নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বেনাপোল এক্সপ্রেসটাকে রক্ষা করতে পারলো না কেহ?

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৯



আমাদের ব্লগার অপু তানভীর এই বেনাপোল এক্সপ্রেসে করে যাওয়া আসা করেন; সৌভাগ্য যে, উনি গতকাল সেই ট্রেনে ছিলেন না; উনি ভালো আছেন; তিনি বেনাপোল এক্সপ্রেস নিয়ে পোষ্ট দিয়েছেন; খুবই সাধারণ পোষ্ট; উনার পোষ্ট পড়ে যা জেনেছি, তার থেকে মিডিয়া থেকে বেশী জেনেছি। উনি ট্রেনে থাকলে ভালো হতো, জীবনে একটি জীবন্ত অভিজ্ঞতা হতো উনার; তখন ১টি ওজনী পোষ্ট লিখতে পারতেন।

নির্বাচনকে কেন্দ্র করে এর আগেই ট্রেন ও বাস পুড়েছে; এরপরও সরকারের লোকেরা ( রেলওয়ে, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনী, আওয়ামী লীগ, নির্বাচন কমিশন ) এই ট্রেনটিকে ও যাত্রীদের রক্ষা করতে পারেনি। দেশে শনিবার থেকে দুরপাল্লার যাতায়াত বন্ধ করেছে সরকার। শুক্রবার রেলওয়ের লোকদের ও পুলিশকে খুবই হুশিয়ার হওয়ার দরকার ছিলো; দেশে শুক্রবারে ৫০/৬০টির বেশী ট্রেন ট্রিপ ছিলো না নিশ্চয়; প্রতি বগিতে ৫ জন সশস্ত্র পুলিশ/বিজিবি দেয়া সম্ভব হতো; সাথে সাথে "শুধুমাত্র ইমারজেন্সি কারণে" (বিদেশ গমণ, চিকিৎসার জন্য, ভোটের কাজে নিয়োজিত, এই ধরণের ) যাত্রীদের যেতে দেয়ার দরকার ছিলো।

ট্রেন চলার ৫ মিনিটের ভেতর প্রতি বগীর সন্দেহজনক ব্যক্তিদের ব্যাগগুলো চেক করার দরকার ছিলো; যেকোন সন্দেহজনক লোকের শরীরও চেক করার দরকার ছিলো। ট্রেনটি ফরিদপুরের ভাংগায় থেমেছিলো, সেখান থেকে যারা উঠেছে, সবাইকে চেক করে ট্রেনে তোলা সম্ভব হতো; ট্রেনে উঠার পর, সবার ব্যাগ ট্রেনের ১ কোণে নিয়ে চেক করার দরকার ছিলো। এগুলো সাধারণ প্রসেডিওর।

প্রতিটি বগিতে অন্য সময়ের তুলনায় বেশী ফায়ার এক্সটেনগুইসার নেরার দরকার ছিলো ও প্রত্যেক পুলিশ সদস্যকে ১টি এক্সটেনগুইসারের দায়িত্ব দেয়ার দরকার ছিলো।

বেনাপোল এক্সপ্রেস যেই এলাকায় যাওয়া আসা করে, এই এলাকাটি বাংলাদেশের নির্দয় এলাকা হিসেবে পরিচিত; এইসব এলাকার মানুষ মোটামুরি চরমপন্হি ছিলো এক সময়, এখনো মারামারি, হত্যা, নিষ্ঠুরতার জন্য সেই এলাকাটি পরিচিত। সেই এলাকার জন্য রেলওয়ে, পুলিশ, নির্বাচন কমিশন ও সরকারের অন্য সংস্হাগুলো স্পেশাল ব্যবস্হা নিলে মানুষগুলো ও ট্রেনটি অবশ্যই রক্ষা পেতো।


মন্তব্য ৬৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

এক চালা টিনের ঘর বলেছেন:
Police and relevant authorities can find the culprit. GOVT doesn’t have any time to protect people they are busy to be elected again.

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:



সরকার বলতে তো একা শেখ হাসিনা নন; এত বড় রেলওয়েতে কত হাজার ইডিয়ট চাকুরী করছে?

২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

মিরোরডডল বলেছেন:




আমাদের ব্লগার অপু তানভীর এই বেনাপোল এক্সপ্রেসে করে যাওয়া আসা করেন; সৌভাগ্য যে, উনি গতকাল সেই ট্রেনে ছিলেন না; উনি ভালো আছেন;


জেনে ভালো লাগলো, খেলাঘর তানভীকে কত স্নেহ করে :)

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

সোনাগাজী বলেছেন:



উনি এই ট্রেনে থাকলে ভালো হতো, অভিজ্ঞতা বাড়তো; রক্ষা পেয়ে এসে একটা ওজনী পোষ্ট লিখতে পারতেন; এমনিতে তো দুনিয়ার ম্যাঁওপ্যাঁও লিখেন।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

এক চালা টিনের ঘর বলেছেন: Do you love blogger Opu Tanvir?

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:



উনাকে আমি উপাধি দিয়েছি, "কুত্তারলেজ সাহিত্যবিশারদ", এতটুকু ভালোবাসি।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

এক চালা টিনের ঘর বলেছেন: Those idiots are busy enjoying next 3 govt holidays friday, Saturday & Sunday. If BNP Call for a strike on Monday people will get 4 holidays. So people are happy.They Don't have any interest in the election. They Just need more holidays.

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

সোনাগাজী বলেছেন:



এই ধরণের নির্বাচন হয়ে আসছে ১৯৭৭ সাল ( জেনারেল জিয়ার ১ম ভোট ) থেকেই; ১৯৭৭ সাল থেকে আজ অবধি ১টি ভোটও সঠিকভাবে হয়নি; জাতিকে পংগু জাতিতে পরিণত করেছে জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: নির্মম ঘটনা। মানুষের নিরাপত্তা নেই। গণতন্ত্রের নামে প্রহসন। দেশের ভবিষ্যৎ কি?

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:


ট্রেনের ও যাত্রীদের নিরপত্তার জন্য গণতন্ত্র লাগে নাকি? আপনার ড্রিল একালায় কেহ আহত হওয়ার সম্ভাবনা থাকলে আপনি ব্যবস্হা নেবেন না?

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

বাকপ্রবাস বলেছেন: ট্রেনে আগুণ দেয়ার কাজটা জঘন্য নিচুমানের কাজ হয়েছে, এভাবে মানুষ মারা জালিম কাজ যেন আর না হয়। সুষ্ঠু তদন্ত হবে কিনা জানিনা, কোন সুস্থ্য মানুষ এমন হিংস্র কাজকে স্বাগত জানাতে পারেনা।

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:



তদন্ত করার জন্য কেহ উৎসাহী হবে?

৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


গোপন খবর নাকি ছিলো নাশকতার, তবে ঠিক কখন, কোথায় তা জানতো না। জ্বীনের সহায়তা নিলেই হতো!

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১১

সোনাগাজী বলেছেন:



যাত্রী ও ট্রেন রক্ষা তো রেলওয়ের ১ম দায়িত্ব, এসব তো সাধারণ জ্ঞানের বিষয়; রেলওয়ে ইত্যাদিতে চাকুরী করলে মানুষ ভেঁড়ায় পরিণত হয়।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৫

এক চালা টিনের ঘর বলেছেন: Blogger Srabon Dhara is in front page post ban for her last post about JIN. What do you think?

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১২

সোনাগাজী বলেছেন:


তাই নাকি?
সমাুর এডমিন সাহেব স্মার্ট ব্লগার চান না উনার ব্লগে।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৪

নতুন বলেছেন: ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয়।

লাশ পড়লে রাজনিতি ভালো জমে...

বিএনপি যেহেতু নিবাচনে হাল ছেড়ে দিয়েছে তারা কি এমন নাশকতার পরিকল্পনা করবে? আর যদি করেই থাকে তবে আয়ামীলীগের পক্ষে এমন নাশকতার পেছনে কারা আছে সেটা খুজে বের করা কি কস্ট কর?

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:



মনে আছে নুর হোসেনের কথা; খালি গায়ে লেখা ছিলো "গণতন্ত্র মুক্তি পাক ..."? বিএনপি ও আওয়ামী লীগের নেতারা জানতো যে, নুর হোসেন পুলিশের আক্রোসের টার্গেট হবে, গুলিতে ওর মৃত্যু হতে পারে; এই হলো বিএপি-জামত ও আওয়ামী লীগের নেতরা; নুর হোসেন দরিদ্রের সন্তান ছিলেন!

১০| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৩

ঢাবিয়ান বলেছেন: ডিবি পুলিশ বলছে এটা বিএনপির কাজ। বিএনপির কয়েকজন নেতাকে গ্রেফতারও করা হয়েছে। তবে এই ইস্যূতে বিএনপির কোন ফায়দা একেবারেই দেখতে পাচ্ছি না।

যুক্তরাস্ট্রের ভিসানীতিতে ভোটে কারচুপির বিষয় ছাড়াও ছিল ''সহিংসতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন যেকোনো কর্মকাণ্ডে জরিত ব্যক্তিদের উপড় ভিসা নিশেধাজ্ঞা দেয়া হবে '' । কাজেই ফায়দা কার বলে আপনি মনে করেন ??

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৪

সোনাগাজী বলেছেন:



সব ফায়দা নিয়েছে শেখ হাসিনা।

১১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৫

নতুন বলেছেন: বিএনপি ও আওয়ামী লীগের নেতারা জানতো যে, নুর হোসেন পুলিশের আক্রোসের টার্গেট হবে, গুলিতে ওর মৃত্যু হতে পারে; এই হলো বিএপি-জামত ও আওয়ামী লীগের নেতরা; নুর হোসেন দরিদ্রের সন্তান ছিলেন!

নুর হোসেন বাংলেদেশের ইতিহাসের অংশ হয়েছে কিন্তু তার পরিবারের খবর কেউ নিয়েছে কি?

এখনো তো দূর্বিত্তায়ন চলছে, দেশের জনগনকে তো কস্ট করে এমপি নির্বাচন করতে হয় না।

শেখ হাসিনা অথবা খালেদা জিয়ার ইচ্ছাতেই সব হয়...

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:



মিলিটারী চেয়েছিলো দেশ দখল করেছিলো; মিলিটারী বেগম জিয়াকে সামনে রেখে দেশ দখলে রেখেছিলো; শেখ হাসিনা যা করছেন, এটি জিয়ার মতাদর্শ।

১২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



যারা এই জঘন্যতম অপকর্মের সাথে জড়িত তাদেরকে বিচার করে কঠিনতম শাস্তি প্রদান করা হোক।
এই সমস্ত নরাধমেরা ও তাদের গডফাদাররা দেশ ও জাতির শত্রু।
তাদেরকে গ্রেপ্তার করে গণমাধ্যমে সরাসরি দেখানো হোক।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫১

বিজন রয় বলেছেন: যা বলেছেন তা তো করা সম্ভব, কিন্ত কেউ করেনি, করেনা, করবেও না।

দেশটা ইসলামপন্থীদের হাতে দেওয়া দরকার।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৩

সোনাগাজী বলেছেন:



ইসলাম পন্হীদের হাতে আফগানিস্তান, পাকিস্তান, সুদান, ইয়েমেন ও ফিলিস্তন আছে।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭

বিজন রয় বলেছেন: অপু তানভীর সম্পর্কে বললেন.............

এমনিতে তো দুনিয়ার ম্যাঁওপ্যাঁও লিখেন।
উনাকে আমি উপাধি দিয়েছি, "কুত্তারলেজ সাহিত্যবিশারদ", এতটুকু ভালোবাসি।

হা হা হা হা ............. খুবই হাসি পেল!!
সময় পেলে আমি ওনার লেখা সম্পর্কে কোনো দিন বলবো। অবশ্য ২০১৫/২০১৬ বা তারও আগে ওনার লেখা নিয়ে ওনার পোস্টে কথা বলতাম। যাইহোক উনি প্রচুর লিখেছেন, লিখছেন।

তা "কুত্তারলেজ সাহিত্যবিশারদ" এটার একটু ব্যাখ্যা করবেন, ঠিক বুজিনি।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০১

সোনাগাজী বলেছেন:



আমাকে নিয়ে ১০টার মতো পোষ্ট লিখেছিলেন; তার মাঝে একটা কুকুর ছিলো, "গলু"; উনার ব্লগ এলাকায় গিয়ে পড়ে নিয়েন। ব্যাচেলের/মাষ্টার্স করে কোনদিন চাকুরী পায়নি, ১ টি পরিবারের সাথে সাবলেট থাকেন।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:

দুর্ঘটনা এক জিনিষ নাশকতা এক জিনিষ।
প্রত্যেক বগিতে ফায়ার এলার্ম, প্রত্যেক যাত্রীর হাতে ফায়ার এক্সটিংগুইশার ধরিয়ে দিলেও লাভ হতো না। তখন পাকিস্তানী স্টাইলে আত্নঘাতি বোমা হামলা চালাতো।

আর ঢাবিয়ানকে বলছি
বিএনপি-জামাত বলছে তাদের সুনাম নষ্ট করতে সরকারের এজেন্টরা এসব আগুন লাগাচ্ছে।
এখন প্রশ্ন, সরকার কি এগুলো করে বিরোধী দলের প্রায় নিভে যাওয়া মৃত আন্দোলন চাঙ্গা করবে?
আর একদিন পরেই নির্বাচন, এখন এসব ফালতু এসব করে সরকার কি মানুষকে আতঙ্কিত করবে?
যেখানে সরকার মরিয়া হয়ে ভোটার উপস্থিতি বাড়াতে চাচ্ছে।

আর বিএনপি সব সময়ই সকল অপকর্ম অশ্বীকার করে,

২১শে আগষ্ট গ্রেনেড হামলাও শ্বীকার করে না। বলে আওয়ামীলীগ নিজেরাই করেছে।
ইভেন ৭১ আলবদরদের হাতে বুদ্ধিজীবি হত্যাকান্ডও অশ্বীকার করে। বলে ভারতীয় চররা মেরেছে। ৩০লাখ কে ৩ লাখ বলে।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৬

সোনাগাজী বলেছেন:



আমি আপানার মন্তব্য থেকে ব্লগার না'হল তরকারির পোষ্ট পড়তে ভালোবাসি।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৪

মোগল সম্রাট বলেছেন:




দেশটার চারদিকে ভারত আছে তা নাহলে পাকিস্তানের মতে প্রতিদিন মসজিদে বোমা ফুটতো।


০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৮

সোনাগাজী বলেছেন:



মাঝখানে ভারত না' থাকলে বেগম জিয়ার সময় আবার পাকিস্তানে ফেরত যেতো।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

যারা ট্রেনটাকে রক্ষা করতে পারল না এখন দেখি সকল দোষ তাদেরই ।
আর যারা ট্রেনটিতে আগুন দিয়েছে তারা যেন ধোয়া তুলসী পাতা ।
তাদের কোনই দোষ নেই। তারা যেন সাধু সন্ন্যাসী।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৯

সোনাগাজী বলেছেন:


প্রতি বগিতে পুলিশ থাকলে ইহা ঘটতো না।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

কামাল১৮ বলেছেন: পরিকল্পনা করে যারা নাসকতা করে তাদের থেকে রক্ষা পাওয়া কঠিন।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:



আপনার দলের লোকেরা তো এগুলোতে ওস্তাদ ছিলো, মনে হয়।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা।
যদি ফরেনসিক রিপোর্ট সহ যাবতীয় তথ্য খুঁটিনাটি পরীক্ষা করে প্রমানিত হয় যান্ত্রীক ত্রুটির কারণে দুর্ঘটনায় ঘটেছে তাহলে আগামীতে সতর্কতার সাথে সেই সমস্ত ত্রুটিবিচ্যুতির অবসান ঘটিয়ে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে।
আর যদি নাসকতার কারণে ঘটে থাকে তাহলে অত্যন্ত দৃঢ়তার সাথে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। পাশাপাশি যে সমস্ত প্রানের বেঘোরে জীবন গেল তাদের পরিবারের ক্ষতিপূরণের দাবি করছি।সেই সাথে হতভাগা পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:




সংবাদে ছিলো, কিছু যাত্রী আগুন দেয়ার লোকদের দেখেও ছিলেন।


২০| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে, দেশের বাইরে প্রায় এক কোটির উপরে মানুষ বসবাস করেন । তাদের ভোট দেয়ার কোন সুযোগই রাখা হয় নাই ।
তাদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা ইচ্ছা করলেই রাখা সম্ভব ছিল।

এছাড়া যারা সরকারি কর্মচারী অর্থাৎ যারা ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন । এরকম সরকারি কর্মচারী আছেন প্রায় নয় লাখের মতো ।
তাদের ভোটগুলিও নেয়ার কোনো সুযোগ রাখা হয়নি ।
তাদের ভোটগুলি আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে নিয়ে রাখা যেত।
আফসোস।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫০

সোনাগাজী বলেছেন:



আপনি বিদেশে থাকায় এসব ভাবনা আপনার মাথায় আসে; কিন্তু মুহিত ও উনার ভাইয়ের মাথায় আসেনি, শেখ হাসিনা কিংবা প্রেসিডেন্টের মাথায় আসেনি।

২১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০১

আরোগ্য বলেছেন: আপনের কি মাইনেষেরে লয়া টানাটানি না করলে ঘুম হয়না। ওইদিন স্প্যানকড আজকে আবার অপু তানভীর।

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪

সোনাগাজী বলেছেন:



এই সপ্তাহে দেখবো আপনি কি জন্য প্রসিদ্ধ?

২২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:০৮

কামাল১৮ বলেছেন: ব্যক্তিগত পর্যায়ে নেয়া কোন বুদ্ধিমানের কাজ না।এবার নাশকতা অনেক কম হয়েছে।অবশ্য আরো দুই দিন বাকি।জনগনের আকাঙ্খার প্রতিফলন আর নাশকতা এক জিনিস না।
বাংলাদেশে আমেরিকার সকল কৌশল ব্যর্থ হয়েছে।অবশ্য পৃথিবীর কোথাও তারা শফল হয় নাই।তারা চেয়েছিলো ভারতকে দিয়ে কাজ সারতে।হিসাবে ভুল ছিলো।ভারত তার সহযোগী না ভারত তার প্রতি যোগী।

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৫

সোনাগাজী বলেছেন:




আমেরকা বাংলাদেশে কি করার জন্য চেষ্টা করেছিলো, কিভাবে তা বয়র্থ হলো?

২৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৫৬

আঁধারের যুবরাজ বলেছেন: পৃথিবীর সকল ফ্যাসিবাদী সরকার নিজেরা নাশকতা করে বিরোধী পক্ষকে দোষারোপ করেছে। প্রচুর ভিডিও বেরিয়েছে এই সব নিয়ে।কারা করেছে কেন করেছে সেটা বুঝা কঠিন কিছু না। এই তামাশার নির্বাচনের পরে বিএনপিকে নিষিদ্ধ করলে অবাক হবো না।

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৮

সোনাগাজী বলেছেন:




বিএনপি ও জাপার জন্মা হয়েছিলো কেন্টনমেন্টে, সেই কারণে ইহাদেরকে ২০১০ সালের পর, যে কোন সময় নিষিদ্ধ করার দরকার ছিলো।

২৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সঠিক গনতন্ত্রর অভিধানে সন্ত্রাশ বলে কিছু নাই !
.........................................................................
আমাদের দেশে এখন গনতন্ত্র বা সমাজতন্ত্র গ্রহন করার মতো
পরিবেশ ও জনগন কেউই প্রস্তুত নয় ।
শক্তিমানরা ক্ষমতা নেবার যুদ্ধ করছে,
র্দুবলরা বাচাঁর জন্য পক্ষ নিচ্ছে,
বিদেশীরা তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে,
ভারতীয়রা তাদের ব্যবসা ঠিক রাখাতে ফন্দি করছে ।

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১০

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশ নিয়ে কোন কোন বিদেশীদের কি কি এজন্ডা?

২৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: নিজেরা সাফারার না হলে এসব অরাজকতা নিয়ে কথা বলে না কেউ। আমি পুড়লেই কেবল রাজনীতির কথা না ভেবে সত্যি কথাটাই বলব। আর তখন আমার বিরোধীরা বোঝাতে চেষ্টা করবে আমি নিজেই পুড়েছি। চুপ থাকলে তখন তাদের কাছে ভালো থাকব।

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৫

সোনাগাজী বলেছেন:




আপনার বেশীরভাগ কথা আমি বুঝতে পারি না; আপনার রাজনৈতিক পোষ্টগুলোর ভাষা ও ধারণা খুবই দুর্বল হয়ে থাকে। সংসদ নিবাচন নিয়ে সর্বশেষ লেখায় ধারণাগত অনেক ভুল আছে।

২৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





এই মাত্র আমি ভোট দিয়ে এলাম।

বড়ই আচানক ঘটনা।
বড়ই সৌন্দর্য।
বড়ই আরাম।

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫

সোনাগাজী বলেছেন:



ভাললো খবর! লাইনে অনেক লোকজন? নাকি লাইনও নেই?

২৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২

আরোগ্য বলেছেন: না আপনের এতো খাটনির দরকার নাই। আমি এতো বিখ্যাত হতে চাই না।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০২

সোনাগাজী বলেছেন:




আপনার মতো (অখ্যাতরা ) লোকজনের ভারে দেশের মানুষ নিশ্বাস নিতে পারছেন না।

২৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: অপু তানভীরকে নিয়ে যা বলেছিলেন সেটা নিয়ে জানতে চেয়েছিলাম, উত্তরে খারাপ বা অপমানজনক কিছু বলেছিলেন?
মডুরা আপনার প্রতিউত্তর মুছে দিল যে?

যা বলেছিলেন সেটা ভাল ভাষায় বা ভাবে আবার বলবেন?

ভাল হোক মন্দ হোক অপু তানভীর তো লিখছে, লেখার চেষ্টা করছে, সেটাই তো একটা বড় ব্যাপার।
জানেন তো বাংলাদেশে লেখকের চেয়ে ধর্মীয় আগাছা বেশি।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:



অপু তানভীর হচ্ছে চাষীর ফসলী জমির মাঝে আগাছা

২৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮

বিজন রয় বলেছেন: আমি গতকালের পর একটু আগে ব্লগে আসলাম তাই ওই উত্তর দেখতে পাইনি।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:




অপু তানভীর বাংলাদেশের চরমপন্হী এলাকার মানুষ; এদের শুরুটা বাংলাদেশের ক্রিমিনাল এলাকায়।

৩০| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১১

আরোগ্য বলেছেন: আপনের প্রতিমন্তব্য পইরা হাসি আয়া পড়লো। মনটা একটু ভারী আছিল হালকা হইলো। B-)

কুত্তার লেনজা আর আপনের খাইসলত একই যতই টানে মাগার সিদা অয়না। আমার মন চায় বান্দরের হাতে গিয়ার দিয়া আপনেরে আপনের ছবির জীপের পিছে বহায়া দেই। =p~

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২০

সোনাগাজী বলেছেন:




বানরের হাতে গিয়ার দিতে গেলে, বানর আপনাকে তার সাথে নিবে।

৩১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৬

আরোগ্য বলেছেন: কোন ব্যাপার না। পুরান ঢাকার পাবলিক বান্দরের অভ্যাস আছে। আপনে নিজের চিন্তা করেন। ওহ্ আপনের তো খুশি হওয়ার কথা আপনের পূর্ব পুরুষ না বান্দর আছিলো। :P

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩২

সোনাগাজী বলেছেন:



কারো পুর্ব পুরুষ বানর ছিলো না, আপনার মাথায় সায়েন্টিফিক বিবর্তন ঢুকবে না।

৩২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪

আরোগ্য বলেছেন: আচ্ছা থাউক ফালতু চেষ্টা কইরেন না। আজকা রাখি আবার অন্য কোন পোস্টে আমুনি। ;)

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৬

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে; ভালো থাুন।

৩৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: কপু হচ্ছে অপব্লগারদের সর্দার।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৬

সোনাগাজী বলেছেন:



উহা আগাছা

৩৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: ভিডিওতে দেখলাম, এক লোক কোরআনে হাত রেখে পুলিশের কাছে বলছে- তারা মিটিং করে ট্রেনে আগুন দিয়েছে। এরা বিএনপি করে।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২১

সোনাগাজী বলেছেন:



দেশ অনেক অমানুষের জন্ম দিয়েছে; আমাদের পুলিশদের আপনি চেনেন, ওরা অমানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.