নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ড: ইউনুস কি ছাত্রদের কোনদিন পড়ার টেবিলে ফেরত পাঠাতে পারবেন?

৩০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১২



শেখ হাসিনার সরকারের পতনের পুরো ক্রেডিট ছাত্রদের, যদিও ইহাতে অনেক অনেক প্রাক্তন ছাত্র নেতৃত্বে ছিলো; আমি সবাইকে একসাথে নাম দিয়েছি কোমলমতি। সরকার পতনের পর, দেশে এনার্খীর উদ্ভব ঘটেছে; এনার্খী দেখা দিলে অর্থনৈতিক কর্মকান্ড কমে আসে, সরকারের আয় কমে আসে; লাখ লাখ নাগরিকের পারিবারিক আয় কমে যায়; ব্যবসা বাণিজ্য স্হবির হয়, হাত বদল হয়; নতুন চাকুরী সৃষ্টি হয় না।

কোমমতিরা একটা পরীক্ষা বন্ধ করেছে, হাজার হাজার স্কুল কলেজের শিক্ষকদের চাকুরী নিয়ে টানাটানি করছে; নিজ নিজ এলাকায় খেয়াল রাখছে যাতে আওয়ামী লীগারেরা রাস্তায় বেরুতে না পারে। এগুলো কঠিন দায়িত্ব। ঐ জেনারেশনকে কেহ কি আর পড়ার টেবিলে ফেরত নিতে পারবে?

২ জন কোমলমতি সরকারে থাকায়, এনার্খী চরম পর্যায়ে যাবে; এরা যতদিন সরকারে থাকবে, দেশের ব্যবসায়ীরা কখনো স্বাচ্ছন্দ অনুভব করছে না; ওরা টাকা নিয়ে খেলা করবে না।

ড: ইউনুস কি ছাত্রদের এনার্খী থামাতে পারবেন? ২ কোমলমতি যতদিন সরকারে থাকবে, মানুষ ততদিন সরকার নিয়ে চিন্তিত থাকবে; এবং ছাত্ররা পড়ালেখা করার কথা ভাববে না।


মন্তব্য ৩৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৬

ক্ষণিকের যাত্রী বলেছেন: হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতি না করার ফলে ,কোমলমতির বাবারা সুযোগ নিতেছে। ড ইউনুস অর্থনীতি তে দক্ষ কিন্তু সামাজিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে দক্ষ না

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা তো শেখ হাসিনা, উনার বাবাও শিক্ষার ভুমিকা বুঝতে সক্ষম হননি; বেগম জিয়া ছিলো এসএসসি ফেইল, উনার ২ ছেলে ১২ ক্লাশ শেষ করেনি; এরশাদ ছিলো লেফট রাইট; ড: ইউনুস পড়ালেখার অর্থ বুঝেন, পিএইচডি করেছেন। দেখা যাক, তিনি আমাদের কোমমতিদের পড়ার টেবিলে পাঠাতে পারেন কিনা!


unction at() {
[native code]
}

২| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:






পারবে না।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪৫

সোনাগাজী বলেছেন:



দেশ এখন ইয়েমেনে পরিণত হয়েছে; উনার পিএইচডি আছে; উনি যদি পড়ালেখার কথা না বলেন, তখন ব্লগার নতুন নকিব ও জটিল ভাইকে সেই দায়িত্ব নিতে হবে।

৩| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কোমলমতিরা দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে?

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪৬

সোনাগাজী বলেছেন:



কোমলমতিদের যা করার দায়িত্ব দেয়া হয়েছিলো, তারা সেটা করেছে; এখন এইসব দৈত্যদের কে ঘরে ফেরাবে?

৪| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪৩

কামাল১৮ বলেছেন: বাঘ যেমন রক্তের স্বাদ পেয়ে অন্য কিছু রোচে না এরা তেমনি ক্ষমতার স্বাদ পেয়ে গেছে।
ভূ রাজনৈতিক খেল যখন শুরু হবে অনেক চিত্র পাল্টে যাবে।প্রক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ছাড়া পেয়েছেন।দশ ট্রাকের ব্যবসা আবার শুরু হবে।
এতে চীনের লাভ আমেরিকার লাভ।মিয়ানমারে চীনের সমর্থক বাহিনী যেমন আছে এমেরিকার সমর্থক বাহিনীও আছে।এই দুই দেশই তাদের অনুগত রাষ্ট্রচায় মিয়ানমার ভেঙ্গে।আইএস এর ছোট্ট একটি গুষ্ঠিও সক্রিয়।রমরমা অস্ত্রের ব্যবসা হবে এখানে।

বাংলাদেশ অস্তিত্ব সংকটেে পড়বে।দশ ট্রাকের ব্যবসা করতে যেয়ে।মোধি তিন বাহিনীর প্রধানের সাথে দীর্ঘক্ষণ আলাপ করেছে সেখানে পররাষ্ট্র মন্ত্রী ছিলেন।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪৯

সোনাগাজী বলেছেন:




আমাদের ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনের চা-সিংগারা গ্রেজুয়েট প্রস্তাব করেছেন, স্বরাষ্ট্র পদে আরেকজন কোমলমতিকে দিতে।

৫| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি কোথায় যেন শুনেছিলাম, কোবসের Experiential Learning সিস্টেম খুব কাজের।

আমাদের আন্দোলনের ছাত্ররা মনে হয় এই সম্পর্কে ওয়াকিবহাল।

আপনি এই Experiential Learning থিওরি সম্পর্কে কিছু শুনেছেন কি?

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০৬

সোনাগাজী বলেছেন:



না, আমি শুনিনি!

আমাদের ছাত্রদের জন্য সবকিছু পড়াতে হবে ফেইসবুকের অংশ হিসেবে; আমি এটুকু জানি।

৬| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



:)

এখনকার ছাত্ররা প্রযুক্তিঢ় উপর অনেকটা নির্ভরশীল, এটা সত্যি।

তবে, প্রযুক্তি না থাকলে আমরা করোনার সময়ে টিকতাম না, এটাও মানতে হবে!!!

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৮

সোনাগাজী বলেছেন:



করোনার টিকা কি বাংলাদেশে তৈরি হয়েছিলো; কিংবা বাংলাদেশ কি টিকা কিনেছিলো?

বাংলাদেশ ১ বিলিয়ন ডলারের টিকা কিনলে মৃতয়র হার আরো অনেক কম হতো।

৭| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৪

কিরকুট বলেছেন: আপনার উচিৎ ইউনুচ মিয়া কে ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করা৷ এতে আপনার মন ও মস্তিষ্ক উভয়ের ভ্রম কেটে যাবে৷

ব্লগ ভরায় ফেলছেন ইউনুচ মিয়ার জিকির তুলে।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৯

সোনাগাজী বলেছেন:



এগুলো আসলে ড: ইউনুসের সমস্যা নয়; উনার ৮৪ বছর বয়স হয়েছে, পড়ালেখায় পিএইচডি; ১ বিলিয়ন ডলারের চেয়ে বেশী ক্যাশ আছে; সমস্যাটা আমাদের মতো লোকজনের।

৮| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: হাসিনার পতনের জন্য শুধু ছাত্র নয়, শিবির থেকে শুরু করে সব দল নেমেছিলো। এমনকি বিহারী ক্যাম্প থেকে বস্তির সমস্ত পোলাপান নেমেছিলো।
দুই সম্বনয়ক )কোমলমতী) উপদেষ্টা হয়ে ভ্যাবা চ্যাগা খেয়ে গেছে। তারা বুঝতে পারচ্ছে না তাদের দায়িত্ব কি।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৭

সোনাগাজী বলেছেন:



২ কোমলমতি এডভাইজার হওয়াতে ভালো হয়েছে; মানুষ বুঝতে পারবে, এরা কাহারা! ভেঁড়ার চামড়া পরে বেশীদিন থাকতে পারবে না।

৯| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১০

ঊণকৌটী বলেছেন: aযাই হোক ভালই হোক, দেশের সারাদন মানুষের জন্য

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:



যেই ধরণের এনার্খী করছে ছাত্ররা, অর্থনীতি ও আইনশৃংখলা ইয়েমেনের পর্যায়ে চলে যাবে শীঘ্রই। "নতুন স্বাধীনতা"এর লোকজন চোখে অন্ধকার দেখবে।

১০| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কোমলমতিরা আর কখনোই পড়ার টেবিলে ফিরে যাবে না।
কেননা তারাই বাংলাদেশকে স্বাধীন করেছে ।
তারা মুক্তিযোদ্ধা ।
তারা এখন বিনা পরীক্ষায় বিনা পড়াশোনায় চাকরি পেয়ে যাবে এবং বিনা কাজেই বাসায় বসে বেতন দাবি করবে।

৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:২৬

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে থেকে বের করে "নতুন দেশ" ইয়েমেন।

১১| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




১৯৭৫ সালের ১৫ই আগস্ট মেজর ডালিমের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং
১৫ আগস্ট ২০২৪ সালে সার্জিস আলম নামে এক কোমলমতি নেতার বক্তব্য একই রকম একই রকম হুমকি দিয় বক্তব্য দেওয়া।

৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:২৭

সোনাগাজী বলেছেন:





ডালিম যাদের কাছে ট্রেনিং পেয়েছিলো, এরাই একই গ্রুপের কাছে ত্রানিং পেয়েছে।

১২| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১:২২

ডার্ক ম্যান বলেছেন: হাসিনার পতন ঘটিয়েছে সিআইএ/ আইএসআই। আবু সাইদ শিবিরের সাথী। যেটা পিনাকি আজ স্বীকার করলো।

ক্ষমতা বল বর্ধক, বীর্য বর্ধক। কোমলমতিরা এখন লাঠিমতিতে পরিণত হয়েছে।

কয়দিন পর লাঠিমতি/বিএনপি / জামায়তের ত্রিমুখী সংঘর্ষ উপভোগ করতে পারবেন।

৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:২৮

সোনাগাজী বলেছেন:



মগজহীন আপার অবদান।

১৩| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১:৪৭

রানার ব্লগ বলেছেন: চিপস আর পপকর্ন নিয়ে বসে পরুন। সামনে অনেক দৃশ্য আছে। সিনেমা কেবল শুরু।

৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:২৯

সোনাগাজী বলেছেন:



নিজকে রক্ষার ট্রেনিং নেন; এগুলো হুতিদের ছোট ভাই

১৪| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১:৪৮

কামাল১৮ বলেছেন: @ডার্ক ম্যান,গাজী সাব আর আমি যে আন্দোলন শুর হবার পর থেকে বলে আসছি সেটা শুনতে পান নি।পিনাকি বললো বলে শুনতে পেলেন।পিনাকি বহুরূপী।সকালে একটা বলে বিকালে আরেকটা বলে।

৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৩০

সোনাগাজী বলেছেন:




চিটাগং'এ খবর আসে সমুদ্র পথে।

১৫| ৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৩

নতুন বলেছেন: আপনি তো ছাত্রদের মাঝে পাকি দেখতেছেন।

সমালোচনা সোজা। আর বাস্তবতা শেখ হাসিনা সরকার নেই। নতুন সরকারই যা করার করবে।

এখন দেশ কংগো বা আমেরিকা হয়ে গেছে বলে লাভ নাই। যেটা হতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করি।

কি করলে দেশের ভালো হবে সেটা নিয়ে আলোচনা করুন না।

আপনি শেখ হাসিনা সরকারের পতনের পরে কি কি দেখবেন বলে আশা করেছিলেন?

বর্তমানের সরকার কি কি করলে দেশ ভালোর দিকে যাবে বলে আপনি মনে করেন?

৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৭

সোনাগাজী বলেছেন:



দেশ যে পদে পদে আফগানিস্তান ও ইয়েমেন হচ্ছে, সেটা আপনি দেখছেন না; জাতির সংস্কৃতি বদলায়ে দেয়া হচ্ছে ও মানহীন শিক্ষা ব্যবস্হাকে আরো পংগু করে দেয়া হচ্ছে।

৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৯

সোনাগাজী বলেছেন:



বর্তমান সরকার কি করতে সক্ষম সেটা এখনো বুঝা যাচ্ছে না।
পাকিরা ১৯৭৫ সালে একবার প্রতিশোধ নিয়েছিলো; এবার আবার নিয়েছে; ওরা আমাদেরকে আফগানিস্তান বানায়েছে।

১৬| ৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৫

নতুন বলেছেন: দেশ যে পদে পদে আফগানিস্তান ও ইয়েমেন হচ্ছে, সেটা আপনি দেখছেন না; জাতির সংস্কৃতি বদলায়ে দেয়া হচ্ছে ও মানহীন শিক্ষা ব্যবস্হাকে আরো পংগু করে দেয়া হচ্ছে।


দেশের মানুষের মাঝে ওয়াজের প্রভাব দেখতে পাচ্ছেন। আয়ামীলীগের আমলে চেতনা বিক্রি করে ধান্দাকরেছে তারা।
সেই ফাকে ওয়াজবাজেরা মগজ ধোলাই করেছে একটা গোস্ঠি।

যারা ওয়াজে ব্রেনওয়াস্ড হয় তারা অনুসারী, তারা দেশের ভবিষ্যতের নেতা হবেনা।

৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:




এই মহুর্তে জাতিতে নেতা নেই; একামত্র ভরসা হচ্ছেন ড: ইউনুস; কারণ, উনি আমেরিকার সাপোর্ট নিয়ে এসেছেন। কোমলমতিরা নেতা নয়, সেগুলো নেকড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.