নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার সুমতি, ছাত্রদের জন্য সুযোগ

১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৩



শেখ হাসিনা ছাত্রদের সাথে বসার আগ্রহ প্রকাশ করে থাকলে, ইহা ছাত্রদের জন্য একটি সুযোগ বলে মনে হচ্ছে; কারণ, আন্দোলন ছাত্রদের কন্ট্রোলের বাহিরে চলে গেছে, ছাত্রদের প্রাণ যাচ্ছে, সফলতা অনিশ্চিত হয়ে গেছে। ছাত্রদের আন্দোলনটিকে ক্যাম্পাসে রাখার দরকার ছিলো, যাতে উহা সাধারণ মানুষের চলমান জীবনের বিঘ্ন না ঘটায় ও শেখ হাসিনা যাদের সহ্য করে না, তারা যাতে ইহাতে ঢুকে না পড়ে। আন্দোলন ক্যাম্পাসে থাকলে পুলিশের আচরণও ভিন্ন হতো।

এখন সরকার কোটা নিয়ে ভাবছে না, সরকার আন্দোলন থামানোর জন্য সর্বপ্রকার ব্যবস্হা নেবে; এই অবস্হায়, আন্দোলনই হারিয়ে যাবার পথে। ছাত্রদের চাপের মুখে সরকার অচল হয়ে যাবার সম্ভাবনা আছে বলে মনে হয় না; কারণ, সাধারণ মানুষ এই ধরণের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নেই।

শেখ হাসিনা আগে এই ধরণের আন্দোলনকে খুব একটা পাত্তা দেননি; এবার বসতে আগ্রহ প্রকাশ করেছেন, ইহা আসলেই সুলক্ষণ। ছাত্ররা যদি ইহাকে শেখ হাসিনার দুর্বলতা ভেবে ইহাতে যোগ না দেয়, তারা ১টি ভালো সুযোগ হারাবে।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

আলামিন১০৪ বলেছেন: আইছে!

১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



আন্দোলন ব্লগিং নয়, এই ধরণের ছাত্র আন্দোলনে মানুষের সাড়া পাবার সম্ভাবনা নেই।

২| ১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উত্তরা যারা আছেন তারা জানেন এখানে কি হচ্ছে। চোখের সামনে লাশ পড়তে দেখসি অফিসে বসে। বাড়ি ফিতে পারবো কিনা জানি না। জীবন যেমন কিছু দেখবো ভাবিনিওনি।

১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



৫৩ বছর সরকারের লোকেরা নতুনদের জন্য চাকুরী সৃষ্টির কোন পদক্ষেপ নেয়নি; কিন্তু দেশ চালাচ্ছে আজকের ছাত্রদের বড় ভাইয়েরা।

৩| ১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

দি এমপেরর বলেছেন: আপনার সম্ভবত পরিস্থিতি সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল নন

১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



ছাত্ররা কতদুর যেতে পারবে, আন্দোলন কোনদিকে যাচ্ছে?

৪| ১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

ঢাবিয়ান বলেছেন: গার্বেজ

১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

সোনাগাজী বলেছেন:



দেশে গিয়ে ছাত্রদেরদের সাহায্য করেন, মুক্তিযো্দ্ধা লিষ্টে নাম যোগ হওয়ার সম্ভাবনা আছে।

৫| ১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: সংঘাত নয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধাণ করতে হবে। বিষয়টা এমন নয় যে কোটা সংস্কারে সরকারের অনীহা রয়েছে, সরকার আলোচনার জন্য প্রস্তুত।

১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

সোনাগাজী বলেছেন:



সামান্য কোটার জন্য ছেলেমেয়েদের প্রাণ যাওয়াটা জাতির জন্য অপমানকর; কিন্তু মানুষ এসব নিয়ে চিন্তিত বলে মনে হচ্ছে না। সরকারগুলো চাকুরী সৃষ্টি করেনি, ডাকাতী করে গেছে।

৬| ১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

বাউন্ডেলে বলেছেন: কোটা কোন সমস্যা নয়। এটা কম-বেশী, বাতিল-বৃদ্ধি সবই হওয়ার পথ আছে এবং সমাধান সম্ভব।
কিন্তু জামাত, বিএনপি ও ট্রান্স রাজাকারদের চাহিদা বাংলার মসনদ ।
এটা কে দিবে ?

১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:



ওরা একদিন পাবে, শেখ হাসিনা সেই পথে আছে।

৭| ১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

বিষাদ সময় বলেছেন: এই আন্দোলন এখন সরকার এবং কোটা সংস্কার সবারই হাতের বাইরে চলে গেছে......

১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:




ইহা কন্ট্রোলের বাহিরে গেছে, এখন সরকার কঠিন পথের দিকে যাবে।

৮| ১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: বিগত কয়েকদিন ও আজকের ঢাকার দৃশ্যপট সম্পর্কে আপনার ধারনা নেগেটিভ ০ এর কোঠায়। তাই ক্ষেত্র বিশেষে না জেনে কথা না বলাই উত্তম। আন্দোলন দমাতে সরকার ও তার লাঠিয়াল বাহিনী এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে ব্যর্থ। ঢাকায় আমার আশেপাশের এরিয়াতে ছাত্রদের ধাওয়া খেয়ে পুলিশও লাঠিয়াল বাহিনী পালিয়েছে। বসুন্ধরার যমুনা পার্কের সামনে আমি একজন পুলিশকেও দেখিনি, কিছু এসেছিল জলকামান নিয়ে ছাত্রদের ধাওয়া খেয়ে সবগুলো চলে গেছে। সাত ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে আজ ছাত্রদের অবস্থা বোঝার চেষ্টা করেছি, দু'তিন জন গরমে অসুস্থ হয়ে গেছেন। মানুষ ছাত্রদের পানি ও খাবার দিচ্ছে। মজার বিষয় হলো, আন্দোলনে বাবার বয়সী মানুষকেও লাঠি নিয়ে আসতে দেখেছি ছাত্রদের সমর্থনে। ধন্যবাদ।

১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৬

সোনাগাজী বলেছেন:



ধরলাম সরকারসহ পালিয়ে গেলো, এরপর কোটার কি হবে?

৯| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ধরলাম সরকারসহ পালিয়ে গেলো, এরপর কোটার কি হবে?

আপনিও হাসিনার মতোই প্রলাপ বকছেন। এখানে পালিয়ে যাওয়ার বিষয় আসছে কোথা থেকে? তারপরেও বলি, যাই ঘটুক না কেন, কোটার সংস্কার হবেই, এটা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। অন্তত যা ঘটেছে ইতোমধ্যে তারপর আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। দু'দিন আগের কাদের সাহেব চুপসে গেছেন, আইন মন্ত্রী "পিতৃতুল্য" বলে আলোচনায় বসতে চাচ্ছেন। কিন্তু যতটা রক্তপাত হয়েছে তা তারা এড়াতে পারতেন সহজেই, সেটা তারা করনে নি বরং ছাত্রদের ট্যাগিং করেছে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাঠিয়াল বাহিনী লেলিয়ে দিয়েছে। আপনার কি মনে হয় সাধারণ ছাত্র একজোট হলে কোন বাহিনী দিয়ে কাজ হবে? হ্যাঁ, প্রাণ নিতে পারবেন, কিন্তু সংস্কার ঠেকানো যাবে না। সেটা সরকারের মন:পুত হোক বা না হোক।

সরকার থাকবে না যাবে সেটা আমার আলোচনার বাইরের বিষয় আর আমি ওটা নিয়ে চিন্তিত নই, তবে সরকার যে অবশ্যই কমবেশী চিন্তিত সেটা পরিষ্কার। আন্দোলন কোন দিকে মোড় নেবে তা আমি জানি না।

১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩৬

সোনাগাজী বলেছেন:



৫৩ বছর সরকারগুলো ডাকাতী করেছে, চাকুরী সৃষ্টি করেনি, কোটা কোন সমাধান নয়; আন্দোলন হওয়ার দরকার "চাকুরী সৃষ্টির জন্য"; শেখ হাসিনা বলবেন যে, কোটা বাদ, তারপর আগের মতো ঘুমায়ে থাকবেন।

১০| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:৪৭

ঢাবিয়ান বলেছেন: হ্যা আমি দেশে যেতে পারছি না । রাস্তায় নেমে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করতে পারছি না। এ নিয়ে আমার মাঝে তীব্র অপরাধবোধ কাজ করছে। কিন্ত আপনি কি করছেন ? বিদেশের নিরাপদ স্থানে বসে স্বৈরাচারের পক্ষে ওকালতি করছেন!!

১৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:১০

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা সংলাপের ডাক দিয়েছে, যাতে ছাত্রদল (বিএনপি) ও শিরির দুরে থাকে।

শেখ হাসিনা কমবুদ্ধিমান ও গোঁয়ার; মিলিটারী শেখকে হত্যা করে দেশ দখল করেছিলো; সম্প্রতি আপনি ওদেরকে ক্ষমতা নেয়ার জন্য অনুরোধ করেছেন।

১১| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:৪৯

কামাল১৮ বলেছেন: সরকার কোটা চায় না।এই মর্মে আদেশও দিয়ে ছিলো।কোর্ট সেই আদেশ অবৈধ ঘষণা করেছে।এখন চাত্ররা কোটার সংস্কার চায়।যেহেতু বল কোর্টের হাতে,ওখান থেকেই সমাধান আসতে হবে।দেখা যাক রবিবারে কি সমাধান আসে।এর আগে ছাত্ররা ইচ্ছা করলে শেখ হাসিনার সাথে বসে গল্প সল্প করতে পারে। সামাধান হবে কোর্টের আদেশের পরে।

১৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:১১

সোনাগাজী বলেছেন:



রাস্তায় গেলে কোর্টের কথা কঘ মনে রাখে না।

১২| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫০

নতুন বলেছেন: সমস্যা হচ্ছে সরকার এখনো ছাত্রদের চ্যাগিং করছেন এবং মানুষ হত্যাকে জায়েজ করছেন।


হারুন সাহেব বলছেন মাঠে ছাত্র না সব জামাত বিএনপি।

বুঝতেই পারছেন কেন এতো মানুষ মারা যাচ্ছে।

সরকার যদি আলোচনা করতে চাইতোই তবে পুলিশকে মানুষ যেন না মারা যায় তার হুকুম দিতো।

ছাত্রলীগকে বাড়ীতে বসে থাকতে বলতো।

জনগনের সম্প্রিক্ততা বেড়ে যাবে যদি আজকের মতন লাশের সংখ্যা বাড়তে থাকে।

গতকাল ৬ জন আজ ১১ জন মিডিয়াতে বলছে। জনগন বলছে আজ ৪১ জন মারা গেছে। :(

এই ভাবে ৪১ জন মানুষ মেরে সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়?

এই আন্দোলন থামাকে সারা দেশে ১৪৪ ধারা জারী করতে হবে।

১৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:



সরকার পাখী শিকারে নামলে দেশ মিলিটারীর হাতে যাবে; বিএনপি সেটাই চাচ্ছে।

১৩| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫৮

ইফতেখার ভূইয়া বলেছেন: শেখ হাসিনা বলবেন যে, কোটা বাদ, তারপর আগের মতো ঘুমায়ে থাকবেন।

সমস্যা ঠিক এখানেই। এটা গণতন্ত্র নয়, এটা রাজতন্ত্রের নমুনা। দেশে আইন আছে, জনগণ আছে। দেশটাতো কারো একার বাপের দেয়া কোন পৈত্রিক সম্পত্তি নয়।

আজ কম করে হলেও আমি ২০/৩০ জন ছেলে মেয়ের সাথে কথা বলেছি, তারা কেউ কোটা বন্ধ করার কথা একবারও বলেন নি। সবাই চান প্রতিবন্ধী, উপজাতি, মুক্তিযোদ্ধার পরিবারের কোটা থাকুক তবে সেটা সীমিত আকারে। কেউই সম্পূর্ণ বিরোধীতা করে নি, তাহলে সরকারের সমস্যা কেন হচ্ছে? ভূয়া মুক্তিযোদ্ধার বাচ্চা-র চাকুরি হচ্ছেনা বলে? দেশের মানুষ অতটা বোকা নয়।

১৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:



জিয়া গনতন্ত্রকে কবর দিয়ে গেছে, শেখ হাসিনা সেটারই বেনেফিসিয়ারী।

১৪| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:১৫

শ্রাবণধারা বলেছেন: আবারো বলছি আপনি বিষয়টি বুঝতে পারছেন না। আপনি আপাতত চুপ থাকলেই ভালো হবে।

ঢাবিয়ান বলেছেন: গার্বেজ

উনি সংক্ষেপে যথার্থ ফিডব্যাক দিয়েছেন আপনার এই পোস্টটি সম্পর্কে।

১৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৪

সোনাগাজী বলেছেন:



ঢাবিয়ান কয়েকদিন আগে মিলিটারী অনুরোধ করেছিলো দেশ দখল করতে; মিলিটারী উনার কথা আপাতত রাখেনি।

১৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:




ইহা কোনদিকে মোড় নিয়েছে; রাস্তায় ছাত্রের বাহিরেও অনেক লোকজন প্রাণ হারাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.