নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আপনার এলাকার এমপি পদ-প্রার্থী কি এমপি হওয়ার মতো উপযুক্ত?

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৩



এমপিদের দায়িত্ব কি আপনি জানেন? যদি জেনে থাকেন, তা'হলে আপনি বুঝতে পারবেন, আপনার এলাকা থেকে যেই লোকটি নির্বাচিত হবে, সে এমপি হওয়ার মতো দক্ষ কিনা?

আমি সম্প্রতি খেয়াল করছি যে, ২/৪ জন ব্লগার এমপি'র দায়িত্ব সম্পর্কে বুঝেন। কিন্তু বেশীরভাগ ব্লগার মনে করেন যে, তারা নিজ সংসদীয় এলাকার লোকজনের জন্য ভালো কাজ করার জন্য,তার সংষদীয় এলাকার লোকজনের সেবা করার জন্য নির্বাচিত হয়ে থাকে; ইহা নিতান্ত পরোক্ষ ধরণের ধারণা; এমপিদের মুল দায়িত্ব হলো "পুরো জাতির জন্য আইন প্রনয়ন ( শুধু নিজের সংসদীয় এলাকার জন্য নয় ):বিল আনা, বিলের পক্ষে বিপক্ষে ভোট দেয়া। এর পরে আরেকটি বড় দায়িত্ব হলো, সরকার গঠনের সময় দেশের প্রাইম মিনিষ্টার ও স্পীকার নির্বাচন করা; এর বাহিরে আরেকটি বড় কাজ বিবিধ সংসদীয় কমিটিতে থেকে দেশের গুরুত্বপুর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া; এদের মাঝে কেহ কেহ মন্ত্রীপরিষদে মন্ত্রী হিসেবে এডমিনিষ্ট্রেটিভ কাজ করতে পারেন।

বাংলাদেশের নাগরিকদের ৮০ ভাগ মানুষ মনে করেন যে, এমপি'রা নিজ সংসদীয় এলাকার এডমিনিষ্ট্রেটর, ইহা ভুল ধারণা! কিন্তু বেশীরভাগ নির্বাচিত এমপিরা অদক্ষ হওয়ায় তারা এলাকার বিবিধ লেভেলের সরকারী কর্মচারীর মতো এডমিনিষ্ট্রেটিভ কাজ করার শুরু করেন।

আমাদের বর্তমান এমপি খুবই দীর্ঘ সময় ধরে এমপি হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন; উনি "একটি বিলও আনেননি"; তিনি নিজের সংসদীয় এলাকার লোকদের বেশ কিছু পরিমাণ চাকুরী দিয়েছেন, একটি উল্লেখযোগ্য প্রাইভেট কলেজ করেছেন, প্রাইভেট হাইস্কুল ও প্রাইমারী স্কুল করেছেন। তিনি ৩ দফায় মন্ত্রী ছিলেন; এই কারণে ব্যক্তিগত প্রচেষ্টার সরকারী চাকুরীতে নিজ এলাকার কিছু মানুষকে চাকুরী পেতে সাহায্য করেছেন। তিনি ৫/৬টি মালটি বিলিয়ন ডলার কোম্পানীকে ব্যবসা পেতে সাহায্য করেছেন; সংসদীয় কমিটিতে থাকার সময় তিনি দেশের জন্য বিমান কেনায় অংশ নিয়েছেন, এয়ারপোর্ট নির্মানের দায়িত্বে ছিলেন; কয়েকটি আবাসিক কোম্পানীকে ভুমি পেতে সাহায্য করেছেন; ১টি শিল্প এলাকায় তিনি ৩/৪ বিলিয়ন ডলারের ভুমি সরকার থেকে ১০০ বছরের জন্য লীজ নিয়েছেন।

আপনার এলাকার এমপি সম্পর্কে কি জানেন? যদি নতুন কেহ এবার নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে, উনার সম্পর্কে কি জানেন। আমাদের এলাকায় এবার আওয়ামী লীগ থেকে নতুন এমপি হবেন: এখন ভোট চলছে ২ জন আওয়ামী লীগারের মাঝে, একজন দলের প্রার্থী, অন্যজন বিদ্রোহী প্রার্থী; বিদ্রোহীর অবস্হা মোটামুটিভাবে ভালো। কিন্তু সে বেশ অসৎ; মুল প্রার্থী পুরো বাংলাদেশের সব প্রার্থীর মাঝে দক্ষতার দিক থেকে ২য় স্হানে থাকার কথা।


মন্তব্য ৭০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামের পয়িয়া পৌরসভা এলাকায় লীগ থেকে বাদ পড়েছে দুর্নীতিবাজ কিন্তু প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামসুল হক। শামসুল স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে। কিন্তু কেউ তাকে ভোট দিচ্ছে। সবাই ভোট মাহতাব উদ্দীন কে। যিনি তুলনামূলক সৎ ও যোগ্য। মানুষ এখন তুলনামূলক ভালো প্রার্থীকেই ভোট দেন।

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৯

সোনাগাজী বলেছেন:




আপনি কি মনে করেন যে, মাহতাব উদ্দিন জাতির জন্য প্রয়োজনীয় কোন আইন তৈরি করার উদ্দেশ্য ১টি বিল আনার মতো দক্ষ?

২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামের বিভিন্ন ক্ষেন্দ্রে ঘুরে যা বুঝলাম অন্যান্য বারের মতো একজনের ভোট অন্য জনের দেয়ার সুযোগ নেই, যায় ভোট তিনিই দিচ্ছেন।

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২০

সোনাগাজী বলেছেন:



এটা ভালো খবর; আপনি কি মনে করেন যে, বিএনপি সাপোর্টারেরাও ভোটে অংশ নিচ্ছে?

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার নির্বাচনী এলাকা কোনটি? ফেনির সোনাগাজী না চাঁদপুর?

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২১

সোনাগাজী বলেছেন:



আমি ব্লগে তা বলতে চাচ্ছি না; তবে উহা চট্রগ্রামে জেলার ১টা সংসদীয় এলাকা।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ অনেক বিএনপি সাপোর্টার ভোট দিচ্ছেন।

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২২

সোনাগাজী বলেছেন:



আপনি ভাবছেন, ওরা আওয়ামী বিদ্রোহী কিংবা আওয়ামী স্বতন্ত্রকে ভোট দেয়ার চেষ্টা করছে?

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সন্ধ্যায় বলতে পারব। এখনো বুঝা যাচ্ছেনা ওরা কাদের ভোট দিচ্ছে।

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭

সোনাগাজী বলেছেন:




ঠিক আছে।
আমাদের এলাকার মুল প্রার্থী খুবই উপযুক্ত; কিন্তু বিদ্রোহী প্রার্থীর ( এই লোক অসৎ ও অপুপযুক্ত ) জয়ের সম্ভাবনা আছে।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮

তানভির জুমার বলেছেন: আমাদের এলাকার এমপি পদ-প্রার্থী। একজন আওয়ামী পূর্ণ মন্ত্রী ওনার (পরিবার সহ) যে আচার ব্যবহার এলাকার কুকুরও পছন্দ করার কথা না। ডিরেক্ট বলে আমার তো জনগণ ভোটের প্রয়োজন হয় না, আমি জনগণের জন্য কাজ করবো কেন?

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:




সব দলের এমপি'রা সব সময় ঐ রকমই ছিলো; ব্লগে আপনার লেখা ও বক্তব্য সব সময় সমস্যাপুর্ণ ছিলো।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৩

তানভির জুমার বলেছেন: মসজিদের মাইক দিয়ে ডাকে মানুষ কে ভোট দেওয়ার জন্য। আাদের কেন্দ্রে ভোটার ২২শ মত, সব হিসাব করলে ১০০ মানুষও ভোট দিতে যায়নি কিন্তু রাতে দেখাবে ৯৫% ভোট কাস্ট হয়েছে।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



২২শ'এর মাঝে আওয়ামী লীগের ও জাপার সাপর্টারদের শতকরা হার আনুমানিক কত?

৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮

আঁধারের যুবরাজ বলেছেন: নানা কেন্দ্রের বাহিরে ভাড়াটে লোকজন দাঁড়িয়ে রয়েছে। একজনও ভোট দিতে ভিতরে যাচ্ছে না এবং ভিতরে ফাঁকা কোনো ভোটার নেই ( ভিডিওতে দেখলাম )। বনানী মডেল স্কুল: বিদেশি পর্যবেক্ষক আসার আগে হঠাৎ দীর্ঘ লাইন, চলে যেতেই ফাঁকা ( প্রথম আলো )।ঢাকাতে আমার নিজ এলাকাতেও একই অবস্থা।

দেশের বিশাল অংশ মানুষ আওয়ামীলীগকে এখন ঘৃণা করে ,শেখ হাসিনার এটাই অর্জন হয়ে থাকবে।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগের সাপোর্টার ও ক্যাডারদের পরিবার কি ভোট দেয়নি?
শেখ হাসিনা মানুষকে কলোনীর বাসিন্দার মতো লালন পালন করছেন।

৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: না, আমার এলাকায় উপযুক্ত না।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

সোনাগাজী বলেছেন:




আমার মতে ২৯৭ সংসদীয় এলাকায় অনুপযুক্ত লোকজন এমপি পদে নমিশন পেয়েছে ও ভোটে দাঁড়ায়েছে।

১০| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

নয়ন বড়ুয়া বলেছেন: আমাদের আসনে একজন আছে। লোক ভালো। কাজও ভালো করেন সর্বজনীন। কিন্তু দুঃখের বিষয়, উনি হতে পারেননি বিভিন্ন মাধ্যম থেকে শুনছি। তবে চেয়েছিলাম, উনি যাতে জিতে। তারউপর আজ দুইবার ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গেছি, দুইবারই দুর্বৃত্তরা ককটেল ফাটাই দিছে...
পরে, সেই কেন্দ্রই বন্ধ করে দিছে...

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

সোনাগাজী বলেছেন:



ককটেল ফাটায়েছে ভোট বন্ধ করার জন্য; বিজিবি ও মিলিটারী ছিলো না?

১১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





এটা ১৭৪ ঢাকা ০১ আসনের একটি কেন্দ্র। এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দরবেশ বাবাজি। তাঁর সাথে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির এডভোকেট সালমা ইসলাম।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:





ভিডিও কাজ করেনি।

১২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





এটা ১৭৪ ঢাকা ০১ আসনের একটি কেন্দ্র। এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দরবেশ বাবাজি। তাঁর সাথে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির এডভোকেট সালমা ইসলাম।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:




এই লিংকও কাজ করেনি।
আপনি মানুষকে ভোট দিতে দেখেছেন?

১৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

আঁধারের যুবরাজ বলেছেন: @ গাজী ভাই ১৮ টির মতো পত্রিকার বা মিডিয়ার মালিক এই বার নির্বাচন করছে। লোকাল মিডিয়ার মালিকদের ধরলে প্রায় ৮০র বেশি হবে। তবু মূলধারার পত্রিকা এবং টিভি চ্যানেল গুলিতে নজর দিন। প্রকৃত অবস্থা আপনি নিজেই দেখতে পারবেন।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

সোনাগাজী বলেছেন:




আমি প্রবাসে থাকার ফলে, ও বাংলাদেশী মিডিয়ার লোকদের পর্ষবেক্ষণ জ্ঞান, এনালাইটিক্যাল ক্ষমতার অভাবের কথা ভেবে, আমি বিদেশী মিডিয়া থেকে বুঝার চেষ্টে করছি।

আমি মুলত: বুঝার চেষ্টা করছি যে, ইহাতে জাতি ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা ( ভবিষ্যতে )?


১৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

নয়ন বড়ুয়া বলেছেন: লেখক বলেছেন: ককটেল ফাটায়েছে ভোট বন্ধ করার জন্য; বিজিবি ও মিলিটারী ছিলো না?
সবাই আহত হয়েছে। বন্ধুর ছোটভাই গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চিটাগাং মেডিকেলে...

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

সোনাগাজী বলেছেন:



কোন পক্ষ গুলি চালায়েছে বলে মনে হয়?

১৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: ২২শ'এর মাঝে আওয়ামী লীগের ও জাপার সাপর্টারদের শতকরা হার আনুমানিক কত?

আমাদের এলাকার সব খাপার (চাঁদাবাজ, ধান্দাবাজ, জমী দখল, নেশাখুর, অসামাজিক কর্মকান্ড, যে কোন উপায়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা খাওয়া) লোকগুলো আওয়ামীলিগ করে ১০% হবে।

জাপা বলতে আমাদের এলাকায় কিছু নাই। অতীতেও ছিল না।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

সোনাগাজী বলেছেন:




আপনার এলকাটা কোন জেলায়? আমি নিজে চট্টগ্রামের মানুষ।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: আওয়ামী লীগের সাপোর্টার ও ক্যাডারদের পরিবার কি ভোট দেয়নি?

- তাদের সমর্থকরাও জানে ভোট দেওয়া না দেওয়াতে কিছু পরিবর্তন হবে না। তার চাইতে ভালো শীতের সকালে ভালো করে ঘুমিয়ে , আস্তে ধীরে উঠে টিভিতে "সার্কাস " দেখবে। " ক্যাডাররা " আমি , ডামি এবং তুমিতে বিভক্ত !

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

সোনাগাজী বলেছেন:




অবশ্যই, আওয়ামী লীগের মাঝে এখন থেকে বিভক্তি বড় হবে; এবং সেটার জন্য শেখ হাসিনাই দায়ী

১৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০

মিরোরডডল বলেছেন:




গতবার আমাদের বাসা থেকে ভোট দিতে গিয়ে দেখেছিলো ভোট দেয়া হয়ে গেছে, তাই এবার কেউ যায়নি।

আর কাকে দিবে?
আমাদের এলাকা থেকে যিনি দাঁড়িয়েছে উনি চোর।
প্রথমবার পাস করে তিন বছরে ৮০০ কোটি টাকা করেছে।
ওনার নামে মামলা হয়েছিলো কিন্তু এখন আবার বহাল তবিয়তে ইলেকশন করছে।
ওনার সাথে যিনি তাকে কেউ চেনেই না, ডামি হবে আর কি কোন একজন।

এরকম হিস্ট্রি থাকার পরও এরা নমিনেশন পাই কি করে! এটাই প্রশ্ন।


০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:



আমার মতে, ৩০০ আসনে ৩ জন কিছুটা দক্ষ ও সৎ প্রার্থী

১৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Click This Link

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



এটি কাজ করছে, দেখবো।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা ১৭৪ ঢাকা ০১ আসনের একটি কেন্দ্র। এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দরবেশ বাবাজি। তাঁর সাথে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির এডভোকেট সালমা ইসলাম।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:




এই বিশৃংখলা কিভাবে জাতিকে ইয়েমেন কিংবা লেবাননের মতো করে দিতে পারে, সেটা শেখ হাসিনার পক্ষে বুঝা সম্ভব হচ্ছে না।

২০| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিছু কিছু সংসদীয় আসনের প্রার্থীরা সৎ নয়
...................................................................
জনগনের দ্বায়িত্ব, সংঘবদ্ধ ভাবে তাকে ভোটে হারানোর ব্যবস্হা করা
তবেই এদেশে নির্বাচনে সুবাতাশ আসবে ।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



এটা পার্লােমন্ট নির্বাচন, এসব গর্দভরা দেশের জন্য কিভাবে আধুনিক আইন প্রনয়ন করবে?

২১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: দেশের কোন রাজনৈতিক ব্যাক্তিকেই আমার সেরকম ভাবে পছন্দ হয় না, তবে মাঝে মাঝে আমি আওয়ামীলীগের পক্ষে গান গাই।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:



এখন যারা নির্বাচিত হবে, তারা ১৯ কোটী মানুষের জন্য আধুনিক জীবনযাত্রার জন্য আইন প্রনয়ন করতে পারবে?

২২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: আমি মুলত: বুঝার চেষ্টা করছি যে, ইহাতে জাতি ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা ( ভবিষ্যতে )?

- পশ্চিমারা যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় হাসিনা টিকবে ( চীনাদের সাহায্যে ),জনগণ কষ্ট করবে।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

সোনাগাজী বলেছেন:





টিকার দরকার আমাদের সাধারণ মানুষের, আমাদের জাতির, শেখ হাসিনার টিকে থাকাটা কোনভাবে ভয়ংকর দরকারী কোন বিষয় নয়।

২৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন:টিকার দরকার আমাদের সাধারণ মানুষের, আমাদের জাতির, শেখ হাসিনার টিকে থাকাটা কোনভাবে ভয়ংকর দরকারী কোন বিষয় নয়।

-সঠিক কথা বলেছেন। তবে এই মন্তব্যটি যদি আপনি ভিন্ন কোনো নাম করতেন ,কতিপয় ব্লগারের নিকট আপনি রাজাকার ট্যাগ পেতেন !

@আমার মতে, ৩০০ আসনে ৩ জন কিছুটা দক্ষ ও সৎ প্রার্থী

- মিরপুর মাজার এলাকার পূর্বের এমপি মুক্তিযোদ্ধা ছিলেন। তাকে এবং তার পরিবার নিয়ে বিতর্ক রয়েছে। তবে এবার তাকে না দিয়ে ছাত্রলীগের এক পান্ডাকে নমিনিশন দিয়েছেন শেখ হাসিনা। স্থানীয় মানুষ এই পান্ডাকে ডাকাত বলে !

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৬

সোনাগাজী বলেছেন:



এই ধরণের ভোটে শেখ হাসিনা যাকে "নৌকা" দেবেন, সেই জিতে আসার কথা; সেটা তিনি আগের থেকে প্ল্যান করেছন। তখন উনার সামনে ২টি পথ খোলা ছিলো: (১) দেশের বিশেষ দক্ষ সিইও, সিএফও, বড় বড় কর্পোরেশনের ডিরেক্টর, এক্সপার্ট, প্রবাসে নামকরা বাংগালী স্পেশালিষ্ট (২) আওয়ামী লীগের লাঠিয়াল।

এমন কিউনি ড: ইউনুসকেও নমিনেশন দিতে পারতেন।

উনি ২য়'টাতে গেছেন, জাতিকে তস্করদের হাতে তুলে দিচ্ছেন।



unction at() {
[native code]
}

২৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৩

আঁধারের যুবরাজ বলেছেন: @নমিনেশন

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৭

সোনাগাজী বলেছেন:



কোন টাইপোর ক্থা বলছেন, নাকি অণ্য কিছু?

২৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২২

আঁধারের যুবরাজ বলেছেন: যুক্তি সঙ্গত কথা বলেছেন। উনি মনোনয়ন দিয়েছেন গোয়েন্দাদের লিস্ট দেখে। হয়তো তারা শেখ হাসিনাকে বলেছেন যে ,এই লিস্টের লোকজন আপনার বেশি অন্ধ ভক্ত।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



আধুনিক বিশ্বের রাষ্ট্রচালকদের সাথে তুলনা করলে শেখ হাসিনা হচ্ছেন ১ জন অদক্ষ রাষ্ট্র নায়ক; উনার অন্ধভক্তরা সবাই লাঠিয়াল, মাফিয়া ও দুষ্ট ব্যবসায়ীরা, ক্রিমিনাল ব্যুরোক্রেট ও মগজহীন অসৎ সরকারী কর্মচারীরা

২৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৩

আঁধারের যুবরাজ বলেছেন: জী ,টাইপোর কথা বলেছি। ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:


ওকে, ধন্যবাদ।

২৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪১

নজসু বলেছেন:


আমাদের এখানে পাবলিক সেভাবে ভোটই দিতে যায়নি।
কে নির্বাচিত হবেন তার আভাস পাওয়া যাচ্ছে।
আমাদের এলাকায় যিনি এমপি হবেন তিনি অন্ততঃ মমতাজ খালার চেয়ে ভালো আছেন। :-B

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯

সোনাগাজী বলেছেন:



মমতাজ ১ জন ভালো গায়িকা, সাকিব একজন ভালো খেলোয়াড়; কিন্তু বিশ্বের এই ভয়ানক ক্রিটিক্যাল সময়ে, ওরা জাতির জীবনযাত্রের মান বাড়ানোর জন্য আইন করার মতো কেহ কিনা? শেখ হাসিনা কেন জাতির ভবিষ্যতকে এদের হাতে তুলে দিচ্ছেন? আমার তো মনে হয়, মমতাজ, শাকিবরা দায়ী নন, দায়ী শেখ হাসিনা।

২৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬

বাকপ্রবাস বলেছেন: খোদ শিক্ষিতরাও অশিক্ষিতদের মতো বুলি আওড়ায়, তারাও প্রতিশ্রুতি দেয়, দেশ উন্নয়নে ভরে দেবে, রাস্তাঘাট করে দেবে। তারাওতো জানেনা তাদের কাজ কী এবং তারা কী বলছে। এমপিরা বড়জোর বিভিন্ন আর্থিক বিষয়ক কমিটির উপদেষ্টা হবেন, কিন্তু বাস্তবে তারা পুরো অর্থটাই কব্জা করে উ্ন্নয়নের নামে নিজেদের লোকদের সাথে ভাগভাটোয়ারা করেন। কোন শিক্ষিত এমপি প্রার্থী কী বলেছেন দেশের সামগ্রীক উন্নয়নে কী ভূমিকা রাখবে! তার প্ল্যান প্রোগ্রাম কী সেটা কী ব্যাক্ত করেছে? করবেনা, কারন আদতে এসব করলে তাকে এমপি প্রার্থীই হতে দেবেনা, সিষ্টেমটাই অশিক্ষিত বান্ধব হয়ে আছে।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩২

সোনাগাজী বলেছেন:



এসএসসি ফেল করা মহিলা এই দেশের পিম হয়েছিলেন ৩ বার; উনি কি সৃষ্টি করে গেছেন?

২৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৫

জ্যাক স্মিথ বলেছেন: এখন যারা নির্বাচিত হবে, তারা ১৯ কোটী মানুষের জন্য আধুনিক জীবনযাত্রার জন্য আইন প্রনয়ন করতে পারবে? - নাহ পরবে না, সমস্যা আছে অনেক।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪

সোনাগাজী বলেছেন:



৩০০ জন লোক আমাদের জগৎ বিখ্যাত ( সৌন্দয্যের দিক থেকে ও পরিসরে ) পার্লেমেন্ট আসবে শীঘ্রই ও জাতির সম্পদ ও সুযোগ ডাকাতী করবে।

৩০| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৬

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: আপনার এলকাটা কোন জেলায়? আমি নিজে চট্টগ্রামের মানুষ।

ঢাকার পাশের একটি জেলা। পরিচিত আওয়ালীগার আজ ভোট দিতে যায়নি।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা এমন ভোট করেছে যে, আোয়ামী লীগের ভোটারেরাও ভোটে যায়নি; উনি কলোনিয়েল সিষ্টেম চালাচ্ছেন: সরকার করবে সরকার নিজেই, মানুষ সরকারের লোকদের ভালোর জন্য উন্নয়নের জন্য কাজ করবে।

৩১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের কোনো পদেই যোগ্য ও দক্ষ লোক আপনি খুজে পাবেন না।
আমাদের এলাকায় যিনি এবার এমপি হয়েছেন, তাকে আমি জন্মের পর কোনোদিন দেখি নাই।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৬

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ প্রার্থীই কোন না কোন ক্রাইমের সাথে যুক্ত।

৩২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৩

রানার ব্লগ বলেছেন: অতীতে যে ছিলো তার থেকে ভালো।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৭

সোনাগাজী বলেছেন:



অবশ্যই বৃটিশ কলোনী থেকে কিছুটা ভালো।

৩৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০১

প্রামানিক বলেছেন: হাত বদল হয়েছে

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা বাবাকে অনুসরণ করলে জাতি উনাকে ভালোবাসতো; উনি এবার ভালোবাসা পাননি, মানুষ উনাকে বিশ্বাস করার মতো আচরণ উনি করছেন না।

৩৪| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

স্যার,

আপনি আমাকে নিয়ে পোস্ট দিয়েছেন শুনেছি।
আপনার প্রতি আমার সীমাহীন কৃতজ্ঞতা।
মিস্টার গোফরান আমাকে তার পোস্টে স্মরণ করেছেন ।
তাকেও কৃতজ্ঞতা।
সবাই ভালো থাকুন।
সবার জীবন হোক অনেক অনেক সুন্দর।

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:



আপনার নিরাময় কামনা করছি; আপনার বর্তমান অবস্হা কি রকম?

৩৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বাংলাদেশের এক সময়ের একটি প্রভাবশালী রাজনৈতিক দল ধীরে ধীরে জাদুঘরের দিকে এগিয়ে যাচ্ছে।
ভবিষ্যতের নাগরিকরা দুই টাকা দিয়ে টিকিট কেটে জাদুঘরে গিয়ে জানবে যে এক সময় এই নামে একটা রাজনৈতিক দলও ছিল।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার সঠিক জ্ঞানের অভাবে বিএনপি, জাপা ও জামাত টিকে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.