ বার "বদ-নির্বাচন" কি বিএনবিএপিপি করছে? বদি, বদির-বউকে কি নমিনেশন দিয়েছে? সাকিবকে কে নমিনেশন দিয়েছে? ব্যেরিষ্টার ওমর শাহজাহানকে কে নৌকায় নমিনেসন দিয়েছে? সেই বাস্টার্ডকে নৌকা থেকে নমিনেশন দিতে হলো কেন?

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:২২

সামরিন হক বলেছেন: আমরা জানি আমরা ভোট না দিলেও আ‌ওয়ামীলীগ‌ই সরকার গঠন করবে। তাছাড়া যেখানে আওয়ামী লীগ সরকারের পতন‌ই হলো না সেখানে আবার হার জিতের কি আছে ?!

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:১৫

সোনাগাজী বলেছেন:



দেশে সরকার গঠবনের জন্য শেখ হাসিনাকে ভোটে পেতেই হবে; উনি বাকীদের জন্য কেয়ার করে না।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অনেক সাহসী পোস্ট।
তবে তাদেরও দোষ কম না।
তারা নির্বাচন করে না কেন?
নির্বাচন না করলে একটি দল তার কার্যক্রম টিকিয়ে রাখবে কি ভাবে?

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

সোনাগাজী বলেছেন:



বিএনপি-জামাত, জাপা নির্বাচন করার লোকজন নয়, এরা মিলিটারীর সৃষ্ট আবর্জনা।

নির্বাচন করতে হবে শেখ সাহেবের দল, মানুষ উনাকে নেতা বানায়েছিলেন।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৬

কথামৃত বলেছেন: খুব ভাল পোস্ট

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:



দেখা যাক, লোকজন কি বলেন।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৬

শাহ আজিজ বলেছেন: গাজী সাহেব , আল্লাহ আল্লাহ করেন ।





আমাগো ভোট ১০ বছর আগেই হ্যাক হইয়া গেছে ।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫

সোনাগাজী বলেছেন:



উনার বাবার প্রান গেলো "বাকশালের" জন্য; উনি ১ দিন এই বাকশাল শব্দটা উচ্চারণ করেননি; কিন্তু বলে বেড়ান, বাবার স্বপ্নকে কার্যকরী করছেন! বাবার স্বপ্ন বসুন্ধরা ও আলম ব্রাদার্স? ওরা তো ভুমি দস্যু ও ব্যাংক ডাকাত।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

কামাল১৮ বলেছেন: আপনি বাংলাদেশকে আমেরিকা ভাবতে শুরু করেছেন।যেই দেশের যেই ভাও।প্রাইমারীর আমরা বুঝি কি!

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

সোনাগাজী বলেছেন:



আপনি ডাইনোসর যুগের মানুষ, প্রাইমারী তোআপনার বুঝার কথা নয়।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

বাকপ্রবাস বলেছেন: অনিয়মের একটা প্রসেসে ঢুকে গেছি। অনেক সময় লাগবে এটা নতুন করে বিল্ডআপ হবে। জাতির কন্যার অনেক পাওয়ার। কাউকে মাঠে খেলতে দেবেনা, যতদিন ওনি হাঁটাচলার ক্ষমতা রাখেন ততদিন ভোট এভাবেই হবে বলে মনে হয়। সময় এর অপেক্ষা কখন কী হয়, আমরা কেউ ধারণা করতে পারছিনা কখন কী হবে।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:



জিয়া ও এরশাদের প্রসেস আপনার কেমন লাগে?

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: ধনীরা আরো ধনী হচ্ছে।
গরীবরা আরো গরীব হচ্ছে। তবে এক শ্রেনীর মানুষের কাছে (যারা আওয়ামীলীগ করে) তাদের অনেক টাকা হয়েছে। তারা গাড়ি বাড়ি আর ফ্লাট করছে। তারা এখন ছুটি কাটাতে যায় ইউরোপ আমেরিকা।

রাস্তায় অভাবী মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
গতকাল রাস্তায় দেখি দুই মাসের বাচ্চা নিয়ে এক মহিলা কাদছেন। আমি বললাম, শীতের মধ্যে ছোট বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? বাচ্চার ঠান্ডা লেগে যাবে। (মহিলা ও শিশুটি ভিক্ষুক নয়)। অসহায় এবং দরিদ্র।

মহিলার বাচ্চার দুধ খাবে। তার কাছে টাকা নেই। নান দুধ খেতে বলেছে ডাক্তার। দুধের দাম ৮শ' টাকা। এদিকে আমার পকেটে সব মিলিয়ে ৮শ' আছে। আমি দোকানদার কে বললাম। এক প্যাকেট দুধ দেন। আমি পরে ১শ' টাকা দিয়ে দিবো। দোকানদার রাজি হলেন না। শেষে আমি সুরভিকে ফোন দেই। সে আমার মোবাইলে টাকা পাঠায়। আমি মহিলাকে দুধ কিনে দেই। হাতে কিছু টাকাও দিয়ে দেই।

আমাদের সমাকে এরকম মহিলা ও শিশুদের সংখ্যা হু হু করে বাড়ছে।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



উনার এই ধরণের ভোটের ফলে, আওয়ামী লীগ চোর-ডাকাতের দল ও লা ঠিয়াল বাহিনীতে পরিনত হয়েছে; সবাই মিলে ডাকাতী করছে, গড়ছে ইউনিভার্সিটি, বসুন্ধরা, আলাম ব্রাদার্স; দেশের মানুষের সব সুযোগ ও সম্পদ এখন কয়েকজনের পকেটে।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি তো বরাবরই বলে আসছেন, উনি না থাকলে দেশের অবস্থা খারাপ হবে। তাই উনি 'সুষ্ঠ ভোট' না করে আমাদের সবার উপকার করছেন...

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:



উনার থাকার সুযোগ সব সময় আছে; কিন্তু দেশের পার্লামেন্ট যদি উনি চোর ডাকাত দিয়ে ভরে ফেলেন, দেশের মানুষের কি অবস্হা হয়, তা তিনি বুঝতে পারেন না?

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১১

স্প্যানকড বলেছেন: ভোট ! উহা কি? শেখ হাসিনা সঠিক কাজ করতাছেন যেমন আমরা তেমন আমাদের নেতারা। সেই দেশ হওয়ার পর থেকে এই ভোট চুরি মহাসমারোহে চলে আসছে। রাইফেল জিয়া, জিয়ার বউ, এরশাদ সবাই তো এই করেছেন। শেখ হাসিনা একটু আধুনিক কায়দা নিয়ে এসেছেন এই যা ! নতুনকে গ্রহণ করুন দেখবেন মজা লাগছে। হা হা হা :)

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪

সোনাগাজী বলেছেন:




জিয়াই উনার গুরু, উনি নিজের বাবার পথে যাননি, গিয়েছেন জিয়ার পথে।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫২

আঁধারের যুবরাজ বলেছেন: জেনারেল ইব্রাহিম কে জায়গা দিয়েছে কক্সবাজারে ,যদিও সেটা তার আসন না। স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে করেছে বহিস্কার। মেজর আখতারের স্থানেও একই অবস্থা। গোয়েন্দা বাহিনী দিয়ে স্থানীয় তৃণমূলের নেতাদেরকে হুমকি দেয়া হয়েছে। যদি এই দুজনের জন্য কাজ না করে তাহলে গ্রেফতার করা হবে। তাদের লিখিত চিঠিও প্রকাশ পেয়েছে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে ,উনাদের দুইজনের কোনো একজনকে বিরোধী দলের নেতা বানানোর চিন্তা চলছে ! এরশাদের ছোট ভাইকে বিশ্বাস করছেন না শেখ হাসিনা।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:


রওশন ও এরশাদের ছোট ভাইকে অনেক আগেই জেলে দেয়ার দরকার ছিলো; ওগুলো ডাকাত
শেখ হাসিনা দেশের মানুষকে ইডিয়টে পরিণত করেছেন; কারণ, উনি স্মার্ট হয়ে গেছেন; শেখ হাসিনা জিয়ার সৈনিকে পরিণত হয়েছেন!

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: সেই বাস্টার্ডকে নৌকা থেকে নমিনেশন দিতে হলো কেন?

- ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে- শাহজাহান ওমর প্রসঙ্গে প্রধানমন্ত্রী

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:



উনি উন্মাদ কিশোরীর মত আপন মনে খেলছেন, জাতির বাকী নারীরা ঝি'এর মতো জীবন যাপন করছেন।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

বাউন্ডেলে বলেছেন: দুর্নীতি-স্বজনপ্রীতির মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে। অন্য দেশের তুলনায় দেশের মানুষ ভালো আছে। শেখ হাসিনার বিকল্প খুজেপেতে গারবেজ ঘাটা ছাড়া উপায় নাই। ঘাটতে ঘাটতে লিলিপুটিয়ান হয়ে যাবে পিগমিরা। লেখক থ্রি নট থ্রি পাশ। প্রশ্নফাস জেনারেশনের মতো- ধপ্পাস নন। আশাকরি তিনি খুজে পাবেন।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২০

সোনাগাজী বলেছেন:




লিলিপুটিয়ানদের অংক নিশ্চয় গার্বেজ ব্যতিত কিছুই নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.