নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী নিকে, আমি ৭ বছরে ৯২,৩৭৫ টি কমেন্ট করেছিলাম।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১০



২০২২ সালের নববর্ষের দিন চাঁদগাজী নিকটাকে ব্যান করা হয়েছিলো, সেদিন আমার কমেন্টের সংখ্যা ছিলো ৯৩,৩৭৫টি; তখন, আমার ব্লগিং'এর ৭ বছর পুর্ণ হওয়ার কয়েকদিন বাকী ছিলো; আমাকে ব্যান করার পর, কারণ হিসেবে বিবিধ সময়ে অনেক কিছু বলা হয়েছিলো; কিন্তু সঠিক কারণটা আমার কাছে এখনো পরিস্কার নয়।

সংখ্যাটা নিশ্চয় আপনাদেরকে ১টি বিষয়ে ধারণা দিবে যে, আমি কমেন্ট করতে ভালোবাসতাম, এখনো ভালোবাসী। ৩ দিন পর আরেকটি নববর্ষ আসছে, আমার কমেন্ট ক্ষমতা নেই; কেমন ইন্টারেষ্টিং ঘটনা!

আগে আমাকে কমেন্টব্যান করলে, পরেরদিন থেকে এডমিন সাহেবকে ইমেইল করার শুরু করতাম, আমার কমেন্ট ব্যান তুলে নেয়ার জন্য; বর্তমান নিকে ( সোনাগাজী ) কমেন্ট ব্যানে পড়ার ( প্রতিবার ৯০ দিন করে ৩ বার সেমিব্যান ) পর, আর ইমেইল করিনি এডমিন সাহেবকে। কারণ, এডমিন সাহেবসহ অনেকই আমার কমেন্ট-ষ্টাইলের পরিবর্তন চেয়ে আসছেন; আসলে, আমার কমেন্টে পরিবর্তন আনার মতো কোন কিছুই আমি খুঁজে পাইনি।

আগে কমেন্টব্যান থেকে বের হওয়ার জন্য, আমি ইমেইলে অনেক সুন্দর সুন্দর কথা লিখতান: "আর কড়া কমেন্ট করবো না", ব্লগারদের ভাই বলে সম্নোধন করবো", "নারী ব্লগারদের আপুনি ডাকবো", "কাউকে মনোকষ্ট দিলে, স্যরি বলবো", অনেক ব্লা ব্লা! কিন্তু উহা কখনো ঘটতো না, এবং ব্লগিং'এর জন্য এসব সম্ভোধন টম্ভোধন অপ্রয়োজনীয়; যে ভুল করছে, তাকে বলতে হবে, লেখায় ভুল আছে, যে লিখতে জানে না, তাকে বলার দরকার আপনার সমস্যা আছে, মেকি ভদ্রতার কোন দরকার নেই।

আমি জানি যে, হাজার প্রতিজ্ঞা করে লাভ নেই, আমার দ্বারা ওসব হবে না; তাই, ইমেইল করা বন্ধ করে দিয়েছি; হয়, এমনিতে ছেড়ে দেবেন, না'হয় দরকার নেই!


মন্তব্য ৬৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর জন্য যা কল্যানকর মডারেটর তা করবেন। কি কারণে কমেন্টব্যানে আছেন তা আপনার অজানা হওয়ার কথা নয়। যাক শুভকামনা জানবেন।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



আসলে, কারনটা মোটামুটি অজানা; কারণ, সামু বিবিধ সময়ে বিবিধ কথা বলেছে!

২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪০

সামরিন হক বলেছেন: আমার মনে হয় সদ্ব্যবহার ছাড়া কোন কিছুরই মূল্য নেই। বলতে চাচ্ছি যে কোনো শিক্ষার‌ই মূল্য নেই। ভুল ধরিয়ে দেওয়া এক ধরনের শিক্ষা দেয়ার মতই।আপনার শিক্ষা তখনই একজন গ্রহণ করবে যখন আপনি তার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবেন আর শ্রুতি মধুর শব্দ এবং ভালো ব্যবহার ছাড়া এটা কখনোই সম্ভব নয় । আমাদের দেশের বেশিরভাগ মানুষই অশিক্ষিত বা বাচ্চারা পড়াশোনা করতে চায় না শুধুমাত্র বড়দের ব্যবহার খারাপ এবং শিক্ষকদের শিক্ষাদানের কৌশল জানা নেই বলে।
শুভ রাত্রি।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৫

সোনাগাজী বলেছেন:




এগুলো ৫ম শ্রেণী অবধির জন্য নিয়ম, ব্লগে সবাই উচ্চ-শিক্ষিত।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য শুভকামনা। ব্লগের নীতিমালা মেনে আপনার ব্লগিং হোক দেশ আর দশের কল্যাণে।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৫

সোনাগাজী বলেছেন:



ব্লগিং বাংলাদেশে এসে বাংগালী হয়ে গেছে।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৮

আঁধারের যুবরাজ বলেছেন: সব কিছুতে ব্যতিক্রম হয় ,নতুন বছরে সব কিছু সবাই নতুন করে শুরু করবে সেটা আশা করতেই পারি। কর্তৃপক্ষ হয়তো পুনরায় বিবেচনা করবে আপনার বিষয়টি। আপনি নিরবিচ্ছিন্নভাবে লিখে যাচ্ছেন ,লিখেতে থাকুন। উপভোগ করুন সময়গুলি।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:


আমি ব্লগিং ভালোবাসি। যারা চোখের সামনে সিমান্টিকভাবে ভুল বিষয়কে প্রতিষ্টা করার চেষ্টা করে, তাদের ভুল ধরিয়ে দিতে হয়।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫০

বিজন রয় বলেছেন: ব্যাপার না।

আপনি চাঁদগাজী হন, সোনাগাজী হন আর রূপাগাজী হন, আপনি তো একজনই, আপনাকে আমারা সবাই চিনি।
হতাশ হবেন না।

নিজের কাজ নিজের মতো করুন।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:


আপনারা চেনেন, সেটা ভালো; আমিও আপনাদের চিনতে চাই।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১১

বাকপ্রবাস বলেছেন: নতুন বছ‌রে আশা ক‌রি ক‌মেন্ট ব‌্যান্ড তু‌লে দি‌য়ে নবব‌র্ষের উপহার দে‌বে। মুক্ত ব্ল‌গিং এর সু‌যোগ ক‌রে দে‌বে

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২০

সোনাগাজী বলেছেন:



কমেন্ট ব্যতিত ব্লগিং, কেমন যেন লিলিপুটিয়ান ব্লগিং

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এটা নিঃসন্দেহে অনেক বড় একটি ব্যাপার।
প্রায় লাখ খানেক মন্তব্য করা এত সোজা ব্যাপার নয়।
অভিনন্দন।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



আমি পড়তাম, পড়লে ফিডব্যাক দিতাম।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: এই ব্লগে আমি আপনি রাজীব প্রয়াত নুরু ভাই ছাড়া সবাই একএকজন আল্লাহর মুমিন বান্দা এবং ফেরেস্তা। এই ব্লগে যত অন্যায় নীতিমালা বিরোধী কাজ সব শুধু এই চারজন করে থাকে আর বাকি সবাই ভগবান। সেদিন নীল সাধু আগে অন্যায় করছে, আমারে জেনারেল করছে যে আগে দোষ করছে তার একটা লোমও বাঁকা করেনি।

ব্লগের পোস্ট আর পোস্টের মন্তব্য দেখে হাসি পায়। ৯০% পোস্ট কেউ পড়ছেনা। কেউ কারো পোস্টে মন্তব্য করছেনা। কয়েকজন মিলে সিন্ডিকেট ব্লগিং করছে। ওরা নিজেরাই নিজেদের পোস্ট পড়ছে, নিজেরাই নিজেদের পোস্টে কমেন্ট করছে। আবার নিজেরাই সে সব কমেন্টে লাইক দিচ্ছে।৷ মোটমাট ব্লগিং এর নামে সার্কাস চলতেই আছে। ২/৩;জন ব্লগার ১৫/২০ টি মাল্টি নিয়ে একটিভ। ক্যাচালের সময় ও নিজেদের পোস্টে লাইক কমেন্ট সংখ্যা বাড়াতে, ও কাউকে ব্যক্তি আক্রমণ করতে এসব মাল্টি নিক ইউজ করা হয়।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:




পেঁয়াজ বাজারের মতো অবস্হা!

সেদিন এক পোষ্টে ঢাবিয়ান সাহেব বললেন, "দেশের এই বিশৃংখল অবস্হায় ( ভোট নিয়ে বিএনপি-আওয়ামী কর্মকান্ড ), দেশ-প্রেমিক বাহিনী কেন দেশকে বুঝে নিয়ে, দেশ চালনা করছেন না?"

উনি চাচ্ছিলেন মিলিটারী ক্যু করুক; আমি কিছু বলতে পারিনি; কারণ, আমি ব্যানে।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যা লেখার পোস্টেই লিখুন। লোকজন খুঁজে পড়বে।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৫

সোনাগাজী বলেছেন:



কিছু কিছু ব্লগার ভ্রান্ত ধারণা নিয়ে লিখেন, ঠিক করে দেয়ার কেহ নেই।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১২

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: উনি চাচ্ছিলেন মিলিটারী ক্যু করুক; আমি কিছু বলতে পারিনি; কারণ, আমি ব্যানে।

- গাজীভাই আমি এমন মানুষের সাথেও কথা বলেছি ,যিনি মনে করেন (এই রকম অনেক রয়েছে ) পিলখানা হত্যাকাণ্ড হয়ে ভালো হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আর কেউ ক্যু করতে পারবে না !

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:



দেশের অনেক মানুষ ভ্রান্ত ধারণাকে ক্যাপিটেল করে বসে আছেন।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৪

নিমো বলেছেন: কিছু ফায়দা দিতে শিখুন। ডলার পাঠান। প্রচ্ছদের কিছু কাজ পাইয়ে দিন, গোলাপী আপু মুক্তি সংগ্রাম কমিটিতে যোগ দিন, সর্বোপরি নষ্ট হয়ে যান। চাইলে রঙিনসাধু বাবা কিংবা ন্যাকা আপু অথবা গাছে বসা বিলাইয়ের ভাব ধরতে পারেন। লিখতে পারেন জনৈক নষ্টের মত সব এখনো নষ্টদের দখলে যায় নি কেন ? নিজে স্বৈরাচারের মত হয়ে হাসিনার পতন চাইবেন, নির্লজ্জের মত। অবৈধ ভাবে জন্মানো জারজ রাজনৈতিক দলের বৈধতা দাবি করে ভণ্ড আলোকিত ভিখারী কুমার হবেন।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৯

সোনাগাজী বলেছেন:




এডমিন সাহেব পরিচিত নিক থেকে ব্লগিং করা সঠিক কাজ নয়; লোকজন উনার ভুল নিয়ে আলোচনা করেন না।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৫

কামাল১৮ বলেছেন: আপনি ব্লগ কে অনেক গুরুত্ব দেন।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩০

সোনাগাজী বলেছেন:




বাকীদের আমি চিনি না, বাকীরা আমাকে চিনে না। ব্লগের সবাই শিক্ষিত, এই ধরণের সেম্পল পাওয়া কঠিন।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪১

নূর আলম হিরণ বলেছেন: আপনার কমেন্ট ব্যান তুলে নেওয়া হোক এই কামনা রইল। অনেক সময় একটি কমেন্ট পুরো একটি পোষ্টের সারমর্ম তুলে ধরে।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০১

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করতাম লেখার উপর ফিডব্যাক দিতে; সামু চায়, সবাই মিলে আড্ডা দেক।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী নিকটা ব্যান করার পর আমার ভীষন রকমের মন খারাপ হয়েছে।
আমি প্রথম থেকেই বলছি আপনার উপর অন্যায় করা হয়েছে। বাংলাদেশের মানুষেরা অন্যায় করবেই। এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি খেয়াল করে দেখবেন আমি প্রায় বলি, বাংলাদেশের মানুষ গুলো ইতর শ্রেণীর।

আমি কখনও দেখি নাই, আপনি কাউকে গালি দিয়েছেন। কাউকে তুই করে বলেছেন। আপনার ব্লগিং দিনের আলোর মতো পরিস্কার।
ব্লগে ধান্দাবাজরা ভালো আছে। তারাই আজ লাল নীল সবুজ সাধু।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৮

সোনাগাজী বলেছেন:



যারা আমার নামে ম্যাঁওপ্যাঁও অভিযোগ করতেন, কেহই সঠিকভাবে লিখতে পারেন না; দুনিয়ার গার্বেজ সংগ্রহ করে, ইহা ব্লগে নিয়ে আসেন।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কোন না কোন ভাবে হিরো হলেই হল।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৫

সোনাগাজী বলেছেন:



লেখকদের মাঝে ব্লগারেরা মোটামুটি হিরো ধরণের মানুষ

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক মন্তব্য করেছিলেন, সেগুলো এখন কোথায়?

২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৪

সোনাগাজী বলেছেন:



সেগুলো এখনো আছে দেখলাম; আমার সেই নিকটা ফেরত দেয়া উচিত সামুর।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আগত নববর্ষে শুভ কিছু হোক ।
.............................................................
সকলের জন্য শুভ কামনা

২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:১০

সোনাগাজী বলেছেন:



আপনার জন্য ও আপনার পরিবারের জন্য নববর্ষের শুভেচ্ছা রলো।

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই ব্লগে মন্তব্য অপশনটি এডিট করার সুযোগ থাকা দরকার। অনেক সময় নানা কারণেই মন্তব্যের মধ্যে টাইপো থাকে। কেউ ইচ্ছা করলেও সেটা সংশোধন করতে পারে না।
আফসোস।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৫

সোনাগাজী বলেছেন:



এসব ফাংশানেলিটি যোগ করা খুব একটা বড় কাজ নয়; টিম সেটা সহজেই করতে পারার কথা।

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০১

নজসু বলেছেন:


যিনি বা যারা ব্লগটাকে ভালোবাসেন তারা যদি বোবা পাঠক হয়ে থাকেন, কমেন্ট করতে না পারেন তাহলে সেটা খুবই কষ্টদায়ক।
আমি জানিনা, আপনি কি ধরণের কমেন্ট করে অপরাধ করে ফেলেছেন।

মডারেটর কি কারও অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেন? নাকি উনি নিজেই বিচার বিশ্লেষণ করে শাস্তি দেন?

আপনার শাস্তি ঘন ঘন কেন হয়ে থাকে, সেটা আমি বুঝতে পারিনা। আপনি কেন সতর্ক বা সামলিয়ে চলেন না সেটাও বুঝিনা।

আপনাকে আরেকবার সুযোগ দিয়ে আপনার কমেন্ট ব্যান তুলে নেওয়া হোক এই প্রত্যাশা রইলো।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৪

সোনাগাজী বলেছেন:



ব্লগিং হলো লেখার উপর রিয়েল-টাইম আলোচনা; যাদের লেখায় পুরো ভাবনাই ভুল-ধারণের উপর ভিত্তি করে লেখা, তারা আমার মন্তব্যে হতাশ হয়ে যান, ৬ বছরের বাচ্ছার মতো নালিশ করতে থাকেন।

২০| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৪

হাসানুর বলেছেন: মাথাই আকাশ ভেঙ্গে পরলো। ব্লগ সিন্ডিকেট!

২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮

সোনাগাজী বলেছেন:



পেঁয়াজ সিন্ডিকেটের কিছু লোকজন ব্লগ দখল করেছেন।

২১| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১১

জ্যাকেল বলেছেন: আপনে ব্লগে একটা সিন্ডিকেট তৈয়ার করে ফেলেছেন, সারমেয়র মত আচরণ করতে দেখা যায় সিন্ডিকেটের সকল সদস্যকে। ব্লগকে স্বাভাবিক অবস্থায় রেখে দিন, সব ভাল থাকবে।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



আমার কোন সিন্ডিকেট নেই; আমি কমেন্ট করতে ও পোষ্ট লিখতে জানি। আপনি কোন কিছু না'জেনেই ব্লগিং করতে গিয়ে বিপদে পড়েছেন।

২২| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৯

পবন সরকার বলেছেন: ব্লগের স্বাভাবিক অবস্থা থাকলে ব্লগে লিখতে ভালো লাগে। আপনার সমস্যা দূর হোক এটাই আশা করি।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:




সামুর বিজনেস প্ল্যানটা হলো আড্ডা জমানো ও হৈচৈ করার লোকজনকে সার্ভিস দেয়া।

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

হাসান রাজু বলেছেন: আপনার মন্তব্য মিস করি। আপনি যখন কোন ব্লগারের উপর ভর করেন তখন আমি সেটা এনজয় করি। এই বুড়ো বয়সে এগুলো করতে ভাল লাগে ? যদি ভাল লাগে, সেটাও খারাপ না। তারমানে বয়স হলে মজা নেয়ার সুযোগ থাকে।
ব্যান খাওয়ার পর ও বেশ ফুরফুরে একটা ভাব লক্ষ্য করা যায় আপনার মাঝে। ব্যান খারাপ না। তবে এভাবে মন্তব্য বন্ধ না করে, আপনার সাজা হতে পারে এমন-
আপনাকে প্রতি ৩০ মিনিট পরপর লগইন করতে হবে।
পাসওয়ার্ড থাকবে ১২ ডিজিটের সেখানেও ৬/৭ টা পলিসি দেয়া থাকবে।
প্রতিবার OTP যাবে।
প্রতিটি মন্তব্যের লোড হতে ১৪ মিনিট সময় লাগবে।
পরবর্তী মন্তব্য করতে ১৭ মিনিট অপেক্ষা করতে হবে।
ডোডো, ম্যাওপ্যাও, গারবেজ ইত্যাদি লিখলে পড়ে মন্তব্যে অটোমেটিক I LOVE YOU লেখা যোগ হয়ে যাবে। সাথে "ABBEY SALLEY ‚ Maaf Karna Mein Ghusse Mein Idhar Udhar Nikal Jata Hoon" মীমটি ও চলে আসবে।

সামু চিন্তা করে দেখতে পারে।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:




আপনার পোষ্টের জন্য ধন্যবাদ।

বেশীরভাগ ব্লগার এমন সব বিষয়ের উপর পোষ্ট লেখেন, যেগুলোতে উনার দখল খুবই কম; ফলে, সেগুলো পড়তে কষ্ট হয়; পড়লে আমি কমেন্ট করি।

১টি উদাহরণ দিই: ব্লগার "শেরজা" সোভিয়েত এলাকার ( রাশিয়া, ইউক্রেন, উজবেকিস্তান ... ) খবারের উপর অনেকগুলো পোষ্ট লিখেছেন এবং বলেছেন যে, ওসব দেশের খাবারের মান কম, স্বাদ নেই, অখাদ্য। ১০০ জন বাংগালী ও ১০০ জন রাশিয়ানের স্বাস্হ্য দেখলেই বুঝতে কষ্ট হবে না যে, কারা কি খাচ্ছে! মনে হয়, উনি ওখানে আদম বেপারীতে যুক্ত ছিলেন, ওদের সংস্কৃতি ও সমাজকে বুঝতে পারেননি। উনার লেখা থেকে বুঝা যায় যে, উনি ছাত্র হিসেবে নাম লিখায়ে পড়ালেখা না করে, অন্য কিছু করেছেন।

২৪| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনার জন্যে অনেক অনেক শুভকামনা।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
ভালো থাকুন।

২৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৬

মিরোরডডল বলেছেন:




কেমন আছে খেলাঘর?


২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো!
অষ্ট্রেলিয়ার ক্লাইমেটের কি অবস্হা?

২৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫৬

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন:
মনে হয়, উনি ওখানে আদম বেপারীতে যুক্ত ছিলেন,

Do you have any specific information about it?

মনে হয় বলে অনুমান নির্ভর করে কারো সম্পর্কে এমন মন্তব্য করা কি ঠিক খেলাঘর?


২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৬

সোনাগাজী বলেছেন:



আমি তো উনার সাথে ওখানে যাইনি; আমি উনার লেখা থেকে কিছু টেকনিক্যাল সাক্ষ্য যোগাড় করছি, এবং অনুমান করছি। আপনি নিশ্চয় অষ্ট্রেলিয়ায় রাশান ও পুর্ব ইউরোপের লোকজনকে দেখছেন, দেখেছেন ওদের খাবার কত উন্নত? ওরা পেঁয়াজু, শুটকি, পান্তাভাত খাওয়ার জাতি? এসব ভুল কথা লেখার কারণ কি? মানুষ পড়েছে মস্কো, লেনিনগ্রাডে; উনি কি কারণে পশ্চিম রাশিয়ার গ্রামে গিয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন? কারণ, ওখান থেকে ফিনল্যান্ড, সুইডেনে পালিয়ে যাওয়া যায়। উনি পড়ালেখা করলে ১ টি রাশিয়ান শব্দও কেন শুদ্ধ করে লিখতে জানেন না?

২৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:০০

মিরোরডডল বলেছেন:




শেরজা তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে রাশানদের ভালো এবং মন্দ দুটো নিয়েই লিখেছে।

আমাদের পেঁয়াজু, শুটকি, পান্তাভাত রাশানদের ভালো না লাগতে পারে।
একইভাবে রাশানদের কোন কোন খাবার আমাদের টেস্ট বাডের সাথে নাই যেতে পারে।

সেভাবেই শেরজা কোনো একটি বিশেষ খাবার সম্পর্কে তার নিজের অভিজ্ঞতা ব্লগারদের সাথে শেয়ার করেছে।
এখানে সঠিক বা ভুলের কিছু নেই। ভালোর প্রশংসার পাশাপাশি যেটা ভালো লাগেনি, সেটার সমালোচনা হতে পারে।

কারণ, ওখান থেকে ফিনল্যান্ড, সুইডেনে পালিয়ে যাওয়া যায়।

আবারো অনুমান করে কত নেগেটিভ চিন্তা!!!

এখন যদি কেউ বলে মনে হয় খেলাঘর ক্রিমিনাল অফেন্স করে ফেরারি আসামি হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এই কমেন্ট কতটা যুক্তিযুক্ত? Surely it will be very sad to hear this illogical talk. তাই না?

কাউকে পছন্দ না হলে, তার সম্পর্কে এরকম বেইজলেস কথা বলা বা অনুমান করে জাজ করা ঠিক না।

বাংলা আমাদের মাতৃভাষা, তারপরও খেলাঘর বা আমার অনেক সময় লিখতে ভুল হয়, সেখানে বিজাতীয় ভাষায় লিখতে ভুল হতে পারে, It's not a big deal.

সেরকম চোখে পড়লে you can advise the correct wording.

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৫৫

সোনাগাজী বলেছেন:




এসব লোকজনের সততার অভাব আছে, এদের অনুধাবনটাই অসততায় ভরা, রত্ন ফেলে আবর্জনা নিয়ে আসে।

২৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:২৫

শ্রাবণধারা বলেছেন: শেরজা তপনকে একেবারে অনর্থক আপনার পোস্টে টেনে নিয়ে এসে, তার সম্পর্কে গালমন্দ করাটা খুবই হতাশাব্যাঞ্জক।

উনি তো আপনার পাকা ধানে কখনো মই দেননি বরং আপনাকে যখন এই কদিন আগে প্রথম পাতায় আনব্যান করা হলো তিনি আপনাকে অভিনন্দন জানালেন। তারপরও তার সম্পর্কে আপনার এমন বিদ্বেষের কী কারণ থাকতে পারে?

"এসব লোকজনের সততার অভাব আছে" এ কথাটা আপনি কেন যে কারনে অকারনে কিছু ব্লগার সম্পর্কে কিছুদিন থেকে বলে বেড়াচ্ছেন সেটা আমার বোধগম্য নয়। "মনে হয়, উনি ওখানে আদম বেপারীতে যুক্ত ছিলেন" বা "এসব লোকজনের সততার অভাব আছে" এগুলো খুবই অবিবেচনাপ্রসূত মন্তব্য।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩৪

সোনাগাজী বলেছেন:



স্যরি,

এদের কথায় ও অনুধাবনে মিল নেই; যা দেখেন, উহা সঠিকভাবে বুঝেন না; এদের লেখা পড়ে সঠিকভাবে কোন কিছু বুঝার উপায় নেই।

২৯| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

রাজীব নুর বলেছেন: যারা আপনাকে অযথা ব্যান করেছে। যারা আপনাকে হেয় করেছে তাদের আমি ছাড়বো না।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০০

সোনাগাজী বলেছেন:



কিছু বলে আপনি নিজকে জেনারেল করবেন না; বাংলাদেশের বেশীরভাগ মানুষ সঠিকভাবে কাজ করে না, সেজন্য ঢাকায় ভারতীয়রা বড় চাকুরী করে।

৩০| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

ডার্ক ম্যান বলেছেন: আপনার চাদগাজী নিককে অমরত্ব দেবার চেষ্টা করবো ভবিষ্যতে

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:



তার থেকে বরং আপনি ড্রাইভিং শিখেন।

৩১| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

ডার্ক ম্যান বলেছেন: নিজের যখন গাড়ি কেনার সামর্থ্য হবে তখন শিখবো ।
ড্রাইভিং শেখার আপাতত কোন প্রয়োজন নাই

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৫

সোনাগাজী বলেছেন:


আপনার কোন কিছু শিখার প্রয়োজন আদৌ আছে কিনা?

৩২| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

বাউন্ডেলে বলেছেন: আপনার গারবেজ সামুকে অলংকৃত করতে পারে নাই- তাই ঘন ঘন ব্যানড খাওয়া। মাইনড খাবেন না। ব্লগ উত্তাপে আপনার গারবেজ উত্তপ্ত হয়ে যে গ্যাস নির্গত করে তাতেই ঘটে বিপত্তি।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৮

সোনাগাজী বলেছেন:




আপনি ১৫ বছর ব্লগে কি করেছেন, সেটা আমাকে বলুন:

পোস্ট করেছি: ৬৪টি
মন্তব্য করেছি: ৮২৪টি
মন্তব্য পেয়েছি: ৮৬১টি
ব্লগ লিখেছি: ১৪ বছর ৪ মাস

৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৩

ডার্ক ম্যান বলেছেন: কিভাবে ক্যামেরা চালাইতে হয়, ভিডিও এডিটিং করতে হয়। স্ক্রিপ্ট লিখতে হয়। এসব শেখার প্রয়োজন আছে।
কিন্তু চট্টগ্রামে এসব শেখার স্কোপ নাই।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:




ভিডিও এডিটিং যেকোন টেলিভিশন ক্যামেরা-ম্যানেরা জানেন; কারো সাথে পরিচয় করেন।

৩৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

হাসান রাজু বলেছেন: শেরজা ভাইয়ের ওই পোস্টটা পড়েছিলাম। আমি তো ঠিকই বুঝেছি উনি আমাদের জিহবার বিচারে ওই মন্তব্যটা করেছেন। আপনি কেন বুঝতে চাইলেন না?

ছাত্র হিসেবে নাম লিখিয়ে পড়া লেখা না করে অন্য কিছু করা লোকের অভাব নেই দুনিয়াতে। এপেল, ফেসবুক এগুলো এভাবেই তৈরি হয়েছে। এগুলো সফলতার গল্প তাই বলে বিফলদের মানবেন না !
*** আমি জানিনা উনি ওখানে কি করেছেন, কি করা উচিত ছিল ? উনার লেখা পড়ে অন্তত এটা বুঝা যায়, আপনি যেভাবে ব্যাখ্যা করেন উনি তার ধারে কাছে ও নাই। বরং বেশ গুণী এবং সুধিজন আমাদের শেরজা ভাই।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০১

সোনাগাজী বলেছেন:




সোভি্যেতের পতনের সময়, আমি পুর্ব ইউরোপ, সোভিয়েত ভ্রমণ করেছি; সেখানে বসবাসরত বাংগালী আদম বেপারী ও কালোবাজারীদের দেখেছি; এরা পড়ালেখা করতে গিয়ে দুনিয়ার কুকাম করেছে। মনে হয়, শেরজাও তাদের মাঝের ১ জন। উনার লেখায় সততার কোন চিহ্ন নেই।

পিটার ১ম'এর সময় থেকে রাশিয়ানরা আলুভাজা ( ফ্রেন্চ-ফ্রাই'এর মতো করে কেটে, অল্প তেলে ভেজে, মাংস, সসেজ, মাছ, বাটার দিয়ে খায় ) খেয়ে আসছে; সোভি্যেতের সময়, ইহা ছাত্রদের ডিনারের বড় অংশ ছিলো; সেটা শেরজা, উনার কোন গার্ল-ফ্রেন্ডের রেসিপি হিসেবে চালায়েছে সামুতে; লেখক হিসেবে উনার মাঝে কোন সততা নেই।

unction at() {
[native code]
}

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.