নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা এবার প্রাইম মিনিষ্টার না\'হলে জাতির জন্য ভালো হবে। ( ৮ই জানুয়ারী, ২০২৪ সালে প্রকাশিত )

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪২



This post was published on the 01/08/2024

**** এই বছর ৭ই জানুয়ারী বাংলাদেশে ভোট হয়েছিলো; এই পোষ্টটি আমি প্রকাশ করেছি ৮ই জানুয়ারী ****

উনার পেছনে জাতির বড় শক্ত অংশ থাকার পরও তিনি ভালো করেননি, মানুষকে ফেলে নীচুমানের ব্যুরোক্রেটদের উপর নির্ভর করে চলছেন; উল্টাপাল্টা অপ্রয়োজনীয় নীচুমানের কৌশল খাটায়ে জাতির প্রোফাইল খারাপ করে দিয়েছেন।

দেশের বড় দল হিসেবে ও একাধারে ক্ষমতায় থাকা দল হিসেবে, ভোটারদের মাঝে আওয়ামী সাপোর্টার শতকরা ৪০/৪২ ভাগ হওয়ার কথা (আনুমানিক ); নিরপেক্ষ ভোটারের সংখ্যা ১০/১২ ভাগের বেশী। আওয়ামী-বিরোধী ভোটারের সংখ্যা ৬০ ভাগের কাছাকাছি। এই অবস্হায়, এবারের ভোটে ভোটারের উপস্হিতি ৫০ ভাগের কাছাকাছি হওয়ার সম্ভাবনা ছিলো।

কিন্তু বাস্তবে ভোটার উপস্হিতি কেমন ছিলো বলে মনে হয় , শতকরা ২৫ ভাগের বেশী হবে? যদি উহা শতকরা ৩০ ভাগের কম হয়ে থাকে, ইহার অর্থ হচ্ছে, আওয়ামী লীগের তৃণমুলের ভোটারেরা শেখ হাসিনাকে আগের মতো বিশ্বাস করেন না, উনার উপর আস্হা কমে গেছে। বিএনপি'র হটকারীতা, হরতাল ও অগ্নি-সংযোগের কারণে আওয়ামী সাপোর্টারদের ভোটে উপস্হিতি বেশী হওয়ার কথা ছিলো; কিন্তু মানুষ ভীত ও শংকিত ছিলো, পুলিশ ও ক্যাডারেরা কি করবে, তা কেহ জানতো না; শেখ হাসিনার টানে মানুষ ভোটে যায়নি; উনি ইহা মেনে নিয়ে নিজের প্রতি সন্মান রাখার কথা ভাবা উচিত!

এসব বিবেচনা করলে, সহজেই বুঝা যায় যে, উনার প্রতি তৃণমুল আওয়ামী লীগের লোকজনের ভালোবাসা আগের মতো নেই; বরং ভীতি বেড়েছে। ফলে, উনি প্রধানম্ত্রী না'হলে, সময়ের সাথে উনার মান বাড়বে ও মানুষ উনার এসব ক্ষতিকারক কৌশল ইত্যাদির কথা ভুলে যাবে। নিজের মান সন্মান বাড়ানো ও মানুষের অনাস্হা থেকে মুক্তি পেতে হলে, সর্বপরি জাতিকে নতুন করে ভাবার সুযোগ দেয়ার জন্য উনার উচিত এবার প্রধানমন্ত্রী না হওয়া।

উনার দল পুরোপুরি লাঠিয়াল ও পংগোপাল ( দখলদার বাহিনী ) বাহিনীতে পরিণত হয়েছে; ইহাকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্যও উনাকে সময় দেয়ার দরকার। উনি ৪৪ বছরে দলকে সমাজের সুবিধাভোগী ও অসৎ প্রফেশানের পিরামিড ব্যবসায়ী মানুষে পরিণত করেছেন; এদেরকে চাকুরী বাকুরী দিয়ে সাধারণ জীবনে ফেরত আনার দরকার। উনাকে এখানে ৫ বছর ব্যয় করতে হবে। ইহা ১টি খুবই দরকারী বিষয়।

গত ২ ভোটে উনি বাজে কৌশল প্রয়োগ করে আমাদের জাতির প্রোফাইল নষ্ট করেছেন; আমাদের মানুষজন আমেরিকাকে ভয় পাচ্ছেন কেন?


মন্তব্য ৪৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫২

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন:
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
কাগুর মুখে রাম রাম =p~ =p~

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫

সোনাগাজী বলেছেন:



আমি লন্ডনের বাংগালী বস্তিতে থাকি না।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০১

আহলান বলেছেন: অগ্নি সংযোগ গান পাওডার দিয়ে মানুষ মেরেছে নানক গং, পিল খানায় মানুষ মেরেছে তাপস গং, শাপলা চত্তরেও মানুষ মেরেছে তারাই, অনেক জায়গায় আগুন সন্ত্রাস করতে গিয়েও লীগের পোলাপান ধরা খেয়েছে। হাসিনা নিজেও যেমন, দলকেও দেমন বানিয়েছে। আজীবনরে জন্য তাদের এই দলকে নিষিদ্ধ করা উচিৎ।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৪

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা ভয়ানক কাজকর্ম করেছেন; কিন্তু দলটি বাংগালী জাতির একমাত্র জাতীয়তাবাদী দল ও সঠিকভাবে গঠিত একমাত্র দল।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০১

শূন্য সারমর্ম বলেছেন:

শেখ হাসিনার ভবিষৎ কি হতে পারে?

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৬

সোনাগাজী বলেছেন:



উনার ভবিষ্যত বলতে আর কিছু নেই; তবে, এখন থেকে ১ বছর পর, কমপক্ষে ৩০ ভাগ বাংগালী বলবেন, "শেখ হাসিনাই ভালো ছিলো"।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৭

জ্যাক স্মিথ বলেছেন: আপনাকে প্রায় সারাবছরই আওয়ামীলীগের সমালোচনা করে যেতে দেখেছি, আওয়ামীলীগের স্বার্থ রক্ষা করে এমন কোন পোস্ট'ই আপনার কাছ থেকে আমি কখনো দেখতে পাইনি, কিন্তু তবুও কিছু মানুষ আপনাকে আওয়ামী দালাল আখ্যা দেয় কেন তা আমার কাছে এক বিরাট প্রশ্ন!

খুব সম্ভবত আপনি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না তাই, তাছাড়া আপনি জামাত আর বিএনপির পক্ষেও কথা বলেননি কখনো যে কারণে তারা আপনাকে দালাল ট্যাগ দিয়েছে।

আসলে স্বৈরতন্ত্র লুকিয়ে আছে এই জাতির প্রতিটি মানুষের অন্তরে, তাছাড়া যুগ যুগ ধরে আমরা প্রমাণ করেছি আমরা হাঙ্গামা প্রিয় জাতি।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৭

সোনাগাজী বলেছেন:



দেশের শতকরা কতজন উজবুক? শতকরা যতজন আমাকে দালাল বলেছেন, শতকরা ততজনই উজবুক।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২০

সোনাগাজী বলেছেন:



আদোলনকারীরা দীর্ঘ সময় প্ল্যান করে, জেনেশুনে, বেকুব সাধারণ ছাত্রদের পুলিশের রাইফেলের সামনে নিয়ে গেছে।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৭

জুন বলেছেন: ৭১ এর স্বাধীনতার পরও অনেক বাংলাদেশী বলেছে, বলে পাকিস্তান আমলেই ভালো ছিলাম। সুতরাং এইসব কথাকে অত গুরুত্ব দিয়ে সব কিছু ওভার এস্টিমেট করবেন না।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৪

সোনাগাজী বলেছেন:


আমার ভুল এষ্টিমেটটা আমার জন্য থাকুক, আপনার শুদ্ধটা সবার হোক।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৬

সোনাগাজী বলেছেন:



যেসব বাংগালী বলেছিলেন যে, পাকিস্তান আমলেই ভালো ছিলো, ওরা এখন বিএনপি ও জামাতে আছে।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৮

জুন বলেছেন: এখনো বলে *

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২১

খাঁজা বাবা বলেছেন: নির্বাচনে ৫% এর কম ভোটার ছিল

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:



আোয়ামী লীগের মানুষজন আওয়ামী ক্যাডারদের ভয়ে ভোটে যেতে পারেনি।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৪

নতুন বলেছেন: শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নিতে এসেছিলেন, পেয়ে গেলেন একটা দেশের সবোচ্চ ক্ষমতা।

প্রজ্ঞা ছাড়া এমন ক্ষমতা মানুষকে অন্ধ করে ফেলে। শেখ হাসিনার দলের মানুষ তাকে পুতুলের মতন উপরে বসিয়ে নিজেরা লুটপাট করেছে।

জনগনের মনে বঙ্গবন্ধুর প্রতি এটা ভালোবাসা আছে সেটা বিক্রি করেছে চরম ভাবে।

আসলে দেশের জনগনই ধান্দাবাজ। তারা সেই রকমেরই ধান্দাবাজ নেতাই পছন্দ করবে তাইনা? :|

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:



গড়ে দেশের ৪০ ভাগ লোকজন অসৎ; ফলে, জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার লোকবলের অভাব হয়নি।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



এবার আরো ভয়ংকর লোকজনের হাতে দেশের ক্ষমতা যাবে।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আগে হত্যাকান্ডের জন্য জেলে থাকার প্রস্তুতি নিতে হবে তারপর প্রধানমন্ত্রীর হবার স্বপ্ন দেখা যেতে পারে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:




এমপি ও প্রধানমন্ত্রী হওয়ার মতো কোন রাজনীতিবিদ কোন দলে নেই।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন:

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:



ইহা শেখ হাসিনা ও উনার চোর-ডাকাতদের পরাজয়; মানুষ বিজয়ী হয়েছে কিনা পরে বুঝা যাবে; আপাতত: কিছু বলা সম্ভব নয়।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

নতুন বলেছেন: এবার আরো ভয়ংকর লোকজনের হাতে দেশের ক্ষমতা যাবে।


নাহ, এবারের কোমলমতিরা ছাত্রলীগ/ছাত্রদলের মাথামোটা দামড়া লাঠিয়াল না।

এরা বই পড়ুয়া ছেলে মেয়ে। এরা যা করবে বুঝেই করবে।

এরা অস্র হাতে মাঠা ফাটানোর লাঠিয়াল না।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



এরা বইয়ের কেহ নয়, এরা পাকি আইএষআই'এর কমান্ডো, ১৯৯৩ সালে এদের মতো লোকজনকে পাকীরা আফগানিস্তানে এক্েপোর্ট করেছিলো।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

নতুন বলেছেন: কোমলমতিরা অন্তত একটা বই পড়ে এসেছে।

শেখ হাসিনা এবং তার সাদ্দাম এই বইয়ের নাম লিখতেও বানান ভুল করবে। এরা অস্র চালাতে শিখেছিলো আয়ামীলীগে যোগ দিয়ে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



এদের আসল বই হচ্ছে মওদুদীর বই।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

নতুন বলেছেন: এদের আসল বই হচ্ছে মওদুদীর বই।


আশা করি এরা জামাতী হবেনা।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

সোনাগাজী বলেছেন:



এদের জীবনী প্রকাশ হোক, তখন বুঝা যাবে কোন বনের শিয়াল।

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৮

রাজীব বলেছেন: এখন ভোট হলে কে কত % ভোট পেতে পারে?

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ মানুষ ভোট দিতে যাবে না।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৮

জ্যাকেল বলেছেন: খুনি জনগণের সম্পদ লুটকারি হাসিনার পক্ষের লোক আপনে, ভোল পাল্টানুর চেস্টা করি লাভ নাই কাগু।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৫৫

সোনাগাজী বলেছেন:



আমি আওয়ামী লীগের সাপোর্টার, আপনি জামাতের উত্তরসুরী।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষযে কতো রং পাল্টাতে পারে আপনাকে না দেখলে বুঝা যাবেনা। আপনি যেমন করে বলে দিলেন এবারের তরুনরা বই পড়ুয়া না, মূর্খ্য মনে হয় আপনার! ওদের চিন্তার সিকি ভাগ আপনি ধারণ করেন কিনা আমার সন্দেহ।
দেখতে থাকেন। আপনার কথার প্রতিটির জবাব আপনার সামনে আসবে। এটাই নিয়ম।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৫৬

সোনাগাজী বলেছেন:




ওরা অবশ্যই আপনার থেকে অনেক বেশী জানে; ওরা আপনার থেকে বেশী ফেইসুকে থাকে।

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: শেখ হাসিনা নিজেকে পচিয়ে শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন। উনার এবং আওয়ামিলীগের পরিণতি এমনটাই হবে ২০১৮'র পরে ধারণা করেছিলাম।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৫৭

সোনাগাজী বলেছেন:





আমিও ২০১৮ সাল থেকেই বলে আসছি, তখন আমার আইডি ছিলো "চাঁদগাজী"

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: কেমন আছেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৫৯

সোনাগাজী বলেছেন:



আমি ভালো, ব্লগে আসবেন; অনেক গার্বেজ ঢালছে ব্লগে; আসুন, নিজের ভাবনা তুলে ধরুণ।

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৮

কামাল১৮ বলেছেন: ভবিষ্যৎ দেখার জন্য যে প্রজ্ঞা দরকার সেটা সবার নাই।এই জন্য প্রয়োজন বিশ্লষণ ক্ষমতা।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:০০

সোনাগাজী বলেছেন:



বাংগালী পোলারা পরীক্ষায় কি আসবে, তাও জানে না; সেজন্য প্রশ্নফাঁস করতে হয়।

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




লেখক বলেছেন: উনার পেছনে জাতির বড় শক্ত অংশ থাকার পরও তিনি ভালো করেননি :D
হে মহান গাজী আপনি জানেন কি, আজকে ছবির এই লোকটির হাতে জাতী যে ফেইসবুকে নির্মমভাবে নির্যাতিত হচ্ছে তার জন্য একমাত্র আপনই দায়ী? হ্যাঁ আপনিই। আপনই যদি ফেইসবুকে সময় দিতেন তবে কী আর এইসব শেফু-টেফু চান্স পাইত।

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৯

সোনাগাজী বলেছেন:



আমি ফেইসবুকে যাবো শীঘ্রই; জাতির সাথে আলোচনা করার দরকার।

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৮

কিরকুট বলেছেন: আপনি পাঠার রাজ্যে খাশির গুনগান করছেন ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



আমাদের কষ্টের মুল কারণ হচ্ছে, আমাদের মানুষ আধুনিক বিশ্ব থেকে অনেক অনেক পেছনে; তারা সামন্তবাদে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.