নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

২০২৪ সাল বাংলাদেশের জন্য কেমন হতে পারে ভাবছেন?

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৪



৭ই জানুয়ারীর পর, শেখ হাসিনা পুনরায় সরকার গঠন করে আগের পদসমুহে আবারো বহাল থাকবেন; বাংলাদেশেক উনি ডিজিটেল বাংলাদেশ থেকে "স্মার্ট বাংলাদেশ"এ প্রমোশান দিবেন; এতে ব্লগারেরাও স্মার্ট হয়ে যাবেন: সামুতে ভালো লেখা আসবে, প্রেমের কবিতা আরো বেড়ে যাবে ( অবশেষে ড: এম আলীও প্রেমের কবিতা লিখেছেন )।

বিশ্বের জন্য ২০২৪ সাল হবে বেশ ভয়ংকর বছর: ২টি একটিভ যুদ্ধ চলছে: গাজায় চলছে গণহত্যা, আর ইউক্রেনে ন্যাটোর হয়ে ভাড়াটিয়া যুদ্ধ করছে ইউক্রেনের জিলেনস্কি। সুদানে চলছে সেনাবাহিনীর মাঝে যুদ্ধ। আরেকটি সমস্যা সামনে এসে বসে আছে, চীনের তাইওয়ান দখল।

এসব যুদ্ধ মানুষের মনের উপর প্রভাব বিস্তার করে থাকার ফলেে অনেক জাতি অর্থনৈতিক ও ক্লাইমেট পরিবর্তনের মতো বড় সমস্যার দিকে মনোনিবেশ করার সময় পাচ্ছে না।

বিশ্ব মোড়লের আভ্যন্তরীণ সমস্যা বিশ্বকে চিন্তিত করছে; বয়স্ক প্রেসিডেন্ট বাইডেন আন্তর্জাতিক রাজনীতি/অর্থনীতিতে ভালো করতে পারেনি: চীনারা প্রায় সবক্ষেত্রেই আমেরিকাকে চ্যালেন্জ করছে; চীন যদি কালকে তাইওয়ান দখল করে নেয়, আমেরিকা তেমন কিছু করতে পারবে না; ইহাতে দক্ষিণ কোরিয়া ও জাপান খুবই শংকিত হয়ে পড়বে।

আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় এলেও তেমন কোন পরিবর্তন আসবে না; একামত্র ইউক্রেন যুদ্ধ থামার সম্ভাবনা আছে; কিন্তু আমেরিকার আভ্যন্তরীণ সমস্যা বেশী বেড়ে যাবে। তার ফলে, আমেরিকা বিশ্বের দিকে বেশী নজর দিতে পারবে না। আমেরিকার প্রভাব কমলে, চীনারা বিশ্বের সব সরকারগুলোকে ব্যবসায়িক কারণে চোর-ডাকাতে পরিণত করবে।

স্মার্ট বাংলাদেশের রূপরেখার মাঝে শেখ হাসিনা বলেছেন যে, "নতুন চাকুরী সৃষ্টি করবেন"; করতে পারুক বা না'পারুক ( না'পারার সম্ভাবনা ৯৯ ভাগ ) কমপক্ষে এই প্রয়োজনীয় বাক্যটা যোগ করেছেন; অন্য কোন বাংগালী কোনভাবে এই বাক্যটা উচ্চারণ করতে জানেন না। দেশের রিজার্ভ নাকি ৪৮ বিলিয়ন ডলার থেকে কমে ২৮ বিলিয়নে চলে এসেছে? রিজার্ভ কিভাবে কমে, উহা আমার মাথায় ঢুকে না, আপনাদের কারো কোন ব্যাখ্যা আছে এই ব্যাপারে?

ব্যাংকগুলো সাধারণ মানুষকে ক্যাপিটেল দিতে চাহে না, সব টাকা চলে যায় বসুন্ধরা, আলম ব্রাদার্স, শিকদার ব্রাদার্শ, বেক্সিমকোর হাতে; ওরা ক্রমেই সব সুযোগ দখল করে নিয়েছে; সাধারণ মানুষের জন্য কিছুই থাকছে না; আমাদের মতো দেশে এসব দৈত্যের দরকার নেই। মানুষ নিজের একাউন্ট থেকে ৫ লাখ টাকা তুলতে গেলে ম্যানাজারেরা বলে তারল্যের অভাব; কিন্তু সরকার বলে, দেশে তারল্যের অভাব নেই।

দেশ যদি স্মার্ট হয়ে যায়, পেঁয়াজের দাম বাড়বে না আর; ঢাকার ক্রেতারা এআই ব্যবহার করে সীমান্ত বাজার থেকে কমদামে পেঁয়াজ কিনতে পারবেন। শেখ হাসিনা সরকার গঠন করার পরদিন থেকে আপনারা স্মার্ট পোষ্ট দেয়ার শুরু করবেন কিন্তু, ভুললে চলবে না।


মন্তব্য ৪৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: টাকা পাচার কিছু দিনের জন্য কমতে পারে। ব্যবসায়ীদের মন থেকে রাজনৈতিক অনিশ্চয়তার দ্বন্দ্ব দূর হতে পারে। ফলে কিছু ব্যবসায়ী ব্যবসায়ে মনোযোগী হতে পারে। সরকারি দলের লোকেরা নতুন উদ্যমে লুটপাট শুরু করতে পারে। কারণ নির্বাচনের ভয় কেটে যাবে তখন। ডলারের দাম ১৫০ হয়ে যেতে পারে। কিন্তু আমার ধারনা এই কারসাজি করছে ব্যাংকগুলি। সরকার চাইলে ডলারের দাম নিয়ন্ত্রণ করতে পারে। এই অস্বাভাবিক দামের পিছনে কিছু কারসাজি আছে।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১০

সোনাগাজী বলেছেন:



ভোটের কথা ভেবে, অনেক ধনী চোর-ডাকাত ও ব্যবসায়ীরা ক্যাশ ডলার কিনেছিলো ; নতুন করে কিনবে না; এতে মুল্য উপরের দিকে না যাবার সম্ভাবনা। নতুন এমপি'রা ব্যবসা দখল ও চাঁদাবাজী করে শুরুতে বেশ ঝামেলা করবে। সরকারী ব্যাংকগুলো আসলে দেশের সবচেয়ে ভয়ংকর চোর-ডাকাতদের আড্ডাখানা।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪

প্রামানিক বলেছেন: প্রত্যেক বছর আশা করি ভালো কিন্তু পরিস্থিতি উল্টে যায়।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১১

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যতদুর জানেন, সেভাবে চালালেও কোনভাবে চলতো; কিন্তু দেশ চালাচ্ছে ব্যুরোক্রেটরা ও ব্যবসায়ীরা মিলে।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

শাহ আজিজ বলেছেন: আমরা রেডি ডিজিটাল থেকে স্মার্ট মানে হাফ প্যান্ট ছাইড়া লুঙ্গিতে কাছা দিতে প্রস্তুত । কলিকাতা হারবাল খাইয়া তারল্য সংকট দূর করুম খোদার কসম । আপ্নে -----------------------??

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



আমার বয়স তো আপনার থেকে বেশী; কলিকাতার ব্যবসা আমেরিকায় নেই।

কুটনীতিবিদরা যখন শেখা হাসিনার স্মার্ট বাংলাদেশের কথা শুনে হাসেন, উনার কি ভালো লাগে? উনি নিজকে জোকার বানাচ্ছেন!

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

ফেনা বলেছেন: প্রতিদিন -ই লাখ লাখ শিক্ষিত বা অশিক্ষিত আর দক্ষ ও অদক্ষ বেকার বাড়ছে। আমার মনে হয় সরকার চাইলে এই সমস্যা তুরিমেরে সমাধান করতে পারে। যা দেশের রিজার্ভ আর অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। (যদি স্বদিচ্ছা করে তাহলে) :)

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪

সোনাগাজী বলেছেন:



সরকারের মাঝে এই ধরণের কোন লোকজন আছে বলে আপনার মনে হয়? যারা এমপি হতে যাচ্ছে, তাদের বক্তব্য শুনে কি এদেরকে বুদ্ধিমান বলে মনে হয়, নাকি কাউয়া বলে মনে হয়?

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: ১। আগামী বছর ধনী লোকদের সংখ্যা বাড়বে।
২। বাইক, গাড়ি, ফ্লাট অনেক বেশি বেচাকেনা হবে।
৩। নব্যধনীরা ইউরোপ আমেরিকা বেড়াতে যাবে।
৪। মন্ত্রী এমপিরা সীমাহীন টাকার মালিক হবে।
৫। রাজনীতিবিদদের ছত্রছায়ায় থাকা মানূষজন সীমাহীন টাকার মালিক হবে।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:



কাজ করে ধনী হলে জাতির অবস্হা ভালো হয়ে যেতো' কিন্তু অন্যদের সম্পদ ও সুযোগ দখল করে ধনী হওয়াতে সাধারণ মানুষ কিছুতেই ভাগ্য পরিবর্তনের সুযোগ পাচ্ছে না। বেকারত্বের কারণে দেশ টং দোকানে ভরে গেছে। টং দোকান গুলো দেখলে মানুষের মনে ভয় ঢুকে যাবার কথা।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: ১। দরিদ্র ও অসহায় লোকের সংখ্যা বাড়বে।
২। ভিক্ষুকদের সংখ্যা বাড়বে।
৩। বেকারদের সংখ্যা বাড়বে।
৪। চুরী ছিনতাই ডাকাতি বাড়বে।
৫। দেশের শিক্ষিত সমাজ দেশ ছেড়ে চলে যাবে।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা ভাবছেন যে, বিএনপি-জামাতকে ক্ষমতা থেকে দুরে রাখাই উনার একমাত্র দায়িত্ব, মানুষ নিজের চেষ্টায় বেঁচে থাকুক।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

রানার ব্লগ বলেছেন: সংঘাতময় !!

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:



কোনদিক থেকে? বিএনপি-জামাত চুপ হয়ে যাবে। সাধারণ মানুষের ক্ষোভ থাকবে, কিন্তু মানুষ কিছু বলার মতো সাহসী হবে বলে মনে হয় না।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০

ফেনা বলেছেন: লেখক বলেছেন:

সরকারের মাঝে এই ধরণের কোন লোকজন আছে বলে আপনার মনে হয়? যারা এমপি হতে যাচ্ছে, তাদের বক্তব্য শুনে কি এদেরকে বুদ্ধিমান বলে মনে হয়, নাকি কাউয়া বলে মনে হয়?
--- আসলে কি বলব!!! দেশের এবং দেশের পরিচালনায় যারা আছে তাদের নিয়ে আলোচনা করতে মাঝে মাঝে বেশ সরমই লাগে। প্রবাশে থাকি, অন্য দেশের লোকজনের সাথে কথা বলার সময় নিজেকে খবই ছোট মনে হয়।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যদি "কৌশলে ভোট" করবেন, তা'হলে সেখানে দক্ষ লোকদেরই জয়ী করে, ১টি শক্তিশালী পার্লামেন্ট গঠন করে, দেশের জন্য দরকারী আইন তৈরি করে, দেশকে উন্নত করতে পারতেন; উনি দুনিয়ার চিহ্নিত অদক্ষদের পার্লামেন্ট নিয়ে আসেন; ইহা বিশাল সমস্য. "আনস্মার্ট বাংলাদেশ"।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আফসোস।

আফসোস।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



উনার বয়সের সাথে সাথে প্রশাসন আরোও দুর্বল হয়ে যাবে।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

ফেনা বলেছেন: বলির পাঠা
----অরণ্য খায়েশ ফেনা

পাক-হানাদের হাত থেকে স্বাধীন হয়েও
স্বাধীনতার জন্য যুদ্ধ করে চলেছে আজো হাজারো অশায় মানুষ.

তারা হায়েনার মত; সু-দর্শন যাদুকর

কথা সাহিত্যের রসালো কথায় মন্ত্র মুগ্ধ করে রক্ত চোষার মত
চুষে নিচ্ছে আম-জনতার হিমোগ্লোবিন যুক্ত লাল রক্ত।
একটা দিনের চব্বিশটা ঘন্টার মাঝে; একটা ঘন্টাকে অবসর দিতে রাজি নয় তারা।
প্রতিটা মুহুর্তকে কাজে লাগাতে চায়- আত্মসাৎ, খুন, দখল আর-
ধর্ষণের পসরা সাজানো দোকানী হয়ে।

আগে আমরা ছিলাম বিদেশীদের উপনিবেশ;
আর এখন আমরা দেশী নেতাদের হরির লুটের জায়গায় গনিমতের মাল।

সান্তনা কি তাহলে আমাদের এটাই, যে আমরা আম-জনতা-
এবার অন্তত স্বদেশী দাসের রাজার ত্রাসের রাজত্বের বলির পাঠা?

৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার সরকারটা অনেকটা কলোনিয়েল সরকারের মতো; সরকার নিজের ভালোর জন্য কিছু দরকারী কাজও করে; কিন্তু যা করে সেটা ওদের প্রয়োজনে করে।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেখ হাসিনা সরকার গঠন করার পরদিন থেকে আপনারা স্মার্ট পোষ্ট দেয়ার শুরু করবেন কিন্তু, ভুললে চলবে না।
.......................................................................................................................................................
আমি বা আমরা স্মার্ট লেখা লিখতে পারব, তা আপনি পড়তে পারবেন ? ( হা হা হা)
২০২৪ সাল কঠিন যাবে আমরা সবাই জানি,
যুদ্ব করে বাচঁতে হবে , সেই প্রস্তুতি নিতে হবে ।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



শেখের কন্যা স্বাধীনতাকামী জনতাকে হতাশ করেছেন; উনি দেশ চালাচ্ছেন জিয়াউর রহমান কিংবা এরশাদের মতোন; দেশ ব্যুরোক্রেট, চোরা ব্যবসায়ী ও দুষ্টদের ( বসুন্ধরা, আমাল ব্রা: ) কলোনীতে পরিণত হয়েছে।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: ২০২৩ এর চেয়ে ভালো হবে মনে হচ্ছে।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:





"স্মার্ট বাংলাদেশ" তো কমপক্ষে সাধারণ আমেরিকা থেকে ভালো হবে, আশাকরি!

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৩

বাকপ্রবাস বলেছেন: নির্বাচনের প্রভাবে পোষাক শিল্পে আঘাত আসলে দেশের অর্থনীতি টালমাটাল হয়ে যাবে, তাইওয়ান দখল হলে আমেরিকা কিছুই করতে পারবেনা, তারপর যুদ্ধক্ষেত্র বাংলাদেশও হতে পারে,

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৭

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ কি কারণে যুদ্ধক্ষেত্র হতে পারে?

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


২০২৪ সালে ভালো কিছু ঘটতে পারে।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৮

সোনাগাজী বলেছেন:



কিভাবে? কি বদলাচ্ছে?

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫২

জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশের জন্য ২০২৪ সালের প্রথম ৬/৭ মাসটা একটু ধাকল যাবে, কিন্তু বছর শেষে ভালো অবস্থানে থাকবে।

চীন তাইওয়ান আক্রমণ করার সাহস পাবে না, চীনের চারিদেক আমেরিকান ঘঁটি তাছাড়া গত বছর থেকে তাইওয়ানকে বিপুল পরিমণাে অস্ত্র সহয়তা দিচ্ছে আমেরিকা।

বাইডেনের বয়স আরও ১০ বছর কম থাকলে সে আবারও ক্ষমতায় থাকতো, সেই সুযোগে ট্রাম্প আবারও ক্ষমতায় আসতে পারে।



৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৯

সোনাগাজী বলেছেন:



এখন চীন তাইওয়ান নিচ্ছে না ব্যবসায়িক কারণে, আমেরিকা হচ্ছে চীনের সবচেয়ে বড় বাজার।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৯

কামাল১৮ বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিবর্তন আসবে।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩০

সোনাগাজী বলেছেন:



আপনি নতুন কি দেখছেন?

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

মোহামমদ কামরুজজামান বলেছেন: শেখ হাসিনা সরকার গঠন করবে এটা ১০০ ভাগ নিশ্চিত এবং সব কিছু আগের মতই চলবে । এটা আশা করা যায়।
আমেরিকা-ইউ মেনে নিবে নিজেদের প্রয়োজনেই শেখ হাসিনা সরকারকে।
দেশ স্মার্ট হবে ও পেয়াজের বিকল্প পাপায়া আসবে। জনগন সুখে শান্তিতে বসবাস করতে থাকবে।

গাজা-ইউক্রেন পরিস্থিতি একই রকম থাকবে মনে হয়।

ট্রাম্প কাকু আবার আমেরিকার গদিতে যদি আসে তবে জেলোনস্কির কিসসা খতম :((

চীন মনে হয়না তাইওয়ান দখল কিংবা আক্রমণ করবে।

আর সব শেষে দেশের সবাই হাজী সাহেবান হয়ে যাবে । দূর্নীতি নামক কোন জিনিষ দেশে থাকবেনা। দূর্নীতিকে দেখতে দেশের মানুষ যাদুঘরে যাবে।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে দুর্নীতি থাকলেও কোন পাপী থাকবে না; সবাই হজ্জ কিংবা ওমরাহ করার সুযোগ নিচ্ছে। শেখ হাসিনাও বেগম জিয়ার মতো ওমরাহ শুরু করবেন শীঘ্রই।

তাইওয়ান আসলেই চীনের অংশ; কিন্তু আমেরিকার সাথে ব্যবসা হারানোর ভয়ে শি জিন পিং উহা দখল করতে পারছে না।

আপনি যেই দেশে আছেন, সেখানকার মানুষ ফিলিস্তিনীদের জন্য কেমন চিন্তিত?

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৮

কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগ থেকেই নৌকা এবং একাধিক স্বতন্ত্র ভোটে দাঁড়াচ্ছে এবং তাকে দলথেকে বহিস্কার করা হয় না বরং সমর্থন করা হয় ।আওয়ামী লীগ নিজেকে দুই ভাগ করে বিএনপির বিকল্প তৈরি করছে,এটা নতুন নয়? কতটা সফল হয় তা উপর অনেক কিছু নির্ভর করছে।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১:১২

সোনাগাজী বলেছেন:



আসলে, প্রায় সংসদীয় এলাকায় ৩ জন আওয়ামী লীগারকে প্রার্থী ( নৌকা, বিদ্রোহী ও স্বতন্ত্র ) করেছেন শেখ হাসিনা; উনি আওয়ামী লীগকে এই শতকের বেয়াহায়া লাঠিয়াল দলে পরিণত করেছেন; তিনি যেদিন থাকবে না, সেদিন আোয়ামী লীগ ১৯৬৮ ও ১৯৭৫ সালের মতো পালাবে ও শেখ হাসিনাকে অপবাদ দিবে।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৬

আঁধারের যুবরাজ বলেছেন: কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগ থেকেই নৌকা এবং একাধিক স্বতন্ত্র ভোটে দাঁড়াচ্ছে এবং তাকে দলথেকে বহিস্কার করা হয় না বরং সমর্থন করা হয় ।আওয়ামী লীগ নিজেকে দুই ভাগ করে বিএনপির বিকল্প তৈরি করছে,এটা নতুন নয়? কতটা সফল হয় তা উপর অনেক কিছু নির্ভর করছে।

- এই বিষয়টি যে ,আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী ( এখনো অবধি সংশোধন করেনি ) অবৈধ সেটাকি আপনি বুঝতে পারছেন ?

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগের গঠনতন্ত্র কোথায় গেছে, কেহ বলতে পারবেন? শেখ হাসিনা দলকে লা ঠিয়াল ও চোর ডাকাতের দলে পরিণত করেছেন।

২০| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩২

ডঃ এম এ আলী বলেছেন:



২০২৪ সাল কি করা উচিত তা আমার ব্লগে গিয়ে
দেখে আসতে পারেন , বিষয়গুলি আমিরিকার
প্রেক্ষীত কে সামনে রেখে বলা হয়েছে ।

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, দেখবো।

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮

সোনাগাজী বলেছেন:



আপনার কোন পোষ্টে ইহা নিয়ে কথা বলেছেন?

২১| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




নববর্ষ পালন করা হারাম।
ইহুদী নাসারাদের যে কোন কিছু পালন করাই হারাম।
ইহুদীরা একটি রোজা রাখলে মমিন মুছলমানদের রাখতে হবে ২টি।
কোন ভাবেই ইহুদী নাছারাদের অনুসরণ করা যাবে না।
ইহা বেদাত।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:



আরবেরা ধর্ম ধর্ম করে বিশ্বকে বিষিয়ে তুলেছে।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এই দেশ আমাদের সবার।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯

সোনাগাজী বলেছেন:




সেটা ছিলো ১৯৭১ সালে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.