নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েল কি ১ জন বন্দীকেও মুক্ত করার মতো বুদ্ধিমান নয়?

২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫



ফিলিস্তিনে নির্মম গণহত্যা ব্যতিত ইসরায়েল এবার কোনভাবে বিশ্বকে কোন কেরামতি দেখাতে পারেনি; ইসরায়েল বাহিনী "মাত্র ১ জন বন্দীকেও মুক্ত করতে পারেনি ছোট একটি এলাকা থেকে"; ইহা বুদ্ধিমান ইহুদী জাতি, ভয়ংকর মোসাদ, ষড়যন্ত্রকারী জিওনিষ্ট, শক্তিশালী সেনা-বাহিনী নিয়ে ইহুদীদের সব মাইথোলোজীকে কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে করে দিয়েছে।

ইসরায়েলী বাহিনী নাকি কিসব বালছাল AI ব্যবহার করছে "টার্গেট নির্ণয়" করার জন্য? তা'হলে, কি করে তারা তাদের ৩ জন মুক্ত হওয়া বন্দীকে স্নাইপার বুলেটে কাবাব বানালো? আসলে, টার্গেটিং এর জন্য ওদের কোন বালছাল AI নেই, ওরা শুধু বোমারু বিমান গুলোতে এইমিং অটোমেশান প্রয়োগ করে, বাড়ীর পর বাড়ির ধ্বংস করে শিশু ও নারীদের হত্যা করে চলেছে, যাতে ফিলিসতিনীরা মানসিকভাবে ভেংগে পড়ে ।

২২ * ৬ বর্গ কিলোমিটারে ২ লাখের বেশী সৈন্য প্রবেশ করায়ে দিয়েও তারা কোন বন্দীর অবস্হান বের করতে পারলো না? এগুলো কি সৈন্য, নাকি কসাই দোকানের মিটকাটার? হিটলারের বাহিনীর মতো এই বাহিনীও মানুষ হত্যা করে মানসিক রোগীতে পরিণত হয়েছে, এগুলো আদৌ কোন সৈন্য নয়।

ভিডিওতে আমি ইসরায়েলী সৈন্যদের অনেক দুর থেকে শক্তিশালী রাইফেল থেকে গুলি ছুঁড়তে দেখছি, এদের ভিডিওতে কখনো হামাসের অবস্হান দেখানো হয় না; ভয়ে কি এরা বাতাসে গুলি ছুঁড়ছে? ৮৪ দিনের যুদ্ধের প্যাটার্ণ দেখে মনে হচ্ছে, বাকী ১২৯ জন বন্দীকে খুঁজে বের করার জন্য ২৪ লাখ গাজাবাসীকে হত্যা করতে হবে। এই দুর্বলতা প্রকাশ হওয়ার পর, ইসরায়েলের শক্তির মাইথোলোজী বাতাসে উবে যাবে।

এই যুদ্ধ শেষে যেভাবে হামাস বাড়বে, তেল আবিবেও ঘুম হারাম হয়ে যাবে। সব আরবেরা মিলে শ্লোগান তোলার সময় হয়েছে যে, ইউরোপের সুদখোরদের আরব এলাকা থেকে সরায়ে নাও; তাদের AI দিয়ে তারা নিউইয়র্কে ভালো সুদের ব্যবসা চালাক, আরবদের এলাকায় এসব ইঁদুর পোষার দরকার নেই।



মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: আপনি যুদ্ধের ভিডিও গুলো দেখবেন না। কেন শুধু শুধু মানসিক চাপ নেবেন? তাতে আপনার প্রেসার বাড়বে।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

সোনাগাজী বলেছেন:



ঢাকার মশা যেভাবে ঢাকাবা বাসীর জীবনকে দুর্বিসহ করে তুলেছে, এই ক্ষুদ্র ইহুদী বসতি বিশ্বকে অস্হির করে তুলেছে। এরা হ্যামিলনের ইঁদুরের মতো বিশ্রী অবস্হার মাঝে টেনে এনেছে বিশ্বের মানুষকে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৩

বিজন রয় বলেছেন: তারা বন্দীকে মুক্তি করবে কেন? মুক্তি করলে তো যুদ্ধ বন্ধ করতে হবে, এটুকু বোঝেন না?

২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮

সোনাগাজী বলেছেন:



৩ বন্দীকে নিজেদের গুলিতে কাবাব বানানোকে কিভাবে ব্যাখ্যা করবেন?

আপনি দেখছি ড: এম আলীকেও প্রেমের কবিতার মাঝে টেনে নিয়েছেন! কবিতার সংকলনের কথা বলে, উনাকে লোভী বানায়েছেন।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৬

বিজন রয় বলেছেন: কয়েকজন বন্দীর বিনিময়ে তারা ইতিমধ্যে ২২০০০ হত্যা করেছে, এর মধ্যে শিশু অনেক বেশি। তার মানে হলো হামাসের একটি প্রজন্ম শেষ, যারা বড় হয়ে হামাস হতো। আর তাদের অবাকাঠামোর কথা বাদ দিলাম।
যুদ্ধ কিভাবে বন্ধ হবে সেটা বলুন।
সাধারণ মানুষ কিভাবে রক্ষা পাবে সেটা বলুন।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



সিরিয়া, মিশর ও জর্ডান যদি ঘোষণা দিতো যে, গাজায় আর ১ জন শিশু প্রাণ হারালে তারা ইসরায়েলে সেনাবাহিনী পাঠাবে, তখন ইসরায়েল নড়েচড়ে বসবে।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪

শাহ আজিজ বলেছেন: সমস্যা সেই কুলেই রয়ে যাবে সমাধান হবে না । ইস্রায়েলি বাহিনীর নানা কায়দা কানুন শুনেছি এখন দেখছি ওরা ফক্কু রীতিমত । হামাস এতো বড় বিশাল বাহিনিকে নিয়ে খেলছে । যুদ্ধ মনে হচ্ছে ছড়িয়ে পড়বে ।


গৃহহীন , খাদ্যহীন , স্বজনহীন ফিলিস্তিনিদের কি হবে ?

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:



আরবরা কিছুই করবে না; ফিলিস্তিনীরা ইডিয়ট হামাস ও নিষ্ঠুর ইহদীদের গণহত্যার মাঝে ক্রমেই নিশেষ হয়ে যাবে।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

প্রামানিক বলেছেন: দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:


বিশ্বকে অশান্তিতে ভরে দিচ্ছে ভয়ানক ইহুদীরা।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আফসোস!

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩২

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল বন্দীদের মুক্ত করার নামে গাজায় হত্যাকান্ড চালাচ্ছে; নেতানিয়াহু কিছু ইহুদীকে বলি দিয়ে আরবদের ভীতির মাঝে রাখবে।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২১

কামাল১৮ বলেছেন: গাজায় সৈন্য প্রবেশ করিয়ে ইসরায়েল অনেক সৈন্য হারিয়েছে।অনেকটা গোলক ধাঁধার মতো।উপরে নিচে সমান ধাঁধা।খুঁজে বের করা অনেক কঠিন কাজ।সুঁড়ঙ্গ দিয়ে মিশরে নিয়ে রাখতে পারে।হামাসের হাতে জিম্মিরা দাবার গুটি।আগের থেকে হামাস অনেক উন্নত।এই যুদ্ধ চলবে প্রজন্মের পর প্রজন্ম।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল বিশ্বের কাছে সোল্যুশন না'চেয়ে, হত্যাকান্ড চালায়েছে, এখন ভালোই সমস্যার মাঝে পড়েছে।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৫

কামাল১৮ বলেছেন: আপনার আগের লেখার সাথে স্ববিরোধী হয়ে যাচ্ছে।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:


নেতানিয়াহু যে, বিশ্বের মতামতের বাহিরে গিয়ে নিজ পায়ে কুঠার মারবে, সেটা আমি ভাবিনি

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
হামাস কে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত ইসরাইল ফিরে যাবে না। যাওয়া উচিতও হবে না।
জিম্মি দের সম্পূর্ণ মাইনাসের খাতায় হিসাব করেই ইসরাইল সর্বাত্মক হামলা চালিয়েছে।
হামাস যদি দেশের ভালো চাইত সে প্রথম দিনই সব জিম্মি মুক্তি দিয়ে যুদ্ধ বিরতির আহবান জানাইত।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১০

সোনাগাজী বলেছেন:



হামাস ফিলিস্তিনীদের গণতয়ার শিকারে পরিণত করেছে; তবে, তারা মিশর, সিরিয়া ও জর্ডানে ছড়িয়ে পড়বে; আরবেরা আরো তলিয়ে যাবে।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

আঁধারের যুবরাজ বলেছেন: @কামাল১৮ বলেছেন: আপনার আগের লেখার সাথে স্ববিরোধী হয়ে যাচ্ছে।

- মানুষের স্ববিরোধিতার স্বাধীনতা বোধহয় থাকা উচিত। সময় এবং পরিস্থিতির প্রেক্ষিতে মানুষের চিন্তার পরিবর্তন হয়।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১১

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল সারা বিশ্বের মানুষের চাওয়ায় লাথি মেরে মানবতা থেকে সরে গেছে, যা ভাবনারও বাহিরে।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: মোসাদের গুণকীর্তন শুনে আসছি সবসময়। তারা নাকি তাদের শত্রুদের পৃথিবীর যেকোনো জায়গা থেকে খুঁজে বের করতে পারে। অথচ গাজায় তাদের বর্বরতা দেখে মনে হয় এদের মতো নির্বোধ আর নেই। তারা বড়জোর ইসরায়েলি হত্যায় জড়িত হামাস সদস্যদের শাস্তি দিতে পারত, জিম্মি উদ্ধারে গোপন অভিযান চালাতে পারত যাতে নিরপরাধ মানুষ না মারা যায়। তারা কী করল গণহত্যা শুরু করল। কাজের কাজ কিছুই হলো না। জিম্মি মারা পড়ল, বাকিরাও হয়তো মারা পড়বে। আর পৃথিবীবাসী তাদের ধিক্কার দিচ্ছে। সারাজীবন নির্যাতিত হয়ে করুণা অর্জন করেছিল, এখন মানুষ থুথু দিচ্ছে। এমন সময়ও আসতে পারে এদের কেউ আশ্রয় দেবে না। শুধুমাত্র গায়ের জোরে কাউকেই তোয়াক্কা করছে না। এরা ভুলে গেছে চিরদিন কাহারও সমান নাহি যায়।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩৬

সোনাগাজী বলেছেন:




২য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দিন অবধি লাথি খেয়ে আসছিলো; অবস্হা আগের মতো হবে।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



ইসরাইলী সেনাবাহিনী নিয়ে বিশ্লষন যুতসই হয়েছে ।
সামান্য অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র শুক্রানো হতে মায়ের গর্ভে
জন্ম নেয় যে শিশু সেই একদিন কত বড় হয় , সরিষা
হতেও ক্ষুদ্র একটি বীজ হতে জন্ম নেয় বিশাল বটবৃক্ষ।
তেমনি গাজার কোন সুরং এর ভিতরে একজন মাত্র
ফিলিস্তিনীও যদি বেচে থাকে তাহলে সেটাই বিশাল
বাহিনী হয়ে যেতে পারে । আবার বিশাল পর্বতোও
ভুগর্ভ হতে উত্থিত সামান্য একটি ভুমিকম্পেই চুর্ল
বিচুর্ণ হয়ে যেতে পারে । তবে সব কিছুর জন্য
ধৈর্য ধারণ করা প্রয়োজন হয়ে পরে ।
অতীতে বহু শক্তিশালী জাতি ধংস হয়ে গেছে
তাদের বারাবাড়ী আর অহংকারের কারণে ।
তাই মহাশক্তিমান আল্লার ইচ্ছাক্রমে যে কোন
পরিনতিই ঘটে যেতে পারে যে কোন সময়ে
যে কারো জন্যই । আল্লাহ কারো প্রতি
অবিচার করেন না ,যে যেমন কর্ম করে
তাকে তেমন ফল দেন । আল্লাহ বলেন
আমি যা জানি তোমরা তা জাননা ।
তাই মানব জাতিকে তিনি হিতকর
সৎ কাজে নিয়োজিত থাকতে বলেন।
তা না হলে মারাত্মক বিপদ অনিবার্য।
কারো কাছে বিপদ কিংবা সুদিন আসাটা
আমাদের কাছে দীর্ঘকালীন সময়
মনে হলেও মহাকালের হিসাবে তা
মাত্র কয়েক মিনিট বা সেকেন্ড
সমতুল্য ।
যাহোক কামনা করি সকলের মাঝে সুমতি
আসুক , পৃথিবী হোক শান্তিময় সকলের জন্য ।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:০৮

সোনাগাজী বলেছেন:



হিটলার তাদেরকে মানুষ হিসেবে গণ্য করেনি; এখন তারা হিটলার হয়েছে; আবার সারা পৃথিবীর লাথি খাবে।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:১৭

ডঃ এম এ আলী বলেছেন:
সঠিক কথা বলেছেন

৩০ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:১৩

সোনাগাজী বলেছেন:



এরা ও ইউক্রেন বিশ্বের শান্তি বিনষ্ট করে চলেছে।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টিভি নিউজে দেখলাম,
ইসরায়েল জনগন সরকারে রে কাছে প্রশ্ন করছে,
কেন এই অনৈতিক যুদ্বে তাদের সন্তানেরা প্রান হারাচ্ছে ?
হাসপাতালের আহত যোদ্বারা ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সহিত দেখা করতে অস্বীকার করেছে ।
ইসরায়েল সেনার প্রায় ৫০০র অধিক মানসিক বিকারগ্রস্হ হয়ে পড়েছে ।
ইসরায়েল - গাজার এই অহেতুক যুদ্ধ ,
পৃথিবীর জন্য আরও অনেক বার্তা নিয়ে আসবে ।


৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:২২

সোনাগাজী বলেছেন:



এখনো ২৫/৩০ ভাগ ইহুদী ফিলিস্তিনকে দেশ করার পক্ষে আছে।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

হাসান রাজু বলেছেন: আমি অনেকদিন আপনার পোস্ট পড়িনি। তাই বুঝছি না, বোল পাল্টালেন কবে ? পুরো U টার্ন !

৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫

সোনাগাজী বলেছেন:




আমি যুদ্ধ অনুরণ করছি, আপনি কি অনুসরণ করছেন?

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৩

কালো যাদুকর বলেছেন: এগুলো আর সহ্য করার পর্যায়ে নেই। আমার মনে হয় এদের বাস্তুহারা হয়ার সময় এসেছে।

সব ক্লাসে বুলি থাকে, আসে পাশের সবাইকে জ্বালায়, যন্ত্রনা দেয়। তাই বলে এদের কেউ পছন্দ করে না। এত কিছু করে মধ্যপ্রাচ্যে এরা কখনো শান্তিতে থাকতে পারবে না।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮

সোনাগাজী বলেছেন:



এবার ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকে অগ্রাহ্য করেছে; তবে, ফলাফল হবে ভয়ংকর।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

বাকপ্রবাস বলেছেন: হাসান রাজু বলেছেন: আমি অনেকদিন আপনার পোস্ট পড়িনি। তাই বুঝছি না, বোল পাল্টালেন কবে ? পুরো U টার্ন !

ব্যাপারটা আমার চোখেও বিধেছে, আপনি কিছুটা সরে এসেছেন আগের অবস্থান থেকে

৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫০

সোনাগাজী বলেছেন:



বন্দি মুক্ত করার নামে শিশু ও নারী গণহত্যা বুঝতে আমার সময় লাগেনি।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: অকারণে বাড়াবাড়ি করে ইসরাইল নিজের ক্ষতি করছে।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫২

সোনাগাজী বলেছেন:



যদি আরব সরকারগুলোর মাথায় মগজ থাকে, ইহুদীদের অবস্হা ১ম বিশ্বযুদ্ধের আগের মতো হয়ে গেছে: কোন দেশে থাকতে পারবে না এরা।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

রিদওয়ান খান বলেছেন: মুসাদ ফুসাদ আর র যাই বলুন। এসবগুলোই গ্যাং কিলার। কিলিং ছাড়া এরা সেকেন্ড কোন ছক আকতে পারেনা। একে মেরে ওকে দিয়ে ছক আকে আবার ওকে মেরে ওর শত্রুকে দিয়ে ছক আকে। মূলত এরা সবাই কিলার।
হামাস, হিজবুল্লাহ, হুতিদের বর্বর বানিয়ে ওরা নিজেদেরকে সাধু প্রকাশ করে আসছিলো কিন্তু দিনশেষে সকলের আসল রূপই প্রকাশ পায়।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

সোনাগাজী বলেছেন:


হিটলার এদেরকে শিয়াল কুকুরের মতো মেরে, এদের মাঝে প্রচুর জল্লাদের সৃষ্টি করে গেছে।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

সোনাগাজী বলেছেন:




আপনার পরিবারের জন্য নববর্ষের শুভেচ্ছা রলো।

২১| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওরা শান্তি প্রিয় না। যারা শান্তি বিনষ্টকারী তাদের পরণতি যে ভয়াবহ তা চোখে না দেখা পর্যন্ত বুঝা যায়না। দেখতে থাকি। আপনার বিশ্লেষণ অনেক সুন্দর হয়েছে।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:



ইহুদূরা তলে তলে হিটলার হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.