নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জুল ভার্ণ কি উনার গুমের কাহিনী লিখেছিলেন ব্লগে?

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১:৪৫



আমি উনার গুমের কাহিনী জানতে চাই।

ব্লগার করুণাধারার আজকের পোষ্ট পড়ার সময়, উনার দেয়া লিংকে ( ব্লগার জুল ভার্ণ'এর গুম হওয়া নিয়ে ) ক্লিক করে, ব্লগার বিদ্রোহী ভৃগুর লেখা অনেক পুরাতন ( ১০/৩০/২০১৮ ) একটি পোষ্ট পড়লাম; সেখানে বলা হয়েছে যে, সেই সময় এখনকার পরিচত ব্লগার জুল ভার্ণকে সরকারী লোকেরা ধরে নিয়ে গিয়েছিলো লন্চ থেকে। সেই পোষ্টে বলা হয়েছিলো যে, উনার পরিবার সেই সময় জিডি করেছিলো; পোষ্টটি পরে আপডেট করা হয়নি; ফলে, জানা যায়নি উনি কখন কিভাবে মুক্তি পেলেন।

সেই সময় আমি ব্লগে ছিলাম ( চাঁদগাজী নিকে ); আমি উনাকে চিনতাম না; কিন্তু আমি জুল ভার্ণ সম্পর্কে চিন্তিত হয়ে, ভৃগুর পোষ্টে কমেন্টও করেছি। পরে আমি সেই ঘটনাটিকে বেমালুম ভুলে গেছি; এরপর, ২০২১, ২০২ সালে জুল ভার্ণ'এর সাথে ব্লগিং করেছি; কিন্তু কখনো মনে ছিলো না যে, উনাকে গুম করা হয়েছিলো; এবং কোনদিন গুম নিয়ে উনি লিখেছেন কিনা, আমি দেখিনি। আজ অবধি, সেই গুমের কারণ, কিভাবে ও কখন উনি মুক্ত হয়েছিলেন, আমি কিছুই জানি না; উনি কিংবা অন্য কেহ লিখলে আমি পড়বো।

বিদ্রোহী ভৃগুর পোষ্ট পড়ে ধারণা হয়েছিলো যে, গুমের সময় তিনি কোন কারণে ব্লগিং করছিলেন না। যখন উনি ব্লগে ফিরে এলেন, সবাই উনার লেখা পড়ে উহ: আহ: করতেন; কিন্তু কোন লেখাই আমার পছন্দ হয়নি। উনার লেখার ভুল ধারণা ও নীচু মান নিয়ে আমি মাঝে মাঝে উনাকে জানিয়েছি মন্তব্য করে; উনি আমাকে কমেন্ট ব্যান করেন। এরপর, উনি জটিল ভাইয়ের সাথে তাল মিলিয়ে, আমাকে নিয়ে পোষ্ট দিয়ে আমাকে অপদস্ত করেছিলেন বেশ কিছু সময়।

আমাকে যারা অপদস্ত করে, এদের বড় অংশ এক সময় ব্লগ ছেড়ে চলে যায় নিজের থেকেই; উনার বেলায়ও সেটা ঘটেছিলো। এখন আবার ফিরে এসেছেন, সেদিন দেখলাম জটিক ভাইয়ের ১ পোষ্টে আমাকে খারাপ গালি দিয়েছেন; মনে হয়, আবারো চলে যাবার সময় হয়েছে।

আবারো যাবার আগে, উনার গুমের কাহিনীটা লিখলে আমি পড়ে দেখবো।



মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি ওনার কোন এক পোষ্ট মারফত জানতে পেরেছিলাম যে উনি বাংলাদেশ সরকারের অধীনে একটি বড় পদে চাকরি করেন।

৩০ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:২৩

সোনাগাজী বলেছেন:



হতে পারে, আমাকে অনেক গালি দিয়েছিলেন।

২| ৩০ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:৫৫

কামাল১৮ বলেছেন: সত্যি হলে জানতে পারবেন।তবে মিছে কথা বলার লোক উনি না।

৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১০

সোনাগাজী বলেছেন:



উনি মুক্তিযুদ্ধ নিয়ে ব্লগে কিছু পোষ্ট দিয়েছিলেন, পরে সরায়ে ফেলেছেন; সেগুলোতে সমস্যা ছিলো। উনি ১৯৭১ সালে ক্যাডেট কলেজে ৭ম শ্রেনীতে পড়তেন।

৩| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:১৫

ক্লোন রাফা বলেছেন: আমি তার কোন একটা পোষ্টে পাকিস্তান ভ্রমনের কাহিনি পড়েছিলাম।সেখানে জঙ্গী হামলার কিছু প্রত্যক্ষ্য করার বর্ণনা ছিলো। এমন কথাও ছিলো মনে হয় লেখাটিতে যে এগুলো নাকি পাকিস্তানিদের কাছে খুবই সাধারন ঘটনা! এরকম ঘটনা নাকি প্রত্যাহিক জিবনের অংশ ছিলো পাকিস্তানিদের জন্য।
আমার মনে হয় জঙ্গিদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আটক রাখা হোতে পারে।
অনেক আগে পড়ছিলাম তার কোন এক ভ্রমণ কাহিনিতে। বেশি কিছু মনে করতে পারছিনা।

৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১২

সোনাগাজী বলেছেন:



উনি ব্লগে আমাকে ক্যাডেট কায়দায় গালাগালি করতেন; এই ধরণের লোকজন সহজে সরকারের লোকদের চোখে পড়েন।

৪| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:১৭

দেখা হবে রাজপথে বলেছেন: আহা মরি মরি ভালবাসা উথলে উঠেছে!!!
আপনি ওনাকে আপনার টেলিফোন নাম্বারটা দিবেন,দু'জনে মনের সুখে গল্প করবেন।
*আপনার মত এমন নিরীহ, হাবাগোবা, সরল সোজা ব্লগারের পিছনে কেন যে দুনিয়ার সব ব্লগার লাগে এটাই আমি বুঝতে পারছি না গাজী বাবু। আপনাকে অপদস্থ করে পরবর্তীতে উনি লজ্জায় অপমানে দুঃখে অনুশোচনায় ব্লগ ছেড়ে চলে গেলেন।
তাহলে কে মহান হইল আপনি না উনি? এতদিনে বুঝলাম; আপনি মানুষকে মহান বানানোর কারিগর!

৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৪

সোনাগাজী বলেছেন:



কোন ব্লগার যদি কোন সরকারের আমলে গুম হয়ে আবার ফিরে আসেন, সেই ঘটনা সবাই শুনতে চািবেন, এটা স্ভাবাবিক। আপনিও স্বাভাবিক মানুষ হওয়ার চেষ্টা করেন।

৫| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২১

আলামিন১০৪ বলেছেন: দেখা হবে রাজপথে, আপনার মন্তব্য পড়ে অনেক হাসলাম, ব্যাপক বিনোদন।।।

৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৫

সোনাগাজী বলেছেন:



যারা হিউমার করতে পারেন, আমি তাদের কথা সুনতে ভালোবাসি; আমি নিজেও হিউমার করার চেষ্টা করি।

৬| ৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩২

কিরকুট বলেছেন: ওনার ঘটনা ওনার মর্জি ।

৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৭

সোনাগাজী বলেছেন:



একজন ব্লগারের গুম হওয়া ও ফিরে আসা ব্লগের জন্য বিরাট ঘটনা; শোনার দরকার।

৭| ৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৪

করুণাধারা বলেছেন: ব্লগার জুল ভার্ন তার গুম হবার কাহিনী বিস্তারিতভাবে সামু ব্লগে লিখেছিলেন গুমবাড়ি থেকে ফিরে এসেই। যারা তাঁকে ধরে নিয়ে গিয়েছিল তাদের নাম, বয়স, চেহারার বর্ণনা, কে কোন পদে ছিলেন সবকিছু জুল ভার্ন বিস্তারিত ভাবে পোস্টে বলেছেন। তাকে কোন বাড়িতে রেখেছিল, কি খেতে দিয়েছিল, সেই বাড়ির জানালার পর্দার রং, সবকিছু তিনি বলেছেন। সেই পোস্ট আপনার চোখে পড়েনি? আশ্চর্য কথা!

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৮

সোনাগাজী বলেছেন:




স্যরি, আমি পোষ্টটি দেখিনি; পোষ্ট টি ড্রাফ্ট করা হয়েছে; উনি সেটা আবার প্রকাশ করলে অনেকই পড়ার সুযোগ পেতো।

৮| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ব্লগার জুলভার্নের সাথে আমার কখনও মন কষাকষি হয়নি। বরং তাকে আমি অনেকবার বলেছি, সামুতে আসুন। লিখুন। অথচ উনি আমাকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছেন।

উনার দল সামনে ক্ষমতায় আসবে। না জানি উনি কি করে বসেন। সাবধান থাকবেন।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১০:২৪

সোনাগাজী বলেছেন:



উনার মাথা ঠিক যায়গায় নেই।

৯| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: কতিপয় সামুর লোকজন আপনাকে কোণঠাসা করে রাখতে চায়। কিন্তু বারবার তারা ব্যর্থ হয়। তারা বুঝে না- সূর্যকে দাবায়ে রাখা যায় না।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



ওরা প্রশ্নফাঁস জেনারেশন

১০| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৪

ঢাবিয়ান বলেছেন: @ রাজীব নুর , আন্দোলন চলাকালীন কোথায় লুকায়ে ছিলেন ? এখব আবার ফেরত এসেই চামচামি শুরু করসেন । এবার একটু মানুষ হন।

৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৫:৪৩

সোনাগাজী বলেছেন:



রাজিব মনে করেছিলো আপনি দেশে গেছেন।

১১| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ২:০৭

রানার ব্লগ বলেছেন: জুলভার্নের যখন ইচ্ছে হবে তখন জানাবেন। ওটা ওনার ইচ্ছার উপর ছেড়ে দিন।

আপনাকে তো অনেকবার বলেছি মুক্তিযুদ্ধের ইতিহাস কিছু প্রকাশ করুন ব্লগে, আপনি করেছেন?

৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৫:৪৬

সোনাগাজী বলেছেন:




এই ব্লগে মুক্তিযুদ্ধ নিয়ে লেখার জন্য কেন ইচ্ছে হয় না। আসলে, মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে অনেক প্রজ্ঞার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.