নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশ ও জাতি সম্পর্কে আমাদের ১ জন ব্যুরোক্রেটের ধারণা!

১২ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৭



নীচে, আমাদের দেশ ও জাতি সম্পর্কে আমাদের ১ জন ব্যুরোক্রেটের ধারণাকে ( পেশগত দক্ষতা ও আভিজ্ঞতার সারমর্ম ) আমি হুবহু তুলে দিচ্ছি। পড়ে ইহার উপর মন্তব্য করুন। উনার ধারণার উপর আমি কিছু লিখছি না; আপনাদের মন্তব্যের উত্তরে আমি আমার ধারণা তুলে ধরার চেষ্টা করবো:

"বাংলাদেশ আসলেই ভিন্ন কেস। পৃথিবীর কোনো তত্ত্ব এখানে খাটেনা। এত অল্প ভূমি এত মানুষের বসবাস পৃথিবীর কোন প্রান্তে নেই। তারপর মানুষের বেশিরভাগ নিজের নামটাই লিখতে জানেনা। এখানে দুবেলা খাবার মুখে তুলে দেয়াটাই চ্যালেঞ্জ। এখন যে মানুষ দুবেলা খাবার পাচ্ছে সেটাই মিরাকল।
যাই হোক সত্তুরের দশকে দক্ষিণ কোরিয়া আমাদের মতোই ছিল। এখন দেশটি পৃথিবীর শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। আমরা এখন যে স্থানে রয়েছি দক্ষিণ কোরিয়া বিরাশি-তেরাশির দিকে এই অবস্থানে ছিল। তাদের মতো পৃথিবীর কোন জাতি এত সফলতা পায়নি। কোরিয়ার মডেল ধরে আমরা আগাচ্ছি। রূপকল্প কোরিয়া থেকে ধার করা।
যাই হোক রাজনৈতিক বিষয়ে সঙ্গত কারণেই আমার কোনো মতামত নেই। কোরিয়া নিয়ে লেখালেখি করবো। "




মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২৪ রাত ৯:৩৩

কথামৃত বলেছেন: এত অল্প ভূমি এত মানুষের বসবাস পৃথিবীর কোন প্রান্তে নেই উনি মনে হয় মনাকো নামে কোন দেশের নাম শুনেন নি

কোরিয়ার মডেল ধরে আমরা আগাচ্ছি। রূপকল্প কোরিয়া থেকে ধার করা পুরা পাগলা নাকি?

রাজনৈতিক বিষয়ে সঙ্গত কারণেই আমার কোনো মতামত নেই। মতামত থাকলে চাকরি থাকবে না

১২ ই মে, ২০২৪ রাত ৯:৩৯

সোনাগাজী বলেছেন:



দেশ ও জাতি সম্পর্কে এই ব্যুরোক্রেট'এর ধারণা এত অপক্ক যে, উনি কোন ধরণের চাকুরীর জন্য উপযুক্ত নন; উনি বিশাল ও গুরুত্বপুর্ণ পদে থেকে নিজ পরিবারের জন্য আয় করছেন ও জাতির জন্য সমুহ ক্ষতি করছেন, এতে কোন সন্দেহ নেই।

২| ১২ ই মে, ২০২৪ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:

- আপনি বাকমুক্ত আছেন সামুতে?

১২ ই মে, ২০২৪ রাত ১০:৫৭

সোনাগাজী বলেছেন:



দেড়মাস চেমিব্যানে থাকার পর জেনারেল হয়েছি; মন্তব্য করতে পারি না, লেখা সামনের পাতায় যায় না।

আমি মন্তব্য না করলে, ১ জন লেখক লিখে কি করবেন? আমার মন্তব্যহীন লেখার কোন মুল্য থাকার কথা নয়।

১২ ই মে, ২০২৪ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:




আপনার খামার বাড়ীর পোষ্ট মিস করছি।

৩| ১২ ই মে, ২০২৪ রাত ১১:০১

জ্যাক স্মিথ বলেছেন: "বাংলাদেশ আসলেই ভিন্ন কেস। পৃথিবীর কোনো তত্ত্ব এখানে খাটেনা। এখন যে মানুষ দুবেলা খাবার পাচ্ছে সেটাই মিরাকল। - এসব বলে উনি নিজের দায় এড়াতে চাচ্ছে নাকি?

১২ ই মে, ২০২৪ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:



দেশের অনেক মানুষ ৫২ বছর পর নিজের নাম লিখতে পারেন না; অথচ উনি বড় পদ চাকুরী করে যাচ্ছেন; বাকী ব্যুরোক্রেটরা কি উনার মতো নয়?

১২ ই মে, ২০২৪ রাত ১১:১৫

সোনাগাজী বলেছেন:




এই ধরণের হীন-ধারণার লোকজন ১৯ কোটীর দেশ চালনায় নিয়োজিত। উনার মত লোকজন যদি দ: কোরিয়ার ব্যুরোক্রেসিতে থাকতো, দ: কোরিয়া হতো পাকিস্তান।

৪| ১৩ ই মে, ২০২৪ রাত ১২:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:



বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত আদমশুমারির তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন সাক্ষরতার
হার ৭৪.৬৬ শতাংশ।সেহিসাবে দেশে সাক্ষরজ্ঞানসম্পন্ন নয় এমন মানুষ ২৬.০৫%৷

জানিনা আপনি এই পোষ্টে কোন বুরোক্রেটের বাণী উল্লেখ করেছেন, যে বলেছে দেশে বেশীরভাগ মানুষই
স্বাক্ষর করতে জানেনা। বুঝা যাচ্ছে এই বুরোক্রেটকে শুধু মাত্র প্রশ্ন ফাস জেনারেশন বললে খুব কম বলা
হবে।

আবার এমনোতো হতে পারে উপরে বলা কথাগুলি কোন বুরোক্রেট আদৌ বলে নি , এটা কোন প্রপাগান্ডা
হলেও হতে পারে । তেমনটি হলে আমাদের বলার তেমন কিছু নেই, তবে এমন গুরুত্বপুর্ণ কোন বানীর বিষয়ে
সত্য মিথ্যা যাচাই করে দেখার অবকাশ আছে । বিষয়টির সাথে দেশের সকল বুরোক্রেটদের ভাবমুর্তী জড়িত
আছে ।

১৩ ই মে, ২০২৪ রাত ১২:৪১

সোনাগাজী বলেছেন:



ব্যুরোক্রেটের নাম নিলে আমাকে আবার সেমি-ব্যানে নেয়া হবে; আপনি আমাকে ১ জন জাপানীর মতো সত্যবাদী হিসেবে নিবেন, প্লীজ। উনি আরো বলেছেন যে, ২ বেলা খেতে পারা নাকি মিরাকল!

৫| ১৩ ই মে, ২০২৪ রাত ১:০৯

ডঃ এম এ আলী বলেছেন:





ভুল বুজবেন না , আমি আপনাকে মিন করি নাই । আপনার কথার সত্যতা নিয়ে কোন
সন্দেহ নাই । তাইতো আপনার সুরেই প্রথমে কথা বলেছি । যাহোক
এসব বুরোক্রেট বাদ দিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১৪ মে কি কারণে
ঢাকা যাচ্ছেন তা নিয়ে কিছু বলার থাকলে বলুন । সকলেই বলছে তাঁর এই সফরটি
নাকি খুবই গুরুত্ব বহন করছে বাংলাদেশের জন্য । তিনি কি বুরোক্রেটদের মাথায়
কোরিয়ান উন্নয়ন মডেল চাপিয়ে দিয়ে যাবেন , আলামত তো তাই মনে হচ্ছে ।
তাই হয়তবা বুরোক্রেট মহোদয় আগে ভাগেই ঢোল পিটানো শুরু করেছেন !!!!

১৩ ই মে, ২০২৪ ভোর ৪:০১

সোনাগাজী বলেছেন:




মনে হচ্ছে, শেখ হাসিনা বিশ্ব ব্যাংক থেকে আরো ঋণ নিতে চাচ্ছে।

৬| ১৩ ই মে, ২০২৪ রাত ২:৩৭

কামাল১৮ বলেছেন: তার পোষ্টে ঢাবিয়ানের মন্তব্যের প্রতি উত্তরে তিনি এই কথাগুলি বলেছেন।তার বক্তব্য নিয়ে বিতর্ক করা যায় কিন্তু এ কথাতো সত্য যে তিনি আমাদের ব্লগকে অনেক সমৃদ্ধ করছেন তার কিছু পোষ্টের মাধ্যমে।এর থেকে অনেকেই অনেক বেশি ক্ষতি করছেন।তিনি ধর্মান্ধতা প্রচার করছেন না,মৌলবাদের সমর্থক না।একজন ভালো মনের মানুষ।

১৩ ই মে, ২০২৪ ভোর ৪:০৪

সোনাগাজী বলেছেন:



গত ৫২ বছর দেশ কারা চালায়েছে, শেখ হত্যার পেছনে সবচেয়ে বড় সাপোর্ট কারা ছিলো? মানুষকে শিক্ষা বন্চিত করে আরবে বিক্রয়ের পেছনে কারা? বসুন্ধরা, আলম ব্রাদার্সদের খুঁটি কোথায়?

১৩ ই মে, ২০২৪ ভোর ৪:০৬

সোনাগাজী বলেছেন:




ভোট নিয়ে শেখ হাসিনা যেসব কৌশক করছেন, এগুলোর পেছনে কাহারা?

৭| ১৩ ই মে, ২০২৪ ভোর ৫:৫৩

নূর আলম হিরণ বলেছেন: এই মন্তব্যটি বাদ দিলে পোষ্টটি বেশ ভালো বিষয়ের উপরেই লিখেছিল উনি।

১৩ ই মে, ২০২৪ সকাল ৮:৩৭

সোনাগাজী বলেছেন:



আরো মন্তব্য আছে:

" আসলেই। তরুণরা এখন হাতের মুঠোয় অন্য দেশগুলো দেখছে। তুলনা করতে পারছে। এতে তাদের হতাশা বেড়ে যাচ্ছে। তবে আমাদের মতো এত ছোট ও জনবহুল দেশের সাথে পৃথীবির কোনো তত্ত্বই খাটেনা। এখানে সবার মুখে দুবেলা খাবার তুলে দেয়ার চ্যালেঞ্জ পৃথিবীর কোনো দেশে নেই। তারপরেও বিগত দিনের চেয়ে মানুষ ভালো আছে। দুবেলা খাবার পাচ্ছে। বাংলাদেশের তরুনদের ছড়িয়ে পড়া উচিত। সারাবিশ্বে অবারিত সুযোগ দেখেছি। তা তাদের লুফে নেয়া উচিত। "

-কত তরুণ ( ঢাকা ইউ, ইন্জিনিয়ার, মাষ্টার্স ) আমেরিকায় ট্যাক্সি চালায়, উনি জানেন? কত তরুণ গত ২০ বছর ভুমধ্যসাগর পাড়ি দিতে ডুবেছ?

১৩ ই মে, ২০২৪ সকাল ৯:৫৮

সোনাগাজী বলেছেন:



কি সব বগি মাছের ত্তত্ব উনি পড়েছেন, উনার নিজের "ভেঁড়া ও মুরগীর" তত্ব কই?

উনি কিউবা সম্পর্কে, ফিদের ও চে সম্পর্কে কি জানেন? উনি কি কিউবার মতো বাংলাদেশে সোস্যালিজমের পক্ষে? বাকশাল করে শেখ মরছে এজন্য বাসায় মিষ্টি নিয়েছেন কতবার?

৮| ১৩ ই মে, ২০২৪ সকাল ৯:১১

কামাল১৮ বলেছেন: স্বাধীনতা যুদ্ধের সময় দেশ ভালোই চলছিলো।শেখ আসার পরদিন থেকে দেশ উল্টো দিকে চলতে শুরু করে।সেই চলা আজো শেষ হয় নাই।

১৩ ই মে, ২০২৪ সকাল ১০:০০

সোনাগাজী বলেছেন:



তাঠলে ১৯৭১ সালই ভালো ছিলো? ইহাহিয়াকে আপনি ও আপনার দলের লোকেরা সাহায্য করলে ১৯৭১ সালের মতো আরো ১০ সাল চালানো যেতো!

বাকশাল নিয়ে আপনার বক্তব্য কি?

১৩ ই মে, ২০২৪ সকাল ১০:০২

সোনাগাজী বলেছেন:




আপনার মাথা কি কাজ করছে? স্বাধীনতা যুদ্দের সময় দেশ কারা চালাচ্ছিলো? বাংগালী ব্যুরোক্রেটরা কাদের পক্ষে কাজ করেছে?

৯| ১৩ ই মে, ২০২৪ সকাল ৯:৩৬

শ্রাবণধারা বলেছেন: আপনি যে অন্যের পায়ে পাড়া দিয়ে হলেও ঝগড়া করতে ভালোবাসেন, এই পোস্টটি তার প্রমাণ।

তার মন্তব্যটি হয়ত "পাবলিক সারভেন্ট" হিসেবে বিতর্কিত হতে পারে, কিন্তু সেটা নিয়ে এ ধরনের পোস্ট প্রীতিকর নয়।

১৩ ই মে, ২০২৪ সকাল ১০:০৮

সোনাগাজী বলেছেন:



৩য় বিশ্বেকোন দেশেরর ব্যুরোক্রেটরা ফিদেল ও চে গুয়েভারার অনুসারী? আপনি বাংলাদেশে কোন ব্যুরোক্রেটের নাম শুনেছেন যিনি শেখের বাকশাল সাপোর্ট করেছিলো? আমাদের এই ব্যুরোক্রেট যে "পয়জনাস স্রিম্পের" উদাহরণের কথা বলেছেন, তিনি কি সমাজতন্ত্রের সাপোর্টার? কিউবা যে সমাজতন্ত্রী দেশ ছিলো, উহা কি আপনার মনে আছে?

কি পড়ে কি বলছেন?

১০| ১৩ ই মে, ২০২৪ সকাল ১০:৫৮

কামাল১৮ বলেছেন: মুক্তি যুদ্ধের নয় মাস দেশ চালাচ্ছিলো মুক্তি বাহিনী।মানুষে মানুষে সৌহার্দ ছিলো।চুরি ডাকাতি ছিলনা বললেই চলে।খারাপ কাজ যা করার তা করেছে পাক বাহিনী ও তার দোসররা।দেশের জনগন ঐক্যবদ্ধ ছিলো।মুজিব আসার পর শুরুহলো বিভেদ।

বাকশাল হলো অনেক শালের একটি।যাদের গভর্নর নিয়োগ দেয়া হয়েছিলো তারা বেশির ভাগ ছিলো মুজিব বাহিনীর লোক।তারা দেশকে বেহেস্ত বানিয়ে দিতো না।ভালো নীতি থাকলেই হয় না,নীতি বাস্তবায়নের জন্য ভালো লোক লাগে।

ব্যুরোক্রেটরা সব সময় সরকারের পক্ষে কাজ করে।আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে রাজনীতিবিদদের চেয়ে ব্যুরোক্রেটরা অনেক বেশি শিক্ষিত অনেক দেশি জানে।দেশ এখনো বৃটিশের দেখানো নিয়মেই চলছে।সেখান থেকে বের হয়ে আসা উচিত ছিলো।সে পথে কেউ হাটে না।

১৩ ই মে, ২০২৪ সকাল ১১:২৯

সোনাগাজী বলেছেন:




১৯৭১ সালে, মুক্তি দেশ চালায়েছে মুক্তিবাহিনী, নাকি পাকিস্তানী মিলিটারী? আপনি কি দেশে ছিলেন?

১১| ১৩ ই মে, ২০২৪ সকাল ১১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


দেশ কোরিয়ার বদলে কাঙাল হবে।

১৩ ই মে, ২০২৪ সকাল ১১:৩১

সোনাগাজী বলেছেন:



ঢাকা শহরের ১০ ভাগের ১ ভাগ সম্পদ ৫২ বছরের ব্যুরোক্রেটদের পরিবারের হাতে আছে এখন।

১২| ১৩ ই মে, ২০২৪ সকাল ১১:৩৩

বিষাদ সময় বলেছেন: কিউবা কি উদাহরণ দেয়ার মতো একটা দেশ?

@ কামাল১৮- ভাই বন্যার সময় যখন চারিদিকে পানি থৈ থৈ করে তখন অনিমজ্জিত একই গাছে সাপ, গিরগিটি আশ্রয় নেয় কেউ কাউকে কিছু বলে না। মুক্তিযুদ্ধের সময়ের আমাদের একতা অনেকটা সেই ধরণের। এরপর যুদ্ধ শেষে স্বমহিমায় আমরা উদ্ভাসিত।
অবশ্য যুদ্ধের সময় থেকেই এ বাহিনী সে বাহিনীর মধ্যে কিছু দ্বন্দ্ব যে ছিল সেটাও আমাদের সবারই জানা।

১৩ ই মে, ২০২৪ সকাল ১১:৪২

সোনাগাজী বলেছেন:



১৬ই ডিসেম্বর অবধি দেশে পাকিস্তানের নিযুক্ত সরকার ছিলো; মুক্তিযোদ্ধারা যুদ্ধে লিপ্ত ছিলেন, দেশে তাজউদ্দিন সাহেবের সরকার ছিলো না।

দেশের কিছু কিছু পকেট মুক্তিযোদ্ধাদের অধীনে ছিলো, যেখানে পাকি বাহিনী যায়নি; কিন্তু সেখানে তাজউদ্দিন সাহবের সরকারের উপস্হিতি ছিলো না।

১৩| ১৩ ই মে, ২০২৪ সকাল ১১:৫৩

বিষাদ সময় বলেছেন: ১৭ এপ্রিল এর পর থেকে এ দেশে দুটো প‌্যারালাল সরকার ছিলো। একটি পাকিস্তান কর্তৃক নিযুক্ষ পূর্ব পাকস্তানের সরকার আরেকটি ঘোষিত স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক সকল ব্যাপারে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম পরিচালিত সরকারের সাথে পরিকল্পনা/ আলোচনা করতো।

১৩ ই মে, ২০২৪ বিকাল ৩:৩৩

সোনাগাজী বলেছেন:



তাজউদ্দিন সাহেবের সরকার ছিলো প্রতীকি সরকার; দেশ ছিলো পাকীদের দখলে এবং তাদের সরকার ও তাদের প্রশাসন কাজ করেছে।

১৪| ১৩ ই মে, ২০২৪ দুপুর ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: সোভিয়েত ইউনিয়ন টিকে থাকলে আর বিশ্ব মোড়ল চিন, কিউবা বা এ শ্রেণির দেশগুলো হলে বাকশালের প্রশংসা শোনা যেত। যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা বিশ্ব মোড়ল এবং সমাজতন্ত্রের বিরোধী। তাই বাকশাল নিয়ে ভালো কিছু শোনা যাবে না।

১৩ ই মে, ২০২৪ বিকাল ৩:৩৪

সোনাগাজী বলেছেন:



জিয়ার হয়ে দেশ চালায়েছে ব্যুরোক্রেটরা, একজনও শেখ হত্যার প্রতিবাদে কাজ ত্যাগ করেনি।

১৫| ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু মানুষ চিরকাল দেশ নিয়ে ভাল চিন্তা করতে পারেনা। দেশের এখন অবস্থা আগের চেয়ে অনেক ভালো সেটা মানতেই হবে।

১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:১৯

সোনাগাজী বলেছেন:



দেশের কিছু মানুষের অবস্হা পাকিস্তান আমলেও ভালো ছিলো। আপনার বংশের কেহ চাকরাণী হয়েছে, কিংবা ঝি হয়েছে? ৫২ বছরে ৩ কোটী কিশোরী চাকরাণী হয়ে শেষে ঝি'তে পরিণত হয়েছে; ওরা জামের রেসিপি লেখে না সামুতে।

১৬| ১৪ ই মে, ২০২৪ রাত ১:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্যুরোক্রেট'এর ধারনা, একমাত্র ধারনা নয় ।
..................................................................,
উনি যা বলেছেন তা উনার অজ্ঞতার প্রকাশ ।
অনেক ব্যুরোক্রেট'রা সন্ধ্যার পর লাল পানি টেনে বক্তব্য দিয়ে মনে করেন দেশ উদ্ধার করেছেন ।
কিন্ত তিনি যে বোকার র্স্বগে আছেন তা বুঝতে চাননা,
চালাক কাকের মতো ।

১৪ ই মে, ২০২৪ রাত ২:০৪

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে কয়েকটি ডাকাত গ্রুপ আছে:

১) ব্যুরোক্রেটরা
২) রাজনীতিবিদরা
৩) সরকারী ব্যাংকের কর্মচারীরা
৪) ব্যবসায়ীরা
৫) সেকারী কর্মচারীরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.