নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
আমার ব্লগিং'এর পুরো সময়টাতেই আমাকে চেষ্টা করতে হয়েছে ব্যান, সেমিব্যান ও কমেন্ট ব্যানের থেকে দুরে থাকতে; কিন্তু বেশীরভাগ সময়ই আমি ব্যান, সেমিব্যান ও কমেন্ট-ব্যান থেকে বের হতে পারিনি।
সব সময়, আমার আশা ছিলো যে, আমাদের ব্লগারেরা চলমান ঘটনা, ঐতিহাসিক বিষয়, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে লেখার সময় সিমানটিক ভুল করলে, মন্তব্য করে ফিডব্যাকে ভুল নিয়ে আলোচনা করবো। বাস্তবে, ইহা কখনো তেমন কাজ করেনি; এবং ভবিষ্যতে কাজ করবে বলে মনে হয় না।
ব্লগে প্রচুর ব্লগার বলতেন যে, তাঁরা পড়ালেখার সময় ক্লাশে ১ম হতেন; কিন্তু তাঁদের লেখা পড়লে, আমার মনে হতো, এঁরা কি স্কুল শেষ করেছেন, নাকি বেগম জিয়ার মতো অবস্হা।
আমি কয়েক হাজার ব্লগারের সাথে ব্লগিং করেছি; অনেকেই প্রফেশানেল ছিলেন; কিন্তু বেশীর ভাগেরই অবস্হা ছিলো ভয়ংকর। আবার মাঝে মাঝে ভাবি, আমি নিজেই ঘোড়া রোগে ভুগি কিনা? কবিতা পড়লে মনে হয় গার্বেজ, গল্প পড়লে মনে হয় প্লট নেই, উপন্যাস পড়লে মনে হয় পুরোটাই মেদ, রাজনৈতিক পোষ্ট পড়লে মনে হয় সংবাদ পড়ছি, চলমান ঘটনা নিয়ে লিখলে দেখি লেখকের কোন মতামত নেই, জানা বিষয়ে লিখতে গিয়ে গরুর রচনা লিখে বসেন; মাঝে মাঝে দেখি গরুর রচনায় গরুর ৬'টি পা।
আমি অনেকের পোষ্টের প্রতি লাইনেই সমস্যা দেখি। ব্লগার নীল আকাশ, সোনাবীজ, পদাতিক চৌ:, ভুয়া, শেরজা, অপু, কামারুজ্জমানের মন্তব্যগুলো আমার পোষ্টের ২/৩ গুণ লম্বা হয়; এগুলো দেখলেই ভয়ে আমার শুধু পানি খেতে ইচ্ছা করে; আমি এঁদের পোষ্টে কি মন্তব্য করবো, আর মন্তব্যের কি উত্তর দেবো?
এখন আমাদের ব্লগারদের মাঝে ৬০/৭০ ভাগ হচ্ছে ধর্মীয় ব্লগার; বিশ্ব সম্পর্কে এদের সম্যক কোন ধারণা ও সঠিক জ্ঞান নেই; এদের লেখা হলো মোটামুটি গার্বেজ; দেশের বর্তামনা অবস্হা নিয়ে এরা কি লিখবেন? এদের লেখায় কমেন্ট করে সময় নষ্ট; আমার কমেন্ট ক্ষমতা দিয়ে আমি কি করবো?
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২
সোনাগাজী বলেছেন:
শুনেছি উনি ভালো ছাত্র ছিলেন না; আমাদের ব্লগারদের প্রায় সবাই ক্লাশে ১ম স্হান পেতেন।
আমাদের বেশীরভাগ ব্লগারের লেখা গার্বেজ; কিন্তু শেখ হাসিনা তিনি ৪৪ বছর আওয়ামী লীগের সভাপতি, ৫ বার প্রধানমন্ত্রী ও ২ বার বিরোধী নেত্রী ছিলেন।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬
হযবরল ৭৩ বলেছেন: ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে কখনই জনপ্রিয় ধারণা ছিল না। বাংলাদেশের অনেক শিক্ষিত ব্যক্তি 1972 সালেও এটা পছন্দ করেনি।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪
সোনাগাজী বলেছেন:
১৯৭২ সালে দেশের শিক্ষার হার কত ছিলো? অশিক্ষিত মানুষ ধর্মনিরপেক্ষতা বুঝার কথা নয়/
তখন শতকরা ১৭ জন নাম লিখতে জানতেন।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩
এম ডি মুসা বলেছেন: সংযত থাকতে আমার ও ইচ্ছে। যে যা বলুক -
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫
সোনাগাজী বলেছেন:
আপনার লেখা ও কমেন্ট পড়লে আমার মনে হয়, আপনি প্রাইমারী স্কুলটাও ঠিকমতো শেষ করেননি।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬
জ্যাক স্মিথ বলেছেন: কিছুদিন আগে না আপনাকে অন্যের পোস্টে কমেন্ট করতে দেখলাম আবার ব্যান হলেন কবে?
এই ব্লগে টিকে থাকতে হলে আপনাকে যে নীতি মানতে হবে তা হলো- সব পোস্টে সাবার সাথে লাগতে নেই, কিছু বিষয় আপনাকে স্কিপ করে যেতেই হবে। সবাই কিন্তু আপনার মত ভাববে না যার যার অবস্থান এবং চিন্তাধার ভিন্ন।
আমার অবশ্য আজকাল ব্লগিং একদমই ভালো লাগে না তবুও মাঝে মাঝে একটু লগইন করি। আমি গত ৬ মাস ধরে ব্লগ পুরিপুরি ছেড়ে দেয়ার চেষ্টা করছি কিন্তু কেন যেন ঘুরে ফিরে নিজেকে আবার ব্লগেই আবিষ্কার করছি। ব্লগটা ছেড়ে দিতে পারলে আমার জন্য মিলিয়ন ডলারের উপকার হতো।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯
সোনাগাজী বলেছেন:
৩/৪ দিন কমেন্ট-ব্যান ছিলাম; দেশে আন্দোলন শুরু হওয়ার পর, অবস্হা বুঝে আমাকে কমেন্ট ব্যান করা হয়েছে।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০
সোনাগাজী বলেছেন:
হয়তো, আমার নিকটাকে রক্ষা করার জন্য এই ব্যবস্হা নেয়া হয়েছে।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৫
হযবরল ৭৩ বলেছেন: সামরিক জেনারেল গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। এখন শিক্ষার হার কত ?
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১০
সোনাগাজী বলেছেন:
সরকারী হিসেবে শতকরা ৭০ জন নাম লিখতে পারে।
আমাদের বেশীরভাগ ব্লগার মনে করেন যে, জিয়া ও এরশাদের গণতান্ত্রিক "সামরিক সরকার" ছিলো; এসব পিগমীদের পালন করতে গিয়ে জাতি নি:স্ব হয়ে গেছে।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৮
নতুন বলেছেন: ব্লগের নীতিমালা মেনে চললে এবং অন্যকে সন্মান করলে ব্যান খেতে হয়না।
আমার মনে পড়েনা যে আমি কখনোই ব্যানে পড়েছি।
আমিও অনেকর সাথেই বিতর্কে জড়াই কিন্তু চেস্টা করি সেটা যেন ব্যক্তিআক্রমন পর্যায়ে না যায়।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১২
সোনাগাজী বলেছেন:
আপনি আদর্ষহ ব্লগার, সন্দেহ নেই।
আমি গরুর রচনা লেখকদের সহ্য করতে পারি না।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৪
জুন বলেছেন: আলহামদুলিল্লাহ
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২১
সোনাগাজী বলেছেন:
এডমিন সাহেব ভালো কাজ করেছেন; না'হয় গত ২ সপ্তাহের মাঝে আমি যত গার্বেজ পড়েছি, আমার নিকটি ব্যান খেতো।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৭
নতুন বলেছেন: আমি গরুর রচনা লেখকদের সহ্য করতে পারি না।
আমি হসপিটালিটি প্রফেসনাল। আমি গত ১৬ বছর অনেক রকমের গেস্ট এবং স্টাফের হাজারো কম্পেলন মোকাবেলা করে আসছি।
তাই হয়তো গরুর রচনা পড়েও মাথা ঠান্ডা রাখার অভ্যাস হয়ে গেছে।
আপনি ব্যক্তিআক্রমন করবেন না। তবে ব্যান হবেন না।
আপনার ভাবনার পরিধী অন্যদের থেকে অন্য রকম এবং গভীর।
তাই কারুর লেখা গরু রচনা মনে হলে ইগনর করুন।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৬
সোনাগাজী বলেছেন:
আপনি বারবার ও আরো অনেক অনেক ব্লগার আমকে সঠিক উপদেশ দিয়েছেন, কিভাবে ব্যান থেকে দুরে থাকা সম্ভব; কিন্তু কমেন্ট ক্ষমতা পেলে আমি সবকিছু ভুলে যাই; জটিল, ভুয়া, জুল ভার্ণ, অপুদের লেখা পড়লে, আমি রেগে যাই। ভালো যে, কমেন্ট ব্যানে আছি।
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২২
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন:
প্রিয় সোনাগাজী কাক্কু,
আপনি চরম বিরক্তিকর একটা প্রানী। তাথাপি, ধন্যবাদ আপনার প্রাপ্য কারন আপনি সামুতে সব সময় লেখেন। আশা করি লেখার মাধ্যমে সামুতে আপনার ঝগড়াঝাটি চালাইয়া যাবেন।
এবার একটা গালি দিই:
"আপনি একটা 'শামসুদ্দিন চৌধুরী মানিক'..."
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩০
সোনাগাজী বলেছেন:
নোয়াখালীর মানুষ বেহেশতে গেলেও গালি দেয়।
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: বেঁচে গেছেন
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩১
সোনাগাজী বলেছেন:
সঠিক, না'হয় গত ৩ সপ্তাহে কাপুত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিলো।
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩১
নয়ন বিন বাহার বলেছেন: সারা গায়ে ক্ষত, ওষুধ লাগাব কত!
যে শিখতে চায় না, তাকে কেউই শেখাতে পারে না। শেখাটা একটা আর্ট। বেশিরভাগ মানুষদেরকে দেখেছি তারা কোনো বিষয়ে ভুল করে কিছু বললেও সেই ভুলকে প্রতিষ্ঠিত রাখতে আরও দশটা মিথ্যার আশ্রয় গ্রহণ করে।
সবচেয়ে বড় বিষয়, আমাদের সমাজের মানুষ স্যরি বলতে পারে না। কোনো আচরণেই দু:খ প্রকাশ করে না।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৫
খাঁজা বাবা বলেছেন: আপনার লেখায় মনে হচ্ছে বেশিরভাগ ব্লগারই হাসিনার মত তিনবারে ডিগ্রি পাশ।