নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নতুন সরকারের লিষ্টে ড: ইউনুসের নাম কিভাবে যোগ হলো?

২৮ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৪



একমাত্র ইডিয়টরা ব্যতিত সবাই ভেয়ে আছে, আসল ঘটনা জানার দরকার: ড: ইউনুসের নাম কিভাবে লিষ্টে এলো? ড: ইউনুস যদি নিজের থেকেই জানান, লিষ্টে কিভাবে উনার নাম যোগ হলো, জাতি সেটা বিশ্বাস করবে।

দেশ ও জাতি নিয়ে যারা ভাবেন, সবাই দেশের বর্তমান অবস্হা নিয়ে চিন্তিত, এই কোমলমতিরা কারা? তাদের এই সফলতার পেছনে কি ও কাহারা কাজ করেছে ও করছে? সাময়ের সাথে সবই বেরিয়ে আসবে, অবশ্যই!

কিন্তু জাতির একটা বড় অংশ কিছুটা সাহস পাচ্ছে যে, সরকারের মুল ব্যক্তি (ড: ইউনুস ) সবার পরিচিত; উনার উপর কিছুটা নির্ভর করা যায়; তবে, উনি কিভাবে ওখানে এলেন, উনি কি কোমলমতিদের কাছে কোনভাবে ঋণী কিনা, সেটা জানার দরকার আছে; নাকি উনার পায়ের নীচে শক্ত মাটি আছে? যদি উনার অবস্হা কচুপাতার পানির মতো হয়, তহলে ভয়ের কারণ আছে।

কোমলমতিরা দেশ জয়ের কয়েক মিনিট পরে, পকেট থেকে একখানা চিরকুট বের করে সেনাবাহিনীকে দিয়েছিলো, এবং আলটিমেটাম দিয়েছিলেন যে, সেই চিরকুট হচ্ছে সরকার তৈরির ফর্দ! ইহাতে ড: ড: ইউনুসের নাম ছিলো, এই নাম ওখানে কিভাবে এলো?

উনার নাম সেখানে কিভাবে এলো, ইহা জানা জাতির জন্য এই মহুর্তে খুবই দরকারী, তা'হলে অনেক অজানা অনেক কথা পরিস্কার হবে, মাথা থেকে দুর্ভাবনাটা কমে আসবে।

কোমলমতিরা উনার ফ্যান হওয়ার কোন সম্ভাবনাই নেই; তারা কি উনার ছায়ার পেচনে পালিয়ে থাকার জন্য উনাকে এনেছে; নাকি কোন বড়বাবু উনার নাম ওখানে লিখতে বাধ্য করেছে কোমমতিদের, ইহা জাতি জানলে, জাতির অস্হিরতা কমবে, ও জাতির কাছে আগামীকালটা কিচুটা পরিস্কার হয়ে উঠেবে।


মন্তব্য ৮৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৬

ভুয়া মফিজ বলেছেন: একটা আবালীয় রচনা!!!! =p~ =p~

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২১

সোনাগাজী বলেছেন:



ইহাই লোকজন পড়বেন; আপনার চেষ্টায়, বাংগালীরা জাতি সংঘের শান্তি মিশন থেকে বাদ পড়বে কিনা, উহা নিয়ে এখন মাথা ঘামাচ্ছেন না লোকজন!

২| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮

খাঁজা বাবা বলেছেন: ছাত্ররা ওনার নাম প্রপোজ করেছে, সবাই মেনে নিয়েছে।
এভাবেই ইউনুস এসেছেন।

এখন পর্যন্ত ওনার কর্মে সবাই খুশি
দেশ ঠিক পথেই আগাচ্ছে।
চিন্তা করবেন না।

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২২

সোনাগাজী বলেছেন:




সবাই বলতে আপনি, জটিল ভাই, ভুয়া ও করুনাধারা সেটা মেনে নিয়েছেন; আমি ওসব রূপকথায় বিশ্বাস করি না।

৩| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৮

খাঁজা বাবা বলেছেন: ১০ জনের মধ্যে ৯ জন হলে সবাই বলা যায়।
আপনি বা গোফরান ভাই বা রাজিব ভাই একমত না হলেও সমস্যা নেই
দেশ চলছে, হাসিনার সময়ের থেকে ভালভাবে চলছে।

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩২

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের ১০ জনের ভেতর ৯ জনই প্রশ্নফাঁস।

৪| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৫

দূর মিয়া বলেছেন: যেখানে বলদ দেখবেন সেখানে কমেন্ট করবেন।দেখবেন আর মজা নিবে। বলদ কে যে ভাবে ঘুরাবে বলদ সেভাবে ঘুরবে

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১

সোনাগাজী বলেছেন:



দেশ ভরে গেছে কলুর বলদে।

৫| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪০

অফলাইন বলেছেন: সোনা গাজী ভাই কি ডঃ ইউনূস কোথায় থেকে এসেছেন সেটা জানতে চেয়েছেন নাকি কোমলমতি ছাত্ররা কি ভাবে সফল হয়েছেন বা হাসিনা কে কেনো পালাতে বাধ্য করা হয়েছে সেটা জানতে চেয়েছেন ?

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪২

সোনাগাজী বলেছেন:



আপনি জানলে, আমি সবগুলোর উত্তর শুনতে চাই।

৬| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৫

দূর মিয়া বলেছেন: সুনা ভাই কোমলমতিরা মনে হয় লটারি করেছিল।

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৬

সোনাগাজী বলেছেন:


লটারী তো আফগানিস্তানে নিষিদ্ধ হয়ে গেছে অনেক আগে।

৭| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৯

দূর মিয়া বলেছেন: আবার ঢুকার জন্য চেষ্টাই আছে। পাকি প্রধানের কথা শুনছেন

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৮

সোনাগাজী বলেছেন:



বিএনপি, জামাত-শিবিরকে ব্যবহার করে, পাকিস্তান আমাদের উপর চরম প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে।

৮| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫১

খাঁজা বাবা বলেছেন: প্রশ্ন ফাশ, গ্রেড কেনা বেচা
এ সব ই শেখ হাসিনার অবদান।

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৯

সোনাগাজী বলেছেন:



ইহা সর্বত্র ছড়িয়ে গেছে নাহিদের সময়; তবে, উহা আগেও সীমিতভাবে ছিলো।

৯| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২

কিরকুট বলেছেন:

এইভাবে এসেছেন । এটাও বোঝেন না ?

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০১

সোনাগাজী বলেছেন:




আমাদের শিল্প এলাকায়, পাকী মিলিটারী জাল টাকা ছাপানোর কারখানা বানাবে।

১০| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৬

দূর মিয়া বলেছেন: এখানে কেউ ঠেলাঠেলি করবেন না বলদদের কথা বলতে দিন। আর ২০০১-২০০৫ দেখছি। ১০ ট্রাক

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০২

সোনাগাজী বলেছেন:



এখন ভারত শক্তের বাপদাদা, ১০ ট্রাক তো দুরের কথা এক ব্যাগ বুলেটও ঐদিকে যেতে দিবে না।

১১| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৮

ইএম সেলিম আহমেদ বলেছেন: ২ থেকে ৩ বছর আগে আমি বন্ধুদের সঙ্গে এক আড্ডায় বলেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী ডঃ ইউনুস হলে খুব ভাল হত। তাহলে আমার পেছনে কি কোনো বড় বাবু আছে? নাকি আপনার পেছনে আছে?

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৪

সোনাগাজী বলেছেন:



আপনি তখন ভেবেছেন; অনেকে ২০০৮ সাল থেকেই তা ভেবেছে। তবে, বড় বাবু গত কিছুদিন থেকে ভেবেছে ও উহাকে কার্যকরী করেছে।

১২| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: সোনাগাজী লিখিত আলোচ্য বিষয়ে বুড়াদের জন্য সৃজনশীল প্রশ্ন -

** আমাদের চির তরুন- কারো প্রতি অতি আবেগে কাতর লেখক সোনাগাজীর দুঃখ (এলার্জি) :(( কিসে?

১। কোমলমতিদের সফলতায় ;)
২। ইউনুসের সরকার প্রধান হওয়ায় :(
৩। হাসিনার দেশ-ক্ষমতা ছাড়া হওয়ায় X((
৪। কোমলমতিদের (ছাত্র) সাথে সাথে দেশের সকল শ্রেণী পেশার মানুষের ভালবাসায় :(

** সুবিধাবাদীদের মতে কিভাবে নতুন সরকারে ড: ইউনুসের যোগ হলো?

১। টেমস নদীর পার থেকে :((
২। আটলান্টিকের ওপার থেকে ;)
৩। দাদাদের ( মুদির) প্রেসক্রিপশন অনুযায়ী B-))
৪। কোমলমতিদের (ছাত্র) সাথে সাথে দেশের সকল শ্রেণী পেশার মানুষের ভালবাসায় :(


২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৫

সোনাগাজী বলেছেন:




গরুর রচনা নিয়ে ১টা পেটেন্ট নিয়ে ফেলুন।

১৩| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ড. ইউনুস নাগরিক শক্তি নামে একটা দল তৈরী করে ছিলেন। সেই দলের ছাত্র সংগঠন নাগরিক শক্তির নেতা নাহিদ ও আসিফ। তারা বৈষাম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক হয়ে শেখ হাসিনাকে বিদায় করে তাদের মূল নেতা ড. ইউনুসকে ক্ষমতায় বসায়। ড. ইউনুসকে শেখ হাসিনা যে ভাবে চেপে ধরেছে তাতে তাঁর গা ঝাড়া না দিয়ে উপায় ছিল না। আর আন্দোলনে অর্থায়ন করার মত যোগ্যতা ড. ইউনসের আছে। তো জমি তিনি চাষ করার পর ফসল অন্যের ঘরে উঠার কথা না।

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৮

সোনাগাজী বলেছেন:




সবকিছু অত সহজ হলে, শেখ হাসিনা এতোদিন থাকতে পারতেন না; উনি দক্ষ মানুষ; তবে, রাজনীতিবিদ নন; আগামীকাল কি হবে, সেটার উপর উপর উনার হাত আছে কিনা, সেটা বুঝতে চাচ্ছি।

১৪| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৯

রাসেল ০০৭ বলেছেন: দূর মিয়া বলেছেন: এখানে কেউ ঠেলাঠেলি করবেন না বলদদের কথা বলতে দিন। আর ২০০১-২০০৫ দেখছি। ১০ ট্রা...

এরপরে আর কিছু দেখেননি? নাকি অন্ধ হয়ে গেছিলেন ।

২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:



১৯৭৫ সাল থেকে ২০০৬ সাল অবধি দেশকে পাকিস্তান হিসেবে চালায়েছে জিয়া, এরশাদ, বেগম জিয়া ও মিলিটারী।

১৫| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ড. ইউনুস বললেন তিনি ক্ষমতা চাননি বলে ক্ষমতা নেননি। অবশেষে শেখ হাসিনার বাড়াবাড়িতেই তিনি মাঠে নেমেছেন। তিনি জানতেন কোন ফাঁদ পাতলে তাতে শেখ হাসিনা আটকা পড়বেন। তো তিনি তাঁর চালে সফল। তিনি ক্ষমতা নিয়েছেন। তাঁর সাথে জাতি সংঘ ও আমেরিকা আছে। তিনি অবশ্যই সফল হতে চাইবেন। আর তিনি সফল হলে তাঁর সাথে দেশ ও জাতির উন্নতি হবে। তাঁর কাজে বুঝা যাচ্ছে তিনি সস্তা জনপ্রিয়তা চান না। তিনি কাজের মাধ্যমে জনপ্রিয়তা চান। আমেরিকা ও জাতি সংঘ দেখেই সেনা প্রদান তাঁর সাথে আছেন।

২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



তিনি যদি জাতিকে এটাই বলেন যে, উনার সাথে আমেরিকা ও জা্তি সংঘ আছে, তখন জাতি ধরে নেবে যে, কোমলমতিরা ছিলো সাধারণ সৈনিক, দেশ ওদের নয়; দেশেক রগকাটারা দখল করেনি, তা'হলে জাতি আস্বস্ত হবে।

১৬| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৩

রাসেল ০০৭ বলেছেন: সোনা দাদা ! ওই চিরকুট লন্ডন থেকে এসেছে সাথে লাখ লাখ পাউন্ড। বিশ্বাস না হইলে হাউন আঙ্কেলকে জিজ্ঞেস করতে পারেন ।

২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনি অন্যের গজে চলেন, আপনি বেদুইনদের সৈনিক।

১৭| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভালো প্রশ্ন করেছেন।

তবে, দেশ ও আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য আর কারো নাম কি দেওয়া যেতো কি?

২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:




আর কেহ নেই; কিন্তু উনার বয়স ৮৪ হওয়ায় জাতিকে বুঝতে হবে, উনার পরে দেশ কোনদিকে যাবে।

১৮| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০২

আলামিন১০৪ বলেছেন: ইউনুস নিয়ে আন্নের খাওজানি ক্যান?

২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:




কারণ, আমি বাংগালী, আর আপনি বেদুইন।

১৯| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৯

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:
আমাদের শিল্প এলাকায়, পাকী মিলিটারী জাল টাকা ছাপানোর কারখানা বানাবে।


পাকী মিলিটারর সাথে আপনার কথা হয়ে গেছে? এ জন্যেই বুঝি আপনারা পিলখানা গনহত্যা দিয়ে শুরু করে সেনা অফিসারদের বরখাস্ত, আয়না ঘরে নির্যাতন ইত্যাদি করে আমাদের গর্বের আর্মিদের মনোবল ভেংগে দিয়েছিলেন?

তবে সেই দিন আর নাই, আর্মি একটু একটু করে রিকোভার করতেছে। এখন আসলে ছাত্র-জনতা-আর্মি মিলে গোয়ার হাড্ডি ভেংগে দেয়া হবে, তা আপনি পাকি হোন আর দাদা হোন।


লেখক বলেছেন:
বিএনপি, জামাত-শিবিরকে ব্যবহার করে, পাকিস্তান আমাদের উপর চরম প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে।


আপনাদের উপর মানে? আপনি কে?

২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:




আমারা বাংগালী, আপনি পাকী; এটাই আপানর ও আমার মাঝে সামান্য দুরত্ব।

২০| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৩

বাউন্ডেলে বলেছেন:

টন্না (আমাদের গ্রামের মেধাবী চোর্+সুদারু) বহু আগে মেধাবীদের নিয়ে “অত্যাধুনিক পদ্ধতিতে গরীবের রক্তশোসন পদ্ধতি ও টাকার বিনিময়ে ক্ষমতা দখল পদ্ধতি” শেখানোর একটি বারোয়ারী স্কুল খুলেছিলো। হিসাব মিলিয়ে নিন।

২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:



এরা পাকিদের জাল টাকা, আরবদের ডলার, লন্ডনের রাজাকার ও আমােরিকার শিবিরদের টাকায় দেশের গরীব ছাত্রদের কিনে নিয়েছে।

২১| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

মেঘনা বলেছেন: ধরেন আপনি চীন কে চাপে রাখতে চান,
সেক্ষেত্রে আপনাকে চীনের উপর নির্ভরশীল একটা দেশ, যেখানে ঝামেলা প্রচুর (মায়ানমার) এ ঢোকার জন্য একটা দুর্বল দেশের (বাংলাদেশ )-এর প্রয়োজন।
এবার আসেন, অর্থনীতি বিদ ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পাইছেন। আর শান্তিতে নোবেল পুরষ্কার আমেরিকা হেনরি কিসিঞ্জার কেও দিয়েছিলো।
কাজেই দুয়ে দুয়ে চার মিললো কিনা?

২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



ইউনুস ব্যবসা করে দেখায়েছেন যে, বাংগালীও ব্যবসা জানে; সেটা খারাপ নয়। সমস্যা হচ্ছে, উনার মতো দক্ষ কোন মানুষ বাংলাদেশে নেই।

২২| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


বড় ঘটনা আড়ালে রাখতে, বড় নাম কাজে লাগাতে হয়।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০০

সোনাগাজী বলেছেন:



কোমলমতিরা উনার নাম দিতে বাধ্য হয়েছে

২৩| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১০

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:

আমারা বাংগালী, আপনি পাকী; এটাই আপানর ও আমার মাঝে সামান্য দুরত্ব।


আপনি বাংগালী কিন্তু বাংলাদেশী না। আমি/আমরা বাংলাদেশী আর সেটাই আপনার সহ্য হচ্ছেনা, বাংলাদেশীরা কেন এগিয়ে যাবে সেটা সহ্য করতে না পারা কারনেই একের পর এক উদ্ভট কথা বলছেন। পাকি-ভাদা কাউরেই গোনার টাইম নাই, সময় এখন বাংলাদেশীদের।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১২

সোনাগাজী বলেছেন:



আপনি প্রশ্নফাঁস করে বেশী নম্বর পেয়ে এগিয়ে আছেন।

২৪| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৪

দক্ষিণ মেরু বলেছেন: অপ্রয়োজনীয় প্রশ্ন

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:



আপনার প্রয়োজনীয় প্রশ্ন পরীক্ষার ২/১ দিন আগে পাওয়া যায়।

২৫| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৬

ফেনা বলেছেন: আমরা এমন গাধার গাধা যে পানি ঘোলা করা ছাড়া খেতেই পারি না। আজব এক জাতি। তাদের মাঝে এমন কিছু লোক আছে যারা নিজে ত ঘোলা পানি পান করেই সাথে আশে পাশে যারা আছে তাদেরকেও ঘোলা পানি পান করতে বাধ্য করে। মগজে ঘুন ঢুকিয়ে।

বয়স্ক মুরুব্বী আপনি। পানি ঘোলা না করে পরিষ্কার কিভাবে রাখা যায় সেই দিকে খেয়াল রাখুন। ফালতু কথা না বলে কাজের এবং ঘটনমূলক কথা বলুন। আমরা যারা আপনার ছোট আছি তারা যেন ভাল কিছু শিক্ষতে পারি।
(চিন্তা যেন এমন হয়- "সকালে উঠি আমি মনে মনে বলি, সারা দিন আমি যন ভাল হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরু জনে, আমি যেন সেই কাজ করি ভাল মনে।";)

ভাল থাকুন।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুসকে মানুষ চেনেন; কিন্তু উনি কিভাবে সরকার প্রধান হলেন, কে বানালো, ইহা বড় ধরণের প্রশ্ন।

২৬| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:






এ সরকারের কোনো ভালো কাজ নাই।
এই সরকারের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে বিএনপি জামাতকে প্রতিষ্ঠা করা।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৪

সোনাগাজী বলেছেন:




উনার পায়ের নীচে মাটি আছে কিনা, উহা মানুষ বুঝতে চাচ্ছেন।

২৭| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫৫

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:

আপনি প্রশ্নফাঁস করে বেশী নম্বর পেয়ে এগিয়ে আছেন।


যে বছর চেয়ার-টেবিলও পাশ করেছিল সেই বছরের পাশ আপনি।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:



নীচে দেখেন, আপনকি কে!

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ১৬৬টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৪ মাস ৪ সপ্তাহ

২৮| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০৫

কামাল১৮ বলেছেন: আমেরিকার চিরকুটে।ক্ষমতার পরিবর্তন করেছে আমেরিকা,ভারতকে শিক্ষা দেবার জন্য।আমার মনে হয় বিপরীত কিছু হতে পারে।বাংলাদেশের কিছু অংশ মিয়ানমারের কিছু অংশ ও ভারতের কিছু অংশ নিয়ে নতুন একটি খৃষ্টান প্রধান দেশ হতে পারে।তাই ক্ষমতার পরিবর্তন দরকার ছিলো।কলকাঠি মনে হয় আমেরিকাই নাড়ছে।সাথে আছে আইএস আই।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩০

সোনাগাজী বলেছেন:


উপজাতিদের আয়ের ব্যবস্হা না করলে, উপজাতি সমস্যা বাড়তে থাকবে।

২৯| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫২

দূর মিয়া বলেছেন: সুনা ভাই বাংলাদেশে ভাল মানুষ এর সংখ্যা বেড়েছ, হাসিনার সিংাপুর না হলে ও এবার মনে হয় আমেরিকাকে ক্রস করবে।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:



ঢাকার ৪০ ভাগ মানুষ চোর-ডাকাত, জুয়াচোর, বাটপাড়, মাফিয়া, ঠক, জালিয়াত।

unction at() {
[native code]
}

৩০| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১০:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি যদি জাতিকে এটাই বলেন যে, উনার সাথে আমেরিকা ও জা্তি সংঘ আছে, তখন জাতি ধরে নেবে যে, কোমলমতিরা ছিলো সাধারণ সৈনিক, দেশ ওদের নয়; দেশেক রগকাটারা দখল করেনি, তা'হলে জাতি আস্বস্ত হবে। আমেরিকা ও জাতি সংঘ তাদের মতামত ব্যক্ত করেছে। জাতি সংঘ সিএনএন আমাদের দেশে এসে পড়েছে। সুতরাং ঘটনা পরিস্কার। ড. ইউনুস ইউনুস আত্ম রক্ষায় তার ছাত্র সংগঠনকে মাঠে নামিয়েছে। বিম্পি-জামায়াত তাদের প্রয়োজনে তাদের সাথে যোগ হয়েছে। ফলে আন্দোলন সফল হয়েছে। আন্দোলন সফলে ভূমিকা রেখে বিম্পি-জামায়াত পুরস্কার নিচ্ছে। রাজনীতির বিষয় কেউ অত ভেঙ্গে-চুরে বলে না।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩০

সোনাগাজী বলেছেন:



সমস্যা হচ্ছে, ড: ইউনুসকে আমাদের ছাত্ররা পছন্দ করে না; উনার ছাত্র সংগঠন এলো কোথা থেকে; ছবি দেখেন তো, ড: ইউনুসের সাথে তাদের কোন মিল আছে?

৩১| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১০:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আলম; ১৪/১৫ সেশনের আইনের স্টুডেন্ট।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩১

সোনাগাজী বলেছেন:




আইন পড়া শেষ করার পর, এই দীর্ঘ সময় কোথায় ছিলো? ট্রেনিং'এ?

৩২| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২৮

ঊণকৌটী বলেছেন: যা হচ্ছে ভালোই হচ্ছে, সামনে আরো প্রকাশ্যে ,ভারতের মতামত না নিয়ে আমেরিকানরা এক পাও এগোবে না ,নিশ্চিন্ত থাকুন, সামনে আরো বড় গল্প

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:




১৯ কোটীর মাঝে ৯ কোটী চাষী, ১ কোটি আরব দেশে মুজুর; বড় গল্প এদের কি আনবে, সেটা নিয়ে অনেকেই ভীত

৩৩| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২৯

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:

নীচে দেখেন, আপনকি কে!

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ১৬৬টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৪ মাস ৪ সপ্তাহ


আমি বাংলাদেশি, একজন দেশপ্রেমিক বাংলাদেশি হওয়ার জন্যে সামুতে পোষ্ট থাকা জরুরি নয়। একজন মাথামোটা দালাল এটা বুঝবেনা। আপনি একজন দালাল।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৪

সোনাগাজী বলেছেন:



ব্লগের ভাষায় আপনি ব্লগমাছি

৩৪| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫৮

জ্যাকেল বলেছেন: এক্সপায়ার্ড খাওয়া ছাইড়া আপাদত ভালো মাল কিনে খান। রিকুয়েস্ট।

২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৪৭

সোনাগাজী বলেছেন:



অনেকদিন তো ব্লগিং করলেন, দেশ ও জাতিকে নিয়ে মাথায় কোন ভাবনা নেই?

৩৫| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১৪

রাজীব বলেছেন: আপনি হলে কার নাম লিখতেন?

২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৪৯

সোনাগাজী বলেছেন:




আমি হলে আওয়ামী লীগের ড: রাজ্জাকের নাম লিখতাম; ড: ইউনুস সাহেবের বয়স ১৮৫ হবে শীঘ্রই।

৩৬| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩৯

বঙ্গদুলাল বলেছেন: শেখ হাসিনা চলে যাওয়ার আগের সন্ধ্যায় খবর পেয়েছি বিভিন্ন সূত্রে, দেশে জানাজানি হয়ে গেছিল যে ড.ইউনুস দেশে ফিরছেন।কিন্তু কেন আসছেন?শেখ হাসিনা পদত্যাগ করবেন কি না? ক্ষমতা হস্তান্তর করবেন কি না! সামরিক ক্যু হবে কি না? এসব নিয়ে আমরা তুমুল আলোচনা, বিশ্লেষণ করেও কোনো পয়েন্টে আসতে পারিনি। পরের দিন ৫ তারিখ দুপুরে অনেকে জায়গায় দেখি গেইম ইজ ওভার।আপনি দেশের বাইরে থাকায়,পুরো এক মাস আপনার লিখা আমার কাছে আপডেট মনে হয়নি অথবা আপনি ইচ্ছে করে লিখেননি।যেভাবে দেশ চলেছে দেশের অধিকাংশ মানুষ সন্তুষ্ট ছিল না।সামনে ভালো করতে পারলে পাঁচ কপাল, দেশের মানুষের লাভ।

২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:



আমি বুঝতেছিলাম যে, শেখ হাসিনা জাতিকে ধ্বংসের সামনাসামনি নিয়ে এসেছে; কিন্তু দেশকে আবার শুন্য থেকে সঠিক কক্ষে নিবে সেই রকম কাউকে দেখিনি।

৩৭| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৪৯

বঙ্গদুলাল বলেছেন: পুরো দেশের প্রতিটি সেক্টর করাপ্টেড। এভাবে একটি দেশ চলতে পারে না।আপনি দেশের বাইরে থাকায় দেশের ভিতরের মানুষের খোঁজ-খবর কম পান মে বি।আ.লীগে পরিশুদ্ধ ভালো মানুষের যথেষ্ট অভাব।পাগল হোক, আবুল হোক মোটামুটি সোহেল তাজ একজন ছাড়া আ.লীগের কোনো মানুষ প্রকাশ্যে কিছু বললে মানুষ গালি দিচ্ছে, তাচ্ছিল্য করছে।এদের সাথে সাধারণ মানুষের এতো দূরত্ব ছিল,এরা এতো দলকানা রাজনীতি করতো,এতো ধান্ধাবাজ অমানুষ ছিল এক একজন,সাধারণ মানুষের আস্থাভাজন একজন মানুষও ছিলেন না অথবা শেখ হাসিনার রাজনীতি করতো সবাই,কোনো আদর্শের না।

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৭

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগের এই অবসঘা নিয়ে আমার চেয়ে বেশী পোষ্ট কেহ দেননি।

৩৮| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:৩৮

ক্লোন রাফা বলেছেন: সেনা প্রধান জামাতের সাথে আলোচনা করে ড.ইউনুসের নাম প্রস্তাব করার শর্তে ছাত্রদের সমর্থন করেছে।শেখ হাসিনার শেষ ২/৩ দিনের কার্যকলাপ প্রমাণ করেছে জামাত/ শিবির আন্দোলনে হিংস্র ভুমিকা রেখেছে। জেল, থানা,ফারি ও আনসার হেড কোয়ার্টারে প্রতিটি আক্রমনের জন্য দায়ি জামাতের সহযোগি জঙ্গী সংগঠণ ও শিবিরের আর্মস ক্যাডার।
সবাইকে পরিচালনা করেছে জামাত/ মরন কামড় দিয়েছে সন্মিলিতভাবে। বিএনপি যুক্ত হয়েছে সবার শেষে। সেফ সাইডে থেকে যুক্ত হয়েছে বিএনপি। এবার জামাতের পেছনে পেছনে ঘুরবে নির্বাচনের জন্য! জামাত বাংলাদেশ’কে পরাজিত করেছে ফাইনালি।
অন রেকর্ড আজকে বলে রাখলাম প্রকাশ হলে মিলিয়ে নেবেন। সেনাবাহিনী জাতিসংঘের অংশগ্রহণের পথ খোলা রাখলো আর আমেরিকার স্যাংশন থেকে রক্ষার পথ গ্রহণ করেছে।
ধন্যবাদ॥

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:০০

সোনাগাজী বলেছেন:




সেনাবাহিনী ওদের আয়ের পথ ঠিক রাখার জন্যই দরকারী সবার সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিয়েছে। জামাত ( ব্রাদারহুডেরা ) এভাবেই হত্যাকান্ড চালায়, অবশেষে ফাঁসীতে ঝুলে।

৩৯| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:২০

রাসেল ০০৭ বলেছেন: লেখক বলেছেন:



আপনি অন্যের গজে চলেন, আপনি বেদুইনদের সৈনিক
সোনা মিয়া বুঝি নিজের গজে চলে ? :-B

২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



সোনামিয়ার পোষ্ট পড়লে বুঝতে পারবেন, উনি নিজের গজে চলেন।

৪০| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:২২

রাসেল ০০৭ বলেছেন: লেখক বলেছেন:



১৯৭৫ সাল থেকে ২০০৬ সাল অবধি দেশকে পাকিস্তান হিসেবে চালায়েছে জিয়া, এরশাদ, বেগম জিয়া ও মিলিটারী।

সোনা মিয়া তাইলে শেষপর্যন্ত স্বীকার করলো আম্লীগ দেশ চাইলাইছে ইন্ডিয়ার অঙ্গরাজ্য হিসেবে।

২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা বাংগালী, কোন বাংগালী ভারতকে পছন্দ করে না।

৪১| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৪

নতুন বলেছেন: আফসোসলীগ এখন ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনা সরকারই ভালো ছিলো সেটি গার্বেজ ছাড়াচ্ছে জনগনের মনে।

তাদের পরের কাজ হলো এই সরকারকে দূনিতি বন্ধে কাজ করতে না দেওয়া। জিনিসপত্রের দাম বাড়ানো।

তখন জনগনের মাঝে শেখ হাসিনার দূনিতি,হত্যা সাভাবিক লাগবে।

দেশের দূনিতিবাজ, আয়ামীলীগের সুবিধাভোগীরা সবাই এখন আফসোসলীগে পরিনত হয়েছে।

আপনি তাদের মতন আফসোসলীগে পরিনত না হলেই ভালো। আপনি যৈক্তিক ভাবে সমালোচনা করুন।

ভারতের মিডিয়াতেও খালেদা জিয়া অন্তবর্তিকালিন প্রধান হচ্ছেন আমি দেখেছি। অর্থ ড: ইউনুস তাদের সেলেবাসে ছিলেন না।

সেই সময়ে আপনাকেও যদি জিঙ্গাসা করলে আপনিও ড: ইউনুসের নাম রিকমান্ড করতেন।

২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:



কিছু রুলস ও টুলস আছে, সেগুলো দ্রব্য মুল্য কন্ট্রোল করতে সক্ষম

৪২| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩৮

নতুন বলেছেন: কিছু রুলস ও টুলস আছে, সেগুলো দ্রব্য মুল্য কন্ট্রোল করতে সক্ষম


দেশে যেই সমস্ত আইন কানুন আছে সেটার সহী প্রয়োগ করতে পারলে দেশ মুটামুটি বেহেস্ত হয়ে যাবে।

কিন্তু সমস্যা হইলো রাজনিতিক দল নিজেদের সার্থে আইন কানুন পকেটে ভরে রাখে। জনগন যদি প্রতিবাদ করে তখন দূনিতিকরা লাথি মারে।

সরকারে যদি ভালো মানুষ থাকে তবে তারা আইনকানুন ঠিক মতন চালাতে পারে।

এই সরকার সেই চেস্টা করবে, কিন্তু আফসোসলীগেরা চেস্টা করবে সরকারকে অকেজো করতে।

এই সরকার এখন চেস্টা করবে মূল্যস্ফিতি কমাতে, জনগনের হাতে টাকার প্রবাহ কমে যাবে, তাকে জনগন আরো আফসোস করতে থাকবে। দূনিতি বন্ধ হলে সকল আমলা কামলারা কস্ট পড়বে, আফসোস করতে থাকবে।

তাই এই সরকারকে অনেক কঠিন সময় পাড়ি দিতে হবে।

মেট্রো রেল চালু হয়েছে
সুদের হার বাড়িয়েছে, আরো বাড়ানো হবে<<<
পুলিশ+আর্মী দিয়ে সন্ত্রাসী ধরা, অস্র উদ্ধার হবে
দূনিতি বন্ধে কাজ শুরু হবে...

দেখাযাক সামনে জনগন কি করে! আফসোসলীগ কতটা সফল হয় জনগনকে পাল্টে দিতে সেটাই দেখার বিষয়।

২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:




সুদের হার বাড়িয়ে "ইনফ্লেশান" কমানোর রুল বাংলাদেশে কাজ করবে না; কারণ, বাড়ী, গাড়ীর ক্রয়/বিক্রয় , ক্রেডিট কার্ডের বড় বিল হয় না।

তৃতীয় বিশ্বে ইনফ্লেশন কমাতে কমদামে প্রোডাকশান বাড়াতে হয় ও ইমপোর্ট সরকারের কন্ট্রোলে রাখতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.