নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার নির্বাচনী ইশতিহার, স্মার্ট বাংলাদেশ।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৩৮



শেখ হাসিনা আগামী নির্বাচনের ইশতিহার ঘোষণা করেছেন, নাম দিয়েছেন, "স্মার্ট বাংলাদেশ"; এসব নাম উনি কোথা থেকে পান? উনাকে কারা এসব বুলি শিখায়? এসব বুলি শিখায় উনার ছেলে, কিছু তরুণ আওয়ামী লীগার ও ব্যুরোক্রেটরা, যারা বিবিসি, সিএনএন, ইউরো নিউজ চ্যানেলগুলো দেখে, তারা। অতীতেও ছাত্রলীগে ও আওয়ামী লীগে এই ধরণের লোকজন ছিলো, তারা মধুর-ক্যানটিনের রাজনীতির নাম দিয়েছিলো, "বৈজ্ঞানিক সমাজত্ণ্ত্র"; উহারাই পরে এরশাদের দলে যোগ দিয়ে চুরিধারী করে এখন ভালো আছে।

আমেরিকা কম্প্যুটার আবিস্কার করলো, সুপার কম্প্যুটার আবিস্কার করলো, AI যোগ করলো, সারা বিশ্বকে কম্প্যউটার টেকনোলোজী দিলো, উহা দিয়ে চাঁদে গেলো; কিন্তু কোনদিন নিজকে "ডিজিটাল আমেরিকা", "স্মার্ট আমেরিকা" বললো না; সেখানে আপা কি করে বাংলাদেশকে এসব নাম দিয়ে যাচ্ছে? মাথায় ভু ভু আছে?

যারা বাংলাদেশে চালায়েছেন, তাদের মাঝে অধম ছিলেন বেগম জিয়া; দেশ চালাতো মিলিটারীর জেনারেলরা ও ব্যুরোক্রেটরা; উনার ২ ছেলে বড় বড় ব্যবসা দখল করছিল, ২ ভাই ও কয়েক বোন ( নাম চকোলেট আপা, চিনি আপা ) বড় বড় কমিশন নিয়ে টেন্ডার ভাগ করে দিতো দলের লোকদের। বড় বড় বয়বসায়ীরা এসে বেগমকে পার্টির জন্য কোটী কোটী ক্যাশ টাকা দিয়ে যেতো, এমপি পদের জন্য তিনি টাকা নিতেন! উনি থাকতেন ১ টাকার ঘরে। বিএনপি-জামাত পার্টির লোকেরা মিলিটারীর রাজনৈতিক ব্যানার হয়ে, দেশ দখল করে জিয়া সৈনিকে পরিণত হয়েছিলো; সুখের বাংলাদেশ।

সমস্যা একটা ছিলো, উহা হলো শেখ হাসিনা; উহা পেছনে লেগেই আছে; উহাকে সরাতে পারলে, বেগমের সুখের বাংলাদেশ আরো সুখের হতো; কিন্তু তা সম্ভব হয়নি; তাই উনাকে কাশিমপুরের লালঘরের পানি খেতে হয়েছিলো।

২০১৪ সালের ভোটের সময় আওয়ামী লীগের লোকেরা বেগমকে ঘর থেকে বের হয়ে উনার বোকা বোকা বক্তব্যগুলো মানুষকে শোনাতে দিচ্ছিলো না; এর মাঝে কি করে একদিন সাভারে গিয়ে এক খোলা জনসভায় বললেন, "আমি জানি কি করে বেকার সমস্যা ও বিদ্যুত সমস্যা ১০০ ভাগ সমাধান করতে হয়, আমাকে আপনারা ভোট দিয়ে জয়ী করলে, আমি সেই সিক্রেট জাতিকে জানাবো; তার আগে নয়"। জাতীর সেই সৌভাগ্যের দিনটি কোনদিন আসেনি।

শেখ হাসিনাও বেগম জিয়ার মতো তোতা পাখীতে পরিণত হয়েছেন; এটা ঠিক যে, এবারও শেখ হাসিনা সরকার গঠন করবেন, স্মার্ট বাংলাদেশ ঠিকই লেখা হবে; কিন্তু রেমিটেন্স আসবে আরব ও আমেরিকা থেকে, হার্ড কারেন্সী আয় করবে গার্মেন্টস'এর মেয়েরা, ভুমধ্যসাগরে স্মার্ট বাংগাদেশীরা নৌকা-ডুবিতে মরবে; রেমিট্যান্সের ডলার নিয়ে যাবে "স্মার্ট বাংলাদেশী" ঋণখেলাপীরা।




মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪১

বাকপ্রবাস বলেছেন: গর্ধভ আর শয়তা‌নের হাত থে‌কে দেশ আর উদ্ধার হবার লক্ণ দেখ‌ছিনা

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৯

সোনাগাজী বলেছেন:



আমি তো ভেবেছিলাম আপনার ছড়াগুলো দেশকে উদ্ধার করবে!

২| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:১৩

ডঃ এম এ আলী বলেছেন:




smart একটি গুনবাচক ইংরেজী শব্দ
এর বাংলা প্রতিশব্দ হলো করিতকর্মা
উনার বেআক্কল থিংক ট্যাংকগুলি সম্ভবত
এটা জানতনা বলে এমনটি হয়েছে।
করিতকর্মা শব্দটির মধ্যে নিহিত আছে
দক্ষ, কার্যকর, ক্রিয়াশীল, ফলপ্রদ, কার্যক্ষম,
পরিশ্রমী, খাটিয়ে, নিরলস, কর্মঠ , অনলস
বুদ্ধিমান, জ্বালাময়, তীক্ষ্ন, চট্পটে
ও ছিমছাম মুলক গুনময়ী বিষয়গুলি ।

তাই smart বাংলাদেশ না বলে
করিতকর্মা বাংলাদেশ বলা হলে
সমালোচকদের এ নিয়ে কথা বলার
সুযোগ কমে যেতো , বরং আলোচনা
হতো বাংলাদেশকে এতসব গুণাবলীর
অধিকারী কিভাবে করা যায় , নির্বাচনী
ইসতেহারে সে সব বিষয়ে কি বলা হয়েছে
তাই নিয়ে হতো আলোচনা সমালোচনা।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৩২

সোনাগাজী বলেছেন:



উনি ইলেকশানের আগে কি বলেন, ও পরে কি করেন, সেটার মাঝে কোন মিল নেই। উনার পরিচিতরাই ব্যাংকের টাকা খালি করেছে বারবার; উনার সামনেই প্রাইভেট ইউনিভার্সিটি ব্যবসা খুলে বিনা পড়ালেখায় সার্টিফিকেট দিচ্ছে।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: কথাগুলি আমার কাছে বাণীর মতো মনে হয়েছে। একদম সত্য ।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৪২

সোনাগাজী বলেছেন:


উনি ক্ষমতা থেকে সরলে, আওয়ামী লীগ পালিয়ে যাবে।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রায় চল্লিশ বছর ধরে এইসব তোতা পাখির বুলি শুনে আসছি। বাপ-স্বামীর কথা বলে এরা জনগণকে ধোঁকা দিয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে শুনে আসছি, "পাপ নাকি বাপ-কেও ছাাঁড়ে না"। সে কথা কবে সত্য হবে, বাংলাদেশ প্রকৃত গণতন্তের মুখ দেখবে সে আশায় রইলাম। আমার জীবনের প্রায় অর্ধেকটা সময় বাংলাদেশ আর বাকি অর্ধেকটা আমেরিকায় কাটিয়েছি। ভোটার হয়েও বাংলাদেশে কোনদিনও ভোট দিতে পারিনি। আমেরিকায় ভোট দিয়েছি বহুবার। এক জীবনে যদি এসবের অবসান না দেখে যেতে পারি, তবে ধরেই নিতে হবে এমন দেশের মাটিতে জন্মাটাও একটা বিরাট দুর্ভাগ্যের বিষয়। আর যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন অবলীলায় একটা "গণতান্ত্রিক বাংলাদেশ"-এর জন্য, এটা হবে তাদের জন্য আরো বড় বেশী আক্ষেপের আর অপমানের বিষয়। দিন শেষে বাংলাদেশ এগিয়ে যাক, দেশের মানুষগুলো একটা সুন্দর জীবন-যাপন করুক, এটাই চাওয়া। লিখার জন্য ধন্যবাদ জানবেন।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



আমাদের সেনাবাহিনীর জেনারেলদের ক্রয় করে সিআইএ শেখ সাহেবকে হত্যা করেছিলো (১৯৭৫ ); সেই হত্যাকান্ডের পর, ১ম হ্যাঁ/না ভোট করে জেনারেল জিয়া; উহাই ছিলো ১ম ভোট-ডাকাতীর ঘটনা; এরপর, কোনদিন সঠিকভাবে ভোট হয়নি।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৪১

শ্রাবণধারা বলেছেন: স্মার্ট বিশেষণটা বাংলাদেশ বা কোন দেশের সাথে ঠিক মানানসই হয় না।

স্মার্ট লোক, স্মার্ট পোশাক, স্মার্ট টেকনোলজী, স্মার্ট টিভি, ফার্নিচার, হাড়ি-পাতিল....ঠিক আছে। কিন্তু স্মার্ট বাংলাদেশ শুনলে মনে হয় কেউ যেন রসিকতা করছে বা ব্যঙ্গাত্মক অর্থে কিছু একটা বলার চেষ্টা করছে।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা কিংবা উনার সরকারের কেহ ইহার ডেফিনেশন বুঝার কথা নয়; অর্থ না'বুঝেই তোতার মত বলে যাচ্ছে।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আধুকায়ন এর বিশেষ অর্থ বোধহয় স্মার্ট
......................................................................
তবে একথা সত্য আধুকায়ন এর ফলে অনেক স্হানে সময় বেচেঁছে
নীচু লেভেলে দুর্ণীতি কমেছে ।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২১

সোনাগাজী বলেছেন:


আপাতত স্মার্ট সিষ্টেম ও সমসজ ব্যবস্হা গড়ে তোলার চেষ্টা করছে ইউরোপ ও আমেরিকা; শেখ হাসিনা যা করছেন যেটা হলো দুষ্ট, চোর ও লা ঠিয়াল সৃষ্টি।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৮

নূর আলম হিরণ বলেছেন: ডোনাল্ড ট্রাম্পের “মেইক এমেরিকা গ্রেট এগেই“ স্লোগান বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২২

সোনাগাজী বলেছেন:




সেটা নতুন রেসিজমের বেইজ গড়েছে।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

কথামৃত বলেছেন: ভোটে দাঁড়াও, মাল কামাও, কোটিপতি হও

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৪

সোনাগাজী বলেছেন:



বসুন্ধরা, আলাম ব্রাদার্স ও প্রাইভেট ইউনিভার্সিটির মালিকদের কাছে সেকার থেকে বেশী ভুমি ও টাকা আছে।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭

কলাবাগান১ বলেছেন: আপনাকে পুরাপুরি সেইফ করে নাই এটা আমি বুঝতে পারি নাই.....আমার ব্লগ বিরতি ভাংগা উচিত হয় নাই

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৫

সোনাগাজী বলেছেন:




আপনি ব্লগিং করেন; আমাদের এডমিন সাহেব বিপ্লবী বাংগালী, উনার হাতে কাজ কম।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সব হাস্যকর কথা আওয়ামীলীগ সরকারকে কারা শিখিয়েছে কে জানে। এতো বছর রাজনীতি করে একটা জিনিসই শুধু শিখেছেন সেটা হল যে কোন মূল্যে কিভাবে ক্ষমতায় যেতে হয়। জনগণ মরে যাক সমস্যা নাই। বিএনপি তো আরেক কাঠি উপরে তাদের রাজকারদের সঙ্গী বানাতেও বাধেনি। যে মহিলা নিজের দুই ছেলেকে মানুষ করতে পারে না সে দেশ কিভাবে চালাবে।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

সোনাগাজী বলেছেন:


ব্যুরোক্রেটরা ও ঋণখেলাপীরা মিলে শেখ হাসিনাকে তোতা পাখী বানিয়ে দিয়েছেন।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩০

রানার ব্লগ বলেছেন: দেশ নিয়ে আমি হতাশ নই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের চালচলন আর কথাবার্তা শুনলে হতাশ না হতে চাইলেও হতে হয় । তার উপরে ফেরদৌস , মাহিয়া মাহী, সাকিব আল হাসান, মাশরাফির মতো কুদক্ষ আর গর্ধভদের যখন নমিনেশান দেয়া হইয় ।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৮

সোনাগাজী বলেছেন:



পার্লামেন্ট ভবনটা বসুন্ধরাকে দিয়ে দিলে রিসার্ভ সমস্যা করে যাবে; উনি ওখানে বানরের ফার্ম খুলেছেন।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

কামাল১৮ বলেছেন: এবারের ইশতেহারের ভালো দিক হলো অনেকগুলি ভুল স্বিকার করা হয়েছে।কিছু স্বপ্নের কথা আছে।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

সোনাগাজী বলেছেন:



আগের ইশতিহারে ভুল এবার ধরা পড়েছে; এটার বাঁদরামী আগামীতে ধরা পড়বে; সমস্যা নেই।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪১

কামাল১৮ বলেছেন: মালোচনা করার সময় আমরা অনেক কথাই বলি।আমরা নিজারা কি করছি সেটা কি ভেবে দেখেছি কখনো।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

সোনাগাজী বলেছেন:



সমালোচনা করার সময় আপনি ভুল করেন; আমি ভুল করি না। আমি আজীবন বিদেশে কাজ করেছি, দেখছি মানুষ ও বানরের মাঝে পার্থক্য আছে।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৯

মিরোরডডল বলেছেন:




উনি ইলেকশানের আগে কি বলেন, ও পরে কি করেন, সেটার মাঝে কোন মিল নেই।

বাংলাদেশের রাজনীতিবিদ মানেই অলমোস্ট সবাই এখন এরকম।
কথার সাথে কাজের মিল নেই।

যত চাপাবাজি শুধুই মুখে মুখে।
সাধারণ মানুষ এখন চরম বিরক্ত!

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩

সোনাগাজী বলেছেন:



যারা এমপি হচ্ছে, ওরা উনাকে প্রাইম মিনিষ্টার বানানোর পর ব্যবসা বাণিজ্য গড়বে, চাঁদাবাজি করবে, এই হলো ওদের ৫ বছরের প্ল্যান।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

বাউন্ডেলে বলেছেন:
অত্যান্ত নিম্ন মানের সমালোচনা। মন্দের ভালো শেখ হাসিনার সরকার আছে বলেই দুনিয়ার সবচেয়ে ঘনবসতিপুর্ন এই দেশের মানুষ একনো পেটে কিছু দিয়ে কম্বল মুড়ে ঘুমাতে যেতে পারছে। এসব এবং যাতায়াত উন্নয়ন, প্রনোদনা দেখে কারো গায়ে জ্বলুনী হচ্ছে- বটে কিন্ত্তু দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল,স্মার্ট, পরমানু বিভাজন, মহাকাশ ভ্রমন -প্রধানমন্ত্রীর এগুলো বোঝার জন্য দরকার নাই। সংশ্লিষ্টরা বুঝলেই দেশ এগিয়ে যাবে- ভেতো বাঙ্গালীরা এটা এখন বোঝে। বোঝেনা শুধু উরা-ধুরা খবরে বিভ্রান্ত হওয়া বার্গার ভোজী প্রবাসী বাঙ্গালীরা। অথচ খোদ আমেরিকায় মানষিক রোগীদের এলাপাতারী গুলিতে মারা গেছে এ বছর ২৪,০০০/- আমেরিকান । আহারে স্বপ্নের দেশ, স্বপ্নেই হচ্ছে সলিল সমাধি।
তারপরেও হাসিনার সমালোচনা যুক্তিহীনি ইগোর বশবর্তী হয়ে যারা করছে- তারা মুর্খ নয়, বাংলাদেশের একজন কৃষকের চেয়েও অচেতন গান্জাখোর। অবিলম্বে আপনাকে ভীমরতি থেকে বেরিয়ে এসে সঠিক উপলব্ধি পদ্ধতি শেখার জোর দাবী জানাচ্ছি।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:



আধুনিক অর্থনীতি ও ফাইন্যন্সের উপর কয়েকদিন লেখাপড়া করেন, তখন দেশের মানুষের HDI বুঝার শুরু করবেন ও আপনার মগজ সচল হবে; লিলিপুটিয়ানতা কমে আসবে।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫

বাউন্ডেলে বলেছেন: আপনার অবগতির জন্য আগেই জানানো হয়েছে এসব আমাদের বোঝার দরকার নেই- দেশের অর্থনীতিবিদদের বুঝলেই হবে। আমরা ফল দেখার মালিক- দেখছি। এর চেয়ে উন্নত টেকনোলজি জানা থাকলে নেমে পড়ুন। গারবেজ মন্তব্য থেকে মুক্ত থাকুন।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:



আপনার কোন কিছুই বুঝার দরকার আছে বলে মনে হচ্ছে না!

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে যা লিখেছেন। এবং যা মন্তব্য করেছেন- একদম পারফেক্ট।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা নিজকে হাসির পাত্র বানায়েছে, স্মর্ট পায়খানা

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার ভাবটা এরকম,
মেট্রোরেল করছি, পদ্মাসেতু করছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছি, টার্নেল করছি কতশত রাস্তা করছি। অনেক করে ফেলছি। তবুও জনগনের মন পাইলাম না।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



ঐগুলো উনি উনার পারিবারিক সম্পদ থেকে করেননি; আরো অনেক কিছু করা যেতো সেই টাকায়।

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১

প্রামানিক বলেছেন: বাস্তবতার নিরিখে অনেক গুরুত্বপূর্ণ কথাই বলেছেন।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:


বুদ্ধিমানরা নিজদের স্মার্ট বলছে না, ঢাকার মশার কামড় খেয়ে মানুষ ডেংগুর চিকিৎসা পাচ্ছে না; উনি স্মার্ট বাংলাদেশ করছেন! উনার লোকেরাই ব্যাংকের টাকা নিয়ে যাচ্ছে, ইয়াবা ব্যবসা করছে।

২০| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

বিজন রয় বলেছেন: আপনারো যারা আমেরিকায় থাকেন তারা দেশে এসে সমস্যা সমাধানের চেষ্টা করেন।
ওখানে বসে কথা বলে কি লাভ, তারেকের মতো?

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

সোনাগাজী বলেছেন:



তারেক অপরাধ করে দেশ ছেড়েছে, আমরা ১ কোটী পরিবারের জন্য আয় করতে ও একই সাথে আপনাদের জন্য সামান্য হার্ড-কারেন্সী যোগাড়ের চেষ্টা করছি; আপনারা তো টাকা ছাপান ও টাকায় ইলিশ মাছ কেনেন; তেল কেনার সময় আমাদের সাহায্য লাগে।

২১| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২

বিজন রয় বলেছেন: আমি জানতাম আপনি এই উত্তর করবেন, সেটা মন্তব্যে বলতেও চেয়েছিলাম।

ওসব মুখস্ত কথা না বলে দেশে আসুন , রাজপথে দাঁড়ান।
আপনাদের মতো সাহসী ও বিজ্ঞ মানুষ খুব দরকার দেশে।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করছি।

২২| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

বাউন্ডেলে বলেছেন: ভীমরতির চুড়ান্ত পরিনতি- ঢাকার রাজপথে গড়াগড়ি। =p~

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৩

সোনাগাজী বলেছেন:


ঢাকার রাজপথে মওলানা ছিলেন, এরশাদ ছিলো, আপনিও ছিলেন।

২৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আমেরিকা-কানাডার সাথে তুলনা করলে তো হবে না। আমরা বাংলাদেশিরা এখনও তাদের চেয়ে শতগুণ পেছনে পড়ে আছি। তাই এসব শব্দ এখনও আমাদের নতুন লাগে। আর আমাদের আপা বা আরও রাজনীতিকেরা শব্দগুলো নতুন চর্চা করছেন।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৩

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে বিদেশী কুটনীতিবিদরা আছে; ওরা উনাকে নিয়ে হাসাহাসি করে নিশ্চয়ই।

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২০

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশের জনসংখ্যা ৫ কোটি হলে তখন HDI মাথাপিছু আয়, জীবনযাত্রার মান কেমন হতো? সরকারগুলির দেশ চালাতে সুবিধা হতো, না অসুবিধা হতো?

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৫

সোনাগাজী বলেছেন:



আজকের বিশ্ব শিক্ষিত জনসংখ্যা হচ্ছে বিশাল ক্যাপিটেল; অশিক্ষিত হলো মাথাব্যথা; উনি মানুষকে গাধা বানানোর জন্য প্রাইভেট ইুনিভার্সিটি ইতয়াদি করেছেন। মাথাপিছু জমি হিসেবে ৫ কোটী ভালো করতো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.