নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
এই মহুর্তে "আওয়ামী লীগ" শব্দটা অনেকটা বিষাক্ত ও অভিশপ্ত; "বাংলাদেশের স্বাধীনতা" কথাটা উচ্চারিত হলে, উহার সাথে ১টি সম্পুরক রাজনৈতিক দলের নাম আসবে; উহা কিন্তু জামাত, মুসলিম লীগ কিংবা বিএনপি হবে না।
ব্লগে আওয়ামী লীগ নিয়ে আজগুবি, বেকুবী ও অর্থহীন কথাবার্তা বলতেন ব্লগার হাসান কাল বৈশাখী; মনে হয়, উনি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন কোন এক সময়। অবশ্য উনার আওয়ামী লীগটা ছিলো শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের আওয়ামী লীগ। অনেকে আওয়ামী লীগ বলতে শেখের আওয়ামী লীগকে বুঝান।
আমিও এখনো আওয়ামী লীগের সাপোর্টার; আমার আওয়ামী লীগটার শুরু মওলানাকে নিয়ে। আমি যদি ব্লগে টিকে থাকি, আপনারা আওয়ামী লীগ নিয়ে আরো অনেক অনেক পোষ্ট পড়বেন; আমাকে দেশদ্রোহী বললে সেটা হবে দেয়ালের সাথে কথা বলার সমান।
মুসলিম লীগের অধীনে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর, বাংগালীদের রাজনৈতিক অধিকার সংরক্ষণ ও উহার উন্নয়ন সাধনের জন্য আওয়ামী লীগের মতো ১টি দলের দরকার ছিলো; সময়ের প্রয়োজনে দলটির জন্ম হয়েছিলো ততকালীন বুদ্ধিমান বাংগালীদের হাতে, যাদের নেতৃত্ব দিয়েছিলেন মওলানা। মওলানা ছিলেন মনেপ্রাণে বাংগালী, বিজ্ঞ মানুষ।
দল বানালে সেখানে সব ধরণের মানুষ এসে জড়ো হয়; কিন্তু কিছু মানুষ দল নিয়ে ষড়যন্ত্র করে থাকেন, দলকে নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করেন; ভাসানীর দলেও এই রকম অনেক মানুষ জড়ো হয়েছিলো; এবং অবশেষে এসব লোকজন মওলানাকে দলছাড়া করে ছাড়ে। যারা মওলানাকে দলছাড়া করে, তাদর মাঝে অন্যতম ছিলেন কলকাতার কসাই হোসেন শহীদ সোহরোওয়ারদী, মানিক মিয়া ও আমাদের শেখ।
শেখ আমাদের দেশের পড়ালেখাকে ধ্বংস করে গেছেন ছাত্রলীগের হাতে ক্ষমতা দিয়ে; বাংগালী ছাত্ররা পড়ালেখা করে না তেমন; এরা নকল , প্রশ্নফাঁস ও পরীক্ষা না দেয়ার পক্ষে ছিলো সব সময়।
সময়ের বিবর্তনে, দলটি শেখের হাতে চলে আসে; শেখের সমস্যা ছিলো, তিনি দলের শক্তি হিসেবে জনগণকে না ভেবে, ভাবতেন ছাত্রদের; এই ভাবনা কাজ করেছে, উনি সেই মই বেড়ে তরতর করে আকাশে উঠেছিলেন; কিন্তু আকাশ থেকে নামার সময় ছাত্রদের উনি খুঁজে পাননি।
আমাদের "নতুন স্বাধীনতা"র বেলায়ও তাই ঘটেছে, ছাত্ররা আমাদেরকে নাকি "নতুন বাংলাদেশ" দিয়েছে; তাতে হয়তো "মুক্তিযোদ্ধা"ও আছে; সম্ভবত: জাতির পিতাও আছে।
১৯৭১ সালের পর, ভয়ংকর ঘটনা ঘটায় আমাদের মিলিটারী, জিয়ার নেতৃত্বে মিলিটারী শেখকে হত্যা করে; সময়ের সাথে দলটি চলে যায় উনার মেয়ের হাতে; উনার মেয়ে রাজনীতি না'জানার কারণে, বাবা মেয়েটিকে বিয়ে দিয়ে সংসারী করে দেন; কিন্তু জিয়া উহাকে রাজনীতি নিয়ে আসে।
২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৪
সোনাগাজী বলেছেন:
বিএনপি মানে পরিত্যক্ত গার্বেজ; ড: ইউনুস নিজে পায়ে কুঠার বসাচ্ছেন; বিএনপি, জামাত ও ইসলামী দলগুলো এক হয়ে ড: ইউনুসকে সরানোর চেষ্টা করবে।
২| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
তানভির জুমার বলেছেন:
২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
সোনাগাজী বলেছেন:
এই লোক সরাসরি ডাকাত নয়; তবে, সে ভয়ংকর অপরাধ করেছে শিল্প ব্যাংকের কম ঋণের সুদ নিয়ে সরাসরি শিল্প বিনিয়োগ না করে, ষ্টক মার্কেটে বিনিয়োগ করেছে; ইহা অপরাধ। শেষে ষ্টক-মার্কেটে ডাকাতী করেছে "কন্ট্রোল ট্রেডিং"এর মাধ্যমে, চার্ণইং এর মাধ্যমে; ইহার সঠিক বিচার হওয়ার দরকার।
৩| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০৩
কামাল১৮ বলেছেন: কামাল সাহেবের মেয়ে বলেছে থানায় কেস যেভাবে দেয়া হচ্ছে তাতে করে সবাই খালাস পেয়ে যাবে।গনেশ উল্টালে কোন কেস থাকবে না।
এরা যেভাবে শুরু করেছে সব লেজে গোবরে করে ফেলবে। ঢাবির ভিসি ইমামতি করে ছাত্রদের নামাজ পড়ায়।হাঁফ মাদ্রাসা ছিলো অল্প দিনের মধ্যেই পুরা মাদ্রাসা করে ফেলবে।বিএনপির সাথে একটা চরম দ্বন্দ্বের প্রকাশ হবে।
২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৬
সোনাগাজী বলেছেন:
আওয়ামী মনের বাংগালীরাই বাংগালী, বাকীগুলো আধা বাংগালী; শেখ হাসিনার ভুলের কারণে ইউনিভার্সিটিগুলোকে জামাত ও হেফাজত মাদ্রাসয় পরিণত করেছে; ওগুলোতে এখন পংগু ও পিগমী বাংগালী সৃষ্টি করা হবে।
৪| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১০
নতুন নকিব বলেছেন:
এই লোক সরাসরি ডাকাত নয়; তবে, সে ভয়ংকর অপরাধ করেছে শিল্প ব্যাংকের কম ঋণের সুদ নিয়ে সরাসরি শিল্প বিনিয়োগ না করে, ষ্টক মার্কেটে বিনিয়োগ করেছে; ইহা অপরাধ। শেষে ষ্টক-মার্কেটে ডাকাতী করেছে "কন্ট্রোল ট্রেডিং"এর মাধ্যমে, চার্ণইং এর মাধ্যমে; ইহার সঠিক বিচার হওয়ার দরকার।
-আপনাকে ধন্যবাদ, দেশের কুখ্যাত ব্যাংক লুটেরা এবং শেয়ার মার্কেট ধ্বংসের অন্যতম হোতা সালমান এফ রহমানের বিচার দাবি করেছেন বলে। কিন্তু এই সালমান এফ রহমানকে ডাকাতি করার সুযোগ তো দিয়েছিল হাসিনা।
সালমানের বিচার দাবি করছেন, হাসিনার বিচার তো চাইলেন না। না কি, আপনি আওয়ামী লীগের সাপোর্টার বলে হাসিনার বিচার হোক সেটা চান না? হাসিনার বিচার চান কি না, আপনার কাছ থেকে স্পষ্ট উত্তর আশা করছি।
২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫২
সোনাগাজী বলেছেন:
সালমান রহমানকে সীমাহীন ঋণ নিতে সাহায্য করে শিল্প ব্যাংকের ডাকাতেরা শেখ সাহবের সময় থেকে শুরু করে সব সরকারের সময়।
আমি শেখ হাসিনার বিচার চাই কিনা?
-না, কারণ উনার বাবাকে জিয়া হত্যা করায় ও বিএনপি দল করায় উনি রাজনীতিতে এসেছে ও জিয়ার মতোই অন্যায় করার সুযোগ পেয়েছে; শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে বিএনপি ও জামাত।
৫| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১০:০২
রবিন_২০২০ বলেছেন: আপনার এজেন্ডা বুঝার চেষ্টা করছি। আপনি প্রতি লেখায় হাসিনাকে অল্প বুদ্ধির মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে তার অপরাধ কে হালকা করার চেষ্টা করেন। আসলে কি তাই ? এই ডাইনি মাতারীটা বাংলাদেশের প্রতিটি সেক্টর অত্যন্ত পরিকল্পিত ভাবে ধ্বংস করে গেছে। তার বাপ্ হয়তো বেকুব ছিল কিন্তু ডাইনীটা জেনে বুঝেই দেশকে পথে বসিয়ে গেছে।
২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১০:১৫
সোনাগাজী বলেছেন:
সে রাজনীতিতে এলো কি করে? সেই সুযোগ করে দিয়েছেন আপনি ও আপনার মতো লোকেরা।
৬| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১০:১৭
শাহ আজিজ বলেছেন: তাইতো ! হাসান কালবৈশাখি কোথায় ?
২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১০:২০
সোনাগাজী বলেছেন:
ভয়ে চুপ হয়ে গেছে মনে হয়; চোর-ডকাতদের সাপোর্ট করে আসছিলো, এখন ভয়ে আছে।
৭| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২৮
এম ডি মুসা বলেছেন: বর্তমানে নিরপরাধ মানুষকে কেন মামলা দেওয়া হচ্ছে? যারা অপরাধ করেছে তাদের দেউক । তাহলে ভালো কে?? আমি কোনো রাজনীতি কর্মী নয়। প্রতিহিংসা আর আমার সাথে শত্রুতা আমার সহদোর বড় ভাই, সে আমাকে এই গন মামলার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। শুনছি গুঞ্জন আমার কাছে কোনো নোটিশ পাইনি। নিশ্চিত নয়। আমি রাজনীতির শয়তানের বাংলাদেশ কে ঘৃণা করি।
২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৫
সোনাগাজী বলেছেন:
আপনার ভাই কি কোন ডলের সাথে যুক্ত?
৮| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৫
অস্বাধীন মানুষ বলেছেন: আমার মাথায় আসে না এই বাংগালী জাতি হুজুগে কথা বলে, হাচিনা ভালো, হাচিনা উন্নয়ন করেছে,হাচিনা এই জাতির কাছে মিষ্টি হয়ে ঢুকছে আর ঝোলা হয়ে বরিয়ে গেছে,সে যদি সবার ভালো চাইতো, তাহলে কোঠা আন্দোলন তো যৌক্তিক ছিলো সে সমাজোতা কর তো, সে সবার প্রধান হয়ে,কার পক্ষ নিলো,কাকে রাজাকার বলে আক্রমণত্ত কতা বল্লো,কে এগুলো সুষ্টি করলো,কার বুকে গুলি চালানোর অডার দিলো,আমি মনে করি সে ছিলো একটা বিষোদারী সাপ,উন্নয়ন দেখিয়ে জনগনের মনে জায়গা করে বসে,তার বাবার প্রতিষোধ নিতে উন্নয়ন করে জনগনের চোখে ধুলো দিয়ে,যারা দেশের কথা বলবে লড়াই করবে,তাদের বেছে বেছে গুম খুন ফাঁসি দিয়ে,এই জাতির মেরুদণ্ড ভেংগে দিয়ে,একা রাজ্যে দখল করে ওর বাবার প্রতিসোধ নিয়ে দেশের টাকা লুটপাট করে হাচিনার আখের গুছিয়ে, এখন কতো নিরিহ মানুষের বুকে গুলি চালিয়েছে একটা সরকার জনগনের সরকার,সে কি ভাবে জনগণের বুকে গুলি চালানোর অডার দিলো, সাপ কাউকে ছোবল দিতে চাইলে সাপ নিজে একটা জায়গা তৈরি করে নেয়,হাসিনা ঠিক এই উন্নয়ন টুকু করে জনগনের উপরে জায়গা করে নিয়ে ওর বিষ ঝরিয়ে,ওর সাথে যে গুলো ছিলো সব ফেলে পিছনের জংগল দিয়ে পালিয়ে গেলো,এরা এখনো নিজের খেয়ে সাপকে খুঁজে, কবে এ মানুষদের শুভ বুদ্ধি উদয় হবে আল্লাহ ভালো জানেন ।
৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:০১
সোনাগাজী বলেছেন:
আপনি যেভাবে ভাবছেন, আজকে ৫০/৬০ ভাগ বাংগালী ঐভাবে ভাবছে; আপনি বড় গ্রুপে আছেন। আমি আপনার মতো ভাবি না: , আমাার মতে উনি বেগম জিয়া, এরশাদ ও জিয়া এই দেশ চালানোর কথা ছিলো না; সংবিধান অনুসারে ১৯৭৮ সাল অবধি দেশ চালানোর কথা ছিলো শেখের।
কিন্তু ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল অবধি দেশ চালায়েছে জেনারেল জিয়া; আপনি ইহাকে কিভাবে দেখেন? এটার উত্তর দিলে, আমি আপনার মগজের সাইজ নির্ণয় করতে সমর্থ হবো।
৯| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৩:৫১
Teish বলেছেন: জেন জি এর স্বাধীন বাংলাদেশে যে যেমন পারতেছে লুট করতেছে, ওদের কাছে মনে হয় এটাই স্বাধীনতা। বাংলাদেশের মানুষের কাছে চেয়ারই সব, না হলে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা কিভাবে কোটার বিরুদ্ধে আন্দোলন করে আবার নিজেরা কোটায় গিয়ে সরকারের আস্থাভাজন হয়ে উপদেষ্টা পরিষদে জায়গা নিয়েছে। আর বাকী যারা সমন্বয়ক ছিল তারা এমন ভাবে চলতেছে তারা যেটা বলবে সেটাই আইন, তারাই ছায়া সরকার! আমরা যখন ছাত্র ছিলাম সেই স্কুলের শিক্ষকদের দেখলে এখন ও হাতে টাকা সিগারেট টা ফেলে দেই, অথচ বর্তমান জেন জি প্রজন্ম শিক্ষকদের যেভাবে অপমান করে স্কুল ছাড়া করছে এটা ভালো কিছুর ইংগিত কখনই দিচ্ছে না। শেষ করার আগে একটা কথা বলি, গতকাল কোন একটা খবরের কাগজে একটা নিউজ পরে অনেক বিষ্মিত হয়েছি, সম্ভবত পেট্রো বাংলায় সরাসরি ৫ জন স্যার পিওন থেকে মহাব্যবস্থাপক হয়েছেন। এগিয়ে যাক জেন-জি দের স্বাধীন বাংলাদেশ।
৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৩:৫৮
সোনাগাজী বলেছেন:
জেন-যি'র বাসস্হান হচ্ছে আমেরিকা, ইউরোপ ও জাপানে; আমাদেরগুলো হলো জেন-প্রশ্নফাঁস ও জেন-ফেইসবুক।
যেভাবে আগুন লাগাচ্ছে, ইহাতে দেশের জন্য ভালো হচ্ছে, মশা কমে যাবে।
১০| ৩০ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি তো পোস্ট অফিস মারফত খবর পেলাম- আগামী নির্বাচনে জামাত বিজয়ী হয়ে সরকার গঠন করবে।
বিএনপি হবে প্রধান বিরোধী দল।
৩০ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:২৭
সোনাগাজী বলেছেন:
ভোট কখন হবে কে জানে! দেশ এখন অনেকটা এনার্খীতে আছে; জামাত ভোট পাবে না; ড: ইউনুস দল করলে, অনেকে কোয়ালিশন করবে।
১১| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৬
ক্লোন রাফা বলেছেন: এই পোষ্ট’তো খাজা গাঁজার পোষ্টের সিক্যুয়াল হয়ে গেলো! ইনিয়ে বিনিয়ে নয় প্রকাশ্যেই আওয়ামিলীগ করবো । তবে অবশ্যই শেখ হাসিনার আওয়ামিলীগ নয়। আবার সাধারন জনগণের আওয়ামিলীগ হিসেবেই দেখতে চাই প্রিয় দলটি’কে।
ধন্যবাদ॥
৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৩
সোনাগাজী বলেছেন:
আওয়ামী লীগকে যারা খারাপ উদ্দেশ্য করেছে, তাদের পতন হয়েছে; আওয়ামী লীগ বাংগালীদের একমাত্র দল, যা স্বাধীনতার যুদ্ধের পথিকৃৎ, এই দল কোথায়ও যাচ্ছে না; এই দলের পত্তন করেছেন বড় বড় বাংগালীরা।
১২| ৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৪
রানার ব্লগ বলেছেন: তা কেনো হবে ? সবার নিজেস্ব চিন্তা ভাবনা মতামত থাকবে । এটাই নিয়ম । আমরা কেউই সেই চিন্তাধারার বাঁধা হতে পারি না ।
৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৫
সোনাগাজী বলেছেন:
আওয়ামী লীগ ঃচ্ছে বাংগালীদের দল, ইহার সদস্য হয়ে যারা ইহার ক্ষতি করেছে, তারা ঝরে যাবে; দল থাকবে।
১৩| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কথা হচ্ছে-
এক মাঘে শীত যায় না।
এবং
কারো পৌষ মাস কারো সর্বনাশ।
৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৫:৫১
সোনাগাজী বলেছেন:
এগুলো বাংগালী প্রবাদ; আমাদের কোমলমতিরা বাংগালী সংস্কৃতির লোকজন বলে মনে হয় না।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বর্তমানে অবস্থা দৃষ্টে মনে হয় যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে।
সব জায়গায় দেখা যাচ্ছে, বিএনপি'র লোকেরা বিভিন্ন পদে নিয়োগ পাচ্ছে।
সরকারের অ্যাটর্নি জেনারেলের দপ্তর, পিপি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে এখন বিএনপির লোকজনের আধিক্য।