নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন, তথা জাতিকে ভেঁড়া বানানোর প্রসেস সম্পন্ন হয়েছে সফলভাবে, এবার আমরা নতুন কি নিয়ে লিখবো?

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৭



মাসিক পোষ্টের হার, মাসিক মন্তব্য প্রাপ্তি ও মন্তব্য করার হার, প্রতি ২৪ ঘন্টায় লগিন করা সময়ের পরিমাণ মাপলে, ব্লগের সবচেয়ে একটিভ ব্লগার হওয়ার সম্ভাবনা আমার আছে; যদি সবচেয়ে একটিভ হওয়ার সম্ভাবনা না'থাকে, ২য় কিংবা ৩য় যে হবো এতে কোন ভুল নেই। আমার বর্তমান নিকে ১ বছর ১১ মাসের ব্লগিং সময়ের মাঝে, আমাকে ১১ মাস কমেন্টব্যানে রাখা হয়েছে!

গতকাল, আমাদের পার্লামেন্ট নির্বাচন শেষ হলো, গত ৩ মাস ইসরায়েল-হামাস যুদ্ধ চলছে, ২৩ মাস চলছে রাশান ইউক্রেন যুদ্ধ, এগুলো খুবই গুরুত্বপুর্ণ ব্যাপার; এর মাঝে আমাকে ১১ মাস কমেন্ট ব্যানে রাখা হয়েছে, সামু আসলেই ইন্টারেষ্টিং সোস্যাল মিডিয়া। ব্লগে যাঁরা সামসসাময়িক ব্যাপার, রাজনীতি, অর্থনীতি ও বিশ্বের বিবিধ দেশের রাজনৈতিক ঘটনা নিয়ে পোষ্ট দেন, তাঁদের মাঝে আমার নাম থাকার কথা; কিন্তু আমাকে ব্লগিং করতে হয় সেমিব্যানে থেকে!

আমার অবস্হা নিয়ে ভাবলে, আপনার মনে হতে পারে যে, সামুর ইতিহাসে আমার মতো এমন ক্রিমিনাল ব্লগার আদৌ ছিলো কিনা? আরো ব্যাপর আছে, সামু আমার মোট ৭টি নিক ব্যান করেছে। আমার সর্বশেষ ব্যান-হওয়া নিকে ( চাঁদগাজী ) আমি ৭ বছরের কম সময়ে ৮৮ হাজারের কাছাকাছি মন্তব্য পেয়েছিলাম, ৯৩ হাজারের বেশী মন্তব্য করেছিলাম ও প্রায় ৪ হাজারের কাছাকাছি পোষ্ট লিখেছিলাম।

এসব ডাটা দেখলে, ও আমার পোষ্ট পড়লে আমাকে কি সত্যি বিশাল ১ ক্রিমিন্যাল মানুষ বলে মনে হয়? নাকি আমি কোনভাবে ভিকটিম?

আমি সামুতে এসেছিলাম যথাসম্ভব ২০১৪ সালের দিকে, তার আগে আমি আরো ৩ টি ব্লগে ব্লগিং করেছিলাম; সেসব ব্লগও আমাকে সোলেমানী ব্যান করেছিলো; সেইসব ব্লগে আমি "ফারমার" নিকে ব্লগিং করেছি বেশীরভাগ সময়ে। সামুতে বেশিরভাগ সময়ে ব্লগিং করেছি চাঁদগাজী নিকে।

আমার ব্লগীয় আচরণ দেখলে কি আমাকে ক্রিমিনাল ব্লগার বলে মনে হয়, নাকি আমি আসলেই ১ জন ভিকটিম? এই ব্যাপরে আপনারা ভাবুন। আমার মনে হয়, আমি ১ জন খুবই একটিভ ব্লগার হওয়ার সম্ভাবনা বেশী; কিন্তু ব্লগিং'এর বড় একটা সময় আমাকে কমেন্ট করতে দেয়া হয়নি, কেমন ইন্টারেষ্টিং ব্যাপার!

মন্তব্য ৬৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সামান্য কিছু ঘটনা বাদ দিলে নির্বাচন ভালোই হয়েছে।
এটাই প্রথম নির্বাচন যেখানে এক জন প্রার্থীর প্রার্থিতা নির্বাচনের দিন বেলা আড়াইটার দিকে বাতিল করেছে।
এটা একটা সাহসী সিদ্ধান্ত।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

সোনাগাজী বলেছেন:




এই আধুনিক যুগে ইহাকে নির্বাচন বলা কি ঠিক হবে? ইহা ছিলো শেখ হাসিনা কর্তৃক জাতিকে ভেঁড়া বানানোর ১টি সফল প্রসেস।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩০

বিজন রয় বলেছেন: লেখার অনেক কিছু আছে।

একটু ধৈর্য ধরুন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮

সোনাগাজী বলেছেন:




আমি চলমান বিশ্বের ঘটনাপ্রবাহকে বুঝতে চেষ্টা করি; বুঝতে পারলে উহাতে আমার মতামত থাকে;ফলে, সব সময় কিছু ১টা নিয়ে লেখার চেষ্টা করি; লেখার বিষয়ের অভাব হয় না।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেখ হাসিনা কর্তৃক জাতিকে ভেঁড়া বানানোর ১টি সফল প্রসেস।
............................................................................................
যদিও আপনার এই মন্তব্যর সহিত আমি একমত নই ।
নির্বাচন ছাড়া সাংবিধানিক আর কি কি সুযোগ ছিল ,
যা দিয়ে আপনি (যদি প্রধানমন্ত্রী হতেন ) জনগনকে মহাজ্ঞানী
বানাতে পারতেন ???

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:




আপনি একটি সুখী ও সভ্য জাতির ( জাপান, বৃটেন, সুইডেন, কানাডা ) নির্বাচনকে বুঝতে পারলে, শেখ হাসিনার এই নির্বাচনের ফলে আমাদের পুরো জাতি যে, গাধায় পরিণত হয়েছে, উহা অনুধাবন করতে পারবেন।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি অনেক ভালো ব্লগার।

তবে, আপনি একজন মানুষ। ভুল হওয়া স্বাভাবিক।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪

সোনাগাজী বলেছেন:



আমেরিকার মানুষ ভুল/শুদ্ধ করতে করতে আজকের অবস্হানে এসেছে; ইয়েমেনের মানুষ ভুল/শুদ্ধ করতে করতে আজকের অবস্হানে এসেছে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: নির্বাচন শেখ হাসিনা যেরকম চেয়েছেন, ঠিক সেরকম হয়েছে।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:


এরশাদ যা চেয়েছিলো তা ঘটেছে, রওশন ভালো আছে; জিয়া যা চেয়েছিলো তা ঘটেছে বেগম জিয়ার চিকিৎসা চলছে! ঢাকায় প্রতিদিন কত বৃদ্ধকে দেখেন সামান্য একটু খাবারের জন্য অপরিস্কার অবস্হায় রাস্তায় বেওয়ারিশ কুকুরের ন্যায় পড়ে থাকে?

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: সামু আপনার সাথে অন্যায় করেছে।
একদিন তারা তাদের ভুল বুঝতে পারবে এবং আপনার আকছে ক্ষমাপ্রার্থনা করবে।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:



আমি ব্লগে থাকাতে আমাদের এডমিন সাহেবের ১টা কাজ আছে।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২

নতুন বলেছেন: আমার ব্লগীয় আচরণ দেখলে কি আমাকে ক্রিমিনাল ব্লগার বলে মনে হয়, নাকি আমি আসলেই ১ জন ভিকটিম? এই ব্যাপরে আপনারা ভাবুন। আমার মনে হয়, আমি ১ জন খুবই একটিভ ব্লগার হওয়ার সম্ভাবনা বেশী; কিন্তু ব্লগিং'এর বড় একটা সময় আমাকে কমেন্ট করতে দেয়া হয়নি, কেমন ইন্টারেষ্টিং ব্যাপার!


আপনি আগে ব্লগারদের সমালোচনা করতে গিয়ে একটু বেশি কড় শব্দ ব্যবহার করতেন সেখান থেকেই এই সমস্যার শুরু।

তারপরে বিষয়টা ভিন্নরুপে চলে গেছে... কিছু মানুষ আপনাকে অপছন্দ করা শুরু করেছে এবং তারা তাদের জানমাল দিয়ে আপনাকে বিরক্ত করার পেছনে সময় দিচ্ছে... ( এটা তাদের দৈনতা মাত্র)

আমি হোটেল ইন্ড্রাস্টির অভিঙ্গতা থেকে একটা পরামর্শ দিতে পারি।

আমাদের মাঝে মাঝে প্রচন্ড খাইশটা অহংকারী, বদমেজামী টাইপের গেস্টকে সামালদিতে হয়। তাদের সাথে অনেক সময় কঠর হতে হয়। এবং তাদের দাবী বাতিল করতে হয় এবং তাদের কিছু না দিয়ে ফেরত দিতে হয়। ( যদিও ৯৯.৯৯% গেস্টকেই আমরা খুশি করি এবং দাবী আমরা মেনে নেই)

ঐ যে ০.০০০১% খাইসটা গেস্ট যাকে কানের উপরে বন চটকানা দিতে ইচ্ছা করে তাদের সাথেও কিন্তু বাজে ব্যবহার আমরা করিনা। :#)

তেমনি আপনাকে যখন আক্রমন করবে তখন আপনিও বাজে শব্দ ব্যবহার না করে তাদের স্বালীন ভাষায় গুস্টিউদ্ধার করতে পারবেন কিন্তু তখন আপনাকে কেউ এমন আঙ্গুল তুলে দোষী বলতে পারবেনা এবং ব্যান করবে না।

ব্লগে কারুর সাথে ব্যক্তি আক্রমনে গিয়ে ঝামেলা তৌরি করার কোন অর্থ হয় না। B-)

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৩

সোনাগাজী বলেছেন:



প্রবাসে ১টি বড় ইন্ডাষ্ট্রির সাথে কাজ করে আপনার ভালোর ভালো অভিজ্ঞা হয়েছে পাবলিক রিলেশানে; আমি উহাকে কাজে লাগানোর চেষ্টা করবো। আমার সমস্যা হয় তাদের সাথে, যারা লিখতে জানে না কিন্তু বড় বড় ভাব দেখায় ও আসলে সততাহীন।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩

বিজন রয় বলেছেন: আপনার কি লেখার বিষয়ের এতই অভাব পড়েছে, যে নতুন কি লিখবেন ভেবে পাচ্ছেন না?

আমি মনে করি আপনার লেখার সাবজেক্ট অভাব হবে না।

ব্লগে তো আপনিই সবচেয়ে বেশি লেখেন, আর রাজীব নূর।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৬

সোনাগাজী বলেছেন:



আমার সময় আছে, আমি বিশ্বের বিবিধ জাতিকে বুঝের চেষ্টা করে যাচ্ছি; ফলে, বিষয় সব সময় সামনে আসে; সমস্যা তেমন নেই।

রাজীবের লেখায় ঢাকার মানুষদের ও ব্লগারদের বুঝা সহজ হয়।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: যে সামু টিম চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। এরকম নিক কে মন্তব্য করার ক্ষমতা দেয়। সেই টিমের কাছে আপনি আর কি আশা করতে পারেন?

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮

সোনাগাজী বলেছেন:



আমি মেনে নিয়েছি, বাংলাদেশের মানুষ নিজস্ব সংস্কৃতি আছে।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাড়া ছাগল গরু যাই বলুন না কেন
দুধ কিন্তু ঠিকই খাবেন দাদা------------

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:




ঢাকার মানুষ দুধের সাথে মুত মিশায়।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: না, আপনি ক্রিমিনাল ব্লগার না

কেবল একটু কটু মন্তব্য করা থেকে বিরত থাকবেন

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:



আমার মন্তব্য না'পেলে কোন ব্লগার নিজের লেখার উপর আসল ফিড পাওয়ার সম্ভাবনা কম; শেরজা, ভুয়া মফিজ, অপুর লেখা পড়ে দেখিয়েন, লেখায় সততার অভাব আছে; কারণ, আমি ওদের লেখায় কমেন্ট করি না আজকাল।

১২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২

নতুন বলেছেন: আমাদের দেশের মানুষ নিজেদের সার্থেই দূনিতি করতে থাকবে।

যেখানে গ্রামে মানুষ কেন্দ্র দখল করে ভোট কেটে নেয়, বাড়ীতে আগুন দেয়, কেন্দ্রের বাইরে দাড়িয়ে মানুষদের ফিরিয়ে দেয়।

এই সব শেখ হাসিনার নির্দেশে করেনা। এবং এতো সার্থপর জাতিকে নিয়ন্ত্রনে আনা অসম্ভব।

মানুষ ভালো না হইতে চাইলে জোর কোরে কাউকে ভালো পথে রাখা যায় না।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



পুর্ব এশিয়ার আগের অবস্হা খারাপ ছিলো; ওসব জাতির বুদ্ধিমানরা জাতিকে সৎ পথে এনেছেন; শেখ হাসিনা বুদ্ধিমান নন, উনার চারিপাশে উনি ক্রমিনাল ও লাথিয়ালদের স্হান দিয়েছেন।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই আধুনিক যুগে ইহাকে নির্বাচন বলা কি ঠিক হবে? ইহা ছিলো শেখ হাসিনা কর্তৃক জাতিকে ভেঁড়া বানানোর ১টি সফল প্রসেস।

নির্বাচন বর্জন করাটা কি সংবিধানসম্মত? বাংলাদেশের সংবিধানের কোন ধারায় আছে যে, নির্বাচন বর্জন করা যাবে?

এখন সময় এসেছে অস্ট্রেলিয়ার মতো বাধ্যতামূলক ভোট প্রদানের আইন প্রনয়ণ করা। ভোট না দিলে ১০০ টাকা জরিমানার বিধান করলেই পাবলিক সুর সুর করে ভোট দিতে যাবে।

তখন ভোটার ঠেকাতে চাইলে রিজভী সাহেবকে অবশ্যই বাজেট ঘোষণা দিতে হবে। ১ কোটি ভোটারের জন্য ১০০ কোটি টাকা। পরিমাণটা একেবারে কম না।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:



উনি একসাথে দেশ চালাচ্ছেন ১৫ বছর, দলের সভাপতি ৪৪ বছর; উনার দলে বাংলাদেশের সব মাফিয়া, সব ঠগ, জালিয়াত ও ক্রিমিনালরা পিরামিড ব্যবসা করছে; ওবায়দুল কাদের মাফিয়া। এইজন্য রবিবারের ভোটে আওয়ামী লীগের তৃণমুলের জনসাধারণও ভোট দিতে পারেনি ভয়ে ও শংকায়।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৯

নয়ন বড়ুয়া বলেছেন: আপনার সাথে কী হয়েছিলো, না হয়েছিলো তা সম্পর্কে অবগত নয়। আমিও এক্টিভ হয়েছি, দুই সপ্তাহও হচ্ছে না। তবে মন্তব্য পড়ে যা বুঝলাম, আপনি সম্ভবত ব্যক্তি আক্রমণ করেছিলেন (আমি ভুলও হতে পারি)। যা কখনও সামু প্রশ্রয় দেয় না। তর্ক-বিতর্ক না থাকলে আলোচনা জমে না। আপনার সকল লেখায় আলোচনা-সমালোচনা চলে। যা থেকে অনেক কিছুই জানা যায়, বুঝা যায়। কিন্তু তাই বলে ব্যক্তি আক্রমণে যেতে হবে কেন! তর্ক-বিতর্ক হোক যুক্তি দিয়ে। আলোচনা-সমালোচনা দিয়ে। আপনি অনেক সিনিয়র। আমি সামুতে ৩ বছরের কাছা-কাছি হলেও, আমি মূলত সেই ২০১৫ সাল থেকে সামুকে পড়ছি। আমি সঠিক জানি না, আপনার সাথে কী হয়েছিলো, তাই আমি ভুলও হতে পারি।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১২

সোনাগাজী বলেছেন:




আমি আপনাকে গত কিছুদিন একটিভ দেখছি, ভালো। আস্তে আস্ত সবই বুঝবেন! পড়ুন, তখন বুঝতে পারবেন যে, আমাদের অনেক ব্লগার লেখক হিসেবে লিলিপুটিয়ান ও অসত।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪

হাসান রাজু বলেছেন: সামুতে আপনি যে ভাষা ব্যাবহার করেন (ডুডু, ম্যাওপ্যাও ইত্যাদি) তাতে অনেকের আপত্তি আছে। সামু সেটা আমলে নিয়েছে। সবচেয়ে বড় মজার ব্যাপার হল কি জানেন? যারা মডুর বাড়ি গিয়ে কান্নাকাটি করে তারা কিন্তু রীতিমত গালাগালি করে। মডু সম্ভবত কান্নারত মানুষের গালি সহ্য করতে পারে না।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:



দিনের শেষে, মড়ুকে ব্যবসা চালাতে হয়; আমাদের অনেক ব্লগার রাস্তার লোকদের মতো আচরণ করেন, লিখেন আগডুম, বাগডুম; আবার লেখায় সততা ও বিষয় নেই; বইমেলার ৮০ ভাগ লেখা যেমন গার্বেজ, এখানেও অনেক গার্বেজ আসে।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: ভেড়া কিন্তু অনেক মানুষের চেয়ে ভালো। আর উপকারী। এখন বোধহয় সময় এসেছে পশুদের অবমাননা না করার। কিছু মানুষ আর বুদ্ধি টুদ্ধিতে ভেড়ার চেয়ে নিম্নমানের আর কেউ পশুর চেয়েও হিংস্র। অবলা প্রাণীদের এ বিষয়ে সম্পৃক্ত না করাই ভালো। আপনি সবচেয়ে এক্টিভ ব্লগারদের একজন। কিন্তু ডিসকোয়ালিফাই হলে তারা কিন্তু প্রতিযোগিতায় সর্বশেষ স্থান লাভ করে। আপনার দূর্নাম কাটানো কঠিন হয়ে যাবে। এজন্য আপনার সতর্ক হয়ে দীর্ঘ সময় পোস্ট এবং কমেন্ট করতে হবে। তবেই হয়তো আপনি একসময় নিরাপদ ব্লগার হয়ে যাবেন। আপনি কিন্তু অন্যতম এক্টিভ ব্লগার হতে পারবেন এতো বেশি কমেন্ট আর পোস্ট আর কে দিতে পেরেছে? শুভকামনা।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:




আমি জন্মতভাবে বাংগালী, জীবনে অনেক জাতির সাথে কাজ করেছি, ওদের দেশে বসবাস করেছি, ওদের সংস্কৃতিতে মানিয়ে চলতে বাধ্য হয়েছি; আমার সাথে আজকের ঢাকার অনেক বাংগালীর বেশ সমস্যা চলতেই থাকবে।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৫

জ্যাক স্মিথ বলেছেন: সরকারের পতন হইবে এভাবে সারা বছর তো কিছু ভেড়া ম্যাঁ ম্যাঁ করলই এদের নতুন করে আবার ভেড়া বানানোর কি হইল?

নির্বাচন নিয়ে বিশ্ব লিডারগণ কি কি বিবৃতি দেন আমারা একটু সেদিকে নজড় দেই। আমেরিকা, ইংল্যান্ড, ইইউ, কানাডা, নেদারল্যন্ড, ভারত, চীন, রাশিয়া, সৌদি, তুরুস্ক এসব বিশ্ব মোড়লগণ এই নির্বাচন বিষয়ে কি বিবৃতি দেয় সে বিষয়ে আমি আপনার কাছ থেকে একটি পোস্ট আশা করছি।


০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২০

সোনাগাজী বলেছেন:



ভারত মেনে নেবে; অতপর, সামান্য মন্তব্য যোগ করে সবাই মেনে নিবে; শেখ হাসিনা বসে নেই, সব দেশে ফোন যাচ্ছে।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৭

জ্যাক স্মিথ বলেছেন: অস্ট্রেলিয়া এবং নিউজল্যান্ডের কথাও ভুলবেন না যেন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২২

সোনাগাজী বলেছেন:



সবাই মেনে নিবে, সবাই জানে আমরা আফ্রিকার বানর নই, আমরা এশিয়ান বানর, মানুবদের সাথে মিলেমিশে কলা খেয়ে চলতে পারি।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ক্রিমিনাল ব্লগার কে, অপব্লগার কে, ক্যাচাল ব্লগার কে এবং মাল্টি নিক গুলো কার- সেগুলো আপনি আমি যেমন জানি, মডারেটর সাহেবও জানেন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:



আমাদের চেয়ে মডারেটর ভালো জানেন; তবে, ব্যবসা চালাতে গিয়ে উনাকে বাংগালীদের সংস্কৃতি মেনে চলতে হয়, সামু নিশ্চয় কানারডার কোন সোস্যাল মিডিয়ার মতো চলালে চলবে না।

২০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: কি লিখব ভবিষ্যত আসলেই বোঝা যাবে।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনা আমাদের মাতা ও আপা; উনি আমাদের জন্য ভুষির ব্যবস্হা করবেন, আমরা খেয়েদেয়ে জাবর কাটতে থাকবো, অসুবিধা হবে না।

২১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৯

রানার ব্লগ বলেছেন: আপনি সিরিজ আকারে মুক্তিযুদ্ধ নিয়ে লিখুন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:



আসলে দেরী হয়ে গেছে; আবার, উহা ব্লগে দেয়া ঠিক হবে না।

২২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬

জ্যাকেল বলেছেন: আমার কমেন্ট ব্যান হয়েছে গত ২ বছরে মাত্র এক বার। আমি সাধারণত শালিন ভাষায় কথা বলি, তাই আমাকে মাত্র একবার ব্যান হইতে হইয়াছে। আপনেও শালিন ভাষা শিখেন, ব্যান আর হইবেন না।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



আপনি যা বলেন, উহা বাচ্চাদের আবদারের মতো শুনতে; আমি বয়স্ক মানুষ।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫০

বাকপ্রবাস বলেছেন: তীর্যক মন্তব্য ছাড়া আপনার সব ঠিক আছে, মাঝেমাঝে ব্যাক্তিগত তীর্যক মন্তব্য করে বসেন, তারপরও সবাই আপনার ব্যান তুলে দেবার জন্য হৈচৈ করে, কারণ আপনি তা ডিজার্ভ করেন, আপনাকে অনেকেই ভালবাসে, অনেক ভয় পাই যেমন আমি, ভয়ে থাকি কী মন্তব্য করে বসেন, তবুও আপনাকে পছন্দ করি, কারণ আপনার কাছে জ্ঞান আছে, কিছু জানতে হলে শিখতে হলে এমন তীর্যকতা সহ্য করতে হয়, আপনিও একটু সফ্ট হলে ব্যান আর হবেননা বলে মনে হয়

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

আমি অন্য জেনারেশনের মানুষ; সামান্য কলিশন হবে সব সময়, কিছুটা গ্যাপ থাকবেই।

২৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২২

কথামৃত বলেছেন: Cool Baby

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করি সবকিছু স হজভাবে নিতে

২৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

জ্যাক স্মিথ বলেছেন: লেটেস্ট খবর হচ্ছে.. বিশ্বের সব মোড়লরা শেখ হাসিনার ভয়ে এক ঘাটে পানি খাইতছে। B-)

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:



ভারতের অভিনন্দনই আপার জন্য যথেষ্ট; এগুলোর ব্যবস্হা আপা করে রেখেছেন আনেক আগের থেকে।

চীন ও রাশিয়ারটা নিয়ে বেশী কথা বলা ঠিক হবে না; পুটিন ও শি জিনপিং আসলে বিশ্বের জন্য ভয়ংকর মানুষজন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



আমাদের নির্বাচন নিয়ে, ফিলিস্তিনী প্রতিনিধির বখ্তব্য শুনলাম, লোকটা একটু গর্দভ ধরণের; এইজন্য ফিলিস্তিনীরা জীবনে কিছু পেলো না।

২৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

নতুন বলেছেন: আমার সমস্যা হয় তাদের সাথে, যারা লিখতে জানে না কিন্তু বড় বড় ভাব দেখায় ও আসলে সততাহীন।

জ্ঞানীর সাথে কখনো সমস্যা হয় না। যারা বোঝেনা তার সাথেই সমস্যা হয়।

কিন্তু মূর্খের সাথে তর্ক করে নিজেকে ঐ লেভেলে নামিয়ে আনবেন না।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:



আপনি সঠিক আছেন; কিন্তু এরা ( শেরজা, ভুয়া, শায়মা, জুল ভার্ন, অপু, বপু, তপু ) বিবিধ সময়ে আমাকে নিয়ে পোষ্ট দিয়েছে; এদেরকে সময় সময় থামাতে হয়।

২৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

নতুন বলেছেন: যারা আপনাকে নিয়ে পোস্ট দেয় তারা চায় আপনি কিছু একটা করুন এবং সবার চোখে খারাপ দেখাক বিষয়টা।

তাই আপনি ওদের সাথে সারকাজম নিয়ে মোকাবেলা করবেন কিন্তু অফেন্সিভ শব্দে না।

দুস্টের কথার জবাব দিতে গিয়ে যদি আপনি ব্যান হন তবে তো তাদের উদ্দেশ্যই পূর্ন হলো।

কিছু মানুষ আপনার বিরক্ত করতে মাল্টি নিক ব্যবহার করে। বোঝেন কতটা লুজার হলে নিজের জীবনের সময় ব্যায় করে আপনাকে বিরক্ত করতে মাল্টি নিক চালায়.... তাদের জন্য খারাপই লাগে... সাধারন ব্লগিং কে তারা কতটা সিরিয়াসলী নেয়। এবং ব্যক্তি জীবনে তারা কতটা কস্টে আছে চিন্তা করুন...

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০২

সোনাগাজী বলেছেন:



আপনার উপদেশগুলো ভালো।

আমি ওদের বাজিয়ে দেখি; দেখি বুদবুদের মতো ফেটে যায়।

২৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

দক্ষিণ মেরু বলেছেন: আমার মনে হয় আপনার লেখা আরো বেশি মানুষের কাছে পৌছানো উচিত। আপনি ব্লগের সাথে সাথে একটা facebook page খুলে লিখে যেতে পারেন। ব্যান/সেমিব্যানের ঝামেলা থাকবে না।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:


আপনি সঠিক ভাবনা দিয়েছেন আমাকে।

২৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশ স্মার্ট না হলেও শেখ হাসিনাকে অনেকেই এখন স্মার্ট মনে করবে এই নির্বাচনের কারণে। যদিও ভেড়ার দেশে স্মার্ট হতে ঘটে বুদ্ধি বেশী না থাকলেও চলে। তবে এই বোকা বানানোর সুদূর প্রসারী একটা পরিণতি আছে যেটা তথাকথিত স্মার্টরা এখন বুঝবেন না। যখন বুঝবেন তখন আর বাঘের পিঠ থেকে নামার সুযোগ থাকবে না।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:




উনি জাতির প্রোফাইল অবধি নষ্ট করেছেন; আমেরিকা বাংলাদেশের জন্য সহানুভুতিশীল দেশ, সেই আমেরিকাকে বাংলাদেশী নাগরিকের ভয় পাবার শুরু করেছিলো; কারণ, তিনি জাতিকে কনফিউজড করেছিলেন; দেশের প্রোফাইড ফিক্স করার জন্য উনাকে এবার পিএন'এর পদ থেকে দুরে থাকা উচিত।

৩০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



লেখার সব উপাদান এবং বিষয় আশয় সম্ভবতঃ শেষ ।
তাই এখন থেকে সবাই মিলে কবিতা লিখতে থাকুন।
কবিতা লেখা ছাড়া আর উপায় কি!

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষজন ও সরকার মিলে, একটি আজগুবি জাতি; এদের নিয়ে লেখার মতো কিছু বিষয় সব সময় থাকবে।

৩১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


গতকাল আমি অত্যন্ত সুন্দর পরিবেশে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি।

আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেই কেন্দ্রের ভিতরে প্রবেশের আগে প্রায় 50 গজ দূরে পুলিশ বসে ছিল ।
পুলিশ ভোটার তালিকার ক্রমিক নম্বর চেক করে তারপরে স্কুলের ভিতরে প্রবেশ করতে দিয়েছে ।
স্কুলের ভেতরে একজন আনসার সদস্য দাঁড়ানো ছিলেন। আমি তাকে আমার নাম্বারটা দেখিয়ে বললামঃ আমার ভোট কয় তলায় এবং কত নম্বর কক্ষে গিয়ে দিতে হবে ।

তিনি আমাকে দেখিয়ে দিলেন । আমি সেখানে চলে গেলাম ।

ভোট শেষ করতে আমার ম্যাক্সিমাম দেঢ় থেকে দুই মিনিট সময় লেগেছিল।

আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ।

এমনও হতে পারে যে, এটাই আমার জীবনের শেষ ভোট প্রদান।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

সোনাগাজী বলেছেন:




আপনার ডাক্তারেরা কোন কিছু পেয়েছে আপনার শরীরে?

৩২| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৪২

আঁধারের যুবরাজ বলেছেন: "বুদ বুদ ফেঁটে যাওয়া " দেখার কি আর বয়স আছে গাজী ভাই ? সবাই সব কিছু দেখেছি আমরা। তবে আমার মনে হয় ব্লগ কর্তৃপক্ষ আপনাকে পছন্দ করে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৫৪

সোনাগাজী বলেছেন:



আমাকে কমেন্টব্যান না'করলে এডমিন সাহেবকে অনেকে হয়তো চিনতেনই না।

৩৩| ০৯ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:১২

শ্রাবণধারা বলেছেন: আপনার বিভিন্ন ব্যানের বিরোধিতা করলেও যে মূল কারণে আপনাকে ব্যান করা হয় ব্যক্তি আক্রমনের সেই অভ্যাসটি সংসোধনের ব্যাপারে আপনি কিন্তু আন্তরিক নন। বিষয়টি দুঃখজনক হলেও সত্যি।

শুধুমাত্র কলহপ্রিয় ব্লগাররাই নয়, অনেক অতি নিরীহ ব্লগারও অনেক সময়ই আপনার ব্যক্তি আক্রমনের এবং কটু কথার সম্মুখীন হয়েছে।

আপনি প্রচুর পোস্ট করেন এবং মন্তব্য করেন। এটাতে আপনার অসামান্যতা প্রকাশ পায় সত্যি এবং এটা ব্লগের পরিবেশকে প্রাণবন্ত করে তোলা। কিন্তু অসামান্যতার আলো কখনো কোন মানুষের জীবনেই এত বেশি উজ্জ্বল হয়না যে সেটা কারো কৃতকর্মের কালিমাগুলো মুছে ফেলতে পারে।

আবার জ্ঞানের কথার পাশপাশি অনেক অবিবেচনা প্রসূত কথাও আপনি নিছক কম বলেন না। এই যেমন উপরের মন্তব্যে বলেছেন "আমাকে কমেন্টব্যান না'করলে এডমিন সাহেবকে অনেকে হয়তো চিনতেনই না।" এরকম অজস্র আগুনিত কমেন্ট আপনি করেছেন যেগুলো জ্ঞানের কথা বা ভালো কথা তো নয়ই বরং অজ্ঞানতা আর অহংকারের মিশেল।

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

সোনাগাজী বলেছেন:




কোন কোন পোষ্ট পড়ে কমেন্ট করার জন্য উৎগ্রীব হয়ে যাই; তখন কমেন্ট করতে না'পারলে এডমিন সাহেবের উপর একটু রাগ ঝাড়ি।

৩৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৬

অক্পটে বলেছেন: আপনার আজকে লেখার হেডলাইনই যথেষ্ট। একলাইনেই বলে দিয়েছেন নতুন গণতন্ত্রর যে মহাকাব্য শেখা হাসিনা তৈরী করে চলেছেন। বাকিটা বুঝতে আর কিছু লাগেনা।

আপনি দক্ষিন মেরুর পরামর্শটা গ্রহণ করুন এবং লেখা লেখির অবারিত সুযোগটা নিন। আরেকটি কথা হল কাউকে বাজিয়ে দেখার দরকার কি? যে সময়টা বাজিয়ে দেখে নষ্ট করছেন, সেই সময়ে আরো কিছু লেখার সুযোগ পাবেন। এই ব্লগে লেখার সময় আপনার অনেক কিছু মাথায় রেখে লিখতে হয়। এডমিন বেজার হল কিনা, সরকার বেজার হল কিনা ইত্যাদি ইত্যাদি।

কয়দিন বাঁচবেন জানেন না তো। তাই কাউকে খুশি করার জন্য নয় আপনার বিবেক যাতে না বলতে পারে যে আপনি একপেশে লেখা লিখছেন। অবারিত লিখুন সবার জন্য লিখুন, সত্য লিখুন আপনার লেখা রেখে যান মানুষের জন্য।

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

আমি যা বুঝি, যেটি আমার কাছে সঠিক মনে হয়, তা লেখার চেষ্টা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.