নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
বড় একটা শুরু ছিলো ১৯৭১ সালে: ৩০ লাখ শহীদ ( ১ জনের পরিবারও কিছু পায়নি ), ১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধা। কেহ কিন্তু সেই বাংলাদেশের জন্য আমাকে "অভিনন্দন" বলেননি। কারণ, দেশ একা এনেছিলেন শেখ সাহেব।
৫৩ বছর পর নাকি আবার নতুন করে শুরু হচ্ছে? কমপক্ষে ব্লগের এডমিন থেকে "নতুন" বাংলাদেশের অভিনন্দন পেয়েছি; ৯০০ জনের কাছাকাছি শহীদ, নতুন মুক্তিযোদ্ধা কতজন? এবারের শহিদদের পরিবারেরা কিছুটা ক্ষতিপুরণ পাবেন; কথা দিয়েছেন ড: ইউনুস সাহেব।
১৯৭১ সালের কোন মুক্তিযোদ্ধা কি ২০২৪ সালেও মুক্তিযুদ্ধ করেছেন? ব্লগের ১ জনের লেখা দেখে মনে হচ্ছে, এই বিরল সন্মানের ভাগী হয়েছেন ১৯ কোটীর মাঝে কমপক্ষে ১ জন!
৫ই আগষ্টের পর, কয়েকদিন অনেক চীৎকার শুনছিলাম: "নতুন বাংলাদেশ", "নতুন স্বাধীনতা"; সেপ্টেম্বরের মাঝামাঝি এসে অনেকের গলার স্বর ছোট হয়ে গেছে। ১৯৭১ ও ১৯৭২ সালের মতো উৎসব উৎসব ভাব দেেখা যাচ্ছে না। নতুন মুক্তিযোদ্ধারা তাদের বিজয় নিয়ে একেবারেই চুপ; শুধু ফেইসবুক ও ব্লগ বেশ গরম; কোন জেবারেলের নাম শুনছি না, কোন মান্ডারের নাম শুনছি না, কেহ ক্রেডিট নিতে চাচ্ছেন না কেন?
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১২
সোনাগাজী বলেছেন:
আওয়ামী লীগ থেকে মুক্তি পাওয়া গেছে; কিন্তু ৫৩ বছর পর, দেশ মানুষের হাতে নেই, ইহার মালিকানায় পাকিস্তান ও আমেরিকা আছে।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪১
লোক বলেছেন: হাইপোথেটিকাল একটা চিন্তা করেন, নিরপেক্ষ নির্বাচন হইলো তাহলে বিএনপি, আওয়ামীলীগ, জামাত কতগুলো করে সিট পাবে?
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৪
সোনাগাজী বলেছেন:
বিএনপি ক্ষমতায় যাবার মতো সীট পাবে না; আওয়ামী লীগ ১০ সীটের আশেপাশে পাবে।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার বা অন্য কারো কি ধারণা, হাসিনা যাওয়া মানেই পরদিন থেকে দেশ শান্তিতে থাকবে? একে তো বাংলাদেশের জনগণ পটেনশিয়াল দুর্নীতিবাজ, তার উপর ১৬ বছর ছিল আওয়ামী লীগ। এখন ২ মাসে কী হবে? আফসোস লীগ ছাড়া আর কারো তেমন বীকার হচ্ছে না। ছাত্রদের ক্লাসে ফেরত যেতে হবে। সবাই উপদেষ্টা হতে পারবে না। তাই এখন আস্তে আস্তে গলাবাজি কমে যাবে...
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৬
সোনাগাজী বলেছেন:
এইসব ছাত্ররা আর ছাত্র নেই; ঢাকার ২০/২৫ ভাগ পরিবারের ছেলেক্সমেয়েরা পড়ালেখা করবে, বাকীরা পড়ালেখা করবে না।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০২
কিরকুট বলেছেন: সময় দিন নিঃশব্দতার ব্যাপ্তি আরো বাড়বে । ত্রানের কোটি টাকার হিশাব মেলাতেই কাল ঘাম ছুটে যাচ্ছে ।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮
সোনাগাজী বলেছেন:
ছাত্ররা টাকা দখল করবে, সাথে থাকবে ব্যুরোক্রেটরা; দেশ কিভাবে চলবে, সেটা নিয়ে ড: কিছু বলেনি; ফলে, ব্যুরোক্রেটরা নিজেরা ঠিক করবে, সরকারকে কিভাবে চালাবে।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:১৭
আদিত্য ০১ বলেছেন: মিলিটারি মেজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, পুলিশ প্রশাসন একবারে ভেঙ্গে গেছে, দেশে যে অঘোষিত এনার্কি চলছে, এইটা ক্রমশ বাড়ছে, ইউনুস সাহেব ব্যর্থ হবেন। কারন আগামী দিনে বিএনপি কর্মী ও নেতাদের সাথে ছাত্ররা যারা আন্দোলনে ছিলো তাদের সাথে ক্ল্যাশ হবে, মারামারি হবে, দ্বন্দ্ব ইতোমধ্যে স্পষ্ট হচ্ছে
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫৭
সোনাগাজী বলেছেন:
ইডিয়টরা ব্যতিত অনেক মানুষ কোমলমতিদের বুঝে গেছে, দেশ ভয়ংকর সমস্যার দিকে রওয়ানা দিয়েছে।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:১৯
আদিত্য ০১ বলেছেন: ঐদিকে ছাত্ররা ত্রানের টাকা মেরে দিয়ে ব্যাংকে রেখেছে, আহারে আন্দোলন!
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫৮
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা বুদ্ধিমান হওয়ার কথা নয়।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:২৭
কামাল১৮ বলেছেন: ৭১রে বছর খাঁনের দেশর মানুষ বড় আশা নিয়ে কষ্টে দিন যাপন করছিলো।বছর খানেক পর তাদের আশা ভঙ্গ হলো।এবার প্রথম দিন থেকেই শুরু হলো লুটপাট।এর নাম স্বাধীনতা।লুটপাটের স্বাধীনতা।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪৯
সোনাগাজী বলেছেন:
'৭১ এ বাংগালীরা জাতির জন্য সব কিছু করতেন; বেকুব শেখের মাথায় মগজ ছিলো না; উনার দক্ষতা ছিলো ১ জন ছাত্রলীগ নেতার সমান। এবার জয়ী হয়েছে '৭১'এর গণহত্যার উত্তরসুরীরা।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৫১
আজব লিংকন বলেছেন: প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের কবর ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হয় আল্লাহ! এদের হেদায়েত দাও
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৫০
সোনাগাজী বলেছেন:
এদের পুর্বসুরীরা ছিলো গণহত্যার জল্লাদ।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৫৪
আলামিন১০৪ বলেছেন: শেখের ৩০ লাখের হিসাব কোথা থেকে পেয়েছিলেন? কোন শুমারী কি হয়েছিল?
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪৬
সোনাগাজী বলেছেন:
না, কোন শুমারি হয়নি; শেখ বলেছিলেন, তাই স্বাধীনতাকামীরা সেটাই গ্রহন করেছিলেন।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২৯
পীর শাহবাজ নগর বলেছেন: একাত্তরে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলেন, জনগন এর কি সুবিধা পেয়েছিলো জানিনা।
মুক্তিযোদ্ধার সংখ্যা সঠিক মনে হলে ৩০ লাখের গল্প ফেরেশতা বললে বিশ্বাসযোগ্য না।
এবারের শহীদেরা ১০০ কোটির প্রাথমিক সহায়তা পাবেন শুনেছি, আরও আগে হবার দরকার ছিলো অনেকে চোখ নষ্ট হয়ে গেছে অনেকে হাত-পা হারিয়ে পঙ্গু। চিকিৎসার অভাবে অনেকে শহীদ হয়েছেন।
একাত্তরের একজন মুক্তিযোদ্ধাও হত্যাকান্ডের বিরুদ্ধে বলেছেন শুনিনি।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৮
সোনাগাজী বলেছেন:
এই বিশাল হ্ত্যাকান্ড ছিলো আন্দোলনের একটি অংশ, ইহার মুল ডিজাইনার হচ্ছে কোমলমতিরা; হত্যার করানো হয়েছে মানুষকে রাস্তায় আনার জন্য; সেজন্য তাকা দেয়ার ব্যবস্হা করা হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫০
কলমনাই বলেছেন: কেহ ক্রেডিট নিতে চাচ্ছেন না কেন? নতুন নকিবের দিগম্বর চিল্লা ফাল্লায় যদি না বুঝেন! আফসোস
নতুন জামাই
সাঙ্গা কইরা
মুখে রুমাল দিয়া রাখছে
সামনে আইতে শরম শরম করে