নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মোহাম্মদ গোফরানকে ব্লগে দেখছি না।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১৭



গত কয়েকদিন যাবত ব্লগার মোহাম্মদ গোফরানকে ব্লগে দেখছি না; আপনারা ফেইসবুক, মেইসবুকে দেখলে খবর জানাবেন। জাতি ভয়ংকর সময় অতিক্রম করছে, এখন পরিচিত কাউকে না'দেখলে মনটা অকারণ চিন্তায় ভরে যায়।

এই খারাপ সময়ে, আসলে আমারো ব্লগিং করা উচিত হচ্ছে না; প্রতিদিন ভাবি, নতুন পোষ্ট লিখবো না; কিন্তু অন্যদের লেখা গার্বেজ ব্লগে দেখলে তখন কিছু একটা লিখতে হয়; কারণ, শতকরা ৮০ ভাগ ব্লগার তাঁদের জানা সাধারণ বিষয়কে লিখতে গিয়ে গরুর রচনা লিখছেন, কিংবা গার্বেজ ঢালছেন ব্লগে।

যেমন, ব্লগার ঢাবিয়ান সাহেব গতকাল লিখেছেন, স্বরাষ্ট্র-বিষয়ক, নাকি অপরাষ্ট্বিবিষয়ক এডভাইজার পদে "একজন কোমলমতিকে" দেয়া উচিত; তখন আমি ৫ মিনিটে ১টি পোষ্ট লিখেছিলাম, যেখানে আমি প্রস্তাব করেছি, "৫ম শ্রেণীর" একজন কিশোর কিংবা কিশোরীকে দিলে আরো ভালো হবে; সেই বয়সের বাচ্চাদের মগজ পরিস্কার থাকে, কাউকে ফাঁসীতে ঝুলাবে না, ঢাবিয়ান সাহেব চা-সিংগারা পোষ্ট আজীবন লিখতে পারবেন; যা করবে, তাতে জাতি উপকৃত হবে। হয়তো ঢাবিয়ান সাহেবের ছেলেও এখন প্রাইমারী শেষ করছে।

আমি না'লিখলে কিছু সমস্যা আছে; তখন ব্লগার ঢাবিয়ান, জটিল ভাই, জুল ভার্ণ, ভুয়া, নীল আকাশ, জিকোব্লগ, শেরজা, করুণা ধারা, সোনালী কাবিন, অপু, প্রমুখ লেখার উৎসাহ হারিয়ে ফেলবে; ব্লগে গার্বেজের পরিমাণ কমে যাবে, প্রকৃতিক গ্যাস উৎপন্ন হবে না, ভারত থেকে পানির সাথে গ্যাস ও গার্বেজও আনতে হবে।


মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩৯

ডার্ক ম্যান বলেছেন: উনি তো শেষ সময়ে এসে আওয়ামী বিরোধী হয়ে উঠেছিলেন। আশা করি, ভালো আছেন।
কোথাও ত্রাণ দিতে গিয়েছেন হয়তো।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



ওবায়দুল কাদেরের লাঠিয়াল ও ডাকাত আওয়ামী লীগের ভয়ংকর কর্মকান্ডেরসাথে পরিচিত কোন লোক আওয়ামী লীগকে তো সাপোর্ট করার কথা নয়; আমি এই আওয়ামী লীগের বিপক্ষে ২০১২ সাল থেকে লিখছি। আওয়ামী লীগ খারাপ হয়ে যাওয়ায়, এখন জাতী জানে না যে, তারা আজকে আসলে কার হাতে আটকা পড়েছে!

২| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৫০

ডার্ক ম্যান বলেছেন: বর্তমানের লক্ষণগুলো ভালো না। দেশ তো আপনার প্রিয় নোবেল লরিয়েটের হাতে। আমার ধারণা, উনার সাথে আপনার জানাশোনা আছে।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৫৪

সোনাগাজী বলেছেন:



জানাশোনা ছিলো; ২০০০ সালে উনার কাছে চাকুরী চেয়ে, চাকুরী না'পাবার পর, যোগাযোগ আর রাখিনি। উনাকে আমেরিকা ফেরশতার মতো ওখানে বসায়ে জাতিকে রক্ষা করার চেষ্টা করছে; বাকীগুলো তো লিলিপুটিয়ান। কিন্তু রগকাটারা উনাকে হজম করে ফেলে কিনা, বলা কঠিন।

৩| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১:০১

ডার্ক ম্যান বলেছেন: আমেরিকা উনাকে বসিয়েছে সামরিক ঘাঁটি করার জন্য। চীন ইতিমধ্যে আবার এক্টিভেট করেছে তাদের সব অস্ত্র।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১:১০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ, পাকিস্তান ও অন্যন্য মুসলিম দেশে এখন থেকে আমেরিকা ঘাঁটি করবে না। ওরা চীনের সাথে যুদ্ধে যাবে না; তাইওয়ান যদি চীন নিয়ে যায়, আমেরিকা ইউএন'এ ১ বার নালিশ করে, চুপ হয়ে যাবে।

সব চীনা একই ধরণের, এগুলোর মাঝে মনুষ্যত্ব নেই।

৪| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১:১৭

কামাল১৮ বলেছেন: জামাত বিএনপির বিরুদ্ধে লেখলেই আপনি আওয়ামী লীগার।সোজা হিসাব।গুরপাকের দরকার কি।অত চিন্তা করতে গেলে মাথা ঠিক থাকবে না।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১:২৫

সোনাগাজী বলেছেন:



ব্যাপারটা অনেকে ওভাবেই দেখেন।

৫| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১:২৬

কামাল১৮ বলেছেন: গোফরান সাহেব হয়তো বন্যা নিয়ে ব্যস্ত আছেন।নতুন বিপ্লবীতো তাই উৎসাহ একটু বেশি।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১:৩৫

সোনাগাজী বলেছেন:



উনার ব্যবসা কমতে পারে, উনাকে নতুন কিছু নিয়ে ভাবতে হবে।

৬| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১:২৭

ডেভিড ডি বলেছেন: আপনি গার্বেজদের নিয়ে এত চিন্তায় ঘুমাতে যান কিভাবে? ঘুম হয়?

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১:৩৭

সোনাগাজী বলেছেন:



ঘুম কমে গেছে, চিন্তিত; বাংলায় জন্মিলে মানুষ অমানুষ হয়ে যায়।

৭| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১:৩০

আঁধারের যুবরাজ বলেছেন: আশা করি উনি ভালোই আছেন।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১:৩৮

সোনাগাজী বলেছেন:



অবস্হা অনুধাবন করার শুরু করেছেন, মনে হয়।

৮| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ২:১৮

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: অবস্হা অনুধাবন করার শুরু করেছেন, মনে হয়।

গাজী ভাই ,স্বৈরাচার বিদায় হয়েছে আমি খুশি হয়েছি।শুনলাম প্রায় দেড়শো বিলিয়ন ডলার পাচার করেছে হাসিনা সরকার। কোনো বিবেকবান মানুষ হাসিনার অপকর্মকে সমর্থন দিতে পারে না। বিএনপি এই ছিল সেই ছিল এই সব বলে আওয়ামীলীগের অপরাধ ভুলানো যাবে না।

কিন্তু দেশের বর্তমান অবস্থা কোন দিকে মোড় নেবে সেটা নিয়ে একটু আশংকায় আছি। কিছু চরমপন্থী দলের তৎপরতা রয়েছে দেশে। গত ১৬ টি বছর হাসিনা ব্যস্ত ছিল শুধু কি করে বিএনপি এবং জামাতকে দমানো যায় বা ধ্বংস করা যায় তা নিয়ে। অন্য কোন দিকে তারা দৃষ্টি দেয়নি। সেই অবসরে হিজবুত তাহরী , আনসারুল্লাহ ,সালাফিদের নতুন একটি গ্রুপ দেশে সক্রিয় ছিল। তারা নীরবে প্রচার করেছে ,নতুন নতুন সদস্য সংগ্রহ করেছে। এরা ছাড়াও পূর্বের তথাকথিত কিছু ইসলামী দলও ছিল ,যারা নীরবে শক্তি সঞ্চয় করেছে। উপরন্তু বিদেশী চক্রান্ত রয়েছে ,এই সব সামাল দিতে না পারলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে ভবিষ্যতে। তবে আশার কথা দেশের মানুষ সরব হয়েছে ,দেশ বিপদে পড়লে সাধারণ মানুষ পথে নামবে।

আপনি শুধু জামাত এবং শিবির দেখছেন ,ওদের চাইতেও চরমপন্থী কিছু ছোট ছোট দল রয়েছে। যাদের প্রচার ঐভাবে নেই ,এদের সাথে বিদেশের কিছু সন্ত্রাসী গ্রুপের সংযোগ রয়েছে। তরুণ প্রজন্মের একটি অংশ অতিধার্মিক ,কিন্তু ভুল চিন্তায় , ভুল ধর্মীয় শিক্ষায় চালিত। এদের সংখ্যা আশংকাজনক ভাবে বাড়ছে। দেশের রাজনৈতিক সুবিধা নেবার জন্য চীন /পাকিস্তান নেপথ্যে খেলতে শুরু করেছে। খুব শীঘ্রই সম্ভবত নেপথ্যের মাস্টারমাইন্ডদের নাম জানা যাবে।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ২:৪০

সোনাগাজী বলেছেন:



কোন ইসলামিক দল জামাতকে সাপোর্ট করতো না; শীঘ্রই দেখবে, জামাত ষব ইসলামিক দলকে নিয়ে একটি ভয়ংকর কোয়ালিশন করবে। তরুণ প্রজন্মকে কৌশলে ইডিয়টে পরিণত করছে জামাত; ছোট ছোট যত ইসলামকিক জংগী গোষ্ঠী দেখছেন, এরা জামাতের লোকজন ছিলো।

আওয়ামী লীগ পুরো জাতিক কলোনীর মতো ব্যবহার করে, সম্পদ ডাকাতী করেছে, সব সুযোগ নিজেরা ব্যব হার করেছে; তাদর সাপোর্টারেরাও ওদের থেকে রেহাই পায়নি।

আওয়ামী লীগ সম্পদ ডাকাতী করেছে, জামাত আমাদের জাতিকে নীচু মানের জংগী জাতিতে পরিণত করার চেষ্টা করছে।

৯| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি শুনেছি ওনার অন্য একটি আইডি আছে । সেই আইডি দিয়ে মাঝে মাঝে পোস্ট দেন ।
আগের আইডি দিয়ে আর পোস্ট দিবেন না ।
কেননা তিনি গুরুতর আওয়ামী লীগপন্থী পোস্ট দিতেন।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৩:৩৪

সোনাগাজী বলেছেন:



উনি সবকিছু লিখতেন খুবই ইমোশানেল হয়ে; এতে লেখা সঠিক হয় না।

১০| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ২:৪৪

আলামিন১০৪ বলেছেন: @ আপসুস, আপনে তো আরো এক ধাপ উপরে, আপনার আইডি'র কি হপে?

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৩:৩৩

সোনাগাজী বলেছেন:




স্যরি, আমি খেয়াল করিনি।

১১| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ২:৫৪

আলামিন১০৪ বলেছেন: আপনার কথা বলি নাই, আমার আগে যিনি মন্তব্য করেছেন, তার কথা বলেছি, কোন এক মন্তব্যে তিনি মুসলিমদের পবিত্র গ্রন্থকে সর্বনিকৃষ্ট গ্রন্থ বলে আখ্যায়িত করেছেন, তখন থেকে এর সম্পর্কে আমার ধারনা পাল্টে গেছে। তিনি পোস্টে অনেক ভালো ভালো কথা লিখেন, কিন্তু ভেতরটা যে এত নোংরা-অন্ধকার তা তিনি লুকায়ে রাখতেন

১২| ২৮ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:০৬

চারাগাছ বলেছেন:
গোফরান সম্ভবত বন্যায় সেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। আশাকরি উনি ভালো আছেন।

২৮ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



হতে পারে; তবে, দেশ নিয়ে মানুষ ভীত।

১৩| ২৮ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আপনি জানেন না আম্লিগ যে পলাইছে?

২৮ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৯

সোনাগাজী বলেছেন:



সামনের দিনগুলোতে সব বাংগালী পালিয়ে যাবে ক্রমেই।

১৪| ২৮ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫১

দেখা হবে রাজপথে বলেছেন: গাজী বাবু, ব্লগের কন্যা জায়া জননীগন আপনার উপর বেজায় খাপ্পা!
সাজ্জাত আর কামাল্যাইর মত দুই অথর্ব আকাম্যা বুইড়া, মগজহীন মহাজাতক, গো-মুর্খ মুসা টুসা টাইপের বেতাল মাল নিয়ে আপনার এই ভাঙ্গাচোরা রাজ্য আর কদ্দিন সামলাইবেন?
সিংহ কন আর বিলাই কন ওই গোফরান আর রাজীব দুইখানই মাত্র খাস আপনার ভজহরি শিষ্য ছিল। একজন লাপাত্তা আরেকজন দিশাহারা।
আপ্নে নিজেরে নিয়া ইয়া নফসী ইয়া নফসী করেন- আপনার দিন মনে হয় শ্যাষ!!!

২৮ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনি তো "নতুন বাংলার" মানুস , সবে মাত্র জন্ম নিলেন, আপনার মা-বাবা আছেন তো?

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ১১টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৩ দিন ১৪ ঘন্টা

১৫| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১০

কিরকুট বলেছেন: গোফরান সম্ভাবত খোলস পাল্টাতে ব্যাস্ত । ইহা অতি যন্তনা দায়ক । সাপ কে জিজ্ঞাসা করবেন ।

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১২

সোনাগাজী বলেছেন:



কয়েক কোটী লোকজন ইহার জন্য প্রস্তুত ছিলো না

১৬| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৮

দূর মিয়া বলেছেন: সুনা ভাই আমার কথা আপনার ব্লগ এর সাথে মিলবে না,তারপর বলতেছি। আমাদের দেশের মানুষ, আমেরিকার সিনেটর এবং জাতিসংঘ প্রধান এর কথাই বুজতেছি যে ওনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কথা, কিন্তু ওনি আমাদের দেশে কি করে? তাকে কোন ভাবে আমারিকার প্রেসিডেন্ট করা যাই, তাতে পুরা বিশ্বের ভাল হত, তার ক্ষুদ্র ঋণ বিভিন্ন দেশের লাভ হত

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৪

সোনাগাজী বলেছেন:




আমেরিকান ক্যাপিটেলিজম তিমির মতো, ক্ষুদে মাছ আধাটন লাগে সকালের নাস্তায়।

১৭| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৬

দেখা হবে রাজপথে বলেছেন: আমি তো বলেছি গাজী বাবু আমি পুরনো মাল। আমার ডাটা ঘেঁটে লাভ নাই :)
আপনার বাপে আপনার মাকে ফেলে আরেক বিয়ে করেছিল এই ঘটনা কিন্তু আমি জানি; যেই কারণে আপনি বনে জঙ্গলে মানুষ হইছেন। ঠিক কি না?

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৮

সোনাগাজী বলেছেন:



না, ঠিক না!

১৮| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২

দূর মিয়া বলেছেন: সুনা ভাই বলছি না, প্রচুর বলদ আছে

২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:



আমি তো সব সময় বলছি যে, দেশে মানসম্প্ন শিক্ষিতের হার কম, বলদের সংখ্যাই বেশী।

১৯| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৭

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: শীঘ্রই দেখবে, জামাত ষব ইসলামিক দলকে নিয়ে একটি ভয়ংকর কোয়ালিশন করবে।

জামাতের প্রধান ইতিমধ্যে বলেছে আগামী নির্বাচনে তারা বিএনমির সাথে যৌথভাবে নির্বাচন করবে না। ওরা সমমনা দল নিয়ে কোয়ালিশন করবে সেটার সম্ভবনা খুব বেশি।

২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫১

সোনাগাজী বলেছেন:



তাই? কিসের জোরে তা বলছে?

এবারের সফলতার কারণে, বাকী ইসলামী দলগুলো জামাতের পেছনে লাইন দেবে; আগে হেফাজত ও নেজামে ইসলামী জাতীয় দলগুলো জামাতকে ইসলামী দল বলতো না।

২০| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৮

বাউন্ডেলে বলেছেন:
উনি ভয়কাতুরে মানুষ। পিটন খেয়ে মরার পরে ওভার ব্রীজে ঝুলতে ভয় পান।

২১| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২২

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:তাই? কিসের জোরে তা বলছে?

জামাতের আমিরের একটি ভিডিওতে দেখলাম ,কোনো এক সভাতে উনি বলছেন উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে যে , আপনারা কি চান আমরা আবার বিএনপির সাথে যৌথভাবে নির্বাচন করি , সবাই তখন না না করে উঠে। এর পরে উনি বিএনপির ফখরুল সাহেবের "রোডম্যাপ " চাওয়াকে সমালোচনা করে বলেন যে ,উনারা অন্তর্বর্তীকালীন সরকারকে আরো সময় দিতে চাচ্ছেন।

এককভাবে কোনো ইসলামিক দল নির্বাচন করলে সুবিধা করতে পারবে না ,প্রধান দুই দলের উপরে অনেক মানুষ অসন্তুষ্ট ,এই সুযোগ কাজে লাগাতে চাইবে ঐ দলগুলি।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:



তারা ভোটে জয়ী হতে না'পারলেও দেশের সংস্কৃতি বদলিয়ে দিচ্ছে; পড়ালেখার মাদ্রাসামুখী করে ফেলেছে।

২২| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




যেসব বাঙালী হাসিনার গনহত্যার দোসর হয়, যারা আয়না ঘর সম্পর্কে জেনেও চুপ থেকে মৌন সমর্থন দিয়ে গেছে তারা পালিয়ে গেলেই ভালো

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা পালিয়ে গেলে, আপনার বেদুইন বন্ধুরা সব দখল করে নিবে।

২৩| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


উনি যাবেন।
তবে সব কিছু শেষ করে দিয়ে।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:



উনাকে মানুষের সাথে ওপেন ও সৎ হতে হবে।

২৪| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


উনি ব্যবসায়িক কাজে এবং ত্রাণ নিয়ে ব্যস্ত ;সময় অপচয়ের কারণে ব্লগে সহসা আসবেন না এবং নতুন সরকারে বিপদে পড়বেও না।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২৪

সোনাগাজী বলেছেন:




সুখবর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.