নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
দেশের শিক্ষকদের চাকুরী হঠাৎ করে কোমলমতিদের পোর্টফোলিও'তে চলে গেছে; এই সপ্তাহে কোমলমতিরা নিজেদের মাঝে যোগাযোগ করে শতশত শিক্ষককে পিটায়ে মিটায়ে, রেজিগনেশন লেটারে সাইন করায়ে ক্লিনিকে কিংবা বাড়ীতে পাঠায়ে দিয়েছে; কোমলমতিরা বুঝতে পেরেছে যে, অনেক শিক্ষক এদেরকে পছন্দ করতো না; দেশ এখন কোমলমতিদের হাতে, এখন সরকারের আয় নেই; ছাত্রদেরও পরীক্ষা দেয়ার কিংবা ক্লাশ করার সময় নেই, অকারণে বসায়ে বসায়ে এত বেশী লোকজনকে বেতন দেয়ার দরকার কি?
সর্বোপরি, Gen-Z'এর লোকজনকে এসব এনালগ যুগের মাষ্টারেরা কি পড়াবে? এসব শিক্ষাকেরা কি ফেইসবুক সঠিকভাবে জানে?
কোমলমতিরা রাস্তায় নেমে যখন "নতুন বাংলাদেশ" আনছিলো, আমি পোষ্ট লিখে সামুতে শুধু শুধু চীৎকার দিচ্ছিলাম, "সারারণ ছাত্রদের" কে বা কাহারা ক্যাম্পাস থেকে রাস্তায় নিচ্ছে? আমি জানতাম রাস্তায় নামলে অনেক অনেক লাশ পড়বে; আমি জানতাম না যে, কোমলমতিরা আসলে কোটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, ওরা "নতুন বাংলাদেশ" আনছে নতুন করে। "নতুন বাংলাদেশ" কি বিনা রক্তে আসবে?
কোমলমতিরা যা চেয়েছিলো, সেটা পেয়েছে: "নতুন বাংলাদেশ", নতুন ১ সরকার; সরকারে ২ জন কোমলমতিও আছে, এরা নাকি Gen-Z'এর মানুষ, সবকিছু জানে! ভালো, নিশ্চয় বেগম জিয়া থেকে ভালো কিছু করবে!
ব্লগে ২/১ পোষ্টে "নতুন মুক্তিযোদ্ধা" শব্দটাও শুনেছিলাম; এই সপ্তাহে উহা দেখছি না; এই সপ্তাহে বেশী আসছে আমার বিপক্ষে অভিযোগ। এই অভিযোগের সুচনা হয়েছিলো ২০১৬ সালে, আজ অবধি উহা বন্ধের কোন লক্ষন নেই।
দেশ এখন পুরো এনার্খীতে; ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যাচ্ছে; তবে, মনে হয়, পড়ালেখা করার জন্য নয়, মাষ্টারদের পিটানোর জন্য ও চাকুরী থেকে বরকাস্ত করার জন্য; অনেক শিক্ষক আহত হয়েছে, হার্ট এ্যাটাকের খবরও পাওয়া গেছে।
৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:২১
সোনাগাজী বলেছেন:
সমস্যা তো ওখানে, আর্মি এলে আপনাদের স্যালুউট দেয়, আমাকে বুটের লাথি মারে!
উটকে কি কি খেতে দেন?
২| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৩:৪৩
কামাল১৮ বলেছেন: বড়-ভাই শিবিরের কাছ থেকে শিখেছে।কি ভাবে ক্ষমতা থেকে তাড়াতে হয়।এই প্রবণতা সহশা বন্ধ হবে না।
৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:২৩
সোনাগাজী বলেছেন:
এই প্রজাতি জানে যে, শিক্ষকেরা এগুলোকে ঘৃনা করে।
৩| ৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৫:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই প্রজন্ম বিভ্রান্ত প্রজন্ম ।
এরা হয়তো টাকার গন্ধ পেয়ে গেছে।
৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৫:৩৮
সোনাগাজী বলেছেন:
এগুলো মনে হয় বেদুইন।
৪| ৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:০৭
অধীতি বলেছেন: সবক'টা ঘটনাকে এক কাতারে দেখলে হবে না। যা দালালি করতো শিক্ষকের মুখোশে তাদের ক্ষেত্রে পরিনাম যাথার্থ। এছাড়াও অন্যদের দেখাদেখি আরো অনেকে করেছে যেটা ঠিক হয়ে যাবে। অন্তত মুক্তিযুদ্ধ বেঁচে খাওয়া দলটার মত বিচারহীন থাকবে না বাংলাদেশ।
৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৬
সোনাগাজী বলেছেন:
এরা দেশে চালাচ্ছে, বিচার করছে; এখন থেকে বিচার আপনিও করতে পারবেন; এই সিষ্টেমের নাম আফগানিস্তান
৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:১৮
সোনাগাজী বলেছেন:
প্রশ্নফাঁসদের জন্য শিক্ষক হচ্ছেন অপ্রোজনীয় ব্যক্তি।
৫| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:২৫
নাহল তরকারি বলেছেন: ২০০৫ বা ২০০৬ সালের দিকে স্যারদের কাছে প্রাইভেট না পড়লে স্যারেরা নাম্বার দিতো না। ২০১০ সালের দিকেও স্যারদের কাছে প্রাইভেট না পড়লে ব্যাবহারিক পরীক্ষায় স্যারেরা নাম্বার দিতো না। অনেক গরিব মানুষ ভর্তির সময় সমন্ন টাকা জমা দিয়ে ভর্তি হওয়া লাগছে। যেখানে আর্থিক ভাবে সচ্ছল ছাত্ররা কিছুটা কম টাকা দিয়ে ভর্তি হয়েছে। ফরম ফিলাপের সময় একই অবস্থা। এসব নিয়ে ছাত্রদের ক্ষোভ আস্তে আস্তে বাড়তে থাকে। এখন তাদের দিয়ে জোরপূর্বক রিজাইন করাচ্ছে।
৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৪
সোনাগাজী বলেছেন:
আমার জীবনে ১ দিনও কোন প্রাইভেট শিক্ষকের পড়িনি; ক্লাশের পড়া আমার জন্য যথেষ্ঠ ছিলো। আপনি বেগম জিয়ার আমলের কথা বলছেন, বেগম জিয়া ম্যাট্রিক ( এসএসসি ) পাশ করতে পারেননি; উনার ২ ছেলের ১ জনও ব্যাচেলর ডিগ্রিতে যেতেও পারেনি। শিক্ষা নিয়ে জাতি পুরোপুরিভাবে বিভ্রান্ত।
আপনার মতে, আমাদের দেশের মানুষের যেই ধরণের আর্থিক অবস্হা, এই দেশে প্রাইভেট ইউনিভার্সিটি থাকা কি উচিত?
৬| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৪
অধীতি বলেছেন: লেখক বলেছেন: এরা দেশে চালাচ্ছে, বিচার করছে; এখন থেকে বিচার আপনিও করতে পারবেন; এই সিষ্টেমের নাম আফগানিস্তান।
মুরুব্বি আফগানিস্তানের গল্প এখন আর কেউ খায় না। এই জঙ্গি ট্যাগ এখন আর খায় না বিশ্বও খায় না বাঙালীও খায় না। যদি এই জঙ্গি ট্যাগ খাইতো তাহলে তাদের পতন হইত না।
৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৬
সোনাগাজী বলেছেন:
কারণ, বাংলাদেশ নিজেই আফগানিস্তান হয়ে গেছে; বাংলায় আপনার আফগানি কবিতা আমি পড়েছি।
৭| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১৩
চোরাবালি- বলেছেন: পুলাপান বেয়াদব, মস্ত বেয়াদব, প্রথম বেয়াদবি করল কোটা আন্দোলন নিয়ে, তাও আবার সর্বচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে। এর একজন বয়ষ্ক মানুষকে হেনস্তা করে দেশ ছাড়া করল, কী এমন ক্ষতি করেছিল, ভোটাধিকার হরণ, গুম, আয়না ঘর, গণহত্যা, পিলখানা, ফাঁসির আসামিকে জবাই, পার্শ্ববর্তী দেশকে করিডোর দেয়া, হাইকোর্টের রাই মেনুপুলেট করা ইত্যাদি। এরজন্য তো বিচার বিভাগ ছিল, ছাত্ররা কেন দেশ ছাড়া করবে। এসব ছাত্রদের ভবিষ্যত অন্ধকার
৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪০
সোনাগাজী বলেছেন:
মনে হয়, আপনার রগ-কাটা যন্ত্রের ট্রেনিং নেয়া আছে! আপনি ভালোই আছেন!
৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫০
সোনাগাজী বলেছেন:
কানাডা পাশের দেশকে করিডোর না দিলে আমেরিকা আলাস্কায় যাচ্ছে কি করে? আপনার মতো লোকজন কানাডা চালায় না।
৮| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৩
ধুলো মেঘ বলেছেন: দেশের ৬০ লক্ষ শিক্ষকের মধ্যে মনে হয় ৬০ জনকেও মারপিট করে তাড়ানো হয়নি। যেগুলোকে তাড়ানো হয়েছে - তারা কোটা আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদেরকে ব্যাপক হয়রানি করেছিল বলে অভিযোগ আছে। লীগের আমলে হয়রানি করবে, আবার লীগ পালালেও তারা ঐ আসনে বলে খবরদারি করবে - এটা তো হতে পারেনা।
শিক্ষকদের সম্মান তার আনিজেরাই নষ্ট করেছে ছাত্রলীগের পদলেহন করে।। তারা আর শিক্ষকতার ঐ মহান পেশায় থাকার যোগ্য না।
৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৭
সোনাগাজী বলেছেন:
আপনার ও কোমলমতিদের পড়ালেখার জন্য শিক্ষকের দরকার ছিলো না, ফাঁসকরা প্রশ্নপত্রই ছিলো বড় শিক্ষক
৯| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৭
চোরাবালি- বলেছেন: কারণ কানাডা ভাগের সময় সে বিষয়ে চুক্তি ছিল এবং যাবার জন্য সমুদ্র পথ ছাড়া আর পথ নেই। প্রতিবেশি দেশের যাবার পথ আছে। যাউকগা ছাত্ররা বেয়াদব মেনে নিলাম আপনার কথা।
৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৯
সোনাগাজী বলেছেন:
ইউরোপের সব দেশের উপর দিয়ে সব জাতি যাওয়া আসা করছে, সেজন্য ইউরোপ এত ভালো আছে।
১০| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: ছাত্র-ছাত্রীরা তো বিচারের সংষ্কৃতি দেখে বড় হয়নি তো কি করবে?
৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪০
সোনাগাজী বলেছেন:
ওরা দেশকে আফগানিস্তান বানায়েছে; ড: ইউনুস থাকায় উহা বুঝা যাচ্ছে না।
১১| ৩১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৬
রানার ব্লগ বলেছেন: কমলমতিদের ভবিষ্যত ততটা কমল নাও হতে পারে ।
৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪১
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা বেদুইন, ড: ইউনুসের ছায়ার মাঝে লুকিয়ে আছে।
১২| ৩১ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৪
ক্ষণিকের যাত্রী বলেছেন: কোমলমতিরা দেশ কে জাহান্নামে ফালাই দিছে
৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪২
সোনাগাজী বলেছেন:
ধুয়া পরিস্কার হলে, বুঝা যাবে এরা ঠিক বাংগালী নয়।
১৩| ৩১ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৭
নতুন বলেছেন: আপনিও যদি আফসোসলীগের মতন আচরন করেন তবে সেটা কস্ট লাগে।
এইসব ছাত্রদের পেছনে বিএনপি/জামাত পন্হি শিক্ষকটা আছে সেটা সত্যি।
কিন্তু যেটা হচ্ছে সেটা কোমলমতিদের নির্দেশেনা। এই সরকারের নির্দেশে হচ্ছেনা।
দেশে সরকারের পুরো নিয়ন্ত্রনে যেতে সময় লাগছে। এই সুযোগে কিছু ধান্দাবাজ শিক্ষকরা পেছনে থেকে ছাত্রদের ক্ষোভকে কাজে লাগিয়ে তারা আয়ামীপন্হিদের পদত্যাগে বাধ্য করেছে।
এটা বন্ধ হবে। একটু সবুর করুন। দেশের সবাই সাধুসন্নাসী না। আয়ামীলীগ বাদেও অনেক দল আছে, ভিলেজ পলেটিকস আছে, তারা ঘর পোড়ার মাঝে আলু পোড়া দিচ্ছে। নতুবা বঙ্গ ভবন থেকে কোরান লুট করে নিয়ে যেতোনা। হাসিনার অন্র্তবাস নিয়ে উল্যাস করতো না।
আমেরিকা ইউরোপের মতন ভদ্র দেশেও সাধারন মানুষ বিদ্যুত না থাকলে, রায়াটের সময়ে সুযোগ পেলে লুট করে। সমাজে সব রকমের মানুষই আছে। কিন্তু দেখতে হবে নির্দেশটাকি প্রধান থেকে আসে নাকি দুস্টু লোকে সুযোগ নেয়।
কিন্তু যেই সব শিক্ষকরা আয়ামীপন্হি ছিলেন এবং তারা বর্তমানে উপরে উঠেছেন আয়ামীলীগের মাধ্যমে তাদের কি করা উচিত বলে আপনার মনে হয়।
৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৮
সোনাগাজী বলেছেন:
৩য় বিশ্বে মানুষ সহজে শিক্ষকের চাকুরী পায় না; শিক্ষক হতে বাংলাদেশে ঘুষ লেগেছে, আত্মীয় লেগেছে, দল লেগেছে। বিএনপি, জামাত ও বিনা দলের লোকেরাও এভাবে শিক্ষের চাকুরী পেয়েছে। কোমলমতিরা স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি থেকে বাংগালী সংস্কৃতিকে মুছে ফেলার জন্য এই কাজ করছে।
১৪| ৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৫
নতুন বলেছেন: কোমলমতিরা স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি থেকে বাংগালী সংস্কৃতিকে মুছে ফেলার জন্য এই কাজ করছে।
কোমলমতিরা বাংলাদেশে ঘুষ লেগেছে, আত্মীয় লেগেছে, দল লেগেছে। বিএনপি, জামাত ও বিনা দলের লোকেরাও এভাবে শিক্ষের চাকুরী পেয়েছে। এই ধান্দার পথ বন্ধ করবে।
৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩২
সোনাগাজী বলেছেন:
ইহা বন্ধের পথ কোন বাংগালী এখনো উচ্চারণ করেনি।
১৫| ৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৩
নতুন বলেছেন: ইহা বন্ধের পথ কোন বাংগালী এখনো উচ্চারণ করেনি।
ইহা বন্ধের শুরুটা শুরু হলো এই সরকারের হাতে।
৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৮
সোনাগাজী বলেছেন:
সরকার সবই করবে, ইহা ১টা প্রতাাশা; বাস্তবতা দেখেন।
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সর্বশেষ ডাক্তারদের ধর্মঘট নিয়ে দেশ এখন মারাত্মক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
তোরাও কোমলমতি দের অনুকরণে তাদের ধর্মঘটের নাম দিয়েছে কমপ্লিট শাট ডাউন।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:০৯
সোনাগাজী বলেছেন:
ওরাও কোমলমতি, ওরা কি ড: ইউনুসকে সরাতে চাচ্ছে?
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সর্বশেষ ডাক্তারদের ধর্মঘট নিয়ে দেশ এখন মারাত্মক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
ডাক্তাররাও কোমলমতিদের অনুকরণে তাদের ধর্মঘটের নাম দিয়েছে কমপ্লিট শাট ডাউন।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:১১
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা পুরাদেশে এনার্খী সৃষ্টি করছে করছে, দেশের কন্ট্রোল হাতে নেয়ার চেষ্টা করছে,
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৩:০২
ঋণাত্মক শূণ্য বলেছেন: বিশ্বাস করেন, আপনার জন্য মাঝে মধ্যে আমার দুঃখ হয় যে, এই বয়সে এসে আপনাকে কত কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনার দল একাধিকবার আর্মির বুটের লাথি খাওয়ার পর এখন এভাবে ছাত্রদের জুতাপেটার সামনে পড়তে হলো। আপনার নিশ্চই খুব কষ্ট হয়!