নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেষমেষ দেশ মিলিটারী ও সেক্রেটারীদের হাতে চলে যাবে।

২৯ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৩৭



ড: ইউনুসের সুস্বাস্হ্য কামনা করছি; উনার বয়স ৮৪ বছর, এখন প্রতিদিনই উনার জন্য নতুনদিন; ৮৪ বছরের পুরানো যন্ত্রপাতি নিয়ে বেশীরভাগ বাংগালীসকাল বিকেল গ্যারেজে যান রিপেয়ার করাতে। উনি আরো ৪০ বছর বেঁচে থাকুক বাংলাকে সাহায্য করার জন্য; তবে মনে হয়, ঢাকার গাছে গাছে শকুনরা আড্ডা জমায়ে চাপা আনন্দে আছে।

ড: ইউনুসকে দেশের হালটা হাতে ধরায়ে দেয়া হয়েছে; উনি কিন্তু রাজনীতিবিদ নন, এবং অর্থনীতিবিদও নন; সওদাগরের ছেলে হিসেবে তিনি ব্যবসায়ী ও শক্ত ব্যাংকার। তবে, বেকুব ব্যাংকারও বটে! তিনি এখনো ব্যাখ্যা করতে পারবেন না, কি কারণে ৮৫ লাখ হত দরিদ্রদের থেকে উঁচু হারে সুদ নিয়ে তিনি ৮ বিলিয়ন ডলার এ্যাসেটের মেগা-ব্যাংক বানায়েছিলেন!

রাষ্ট্রের বেলায় উনার অবস্হাও শেখের মতোই হবে; সব কিছু শুন্য থেকে শুরু করতে হবে; ১৯ কোটী মানুষ; ২৫/২৬ লাখ সরকারী, আধা সরকারী কর্মচারী যারা গড়ে দৈনিক ৪ ঘন্টাও কাজ করে না; কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে চুরি করে।

উনি হয়তো আনন্দে আছেন, বিপদে আছে জাতি! উনার সাথে যাদের দেয়া হয়েছে, এগুলো জগ থেকে পানিও ঢেলে খেতে জানে না, চাকরাণী লাগে। ড: ইউনুস ১ দিন অফিসে যেতে না'পারলে এসব লোকজন সেক্রেটারীদের কাছে সারেন্ডার করে বসবে।

ড: ইউনুসের কোন কিছু হলে, এসব গবুরা ঝগড়া ফ্যাসাদে মত্ত হবে, তখন মিলিটারী এসে, সেক্রেটারীদের দ্বারা দেশ চালাবে।


মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৪০

ঊণকৌটী বলেছেন: পরিনতি সেই দিকেই এগোচ্ছে, মনে হচ্ছে

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫০

সোনাগাজী বলেছেন:



দেশের শিক্ষা, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, কোন ধরণের দক্ষ মানুষ তৈরি করেনি; সবগুলো চোর, ডাকাত ও লিলিপুটিয়ান; ব্লগই তার উদাহরণ।

২| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৪২

ঊণকৌটী বলেছেন: মন্দের ভালো, মিলিটারি আসলে তবু দেশটিতে শৃঙ্খলা বজায় থাকবে

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৩

সোনাগাজী বলেছেন:




মিলিটারীতে দেশের রাজপুত্ররা চাকুরী করে, এদের বাবা-মা কোন দেশী বলা মুশকিল, এদের চলাফেরার সাথে বাংলার মানুষের কোন মিল নেই; এরা দেশের খেয়ে তাগড়া হয়, কাজ খোঁজে জাতি সংঘে।

৩| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৫

আলামিন১০৪ বলেছেন: সরকারী সব কর্মচারী/কর্মকর্তা অসৎ না, তাদের কাজে লাগাতে পারলে বাকিগুলোর বাম হাত বেঁধে ফেলা যাবে

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৫

সোনাগাজী বলেছেন:



আপনার ব্লগিং'এর যেই অবস্হা দেখছি, আপনি গার্মেন্টস'এর বাহিরে কোন কাজে দক্ষ হওয়ার সম্ভাবানা নেই।

৪| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৫৯

দেখা হবে রাজপথে বলেছেন: ৭৫ থেকে ২০২৪ পর্যন্ত সব কোর রাজনীতিবিদরা দেশ চালাইয়াছে...
আর এই সময়ের মহাবিশ্বের সবচাইতে সেরা রাজনীতিবিদ হইল আমাদের সোনাগাজী।
আরেকজনের বয়স নিয়ে খোটা দিলেন যে আপনার বয়সের কথা খেয়াল আছে? ওনার থেকে বয়সে ছোট হয়ে এত খেলাধুলা করে তারপরে তো ল্যাত্রায় ক্যাত্রার ঘরের ভিতরে বসে আছেন। পারলে দেশে আসেন- এসে দেশের জন্য কিছু একটা করেন, খালি বড় বড় ডায়লগ দিয়েন না।

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৭

সোনাগাজী বলেছেন:




বয়সের খোটা দিচ্ছি না, আমি বয়সের কারণে কি কি হতে পারে, সেটার সম্ভাবনার কথা বলছি; আমার কথা হাদিসের বাণী নয়।

৫| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:১৮

কাছের-মানুষ বলেছেন: যোগ্য মানুষের হাতে দেশ রয়েছে। প্রধান প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন নোবেল লরিয়েট ডক্টর ইউনুস, চিফ জাস্টিস এমএ অক্সফোর্ড, পিএইচডি যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা, পাট ও বস্ত্র উপদেষ্টা এবং শিক্ষার উপদেষ্টা—প্রত্যেকেই কানাডা থেকে পিএইচডি ডিগ্রিধারী! এত হাই-প্রোফাইল মানুষ যেখানে আছে সেখানে
আশা অনেক।

সাথে আছেন তরুণরা এবং বহির্বিশ্বের সমর্থকরা। জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক একটি টিম তদন্ত করতে এসেছে। প্রধান উপদেষ্টার অফিস অবৈধ সম্পদের মালিকদের তালিকা করছে। দেখুন কী হয়!

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৬

সোনাগাজী বলেছেন:



অবৈধ সম্পদের মালিকদের তালিকা হচ্ছে? উনার সরকারের সবার তানামতে আসবে; সব ব্যুরোক্রেটের নাম আসবে, সব মিলিটারী অফিসারের নাম আসবে, পুলিশ নাম লিখার দরকার হবে না, ৩ লাখের নাম যোগ করলে হবে, ব্যাংকের ১ জনের নামও বাদ দেয়া সম্ভব হবে না।

ট্যাক্স না'দেয়াদের দলে ড: ইউনুসের নামও থাকবে।

৬| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:২৩

কাছের-মানুষ বলেছেন: ডক্টর ইউনুসের বয়স ৮৪ বছর হলেও, আশা করি তার উইকেট এত তাড়াতাড়ি পরবে না! তিনি যেন সেঞ্চুরি করেন আশা করি, দেশের জন্য তাকে সেঞ্চুরি করতেই হবে!! তবে তার সেঞ্চুরি করা পর্যন্ত দেশ পরিচালনার প্রয়োজন নেই! অনেকেই সেঞ্চুরি করছে—আমার দাদীরও উইকেটের পতন ঘটেছিল ১১০ বছরে গিয়ে!

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৯

সোনাগাজী বলেছেন:



দাদীরা বেশী বাঁচেন, দাদারাও অনেক বাঁছেন; কিন্তু ৮০ বছরের পর, কাজ ও পরেরদিনে কোন গ্যারান্টি নেই।

৭| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আগাম কথাবার্তা না বলে পরামর্শ দেন।

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৩

সোনাগাজী বলেছেন:



পরামর্রশ হলো, ব্লগারেরা তাদের গার্বেজগুলো যেন ব্লগে না'ছাড়েন।

৮| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৪

আদিত্য ০১ বলেছেন: ঐদিকে ফখরুল আর পারোয়ার সাহেব পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, বিএনপি জামাত নির্বাচন ও অন্যান্য দখলদারি নিয়ে যেভাবে বিপরীতমুখী অবস্থান নিয়েছে তাতে, আগামী নির্বাচনে জামাত অন্য ধর্মভিত্তিক দল নিয়ে নির্বাচন করবে আর বিএনপি তার সমমনা নিয়ে নির্বাচন করবে, আওয়ামীলীগ আসবে কি না বলা যায়, আর নির্বাচন শীগ্রই না হলে ক্যাচাল ভালোভাবেই বাজবে, বিএনপি আর তারেক এখন ক্ষমতার মোহে আচ্ছন্ন কখন ক্ষমতায় যাবে। আর জামাত অন্য ধর্মভিত্তিক দল নিয়ে দেশকে সুদানে পরিনত করার পায়তারা আছে, এখন এত মধুর মধুর অমিয় বানী শুনাচ্ছে, কি যে করবে

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:




এবারের আন্দোলনে জামাত বড় ধরণের সাফল্য দেখায়েছে, এখন সব তালেনবানরা জামাতকে ইমাম হিসেবে মেনে নিবে; বিএনপি'তে চিল-কাউয়া ছাড়া কোন মানুষ নেই; ওরা পাকিস্তানী ও মিলিটারীর সাইনবোর্ড।

৯| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১২

ঊণকৌটী বলেছেন: আজকের বাংলাদেশে দরকার সম্পূর্ণ জাতীয়তাবাদী সরকারের, যারা প্রতিহিংসা প্ররায়ন রাজনীতি না করে কোন ভেদাভেদ না করে সকলের প্রতি সমান নীতি, তবে এইটা পারলে ডঃ মুহাম্মদ ইউনুসই পারবে যদি উনাকে সবাই সহযোগিতা করে

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৮

সোনাগাজী বলেছেন:



কম্বল বানাতে উলের দরকার হয়, বাংলাদেশে উল হয় না; দল বানাতে রাজনীতির মানুষ দরকার হয়, বাংলার মায়েরা চোরের জন্ম দেন।

১০| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ‘এস আলমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহানা-জয়’

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:



আপনার পোষ্ট পড়েছি; শেখ হাসিনার ১৬ বছরের মাঝে ১৪ বছরই সরকারী টাকা ডাকাতী হয়েছে; জাতীয় ঋণের (১১০ বিলিয়ন ডলার ) সম পরিমাণ টাকা ডাকাতী হয়েছে।

১১| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০৬

অধীতি বলেছেন: আমার মনে হয় না ড. ইউনুস রাজনীতি বোঝেন না। তাকে আমার ঝানু রাজনীতিবিদ মনে হয়। এ কারনেই হাসিনা ওনার পেছনে লাগছিল। উনি এদেশের মানুষের মতিগতি খুব ভালো করেই বোঝেন। গরীব মানুষকে টাকা দিয়ে টাকা তোলা তামাশা নয়।

২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩৫

সোনাগাজী বলেছেন:



উনি টাকা তুলেন ভয় লাগিয়ে ও সংবিধান ভংগ করে: উনার ব্যাংক থেকে টাকা নিতে অন্য ৩ জন মানুষকে "জিম্মাদার" হিসেবে নেয়া হতো; গ্রাহক টাকা না দিলে, জিম্মাদারেরা চাপ দিতো; ইহা সংবিধানের অবমাননা।

ঝানু রাজনীতিবিদ হলে, উনি জে: মঈনের সময়ে দল করার চেষ্টা করে ফেইল করলেন কি কারণে?

১২| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একটা পরিবর্তণত হয়েছে। আওয়ামী ফ্যাসিস্টদের পরাজয় হয়েছে। এর পরে যা হবার হবে তা জাতি সয়ে নিবে।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:



আপনার মন্তব্যটা হলো একধরণের "আশা"; রাজনীতি হলো লজিক, ওখানে আশা করে অপেক্ষা করার সুযোগ নেই।

১৩| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২৫

অস্বাধীন মানুষ বলেছেন: আপনি কি করেন। তাকে উপদেষ্টা না বানিয়ে আপনিই দায়িত্ব নিতেন । এই ব্লগে আসার পর থেকে দেখছি আপনি মেলেটারিদের পিছনে লেগে আছেন। আচ্ছা ভাইজান ঘটনা কি । কোনো মেলেটারির সাথে কি ভাবি আপনাকে রেখে পালিয়ে গেছে ।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:০৯

সোনাগাজী বলেছেন:




আপনার আচরণ বানরের ক্রিয়াকর্মের মতো অনেকটা; ব্লগে কি সার্কাস চলছে?

১৪| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন লজিকে দাঁড়িয়ে শেখে বিটি বলেছিলেন পালাবার তিনদিন আগে ’আমি শেখের বেটি; শেখের বেটির পালাবার না’ পরে কী দেখলাম! যারা একবুক আশা নিয়ে রাজ পথে নেমেছিল তাদের আশাই সফলতা পেয়েছে।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:



উনার কথায় কিভাবে লজিক থাকবে? কোন বেকুব ৪৫ বছর ১টি দলের সভাপতি পদে থাকে? যিনি এত বড় ইডিয়ট, উনার কথায় লজিক থাকার কথা নয়।

১৫| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ২:৩৯

ডার্ক ম্যান বলেছেন: শুনতেছি, জামায়াত যখন ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত হবে তখন ইউনুস নির্বাচন দিবেন।

৩০ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:০০

সোনাগাজী বলেছেন:



ইউনুস সাহেব কোন জামাতী হয়ে গেলো নাকি? মনে হয়, সুদের ভয়ে সোজা হয়ে গেছেন।

১৬| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১৬

আলামিন১০৪ বলেছেন: আপনার ব্লগিং'এর যেই অবস্হা দেখছি, আপনি গার্মেন্টস'এর বাহিরে কোন কাজে দক্ষ হওয়ার সম্ভাবানা নেই।

ডলার দেন ইনভেস্টমেন্ট হিসাবে, গামেন্টস ব্যবসা শুরু করি, আপনার চেলাদের চাকরি দেব, কথা দিচ্ছি। আর একটা পরামর্শ দরকার, আমার গার্মেন্টস বিষয়ে পড়াশুনা নাই, কোন অভিজ্ঞতাই নাই, কাজেই কনসালটেন্ট হিসাবে আপনাকে রাখতে চাচ্ছি, ‍কি বলেন? বাই দ্যা ওয়ে, আপনি আম্রিকার কোথায় থাকেন, ঠিকানা দিয়েন দেখা করা যাবে। ভয় নাই, আপনার তুলনায় আমি লিলিপুটিয়ান শুধু বয়সটা একটু কম।

৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৯

সোনাগাজী বলেছেন:



আমি ব্রুকলীনে আছি, আমেরিকায় এলে কমেন্টে জানাবেন, দেখা হবে; সাক্ষাতে ব্যবসায়িক আলোচনাও হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.