নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমা কর্ত্তৃক "ব্যক্তি আক্রমণের" শিকার হওয়া ব্লগারের সাথে আলোচনা করতে চাই।

০২ রা জুলাই, ২০২৪ সকাল ১১:২০



আমার নিক, "সোনাগাজী" এই মহুর্তে ৩ মাসের বেশী সময় সেমিব্যানে আছে; এর আগে, এই নিকটি আরো ২ বারে মিলে ৬ মাস সেমিব্যানে ছিলো। তারো আগে, আমার অন্য নিক "চাঁদগাজী"কে ব্যান করা হয়েছে। আমাকে ব্যান ও সেমিব্যান করার পেছনে নাকি আমার মন্তব্য; আমার মন্তব্যে নাকি "ব্যক্তি আক্রমণ" ছিলো।

আমার ধারণা, আমার মন্তব্যগুলো লেখার সমালোচনা ছিলো, কখনো ব্যক্তি আক্রমণ ছিলো না। এখন আমার মনে হচ্ছে, আমার বিরুদ্ধে সামুটিমের আনা অভিযোগটি সঠিক কিনা তলিয়ে দেখা দরকার। আমি যতজন ব্লগারের সাথে সামুতে ব্লগিং করেছি, এমন কোন একটা নিক মনে করতে পারলাম না, যেটাকে আমি "ব্যক্তি আক্রমণ" করেছি।

আমার সমালোচনা ও মন্তব্যগুলো লেখার বিষয়বস্তুর উপর থাকে, আমি নিজে সমসাময়িক বিষয়ের উপর লিখে থাকি; অনেক ব্লগার সমালোচনাকে গ্রহন করতে অভ্যস্ত নন; যাঁরা শুধু প্রশংসা পেতে অভ্যস্ত, সমালোচনা তাঁদের কাছে বহুমুখী আক্রমণ বলে মনে হতে পারে। আপনি ভুয়া, শায়মা, নীল আকাশ, অপু কিংবা জটিল ভাই'এর পোষ্টে সমালোচনা করলে বুঝতে পারবেন।

আপনি যদি মনে করে থাকেন যে, আমি আমার মন্তব্যে আপনাকে "ব্যক্তি আক্রমণ" করেছি, প্লীজ সেটা উল্লেখ করুন ও আসুন এই নিয়ে আলোচনা করি, ইহা কি সমালোচনা, নাকি "ব্যক্তি আক্রমাণ"।

আমি এখনো বিশ্বাস করি, আমি কোন ব্লগারকে "ব্যক্তি আক্রমণ" করিনি।


মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৪ রাত ৮:৪৯

পাইকার বলেছেন: যাক অবশেষে আপনার পোস্ট পড়ে আরাম পেলুম। পোস্ট পড়ে মনটা খুশিতে টগমগ করছে। দুনিয়ার সকল হিজিবিজি বিষয় নিয়ে লিখতে লিখতে আমার মতো ব্লগারদের চাহিদার কথা ভুলেই গিয়েছিলেন। পোা্স্টটাকে তাই এপিক বললেও কম হবে।

০২ রা জুলাই, ২০২৪ রাত ৯:৩৮

সোনাগাজী বলেছেন:



আপনি কি আমা কর্ত্তৃক 'ব্যক্তি আক্রমণের' শিকার?

২| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার ব্যাক্তি আক্রমণ সমূহ:
হাউকাউ
গার্বেজ
মগজ না কুকুরের ক্রোমজম?
ম্যাওপ্যাও
অসৎ

আপনাকে করা ব্যাক্তি আক্রমণ সমূহ:

কুকুর
বলদ
ছাগল
বুইড়া ভাম
লাটির বাড়ি দিব
সেটের বাল
ভন্ড
রামপাঠা
কুলাংগার
জারজ
ছেছড়া
ঘাড় ধাক্কা দিলেও ব্লগে ছেছড়ার মত পড়ে থাকে।
ভুয়া মুক্তি যুদ্ধা
মাল্টি
আপনার বংশের কেউ রাজাকার
ভুয়া ইঞ্জিনিয়ার
ফেক

আরো শত শত আপত্তিকর শব্দ।

০৩ রা জুলাই, ২০২৪ সকাল ৯:৩৯

সোনাগাজী বলেছেন:



অনেকের লেখা ম্যঁওপ্যাঁও টাইপের হয়ে থাকে; ইহা লেখার 'কোয়ালিটি' নিয়ে কথা; ইহা বেশ গ্রহনযোগ্য সমালোচনা।
"মগজ না কুকুরের ক্রোমজম", ইহা আমার নয়; কেহ একজন ইহাকে আমার নামে চালায়েছেন।

অনেকের লেখায় গার্বেজ থাকে, ইহা ভয়ংকর কোন শব্দ নয়।

৩| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:০৮

কামাল১৮ বলেছেন: আমার মনে হয়,আপনি লেখাকে সমালোচনা না করে লেখক কে সমালোচনা করেছেন।যেটা অনেকে নিতে পারে নাই।

০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:৫৮

সোনাগাজী বলেছেন:



আমি কোন লিখককে সমালোচনা করিনি; অনেক লেখার মাঝে অসৎ মনোভাব, ভুল-ভাবনা, বিষয়বস্তু হীনতার কথা বলেছি।

আপনি দেখবেন, ১ জনও আমার এই পোষ্টে এসে দাবী করবেন না যে, আমি তাঁকে "ব্যক্তি আক্রমণ" করেছি।

৪| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার নিকটা পারমানেন্টলি খেয়ে দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন বলে মনে হচ্ছে।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:০০

সোনাগাজী বলেছেন:



সোস্যাল মিডিয়ার জন্মের দেশে আমি বসবাস করি; আমার ধারণা, কোন শিক্ষি্ত মানুষ আমাকে ব্যান করবেন না।

৫| ০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকে ব্যাক্তি আক্রমণ করার ৮৭৮ টা নিক রেজিষ্ট্রেশন করা হয়েছে। এদের কেও কি ব্যান করা হবে এগুলো কে খুল্লছে তা ব্লগারদের কাছে ক্লিয়ার। এবং মডারেটর সাহেব তাকে ভালো করেই চিনেন।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ২:০৭

সোনাগাজী বলেছেন:


সামু চলছে তাদের ব্যবসায়িক প্ল্যান অনুসারে, ব্লগারা লেখার প্রিভিলীজ পেয়েছেন, এটাই সামু।

৬| ০৩ রা জুলাই, ২০২৪ রাত ১:০৬

কামাল১৮ বলেছেন: ভুল-ভাবনার ভুলটা ধরিয়ে দিলেই কিচ্ছা শেষ।লেখকে এটা সেটার সাথে তুলনা করার দরকার কি।এটাই ব্যক্তি আক্রমন যেটা আপনি বুঝতে পারছেন না।
আপনি অনেক বুদ্ধিমান।আপনাকে বুঝাবার ক্ষমতা আমার নাই।আপনাকেই বুঝতে হবে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে।তারা আপনাকে কি ভাবে চিন্তা করে।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ২:০৯

সোনাগাজী বলেছেন:



আমি পড়লে লেখাকে গ্রেইডিং করি; আমি ঠিক আছি; বাংলাদেশে যাঁরা মানুষ হয়েছেন, তাঁদের সাথে সামান্য গরমিল হবে সব সময়।

৭| ০৩ রা জুলাই, ২০২৪ রাত ১:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামে থেমে থেমে মাঝারি বৃষ্টি হচ্ছে। আমি ৩ টা দিন কক্সবাজার যাচ্ছি শ্যুটিং এ। আপা উনার একটা মাল্টি নিক থেকে আপনাকে এবং আমাকে উত্তেজিত করার চেষ্টা আছেন। তার চ্যালারাও যুক্ত। আপনি কিন্তু একদম ইগনোর করবেন। মাথা ঠান্ডা রাখবেন কোন রকম রিএক্ট করবেন না। ব্লগে আপার সাথে লেগে লাভ নাই।

আমি শনিবার ফিরব। ভালো ও নিরাপদে থাকুন।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ২:১৪

সোনাগাজী বলেছেন:



আপনি বিজনেস ট্রিপে যাচ্ছেন, ভালো খবর।

বাংলাদেশে সব সম্ভব, প্রাইমারী স্কুলের শিক্ষক ইউনিভার্সিটির লেকচারারের উপর ছড়ি ঘুরায়।

ট্রিপটা ভালো হোক।

৮| ০৩ রা জুলাই, ২০২৪ সকাল ১১:০৭

রানার ব্লগ বলেছেন: সন্যাসির রুপ ধারন করুন । এক মনে আপনার কাজ আপনি চালিয়ে যান। কে কি বললো তাতে কি আসে যায় ।

তবে দেখার বিষয় হবে কেউ আসলেই আসে কি না আলোচনার জন্য !! আমার মনে হয় না কেউ আসবে । সৎ সাহসের অভাব । কিন্তু আসলে ভালো হতো এতে উভয় পক্ষের ধারনা পরিবর্তন হতো ।

বাংলাদেশের মানুষ সরাসরি আক্রমন পছন্দ করেন না । মাথা হাত বুলিয়ে দশ টা গালি দেন , তারা হে হে করতে করতে হজম করে নেবে । কিন্তু মুখ কালো করে দুই টা ভালো কথা বলবেন, সাথে সাথে তার উল্টা একশান পেয়ে যাবেন ।

আবার আরো একটা সমস্যা আছে, আমি কি হনু রে !! এই সমস্যা আমাদের গায়ে চুইংগামের মতো লেগে আছে । আমি হ্যাং আমি ব্যং আমাকে এমন কথা বললো। অথচ খুঁজে দেখবেন এরে এর পরিবারের লোকেও তেমন পাত্তা দেয় না ।

আবর্জনা হাত ঝেড়ে ফেলুন । ডেটল দিয়ে হাত ধুয়ে । নিজের কাজে মন দিন ।

০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৬

সোনাগাজী বলেছেন:



কেহ আসেনি, আসার সম্ভাবনা নেই; আমি জানি, আমি কাউকে "ব্যক্তি আক্রমণ" করিনি। আপনাকে ধন্যবাদ।

৯| ০৩ রা জুলাই, ২০২৪ সকাল ১১:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কামাল১৮ বলেছেন: "ভুল-ভাবনার ভুলটা ধরিয়ে দিলেই কিচ্ছা শেষ।লেখকে এটা সেটার সাথে তুলনা করার দরকার কি।এটাই ব্যক্তি আক্রমন যেটা আপনি বুঝতে পারছেন না।
আপনি অনেক বুদ্ধিমান।আপনাকে বুঝাবার ক্ষমতা আমার নাই।আপনাকেই বুঝতে হবে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে।তারা আপনাকে কি ভাবে চিন্তা করে। "

আমিও ঠিক এমন কোথায় বলতে চেয়েছি।

০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৮

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
আমাকে ব্যান ও সেমিব্যান করার জন্য যে কারণ দেখানো হয়েছে, উহা সঠিক নয়।

১০| ০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৪:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার হরিণা-১৯৭১ , পংবাড়ী , ইপিআর কি কারণে ব্যান হয়েছিল ?

০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:


হরিণা-১৯৭১ , পংবাড়ী , ইপিআর, পাঠক-৭১; এই ৪টি নিক মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলো; কেন ব্যান করা হয়েছিলো, তা আমার কাছে পরিস্কার নয়।

ফারমার ও খেলাঘর, নিক ২টিও অজানা কারণে ব্যান খেয়েছিলো।

০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৫:১৮

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজী নিক কেন ব্যান খেলো, উহা নিয়ে আমার সামান্য ধারণা হয়েছে; তবে, সেটা কাউকে বলা ঠিক হবে না।

চাঁদগাজী (কিংবা চাঁনগাজী ) ছিলো যেডফোর্সের শেষ ডিফেন্স। ৬ দিন যুদ্ধের পর, ইহার পতন ঘটে।

১১| ০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
খেলাঘর থেকে আপনি অনেক মন্তব্য করেছেন।

০৩ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:



আমার মন্তব্য থেকে অনেকেই উপকৃত হয়েছেন, আমি লেখার উপর ফিডব্যাক দেয়ার চেষ্টা করি।

১২| ০৩ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি আমার পোস্টটা পড়েছেন দেখলাম। এখানে কিছু বলতে পারেন।

০৩ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



আপনার ছেলের ব্যাপারে আমি এখানকার কার্ডিওলোষ্ট'এর সাথে আলাপ করবো। পারলে তাকে সপ্তাহে ২/৩ দিন সাতরাতে দিন।

১৩| ০৩ রা জুলাই, ২০২৪ রাত ৯:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হাঁপিয়ে যায় এমন কাজ নিষেধ করেছে ডাক্তার। যেমন ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি।
আমি আমাদের পূকুরে সারাদিন সাঁতার কাটতাম।

০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ২:৩৪

সোনাগাজী বলেছেন:



হালকা সাঁতারে সব অংগ কাজ করে, কিন্তু হার্টের উপর চাপ কম থাকে ( ভেসে থাকার কারণে )

১৪| ০৪ ঠা জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৩

অরণি বলেছেন: আপনাকে ব্যনমুক্ত দেখতে চাই।

০৪ ঠা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:


আপনাকে ধন্যবাদ।

আমাকে ব্যান করা, সেমিব্যান করারটা কখনো সঠিক ছিলো না।

১৫| ০৪ ঠা জুলাই, ২০২৪ বিকাল ৪:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে ব্যন করে বরঞ্চ ব্লগই ক্ষতিগ্রস্থ হচ্ছে কারণ আপনি ব্লগকে সরগরম রাখতেন। আপনার ব্যন মুক্তি চাই।

০৪ ঠা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

সোনাগাজী বলেছেন:



সামু একটা ব্যবসা, ওদের প্ল্যানে কিছু একটা আছে; কোন ব্যবসাই ক্ষতিগ্রস্ত হতে চাহে না। আপনাকে ধন্যবাদ

১৬| ০৫ ই জুলাই, ২০২৪ রাত ১২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চাঁদগাজী (কিংবা চাঁনগাজী) ছিল যেডফোর্সের শেষ ডিফেন্স। ৬ দিন যুদ্ধের পর ইহার পতন ঘটে। এ ব্যাপারে বিস্তারিত লিখতে পারেন?

০৫ ই জুলাই, ২০২৪ রাত ১২:৩৫

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

এই ব্যাপারে কিছু লিখতে চাহি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.