নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক মিডিয়া শেখ হাসিনাকে বিজয়ী হিসেবে ধরে নিয়েছে!

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৯



**** আজকের বিশ্বের সাথে তুলনা করলে ইহাকে নির্বাচন বলা কঠিন; বল ও কৌশল প্রয়োগ করে, মানুষকে ভেঁড়া বানিয়ে, শেখ হাসিনা উনার পদটি ও সরকারের নব্যায়ন করেছেন মাত্র। ****

বাংলাদেশ ইলেকশান কমিশনের অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা না করেই, বিবিসি, সিএনএন,ইউরো-নিউজ ইত্যাদি শেখ হাসিনাকে বিজয়ী হিসেবে ধরে নিয়েছে! তারা অবশ্যই উল্লেখ করছে যে, উনার মুল বিপক্ষ দল, বিএনপি ভোটে অংশ নেয়নি; ইউরোপ, আমেরিকার লোকজন যারা ভোটে অংশ নেয় না, তাদের নিয়ে খুব একটা মাথা ঘামায় না; অংশ নিয়ে যদি উল্লেখযোগ্যভাবে নিপীড়িত হয়, তখন এরা সেটাকে ইস্যু হিসেবে নেয়।

আগামীকাল অফিসেয়েল ফলাফল বের হলে, ভারত, আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন কি বলে, সেটা দেখার বিষয়। কইছু মিডিয়া উল্লেখ করেছে যে, বিএনপি'র প্রায় ২০,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, উগান্ডা, নাইজেরিয়ার ২০,০০০ নেতাকর্মী গ্রেফতার হওয়া নতুন কোন বিষয় নয় পশ্চিমের জন্য; কারণ, পশ্চিমের ১৫/২০ জন গ্রেফতার হলে সুপ্রীমকোর্ট অবধি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়।

মনে হয়, ভারত শেখ হাসিনার নির্বাচনকে বৈধ ঘোষণা করবে; ভারত বাংলাদেশে এই ধরণের নির্বাচন ১৯৭৭ সাল থেকে দেখে আসছে, ইহা তাদের জন্য নতুন কিছু নয়। তদুপরি, ভারতীয়রা মিলিটারীর সৃষ্টদলগুলোকে পছন্দ করে না। ২০০৭ সালে, মইন ইউ আহমেদ ভারতে গিয়ে কোন কোন ধরণের সাপোর্ট না'পেয়ে বুঝতে পারেন যে, ভারত নতুন করে মিলিটারীকে বাংলাদেশের ক্ষমতায় চাচ্ছে না।

বিশ্বের বর্তমান পরিস্টিতিতে আমেরিকার জন্য বাংলাদেশ মোটামুটি একটি শান্ত দেশ; সেই তুলনায় পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, সুদান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ইরান হচ্ছে বড় বড় সমস্যা। ফলে, বাংলাদেশে যদি চলটে থাকে, তাদের মাথা ব্যথা হওয়ার কোন কারণ নেই। আমেরিকা নিশ্চয় তারে ককে চেনে ও ছোট ব্যতিত অন্য কোন চোখে তাকে মুল্যায়ন করে বলে মনে হয় না। আমেরিকা যদি ভারত থেকে তারেক সম্পর্কে জানতে চায়, তখন আমেরিকার চাঁন্দি গরম হয়ে যাবে।


আমেরিকা, ইউরোপ, জাপান, ইত্যাদি দেশ বাংলাদেশের ভালো চায়; আবার তারা বাংলাদেশের সরকার, শেখ হাসিনা, ব্যুরোক্রেটদের দেশ চালনার দক্ষতাও অনুমান করতে পারে; ফলে, বিরা ট কিছু আশা করে না। তবে, ইউরোপীয়ানরা বাংলাদেশীদের নোকায় ভুমধ্যসাগর পাড়ি দেয়া পছন্দ করছে না; এই ব্যাপার নিয়ে তারা বিরক্ত।






মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: স্বতন্ত্র পার্থীরা সীমাহীন টাকা খরচ করেছে। তাদের জন্য মায়া হচ্ছে।

আমেরিকাতে নাকি প্রচুর তুষারপাত হচ্ছে। ঘর থেকে মানুষ বের হতে পারছে না?

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫২

সোনাগাজী বলেছেন:



যাদের টাকা খরচ হয়েছে, শেখ হাসিনা তাদেরকে ব্যাংক থেকে ঋণ নেয়ার ব্যবস্হা করে দেবেন।

নিউইয়র্কে বাংগালীরা আসার পর থেকে বরফ পড়া বনদ্ধ হয়ে গেছে।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২৫

জ্যাক স্মিথ বলেছেন: চারিদিকে সরকার পতনের যে হিরিক দেখলাম আমি তো মনে করছিলাম আজকেই শেখ হাসিনার জীবনের শেষ দিন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৪

সোনাগাজী বলেছেন:



ইহাও আওয়ামী লীগের রাজনীতির অংশ; আওয়ামী লীগ বিএনপি'র চেয়ে আধম দলে পরিণত হয়েছে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



তবে ব্লগার রাজিব নূরের মত অনেক মানুষকে আমি দেখেছি যারা বাড়িতে শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়েছেন ।
অথচ ভোট দিতে যায়নি ।
ভোট দেওয়াটা জরুরী ছিল ।
যত বেশি ভোট দেবেন ততই নির্বাচনের ফলটা অংশগ্রহণমূলক হবে।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৫

সোনাগাজী বলেছেন:




ভোটার লিষ্টে যাদের নাম আছে, তাদের অনেকের ভোট দেয়া হয়েছে।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৭

জ্যাক স্মিথ বলেছেন: "নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছ" - ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ফিলিস্তিনের প্রধান নির্বাচন কমিশনার হাশিম কুহাইল

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২২

সোনাগাজী বলেছেন:


ওরা কি বলেছে?

৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৫৭

কামাল১৮ বলেছেন: এবার শুরু হবে আওয়ামী লীগের আসল যুদ্ধ।এখন দেখার বিষয় স্বতন্ত্রদের নিয়ে আওয়ামী লীগ কি করে।তারা সরকারী শিবিরে বসে ,না বিরোধী শিবিরে বসে।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৩

সোনাগাজী বলেছেন:


ওদেরকে শেখ হাসিনা বলে দেবেন, কি করলে ওরা লাভবান হবে।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইউরোপীয়ানরা বাংলাদেশীদের নৌকায় ভুমধ্যসাগর পাড়ি দেয়া পছন্দ করছে না
................................................................................................................
এই নৌকা তো শেখ হাসিনার নৌকা নয় ।
ভারতীয়সহ আরও অভিবাসীরা এই ডাংকি পথ অবলন্বন করে ।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৫

সোনাগাজী বলেছেন:




ভারতীয়, পাকিস্তানী, বাংলাদেশী, আফ্রিকান সবাই ইউরোপ যাচ্ছে; কিন্তু ইউরোপ ১টি ছোট মহাদেশ, যা অনেক শ্রমের ফসল।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৯

রাজীব নুর বলেছেন: আমেরিকা ছাড়া বাংলাদেশের নির্বাচন সব দেশেই মেনে নিবে।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৪

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষের শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, জীবনযাত্রার মানের সাথে মিলিয়ে এই রকম নির্বাচনই মানানসই।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:

বিদেশীরা কি বললো তাতে কিছু যায় আসে না। হাসিনা বিদেশীদের বুড়া আঙ্গুল দেখিয়ে নির্বাচন দিয়েছে।
দেশের মানুষ মুল কথা। দেশের মানুষ খুসি।
আওয়ামী লীগ যে বিজয়ী হবে সেটা অনুমিতই ছিল।
তবে বিরোধীদল জাপা মাত্র ১১টা নিয়ে যে ধরাশায়ি হবে সেটাও অনুমিত ছিল। যে ৪০ শতাংশ বা তার অধিক ভোট পড়েছে তা আওয়ামীলীগেরই ভোটার, এবং এরা পরবর্তি সব নির্বাচনে আওয়ামীলীগকে বিজয় এনে দিবে |

বিএনপির ২০০১এ ভোটব্যাংক ছিল৪০% কিন্তু দেড় কোটি ভুয়া ভোটার বাদ দেয়ার পর ২০০৮এ ৩২% নেমেছিল।
বর্তমানে আরো কমেছে নিশ্চিত। সেই আশঙ্কাতেই ওরা নির্বাচনে যায় না, বিএনপি আসলে যে জাপার মতই ভরাডুবি হত এতেও কোন সন্দেহ নেই।
তবে যাই হোক, ৫৬ জন মন্ত্রী সহ জাদরেল নৌকা প্রার্থিদের পরাজিত করে স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার প্রমান করে তৃণমূল লীগ কর্মীরাও ম্যাটার্স। জয় বাংলা।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৬

সোনাগাজী বলেছেন:



আপনার জ্ঞান, ধ্যান, ভাবনার সাথে এসব মিলে যাচ্ছে।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কিছু ব্যতিক্রম ছাড়া নির্বাচন ভালোই হয়েছে।
তবে একটা দুঃখের বিষয়ঃ আমি যেই মার্কায় ভোট দিয়েছিলাম তিনি ডাব্বা কাত করিয়া দিয়াছেন।
আফসোস!

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩১

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা, ব্যুরোক্রেটরা, ব্যবসায়ীরা ও রাজনৈতিক তসকরেরা মিলে বাংলায় কলোনিয়েল সিষ্টেম গড়ে তুকেছে; উনি নির্বাচন নামে ইডিওটিক কৌশলের মাধ্যমে নিজের পদটাকে নব্যায়ন করেছেন শেখ হাসিনা।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৪

সোনাগাজী বলেছেন:



প্রতি নির্বাচনী এলাকায় অসৎ ক্ষমতাশালীরা যেভাবে পেরেছে সেইভাবে ভোট যোগাড় করেছে। শেখ হাসিনা ব্যতিত ২৯৯ সংসদীয় এলাকায় অসৎ কৌশল প্রয়োগ করেছে অসৎ প্রার্থীরা।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৬

বিজন রয় বলেছেন: আপনি সাময়িক পোস্ট দিচ্ছেন কেন?
গতরাতেও একটি দিয়েছিলেন।
তাহলে মন্তব্যের অপশন বন্ধ করে দিন।
না হয় সাময়িক শব্দ উঠিয়ে দিয়ে স্থায়ী হিসেবে রাখুন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৯

সোনাগাজী বলেছেন:



১ম পাতুা নড়ছিলো না, আমার ২টি পোষ্ট সামনের পাতায় থাকায়, শেষেরটাকে সাময়িক হিসেবে দিয়েছি।

১২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৬

বিজন রয় বলেছেন: হা হা হা ............ আচ্ছা বুঝতে পেরেছি।

পোস্টের সংখ্যা খুব কম।

আমার মনে হয় তবু সাময়িক শব্দ লেখার দরকার নেই।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



সামনের পাতায় একাধিক পোষ্ট দিতে গেলে নিজের কাছেই ভালো লাগে না।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৬

হাসান রাজু বলেছেন: এই মহিলা পারবে। একাই পুরো " লেমন চুষা " দলকে রাস্তা দেখিয়ে চলছেন। ৫০% রাস্তার পুরটাই সাফল্যের সাথে পার করেছেন। স্বীকৃতি ! সেটা কিভাবে আদায় করতে হয় সেটা এই মহিলা খুব ভালই জানে। বাকি ৫০% দৌড়ে পার হবেন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:



কিন্তু জাতির অবস্হা দেখেন; গত ১৫ বছরে ভারতের মেয়েরা কি পেলো ( আইটিতে বিশ্ব দখল ), আমাদের মেয়েরা কি পেলো, সেলাইকলে দিন গড়্বে ১২ ঘন্টা

১৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭

প্রামানিক বলেছেন: দু’দিন পরে বেকাতেরা সব ঠিক হয়ে যাবে

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



উনি ৪৪ বছরে যা করেছেন, ইহা প্রয়োজনের তুলনায় নগন্য; উনি জাতির সবার জন্য সমানভাবে করেননি; উনার দলের লোকেরা কাজ না'করেই বিলাসী জীবন যাপন করে অন্যদের সম্পদে ভাগ বসায়ে।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২

জ্যাক স্মিথ বলেছেন: লেটেস্ট খবর হচ্ছে.. বিশ্বের সব মোড়লরা শেখ হাসিনার ভয়ে এক ঘাটে পানি খাইতছে। B-)

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা, আফ্রিকার সরকারদের, মিশরের প্রেসিডেন্টকে কেহ ভয় পায় না, এদেরকে সবাই মেনে নেয়; সবাই এদের মগজের পরিমাণ জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.