নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান ও চীন সীমান্তে বিএসএফ কেন গুলি করে না?

০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮



বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে আজকেও ১ জন বাংলাদেশী নাগরিককে গুলি করেছে বিএসএফ; রংপুর এলকার সীমান্তে এই ঘটনা ঘটেছে; নিউইয়র্কের ব্লগার ইফতেখার ভিডিওসহ পোষ্ট দিয়েছেন। পোষ্টে তিনি গত ৫২ বছর চলমান এই ঘটনার কোন রকম এনালাইসিস করার চেষ্টা করেননি; শুধু আক্ষেপ করেছেন যে, আমাদের সরকারের থেকে কোন ধরণের সঠিক পদক্ষেপ নেয়া হয়নি; ফলে, ইহা চলে আসছে।

খুবই একটি গুরুত্ব পুর্ণ মন্তব্য করেছেন, আরব প্রবাসী সিনিয়র ব্লগার নতুন: তিনি বলেছেন যে, পাকিস্তান ও চীন সীমান্তে বিএষএফ এভাবে গুলি করে না। ইহা সবাই জানেন, আপনারা এই ব্যাপারে নিজস্ব এনালাইসিস দিন।

ভারতের সাথে পাকিস্তান ও চীনের সম্পর্ক ভয়নাক, আমাদের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো। বর্ডার ক্রসিং'এর সময়, বর্ডারের কাছাকাছি ভারতের ভেতরে ও বাংলাদেশের ভেতরে ঢুকে বিএসএফ গুলি করে আমাদের মানুষকে হত্যা করে; ইহার বিচার হয় না; সরকারও ইহা বন্ধ করতে পারেনি।

বাংলাদেশ, পাকিস্তান ও চীন, এই ৩ দেশের নাগরিকদের মাঝে বিএসএফ'এর হাতে বেশী খুন হওয়ার সম্ভাবনা পাকিস্তান ও চীনের নাগরিকেরা; ইহা না ঘটে উল্টোটা কেন ঘটছে? আপনার এনালাইসিস লিখুন।


মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২৪ রাত ৮:৫৭

কামাল১৮ বলেছেন: পাকিস্তান চীন সিমান্তে যুদ্ধ করে।আমাদের টুকটাক গুলি করে।আমাদেরকে যুদ্ধ করার উপযুক্ত মনে করে না।

০৮ ই জুন, ২০২৪ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



আপনি যা বলেছেন, ইহা আসল কারণ নয়।

২| ০৮ ই জুন, ২০২৪ রাত ৯:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:





পাকিস্তান ও চীন সীমান্তে ভারত কেন গুলি করেনা আর বাংলাদেশ সীমান্তে কেনই বা মাঝে মধ্যে গুলি করে মানুষ
হত্যা করে দুর হতে দেখে তা ঠিক করে বলা বেশ কষ্টকর । তবে ১লা এপ্রিল ২০২৪ এ দি ডেইলি স্টারের
একজন সাংবাদিক ও বাংলার মানিআধিকার সুরক্ষা মঞ্চের সেক্রটারী মধ্যে সাক্ষকতকারে থাকা কথামালা নীচে
তুলে ধরা হলো যেখানে বলা হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে কেন গুলাগুলি হয় ।
নীচে দেয়া লিংক ফলো করে বিষয়টি আরো বিস্তরিত দেখা যেতে পারে ।
সুত্র : Click This Link
কিছু মুল অংশ নীচে তুলে দেয়া হল ।

One of the primary reasons behind killings at the Bangladesh-India border is that
the border guards of both countries are corrupt. Many BGB and BSF members profit
from smuggling—be it human or cattle trafficking, or smuggling of other goods.
Smugglers from both sides of the border pay money, and these individuals get their
share. That's why they turn a blind eye to these things. In some cases, there is
retaliation, which sometimes ends in border killings. But the people who get killed
are just carriers; the kingpins remain out of reach.
ব্লগার কামাল১৮ এর মন্তব্যটিও বেশ প্রনিধান যোগ্য ।

০৮ ই জুন, ২০২৪ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



১ নং কারণ: চোরাকারবারি, সেই টাকায় ফাঁকি দেয়ার চেষ্টা করলে গুলির শিকার হয়। আগে বেশী হতো চুরি করা গরু পার করার সময়।
২ নং কারণ: বর্ডারের অনেক লোকজন ভারতের বিবিধ এলাকায় কাজ করে; তারা স্হানীয়দের টাকা দিয়ে বর্ডার পার হয়, বিএসএফ ভাগ পায় না।

৩| ০৯ ই জুন, ২০২৪ রাত ১২:০৮

বিষাদ সময় বলেছেন: আপনারা যে পয়েন্টগুলো উল্লখ করেছেন সেগুলো এর দৃশমান অংশ মাত্র, তবে এর মূল কারণ হচ্ছে দুই রষ্ট্রের সমর শক্তির ভারসাম্যহীনতা।

০৯ ই জুন, ২০২৪ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:


আমাদের ২ দেশের মাঝে ভারসাম্য নেই; তেমনি পাকিস্তান ও নেপালেরও ভারসাম্য নেই ভারতের সাথে; ওদের লোকজনকে বিএসএস হত্যা করে না; ইহা একটু ব্যাখ্যা করুন।

৪| ০৯ ই জুন, ২০২৪ রাত ১২:১২

কামাল১৮ বলেছেন: আসল কারণ হলো গরু আনতে যাওয়া।সীমান্তের খুব কাছে আমাদের বাড়ী।আসল নকল সব কারনই জানি।মিরর যেমন বলে নিরীহ মানুষ ভিকটিম। নিরীহ মানুষ সীমান্ত পার হয়ে ভারতে যায় না।তারা দুষ্ট লোক।তরকারি বলছে,আমি ভারতের দালাল।ব্লগে কিছু লোকের বক্তব্য পড়ে হাসি পায়।তারা মন্তব্য পড়ে আসলেই কিছু বুঝে না।কোনটা দালালি আর কোনটা সত্য প্রকাশ সেটাই নির্নয় করতে পারে না।

০৯ ই জুন, ২০২৪ রাত ১২:২০

সোনাগাজী বলেছেন:




মিরর অষ্ট্রেলিয়াতে থাকে, কোন বিষয়ে কোন ধারণা রাখে না, ব্লগে এসে শহরের মুখরাদের মতো বকবক করে; তরকারী হচ্ছে জাতীয় ইউনিভার্সিটির মা্স্টার্স, আজীবনের জন্য বেকার।

৫| ০৯ ই জুন, ২০২৪ রাত ১২:৪৫

বিষাদ সময় বলেছেন: @ কামাল ভাই
ঐ পোস্টের দুয়েকজন বাদে সবার মোটিভ একটাই। একচোখা এসব ব্যক্তিদের নিয়ে কিছু বলতে চাই না।
কিন্তু আপনি কি ডিবিসির নিউজটা শুনেছেন? তাছাড়া ভারতীয় বা বাংলাদেশী কোন আইনেই কি চোরাচালানের শাস্তি গুলি করে হত্যা করা ?
@ সোনাগাজী ভাই/স্যার :)
তেমনি পাকিস্তান ও নেপালেরও ভারসাম্য নেই ভারতের সাথে; ওদের লোকজনকে বিএসএস হত্যা করে না; ইহা একটু ব্যাখ্যা করুন।

পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী....এটা নিশ্চয় আপনি ভুলে জাননি.... অনেক কথা বলার ছিলো কিন্তু এর বেশি আলোচনা আর করতে চাচ্ছি না।

০৯ ই জুন, ২০২৪ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:



পাকীরা ভারতের সাথে চোরা চালানে যুক্ত নেই, ভেতরে গিয়ে কাজ করে না; নেপাল ও চীনের বেলায়ও ইহা সত্য; ফলে, বিএসএফ'এর ব্যবসা নেই সেইসব বর্ডারে।

৬| ০৯ ই জুন, ২০২৪ ভোর ৪:০৪

কামাল১৮ বলেছেন: @বিস,ঢাকার কোন নিউজ নিরপেক্ষ না।নিউজ বাদ দেন আপনি কি বুঝলেন সেটা বলুন।ভূইয়া সাহেব আমাকে ব্যান করে রেখেছেন ।তাই তার পোষ্টে কিছু বলতে পারি না।

০৯ ই জুন, ২০২৪ ভোর ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



ভুঁইয়া সাহেব দেশের বেকারত্ব ও চোরাচালান সমস্যা সঠিকভাবে বুঝেন বলে মনে হয় না।

৭| ০৯ ই জুন, ২০২৪ ভোর ৪:২২

কলাবাগান১ বলেছেন: উক্ত 'ব্লগার' এর কাজ ই হল এমন সব পোস্ট দেওয়া.....জামাতি আমলে যখন সীমান্তে মানুষ কে এভাবে নারকীয় ভাবে হত্যা করা হত, তখন এমন উসকানি দিতেন না মেরে নিশ্চয়.... কিছুদিন আগেই চেস্টা চালিয়েছিলেন কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘ এর শান্তিরক্ষী বাহিনী থেকে বাদ দেওয়ার আহবান জানিয়ে....।

০৯ ই জুন, ২০২৪ ভোর ৫:৩৮

সোনাগাজী বলেছেন:



জামাত-বিএনপি বুঝেন বলে মনে হয় না।ছিলো চিল কাউয়ার মতো, মিলিটারীর সাহায্য যা চোঁ মেরে পেতো, সেটা ছিলো তাদের জীবন।

সীমান্তের বেকারত্ব ও চোরাচলাানির সমাধানটা শেখ হাসিনা থেকে আসার দরকার ছিলো; কিন্তু উনি এসব বুঝেন বলে মনে হচ্ছে না।

৮| ০৯ ই জুন, ২০২৪ সকাল ১০:৫২

বিষাদ সময় বলেছেন: @সোনাগাজী এবং কামাল ভাই

সীমান্তবর্তী অঞ্চলের কোন এক ইউনিয়নের চেয়াম্যান ছিল আমাদের ঘনিষ্ট বন্ধু কাজেই সীমান্তের খবর কমবেশি আমিও জানি।

আপনারা সম্ভবতঃ আলী ভাইয়ের দেয়া লিঙ্কটিতে গিয়ে সাক্ষাতকারটি সম্পূর্ণ পড়েননি। তাই আপনারা শুধু চোরাকারবারীতে আটকে আছেন। সেখানে আরো আনেক কারণ উল্লেখ করা হয়েছে। নেপালের বর্ডারে কেন এ রকম হয়না লেখাটি পড়লেই তার কারণ বুঝতে পারবেন। পাকিস্তান বা চিনের বর্ডারে কেন এ রকম হয়না তা কামাল ভাই উল্লেখ করেছেন্‌ আর আমিও একটা কারণ বলেছি।

আপনাদের বলা বা লেখাটিতে উল্লেখিত কোন কারনই আমি আস্বীকর করিনি। সীমন্তবর্তী এলাকার দুদেশের অনেক মানু্ষই চোরাকারবারীতে জড়িত। হয়তাে আমাদের দেশের বেশি সে দেশের কম। তাহলে শুধু আমাদের দেশে কেন এ রকম ঘটনা ঘটে? সে দেশে তো ঘটেনা।

কেউ আমাকে ইট মারলে যদি পাটকেল খাওয়ার ভয় থাকে তবে ইট মারার আগে দশবার ভাববে আর সে ভয় না থাকলে একটা অজুহাত পেলেই ইট মারবে।

ধন্যবাদ।


০৯ ই জুন, ২০২৪ সকাল ১১:১০

সোনাগাজী বলেছেন:



চীনের সাথে ভারতের লোকজনের কোন চোরাকারবারী ব্যবসা আছে? বিনা ভিসায়, কোন মানুষ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে চাকুরী করে? পাকিস্তানের অবস্হাও সেই রকম।

৯| ০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:২১

নতুন বলেছেন: আপনি যখন একটা গুলি করলে দশটা গুলি ফেরত পাবেন তখন আপনি গুলি করার আগে দশ বার ভেবে নেবেন।

ভারত চায়না বর্ডারের ২ কিমি তে কেউই অস্র বহন করেনা। এটার জন্য একটা চুক্তি আছে। ভারত এই যুক্তিতে করেছে ঝামেলঅ কমাতে।

আর গত ২৩ বছরে প্রায় ২ হাজার বাংলাদেশীকে হত্যা করেছে ভারতের গার্ড বনাম ৩ জন ভারতীয় নাগরিক বিজিপির হাতে।

অর্থ ভারত এখানে মানুষ হত্যা করাকে রিস্ক মনে করেনা। জানে বাংলাদেশ পতাকা বৌঠক ছাড়া কিছুই করবেনা।

India claim:
19 soldiers killed
4,225 BSF personnel injured by smugglers[5]

Bangladesh claim:
6 soldiers killed
At least 1,923 Bangladeshi civilians were killed by the BSF between 2000 and 2023
- উইকি Click This Link

০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

সোনাগাজী বলেছেন:



চীনের মত শক্তিশালী নয় বাংলাদেশ সরকার ও আমাদের বর্ডার ফোর্স; আমাদের ও ভারতের বর্ডার ফোর্স ১০০ ভাগ চোর; এরপের আছে আমাদের বর্ডারের বিশাল বেকারত্ব ও অশিক্ষিত চোরাকারী ও মাফিয়ারা।

আমাদের বাড়ী বর্ডারের ২০ মাইলের ভেতরে। আমাদের এলাকায় যত লোক বড় পয়সার মালিক আছে, এরা সবাই চোরাকারবারী। আমাদের সরকারগুলোতে কোন শক্ত লোকজন নেই, যারা ভারতের সাথে একটা ভালো চুক্তিতে এসে এই হতয়াকান্ডের অবসান ঘটাবে।

সম্প্রতি ব্লগে ১ জন সচীব দেখছেন; উনার কবিতা পড়ে উনাকে মেধাবী ও দক্ষ সচীব বলে মনে হয়? উনি এই ধরণের সমস্যার সমাধান করতে পারবেন?

১০| ০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

নতুন বলেছেন: ঐখানের সৈনিক কি ভাবে জনগনের সাথে ব্যবহার করবে সেটা নির্ভর করবে ভারত সরকারের নির্দেশনার উপর।

আমাদের দেশের সরকারের এই বিষয়ে গুরুত্ব না দেওয়াতে ভালো চুক্তিকরে হত্যাকান্ড বন্ধ হচ্ছে না।

সচীব মানুষ খারাপ না। কবি সাহিত্যিকরা মানুষ ভালো হয়।

উনি একটু আবেগী তাই কমেন্টের জবাব দেওয়া বন্ধ করেছেন।

আসলে দেশের উচ্চপদে যারা চাকুরী করে তারা সাধারন জনের থেকে এমন বিরোধিতা পায় না তাই কিছুটা সক পেয়েছেন মনে হচ্ছে।

০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:


এই কছু-পাতার পানির মতো ব্যক্তিত্ব নিয়ে যদি সচীব হয়, এরা দেশ চালাতে সক্ষম বলে আপবার মনে হয়? উনার কবিতা এরশাদের কবিতার পরেই জাতীয় স্বীকৃতি পাবার কথা।

শেখ হাসিনার কথা ভারতের প্রচন্ড শক্তিশালী ব্যুরোক্রেটরা ১ পয়সার দাম দেয়?
যেই দেশের এমপি গিয়ে কলকাতায় প্রাণ হারায়, সেই দেশের সরকারের কথা ভারতের সরকার শুনবে?

দরকার বর্ডারের লোকের আয়ের পথ বের করা ও চোরাকারবারী বন্ধ করা।

১১| ০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সীমান্তের গুলি চলে অনেক কারনে !
............................................................
যেহেতু বাংলা ভারত বিভাজন হয়েছে অনেকটা জোর জবরদস্তি করে
কোন কোন ক্ষেত্রে মানবিক আচরনটুকু রাখা হয় নাই ।
উভয় পক্ষ নিজ নিজ স্বার্থ চিন্তা করেছে ।
তাই আমরা এমনও সীমানা দেখি যা কোন বাড়ীর উঠান দুই ভাগ করছে ,
কোথাও বা বাড়ী আছে কিন্ত জমি চলে গেছে সীমানার অপারে ।
ফলে স্হানী য়রা অনে ক সময় আইন মানতে চায় না ।
।ছেড়াও অবৈ ধ বানি জ্যর ভাগ না পে লে তারা ক্ষি প্ত হয়ে উঠে ।
সর্বো পরি তারা মনে করে যে , বাংলাদে শ ভারতে র তুলনায় দুর্বল
সুতরাং গূলি করে ভয় দে খানো টা তাদে র কাছে সামান্য ব্যপার ।
সে জন্যই ফে লানী কে গুলি করে মে রে ফে লা তাদে র কোন
অনুশোচনা নাই ।

০৯ ই জুন, ২০২৪ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:


আপনার চিন্তাভাবনা আমাকে চিন্তিত করছে! ফেলানীকে কি ভারতের আইনের কারণে গুলি করা হয়েছিলো, নাকি একজন ইডিয়ট ও চোর বিএসএফ'এর নির্মমতার কারণে?

ভারতের বিএসএফ নিয়ম কানুন কোর্টে এসেছিলো ফেলানী হত্যার বিচারের সময়; সেখানে আছে যে, অস্ত্রধারী কোন লোক যদি বর্ডার ক্রস করার চেষ্টা করে ও সে সীমান্ত পাহাদারদের প্রাণের জন্য হুমকি হয়, তাকে প্রথমে পায়ে গুলি করতে হবে।

কাঁঁটা তারের সিড়িতে আরোহণরত ফেলানীর কি অস্ত্র ছিলো, নাকি সে হুমকি ছিলো?

১২| ১১ ই জুন, ২০২৪ রাত ২:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফেলানীকে একজন দরিদ্র চোরাচালানী বলা যায়
কিন্ত লুঘু কাজে যে গুরু দন্ড দেয়া হয়েছে তা
ভারতের জনগন স্বীকার করলেও যতদুর মনে হয়
শুধুমাত্র তিরস্কারের মাধ্যমে ঐ বিচার শেষ হয়েছে ।

১১ ই জুন, ২০২৪ ভোর ৫:২৬

সোনাগাজী বলেছেন:



যেই বিএসএফ গুলি করেছিলো, সে যযযযযবিএসএফ'এর রীতি মানেনি; কিন্তু দউ:খের বিষয়, লোকটার বিচার হয়নি। ফেনালীর মত কত শত মেয়ে এখনো ভারত যাচ্ছে কাজ করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.