নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

এডমিন সাহেব ও ব্লগাদের ধন্যবাদ, আমার কমেন্টব্যান তুলে নেয়া হয়েছে। ( সাময়িক )

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১



আমার কমেন্টব্যান তুলে নেয়া হয়েছে, এডমিন সাহেবকে ও সকল ব্লগারদের ধন্যবাদ; ব্লগারেরা সব সময় চেয়ে আসছেন, আমি যেন কমেন্ট ক্ষমতা ফিরে পাই! যাঁরা আমার কমেন্টব্যান তোলা নিয়ে পোষ্ট দিয়ে ২/১টা কটু কথা শুনেছেন, তাঁদের জন্য কৃতজ্ঞতা রলো। আমি চেষ্টা করবো, এই বিশেষ প্রিভিলেজটি না'হারাতে।

সব শুভাকাংখী ব্লগারেরা আমাকে এডভাইস করে আসছেন সব সময়ে, কমেন্টের সময় খেয়াল রাখতে, যাতে অন্য ব্লগারদের মনে কষ্ট না'দিই; আমি খেয়াল রাখবো অবশ্যই। আমি চাহিনা কোন ব্লগারের মন খারাপ হোক।

আমি চেষ্টা করি চলমান ঘটনাপ্রবাহকে বুঝে, উহার উপর লিখতে ও সাথে আমার মতামত যোগ করতে; আমার নিজের মতামত যোগ করাতে সময় সময় তর্ক-বিতর্ক হয়, ২/১টা কড়া কথাও বিনিময় হয়; এসব নিয়ে মন খারাপ করাটা সমীচিন নয়। আমি ছোট আকারের কমেন্ট করি, এতেও কোন সমস্যা হয় কিনা, আমি খেয়াল রাখবো।

সবাই ভালো থাকুন; আবারো ধন্যবাদ।

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

শাহ আজিজ বলেছেন: স্বাগতম গাজী সাহেব

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি আছি!

২| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

শাহ আজিজ বলেছেন: জমে উঠুক ব্লগ ।

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

সোনাগাজী বলেছেন:



আশাকরি, লোকজন আধুনিক ও চলমান বিষয়ের উপর গুরুত্ব দেবেন।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: আপনি যে বুঝতে পেরেছেন আপনার কমেন্টের কারনে কিছু ব্লগার কষ্ট পাই। এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আর পূর্নজন্ম হওয়ার সম্ভবনা নেই।

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করবো যাতে, অকারণে কেহ মনোকষ্ট না'পান।

৪| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: পূর্নজন্ম মানে বোঝেন তো? এবার পূর্নজন্ম হলে নাম হবে মোহন গাজী। আমরা আর সোনাগাজীকে হারাতে চাইনা । মোহনগাজীকে আমাদের দরকার নেই। সোনাগাজীই দরকার। চিরন্তন হয়ে যাক। আপনার উপরই ভরসা।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০০

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করবো চলমান বিষয়গুলো নিয়ে আলোচনার সুচনা করতে।

৫| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুস্বাগতম আপনাকে। তবে ব্লগারদের মনঃকষ্ট না দেওয়ার চেষ্টা করবেন বলছেন - এখানে আমার প্রশ্ন অহেতুক দীর্ঘদিন ব্যান খেয়ে নিজে কি যন্ত্রণা পাননি? নিজের ভালোর জন্য আর কড়া কথা তর্ক বিতর্ক না করে সৌজন্য বজায় রেখে অবিচ্ছেদ্য ধারায় ব্লগিং করুন।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:


আমি বুঝতে পারছি না, আমি প্রবাসে থাকাতে কি "বাংগালীদের সৌজন্য"টা ভুলে গেলাম! আমি চেষ্টা করবো।

৬| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

জুন বলেছেন: স্বাগতম আপনাকে । আশাকরি আন্তর্জাতিক সমসাময়িক বিষয় নিয়ে লিখবেন । আমার প্রিয় বিষয় রাজনীতি, কূটনীতি, ইতিহাস সব নিয়ে । তবে দেশেরটা না হলেই আমার জন্য সুবিধা :)

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

ঠিক আছে।

৭| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৫

দি এমপেরর বলেছেন: এতে এত খুশি হওয়ার কী আছে? আপনি অচিরেই আবার ব্যান হবেন। আপনি অন্যকে গুঁতোগুঁতি করার লোভ সামলাতে পারবেন ন। যদি পারেন তাহলে আপনার এই পরিবর্তিত রূপ নিয়ে আমি একটি আলাদা পোস্ট দেব। আপাতত আপনার জন্য এটা আমার চ্যালেঞ্জ।
পারবেন?

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০১

সোনাগাজী বলেছেন:



আমিও ভাবছি কতদিন কমেন্ট করতে পারবো?

৮| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৪

নয়ন বড়ুয়া বলেছেন: স্বাগতম দাদা। জমে উঠুক ব্লগ।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ব্লগিং ও ব্লগারদের পছন্দ করি।

৯| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার মনে হয় আপনি আবারও ব্যান হবেন। আবার আনব্যান, আবার ব্যান। এইভাবে চলতেই থাকবে।

আপনাকে নিয়ে কয়েকজন পোস্ট দিয়েছেন - কারণ আপনাকে নিয়ে পোস্ট দিলে মন্তব্য পাওয়া যায়। তারা আপনাকে সমর্থন করে পোস্ট দেয়নি। আর আপনাকে বাংলাদেশী সমাজ চেনানো সম্ভব না (মনে হয়)।

আপনার জন্য সর্বশেষ ও একমাত্র সমাধান: - যারা আপনাকে অপছন্দ করে তাদের পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকুন। এবং তারা যখন আপনার পোস্টে মন্তব্য করবে! সেই সকল মন্তব্যের প্রতিমন্তব্য করা থেকে বিরত থাকুন। এখন আপনাকে কে বা কাহারা অপছন্দ করে তার লিস্ট নিশ্চয় আপনার জানা আছে। যদি জানা না থাকে, তাহলে কি আর করা ১২৩-৩২১ ইহা একটি চলমান প্রক্রিয়া।

আপনি অবসরে আছেন জানি। আপনি ইন্টারনেট নিয়ে যতোটুকু কাজ জানেন তাই দিয়ে মাসে ১,০০০ - ১,৫০০ ডলার আয় করা সম্ভব। হয়তো একটি সময় মাসে ২,০০০ - ৩,০০০ ডলার হতে পারে। ভেবে দেখতে পারেন। আপনার কাজে সহযোগিতা করার জন্য এক্সপার্ট টিম আছে।

আপনার নিরাপদ ব্লগিং কামনা করছি।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৪

সোনাগাজী বলেছেন:


আপনার টিমের সাথে কথা বলতে চাই।

যারা লিখতে জানেন না, ভুল লেখেন, সৎ নন, তারাই আমাকে অপছন্দ করেন।

১০| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

ফেনা বলেছেন: সু-স্বাগতম গাজী সাহেব

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:১৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

১১| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৪

ঢাবিয়ান বলেছেন: পোস্টে ++++ হ্যাপী ব্লগিং ।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ, আছি।

১২| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০১

এক চালা টিনের ঘর বলেছেন: Mr Gazi,
Always remember someone following you 24/7. He will try to make you angry again to break the role. His intention is Solaimani Ban of "Blogger Shonagazi/Chadgazi from somewhere in blog . He is active with his 4/5 multies right. You will be surprised if you ever know that some active nick you know as blogger these are the multi nick tunning by him. So follow the instruction of blogger Thakur. Ignore those who dislike you. Always keep your brain cool.This is just a Community blog. Ignoring those who dislike you will be a wise decision.

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬

সোনাগাজী বলেছেন:



সঠিক, ব্লগে কয়কজন মানুষ আছেন, যারা সততা শব্দটা বুঝেন না।

১৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬

মনিরা সুলতানা বলেছেন: হ্যাপি ব্লগিং !

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ।

১৪| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



লেখক বলেছেন: যারা লিখতে জানেন না, ভুল লেখেন, সৎ নন, তারাই আমাকে অপছন্দ করেন। - তাদের থেকে ১০০ হাত দূরে থাকুন। ঝামেলা শেষ।

ফেসবুক, ইউটিউব, ব্লগ সহ সকল প্রকার মিডিয়াতে (টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়া) প্রচুর ভুল, অসততা, মিথ্যা, বানোয়াট তথ্য ও চিত্র আছে। সেই সকল তথ্য চিত্র পরিবর্তন করা আপনার আমার কাজ নয়। আপনি আপনার নিজের কথা লিখুন।

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:১৭

সোনাগাজী বলেছেন:



এখানে আমরা মাত্র কয়েকজন, এর মাঝে চোখের সামনে আবোল তাবোল লিখলে, ভালো লাগে না।

১৫| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২১

কামাল১৮ বলেছেন: ব্লগ এনজয় করুন।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৩

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।

১৬| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪০

ঢাবিয়ান বলেছেন: প্রফেসর সাহেবের পোস্টে আপনার কমেন্ট দুটো দারুন হয়েছে। আপনার এই ধরনের কয়েক লাইনের তীর্যক কমেন্ট খুবই উপভোগ্য । খেয়াল রাখতে হবে যেন আপনার কমেন্ট ব্যক্তিগত আক্রমনের দিকে না যায় । তাহলেই আর কোন সমস্যা হবে না। আপনি ব্লগ অন্তপ্রান ব্লগার। আপনার বিরুদ্ধে যারা অভিযোগ করে তারাও কেউই চান না যে আপনি ব্লগছাড়া হন। তাই আপনাকে কিছু দ্বায়িত্বশিলতার পরিচয় দিতে হবে।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, চেষ্টা করবো।

১৭| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


কচুরীপানা ভেসে যেতে দেখলে অবস্থা বুঝে ফুল সংগ্রহ করবেন,হাত ভেজাবেন।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৫

সোনাগাজী বলেছেন:



"হাত ভেজাবেন না"।

১৮| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:


এখন হতে শুন্য মন্তব্য নিয়ে কোন পোষ্টকে প্রথম পাতায় ঝুলে থাকতে হবেনা বলে মনে হয় ।
নতুন ব্লগারগন অনুপ্রেরণা পাবেন , তবে তারা যেন নিরোৎসাহিত না হণ সেটাই বেশী করে
দেখতে হবে ।

যে সকল পোষ্ট গুণে মানে ভাল তা পাঠে সকলেই বুজেন , তেমন পোষ্টে এক কথায় সুন্দর
বলে দিলে কোন আষুবিধা নেই । তবে যে সমস্ত পোষ্টে সমালোচনার সুযোগ থাকে সেখানে
ছোট করে গার্বেজ , গরুর রচনা , লিলিপুটিয়ান , প্রশ্ন ফাস জেনারেশন জাতীয় কথামালা
না বলে পোষ্টটির সীমাবদ্ধতা ও আসারতার বিষয়ে কিছু বলার থাকলে আল্প কথায় সকলের
কাছে গ্রহনযোগ্য কথামালায় বললে তা সকলের জন্যই ভাল হয় ।
যাহোক ব্লগটি সুস্থ ধারায় প্রাণবন্ত হোক এ কামনাই থাকল ।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে, আমি চেষ্টা করবো; অনেক ধন্যবাদ।

১৯| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮

জাহিদ অনিক বলেছেন: কংগ্রাচুলেশন!!

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।
আমার সমস্যা আছে মনে হয়; কমেন্ট ব্যান থেকে মুক্ত হওয়াও একটি ঘটনা!

২০| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি আপনার স্টাইলেই ব্লগিং করবেন। তবে অহেতুক কাউকে খোচায়েন না। যারা ম্যাওপ্যাও লিখে ওদের পোস্ট ইগনোর করতে। ডোডো, হাউকাউ, ম্যাওপ্যাও, পিগমি এগুলো বাদ। আজ দেখলাম বলদ ছাগলসর তুই তুকারি করসে হুদাই। ব্লগটিম নীরব দর্শক। অথচ রঙিন সাধু বাবাকে তুমি বলাই ব্লগে ফেসবুকে ঝড় তুলে আমারে ফ্রন্ট পেজ ব্যান করা হয়েছিল।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৬

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে, যার লেখা সেই দেখুক, কিলিখছেন! ধন্যবাদ।

২১| ১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৪

রানার ব্লগ বলেছেন: নিজের মতো থাকুন। নিজের মতো করে বাচুন।

১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৪

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ

২২| ১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সব শুভাকাংখী ব্লগারেরা আমাকে এডভাইস করে আসছেন সব সময়ে, কমেন্টের সময় খেয়াল রাখতে,
যাতে অন্য ব্লগারদের মনে কষ্ট না'দিই; আমি খেয়াল রাখবো অবশ্যই।
আমি চাহিনা কোন ব্লগারের মন খারাপ হোক।

...........................................................................................................
আশা করছি ব্লগ অনেক বেশী প্রানবন্ত হবে । আমরা ছোট বেলায় বা এসএসসি পর্যায়ে
যেসব ডিবেটে অংশ নিতাম সেখানে আগের প্রস্তুতি তো থাকতই সেই সাথে
রুলস অতিক্রম কার যেতনা সেজন্য সর্তক থাকতে হতো ।
আপনারও সেই সর্তকতা কাম্য,
................................................................................
শুভ ব্লগিং , ব্লগিং আরও প্রগতিশীল হোক ।

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, চেষ্টা করবো যাতে কেহ মনোকষ্ট না'পায়।

২৩| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২

হাসান রাজু বলেছেন: অনেক উপদেশ পেয়েছেন। অনেক করবোনা করবোনা করেছেন। আমি জানি এর কতটুকু আপনি মানবেন।
আর যদি খুব ভাল লক্ষ্মী ব্লগার হয়ে যান। গাজী সাহেব আর গাজী সাহেব থাকবেননা।
চিন্তা নেই, আমি জানি আপনি শুধরাবেন না।

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



আমি নিজকে শোধরানোর মতো খুব একটা বড় পরিসর দেখছি না।

২৪| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: মডারেটর আমাদের চাপের মুখে আপনাকে কমেন্ট ব্যান থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছেন।
অন্যদের মতোন আপনি আপুনি, ভাইয়ামনি, টাইপ মন্তব্য করেন, সেটা আমি চাই না। অন্তত আপনার মতো একজন থাকুক যে সত্য মন্তব্য করবেন। অপব্লগার কে অপব্লগার বলবে। ক্রিমিনালকে ক্রিমিনাল বলবে। গরুর রচনাকে গরুর রচনা বলবে। ডোডো কে ডোডো বলবে, লিলিপুট বলবে। নইলে কিছু ব্লগার মাথায় উঠে যাবে। লাইনে থাকবে না।

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

সোনাগাজী বলেছেন:



ব্লগে শিক্ষিত মানুষরাই আছেন; এদের লেখার মান থাকা উচিত; লেখায় যাদের মান নেই, কিন্তু বিশাল ভাব দেখান, তাদের নিয়ে সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.