নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ড: ইউনুসকে অদক্ষ প্রমাণ করার অপচেষ্টা শুরু হয়েছে?

২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২২



শেখ হাসিনাকে সরানোর পেছনে কোমলমটিদের যেই মহাপরিকল্পনা ছিলো, উহাতে ড: ইউনুসের নাম স্হান পাবার কোন সম্ভাবনা থাকার কথা ছিলো না; কিভাবে কোমলমতিদের "লিষ্ট"এ ড: ইউনুসের নাম এলো? ইহার উত্তর জানেন ড: ইউনুস ও কোমলমতিদের বাবারা; কোমলমতিদের বাবারা ড: ইউনুসকে রেখেছে নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে।

ড: ইউনুস জাতির উদ্দেশ্য বক্তব্য দিয়েছেন; লিষ্টে উনার নাম কিভাবে এলো, এটা নিয়ে বললে কোন অসুবিধা হতো না, কেননা তিনিই একমাত্র সবচেয় দক্ষ বাংগালী এই মহুর্তে। যেহেতু দেশের মানুষকে কোমলমতিরা বেশ ধোঁয়াশার মাঝে রেখেছে, উনার থেকে সৎ ব্যাখ্যা এলে, মানুষ সঠিক উত্তরটা জানলে গুজবের অবসান হতো।

ড: ইউনুসকে সরকার প্রধান হিসেবে রাখায়, বাকীরা উনার পেছনে স্হান করে নিয়েছে, নিজেদের লুকিয়ে রেখেছে সফলভাবে; কিন্তু এটা সাময়িক; লিষ্টে উনার নাম দিতে বাধ্য হলেও, কোমলমতিরা উনাকে সরাবে এক সনয়, বা কমপক্ষে চেষ্টা করবে। ইহার জন্য দরকারী সিনারিও তৈরি করতে হবে; প্রমাণ করতে হবে যে, উনি বর্তমান পরিস্হিতিকে হ্যান্ডলিং করতে পারছেন না। মনে হয়, কোমলমতিদের বাবারা ক্রমেই সেইসব কাজের চাবি ঘুরানোর শুরু করেছে।




মন্তব্য ৬১ টি রেটিং +০/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

বাউন্ডেলে বলেছেন: আপনার ধারনা সঠিক হলে জাতির কপালে আনলিমিটেড দুঃখ আছে । যদিও উপদেষ্টা একজন বিতর্কিত ব্যক্তি।

২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



উনি বিতর্কিত, সন্দেহ নেই; কিন্তু জামাত, হেফাজত ও তথাকথিত ইসলামী পন্ডিতদের লোকজন চলে এলে জাতির অবস্হা কি হবে?

২| ২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

নতুন বলেছেন: আশা করি আপনাদের ধারনা ভুলপ্রমানিত হবে।

ছাত্ররা যারা যুক্ত আছে তারা তাদের সাধ্যমতন চেস্টা করবে।

সারজিস ছেলেটাকে কাজে লাগাতে হবে। সে বুদ্ধিমান ছেলে। যৌক্তিক ভাবে কোন বিষয় তুলে ধরতে পারে।

২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

সোনাগাজী বলেছেন:



উহা এত বুদ্ধিমান হলো কি করে, তার জীবনীটা কি জানা যাবে? আমরা ইউনুসের ও শেরে বাংলার জীবনী জানি, উনারটা জানলে বুঝা যেতো।

৩| ২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

এস.এম.সাগর বলেছেন: যদি দ্রুত, ১৭ বছরের মাফিয়া খুনি নরপিচাস পলাতক ডাইনি হাসিনার দোসরদের সকল দপ্তর থেকে সরাতে না পারে তাহলে এরকমই চলতে থাকবে।

২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

সোনাগাজী বলেছেন:



শেখের বাড়ী পোড়ানোর পরেও শেখ হাসিনা রয়ে গেছে?

৪| ২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




উনার সাথে যারা আছেন তাদের মধ্যে প্রথমে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে সবচেয়ে বেশি তৎপর মনে হয়েছিল ।
এখন দেখা যাচ্ছে সবাই যার যার মত চাকরি করছেন ।
এটা কোন দায়িত্ব পালন নয়।

সামনে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হবে ।
সুতরাং খবর আছে বলা যেতেই পারে।


২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

সোনাগাজী বলেছেন:



অবস্হা এই রকম থাকবে না; ড: ইউনুসকে যাতে সরাতে না'পারে মানুষ সেই চেষ্টা করলে, জাতি উপকৃত হবে।

৫| ২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

ডার্ক ম্যান বলেছেন: তিনি শুধু ব্যবসায়ে দক্ষ। আমার ধারণা, তার সরকারের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে।
বিভিন্ন দিক থেকে অস্থিরতা চলতে থাকবে। তিনি শেখ হাসিনার মতো সেফ এক্সিটের সময়টুকুও পাবেন না।

২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

সোনাগাজী বলেছেন:



বেগম জিয়া, শেখ হাসিনা ব্যবসাও জানতেন না।

৬| ২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১১

নতুন বলেছেন: উহা এত বুদ্ধিমান হলো কি করে, তার জীবনীটা কি জানা যাবে? আমরা ইউনুসের ও শেরে বাংলার জীবনী জানি, উনারটা জানলে বুঝা যেতো।

নতুন প্রজন্মের জীবনী এখনো লেখা হয়নি। তারা এখনো লিখছে।

ছেলেটার কথা বার্তায় মনে হয়েছে যে বর্তমানের অনেক নেতার থেকেও তার EQ বেশি। ভালো গুছিয়ে কথা বলতে পারে, বিতার্কিক ছিলো তাই কথার ভঙ্গি, যৈক্তিক আলোচনা করতে পারে।

২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

সোনাগাজী বলেছেন:


মওদুদীর মতো বুদ্ধিমান কিনা সেটা জানার দরকার আছে।

৭| ২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

আরশাদ রহমান বলেছেন: আমরা দুর্ভাগা জাতি। হাসিনা সরকারের দূর্নীতি নিপীড়ন এর অবসান হউক দেশপ্রেমী সবই চেয়েছে। অবসান ও হলো। কিন্তু বড় একটা ক্ষতি হয়ে গেছে স্বাধীনতার চেতনার যদিও এই শব্দটি ব্যবহার হচ্ছে জেনে না খুব কৌশলে সেটা সময় যেমন বলে দিবে তেমনি অনকেই নিশ্চুপ থেকে শংকিত। আপনি একা নন জেনে রাখুন।

২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:




স্বাধীনতার পক্ষের লোকেরা জাতির জন্য কিছু না'করাতে কোমলমতিরা দেশ দখল করেছে; এরা জাতিকে বেদুইন বানাবে।

৮| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০০

ডার্ক ম্যান বলেছেন: বেগম জিয়া, শেখ হাসিনা ব্যবসাও জানতেন না।

ভাগ্য ভালো। নাহলে তারা সব এনজিও খুলে বসতেন

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৫

সোনাগাজী বলেছেন:




উনি এনজিও করাতে বিশ্বের মানুষ শুনেছে যে, "বিনা লেটারেলে" ঋণ নেয়া যায়। বেগম জিয়া ও শেখ হাসিনার পরিবারের লোকজনের এনজিও ছিলো।

৯| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১১

কামাল১৮ বলেছেন: জাতির সামনে ভাষণ দিয়েছে সুন্দর, কিন্তু ছাত্ররা তাকে ডুবাবে।কিছু ছাত্র এমন ভাবে কথা বলে মনে হয় সেই সরকার প্রধান।

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৬

সোনাগাজী বলেছেন:



আপনি যাদের ছাত্র বলছেন, ওদের অনেকেই ছাত্র নন, এরা ক্রুসেডার।

১০| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৬

আদিত্য ০১ বলেছেন: দেশে কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ কেউ নেয় না, সরকার বা অন্য কেউ, দেশে যে কয়টা ফ্যাক্টরি বা কল কারখানা আছে তার মধ্যে অন্যতম গাজী গ্রুপের প্লাস্টিক বা টায়ার ফ্যাক্টরি, সেইটায় যেভাবে ৫ আগস্ট থেকে লুটপাট করছে, অবশেষে আগুন দিয়েছে, গোলার দস্তগীর গাজী অপরাধী হলে তাকে আইনে মাধ্যমে শাস্তি হোক, কিন্তু একটা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হল সে দেশের কল কারখানা ও পন্য উৎপাদনে আমদানী নির্ভরতা কমানো সেই সাথে রপ্তানী বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা, কিন্তু সেইটা এখন এভাবে যদি কমানো হয়, দেশে একেবারে পিছিয়ে যাবে, দেশে বেকার সমস্যা প্রকট, এভাবে লুটপাট ও আগুন দিয়ে কল কারখানাগুলো বন্ধ করলে, কি ভয়ানক পরিস্থিতিতে দেশ পড়ছে আস্তে আস্তে

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৭

সোনাগাজী বলেছেন:



এগুলো হচ্ছে ড: ইউনিসকে সরানোর প্রথমিক পদক্ষেপ।

১১| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৯

কামাল১৮ বলেছেন: আর্মিরা একটা কিছু চিন্তা ভাবনা করছে মনে হয়।ছাত্রদের এই মাত্তবরি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।তারা ছাত্র এবং জনতাকে মুখমুখী দাড় করিয়ে দিচ্ছে।আজকে কুমিল্লায় ত্রান দিতে গিয়ে ছাত্ররা মার খেয়ে পালিয়ে আসছে।ঘটনাস্থলে আর্মি যাচ্ছে কিন্তু অনেক পরে,পুলিশ যাচ্ছেই না।

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



কোমলমতিদের ভেঁড়ার চামড়া আস্ত আস্তে খুলে যাবে।

১২| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪৫

নতুন বলেছেন: কোমলমতিদের ভেঁড়ার চামড়া আস্ত আস্তে খুলে যাবে।


এখন পযন্ত কোমলমতিদের কাজে তো খালি সন্দেহই করলেন।

কিন্তু এই ৩ সপ্তাহে কোন প্রমান পেয়েছেন যে তারা নেকড়ে?

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১০

সোনাগাজী বলেছেন:



আমি প্রমাণ পেয়েছি, দেশবাসী প্রমাণ না'পাওয়া অবধি কিছু প্রমাণ করা যাবে না।

১৩| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৭

নতুন বলেছেন: আপনি তো বলছেন ২০-৩০ হাজার পাকি ট্রেনিং পেয়েছে।

স্বপ্নে প্রমান পেলে সেই টা তো চলবেনা।

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:



স্বপ্নে নয়, ২০১৮ সালে জামাত-শিবির এই প্রজেক্টের প্রোটঅটাইপ পরীক্ষা করে দেখেছিলো শিরির নুরাকে দিয়ে; উহা প্রমাণ করেছে যে, সাধারণ ছাত্রদের রাস্তায় আনতে পারলে শেখ হাসিনার পতন হবে।

১৪| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৪

অস্বাধীন মানুষ বলেছেন: আদিত্য ০১ বলেছেন: দেশে কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ কেউ নেয় না, সরকার বা অন্য কেউ, দেশে যে কয়টা ফ্যাক্টরি বা কল কারখানা আছে তার মধ্যে অন্যতম গাজী গ্রুপের প্লাস্টিক বা টায়ার ফ্যাক্টরি, সেইটায় যেভাবে ৫ আগস্ট থেকে লুটপাট করছে, অবশেষে আগুন দিয়েছে, গোলার দস্তগীর গাজী অপরাধী হলে তাকে আইনে মাধ্যমে শাস্তি হোক, কিন্তু একটা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হল সে দেশের কল কারখানা ও পন্য উৎপাদনে আমদানী নির্ভরতা কমানো সেই সাথে রপ্তানী বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা, কিন্তু সেইটা এখন এভাবে যদি কমানো হয়, দেশে একেবারে পিছিয়ে যাবে, দেশে বেকার সমস্যা প্রকট, এভাবে লুটপাট ও আগুন দিয়ে কল কারখানাগুলো বন্ধ করলে, কি ভয়ানক পরিস্থিতিতে দেশ পড়ছে আস্তে আস্তে

দেশের এই সব ক্ষয়ক্ষতি কার ইশারায় হচ্ছে তা দেশের মানুষ ভালো করেই জানে।

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:



কার ইশারায়?

১৫| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




প্রফেসর সাহেবের সবচেয়ে বড় ক্ষতি করবে শেষ পর্যন্ত কোমলমতিরাই।
কারণ অল্প বয়সে এই কিশোর গ্যাংরা হাতে ক্ষমতা ও নগদ টাকা পেয়ে গেছে।
এগুলি ধীরে ধীরে দানবে পরিণত হবে ।
যা কন্ট্রোল করার ক্ষমতা বৃদ্ধ প্রফেসরের থাকবে না।

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১:৩৮

সোনাগাজী বলেছেন:



উনর বয়স ১টা সমস্যা; জামাত-শিবির-হেফাজত ও ইসলামী দলগুলো এক হয়ে উনাে বিপক্ষে যাবে। আমেরিকা চাপ দিলে, সবাই উনার সাথে কোয়ালিশন করবে।

১৬| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



শেখ হাসিনার পাশে দশজন ভালো লোক থাকলে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে যেতে পারত।
আজকে ঢাকা শহরে যে মেট্রোরেল চলছে সেটা শেখ হাসিনারই অবদান।
পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে ইত্যাদির কথাও উল্লেখ করা যায়।

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:



উনার মগজ কাজ করতো না; কোন রসুল এলেও উনাকে সাহায্য করতে পারতো না; ব্যুরোক্রেটরা উনার বাবাকে ও উনাকে হজম করে ফেলেছে।

১৭| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অনির্বাচিত সরকার হচ্ছে একটি সমঝোতার সরকার ।

এটা কোনোভাবেই তিন মাসের বেশি থাকা উচিত নয়।
বর্তমানে সংবিধানের কোথাও এই জাতীয় সরকারের উল্লেখ নেই ।
যদিও সুপ্রিম কোর্টের মতামত নেয়া হয়েছে বলে বলা হচ্ছে ।
কিন্তু সুপ্রিম কোর্ট ওই সময় পদত্যাগ করেছিল ।
তাদের কোন কিছু ছিল না।

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১:৪১

সোনাগাজী বলেছেন:



উনি ৩০ বছর থাকার পরও, উনার মতো দক্ষ বাংগালী এই দেশে তৈরি হবে না।

১৮| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৫৬

আদিত্য ০১ বলেছেন: @অস্বাধীন মানুষ আপনি নিজেই অস্বাধীন

যাইহোক সবযায়গায় আওয়ামীলীগযে ভয় পাইলে সমস্যা, ঘুমের মধ্যে স্বপ্নেও হানা দিবে। এই তো জুজু আসছে। আপনাদের কথায় যা দেখা যাচ্ছে বিএনপি, শিবির, খালেদা জিয়া, তারেক ও আপনাদের তথাকথিত ছাত্র নেতারা আওয়ামীলীগ হয়ে যায় নাকি, কারন আপনাদের কথায় আওয়ামীলীগ বার বার নাকি ফিরে আসছে

যাইহোক এইখানে আওয়ামীলীগ কারা একটু যদি বলতেন Click This Link (নিউজটা পড়ে কমেন্ট কইরেন)

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১:৪২

সোনাগাজী বলেছেন:



ওগুলো বেদুইন।

১৯| ২৭ শে আগস্ট, ২০২৪ ভোর ৫:২১

আলামিন১০৪ বলেছেন: আজকে একটা পোস্ট দিলাম কিন্তু প্রথ্ম পাতায় নাই, কেমতে কি

২৭ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:২৭

সোনাগাজী বলেছেন:


বলা মুশকিল কি হয়েছে!

২০| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




ঢাকায় গতকাল শুনলাম মেট্রো রেল চালু হয়েছে।
এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অনেকে ফেসবুকে পোস্টও দিয়েছেন।
কিন্তু তারা কেউ বলছেন না এই মেট্রো রেল আসলে কার অবদান ছিল।

২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৫

সোনাগাজী বলেছেন:



মেট্রো রেল যেভাবে করা হয়েছিলো, সেতু যেভাবে করা হয়েছিলো, সাথে সাথে চাকুরী সৃষ্টির দরকার ছিলো।

২১| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আওয়ামী লীগের অতি উৎসাহী হাইব্রিড কাউয়া নেতারা যেমন শেখ হাসিনাকে ডুবিয়েছে তেমনিভাবে প্রফেসর ইউনূস্কে ডুবানোর জন্য কিশোরগ্যাং ও কোমলমতিরাই যথেষ্ট।

২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৬

সোনাগাজী বলেছেন:



উনার পেছনে আমেরিকা আছে; উনি যদি শক্ত থাকে, কেহ উনার কাছে আসতে পারবে না

২২| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৪

রাসেল ০০৭ বলেছেন: আপনি কত কিছু জানেন । সরকারের কলকাঠি কে নাড়ে, কোমলমতিদের আন্দোলনের কলকাঠি কে নাড়ে, এমনকি ভবিষ্যতে কি হবে না হবে সবকিছু।
কিন্তু আফসোস এতকিছু জেনেও আপনার নেত্রীর পলায়ন রোধ করতে পারলেননা। আপনার এত জ্ঞান-পান্ডিত্য শুধুই গার্বেজ ।

২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৮

সোনাগাজী বলেছেন:




উনি আমার জন্য কেহ ছিলেন না; উনার সাথে আমার কোন যোগাযোগ ছিলো না।

২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৯

সোনাগাজী বলেছেন:




আপনি তো সার্কাসের জোকার!

পোস্ট করেছি: ১টি
মন্তব্য করেছি: ৭৩টি
মন্তব্য পেয়েছি: ১৪টি
ব্লগ লিখেছি: ৮ বছর ২ মাস

২৩| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১২

রাসেল ০০৭ বলেছেন: লেখক বলেছেন:
আপনি তো সার্কাসের জোকার! :D

২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:



ব্লগে কিছু না'লিখলে, আপনার প্রজ্ঞা বাড়বে কি করে?

২৪| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩০

খাঁজা বাবা বলেছেন: ছাত্রলীগ প্রতিদিন নতুন রুপে ফিরে এসে আপনার কথ সত্য প্রমানের চেষ্টা করছে।

২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ ও শেখ হাসিনা কোথায় যাচছিলেন, সেটা আমি অনুমান করতে পেরেছিলেম।

২৫| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫০

কিরকুট বলেছেন: যারা ওনাকে নাচতে নাচতে উঠিয়েছে তারাই ওনাকে লাত্থাইতে লাত্থিতে নামাবে !! সময় দিন !!!

২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



উনাকে দিয়েছে আমেরিকা, বাংলাদেশে পাকী মিলিটারী ও জামাত থেকে রক্ষার জন্য।

২৬| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৩

আমি ব্লগার হইছি! বলেছেন: ড: ইউনুসের উচিৎ নিজে দল গঠণ করে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা নেয়া। উনি হাল না ধরলে এই দেশের কপালে দু:খ আছে।

২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



উনি না'থাকলে, দেশ আজকে ৩য় সপ্তাহ তালেবানদের দখলে থাকতো

২৭| ২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এরশাদের আমলে যে কোন মিছিলে বলা হতো" জ্বালো জ্বালো আগুন জ্বালো "।

কিন্তু তারা মূলত কোথাও য আগুন জ্বালাতো না।

এটা স্লোগান ছিল মাত্র।

কিন্তু এখনকার রাজনীতিতে কোন স্লোগান নেই।

সরাসরি যে আগুন ধরিয়ে দেয় কলকারখানা, বাসভবন, ৩২ নম্বরে, অফিস আদালতে, রেলগাড়ি ইত্যাদিতে।

২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:




এরশদের সময় দেশে এত তালেবান ছিলো না।

২৮| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫৫

গেঁয়ো ভূত বলেছেন: লেখক বলেছেন: উনাকে ( ডঃ ইউনুস ) দিয়েছে আমেরিকা, বাংলাদেশে পাকী মিলিটারী ও জামাত থেকে রক্ষার জন্য।

উনাকে ( ডঃ ইউনুস ) যে আমেরিকা দিয়েছে, আপনি কি এ ব্যাপারে নিশ্চিত? কিভাবে নিশ্চিত হলেন??

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৮

সোনাগাজী বলেছেন:



আমি নিশ্চিত; উনাকে জামাত-শিবির-হেফাজত ও অন্যান্য ইসলামী দলগুলো কাফের হিসেবে দেখে।

২৯| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৮

অস্বাধীন মানুষ বলেছেন: হাসিনা নানী আর মোদি নানার ইশারায় হচ্ছে

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:



আপনার ভাবনাচিন্তা লিলিপুটিয়ান ধরণের

৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫১

লোক বলেছেন: শিবির নুরা কি?

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



ঐ ইডিয়টদের পুরো নাম আমি জানি না; যেই শিবিরটি ২০১৮ সালে ঢাকা ইউনির "ডাকসু"র সভাপতি হয়েছিলো, উহার পুরো নাম কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.