নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
**** আমার পোষ্ট যদি আপনাকে নতুন কিছু ভাবনা/তথ্য দিয়ে থাকে, পোষ্টে লাইক দিবেন, ধন্যবাদ।****
আমার মনে হচ্ছে, ইহা ট্রাম্পের ক্রিমিনাল সহযোগীদের কাজ; তার প্রতি সহমর্মিতা বাড়ানোর জন্য ১টি ক্রিমিনাল প্রক্রিয়া মাত্র।
আজকে (০৯/১৫/২৪ ) বিকালবেলা, ফ্লোরিডায় গলফ খেলার সময়, রায়ান রাউথ নামে এক আমেরিকান নাকি ট্রাম্পকে হত্যা করার জন্য পজিশন নিয়েছিলো গলফ-কোর্সের ভেতরের জংগলে। ট্রাম্পের পাহারায় নিযুক্ত সিক্রেট সার্ভিসের লোকজন নাকি রায়ানকে জংগলের মাঝে কালাসনিকভ রাইফেলসহ দেখতে পায়।
সিক্রেট সার্ভিসের লোকজন নাকি রায়ানকে দেখার পর, রায়ান জংগল থেকে বের হয়ে গাড়ী চালয়ে পালিয়ে যাচ্ছিলো। পালিয়ে যাবার সময় স্হানীয় পুলিশ তাকে ধরে ফেলে।
পেনসিলভানিয়া রাজ্যে ট্রাম্পকে হর্যার চেষ্টা করার পর, তার জনপ্রিয়তা বেশ বেড়ে গিয়েছলো; গত কয়েক সপ্তাহে কমলা ট্রাম্পের অবস্হানকে বেশ শক্তভাবে আক্রমণ করেছে। ইহা ট্রাম্প ও তার ক্রিমিনাল সহযোগীদের বেশ ভাবিয়ে তুলেছে।
আমার মনে হচ্ছে, ইহা ট্রাম্পের ক্রিমিনাল সহযোগীদের কাজ; তার প্রতি সহমর্মিতা বাড়ানোর প্রক্রিয়া মাত্র' তারাই এই বোকা লোকটিকে কোনভাবে এই কাজটি ধরায়ে দিয়েছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩১
সোনাগাজী বলেছেন:
১) স্কেনডেনেভিয়ান দেশগুলো
২) ট্রাম্প বাহির থেকে গিয়ে ২০১৬ সালে রিপাবলিকান দলটাকে দখল করে, দলের রাজনীতিবিদদের জিম্মি করে ফেলেছে।
৩) রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে; কিন্তু ইউক্রেন অর্থনৈতিকভাবে ভেংগে পড়বে; তাদের চলে যাওয়া ৭ মিলিয়ন মানউষ দেশে ফিরবে না।
৪) ইহা লম্বা কথা; মানউষের দরকার, জামত-শিবির ও হেফাজত থেকে দুরে থাকা।
৫) আমেরিকা না'চাইলে, বিএনপি সরকার গঠন করতে পারবে না।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৪
কামাল১৮ বলেছেন: নাটকই মনে হয়।আরেকটা বিতর্ক কি হবে?
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৩
সোনাগাজী বলেছেন:
ট্রাম্প গত নির্বাচনে সুবিধা করতে পারেনি; তবে, সে ভয় পেয়ে গেছে! সে নিজ চেষ্টায় আরেকটা ডিবেইটে যাবে।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি তো আগে মনে হয় ট্রাম্পের প্রশংসা করতেন। কেননা, ট্রাম্প এলিট মিথ্যুক রাজনীতিবিদদের সরিয়েছিলেন। যাই হোক, বুশ জুনিয়রের ২য় টার্মের আগে আলকায়েদা জুজু দেখানো হত, লাদেনের অডিও ছাড়া হত, যাতে জনগণের সেন্টিমেন্ট বাড়ে তার প্রতি এবং সেটা কাজেও দেয়। ট্রাম্প-ও কি এরকম কিছু করতে চাইছে নাকি?
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৫
সোনাগাজী বলেছেন:
লেখা তো সামনের পাতায় যায় না; লেখা ও মতামত পছন্দ হলে, লেখায় লাইক দিবেন, যাতে অন্যেরা ইহাকে দেখতে পায়।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬
সোনাগাজী বলেছেন:
যেই লোকটা চেষ্টা করেছিলো, তার ক্রিমিনাল রেকর্ড আছে; তবে, সে ট্রাম্পের সাপোর্টারই হওয়ার কথা; অবস্হা দেখে মনে হচ্ছে, ট্রাম্পের লোকেরা তাকে টাকা দিয়ে এই কাজ করার জন্য নিয়োগ করেছিলো, যাতে ট্রাম্পের প্রতি ইডিয়ট আমেরিকানদের সহুনুভুতি বাড়ে।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
কতভাগ আমেরিকান এটাকে ফিল্ম হিসেবে নিচ্ছে?
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৮
সোনাগাজী বলেছেন:
আমেরিকানরা আমার মতো এত তাড়াতাড়ি উপসংহারের যাচ্ছে না।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ আপনার অবস্থা আমার অবস্থা একই আমার লেখাও সামনের পাতায় যায় না |
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০৫
সোনাগাজী বলেছেন:
আমার মতো পেছনের পাতায় লেখেন; আপনার কমেন্ট ক্ষমটা আছে।
এখন সামুর ৯৮% লেখাই গার্বেজ , লেখা ভালো হলে মানুষ পড়বেন।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০৪
বঙ্গদুলাল বলেছেন: শেখ হাসিনা মিলিটারির পুরো অংশকে কখনও কন্ট্রোল করতে পারেনি।জিয়াউল আহসান, মুজিব, জেনারেল আতাউল, সাইফুল,কর্ণেল শহিদ এরকম কয়েকজন উচ্চ পদস্থ অফিসার শেখ হাসিনার আজ্ঞাবহ ছিল,দলদাস টাইপের ছিল।কিন্তু সৈনিক থেকে মেজর পর্যন্তরা সব সময় এদের সমীহ করতো না। ছাত্রদের মার খাওয়ার পর থেকে সবসময় ছাত্রদের পাশে ছিল।সম্ভবত ১ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে মিটিং এ ওদের চোখের ভাষা বুঝে, মাইন্ড রিড করে সেনাপ্রধান জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিল, গুলি চালাবে না বলেছিল।আমি পুরো আন্দোলন জুড়ে আমার ফেবু ফ্রেন্ড কয়েকজন মেজর পর্যায়ের কর্মকর্তার ফেসবুক একটিভিটি পর্যবেক্ষণ করেছিলাম।আপনি ৫ আগস্টের পরের একটি লেখা পড়ুন... Sir, during the officers' address we said that we don't want to make our hands dirty with common people's blood.... we the officers just urged you to give back the honor and respect of our uniform...
And you said, "I promise and have faith on me"...
To be honest most of us really couldn't believe that word thinking that that's just a merely formal speech ....
But YOU HAVE KEPT YOUR PROMISE....
Your one single decision saved thousands of lives ...
Sir, salute to you from the bottom of my heart...
I am really proud today to serve unde your command....
May Allah bless you from all the evil power....
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫০
সোনাগাজী বলেছেন:
সেনাবাহিনী হলো দেশ রক্ষার জন্য, দেশের মানুষ হত্যার জন্য নয়; তবে, মিশর, পাকিস্তান, বাংলাদেশ ও আফ্রিকার সব দেশের সেনাবাহিনীর অফিসারেরা আমেরিকার কমান্ডে চলে।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাজানো ধারাবাহিক নাটক।
তবে প্লট দুর্বল।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫১
সোনাগাজী বলেছেন:
৫৩ বছর পর আবার শুন্য থেকে শুরু হচ্ছে; তবে, সঠিক দিকে যাচ্ছে না।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০০
কিরকুট বলেছেন: ট্রাম্প সম্ভাবত দক্ষীন এশিয়ার রাজনৈতিক ট্যেকনিক গুলোর তালিম নিচ্ছে ।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২০
সোনাগাজী বলেছেন:
বিশ্বের সব রেসিষ্টরা একই ধারা অনুরণ করে।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫৭
পীর শাহবাজ নগর বলেছেন: ট্রাম্পকে অনেকে প্রচন্ড ঘৃনা করে, অন্যান্য প্রার্থীকে অপছন্দ করলেও ঘৃনা করে বলে মনে হয়না। প্রথম হত্যাচেষ্টা নাটক মনে হয়নি, সামান্য হেরফের হলে মারা পড়ত।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪০
সোনাগাজী বলেছেন:
২য়টা ওর লোকেরা করায়েছে।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০১
পীর শাহবাজ নগর বলেছেন: যেই ক্ষমতায় আসুক ফিলিস্তিনে হত্যাকান্ড বন্ধে কাজ করবে এমন কাউকে দরকার, প্রার্থীরা ইসরায়েলকে খুশি করতে বেশি অনুগত এমন আচরন করে, এতো প্রেম দেখায় কিজন্য।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪১
সোনাগাজী বলেছেন:
কমলা হলে, ইসরায়েল ভয় পেয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫৮
বঙ্গদুলাল বলেছেন: ১.বিশ্বে সবচেয়ে বেশি গণতন্ত্র চর্চা করা হয় কোন দেশে?
২.রিপাবলিকানরা বারবার ট্রাম্পকে চয়েস করার কারণ কী?কোনো সু্বিধা?
৩.ট্রাম্প আসলে রাশিয়া-ইউক্রেন,মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী কী পরিবর্তন আসতে পারে?
৪.বাংলাদেশের ক্ষমতাসীন এবং জনগণের এই মুহুর্তে কী করা উচিত?
আপার পরে আ.লীগের দায়িত্ব কে কাঁধে নিচ্ছে?
৫.পরবর্তী নির্বাচন নিয়ে আপনার প্রেডিকশন কী?বিএনপি কয়টি আসন পাবে?