নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েলের হাত অনেক লম্বা, হার্ভাডের প্রেসিডেন্টের পদত্যাগ

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৭



গতকাল (০১/০২/২০২৪ ), আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি, হার্ভাডের প্রেসিডেন্ট, ক্লডিন গাই ( আফ্রিকান আমেরিকান ) চাপে পড়ে নিজের পদ থেকে পদত্যাগ করেন; ইসরায়েল-হামাস যুদ্ধের শুরু থেকে এই ইউনিভার্সিটিতে গাজা আক্রমণের বিপক্ষে প্রচন্ড প্রতিবাদ শুরু হয়; পরে ইহা অনেক বড় বড় ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়ে। সব দেখে মনে হচ্ছে, হার্ভাডের প্রেসিডেন্টও মনের দিক থেকে ইহাকে সাপোর্ট করেছিলেন। তাঁকে সরাসরি এন্টিসেমিটিজমের অপবাদ দিয়ে না'ধরে, আগের কখনকার কোন একাডেমিক রিসার্চে কারো কাজ কপি করার অপবাদ দি্যে কাবু করে ফেলা হয়েছে। প্রেসিডেন্ট গায়ের রং'এর দিক থেকেও সাদা না'হওয়ায় ও ইসরায়েলের হাত সব যায়গায় থাকাতে, প্রেসিডেন্ট বাধ্য হয়েছে পদত্যাগ করতে।

এবার গাজায় হত্যাকান্ডের শুরু থেকেই আমেরিকার তরুণরা ভয়ংকরভাবে প্রতিবাদ শুরু করেছে, ইহা এখনো চলছে! বড় বড় ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ঘোর প্রতিবাদ করেছে; ইসরায়েল ইহা নিয়ে চিন্তিত। তাদের একটি অস্ত্র আছে, কেহ ইহুদীদের সমালোচনা করলেই তারা সাথে সাথে বলে উঠে, "এরা এন্টিসেমিটিক"; এন্টি সেমিটিজম আমেরিকায় দন্ডনীয় অপরাধ; ইহুদীরা ২য় বিশ্বযুদ্ধ থেকে ইহাকে ভালোই ক্যাপিটেল করে আসছিলো; বেশী বেশী প্রয়োগও করে আসছিলো, এখন থেকে ইহার গুরুত্ব কমে যাবে।

বড় বড় ইউনিভার্সিটিগুলো্তে ইহুদী ছাত্র প্রচুর, শিক্ষকও অনুপাতে অনেক বেশী; সবচেয়ে বড় কথা হলো, এসব ইউনিভার্সিটিগুলোতে ইহুদীরা অনেক দান করে থাকে; এছাড়াও, আমেরিকার বড় বড় কর্পোরেশনের বড় কর্মকর্তা ইহুদী থাকলে, সেই সব কর্পোরেশন রিসার্চ কাজের জন্য এইসব ইউনিভার্সিটিতে বড় ধরণের অনুদান দেয় ও ইউনিভার্সিটির সাথে কাজ করে। এভাবে, বড় বড় ইউনিভার্সিটিতে ইহুদী ছেলেমেয়েরা আনুপাতিক হারে বেশী ভর্তি হয়; এখন স্হানীয় ইহুদীদের মতো ইসরায়েলের ছাত্র সংখ্যাও এগুলোতে অনেক বেশী।

এই পদত্যাগ কার্যকরী হতে যাচ্ছে; তবে, এটা সঠিক যে, ইহাও এবার ইস্যুতে পারিণত হবে। এবার ইসরায়েল ও আমেরিকান ইহুদীরা ক্রমাগতভাবে অন্যায় ও ভুল করে যাচ্ছে, যা অতি সহজেই চোখে পড়ছে। প্রেসিডেন্ট মাইনোরিটি গ্রুপের হওয়ায়, যত সহজে চাপের সৃষ্টি করে উনাকে সরায়েয়েছে; উহা কিন্তু এত সহজে হজম করতে পারবে বলে মনে হয় না; হার্বাডের ছেলেমেয়েরা শক্ত আছে; ইহা কোন না কোনভাবে নতুন সমস্যার সৃষ্টি করবে।


মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

বিজন রয় বলেছেন: দেখলাম লেবাননে হামাসের এক বড় নেতাকে খুন করেছে ইসরাইল।
সত্যি নাকি?

কিভাবে সম্ভব!!!!

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫১

সোনাগাজী বলেছেন:



সঠিক।
মোসাদ আরবদের টাকা দিয়ে গোয়েন্দা হিসেবে পোষে।

২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৯

জুন বলেছেন: আইভি লিগের অন্যতম প্রধান সদস্য হার্ভার্ডের পর বাকি ইউনিভার্সিটিগুলোও কি এই সরকারের আমলে এই অবস্থা হবে? এরপর মনে হয় আমাদের দেশের মতই এক প্রশ্নফাস জেনারেশন সৃষ্টি হবে ওদের বার্কলে, ইয়েল আর এমআইটি থেকে কি বলেন আপনি ?

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:


এই ধরণের স্কুলগুলো থেকে প্রতিবাদ আগেও হতো; তবে, ফিলিস্তিন নিয়ে এইবার প্রথম ও শক্ত প্রতিবাদ হচ্ছে। এদের পড়ালেখার মান কমবে না; কারণ, ছাত্রদের ব্যাকগ্রাউন্ড শক্ত

৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩

শূন্য সারমর্ম বলেছেন:



ইহুদীরা আমেরিকায় যা সুবিধা করতে পারার করবে।

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



এই যুদ্ধের পর, তাদের পৃথিবীটা ছোট হয়ে উঠার কথা।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

আঁধারের যুবরাজ বলেছেন: এই ঘটনা আমি পড়েছি ইতিপূর্বে। ইহুদিদের আচরণ এখন এমন হয়েছে যে ,তারা যা খুশি তাই করবে এবং কেউ পছন্দ করুক বা না করুক তাদের কিছু যায় আসে না। ক্লডিন গাইকে ব্যক্তিগত আক্রমণ ও হুমকি পেতে হয়েছে।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৫

সোনাগাজী বলেছেন:




এখানেই ওরা নিজেদেরকে বিপদের মাঝে টেনে নিচ্ছে; আজকের বিশ্ব বড়ই কঠিন।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই আচানক ঘটনা।
আফসোস!

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:



ইহুদীরা তাদের অতীতের ইতিহাস ও দীক্ষায় ভুল করার শুরু করেছে।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৯

এক চালা টিনের ঘর বলেছেন: Israel doesn’t care what's happening around the World. They just want to destroy Islamic States.

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



১৯৪৮ সালে তাদেরকে আক্রমণ করাটা মুসলমানদের ভুল সিদ্ধান্ত ছিলো

৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪

স্প্যানকড বলেছেন: উর্বান ডিকশনারিতে " israeled " শব্দটি নতুন যোগ হয়েছে।এর অর্থ ঠিক আছে আমি মনে করি। আপনি?

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:




এই মহুর্তে অনেকে ভাবছে যে, তারা "থাকার জন্য যায়গা চেয়েছিলো ( আশ্রয় ), পরে তা দখল করে, মুল মালিককে বের করে দিয়েছে"; কিন্তু আসল ইতিহাস ঠিক এই রকম নয়; ওরা যখন এসেছিলো, ওরা আরবদের কাছে আসেনি, এসেছিলো অটোম্যান ও ইংরেজদের কাছে। ওদের স্বাভাবের সাথে শব্দটার কিছু মিল আছে।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৭

কামাল১৮ বলেছেন: ইহুদির কথা আর কতো বলবেন।এবার আমাদের কথা বলুন।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩০

সোনাগাজী বলেছেন:



আমাদের জাতই নেই, আমাদের কাহিনীও নেই। শালার ২ পায়সার লেফট রাইটরা জাতির নেতাটাকে মেরে সবাইকে অজাতে পরিণত করেছে।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৩:২৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, আগে যারা ইসরায়েলের পক্ষে ছিলো, তারা অনেকেই এখন বিপক্ষে অবস্থান নিয়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২০

সোনাগাজী বলেছেন:



এবারের হত্যাকান্ড ইসরায়েলীদের মুখোশ খুলে দিয়েছে।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ ভোর ৬:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি সিডনীতে হামাস-ইসরাঈল প্রতিবাদের
উপর একটি লেখা দিয়েছিলাম ।

......................................................................
তখন ভাবছিলাম এখানে কি করে তারা বেশ বড় এই
সমাবেশ করল ?
এরপর লক্ষ্য করলাম, ঐ মাঠটি ইউনিভার্সিটি সংলগ্ন,
তারপর আরও দেখলাম, এক সাইটে তিনটি পতাকা উড়ছে
এরমধ্যে একটি - অষ্ট্রেলিয়া সরকারের
দ্বিতীয়টি : র্ভাসিটীর এর অন্যটি ফিলিস্তিন পতাকা ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২২

সোনাগাজী বলেছেন:



সারা বিশ্বে তরুণরা ইসরায়েলীদের জল্লাদী মনোভাবটা বুঝে ফেলেছে।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৪০

শ্রাবণধারা বলেছেন: মজার বিষয় হলো ক্লডিন গাই প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করলেও ফ্যাকাল্টি হিসেবে হার্ভাডেই রয়ে যাবেন।

নকল করে পাস দেওয়া হার্ভাড শিক্ষক!!!

তামাশা যে শুধু বাংলাদেশে হয় তা নয় দেখা যাচ্ছে!

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৪

সোনাগাজী বলেছেন:



আসলে নকলের ব্যাপারটা সঠিক নয়, সেখানে কিছু লেখার রেফারেন্স ঠিক মতো দেয়া হয়নি।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার বিশ্লেষণ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৭

সোনাগাজী বলেছেন:



ইসরায়েলী মিডিয়ার চীৎকার থামছে না; ওরা টের পেয়েছে যে, ব্যাপারগুলো কিন্তু বেশ বড় বড় সমস্যার সৃষ্টি করবে।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৬

কাছের-মানুষ বলেছেন: সোশ্যাল মিডিয়ার কারণে ইসরাইলের ভয়ংকর রূপ সামনে বেড়িয়ে আসছে। বিশ্বের অনেক দেশেই তাদের একটি সুন্দর ভাবমূর্তি ছিল, এবার সবাই ভাববে তাদের সাথে আর জঙ্গি গোষ্ঠীর কোন পার্থক্য নেই!! হাজার হাজার বাচ্চা, নারী পুরুষ অকাতরে মরছে, মধ্যপ্রাচ্যে বাকি জীবন কঠিন সংগ্রাম করেই টিকতে হবে আরও তাদের!

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৭

সোনাগাজী বলেছেন:



একটা জাতি সম্পর্কে পুরো ধারণা বদলে গেছে; আরবদের মাঝে কিছু মানুষ জংগী; ইসরায়েলের সব মানুষ অন্যদের হত্যার পক্ষে; ইহা পরিস্কার হয়ে গেছে।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: পুরো বিশ্বেই এক ধরনের অস্থিরতা চলছে।
আমাদের দেশের তো গজব অবস্থা। এখন দরকার একজন মসীহ। যিনি এসে সব সমস্যার সয়ামধান করে দিবেন। আমাদের দেশে একজন মসীহ আছেন। ভুল মসীয়। তার নাম শেখ হাসিনা।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪১

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা সরার পর, উনি সবার গালি শুনবেন; মানুষ শেখ বিরোধী হয়ে গেছে শেখ হাসিনাের কারণে।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭

হাসান রাজু বলেছেন: মাঝে অনেকদিন ব্লগে ঢুঁ দিয়েছি কম। তাই ঠিক বুঝছি না, বোল পাল্টে কবে থেকে আপনি ইসরায়েল এর সমালোচনা শুরু করলেন !!!

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:



এবারের যুদ্ধে ইসরায়েল চোখ বন্ধ করে হত্যা করেই চলছে; হামাসের তেমন ক্ষতি হয়নি।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪

কথামৃত বলেছেন: আপনি কুয়াশার মতো

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪

সোনাগাজী বলেছেন:



সম্ভব।
তবে, আপনি কোন পোষ্ট না'লিখাতে আপনার সম্পর্কে আমি কিছুই জানি না।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

প্রামানিক বলেছেন: সুন্দর বিশ্লেষণ

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৬

সোনাগাজী বলেছেন:




চলমান বিষয়গুলোকে বুঝার চেষ্টা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.