নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জুন বলেছেন, কাগু কেন আমেরিকার নির্বাচন নিয়ে লেখেন না?

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২



আজকে বাংলাদেশের সবকিছু নির্ভর করছে আমেরিকার উপর: আমাদের সেনাবাহিনী, ড: ইউসুস, পলিটিশিয়ানদের অনেকের চাবিকাঠি, তারেকের দেশে ফেরা, জয়ের বিচার, সবই আমেরিকার হাতে; ড: ইউনুস কি টিকবেন, নাকি ফেইল করবেন সেটাও আমেরিকার হাতে। আবার আমেরিকা নিজেই এক ভয়ংকর নির্বাচনের (নভে: ৫, ২০২৪) মাঝখানে আছে, যার ফলাফল নিয়ে ভয়ংকর অস্হিতিশীল অবস্হার সৃষ্টি হতে পারে; যদি তা ঘটে, বাংলাদেশে ড: ইউনুস ফেইল করার বিশাল সম্ভাবনা আছে।

ব্লগার জুনের শৈশব কেটেছে উত্তর চট্টগ্রামে, আমাদের এলাকায়; সেকারণে, জুন আমাকে কাকু ডাকার কথা; কিন্তু উনার মেজাজ একটু চড়া হলে কাগু ডাকেন। পাহাড় আর সাগরের মোহন প্রকৃতির কোলে উনার শৈশব কেটেছে, তিনি প্রকৃতিকে ভালোবাসেন। তবে, মাঝে মাঝে আমার উপর একটু ক্ষেপেন; কারণ, উনি এখন শহরের ইটপাথর ও দুষিত পরিবেশে বাস করছেন, সাথে শহরের শিকলে আটকে যাওয়া কিছু ব্লগারের বলয়ে আছেন।

আমেরিকার নির্বাচন নিয়ে আমি অনেক বছর থেকে ব্লগে লিখেছি; ঢাকার সবচেয়ে জ্ঞানী বাংগালীও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে পুরোপুরি বুঝতে পারেন না; কারণ, ঢাকার জ্ঞানীদের রাজনৈতিক জ্ঞানটা লিলিপুটিয়ানদের চেয়ে কম; এরা কিছুতেই "প্রাইমারী", "ইলেকটোরাল কলেজ ভোট", "কনভেনশনে নমিনেশন", ":স্যুইং-ষ্টেেইট", এসব দরকারী গণতান্ত্রিক ডেফিনেশন ও ষ্টেপগুলো বুঝেন না।

যাক সংক্ষেপে, ২/৩ লাইনের মাঝে আজকের অবস্হানটা লিখছি: ট্রাম্প হচছে রিপাবলিকান দলের প্রার্থী, কমলা হ্যারিস হচ্ছেন ডেমোক্রেটদের প্রার্থী; ডেমোক্রেটদের আসল প্রার্থী ছিলো বাইডেন; কিন্তু উনার স্বাস্হ্যগত কারণে ও দলের চাপে সরে গিয়ে কমলাকে প্রার্থী করেছেন।

বাইডেন প্রার্থী হিসেবে থাকলে পরাজয় ১০০ ভাগ নিশ্চিত ছিলো; কমলা প্রার্থী হওয়ার পর, ২ পক্ষই প্রায় সমানে সমান; নির্বাচন এখনো ২ মাস দুরে, অনেক কিছু বদলাতে পারে! তবে, ৬টি স্যুইং ষ্টেইটের মাঝে কমলা ৪টিতে সামান্য এগিয়ে আছে। সামনে আছে ডিবেইট, তাতে কোন ১ পক্ষ এগিয়ে যেতে পারে।

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৩

গেঁয়ো ভূত বলেছেন: যদিও অস্ত্র ব্যাবসায়ীরা চাইবেন না ট্রাম্প জিতুক, তবুও ধরে নিচ্ছি ট্রাম্পই জিতবেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে?

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৮

সোনাগাজী বলেছেন:




ট্রাম্প জিতলে, ড: ইউনুস দরকারী সাপোর্ট পাবার সম্ভাবনা কমে যাবে, তাতে তিনি ফেইল করতে পারেন; তখন আমরা পুরোপুরি ইয়েমেনে পরিণত হবো। অবশ্য আমেরিকান দুতাবাস ট্রাম্পকে বুঝাতে চাইবে।

ড: ইউনুস দেশ চালানোর মতো বিশ্ব ব্যাংক ঋণ পাবার সম্ভাবনা কমবে।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৩

কামাল১৮ বলেছেন: আন্তর্জাতিক বিষয় নিয়ে ব্লগে আপনি সব থেকে বেশি লিখেন আপনি।আমেরিকার নির্বাচন নিয়ে আদ্যোপান্ত আপনার লেখাতেই পাওয়া যায়।বাংলাদেশের নির্বাচন নিয়েও বস্তুনিষ্ঠ লেখা আপনার কাছ থেকেই পাওয়া যায়।
আমি মনে করেছিলাম চাটগায়ের লোক জন কাকু কে কাগু বলে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



কাকু আর কাগু ২'টাই ঠিক আছে, মেজাজের উপর নির্ভর করে।

বাংগালীরা গনতান্ত্রিক নির্বাচন দেখনেনি, তাই সঠিক নির্বাচন কি জিনিষ উহা বুঝে না।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৯

জুন বলেছেন: আমি একটু আগে নিউজে দেখলাম ইমিগ্রেন্ট আমেরিকান ছাড়া আমেরিকাবাসীরা কমলার উপর বেশি ভরসা করছে না। তারা হোয়াইট হাউসে একজন শক্তিশালী, ভিশনারি, কুটনীতিতে পারদর্শী নেতা চায়। ফ্লিপফ্লপ পরা, কথায় কথায় হাসিতে গড়িয়ে পরা কাউকে নয়। আর সুইং স্টেটেও কমলার ভরাডুবি হতে পারে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৪

সোনাগাজী বলেছেন:



মনে হয়, হাসি উনাকে সাহায্য করছে; কমলা আমেরিকার সাদা পুরুষদের ক্ষেপাচ্ছেন, নিজকে "প্রসেকিউটর" দাবী করে; নিজকে "ভাইস" দাবী করে, বাইডেনের ভুলগুলো থেকে নিজকে মুক্ত করতে পারতেন।

কালোদের বেশী সমানে রেখেও ভুল করছেন। যাক, ডিবেইটে যদি ট্রাম্পকে আক্রমণ না করেন, অবস্হা ভালোর দিকে যাবে।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৮

জ্যাক স্মিথ বলেছেন: ট্রাম্প-বাইডেনের ডিবেইট পুরোটাই দেখেছিলাম, বাইডেন চরম হতাশ করেছিলো সেদিন।
আশা করি আগামী ডিবেইটে ট্রাম্পকে ধরাশায়ী করবে কমলা, যদি তা না পারে তাহলে ট্রম্প'ই হতে যাচ্ছে আগামীর প্রেসিডেন্ট।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৪

সোনাগাজী বলেছেন:



অবস্হানুসারে এখনো ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা; তবে, ডিবেইটের পর আরো পরিস্কার হবে। ডিবেইটে, কমলা যদি ট্রাম্পকে আক্রমণ করে, কমলা হেরে যাবে সহজেই।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৬

সোনাগাজী বলেছেন:




আমেরিকানরা চায় বর্ডার সীল কর, বাজারদর কমাও, ইনফ্লেশান থামাও

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫০

জ্যাক স্মিথ বলেছেন: ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে।



তরুণ/তরুণীরা নাকি এবার কমলা হ্যারিসের পক্ষে, এটা কতটুক সত্যি?

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:০০

সোনাগাজী বলেছেন:



সঠিক; তবে, সমস্যা হলো, ওরা ভোটের দিন ভোট দেয় না।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩০

নূর আলম হিরণ বলেছেন: ইউনূস নিউইয়র্কে যাচ্ছে, কেনো যাচ্ছে ?

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:০১

সোনাগাজী বলেছেন:


দেশে চালানোর জন্য টাকার দরকার, সাথে উনি যাতে টিকে থাকার মত সাপোর্ট পান, সেটা নিশ্চিত করার জন্য।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৩

এম ডি মুসা বলেছেন: এত হিসেবে কম বুঝি।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১২

সোনাগাজী বলেছেন:



আপনার কপালে দু:খ আছে, দেশে ছাকুরী বাকুরী থাকবে না কয়েক বছর।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১১

ঊণকৌটী বলেছেন: কিছু কিছু শুনতে পাচ্ছি যে, বাংলাদেশ এর কিছু অংশ পার্বত্য অঞ্চল কে নিয়ে খ্রিস্টান রাষ্ট্রের কথা উঠছে, আর একটা বাস্তব জিনিস বাংলাদেশ বর্ডার আজকের দিনে চীন পাকিস্তানের সীমান্তের মতো সুরক্ষিত রাখবে, আমি তো ত্রিপুরার সীমান্তে থাকি গরু, চিনি, থেকে অসংখ্য জিনিস পাচার বন্ধ হয়েছে ও প্রচুর বাংলাদেশী ও ধরা পড়ছে সীমান্তে বিশ্বাস না করলে প্রতিদিনের নিউজ রিপোর্ট লিঙ্ক করে দেবো







০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১৫

সোনাগাজী বলেছেন:




পাহাড়িয়াদের কোন আয় নেই, চাকুরী নেই; ওরা সবাই দলে দলে খৃষ্টান হয়ে গেছে; ওখানে এখন পাহাড়িয়াদের সম পরিমাণ বাংগালী আছে; ফলে, খৃষ্টান দেশ কে কিভাবে করবে?

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১১

ঊণকৌটী বলেছেন: কিছু কিছু শুনতে পাচ্ছি যে, বাংলাদেশ এর কিছু অংশ পার্বত্য অঞ্চল কে নিয়ে খ্রিস্টান রাষ্ট্রের কথা উঠছে, আর একটা বাস্তব জিনিস বাংলাদেশ বর্ডার আজকের দিনে চীন পাকিস্তানের সীমান্তের মতো সুরক্ষিত রাখবে, আমি তো ত্রিপুরার সীমান্তে থাকি গরু, চিনি, থেকে অসংখ্য জিনিস পাচার বন্ধ হয়েছে ও প্রচুর বাংলাদেশী ও ধরা পড়ছে সীমান্তে বিশ্বাস না করলে প্রতিদিনের নিউজ রিপোর্ট লিঙ্ক করে দেবো







০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১৮

সোনাগাজী বলেছেন:



পুরো ত্রিপুরার সীমান্ত হয়ে মসলা, চিনি, ফেনসিডিল, কাপড়, কসমেটিকস নিয়ে আসে বাংগালীরা ত্রিপুরা থেকে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:২০

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা চোরাই পথে আরবদেশ থেকে স্বর্ণ এনে ট্রিপুরা হয়ে ভারতে বিক্রয় করে।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৯

ঊণকৌটী বলেছেন: sorry দুইবার এসে গেছে

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৫

প্রহররাজা বলেছেন: ট্র্যাম্প জিতুক, আমেরিকা অন্য দেশে নাক গলানো আর যুদ্ধে ইন্ন্ধন দেয়া বন্ধ করবে। আমাদের ইউনুস চুরা ধরা খেতে পারে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫২

সোনাগাজী বলেছেন:



ট্রাম্প জিতলে, বাংলাদেশ, সুদান আফগানিস্তান, ইয়েমেন, ইতয়াদি নিয়ে সে মাথা ঘামাবে না; কারণ, এসব জাতি ও আফ্রিকার সব জাতিগুলোকে সে "Asshole" জাতি বলে থাকে। ফলে, ইউনুস যদি সরতে বাধ্য হয়, সে কিছুই করবে না; বাংলাদেশে গৃহযুদ্ধ হতে পারে।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪২

দেখা হবে রাজপথে বলেছেন: আহা আপনি না থাকলে যে এই মহা ভোদাই জাতির কি হইত গাজী বাবু ; "প্রাইমারী", "ইলেকটোরাল কলেজ ভোট", "কনভেনশনে নমিনেশন", ":স্যুইং-ষ্টেইট", এসব দরকারী গণতান্ত্রিক ডেফিনেশন ও ষ্টেপগুলো আর কার কাছ থেকে শিখতে?
কুয়োর ব্যাঙ কুয়োটাকেই সুমুদ্র জ্ঞান করে জানেন তো?

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৫

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, আপনি আমেরিকান নির্বাচন বুঝেন, নীচে আপনার ব্লগিং:

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ২২টি
মন্তব্য পেয়েছি: ০টি

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৬

নতুন বলেছেন: বাইডেন প্রার্থী হিসেবে থাকলে পরাজয় ১০০ ভাগ নিশ্চিত ছিলো; কমলা প্রার্থী হওয়ার পর, ২ পক্ষই প্রায় সমানে সমান; নির্বাচন এখনো ২ মাস দুরে, অনেক কিছু বদলাতে পারে! তবে, ৬টি স্যুইং ষ্টেইটের মাঝে কমলা ৪টিতে সামান্য এগিয়ে আছে। সামনে আছে ডিবেইট, তাতে কোন ১ পক্ষ এগিয়ে যেতে পারে।

বাইডেনের বয়স হয়েছে তিনি শারিরিক ভাবে অক্ষম।

কিন্তু কমলা নৃত্য করছেন কিন্তু আমেরাকান জনগন কি নারী প্রেসিডেন্টকে ভোট দেবে?

ট্রাম্পই পরের প্রেসিডেন্ট।

ট্রাম্প ড: ইউনুসের দোস্ত হয়ে যাবে, চিন্তার কিছুই নাই।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০০

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস কাহাদের বন্ধু ( ক্লিনটন পরিবার, ওবামা, বাইডেন ) ট্রাম্প জানে। মুসলিম ও আফ্রিকান জাতিদের নিয়ে সে এক মিনিটও সময় ব্যয় করবে না; এবার যদি সে জিতে, আমারিকা আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে সে ভয়ংকর সমস্যার সৃ্ষ্টি করবে।

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৫

কিরকুট বলেছেন: অপ্রাসঙ্গিক একটা মন্তব্য করছি ।

যে সকল ইসলাম ধর্মীয় ভিত্তিক দল আছে এবং তাদের সাপোর্টার আছে এরা জামা কাপড় খুলে এখন অপেক্ষায় আছে কাফের দেশ আমেরিকা তাদের পক্ষে থাকবে কি না এই চিন্তায় । বিষয় টা কেমন জানি ।

যদি আমেরিকা মোড় ঘুরিয়ে দেয় এদের যে কি একটা কান্না কাটির রোল পরবে সেইটা ভেবে মজা পাচ্ছি । অথচ সারা দিন ইহুদী নাসেরাদের এরা প্রান ভরে গালি দেয় । ব্যাপার টা এমন হলো যে থালে খায় সেই থালে বমি করে ।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৩

সোনাগাজী বলেছেন:




ট্রাম্প জিতলে, বাংলাদেশ আমেরিকা থেকে কোন ধরনের সাহায্য পাবার সম্ভাবনা কম, ড: ইউনুস দেশ চালাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। তখন দেশে ভয়ংকর কিছু ঘটবে।

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪

নতুন বলেছেন: ট্রাম্প জিতলে, বাংলাদেশ আমেরিকা থেকে কোন ধরনের সাহায্য পাবার সম্ভাবনা কম, ড: ইউনুস দেশ চালাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। তখন দেশে ভয়ংকর কিছু ঘটবে।


আমেরিকা এখন একটু দৌড়ের উপরে আছে, ট্রাম্প এলে দৌড়ের গতি বাড়বে।

যেই সম্রাজের রাজা ট্রাম্পের মতন তার পতনের জন্য চীনের খুব বেশি কস্ট করতে হবেনা।

আমেরিকা ভারতের প্রভাব নস্ট করতে চেস্টা করতেই থাকবে, সেই সাহাজ্য আমেরিকা করবে দরকার হলে। সেটার দরকার আছে।

এবার ড: ইউনুস সরকার ছাত্রদের নতুন দলকে ক্ষমতায় আনতে সমর্থ হবে।

আশা করি আফসোসলীগের ষড়যন্তে কাজ হবেনা।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৮

সোনাগাজী বলেছেন:



চীনাদের জন্ম হয়েছে কাজ করার জন্য ও অন্য জাতির সম্পদ আহরণ করার জন্য, আমেরকার কাজ হলো, বিশ্বকে লীড দেয়া।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২০

সোনাগাজী বলেছেন:



ট্রাম্প জিতলে, ড: ইউনুস হতাশ হয়ে যাবেন। কমলা জিতলে, ড: ইউনুসকে সাহায্য করবে।

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৪

নতুন বলেছেন: চীনাদের জন্ম হয়েছে কাজ করার জন্য ও অন্য জাতির সম্পদ আহরণ করার জন্য, আমেরকার কাজ হলো, বিশ্বকে লীড দেয়া।


চীনারা সম্রাট হতে চাইবে তাদের সম্পদ বাড়ানোর জন্যই।

আমেরিকাও বিশ্বকে লীড দিচ্ছে নিজের সম্পদ বাড়াতেই, বিশ্বের উপকার করতে না। সেটা কোন সম্রাজ্যবাদই চায় না।

চীনারা সম্পদে ইতিমধ্যে আমেরিকাকে টপকে গেছে, এই জামানায় ৩য় বিশ্বযুদ্ধের সম্ভবনা নাই তাই সামরিক ভাবে আমেরিকাকে পরাস্থ না করে তারা অর্থনৈতিক ভাবে আমারিকাকে দূর্বল করে আমেরিকাকে পরাস্থ করতে চাইবে চায়না।

যদিও সেটা বিশ্বের জন্য খারাপ হবে, কিন্তু আমার মনে হচ্ছে সেই দিকে যাচ্চে চায়না।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৭

সোনাগাজী বলেছেন:




চীনারা অনেকে আফ্রিকান ও দ: আমেরিকান দুর্নীতিবাজ সরকারদের কাছ থেকে অনেক জমি ও ব্যবসায়িক সুবিধা কিনেছে; সেগুলো হারাবে ও ষেইসব দেশের মানুষ ওদেরকে তাড়াবে।


শেখ হাসিনার সরকারকেও পুরোপুরি দুর্নীতিবাজি করতে সাহায্য করেছে।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন:

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:



এদেরকে কৌশলে আন্দোলনে ব্যবহার করা হয়েছে।

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৮

অরণি বলেছেন: আওয়ামীলীগের চুরিচামারী নিয়ে কিছু লেখেন।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



আমারটা আনুমানিক হবে; দরবেশের দেয়া জবানবন্দীর উপর একটি শ্বেতপত্র বের করে জাতিকে দেয়া হচ্ছে ড: ইউনুসের কর্ত্বব্য

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৭

রাজীব বলেছেন: যারা আওয়ামী সমর্থক ও আমেরিকার নগরিক তারা কি ট্রাম্পকে ভোট দিবে?

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:০২

সোনাগাজী বলেছেন:



না, বিএনপি সাপোর্টারেরা ট্রাম্পকে ভোট দিবে, মনে হয়।

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাইডেন পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে ট্রাম্পের জয়ের সম্ভাবনা কিছুটা বাড়িয়ে দিয়েছেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:০৩

সোনাগাজী বলেছেন:



বাইডেন মোটামুটি প্রেসিডেন্ট হিসেবে ইডিয়ট টাইপের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.