নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
তারেক যদি তার জেল টার্ম খাটার জন্য দেশে আসে, শুধু যে, তার ৪০ দস্যু তার সাথে যোগ দেবে তা'নয়; আওয়ামী লীগের সকল ডাকাত তারেকের পেছনে দাঁড়িয়ে যাবে; তারেক ৬ মাসের মাসে জেল থেকে বেরিয়ে আসবে, ইহা হবে ড: ইউনুসের পতনের সুচনা।
শেখ হাসিনার জাতির জন্য ভালো ও প্রয়োজনীয় কিছু করেছে কিনা, সেটা আজকে খুঁজে বের করা সম্ভব হবে না; তবে, একটা সঠিক কাজ করেছিলেন, জিয়ার ২ ডাকাত ছেলেকে দেশ আসতে দেননি; ইহা উনার বিশাল অবদান ছিলো; সাথে সাথে তারেকের ডাকাতির সাথী ৪০ দস্যুকে দেশ থেকে দুরে রেখেছিলো, কিংবা জেলে রেখেছিলো; জাতি ইহার সুফল পেয়েছিলো।
জাতি এমন ভংগুর অবস্হায় আছে যে, ইহার অবস্হা ইয়েমেন, আফগানিস্তান কিংবা সুদানের খুবই কাছাকাছি। ড: ইউনুস ফেইল করলে, জাতিকে টিকিয়ে রাখার মতো কোন লোকজন নেই; এমন কি মিলিটারীতে বা পুরো ব্যুরোক্রেসীতে কেহ নেই। এখন ড: ইউনুসকে ফেল করানোর জন্য ১ম বাহিনী হচ্ছে বিএনপি ও তারেক। আওয়ামী লীগ পুরোপুরি মুছে যাবার পরও বিএনপি আজকে রাজনৈতিক দল হিসেবে কোন সঠিক বক্তব্য দিতে পারেনি; তারা এখনো আধামৃত চোর বেগম জিয়া ও তারক জিয়ার জন্য অপেক্ষা করছে।
বিএনপি কিন্তু ড: ইউনুসের প্রতি কোন রকমের সমর্থন প্রকাশ করেনি; পাগল রিজভী কিংবা বেগম জিয়ার ভৃত্য মির্জা সাহেব, দেশের এই পরিবর্তনের সময় দেশের মানুষের জন্য কোন উৎসাহজনক কোন বাক্যও বলতে পারেনি। তারেক ফিরে এলে, বিএনপি এমন সমস্যার সৃষ্টি করবে যে, ড: ইউনুস হতাশ হয়ে, সব ফেলে চলে যেতে পারেন।
ড: ইউনুসের দরকার তারেক যেভাবে দেশের বাহিরে আছে, সেভাবে রাখাা; না'হয় দেশের অবস্হা হঠাৎ করে মিলিটারীর কন্ট্রোলেও বাহিরে চলে যেতে পারে।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
সোনাগাজী বলেছেন:
বিএনপিকে সাইজ করতে হলে, তারেক যেখানে আছে, তাকে সেখানে রাখতে হবে।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
নতুন বলেছেন: 2004 Dhaka Grenade Attack: Life imprisonment (equivalent to 30 years in Bangladesh).
Money Laundering Case: 7 years in prison, with an additional fine of Tk 20 crore.
Zia Orphanage Trust Corruption Case: 10 years in prison.
Graft Case (2023): 9 years in prison for accumulating wealth beyond known sources of income.
In total, if we sum these convictions, Tarique Rahman has received over 56 years of prison sentences from these major cases
উনার ৫৭ বছরের সাজা আছে, সেইগুলি মউকুফ না হইলে তো আর আসতে পারবন না। আর এই গুলি মউকুফের জন্য সরকার এখনো তাড়া দেখাইতেছেনা।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
সোনাগাজী বলেছেন:
তারেক যদি ৫৭ বছরের জেল খাটতে ঢাকা আসতে চায়, সেটা করতে দেয়া যাবে না।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
নতুন বলেছেন: তাকে আসতে দেওয়া যাবেনা।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১০
সোনাগাজী বলেছেন:
আমিও তাই মনে করি, সে এলে ড: ইউনুসকে ছাত্রদলেই উল্টায়ে দেবে।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০১
দূর মিয়া বলেছেন: সুনা ভাই ইউনুস কি দেশের ভাল করার জন্য দ্বায়িত নিয়েছেন না কি ওনা কে অন্য কোন কারণে বসানো হয়েছে?
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
সোনাগাজী বলেছেন:
উনার মনে কি আছে, সেটা বুঝতে হবে উনার গত ৫৩ বছরের কর্মকান্ডের এনালাইসিস করে; তবে, আমেরিকা উনাকে ওখানে বসায়েছে বাংগালীকে জাতিকে যাতে জামাত-বিএনপি গ্রাস করতে না পারে, সেই আশায়।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
দেখা হবে রাজপথে বলেছেন: হায় ঈশ্বর, কে বলেছে ইউনূসের পরে কেউ নেই দেশ চালানোর মত?
আপনি তো আছেন। আপনি ছোট্ট ওই 'বোনোবোসে'র খুলিটাতে যে পরিমাণ মগজ ধরেন তা শুধু বাংলাদেশ না আমার ধারনা আম্রেকাও তুড়ি দিয়ে চালাইতে পারবেন।
* এর আগে দুইবার আমার ব্লগের তত্ত্বতালাশ করছেন ।আমি তো বলছি; আমি পুরানা মাল এসব করে লাভ নাই গাজী বাবু।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২
সোনাগাজী বলেছেন:
আমি রাজনীতিতে যেতে পারনিনি, াজো গায়ের কৃষকের ছেলে। আিনি রাজনীতি করলে, আপনারও ১টা পিএইচডি থাকতো; নেকড়েরা ভেঁড়ার চামড়া পরে ঘুরতে পারতো না।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
দূর মিয়া বলেছেন: আমেরিকা কি শুদু এই কারণে বসায়ল
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
সোনাগাজী বলেছেন:
আমার মতে অতটুকুই। ঢাকায় আমেরিকান দুতাবাস, কানাডিয়ান দুতাবাস ও ইউরোপিয়ান দুতাবাসগুলো দেখছে যে, একটি নিরীহ জাতি তাদের নিজজাতির ডাকাতদের দ্বারা কিভাবে নিগৃহিত হচ্ছে।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩
দূর মিয়া বলেছেন: ওরাত হাসিনার সময় আরো বেশি নিরাপদ ছিল, তাহলে হাসিনাকে সরনোর কারণ কি
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
সোনাগাজী বলেছেন:
কাহাদের কথা বলছেন?
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৩
দূর মিয়া বলেছেন: দুতাবাস এর কথা
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৯
সোনাগাজী বলেছেন:
দুতাবাসগুলোর নিরপত্তা নিয়ে আমি তো কিছু বলোনি। আপনি কি বলছেন, আমার কাছে পরিস্কার নয়।
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১০
দূর মিয়া বলেছেন: আমার মতে অতটুকুই। ঢাকায় আমেরিকান দুতাবাস, কানাডিয়ান দুতাবাস ও ইউরোপিয়ান দুতাবাসগুলো দেখছে যে, একটি নিরীহ জাতি তাদের নিজজাতির ডাকাতদের দ্বারা কিভাবে নিগৃহিত হচ্ছে।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২০
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষকে নিগৃহিত হতে দেখে, দুতাবাসগুলো শেখ হাসিনার সরকারের বিপক্ষে নিজেদের দেশগুলোকে জানায়েছে।
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যারা এই ট্রার্মকার্ডটা খেলেছে তারা নিশ্বচয় এতো বোকা নয়। তাদেরও গুরু রয়েছে যাদের শিক্ষায় ওরা এতো বড় একটা সফল কাজ সম্পন্ন করতে পেরেছে। দেখতে থাকেন সামনের কি হবে। কতো জনের কতো রকম চিন্তা করবে এসব বাউন্স করেই সামনে যাবে আমার বিশ্বাস।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৫
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনার সরকার এত বেশী অপরাধ করেছিলো যে, বাতাসের ধাক্কায়ও পড়ে যেতো; কিন্তু দেশ চালাানোর মতো কোন দল নেই।
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৪
জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় তারেক'কে দেশে আসতে দেওয়া হবে না, সমস্ত ক্রিমিনালদের মামলা থেকে অব্যহতি পাওয়ার এই মহা উৎসবে তারেক জিয়ার মামলার বিষয়ে তেমন কিছুই জানা যাচ্ছে না।
তবে তারেক জিয়া দেশে আসলে পাশা সব উল্টে যাবে বিএনপি ক্ষমতায় আসবে।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৭
সোনাগাজী বলেছেন:
বিএনপি'তে রাজনীতিবিদ তো দুরের কথা কোন সুস্হ মানুষও নেই।
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৭
জ্যাক স্মিথ বলেছেন: বাই দ্যা ওয়ে, এখনো ব্লগের এই বেহাল দশা কেন? আমি তো ভেবেছিলাম হাজার হাজার মানুষ এখন লেখালেখি শুরু করে দিবে, কিন্তু না যে লাউ সেই কদুই দেখা যাচ্ছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০০
সোনাগাজী বলেছেন:
আপানার সাথে স্কুল কলেজে যারা পড়েছিলো, কেহ সঠিকভাবে কিছু লিখতে পারতো? আপনি জুল ভার্ণ'এর "সুখ" নামের পোষ্ট পড়েছেন? আমেরীকার ৫ম শ্রেনীর বাচ্ছা ইহাকে জীবনের সাথে মিলিয়ে হাজারগুণে ভালোভাবে ডিফাইন করতে পারবে।
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫২
ঊণকৌটী বলেছেন: আমি এক মাসের ব্লগের মন্তব্য অনুসারে একটা কথা বুঝতে পারছি, যে এই ব্লগের সবাই (মানে যারা বিশেষ করে সম্পদশালীরা) অবস্থান পাল্টে ফেলেছে,অবশ্যই এইটা স্বাভাবিক, দুই চার জন ছাড়া সবাই দেখি আজকের সংগ্রামী, অদ্ভুত একটা দেশ, এরাই স্বার্থের আঘাত আসলে নাম পাল্টে অন্য নামে আসবে, মনে হচ্ছে ব্যাক্তি স্বাধীনতা বলে যে কিছু একটা আছে তার কোন দামই নেই এই দেশে, উপর থেকে নিচ অব্দি সবাই হুজুগে চলছে
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০২
সোনাগাজী বলেছেন:
জাতিতে কেহ সৎ, শিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন নেই বললেই চলে; জাতি কোনরুপ সঠিক প্রোফাইল নেই।
১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৬
ঊণকৌটী বলেছেন: এই দেশের সাথে আমার সাত পুরুষের রক্তের সম্পর্ক থাকতে, সত্যিই দুঃখিত এবং উদ্বিগ্ন হচ্ছি, দেশটা তলিয়ে যায়, এই দেশ টাকে নিয়ে অনেক আশা ভালোবাসা ছিল, কিন্তু পাশের দেশের জনগণ যখন উন্মাদ হয়ে যায় তখন তো নিজের স্বাধীকরাতা কে প্রমাণ করা, এবং সীমান্ত সুরক্ষা করা সবার আগে প্রয়োজন
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৫
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের নাগরিকেরা সব সময় সরকার, রাজনৈতিক ক্যাডার ও ক্ষমতাশীল প্রতিবেশীর ভয়ে আছে গত ৫০ বছর।
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩০
কামাল১৮ বলেছেন: এই সরকারের অনের কিছু নির্ভর করে আমেরিকার কার্যকলাপের উপর।এখন দেখার বিষয় আমেরিকা কিভাবে অগ্রসর হয়।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৫
সোনাগাজী বলেছেন:
আসছে ভোট নিয়ে আমেরিকা ভয়ংকর সমস্যায়, কারো সমস্যা নিয়ে ভাবার সময় ওদের খুব একটা নেই।
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৫
কামাল১৮ বলেছেন: আমেরিকার পরামর্শ উপেক্ষা করে এই সরকারের প্রথম কাজটি দিয়েছে চীনকে।আপনার মন্তব্য জানতে চাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৩
সোনাগাজী বলেছেন:
স্যরি, কিসের কাজ দিয়েছে চীনকে? বাংলাদেশ আমেরিকা কোন কোম্পানীর দ্বারা কোন কাজ করাতে পারবে না; আমেরিকানদের বিল হবে চীনাদের চেয়ে ২/৩ গুণ বেশী।
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৬
কামাল১৮ বলেছেন: যমুনা ব্রিজের রক্ষনাবেক্ষন ও টোল আদায়।আমেরিকা থেকে বিশ লক্ষ টাকা কমে কাজটি পায় চীন।আমেরিকা আপত্তি জানিয়ে ছিলো যে চীনে সুশাসন নাই এই বলে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৩
সোনাগাজী বলেছেন:
চীনের যেসব কোম্পানী বিদেশে কাজ করে, সেগুলো সরকারের নিয়ন্তনে; আমেরিকারগুলো প্রািভেট কোম্পানী; আমেরিকার কোন কোম্পানী বাইরে কাজ না'পেলে সরকার সেটা নিয়ে মাথা ঘামানোর কথা নয়।
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি যদি চাইতেন তাহলে আগস্টের ৫ তারিখে কিংবা এর পরপরই অবশ্যই আসতে পারতেন ।
কিন্তু তিনি কেন আসতে চাইলেন না তা বোধগম্য নয়।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৫২
সোনাগাজী বলেছেন:
তখন কোমলমতিদের ভয়ে আসেনি; আমেরিকা যদি উহাকে বলে, বাংলাদেশে যাওয়া যাবে না, উহা বাংলাদেশে আসবে না।
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:০৭
নীল আকাশ বলেছেন: নতুন বলেছেন: তারেক মাইনাস হবে। বিএনপিকে সাইজ করে ফেলবে কিছু দিন পরে
আর কত দিবা স্বপ্ন দেখবেন, দেখুন। পাব্লিক র আর আওয়ামী লীগকে পাছায় লাথি দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে।
এই মুহূর্তে ভোট নিলে বিএনপি ২৮০ সিট পাবে মিনিমাম। ইউনুসের সরকারের সাথে বিএনপি এর নীতিগত কোনো অমিল নাই।
যা আছে তা আপনাদের মতো লোকজন তৈরি করে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন। এটা চালিয়ে যান তাতেও কোন লাভ হবে না।
আগামী ২৫ বছরে আওয়ামী লীগের কোনো বেইল নাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৫
সোনাগাজী বলেছেন:
আপনি পাকিস্তানী সংস্কৃতির মানুষ, আমরা বাংগালী।
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩
রাসেল ০০৭ বলেছেন: তারেককে আসতে না দিয়ে খুনি হাসিনাকে আসতে দিলে সোনা মিয়া খুশী হবে
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা চেয়েছিলো যে, শেখ হাসিনার পুলিশ হত্যাকান্ড ঘটাক, তখন মানুষ রাস্তায় বের হবে।
২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৭
ক্ষণিকের যাত্রী বলেছেন: ট্রাম্প যদি জিতে তাইলে বাংলাদেশ আর্মিতে ঝামেলা বাঁধতে পারে
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫০
সোনাগাজী বলেছেন:
ট্রাম্প জিতলে বলবে যে, ঐ Asshole জাতির মিলিটারী জাহান্নামে যাক, সেই জাতি জাহান্নামে যাক! ওদের নিয়ে আমেরিকার কোন ব্যবসা নেই।
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৭
নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: আপনি পাকিস্তানী সংস্কৃতির মানুষ, আমরা বাংগালী।
আওয়ামী লীগের সংস্কৃতি কোন দেশে বলতে লজ্জা পাচ্ছেন কেন? ভাসুর 'ভারত' এর নাম আগে মুখে নিতে লজ্জা পেতেন ঠিক আছে
কিন্তু এখন তো ঘরের মেয়ে ঘরেই চলে গিয়েছে। আপনার না বললেও অসুবিধা নেই। সারা দেশের মানুষই জানে।
তো ভাসুর এখন আনসার, মেডিক্যাল এর পরে নতুন কোন বিষয়ে ষড়যন্তের নির্দেশ দিয়েছে?
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৭
সোনাগাজী বলেছেন:
ভারত এখন চীনের সাথে প্রতিযোগীতায় আছে, সে বিশ্বের ৫ম অর্থনীতি; তাদের টেকলোলোজী ও রিসার্চ চলছে আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সাথে।
আপনার হয়তো ২/১ জন ট্রেইনার আছে, যারা পাকিস্তানী।
২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি বড়জোর ১৮০ টা আসন পেতে পারে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৬
সোনাগাজী বলেছেন:
বিএনপি ১টা সীট পাওয়া মানে ১ জন দস্যু পার্লামেন্ট ভবনে প্রবেশ করার, খাওয়ার ও পায়খানা করার লাইসেন্স পেলো।
২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মতেও তারেককে দেশে আসতে দেওয়া ঠিক হবেনা। এখন সুন্দর কথা বলছে দেশে আসলেই চেহারা পাল্টে যাবে ভয়ঙ্কর আকৃতিতে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৭
সোনাগাজী বলেছেন:
তারেক দেশে এলে মৃত ডাকাত পিন্টু, গুম হওয়া ইলিয়াস আলীও বেরিয়ে আসবে।
২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭
ডার্ক ম্যান বলেছেন: জামায়তের আমীর বাংলাদেশের আমীর হওয়ার স্বপ্নে বিভোর। সেখানে যুবরাজ তারেক রহমানের কোনো স্থান নাই বাংলাস্থানে।
২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১০
কিরকুট বলেছেন: তারেকের দোস্ত কে কেনো ছেড়ে দিলো ?
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০০
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা টাকা আয় করেছে বস্তায় বস্তায়।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১
নতুন বলেছেন: তারেক মাইনাস হবে।
বিএনপিকে সাইজ করে ফেলবে কিছু দিন পরে