নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
My Post on Sheikk's Birthday, Written on March 18, 2024
গতকাল শেখ সাহবের জন্মদিন ছিলো; জীবিত বাংগালী জাতীয়তাবাদীদের কাছে দিনটির গুরুত্ব আছে! দিনটি সাধারণ মানুষের হাতে নেই, দিনটিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ মিলে তাদের সম্পতিতে পারিণত করেছে; তারা একাই পালন করে থাকে। শেখ হাসিনা কখনো সাধারণ মানুষের সাথে দিনটি পালন করেন না; তিনি পালন করেন, যারা শেখের নামে চাঁদাবাজি করে, শেখের ছবি নির্বাচনের পোষ্টারে ছাপিয়ে মানুষকে ধোকা দেয়, তাদের সাথে।
আমি ব্যক্তিগতভাবে এখন শেখের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছি; উনি এত বেশী ভুল করেছিলেন যে, মিলিটারী সহজেই দেশটাকে দখল করে নিয়েছিলো। তিনি মানুষ থেকে এত দুরে সরে গিয়েছিলেন যে, উনার হত্যাকারীরা ( জিয়া ও মিলিটারী ) মানুষের রোষানলে পড়েনি। যেসব মানুষ উনাকে বাঁচানোর জন্য আইয়ুব খানের মতো শক্ত জেনারেলকে ক্ষমতাচ্যুত করেছিলেন সেই জনতা তেলেপোকা-জেনারেল জিয়ার গুণগান করেছে।
শেখ সাহেবকে আমাদের নতুন জেনারেশন বুঝে বলে মনে হয় না; শেখ হাসিনা সেতু থেকে স্যাটেলাইট ইত্যাদিকে উনার নামে নামকরণ করায়, অনেকেই বিরক্ত; উনার মুল ভাবনার উপর শেখ হাসিনা ও আওয়ামী লীগ ফোকাস না করে, উনাকে নামের উৎস হিসে ব্যবহার করেছে।
১৯৭১ সালে, উনার অনুপস্হতিতে, জাতি ভয়ংকর এক অসমযুদ্ধে লিপ্ত হয়েছিলেন, অনেক রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলেন; উনি ফিরে এসে মানুষকে তাঁদের অবদানের জন্য সঠিকভাবে ক্রেডিট দেননি। এখন শেখ হাসিনাও সেটা করে যাচ্ছে, কোথায়ও উনার অনুসারীদের নাম নেই, সব যায়গায় একা শেখের নাম, মানুষ নিজকে শেখের পাশে খুঁজে পান না, শেখ হাসিনা শেখকে মানুষ থেকে আলাদা করে ফেলেছে।
২৭ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:২২
সোনাগাজী বলেছেন:
তাজউদ্দিনের সমস্যাও বিশাল ছিলো; তিনি মরে গিয়ে প্রমাণ করেছেন যে, উনার বুদ্ধি কম ছিলো; শেখকে হত্যা করার পর, মিলিটারীর লিষ্টে ২ নম্বরে অবশ্যই তাজউদ্দিনের নাম ছিলো; কি কারণে তিনি বাড়ী খেয়েদেয়ে মুমাচ্ছিলেন? দরকার ছিলো, ১৬ আগষ্ট সীমান্ত পার হয়ে, ইন্দিরার অফিসে চলে যাওয়া।
২| ২৭ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৪৭
আলামিন১০৪ বলেছেন: প্রথমত আপনার এক এক লিখায় এক এক রকম তথ্য দেওয়া থাকে, যা সুবিধাবাদী ডিগবাজী মারা লোকজনের কথাই মনে করিয়ে দেয়। দ্বিতীয়ত রেফারেন্স ছাড়া রচনার কোন গ্রহণযোগ্যতা নেই। আপনার কি ধারনা শেখ মুজিব বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল? সে চেয়েছিল অখন্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব। বামপন্থীদের চাপে পড়ে ৭্ই মার্চ বলতে বাধ্য হোন “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম-
তো স্বাধীনতার ঘোষণা কি এটা না? তাহলে স্বাধীসতার ঘোষণা দিয়েও ইয়াহিয়ার সাথে আলোচনা কেন চালিয়ে যাচ্ছিলেন?
জিয়াকে তেলাপোকা বললেন কি অর্থে ? আপনার হয়ত জানা নেই যে স্বাধীনতার পর জিয়াকে সেনাপ্রধান ওসমানী কিংবা সফিউল্লাহও অনেক সমীহ করে চলতেন, আর এঁকে বলেন তেলাপোকা, আপনাকে ’র’ প্রতি লিখায় কত দেয়?
২৭ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:২৩
সোনাগাজী বলেছেন:
আপনার লেভেলের পোষ্ট লেখেন ব্লগার জিকোব্লগ, জুলভার্ণ, জটিলভাই; সেগুলো পড়েন।
৩| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২১ বছর ক্ষমতা থেকে দূরে থাকায়, নিজ দলের লোকদের দ্বারা বেঈমানির স্বীকার হওয়ায়, নিজে নির্বাসিত থাকায়, জিয়া, এরশাদ কর্তৃক শেখ সাহেবকে যথাযথ সম্মান না দেয়া এবং উপরন্তু খুনীদের পুরস্কৃত করার কারণে উনি আওয়ামী লীগ ছাড়া বাকী সবাইকে বেঈমান মনে করতেন। তাই শেখ সাহেবকে হাইলাইট করার সময় উনি নিজের অজান্তেই শেখ সাহেবকে ডোবাচ্ছিলেন...
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২২
সোনাগাজী বলেছেন:
জিয়া, মিলিটারী, বিএনপি-জামাত-শিবিরের দেশ ও উনাার উপর যেই দঃরনের অতয়াচার করেছে, তিনি সেটাকে ও একইভাবে ওদেরকে থামাতে গিয়ে ভয়ংকর চরমপন্হা অবলম্বন করেছিলেন।
৪| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৪
কিরকুট বলেছেন: আপাতত শেখ শেখ আহাজারি বন্ধ করেন । দিন এখন ইনুস কাক্কুর !! কাক্কুর নামে জিকির করেন !!!
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৪
সোনাগাজী বলেছেন:
ব্লগের ৯০ ভাগই যেসব গার্বেজ লিখছে, দেশের মানুষের সবারই এই অবস্হা; ইউনুস সাহায্য করতে পারবেন বলে মনে হচ্ছে না।
৫| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৫
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: ব্যাডা ডাকাতের বাচ্চা। একটা ছাড়পোকা। শালা খালি কামরায়।
তুই জিয়াকে বললি তেলাপোকা। অন্যকে সন্মান না দিলে তোর বঙ্গবন্ধুকে কে চোদে রে।
দেখেছিস তোর মুজিবকে কিভাবে বাঙালি পুটকি মারলো। পুটকি মারা দেখেও কি তোর শিক্ষা হয় নাই।
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৪
সোনাগাজী বলেছেন:
আপনারা চরমপন্হি ও ইয়াহিয়ার সমর্থক; আপনারা ড: ইউনিসকে শেষ করবেন।
৬| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২১
রানার ব্লগ বলেছেন: বাবা যেহেতু শেখ হাসিনার পালন তো উনি করবেনি । আমি বা আমরা করবো কি করবো না উহা মনে হয় হাসিনার জানার বোঝার কিছু নাই ।
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৭
সোনাগাজী বলেছেন:
উননি রাজনীতিবিদ ছিলেন না; জিয়া, এরশাদ, বিএনপি-জামাত-শিবির িনি একাই থামায়েছেন; ফলে, কোন কিছুই ঠিক মতো হয়নি।
৭| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২২
রানার ব্লগ বলেছেন: রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: ব্যাডা ডাকাতের বাচ্চা। একটা ছাড়পোকা। শালা খালি কামরায়।
তুই জিয়াকে বললি তেলাপোকা। অন্যকে সন্মান না দিলে তোর বঙ্গবন্ধুকে কে চোদে রে।
দেখেছিস তোর মুজিবকে কিভাবে বাঙালি পুটকি মারলো। পুটকি মারা দেখেও কি তোর শিক্ষা হয় নাই।
মাথায় কি কেবলি গু ? নাকি গ্র্যে ম্যাটিরিয়াল কিছু আছে ? কুত্তায় কামড় দিলে আপনি ও কি কুত্তার পাছায় কামড় দেবেন ?
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৮
সোনাগাজী বলেছেন:
এগুলো শিরিবেরর জল্লাদ।
৮| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৬
দেখা হবে রাজপথে বলেছেন: পুরনো রেকর্ড ফের বাজানোয় পুলাপাইনতো আপনারে গালিগালাজ করে ব্লগে আপনার যে ভাবমূর্তি ছিল সেইটার দফারফা করে ফেলছে!!
মুজিবের নাম শুনলেই এই জেনারেশনের পোলাপান ক্ষেপে যাচ্ছে- ঘটনাটা কি?
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৯
সোনাগাজী বলেছেন:
ইহা কোন জেনারেশান নয়, এরা দেশকে ইয়েমেন করে ফেলেছে; ড: ইউনুস এদেরকে কিভাবে কি করবেন, সেটা দেখার বিষয়।
৯| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৯
আহলান বলেছেন: আওয়ামিলীগের প্রধানতম শত্রুই মেজর জিয়া ... অর্থাৎ জনগনের ভালোবাসা- যার কারণেই আওয়ামিলীগের আজ এই পরিণতি।
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩২
সোনাগাজী বলেছেন:
বাংগালীর মাঝে যারা বিশ্বাসঘাতক ছিলো, তারা আই্য়ুবের সৈনিক ছিলো, তারাই ইয়াহিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করেছিলো, তারাই জিয়ার দলে গেছে, জামাতে গেছে, তারাই আজকে দেশ দখল করেছে।
১০| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০৬
নীল আকাশ বলেছেন: আচ্ছা, তাহলে আপনিও এখন সোনাগাজি থেকে ডিগবাজি গাজিতে পরিবর্তিত হয়েছেন। সাবাস!
তাহাজ্জুদের নামাজ পরে দাবি করা হাসিনার সমর্থকদের পক্ষে সবই সম্ভব। অবাক হয়নি। এটাই লীগ আর লীগের সমর্থকদের আসল চরিত্র।
প্রায় ১২ হাজার জাসদ কর্মীকে গুম খুন করা, দেশ ভারতের কাছে বিক্রির করার আসল কারিগরকে নিয়ে এইসব মায়া কান্না করে কোনো লাভ নেই। সাধারণ মানুষ যেভাবে জুতার মালা পরিয়েছে এটাই ছিল এর ন্যায্য পাওনা। দুইদিনের মতো লাশ বেওয়ারিশের মতো পড়ে ছিল, জানাজা দেওয়ার লোক ছিল না কোথাও। জাতীয় বেইমানদের এটাই হচ্ছে শেষ পরিনতি। আরেকটা নেড়ি কুকুরের মতো ভাতারের দেশে চোরের মতো পালিয়ে গিয়েছে।
এইসব পোস্ট না দিয়ে লীগের লোকজন কীভাবে আনসার লীগ, ডাকাত লীগ, চোর লীগ, হিন্দু লীগে হয়ে দেশে বারবার ফিরে আসছে সেইগুলো নিয়ে লেখুন।
২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৪
সোনাগাজী বলেছেন:
ইয়াক, আপনি আমার পোষ্টে বমি করেছেন!
১১| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৪
নীল আকাশ বলেছেন: ইয়াক, আপনি আমার পোষ্টে বমি করেছেন!
জি, বমি করার উপযুক্ত পোস্টে আপনি কী আশা করছেন আমার কাছে?
যেমন পোস্ট তেমন তার মন্তব্য!
২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৬
সোনাগাজী বলেছেন:
আপনাদের মতো তাবলীগ পাবলীগের কারণে বাগগালী জাতীটা শুখ শান্তির মুখ দেখলো না।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৩৭
কামাল১৮ বলেছেন: ৭১রে শেখ সাহেবের অনুপস্থিতি জাতি খুব একটা অনুভব করেনি।আমার ধারণা উনি বাইরে থাকলে এতো সুন্দর করে যুদ্ধটা শেষ করতে পারতেন না।কুচক্রিদের চক্রান্তে অন্য রকম পরিনতি হতো জাতির।তাজউদ্দিন এবং ওসমানী সাহেব অনেক চক্রান্ত রুখে দিয়েছেন।মোস্তাকরা শেষদিন পর্যন্ত চক্রান্ত করেছে।শেখ সাহেব তাজউদ্দিনের চেয়ে মোসতাককে বিশ্বাস করতেন বেশি।