নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগে প্রাণ ফিরে এসেছে!

০১ লা জুন, ২০২৪ রাত ১১:৩৪



ভেবেছিলাম রাজিবের অনুপস্হিতিতে সামু রক্তহীনতায় ভুগবে; যাক, ব্লগে অনেকের লেখা আসছে, ভালো ও ইন্টারেষ্টিং বিষয়ের উপর লেখা আসছে; পড়ে আনন্দ পাচ্ছি!

সবার আগে ব্লগার নীল আকাশকে ধন্যবাদ দিতে হয়, দীর্ঘ সময় অনুপস্হিত থাকার পর, "বুক রিভিউ" নিয়ে ফিরে এসেছেন। তিনি নিজেই বড় ধরণের লেখক, অনেক বই লিখেছেন, সাথে অন্যদের বই পড়েন, রিভিউ লেখেন। ব্লগে আজকাল তিনি ও অপু ব্যতিত অন্যকেহ বুক রিভিউ করেন না।

আজকে নীল আকাশ সাহেবের বুক রিভিউ পড়ে মনে হলো যে, বাংলা বইয়ের মান সহসা উন্নত হবে না। উনি উইপোকার মত পাঠক, সামনে যা পান, সবই পড়েন।

ব্লগার না'হল তরকারীর গত ২টি পোষ্ট খুবই ভালো হয়েছে, কোথায়ও ভুলটুল নেই, বাক্য গঠন পুরোপুটি আলাদা; মনে হচ্ছে, উনি কপিপেষ্ট করা শিখেছেন সফলতার সাথে।

ব্লগার অপু খুবই দরকারী বিষয়ে পোষ্ট দিয়েছেন: "পাসওয়ার্ড" কাউকে দেয়া যাবে না; আমি এতদিন আমার পাসওয়ার্ড আমার প্রোফাইলে সেইভ করে রাখতাম, যাতে না ভুলি; মনে হয়, এখন থেকে ওখানে রাখা ঠিক হবে না; আমি আমার পোষ্টে সেইভ করে রাখবো।

ব্লগার চুয়াত্তর/পচাত্তর ফিরে এসেছেন; উনি আমার পোষ্ট কমেন্ট করেছেন; ১ পোষ্টে উনি গোটা বিশেকের মতো কমেন্ট করেছেন; ছাগলের লেদানীর মতো, একবার শুরু করলে অনেকক্ষণ ঐ কর্ম চালিয়ে যায়, হাঁটে আর লেদায়; কমেন্ট-খরা কমে আসছে। সেদিন দেখলাম, ব্লগার শায়মা ঘনঘন কমেন্ট করছেন; ভাবছিলাম, উনি হাঁড়িপাতিলের পোষ্ট দেবেন শীঘ্রই; উনি নিরাশ করেননি ; বোনাস হিসেবে নিজের ছবি দিয়েছেন। মিরোরডডলের ছবি এখনো ব্লগে এলো না, ব্যাপার কি, অষ্ট্রেলিয়ায় ছবি তুলতে দেয় না?

যাক, রাজিব না'থাকাতে তেমন অসুবিধা হচ্ছে না; হতাশ হওয়ার কোন কারণ নেই।



মন্তব্য ৭৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগ মরেছিলো কবে?

০২ রা জুন, ২০২৪ রাত ১২:৫৫

সোনাগাজী বলেছেন:



ব্লগ কখনো মরেনি, অনেক সময় বেশী বেশী গার্বেজ আসে, অনেক সময় ১২ ঘন্টায়ও নতুন পোষ্ট আসে না।

২| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৫২

শায়মা বলেছেন: ভাইয়া তোমার পোস্টটা কুটনা স্টাইল পোস্ট হয়ে গেছে। অবশ্য মাঝে মাঝেই তুমি কুটনা স্টাইল পোস্ট করো। আমি তোমাকে রোজ দেখে যাই ভাইয়া। ভালো আছো কিনা খবর রাখি আর কি। এই টাইপ পোস্ট দেখলে আরও ভালো বুঝি তুমি ভালো আছো। :)
যাইহোক কি আর করা দেখি আমি তোমাকে জেইল থেকে বের করার রিকোয়েস্ট জানিয়ে রাখি।

আর এই কমেন্ট করলাম টেস্টিং এর জন্য! :)
তোমাকে একজন গুড উইশ জানিয়েছে। সাথে আমিও জানালাম।
গুড লাক!

তাড়াতাড়ি ব্যানমুক্ত হও। :)

০২ রা জুন, ২০২৪ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:



আমি সেমিব্যানে থাকাতে অনেকেই সামুটিমকে সহজেই বুঝতে পারছেন; সামুটিম সামুকে সোস্যাল মিডিয়ার লেভেলে রাখেনি, উহাকে গার্বেজ জমা রাখার ষ্টোরেজ বানায়েছে।

৩| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৫৮

শায়মা বলেছেন: ওহ আমার ঘন ঘন কমেন্টের কারণ তোমার মত কুটকচালি কোনো বুদ্ধিতে না ভাইয়া। আমার হঠাৎ পা মচকে গেছিলো তোমার বদ দোয়ায় তাই আমি ছুটি নিয়েছিলাম একদিন। সাথে দুইদিন সাপ্তাহিক ছুটি। সেই কারণে বাড়িতে বসে বসে ব্লগে একটু বেশিক্ষন থাকা হলো আর কি।

তবে চিন্তা নেই হাড়িভাঙ্গা খেলা নিয়ে এখন থেকে দুই মাসের মত আসতে পারবো কারণ আমার ইয়ার এন্ডিং ছুটি ১০ তারিখ থেকে। :)

০২ রা জুন, ২০২৪ রাত ১:০৪

সোনাগাজী বলেছেন:



ছুটির সময়টুকু ভালো কাটুক!

৪| ০২ রা জুন, ২০২৪ রাত ১:০৬

শায়মা বলেছেন: ০২ রা জুন, ২০২৪ রাত ১:০০০

লেখক বলেছেন:



আমি সেমিব্যানে থাকাতে অনেকেই সামুটিমকে সহজেই বুঝতে পারছেন; সামুটিম সামুকে সোস্যাল মিডিয়ার লেভেলে রাখেনি, উহাকে গার্বেজ জমা রাখার ষ্টোরেজ বানায়েছে।


কে বলেছে সহজেই বুঝতে পারছে ? আর কি বুঝতে পারবে???
অন্যের লেখাগুলি গার্বেজ একমাত্র তুমি লিখলেই তাহা সম্পদ হয়ে উঠবে এমন ভাবনা কেনো ভাইয়া?
রাগে কি মাথা খারাপ হয় গেলো নাকি ব্যানড থেকে থেকে ঐ যে সেদিন নেগেটিভ পাবলিসিটি বেড়ে গেলো তোমার?


ভাইয়ামনি নিজে যারে বড় বলে বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়

এই প্রবাদ বাক্যটা পড়োনি ছোটবেলায়???

০২ রা জুন, ২০২৪ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:




অনেক প্রবাদ পড়েছি, আমি কারো বাণী ও প্রবাদ নিয়ে মাথা ঘামাই না ও ব্যবহারও করি না।

৫| ০২ রা জুন, ২০২৪ রাত ১:১২

শায়মা বলেছেন: ০২ রা জুন, ২০২৪ রাত ১:০৪০

লেখক বলেছেন:



ছুটির সময়টুকু ভালো কাটুক!



থ্যাংক ইউ ভালোমানুষের মত মন্তব্য জবাবের জন্য। তুমিও ভালো থাকো ভাইয়া। তবে তোমার ব্যান উঠে গেলে তুমি আরও বেশি ভালো থাকবে মনে হয় আমার। কমেন্ট না করতে পারলে বা লেখা সামনের পাতায় না গেলে কেমন খারাপ লাগে আমি সেটা জানি। আর যার যে বিষয়েই ইন্টারেস্ট আছে তা নিয়ে লিখে ফেলতে পারলে শান্তি হয়। ব্লগ এমন এক জায়গা যেখানে সরাসরি পাঠক ও লেখক যোগাযোগ করতে পারে তাই আরও আনন্দময়। কিন্তু তুমি আবার এই আনন্দকে বিষময় করে তোলো। হা হা


যাইহোক তোমার জীবনও শান্তিময় হোক ভাইয়া আর অবশ্যই তুমি ব্যনমুক্ত হও তাড়াতাড়ি....... :)

০২ রা জুন, ২০২৪ রাত ১:১৯

সোনাগাজী বলেছেন:



আমার পোষ্ট সামনের পাতায় না'গিয়ে জাদিদ সাহেব কিংবা অন্য গড় ব্লগারের তুলনায় বেশী পাঠক পেয়ে থাকে সব সময়।

৬| ০২ রা জুন, ২০২৪ রাত ১:২৩

শায়মা বলেছেন: মনিষীদের বাণী আর প্রবাদ প্রবচন মেনে চললে জীবনে সহজে বিপদে পড়তে হয় না ভাইয়া। আমার মা এতই প্রবাদ প্রবচনের ব্যবহারকারিনী ছিলেন যে আমাকে ব্যকরন বই এর প্রবাদ প্রবচন কষ্ট করে বুঝতে হয়নি খুব বেশি। তবে মা চলিতেন পাতায় পাতায় আর আমি ডালে ডালে।

তুমি কি ছোট থেকেই এমনই ঘাড় তেড়া বেবি ছিলে ভাইয়ু? :P

দেখো রেগে মেগে মারতে এসো না আবার আমাকেই...... :(

০২ রা জুন, ২০২৪ রাত ১:৩৭

সোনাগাজী বলেছেন:



আমি জীবনে রবী ঠাকুর থেকে শুরু করে না'হল তরকারীর কোন "কোট" ব্যবহার করিনি; তার থেকে আমার ভালো লাগে আমার নিজের কিছু ফানি শব্দ (ম্যাঁওপ্যাঁও, লিলিপুটিয়ান, পিগমী, কুত্তার লেজ সাহিত্য বিশারদ ...)

৭| ০২ রা জুন, ২০২৪ রাত ১:২৮

শায়মা বলেছেন: ০২ রা জুন, ২০২৪ রাত ১:১৯০

লেখক বলেছেন:
আমার পোষ্ট সামনের পাতায় না'গিয়ে জাদিদ সাহেব কিংবা অন্য গড় ব্লগারের তুলনায় বেশী পাঠক পেয়ে থাকে সব সময়।



এসব নিয়ে ভেবে লাভ আছে? লগ ইন ব্লগারই থাকছে ১১ থেকে বড়জোর ৩০ জন। সবাই ফেসবুকে আর যারা পাঢ় ব্লগার আছেন তারা সবাই ঢু দিয়ে যায় বা এসে বসে থাকে। পাঠকও ঐ ৩০ জনই । আর যারা ঢু মারে তারা মাঝে মাঝে পড়ে বা কমেন্ট করে। যেমন আমি যাই করি আর তাই করি লগ ইন করে থাকি। মাঝেমাঝে পড়ি দেখি কে কি লিখছে। ভাইয়া পাঠক নিয়ে ভেবে তো তেমন লাভ নেই। তোমার পোস্ট সামনের পাতা যেন বন্ধ না হয় তার উপায় তোমার হাতেই ভাইয়া।


তুমি তো সেটা মনেই রাখো না। মানুষ কেউ কিছু বললে বা কোনো সমস্যায় পড়লে আগে দেখতে হয় নিজের কি করা উচিৎ তুমমি কি সেটা ভাবো ভাইয়ু?

০২ রা জুন, ২০২৪ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:



আমি অন্য জাতিদের সাথে চলে, কিছু বিষয় ও নিয়ম-কানুন শিখেছি; সেগুলোকে বাংগাল মুল্লকে চালাতে চাচ্ছি।

৮| ০২ রা জুন, ২০২৪ রাত ১:৪৮

শায়মা বলেছেন: ০২ রা জুন, ২০২৪ রাত ১:৩৭০

লেখক বলেছেন:
আমি জীবনে রবী ঠাকুর থেকে শুরু করে না'হল তরকারীর কোন "কোট" ব্যবহার করিনি; তার থেকে আমার ভালো লাগে আমার নিজের কিছু ফানি শব্দ (ম্যাঁওপ্যাঁও, লিলিপুটিয়ান, পিগমী, কুত্তার লেজ সাহিত্য বিশারদ ...)


প্রথমে তোমাকে রবি বানান শিখতে হবে ভাইয়া। প্রায়ই তুমি রবী লেখো। এটা দেখি কিন্তু জানো তোমার উপর আমার রাগ লাগে প্রায় তাই কথাই বলি না। রবি মানে সূর্য্য আর রবীন্দ্রনাথের ঐ রবি শুধু ইন্দ্রের সাথে যুক্ত হলেই দীর্ঘিকার হয় তাই হয় রবীন্দ্রনাথ। তুমি সোজা সেখান থেকে রবী তুলে আনো। বানানটা হবে রবি ঠাকুর। রবি বা রবি ঠাকুর লিখলে ইকার লিখতে হবে আর রবীন্দ্র লিখলে রবি + ইন্দ্র = রবীন্দ্র হবে।


আরেকটা কথা তোমার ফানি শব্দ তোমার ভালো লাগে তাই বলে অন্যেরও লাগবে নাকি? তোমার ভালো লাগা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি বার বার বিপদে পড়ো। এইখানে ট্রিকস খাটাতে পারো ম্যাও প্যাও ইঁদুর বাঁদর যাই বলো আমার মত জীভ ভেংচি ইমো দিয়ে ফান বুঝাতে পারো হা হা। :P তাহলেই তো মানুষজন আর রাগ করে না। তুমি আসলে সবাইকে রাগাতেই এসব করো। কেনো করো বলোতো? নিজেই জানোনা তাইনা?

০২ রা জুন, ২০২৪ রাত ২:২০

সোনাগাজী বলেছেন:



বাংগালী সমাজ বিশ্বের ভালো গুণগুলো এখনো রপ্ত করতে পারেনি, ইহা আমার চোখে পড়ে; ফলে, তাদেরকে সমালোচনা করতে হয়। ব্লগার খায়রুল আহসান সাহেবকে সবাই সমীহ করেন উনার কবিতার জন্য; আসলে, উনার কবিতা মোটামুটি পড়ার মতো না; আমি সেটা উনাকে বলেছি; অন্যেরা বলে না। এই ধরণের কারণে অনেকে আমার উপর রেগে যান।

৯| ০২ রা জুন, ২০২৪ রাত ১:৫১

শায়মা বলেছেন: ০২ রা জুন, ২০২৪ রাত ১:৪০০

লেখক বলেছেন:
আমি অন্য জাতিদের সাথে চলে, কিছু বিষয় ও নিয়ম-কানুন শিখেছি; সেগুলোকে বাংগাল মুল্লকে চালাতে চাচ্ছি


সেই জাতি বুঝি তোমার মত ম্যাও প্যাও ঘ্যাও ঘ্যাও করে কথা বলে!!!! :P
তোমাকে কি মাইকেল মধুসুধন ডাট সিন্ড্রোমে ধরেছে???


হা হা যাইহোক ঘুমাতে গেলাম। অনেক রাত। সকালে উঠতে হবে। গুড নাইট

এন্ড গুড লাক!!! :)

০২ রা জুন, ২০২৪ রাত ২:২২

সোনাগাজী বলেছেন:



ভালো থাকুন, আপনি শিক্ষক মানুষ, আমি শিক্ষকদের সমীহ করি, সমালোচনাও করি।

আমার কবি হচ্ছেন, কবি মধুসুদন দত্ত। তবে, তিনি অন্য জাতির সাথে কাজ করেননি, ওদের সাথে পড়েছিলেন মাত্র; ফলে, কিছু কিছু ভুল হয়েছিলো উনার।

১০| ০২ রা জুন, ২০২৪ রাত ৩:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগের স্বাস্হ্য ঠিক থাকলে.প্রান সন্চার ঘটবেই ।
........................................................................
তাই ডাক্তার ডাকুন
পথ্য নিন ।
সুস্হ দেহ সুস্হ মন
ভালো থাকুন আজীবন ।।

০২ রা জুন, ২০২৪ রাত ৩:৩২

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা ভালো লেখক নন, ভালো পাঠকও নন; সোস্যাল মিডিয়া এখানে আবর্জনা সৃষ্টি করছে।

১১| ০২ রা জুন, ২০২৪ সকাল ১১:১৩

রানার ব্লগ বলেছেন: শায়মা @ প্রেমালাপ শেষ হলে আওয়াজ দিও । আমরাও একটা দুইটা কমেন্ট করার সুজুগ তাহলে পাই !!

০২ রা জুন, ২০২৪ দুপুর ১২:৩৬

সোনাগাজী বলেছেন:



উনি রেগে গেছেন পোষ্ট পড়ে।

১২| ০২ রা জুন, ২০২৪ দুপুর ১:০৭

দীপ্ত একাত্তর বলেছেন: আপনি মনে হয় প্যারোলে মুক্তি পেয়েছেন

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:১১

সোনাগাজী বলেছেন:



আফ্রিকার গোত্র-প্রধানরা গোত্রের লোকদের ইউরোপিয়ানদের কাছে বিক্রয় করতো, সেখান থেকে ক্রীতদাস প্রথা ( আফ্রিকান ক্রীতদাস প্রথা ) চালু হয়েছিলো; বাংলাদেশে অনেক অনেক আফ্রিকান বাস করে।

১৩| ০২ রা জুন, ২০২৪ বিকাল ৩:১৪

বিষাদ সময় বলেছেন: কেমন আছেন? রাজীব নূরের সাথে আপনার যোগাযোগ আছে কি?

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:১৩

সোনাগাজী বলেছেন:




আমি ভালো আছি।

রাজিবকে বের করে দেয়ার পর, তিনি আমাকে জানিয়েছিলেন; আমি বলেৈলাম, সামুটিম আপনার পরিবারকে সাহায্য করেছে।

১৪| ০২ রা জুন, ২০২৪ বিকাল ৩:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


প্রথম পাতায় সুস্বাগতম। আশা করি ভালো আছেন।

আজ ঢাকায় ফিরে অনেক দিন পরে ব্লগে উঁকি দিয়েছি।

আপনার পোস্টেই প্রথম কমেন্ট।

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:৩২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

আমার লেখা ১ম পাতায় যায় না; আপনি হয়তো, আলোচিত ব্লগে আমার পোষ্ট দেখেছেন। সামুটিমে খাঁটি বাংগালীরা কাজ করেন, উনারা যা করেন তা দক্ষতার সাথে করেন।

১৫| ০২ রা জুন, ২০২৪ রাত ৮:১৫

ডঃ এম এ আলী বলেছেন:




সত্যিই মনে হল ব্লগে প্রাণ ফিরে এসেছে ।
এ সামু ব্লগের অন্যতম সেরা ব্লগার শায়মার সাথে
আপনাদের বাতচিত দেখে তাই মনে হল :) । কথার
চেয়ে প্রয়োজনমাফিক যথাযথ ইমোর ব্যবহার আনেক
বেশী ফলপ্রসু, তাতে সহমত পোষন করি । বিষয়টি
খেয়ালে রাখলে হাতে নাতে পুরস্কার যেতে পারে মিলে ।

ব্লগের লেখালেখিকে বৈচিত্রময়তা দিতে শায়মার জুরি মেলা ভার ।
তাঁর কথামালাগুলিতে অনেক বারতা রয়েছে, নীজের সহ আরো
সকলের প্রাণপ্রিয়তা ফিরে পাবার। আশা করা যায় অচিরেই
সকল প্রকার ব্যান মুক্ত হওয়ার সময় এসে গেছে এবার ।

০২ রা জুন, ২০২৪ রাত ৯:২৮

সোনাগাজী বলেছেন:


আমাকে অকারণে ব্যানমুক্ত করা হলে, আমার মন খারাপ হবে! আমি নতুন করে এমন কিছু করছি না যে, যা প্রমাণ করবে যে, আমার মাঝে কোন পরিবর্তন এসেছে; ফলে, ব্যানে থাকাই সঠিক হবে।

ব্লগে যেসব লেখা আসে, এগুলোর বেশীরভাগই সময়পোযোগী নয়; বউয়েরা স্বামীর পকেট থেকে টাকা নিয়ে যায়, অন্যকে পাসওয়ার্ড দেয়া ঠিক না; এগুলো সময়োপযোগী পোষ্ট নয়।

১৬| ০২ রা জুন, ২০২৪ রাত ৯:১৪

কামাল১৮ বলেছেন: কোরামিন দিয়ে প্রান ফিরানোর চেষ্টা।

০২ রা জুন, ২০২৪ রাত ৯:২৯

সোনাগাজী বলেছেন:



বিজনেস হিসে ইহা টিকে থাকাটাই ভাবনার বিষয়।

১৭| ০৬ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

শায়মা বলেছেন: না আমি রেগে যাইনি..... শুধু একদিন রেগে গেছিলাম যেদিন সেই পোস্টটা করেছিলাম সাধে কি বলে গাধা? সেটার কারণ তোমার বেকাতেড়া কমেন্টের জন্য নহে তোমার কাছে জানতে চাচ্ছিলাম কি ভুল বলেছি তুমি তার উত্তর দিচ্ছিলে না তাই মনে হয়েছিলো তুমি শুধু অকারণে কাজ নাই তাই মানুষজনকে এসব বলে বেড়াও কিন্তু কেনো বলো কি কারণ তার উত্তর নিজেই জানোনা।


যাইহোক তুমি এটা কি লিখেছো ভাইয়া? তোমার মনে হয় তোমার ব্যানে থাকাই সঠিক!
কেনো?

@রানার ব্লগ ভাইয়া। কুটনামী পোস্টে দেখছি কুটনামী কমেন্ট করে গেছো তারপর এই কদিন সুযোগ পাওয়া সত্বেও আর কোনো কমেন্ট করলে না। X((

০৬ ই জুন, ২০২৪ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ তলিয়ে যাচ্ছে, কারণ সামুটিমের মতো লোকজন সোস্যাল মিডিয়া থেকে শুরু করে সকল মিডিয়াকে কন্ট্রোল করে লোকজনকে আধুনিক ধারণা থেকে দুরে সরায়ে রাখছে।

১৮| ০৬ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

শায়মা বলেছেন: @আলীভাইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। :)

০৬ ই জুন, ২০২৪ রাত ৮:৪২

সোনাগাজী বলেছেন:



ড: আলী সাহেব সোস্যাল সায়েন্সে পিএইচডি হয়ে, কোরান থেকে কি করে আত্ম-উপলব্ধি পেলেন, উহা এখনো আমার কাছে পরিস্কার নয়।

১৯| ০৬ ই জুন, ২০২৪ রাত ৯:০২

শায়মা বলেছেন: বাংলাদেশ তলিয়ে যাচ্ছে, কারণ সামুটিমের মতো লোকজন সোস্যাল মিডিয়া থেকে শুরু করে সকল মিডিয়াকে কন্ট্রোল করে লোকজনকে আধুনিক ধারণা থেকে দুরে সরায়ে রাখছে।


কি আর করবা ভাইয়া? :( জেনারেশন গ্যাপ। জেনারেশন গ্যাপে সবাই বলে গেলো গেলো সকল কিছু রসাতলে গেলো। সেই রসাতলে যেতে যেতেই পৃথিবী নতুন দিনের পৃথিবীর আলো নিয়ে আবারও পথ চলে। সভ্যতা ভব্যতা আচার আচরণ চাল চলনে পরিবর্তন আসে। একটা সময় মানুষ এটাই মেনে নেয়।



ড: আলী সাহেব সোস্যাল সায়েন্সে পিএইচডি হয়ে, কোরান থেকে কি করে আত্ম-উপলব্ধি পেলেন, উহা এখনো আমার কাছে পরিস্কার নয়।

কোরানের বাণী বড়ই কঠিন। সবাই কি সেটা বোধগম্য করতে পারে?

তাই হিরক জানার দেশের সেই মহান বাণী স্মরন করো-

জানার কোনো শেষ নাই জানার ইচ্ছা বৃথা তাই :)

০৬ ই জুন, ২০২৪ রাত ৯:১১

সোনাগাজী বলেছেন:



কোরানের বাণী যদি দরকারী হতো, ড: আলী অবশ্যই কোরানে পিএইচডি করতেন।

নতুন জেনারেশন যখন নৌকায় করে ভুমধ্যসাগর পার হয়, আপনি তখন উড়োজাহাজে অষ্ট্রেলিয়া যান, সেজন্য কোন খবর কেন্দ্র অবধি পৌঁছে না।

২০| ০৬ ই জুন, ২০২৪ রাত ৯:২১

শায়মা বলেছেন: কোরানে পিএইচডি!!!

ভালো বুদ্ধি ভাইয়া। তুমি এই প্রস্তাবনা দেবার ব্যবস্থা করতে পারো না???

মাথায় কত কুবুদ্ধি সুবুদ্ধি আসে তোমার নিচ্ছে না কেউ খবর তার..... :(


আমার এত কেন্দ্র বুঝার কি আছে। আমি আপডেটেড মানুষ তবে নৌকা করে ভূমধ্য সাগর পার হতে পারিবোক লাই। এত দায় পড়েনি ভাইয়ু! :(

০৬ ই জুন, ২০২৪ রাত ৯:৩২

সোনাগাজী বলেছেন:



ব্লগে আমি দেখছি, বাংলাদেশে কারো জন্য কারো দায় পড়ে না

২১| ০৬ ই জুন, ২০২৪ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: তুমি বাংলাদেশে চলে আসো।
একমাত্র বিদেশে গেলেই দেখেছি মানুষ বেশি দেশের জন্য কষ্ট পায়।
দেশে থাকলে কেউ সেটা বোঝে না।

কিন্তু বিদেশে যারা তাদের অনেকেরই আর দেশে ফেরার পথ থাকে না।


০৬ ই জুন, ২০২৪ রাত ৯:৪২

সোনাগাজী বলেছেন:



আমি বিদেশে কাজ করলেও অর্ধেক সময় দেশেই ছিলাম। আমি মানুষের কষ্ট বুঝি ও এই বিষয়ে সব সময় কিছু না কিছু করেছি।

২২| ০৬ ই জুন, ২০২৪ রাত ৯:৫২

শায়মা বলেছেন: ভেরি গুড!

আমরাও শুনেছি তুমি হেল্প করতে ভালোবাসো।

আর এটাও জানি মানুষকে বাক্যবাণে জ্বালাতেও ভালোবাসো।

একটা কবিতা লেখোতো ভাইয়ু .....

চার লাইনের কাব্য ট্রাই করো-

এই যে মানুষের দুঃখ কষ্ট নিয়ে লেখো।

ছোটবেলায় মানুষ আবেগী থাকে। বড় হতে হতে সেই আবেগ চলে যায়......

ছোটবেলায় তো আমি কাজী নজরুলের কুলিমজুর কবিতা পড়ে অবাক! মানুষ এমন করেও গরীবের দুঃখ ভাবে!!! কাঁদতে কাঁদতে শেষ হয়ে যেতাম সেই কবিতা পড়ে-

দেখিনু সেদিন রেলে
কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিলে নীচে ফেলে!
চোখ ফেটে এল জল,
এমনি ক’রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?
যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট চলে,
বাবু সা’ব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে।
বেতন দিয়াছ?-চুপ রও যত মিথ্যাবাদীর দল!
কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল্‌?
রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে,
রেলপথে চলে বাষ্প-শকট, দেশ ছেয়ে গেল কলে,
বল ত এসব কাহাদের দান! তোমার অট্টালিকা
কার খুনে রাঙা?-ঠুলি খুলে দেখ, প্রতি হঁটে আছে লিখা।
তুমি জান না ক’, কিন- পথের প্রতি ধূলিকণা জানে,
ঐ পথ, ঐ জাহাজ, শকট, অট্টালিকার মানে!

আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
তুমি শুয়ে র’বে তেতালার পরে আমরা রহিব নীচে,
অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে!
সিক্ত যাদের সারা দেহ-মন মাটির মমতা-রসে
এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরি বশে!
তারি পদরজ অঞ্জলি করি’ মাথায় লইব তুলি’,
সকলের সাথে পথে চলি’ যার পায়ে লাগিয়াছে ধূলি!
আজ নিখিলের বেদনা -আর্ত পীড়িতের মাখি’ খুন,
লালে লাল হ’য়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ!
আজ হৃদয়ের জমা-ধরা যত কবাট ভাঙিয়া দাও,
রং-করা ঐ চামড়ার যত আবরণ খুলে নাও!
আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল,
মাতামাতি ক’রে ঢুকুক্‌ এ বুকে, খুলে দাও যত খিল!
সকল আকাশ ভাঙিয়া পড়-ক আমাদের এই ঘরে,
মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়-ক ঝ’রে।
সকল কালের সকল দেশের সকল মানুষ আসি’
এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশী।
একজনে দিলে ব্যথা-
সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা।
একের অসম্মান
নিখিল মানব-জাতির লজ্জা-সকলের অপমান!
মহা-মানবের মহা-বেদনার আজি মহা-উত্থান,
উর্ধ্বে হাসিছে ভগবান, নীচে কাঁপিতেছে শয়তান!


আমি তখন রেলে চড়েছি এবং কুলি চেনা শিখেছিলাম ....... তাই সেই দুঃখ উথলে উঠেছিলো ...... এখনকার বাচ্চারা সবাই বুড়া হয়ে গেছে .....তারা কুলি চেনে কয়জনা জানিনা .....

০৬ ই জুন, ২০২৪ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:



বাক্যবাণের দরকার আছে, না'হয় ডোডোগিরি থামবে না। ৯০ ভাগ ব্লগার ঠিক মতো কোন বিষয়ে কিছু জানে না, এরা বিশ্ব থেকে পেছনে।

২৩| ০৬ ই জুন, ২০২৪ রাত ১১:০৪

শায়মা বলেছেন: ডোডোগিরি কি থামাতে পেরেছো ভাইয়ু নিজেই তো থমকে গেছো।

এই যে ব্যান হও বার বার।

একে বলে নিজের পায়ে কুড়ালের পর কুড়াল মারা ......

উপরে লিখলাম না হিরক রাজার দেশের ডায়ালগ

জানার কোনো শেষ নাই জানার ইচ্ছা বৃথা তাই........ তুমি কি মনে করো তুমি অনেক জানো???

এতই বেশি যা ৯০ভাগ ব্লগারের থেকে বেশি?

হুম বুঝেছি তোমার ইন্টারভিউ নিতে হবে। তার থেকে জানতে পারবো তুমি কি কি জানো আর অন্যেরা কি কি জানে না.......

০৭ ই জুন, ২০২৪ রাত ২:১২

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে ভঅ মানুষের সংখ্যা খুবই কম, এবং দেশে দুষ্টরা বেশী ক্ষমতাবান।

২৪| ০৭ ই জুন, ২০২৪ দুপুর ১:০২

শায়মা বলেছেন: ভাইয়া

দেশে ছিলে যখন তখন বাংলাদেশের মানুষের উন্নয়ন বা ভালোর জন্য কিছু কি করতে পেরেছিলে?

আর বিদেশ থেকে কিভাবে করছো যদি বলতে তো সবাই জানতো ঠিক কি উপায়ে উন্নয়ন সম্ভব!


আর ব্লগে লেখকদেরকে বকাঝকা গালাগালি ব্যাঙ্গ বিদ্রুপ ছাড়া আর কি কি উপায়ে লেখার মান উন্নয়ন করা যায় বা কি ধরনের চিন্তা ভাবনা করে কোন কোন টপিকে লিখলে তোমার ভালো লাগতো বা অন্যের উপকার হত যদি ৫/১০টা এক্সাম্পল দিতে তো ভালো হত মনে হয়।

শুধু রাজনীতি নিয়ে সবাই লিখবে না....... রাজনীতি দিয়েই দেশোদ্ধার হবে এটা মানতে আমি রাজী না। আপামর জন সাধারণের কি কি করা উচিৎ বা কোন টপিকে ভাবনা চিন্তার উন্নয়ন ও ইমপ্লিমেন্ট প্রয়োজন সেসব নিয়ে একটু ধারনা দিলেও মনে হয় অনেকেই সেই চেষ্টা করতো।
আর একটা কথা ব্লগে এখন ব্লগার প্রায় নেই বললেই চলে, এই ৩০ জন নিয়ে তুমি কি স্বপ্ন দেখো যে নিজের গায়ের উপর এত নেগেটিভ তকমা লাগিয়ে ফেলো তবুও জনকল্যানে তথা ব্লগারস কল্যানে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একাই লড়াই চালিয়ে যাও।

০৭ ই জুন, ২০২৪ বিকাল ৩:৪৬

সোনাগাজী বলেছেন:



ব্লগার রূপকের পোষ্টে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, আমি মানুষের পাশে দাঁড়াই কিনা!

২৫| ০৭ ই জুন, ২০২৪ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: আমি জানি সেটা.....

তোমার কাছে আরও কিছু জানতে চেয়েছিলাম.....

একটা মাত্র বললে চলবে???

দেশে
বিদেশে বসে

এবং এই কজনা ব্লগার মিলে কি করতে পারে? সেসব নিয়ে মূল্যবান মতামত চেয়েছিলাম। সেটা না দিয়ে পিছটান দিচ্ছো এটাই কিনতু আমাকে রাগাই দিসিলো!! X((

০৭ ই জুন, ২০২৪ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:



আমি কি করেছি ও কি করার চেষ্টা করছি, সেটা ব্লগে আলোচনা করতে চাচ্ছি না।

২৬| ০৭ ই জুন, ২০২৪ বিকাল ৫:১৩

শায়মা বলেছেন: ব্লগে লেখকদেরকে বকাঝকা গালাগালি ব্যাঙ্গ বিদ্রুপ ছাড়া আর কি কি উপায়ে লেখার মান উন্নয়ন করা যায় বা কি ধরনের চিন্তা ভাবনা করে কোন কোন টপিকে লিখলে তোমার ভালো লাগতো বা অন্যের উপকার হত যদি ৫/১০টা এক্সাম্পল দিতে তো ভালো হত মনে হয়।

শুধু রাজনীতি নিয়ে সবাই লিখবে না....... রাজনীতি দিয়েই দেশোদ্ধার হবে এটা মানতে আমি রাজী না। আপামর জন সাধারণের কি কি করা উচিৎ বা কোন টপিকে ভাবনা চিন্তার উন্নয়ন ও ইমপ্লিমেন্ট প্রয়োজন সেসব নিয়ে একটু ধারনা দিলেও মনে হয় অনেকেই সেই চেষ্টা করতো।
আর একটা কথা ব্লগে এখন ব্লগার প্রায় নেই বললেই চলে, এই ৩০ জন নিয়ে তুমি কি স্বপ্ন দেখো যে নিজের গায়ের উপর এত নেগেটিভ তকমা লাগিয়ে ফেলো তবুও জনকল্যানে তথা ব্লগারস কল্যানে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একাই লড়াই চালিয়ে যাও।


এটা নিয়েও আলোচনা করতে চাও না???


০৭ ই জুন, ২০২৪ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:




আমি ব্লগারদের আচরণ অুসরণ করছি, তাদের নিয়ে আলাপ করতে চাই না।

২৭| ২৩ শে জুন, ২০২৪ দুপুর ১:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রাজীব নূর , গোফরান কাউকেই পেলাম না।
আমিও ছিলাম না।

২৩ শে জুন, ২০২৪ রাত ৮:৪৯

সোনাগাজী বলেছেন:



রাজিব ও গোফরানকে অপদস্ত করছিলো সামুটিম। আপনি কি ইন্টারেষ্ট হারায়েছেন?

২৮| ২৪ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন:
আপনি কি ইন্টারেষ্ট হারায়েছেন?


না ঠিক তেমন হয়তো নয়। তবে কিছু একটা হয়েছে।
বেশ কিছু ঝামেলার মধ্যে যাচ্ছি। লেখার তেমন কিছু পাইনা।
মাঝে মাঝে ঢুকি পড়তে।


লেখক বলেছেন:
রাজিব ও গোফরানকে অপদস্ত করছিলো সামুটিম।


আপনার কি মনে হয় সামু টিমের সাথে ব্যক্তিগত ঝামেলা আছে ?
নাকি অন্য কোন ইস্যু ?
বেশ কিছুদিন আগে রাজীব নূরের সাথে কথা বলেছিলাম। শুনলাম উনি ব্লগে আসেন না আর। কথা হলো কিছুক্ষন।
আর গোফরান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারিনি।
গোফরান ভাইয়ের একটা পোস্টে দেখলাম শুরুতে -
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক , পরে দেখলাম শাড়ি পরিহিত রমণীর ছবিও আছে।
উনি সম্ভবত দুই নৌকায় পা দেয়া থিয়োরি থেকে বের হতে পারছেন না।

২৪ শে জুন, ২০২৪ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:



দরিদ্র মুসলিম জাতিগুলোর বয়স্কদের দেশ ভ্রমণের যায়গা হলো সৌদী আরব, যেখান থেকে মানুষ দরকারী কোন অভিজ্ঞতা পায় না, ইহাই হজ্ব।

সামুটিমের কার্যকলাপের ফলে ব্লগিং মোটামুটি টংঘরের আড্ডায় পরিণত হয়েছে।

২৯| ২৪ শে জুন, ২০২৪ বিকাল ৫:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার ধারণা ভুল প্রমান করে ধীরে ধীরে মাঝ বয়সী কিংবা তরুণরাও হজ্জে যাওয়া শুরু করবে। কয়েক বছরের মধ্যেই। এয়ার কস্ট বেশি হওয়ায় অনেকেই যেতে পারে না।


গোফরান ওই পোস্টে 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক' দিয়ে এখন শুরু করেছিল জানিনা।

২৪ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:



গোফরান পেশগতভাবে যেই ব্যবসা করেন, ইহা বর্তমান বাংলাদেশে কঠিন ব্যবসা; বাংলাদেশের সংস্কৃতি পশ্চাদমুখী, বিশেষ করে আমাদের সমাজে মেয়েদেরকে আফগান সমাজের দিকে নিয়ে যাচ্ছে; ফলে, গোফরান'এর বক্তব্যগুলো আমাদের সমাজের সাথে মিলছে না।

আপনি উৎসাহিত যে তরুণরাও হজ্বে যাচ্ছে, কিন্তু আপনি কি তরুনদের মুল সমস্যা বুঝেন?

২৪ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

সোনাগাজী বলেছেন:



আপনার ছেলে যেই ছাগলটার জন্য কেঁদেছে, আপনি সেই ছাগলটাকে কোরবাণী করা কি সঠিক কাজ ছিলো?

৩০| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি সেই ছাগলটাকে কোরবাণী করা কি সঠিক কাজ ছিলো?

আচ্ছা ধর্মে গেলাম না।
আমি আমিষভোজী , গরু ছাগলের মাংস খেতে হলে আমাকে কি করতে হবে।
পশু হত্যা (!) ছাড়া মাংস ভক্ষনের কোন উপায় দেখছি না।

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:১৯

সোনাগাজী বলেছেন:




আপনি বাজার থেকে মাংস কিনেন, আপনার ছেলে জানে না যে, কোন গরু বা ছাগলকে কসাই কেটেছে; আপনার ছেলে, আপনার কেনা ছাগলের জন্য কেঁদেছে।


৩১| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জানলেই বা সমস্যা কি?

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:




আপনার জন্য ইহা কোন সমস্যা নয়।

৩২| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনিই বলুন কি সমস্যা।

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



আমি মনে করি যে, শিশু যদি কোন প্রাণীকে ভালোবাসে, পছন্দ করে, সেটাকে হত্যা করা সঠিক নয়।

৩৩| ২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আচ্ছা ।

২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:০১

সোনাগাজী বলেছেন:



আপনার ভাবনাচিন্তা ও লেখাগুলো খুব একটা স্বাভাবিক নয়।

৩৪| ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্বাভাবিক চিন্তা ভাবনার আর লেখার দুজন ব্লগারের নাম বলুন।

২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩৮

সোনাগাজী বলেছেন:



কলাবাগান-১, চাঁদগাজী, সোনাগাজী, কাওসার চৌধুরী।

৩৫| ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার আজকের পোস্টে আপনার দৃষ্টিতে মূল্যায়ন হতে পারে --
ছোটবেলার গাছে ধরা মালাইওয়ালা নিয়ে ম্যাওপ্যাও পোস্ট দেয়ার কি দরকার। ইহা স্বাভাবিক চিন্তাধারা নহে।

গতকালের পোস্টে আপনার দৃষ্টিতে মূল্যায়ন ছিল --
ছেলের ভালোবাসার ছাগল কে জবাই করা উচিত হয়নি। ইহা স্বাভাবিক চিন্তাধারা নহে।

মূলত আমি ছাগলটা জবাই করার জন্য কিসিনে ছিলাম।

২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:৪৩

সোনাগাজী বলেছেন:


আমি ৪র্থ শ্রেণীতে পড়ার সময়, আমাদের ১৬টি গরু ছিলো; ১টি ষাঁড় ছিলো বেশ শক্তিশালী ও মানুষকে আক্রমণ করতো; আমি উহাকে কন্ট্রোল করতাম। আমার বাবা চাইলেন, সেই ষাঁড়টিকে কুরবাণী দিতে, আমি না করলাম।

আমাদের পরিবার নিজেদের গরু থেকে কুরবাণী দিতো না, গরু কিনতো; সেবার বাবা চেয়েছিলেন এই ভয়ংকর সাঁড়টাকে কুরবাণী করতে, আমি না করার পর, উনি বাজার ঠেকে গরু কিনে আনলেন।

৩৬| ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৪:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ওই গরুকে কোরবানি কেন দিলেন।
কারো পোষা গরু। যে বিক্রি করেছে তার বাড়িতেও হয়তো বাচ্চা আছে। ওই বাচ্চাটির নিশ্চয় গরুর জন্য কেঁদেছে।

যায়নি নিজের গরু জবাই করবেন না কিন্তু অন্যের টা জবাই করবেন ! খারাপ লাগা কি আপনারই আছে?

২৭ শে জুন, ২০২৪ বিকাল ৪:২৯

সোনাগাজী বলেছেন:



আমার বাবা কুরবাণী দিয়েছিলন; উনি আমার মতো ভাবতেন না। আপনার বুদ্ধিমত্তার অভাব আছে।

৩৭| ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি কোরবানি বিরোধী। তাই তো ?

২৭ শে জুন, ২০২৪ বিকাল ৪:৫৭

সোনাগাজী বলেছেন:



আমি ধর্মবিরোধী; ধর্ম হচ্ছে, সৃষ্টি সম্পর্কে আদি মানুষের ভাবনাচিন্তা, যাতে বেশীরভাগই রূপকথা।

৩৮| ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৫:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি ৩০ নং মন্তব্যেই বলেছি ধর্মে যেতে চাই না।
কিন্তু দেখুন ঘুরে ফিরে ধর্মেই আসা লাগলো।

আমাদের বাড়িতে আগে মুরগি পালা হতো বাড়ির জন্য। আমার ছিল। ঐগুলাও জবাই করে খেতে হতো। সে ক্ষেত্রে আপনার কি মত ?

** আমার বাবা কুরবাণী দিয়েছিলন; উনি আমার মতো ভাবতেন না। আপনার বুদ্ধিমত্তার অভাব আছে।
আপনার বাবার বুদ্ধিমত্তার কি অভাব ছিল ?

২৭ শে জুন, ২০২৪ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:



প্রত্যেক জেনারেশন আলাদা, বাবার থেকে কিছু সন্তান বেশী বুঝে থাকে; আবার কিছু সন্তান কম বুঝে থাকে। আমার বেলায়, আমার ভাবনাগুলো বাবা থেকে বেশী সমসাময়িক ছিলো।

বাড়ীতে মুরগী জবেহ করলে, কিছু কিছু শিশুর উপর প্রভাব পড়ে; আমাদেরও মুরগী ছিলো, জবেহ হতো; আমি নিজে কখনো জবেহ করিনি।

৩৯| ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পোষা মুরগি খেতে মায়া লাগতো না ? খেতে পারতেন ?

২৭ শে জুন, ২০২৪ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:




আমি মুরগীর মাংস খেতাম না; আমাদের শৈশবে মুরগী ঘুরে বেড়াতো, যা পেতো, তাই খেতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.