নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রিজার্ভ, ক্যাশ ও সরকারের বড় বড় ব্যয়ের খাত সম্পর্কে জানানোর দরকার ছিলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭



**** পোষ্ট সামনের পাতায় যায় না; পোষ্টটিতে নতুন কিছু আছে মনে হলে, ১টি লাইক দিবেন, ধন্যবাদ। ****

সরকার পতনের পর, ১ জন সচেতন নাগরিক প্রথমেই দেশের নতুন সরকার ও তহবিল সম্পর্কে জানতে চাওয়ার কথা! শেখ হাসিনার পতনের পর, বুদ্ধিমান মানুষজন বিনা সরকারে ১ দিনও থাকতে চাহেনি! মানুষ জানতে চেয়েছে, দেশ কে চালাবে: মিলিটারী, সিভিলিয়ান, কোন ধরণের সরকার। ড: ইউনুসের নাম শোনার পর, বুদ্ধিমান আওয়ামী লীগারেরাও কিছুটা ভরসা খুঁজে পেয়েছে! যদি সেখানে জামাতী কিংবা শিবিরের কারো নাম আসতো, দেশে ভয়ংকর কিছু ঘটতো।

বুদ্ধিমান মানুষেরা আরকটা বিষয় জানার জন্য বসে আছেন, সেটা হলো দেশের ক্যাশ তহবিল, রিজার্ভ ও বড় বড় ব্যয়-খাতের পরিমাণ( সরকারী বেতন, বিদেশী ঋণের পেমেন্ট, জ্বালানী ও কাঁচামালের পেমেন্ট )। ড: ইউনুস ১ সপ্তাহের মাঝে ইহা মানুষকে জানানোর দরকার ছিলো; কি কারণে, ড: ইউনুস তহবিল নিয়ে মানুষকে কিছু জানাননি? কারণ হচ্ছে, কাজটি কষ্টকর ও তিনি জানেন এই দেশের শতকরা ৯০ জন হচ্ছে বেকুব, ওরা এসব জানার জন্য তেমন উৎগ্রীব নয়।

আমাদের আগের প্রশাসকরাও মানুষকে ইডিয়ট ভাবতো; ব্যুরোক্রেটরা মানুষক ইডিয়ট বানায়ে রেখেছিলো; ড: ইউসুসও এই সুযোগটা নিয়েছেন; উনি তহবিল সম্পর্কে মানুষকে না'জানিয়ে ১টা বড় ধরণের অন্যায় করেছেন; দেশের ১০ ভাগ নাগরিক বুদ্ধিমান নাগরিক; ড: ইউনুসকে তাঁদের কথা মনে রাখতে হবে।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৫

কামাল১৮ বলেছেন: আমদানি ও রাশিয়া পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৫

সোনাগাজী বলেছেন:




এগুলো ভুয়া ও ফেইসবুক ফাইন্যান্সিয়েলের লোকজনের পাগলামী; আমদানীর পেমেন্ট ও রাশিায়া ঋন, একটি নিদ্দিষ্ট সময়ে ( আমাদানীর সাইকেল ৩ মাস, ঋণের পেমেন্ট বছরে ১ বা ২ বার ) দেয়া হয়।

এসব পেমেন্টের ডলার ত হবিলে আছে; গত ১ মাসে এই ধরণের পেমেন্ট হ ঠfট করে আসার কথা নয়; এলেও দিতে পারবে।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৭

বঙ্গদুলাল বলেছেন: দেশে যে পরিমাণ বিশৃঙ্খলা, সমস্যা ডক্টর ইউনুসকে যারা এসব তথ্য গুছিয়ে দিবে এরা নিজেরাই বদলি,শাস্তির ভয়,লুটপাটের তথ্য লুকানোর কাজে ব্যস্ত।জাহান্নামের উপর বসে ইউনুস কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলবে?বিগত সরকারের নিয়োগকৃত লোকেরা উনাকে সহযোগিতা করছে বলে মনে হচ্ছে না।যেখানে দেশ চালাচ্ছিল আমলারা,ওরা ঠিকঠাক সহযোগিতা করলে দেশ আগের চেয়ে ভালো চলার কথা।আগের সরকার টানেল মানেল, স্যাটেলাইট ইত্যাদি যে প্রকল্পগুলো নিয়েছিল সেগুলো লস্ প্রজেক্ট । পাশাপাশি এরকম আরও যত উলট পালট প্রজেক্ট আছে প্রতিটি খাতে চেঞ্জ আনতে হবে, বাদ দিতে হবে।পুরো হযবরল অবস্থা।দেশ ঠিক হতে টাইম লাগবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৮

সোনাগাজী বলেছেন:



ব্যুরোক্রেট ও সেনাবাহিনী আমেরিকার কন্ত্রোলে আছে; ফলে, এগুলো নিয়ে ড: ইউনুস বেশী ব্যস্ত নয়। মানুষ উনাকে যেসব ব্যাপারে সন্দেহ করছে: (১) উনি কি করে ক্ষমতা পেলেন (২) আমেরিকা কি চায় (৩) আন্দোনকারীদের সাথে উনাার সম্পর্ক কি (৪) আওয়ামী লীগকে নিয়ে উনার কি প্ল্যান (৫) নতুন দল কি জামাতের নতুন শাখা (৫) কোমলমতিরা কি শিবির (৬) শিবিরকে ট্রেনিং কারা দিয়েছে; তিনি এগুলোর উত্তর যদি সতভাবে দেন, মানুষ উনার সাথে থাকব।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৫

বঙ্গদুলাল বলেছেন: ১.ছাত্ররা প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে উনাকে ক্ষমতায় বসিয়েছে (৩আগস্ট সিদ্ধান্ত হয়েছে এটা,চয়েস আগে থেকে ছিল)
২.আমেরিকা চীনা আধিপত্য কমাতে চাবে।অথবা হাসিনা সরকার আমেরিকাকে সমীহ করেনি যা আমেরিকার পছন্দ করেনি এবং আমেরিকা জাস্ট একটি বিকল্প সরকার চেয়েছিল যেখানে ঘটনাচক্রে তাদের পছন্দের ইউনুসই সরকার প্রধান।আমেরিকা কি সব জায়গায় কিছু না কিছু চায় আসলে সিরিয়াসলি?
৩.আন্দোলনকারীরা সবাই দেশের শিক্ষিত তরুণ, তাদের পছন্দ অন্য কেউ হলেই বরং অবাক করার মতো বিষয় ছিল!
৪.আ.লীগ স্বাভাবিকভাবে পাপমোচন করে সভ্য হয়ে রাজনীতি করবে।
৫.নতুন কোনো বড় দল সৃষ্টি হয়নি। ঘটনাচক্রে কয়েকটি সামান্য ছোট দলের প্রতিনিধি সরকারে আছে।নতুন বড় দল সৃষ্টির দরকার বাট পরিবেশ চেখে পড়ছে না।
৬.না, কোমলমতিরা শিবির নয়, বরং শিবির,ছাত্রদল সময়ের প্রয়োজনে ওদের সমর্থন দিয়েছে। কিছু ছাত্রলীগও বিবেকের তাড়নায় ছাত্রদের সমর্থন দিয়েছে।
৭.এভাবে চিন্তা করলে আ. লীগ ছাড়া সবাই ট্রেনিং প্রাপ্ত। সবাই এক হয়ে শেখ হাসিনা রেজিমকে তাড়িয়েছে।দেশের প্রয়োজন, সময়ের প্রয়োজনে। দরকার ছিল।সব কিছুর শেষ থাকে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৮

সোনাগাজী বলেছেন:




৪৪ বছর আওয়ামী লীগের সভাপতি থেকে ও দলকে লাঠিয়াল বানায়ে শেখ হাসিনা ভয়গকর অপরাধ করেছে; ব্যাংগুলো ডাকাকতী করেছে উনার বোন , ছেলে ও এস আলম।

শেখ হাসিনাকে তাড়ানোর দরকার ছিলো আওয়ামী লীগের; তা'হলে দেশ শিবিরের হাতে যেতো না। এগুলো দীর্ঘ সময় ধরে ট্রেনিং প্রাপ্ত ছাত্র।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৩

বঙ্গদুলাল বলেছেন: আপনি শেখ হাসিনাকে মন্দের ভালো, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রতিনিধি এসব মাথা থেকে মুছে, দেশে আসুন রাজনীতি করুন।আপনার সমমনা বন্ধুদের নিয়ে রাজনীতিতে যোগ দিন।যদিও এই দেশে ঘটনাচক্রে রাজনীতিবিদ হওয়া যায়। তাই সঠিকভাবে রাজনৈতিক দল সৃষ্টি হচ্ছে না।পরিবারতন্ত্রে আটকে আছে সবাই।সময়ের প্রয়োজনে আ. লীগ, বিএনপি, জামাত ভাই ভাই ভোটের প্রয়োজনে।মুক্তিযুদ্ধ, সেক্যুলারিজম,সংস্কৃতি,ধর্ম এসব জাস্ট উপলক্ষ্য রাজনৈতিক দলগুলোর কাছে।মানুষের জন্য কোনো রাজনীতি নেই।

ইমেডিয়েট আগের পোস্ট কমেন্ট করেছি একটি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫৬

সোনাগাজী বলেছেন:



আমার সময় চলে গেছে; আমার শরীর ভালো নয়; না'হয় আমি চেষ্টা করতাম।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৮

বঙ্গদুলাল বলেছেন: দেশে আওয়ামী লীগের বাইরেও দেশপ্রেমিক মানুষ থাকা সম্ভব।
একই দল বার বার ক্ষমতায় আসলে দানবে পরিণত হয়।দেশের ভোটিং সিস্টেম কে ধ্বংস করে দিয়ে দেশকে কন্ট্রাক্টরির মতো করে চালিয়েছে আ. লীগ। মানুষ থেকে এখন এমন দূরে চলে গেছে, ফিরে আসতে অনেক সময় লাগবে।মানুষ চরমভাবে অন্যায় করা কাউকে বেশিক্ষণ সহ্য করে না;হোক সেটা আ.লীগ, বিএনপি, ৭১ এর মুক্তিযোদ্ধা কিংবা চব্বিশের বিপ্লবী।৭১ এ যুদ্ধ হয়েছিল দেশের ভালোর জন্য,সবার আগে জনগণকে ক্ষমতার মালিক বানানোর জন্য,কোনোভাবেই আওয়ামী লীগকে চিরকাল ক্ষমতায় বসিয়ে রাখার জন্য নয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২২

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ ছিলো দেশের একমাত্র লিগ্যাল দল; তারা যেই পরিমাণ ডাকাতী করেছে, ইহা রূপকথাকেও ছাড়িয়ে গেছে! কিন্তু কেন এমন হলো?

কারণ দলে কোন রাজনীতিবিদ নেই। গত ১৫ বছরে ১ জন মাত্র রাজনীতিবিদ ছিলেন যিনি সামান্য রাজনীতি বুঝেন। ব্

লগে নিশ্চয় আপনি হাজারখানেক ব্লগার দেখেছেন; কয়জনকে শিক্ষিত বলে মনে হয়েছে? আমার চোখে পড়েছে ২%-৩%।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৬

কামাল১৮ বলেছেন: লেখলাম আদানি হয়েগেলো আমদানি।রাশিয়া ১৮ তারিখ নির্দারণ করছে। এর পরে অতিরিক্ত সুদ ধার্য করবে।রাশিয়ার পাঁচটি প্রকল্প বাতিল করেছে সরকার।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৩

সোনাগাজী বলেছেন:



চীন ও রাশিয়ার সাথে সব প্রকল্পে ওভার ইনভয়েস আছে।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: দেখি কি ঘটে! B:-) দেশ নিয়ে আমার অবশ্য কোন উচ্চাশা নেই তাই এসব নিয়ে আর সময় ব্যয় করতে চাই না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৩

সোনাগাজী বলেছেন:



সামুতে আসার পর বানরও কিছু শিখে; তারপরও এদের অবস্হা দেখেন, এখানে ৯৫% ব্লগার গার্বেজ ছাড়েন। এখন সবচয়ে বড় সরকারী চাকুরীতে আছেন, কবি সেলিম আনোয়ার; উনার কবিতা পড়লে শিক্ষিত মানুষও বেকুব হয়ে যাবে। বড় চাকুরী করতেন সোনাবীজ, কিসব গার্বেজ গান লেখেন, পড়লে মনে হয় গ্রামের রাখাল ছেলের স্বরচিত গান।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


এত অল্প মানুষের জন্য এত এফোর্টের প্রয়োজন আছে?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



কোন অল্প মানুষের কথা বলেছেন?

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫০

দক্ষিণ মেরু বলেছেন: একটা কমিটি করে দেয়া হয়েছে এই কাজের জন্য। কমিটি শ্বেতপত্র প্রণয়নের কাজ করছে আমি যতটুকু জানি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০৯

সোনাগাজী বলেছেন:




এটা করার দরকার ছিলো ১ম সপ্তাহে; উনার দ্বারা বড় কিছু হবে না।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৮

নূর আলম হিরণ বলেছেন: আপনি ড. ইউনূসের ব্যাপারে হতাশ হয়ে পড়েছেন। আমি অনেক আগ থেকেই উনার সম্পর্কে হতাশ ছিলাম। আপনার আশেপাশে যদি সুদের কারবারি কেউ থাকে কিংবা ব্যাংকের মালিকও কেউ থাকে দেখবেন এরা মোটেও মানবিক মানুষ নয়। এই ব্যবসা সবাই করতে পারেনা, এই ব্যবসা করতে হলে কিছুটা বা অনেকটা অমানবিক হতে হয়।
ড. ইউনূস প্রথমে হাতে হাতে সুদের ব্যবসায়ীই ছিলেন পরে তিনি সেটাকে একটা কাঠামোয় আনেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৪

সোনাগাজী বলেছেন:




যেই দেশে মহাজনেরা ৩০০% -৪০০% হারে সুদ নেয় কৃষক ও জেলেদের থেকে, সেখানে ড: ইউনুস যেই কোন নবীর চেয়েও বড়; তবে, উনি টাকাগুলো এনেছিলেন ফ্রি কিংবা ১%-২% এ; এখানে সমস্যা।

উনি গ্রামীন ব্যাংকের এসেট করেছেন ৮ বিলিয়ন ডলার, এগুলো কাদের থেকে নেয়া হয়েছে কে ইহার শেয়ার-হোলডর?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.