নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা ক্ষমতা দিলেন মিলিটারীকে, ড: ইউনুস কি করে এলেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:০৭



শেখ হাসিনা বেশ লজ্জাস্কর পরিবেশে পলায়ন করতে বাধ্য হয়েছে, স্বাধীনতাকামীরা আওয়ামী লীগকে বিএনপি-জামাত-শিরিরের মতোই ভয় পেতেন। এই অবস্হায় কোমলমতিরা শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর পর, পুরোদেশের উপর থেকে চোর-ডাকাতদের কন্ট্রোল হারেিয়ে গেছে।

আন্দোলনের জয়ের পর, ক্ষমতা কিন্ত কোমলমতিদের হাতে যায়নি; সরকার গঠনের ভার তাদের উপর ছিলো না; সরকার গঠন করেছে মিলিটারী! ইহার কারণ কি?

মিলিটারী যদি ড: ইউনুসকে অন্তর্বতী-কালীন সরকার প্রধান করে থাকে, উহা গ্রহনযোগ্য ছিলো; কিন্তু সরকারে কাহারা থাকবে, সেটার লিষ্ট দিয়েছিলো কমলমতিরা; সেখানে ড: ইউনুসের নাম ছিলো; তা'হলে কি কোমলমতিরা কি ড: ইউনুসকে নিযুক্তি দিলো? ড: ইউনুসের ঘনিষ্ট কারা, কোমলমতিরা, বাংগালীরা, নাকি আমেরিকা?

দেশের মানুষ ড: ইউনুসকে মোটামুটি গ্রহন করেছেন; কিন্তু উনি কিভাবে সরকার প্রধান হলেন, সেটা পরিস্কার হওয়ার দরকার আছে; সেটা উনাকে মানুষের কাছে সতভাবে পরিস্কার করতে হবে; সেটা এখনই করা উচিত!


মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৫৬

পীর শাহবাজ নগর বলেছেন: একসময় ব্লগে সব লেখালেখি হতো এখন ফেইসবুকে হয়, ওখানে থাকলে জানতে পারবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৯

সোনাগাজী বলেছেন:



ফেইসবুকের লেখকদের মাঝে শতকরা ৯৮ জনই বেকুব ধরণের।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:০০

পীর শাহবাজ নগর বলেছেন: প্রবাসী ব্লগাররা দেশকে বুঝতে পারছেন না মর্মে আগের পোস্ট ডিলিট দিলেন , আমার দুটি কমেন্ট ছিলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৯

সোনাগাজী বলেছেন:



মুছিনি, ড্রাফট করেছি।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১১

কামাল১৮ বলেছেন: অচিরেই তিনি প্রেসিডেন্ট হচ্ছেন।সেটা কি ভাবে হবেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫১

সোনাগাজী বলেছেন:




আমি শুনিনি; দেশ যেখানে, উহাকে ঠিক করার মতো জ্ঞান উনার নেই

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩২

কিরকুট বলেছেন: হুইসা বোঝলেন মেয়া বাই হুইশা !!

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২০

সোনাগাজী বলেছেন:



উনি কার দেয়া উপ হার এটা পরিস্কার না হলে, দেশ কোদিকে মোড় নিবে, সেটা বুঝতে সময় লাগবে।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছাত্ররা ড. ইউনুস ছাড়া কাউকে মানবে না বলেছিল। ড. ইউনুস রাজি হওয়ার পর আর্মি চীফ শুধু রাষ্ট্রপতির মাধ্যমে সেটা বাস্তবায়ন করেছেন...

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:




এটা কি ফ্যাক্ট, নাকি আপনার ধারণা?

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি এখনো ইকুয়েশন মিলাচ্ছেন, গণিতবিদ হয়ে যাবেন পিরেলম্যানের মত।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



দেশ কোন পথে চলার শুরু করবে, সেটা বুঝার দরকার আছে্?

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৩

আদিত্য ০১ বলেছেন: উনি নাগরিক শক্তি নামক দল গঠন করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হন নি, এই আন্দোলনে যারা ছিলো, সেই কোমল মতিদের ছাত্র সংগঠন নাম ছাত্র শক্তি, তার মানে গোপনে তার সাথে সবকিছুই ছিলো, শুধু সুযোগ খুজছিলো, এই কোটা আন্দোলনে সেটা বাস্তবায়িত হল, আর কোমলমতিরা সারা দেশে মিটিং করছে, এই সরকারের মেয়াদ কমপক্ষে ৩/৪ বছর রাখার চেষ্টা করবে আর এই সমইয়ের মাঝে তারা নাগরিক শক্তি বা অন্য কোন নামে রাজনৈতিক দল গঠন করবে যাতে আগামী নির্বাচনে ৩০০ আসনে লড়তে পারে, তাতে বুঝা যাচ্ছে, আগামী নির্বাচনে বিএনপির জয়ী হওয়া কঠিন হবে, আর ইউনুসকে দলের প্রধান করে গঠিত কোমলমতিদের দল জয়ী হয়েও যেতে পারে, জয়ী হলে, বিএনপি বিরোধী দল হবে, ঐদিকে তারেক আর থাকতে পারছে না, কখন দেশে এসে প্রধান মন্ত্রি হইতে পারবে, বিএনপি বিরোধী দল হলে আগামী নির্বাচনের পর বিএনপি,জামাত,আওয়ামী লীগ ঊঠে পড়ে লাগবে আন্দোলনে

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:



যারা আন্দোলন করেছে, তারা উনার কেহ হয় না; উনাকে ক্ষমতায় বসায়েছে আমেরিকা; আন্দোলন চলাকালে, আমেরিকা সেনাবাহিনীকে দখল করেছিলো। উনি নিজের মুখে বললে, জাতির ভয় কমে আসতো।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৯

বঙ্গদুলাল বলেছেন: আমার মনে হচ্ছে ছাত্রপ্রতিনিধি এবং তাদের প্রতিনিধিদের (যেমন আসিফ নজরুল) সাথে সেনাপ্রধানের যোগাযোগ হয়েছিল।সেনাপ্রধান নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে সকল রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে কথা বলেছিল (জামাত, তখনও অফিসিয়ালি নিষিদ্ধ, হেফাজত ইত্যাদি)। আমেরিকার লম্বা হাতের চেয়ে ছাত্রদের চয়েসই ইম্পর্ট্যান্ট এখানে, আমার মতে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০১

সোনাগাজী বলেছেন:



এই সেনাবাহিনী ছিলো শেখ হাসিনার; আমেরিকা ভয় দেখায়ে ও কিনে নিয়েছে বাহিনীকে। পাকিস্তানীরা গত ৮/১০ বছর ট্রেনিং ও পুরো আন্দোলনের নীলনকসা এঁকে ইহা ঘটায়েছে।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩৩

আজব লিংকন বলেছেন: আমার কাছে সবচেয়ে চমকপ্রদ লেগেছিল সেনাপ্রধান যখন আলোচনার জন্য প্রথম নামটা জামায়াতের নিয়েছিল। কারণ তার কয়েক দিন আগেই নাকি জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। এখনো কি জামায়াত খাতা কলমে নিষিদ্ধ? আমার জানা নেই। তবে সেনাপ্রধান অনেক বুদ্ধি মানের মতো সবাইকে দ্রুত সময়ের মাঝে একখানে করতে পেরেছিলেন সেটা ছিল বেষ্ট মুভ। না হলে দেশের আরও অনেক ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেত।

ছাত্রদের কে বুদ্ধি দিয়েছিল ডা: ইউনুস স্যারকে প্রধান উপদেষ্টা করারা সেটা যদি জানতে পারেন আপনার প্রশ্নের জবাবে পেয়ে যাবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০২

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুসের পেছনে লুকিয়ে আছে পুরো শিবির বাহিনী, পাকি বাহিনী ও জামা্ত।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৪

আজব লিংকন বলেছেন: পূর্বের লেখায় টাইপিং মিস্টেকের জন্য দু:খিত। ডা: ইউনুস লিখেছিলাম যা ড. হবে।


পিছনে পাক বাহিনী থাকার বিষয়টা বুঝলাম নাহ। পাকিস্তান চাইলেও তো আর বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না। আর ইন্ডিয়া থাকতে তা কোন কালেই সম্ভব না। মাঝখান থেকে দেশের শুধু শুধু অধপতন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪২

সোনাগাজী বলেছেন:



প্রতিটি পাকিস্তানী মনে করে যে, ১৯৭১ সালের ৯০ হাজার পাকী সৈন্য ভারতের হাতে বন্দী হয়েছিলো বাংগালীদের বেয়াদবীর ফলে; ওরা কয়েকবার প্রতিশোধ নিয়েছে। জামাত, বিএনপি ও হেফাজতের সাথে তাদের বন্ধুত্ব আছে, উহা ব্যবহার করে তারা বাংগালী জাতির উপর প্রতিশোধ নেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.