নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগের "নতুন মুক্তিযোদ্ধারা" আমার ব্যান চেয়ে আসছিলো, আমি সেমিব্যানে আছি!

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬



পদ্মাসেতুর ফাইন্যান্স নিয়ে বিশ্ব ব্যাংকের অভিযোগের পর, (এপ্রিল, ২০১২ ) শেখ হাসিনা যেই উত্তর দিয়েছিলেন, ("বিশ্ব ব্যাংক তো টাকা দেয়নি এখনো, টাকা নিয়ে দুর্নীতি হলো কি করে?" ) তখনই আমি বুঝেছিলেম যে, শেখ হাসিনার সরকার দেশকে ভুল পথে নিয়ে যাবে। সেটা লিখতে গিয়ে আমি ২টি ব্লগ থেকে ব্যান খেয়েছিলাম।

এবারের আন্দোলনে শেখ হাসিনা ও উনার সরকারের পতন হয়েছে; ইহা সঠিক হয়েছে। কিন্তু দেশ যাদের কন্ট্রোলে গেছে, ইহা আসলে অনেক বেশী ভয়ংকর কাজ হয়েছে; দেশ মুক্ত হয়নি, দেশ নতুন বলয়ে প্রবেশ করেছে, যেই বলয়ে আছে আছে পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, ইরান, লেবানন, ফিলিস্তিন।

এবারের আন্দোলনের শুরুতে আমি নুরার সময়ের আন্দোলনের ডিজাইন দেখেছিলাম; আমার মনে হচ্ছিলো যে, নুরার আন্দোলন (২০১৮) ছিলো এবারের আন্দোলনের প্রোটোটাইপ।

এবারের আ্দোলনকে ড: ইউনুস "বিপ্লব" বলেছেন; আমি বিপ্লবের কোন প্যাটার্ণ দেখিনি এই আন্দোলনে; ইহা ছিলো শেখ হাসিনা ও উনার সরকারের পতন ঘটানো; তবে, ইহার পেছনে যারা আছে, তারা আমাদের দেশে "সাংস্কৃতিক বিপ্লব" ঘটাবে সময়ের সাথে।

৫ই আগষ্টের পর থেকে শুনে আসছি যে, "নতুন বাংলাদেশ" হয়েছে, "নতুন মুক্তিযোদ্ধা" আছে, "নতুন রাজাকারও" আছে। ব্লগে নতুন মুক্তিযোদ্ধা আছেন অনেকেই; এরা ১৯৭১ সালের বুদ্ধিজীবিদের মতো মুক্তিযোদ্ধা। এরা আমার ব্যান চেয়ে আসছেন কোমমতিদের আন্দোলনের শুরু থেকেই। সামুটিমেও নতুন মুক্তিযোদ্ধারা আছেন বলে মনে হয়, আমি সেমিব্যানে আছি।

আমি নতুন মুক্তিযোদ্ধা ইত্যাদি শব্দগুলো ভালোবাসি না; আমি এদের ভুল দাবিও মানি না; আমি চাই সোস্যাল মিডিয়ার প্রিভিলীজ হিসেবে আমাকে সকল ব্যান ও সেমিব্যান থেকে মুক্তি দেয়া হোক।


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

আঁধারের যুবরাজ বলেছেন: @সকল ব্যান ও সেমিব্যান থেকে মুক্তি দেয়া হোক।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

সোনাগাজী বলেছেন:



বসে বসে সারাদিন নতুন মুক্তিযোদ্ধাদের গার্বেজ পোষ্ট পড়াই এখন আমার ব্লগিং। ১৯৭১ সালের ১ ভুয়া মুক্তিযো্দ্ধা এবার নিজকে আপগ্রেড করেছেন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৭

কামাল১৮ বলেছেন: আর্মি মাঠে নামছে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে।এটা কি দেশের জন্য ভালো হলো?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:



দেশ ভালোর দিকে যাবার সম্ভাবনা নেই; কোমলমতিদের পরিচয় বের হওয়ার পর, আর্মিই দেশের মালিক হতে যাচ্ছে।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:১৩

আদিত্য ০১ বলেছেন: আপতত এগুলা ব্যান খেলা নিয়ে আর ব্লগের একদল নিজেদেরকে জিন্নাহ ভাবছে।মিলিটারি মেজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, ইউনুস ফেইল করবে মনে হচ্ছে, অনেকগুলো কারনে, কোমলমতি আর বিএনপি তৃণমুল নেতা কর্মীদের মাঝে ক্ল্যাশ হবে, সাধারন জনগনও অতিষ্ঠ হয়ে উঠবে কারন, দেশে এখন অঘোষিত এনার্কি চলছে, পুলিশ বা প্রশাসন নাজুক অবস্থা, ভেঙ্গে গেছে, এইটা উত্তরনে ইউনুস সাহব একা পারছেন না, পারবেনও না। আগামী ১ মাসে অনেক কিছু হবে

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫৫

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস ১ম দিনেই নিজের অবস্হান পরিস্কার করে, মানুষকে এই পরিস্হিতি মোকাবেলার জন্য ঐক্য ও সাহায্য চাহেননি; মানুষ এখনো জানে না যে, সে কি জাতিক্বে সাহায্য করতে এসেছে, নাকি আমেরিকার হয়ে কাজ করছে, নাকি জামত-শিবিরের এজেন্ট হয়েছে।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৯

কিরকুট বলেছেন: জুলাই আগস্ট কালীন সময়ে পাকিস্থানী দুই এজেন্ড কে বাসায় আশ্রয় দেবার দায়ে বাংলাদেশের দুই চলচিত্র অভীনেত্রীর ভিসা বাতিল করেছে ভারত ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪২

সোনাগাজী বলেছেন:



দেশ আমেরিকা ও পাকী আইএসআই'এর হাতে আছে এখন।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩২

শাহ আজিজ বলেছেন: আপনারা খামাকাই দুশ্চিন্তা করছেন বা বাড়াচ্ছেন । মাঠে সেনা নামানোই এক ভিন্ন উদ্দেশ্য । আশাকরি ছিচকে রাজনিতিক আর দুর্বৃত্ত মানসিকতার রাজনিতিকরা দমন হচ্ছে বা হবে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৪

সোনাগাজী বলেছেন:



দলের লা ঠিয়াল, রগকাটা, দখলদারদের থামানো জন্য মিলিটারীর দরকার আছে!

সেনাদের কে নামায়েছে?

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫২

ক্লোন রাফা বলেছেন: ফখরুল চেচামেচি করছে / খাম্বা তারেক এখনও গ্রীন সিগনাল পায়নি দেশে আসার। তাই সবাই তেমন রা করছেনা। ৬মাস পর থেকেই শুরু হবে মুল খেলা। এনজিওগ্রাম সরকার সফল হওয়ার তেমন কোন লক্ষণ দেখতে পাচ্ছিনা।শেষ ভরসা মনে হয় সেনাবাহিনী । যদি সেটা হয় তাহলে আমরা আবার দশ বছর পেছোলাম বলেই মনে করি। এক্সপোর্ট ব্যাবসায় মনে হয় ধস নামছে। রেমিটেন্স দিয়ে দেশের অর্থনীতি টিকিয়ে রাখা অসম্ভব বলেই মনে করি।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭

সোনাগাজী বলেছেন:




রেমিট্যান্স তো মানুষ সরকারকে পা ঠায় না; সরকার হার্ডকারে্ন্সীটা কিনে নেয় মাত্র।

আমেরিকা যুক্ত আছে, ড: ইউনুস ঋণ পাবে।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৪

পীর শাহবাজ নগর বলেছেন: আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগের পতন হলে প্রথমদিনে এক লক্ষ লোক মারা যাবে। এর দ্বারা উনি ইঙ্গিত করেছিল ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে গনহত্যা চালাবেন। জুলাই-আগষ্টে আমরা তা দেখেছি। নিরস্ত্র লোকেদের স্নাইপার দিয়েও হত্যা করা হয়েছে।

"দেশ আমেরিকা ও পাকী আইএসআই'এর হাতে আছে এখন।"
অন্যান্য ব্লগারেরা র'য়ের হাতে দেশ থাকা নিয়ে বলায় উপহাস করেছিলেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৩

সোনাগাজী বলেছেন:



দেশ "র"এর হাতে ছিলো না; কিন্তু বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশের উপর "র" নজর রাখে। ভারত-বাংলাদেশ ভালো প্রতিবেশী হতে পারেনি ধর্মের কারণে।

ড: ইউনুসকে কে এনেছে ক্ষমতায়?

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৯

পীর শাহবাজ নগর বলেছেন: কে ক্ষমতায় এনেছে বলতে পারবোনা। তবে ঘোলাটে পরিস্থিতি সামলানোর মতো সুপরিচিত ও গ্রহনযোগ্যতার কারনে ড. ইউনুসকে সবাই মেনে নিয়েছিলো। গুঞ্জন শোনা গেছিলো ড. সালেহউদ্দিন আহমেদকে প্রধান করা হতে পারে, শেষমেষ হয়নি।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশ থেকে গুম করে ভারতে নেওয়া হয়েছিলো । এতো বড় ঘটনা গোয়েন্দারা জানতোনা?

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫

সোনাগাজী বলেছেন:



আমেরিকা চেনে শুধু ড: ইউনুসকে; আমেরিকা বিএনপি ও জামাতকে ভয় করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.